আমরা কুমিল্লার মানুষ হিসেবে গর্বিত ফারজানা আপুকে নিয়ে। একজন নারী পর্দার আরাল থেকে কিভাবে দেশের নাম্বার ওয়ান ইউটিউবার হওয়া যায় সেটা প্রমানিত। কিবরিয়া ভাইকেও ধন্যবাদ আপুকে দেশবাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
তাছাড়া এটাও আপনার জানতে হবে বা জানার বিষয় যে, কোন প্রাণীর ছবি আঁকা এগুলা সম্পূর্ণ হারাম। প্রকৃতির ছবি আকলে সেটা হয়তো কিছু হবে না কিন্তু কোনো প্রাণীর ছবি আঁকা এটা মোটেও ঠিক না।
বোনটি অনেক বড় শিক্ষিত কিন্তু অহংকার নাই। নম্র ভদ্রকথার মধ্যে শালিনতা আছে। আর সেযে অর্থনৈতিক একটা ভাল অবস্হানে থেকেও স্বইচ্ছায় এগুলোকে বিসর্জন দিয়ে হজ্জ্ব করে দ্বীনের পথে নামাজ রোজার মধ্যে জীবন কাটাতে চায় কত সাদা তার মন। আমি দোয়া করি আল্লাহ তাকে একজন মোমেন নারী হিসাবে কবুল করুন এবং প্রতিদান হিসাবে জানাতুল ফেরদাউস দান করুন । সাথে সাথে তার পরিবারের সকলকে আল্লাহ সঠিক পথে জীবন যাপন করার তৌফিক দান করুন।
আপুকে দেখে অনেক ভালো লাগলো 🥰 আমার মেয়ের অতি পছন্দের একজন চিত্রশিল্পী ফারজানা আপু ❤️ দুই বছর বয়স থেকে আমার মেয়ে ফারজানা আপুর ভিডিও দেখে দেখে অনেক আর্ট শিখেছে মাশআল্লাহ। এখন ওর বয়স 6 বছর আলহামদুলিল্লাহ ❤️ আমাদের বাসায় যতগুলো জিমেইল আইডি আছে সবগুলো দিয়েই আমার মেয়ে সাবস্ক্রাইব করছে আপুর চ্যানেলটা😊 অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল ফারজানা আপু ও আপনার প্রতি ❤❤
Shuveccha valobasa apnar jonno,,apnar sundor kotha bolar dhoron r binoyee nomrota mon chuye gelo r apnar proti shroddhata aro bere gelo,,evabe egiye jaan desh theke deshantore,,
An well educated well manner humble respectful and above all religious LADY. very impressive story. All the so call modern FEMALE should follow your achievements. Proud of you. All the best for the future.
আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। ধন্যবাদ কিবরিয়া ভাই আপনাকে। এতো ভালো মন মানসিকতা সম্পন্ন একজন সফল মুসলিম নারীকে উপস্থাপন করার জন্য। এতে নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় বিষয় আছে। আবারো আপনাকে ধন্যবাদ জানিয়ে ফারজানা আপুর জন্য শুভ কামনা থাকলো।
কোথায় আলহামদুলিল্লাহ্, মাশা আল্লাহ বলতে হয় এটাও আমাদের জানা দরকার। ফারজানা আপু একটি হারাম কাজ করে যাচ্ছেন আর কিবরিয়া ভাই সেটাকে প্রমোট করছে! আফসোস, ২জনকেই আবার অনেকে ধর্মীয় অনুশাসন মানে বলে বাহবা দিচ্ছেন!
MashaAllah, She poses so strong in her mind and emotion; Even if she looses the YT account, she is Thankful to Allah for what she has achieved respect, name and fame. That statement touched me a lot. Wow
ফারজানার বিশ্বাসের ভিত্তি ও ৈঐকান্তিক প্রচেষ্টাকে ধন্যবাদ। আর জে কিবরিয়া ভাইকে সালাম ও শুভেচ্ছা। জাজাকাল্লাহু খায়ের। আমি জেদ্দা থেকে বলছি। ফাজানাকে হজ্জ করার জন্য আল্লাহ তৌফিক দান করুন।
ফারজানা আপু হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব আর ওনাকে নিয়ে গর্ব করতে আমার অনেক ভালো লাগে লাভ ইউ ফারজানা আপু । আর আমার অনেক ইচ্ছা আমি আপুর সাথে দেখা করব ওনার থেকে বাংলাদেশের মানুষের অনেক কিছু শিখার আছে থ্যাংক ইউ আরজে কিবরিয়ার ভাইয়া ফারজানা আপুকে আপনাদের শোতে ডাকার জন্য ❤❤❤
আফসোস হয় আজ কালকের ইউটিউবার গুলো ২/৪/৫/৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে আর টাকার বাহাদুরী 🐐🐐🐐 😜🤣 অথচ এই আপুকে দেখে অবাক হবেন,,,, কাপড় থেকে শুরু করে কথা বলার ধরন মাশাআল্লাহ
It's really mind-blowing that you grew up with such situations...... It's very much inspirational for me .... Thank you Farjana Appi for being with me in every situation ❤..... Your story touched my heart.. really very much inspiring 🥰
@@FarjanaDrawingAcademy ফারজানা আপু হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব আর ওনাকে নিয়ে গর্ব করতে আমার অনেক ভালো লাগে লাভ ইউ ফারজানা আপু । আর আমার অনেক ইচ্ছা আমি আপুর সাথে দেখা করব ওনার থেকে বাংলাদেশের মানুষের অনেক কিছু শিখার আছে থ্যাংক ইউ আরজে কিবরিয়ার ভাইয়া ফারজানা আপুকে আপনাদের শোতে ডাকার জন্য❤❤❤
@@AYUDIWORLDACADEMY ফারজানা আপু হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব আর ওনাকে নিয়ে গর্ব করতে আমার অনেক ভালো লাগে লাভ ইউ ফারজানা আপু । আর আমার অনেক ইচ্ছা আমি আপুর সাথে দেখা করব ওনার থেকে বাংলাদেশের মানুষের অনেক কিছু শিখার আছে থ্যাংক ইউ আরজে কিবরিয়ার ভাইয়া ফারজানা আপুকে আপনাদের শোতে ডাকার জন্য❤❤❤
@@FarjanaDrawingAcademy sister I can not understand bangali I am Urdu speaking there is no any subtitle are available in this what should I do😭 I am your big fan sister
ফারজানা আপুকে আমি তখন চিনতাম না, যখন আব্বুর থেকে পত্রিকা নিয়ে দেখেছিলাম, আপুর চ্যানেলের নাম পত্রিকায় পড়ে ইউটিউবে সার্চ দিয়েছিলাম। তারপর থেকে উনার ভিডিও দেখে নিজেও মাঝে মাঝে আর্ট করি। আমি তো সবসময় আমার বন্ধুদের সাথে উনাকে নিয়ে গল্প করি। আমার বোনেরা ও উনার খুব ভক্ত। একজন অসাধারন ব্যক্তি মাশাআল্লাহ ❤❤❤
এই মহিলা এবং তার ফ্যামিলিকে আমার গাড়িতে করে ঢাকায় নিয়ে গেসিলাম গত বছর, সে ফ্ল্যাট কিনতে গেসিলো। কিন্তু তাদের মনমানসিকতা এতটাই ছোট যে আমাকে সারা দিন না খাওয়াইয়া রাখসে, এমনকি এক বোতল পানিও দেয় নাই। গাড়িতে বসে বসে খাইসে কিন্তু আমাকে সৌজন্যতা স্বরূপ একটু জিজ্ঞাসাও করে নাই যে আপনি কি খেয়েছেন কিছু...! অথচ বিশ্ব তাদের শিল্পকর্মে মুগ্ধ কিন্তু মানবিকতা কতই না কুৎসিত এবং সংকীর্ণ। Some people like them think driving or professions similar to this are served by most abused people of the society. We drivers or people who work as low categorized profession are not always honored by the people pretending to be respectful in community, but sooth to say, they are INHUMANE..! Mind it...
Meeta bhalo muslim but o janena . Se bhebeche apnake to payment koreche .Relative hole hoe to offer korto.Boss ra ki subordinateder food offer kare?Se apnake choto koreni.Amader driver shahebder aktu free khaoar abhas.
I am in awe of the individual's exceptional guards, who are always up and alert to ensure that all tasks are completed flawlessly and with precision. Her hard work is apparent in the impressive output they consistently produce, which displays a level of excellence that is difficult to match. Her talent is undeniable, and they effortlessly bring their unique skills and abilities to each task they undertake. Her dedication to her craft is unwavering, and her focus on work is unparalleled. Her commitment to perfecting their craft, and her focus on achieving excellence in everything she does, is truly remarkable. Witnessing such a level of dedication and professionalism is truly inspiring.😊
Masallah, Farjana apu ke Lakho koti salam , apu eto tk income korar poreo Namaj r Hoj Korar Porikolpona korar jonno, Allah jeno tinar ai bandake Nek Hayat dan koren ai dua korchi , and apur asa puron koren .amin
মাশাআল্লাহ কথা গুলো অনেক সুন্দর পথেকটা মানুষের বিতরে একটা না একটা পতিবা লুকিয়ে থাকে আপু আপনার কথা গুলো শুনে আমার ও আগ্রহ জাগে একটা ইউটিউব চেন্যল খোলার ইনশাআল্লাহ আল্লাহ জদি চান বালো কিছু করার জন্য উদৈগ নেবো ইনশাআল্লাহ আর আপু আপনার থেকে অনেক কিছু শিখার আছে আপনার ভিউ দেখে বুজতে পারলাম আপনার জন্য দোয়া রহিলো বালো থাকবেন ধন্যবাদ
চ্যানেল খোলার আগে নিজেকে অনেক সময় দিতে হবে সবচেয়ে বেশী। শিখতে হবে অনেক কিছু। বিশেষ করে বাংলা বানান। আপনার বাংলা বানানে অনেক ভুল। এগুলো সংশোধন করে শিখে নিয়ে সামনের দিকে এগোতে হবে। ধন্যবাদ। আপনার এই কমেন্টে নয়টা বানান ভুল আছে। দুঃখিত
Apur 14.05 er answer ta amr mon er kotha chilo. Actually amdr nijdr qualification e amra success pai na only Allah amdr success den bole amra pai. Masha-Allah Allah apnk r o onnk success jno den ei doa kori.
অসাধারন চিনতা ভাবনা এই আপুটার দোয়ারইলো আপুর জন্য একদম সাদামাঠা কোনো অহংকার নেই আপুর মনে সাবাস আপু আললাহতালা আপনার মনের সকল আসা পুরন করে দেন আপনি হজেআসেন দোয়াকরি
সবচেয়ে ভালো লাগল- এত সফল এবং কোটি টাকার মালিক হয়েও তার মধ্যে কোনো অহংকার নেই। বরং রয়েছে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতাবোধ❤
Hmm othocho amader deshe tiktoke pagoler moto nacha meye gulo k award dey..Award onake dewa uchit..biyer poreo ato sofol hoyesen eni
ছবি অঙ্কন করা হারাম
@@lovelyjannat6389 এটা কি সত্যিই রেফারেন্স দিন প্লিজ
উনি কিবরিয়া স্যারের সামনে আছেন বলে বিনয়ী এবং অহংকার দেখাচ্ছেন। আপনার আমার সামনে তিনি এমনই ভাবে নিরোহংকারী থাকবেন তার কি গ্যারান্টি?
@@lovelyjannat6389 Only living beings' drawings r Haram according to my knowledge
এমন ডায়মন্ড গার্ল বাংলাদেশের জন্য অনেক অনেক প্রয়োজন।অভিনন্দন আপনাকে🎉
ফারজানা বোনের শেষ কথাটি হৃদয়ে গেতে থাকবে সকলের মনে। আল্লাহ তাকে তার নেক আমল নেক আশা কবুল করুক, দোয়া রইল তার প্রতি। আমিন
🌹সফলতার রাস্তা তিনটি 👇
১. আল্লাহর সাহায্য
২. পরিশ্রম
৩. কৌশল
একটি, তাতে তিনটি শর্ত।
এতো বড় পাবলিক ফিগার।
অথচ কত নম্র, ভদ্র ও বিনয়ী!
ওনি আসলেই! অনেক বড় মনের মানুষ! ❤
@@ShariarShuvoo aisob ki thinking vai...
@@ShariarShuvoo goru
Ai channel er video gulo sottie Valo
#artwithbushra
☺️😊
❤️
কিবরিয়া স্যার এর সাথে কি এ্যারোগেন্ট শো করবেন ?
ফারজানা আপুর প্রতিটি কথা বিশেষ করে শেষের ইচ্ছাগুলো অনেক সুন্দর ছিল।
তাঁর চ্যানেলের অন্যতম ভক্ত আমি।
আপুর জন্য যশোর থেকে ভালোবাসা রইল।❤
আপুর কথা বার্তায় যথেষ্ট মার্জিত, নিঃসন্দেহে এটা মহান আল্লাহ তায়ালার দান, উনি যা পেয়েছেন তার থেকেও বেশি প্রত্যাশা করেন, শুভ কামনা রইলো আপুর জন্য।
আরো কয়েক বছর আগে থেকে আপুকে দেখার আমার খুব ইচ্ছে ছিল। নিরাপত্তাজনিত কারণে হয়তো ক্যামেরার সামনে আসেনি কিন্তু এখন দেখে আসলেই ভালো লাগলো
এই আপুর চ্যানেল অনেক প্রফেশনালিজম মেইনটেইন করেন। ওনার ভিডিওগুলো নিট এন্ড ক্লিন, একদমই স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল লেভেলের। ওনার বেশিরভাগ দর্শক নন-বাংলাদেশী, যারা খুবই উৎফুল্ল ওনার আর্ট দেখে। আপু সত্যিই গুণী একজন মানুষ।
সারা জীবন অন্যের সাফল্য শুনে গেলাম। নিজে কিছু করতে পারলাম না।🙂
Right😔
Us
Uss
আপনার মধ্যে ও কিছু আছে বাট খুঁজে নিবেন
আমার আছে কিন্তু প্রকাশ করতে পারলাম না💔😭😭😭😓
আপুর শেষের কথাটা অনেক ভালো লেগেছে, বাকী জীবন নামাজ, রোজা এবং দীন পালন করে কাটাবেন।
আমাদের সবারই উচিত দুনিয়া থেকে আখিরাতকে অগ্রাধিকার দেওয়া।
hmm 🙂
Love dear
❤❤❤
Right 👍
ছবি অঙ্কন করা হারাম
আমরা কুমিল্লার মানুষ হিসেবে গর্বিত ফারজানা আপুকে নিয়ে। একজন নারী পর্দার আরাল থেকে কিভাবে দেশের নাম্বার ওয়ান ইউটিউবার হওয়া যায় সেটা প্রমানিত। কিবরিয়া ভাইকেও ধন্যবাদ আপুকে দেশবাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
তাছাড়া এটাও আপনার জানতে হবে বা জানার বিষয় যে, কোন প্রাণীর ছবি আঁকা এগুলা সম্পূর্ণ হারাম। প্রকৃতির ছবি আকলে সেটা হয়তো কিছু হবে না কিন্তু কোনো প্রাণীর ছবি আঁকা এটা মোটেও ঠিক না।
Hm
Nhj
Poriporna porda hoi nai vai tobay salin hijab porcay
এটিকে কখনো পর্দা বলেনা ভাই
বোনটি অনেক বড় শিক্ষিত কিন্তু অহংকার নাই। নম্র ভদ্রকথার মধ্যে শালিনতা আছে। আর সেযে অর্থনৈতিক একটা ভাল অবস্হানে থেকেও স্বইচ্ছায় এগুলোকে বিসর্জন দিয়ে হজ্জ্ব করে দ্বীনের পথে নামাজ রোজার মধ্যে জীবন কাটাতে চায় কত সাদা তার মন। আমি দোয়া করি আল্লাহ তাকে একজন মোমেন নারী হিসাবে কবুল করুন এবং প্রতিদান হিসাবে জানাতুল ফেরদাউস দান করুন । সাথে সাথে তার পরিবারের সকলকে আল্লাহ সঠিক পথে জীবন যাপন করার তৌফিক দান করুন।
আমাদের কুমিল্লার গর্ব। আপুর প্রতিটি চিন্তা, নির্মল সুন্দর ও শালীন।
আপুকে দেখে অনেক ভালো লাগলো 🥰
আমার মেয়ের অতি পছন্দের একজন চিত্রশিল্পী ফারজানা আপু ❤️ দুই বছর বয়স থেকে আমার মেয়ে ফারজানা আপুর ভিডিও দেখে দেখে অনেক আর্ট শিখেছে মাশআল্লাহ। এখন ওর বয়স 6 বছর আলহামদুলিল্লাহ ❤️ আমাদের বাসায় যতগুলো জিমেইল আইডি আছে সবগুলো দিয়েই আমার মেয়ে সাবস্ক্রাইব করছে আপুর চ্যানেলটা😊 অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল ফারজানা আপু ও আপনার প্রতি ❤❤
Simplicity is the best! You are an inspiration for me and my channel. Love from Bangladesh.
কিবরিয়া স্যার আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা
Shuveccha valobasa apnar jonno,,apnar sundor kotha bolar dhoron r binoyee nomrota mon chuye gelo r apnar proti shroddhata aro bere gelo,,evabe egiye jaan desh theke deshantore,,
আপুর শশুর বাড়ির মধ্যে শ্বশুরবাড়ি যদি সব মেয়ের জীবনে থাকতো তাহলে হয়তো এরকম আকাশ ছোঁয়া স্বপ্ন দেখাযায়
মাশা-আল্লাহ।
আল্লাহ তার নেক ইচ্ছা পূরণ করুন।
Amin🖤❤️
An well educated well manner humble respectful and above all religious LADY.
very impressive story.
All the so call modern FEMALE should follow your achievements.
Proud of you.
All the best for the future.
আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। ধন্যবাদ কিবরিয়া ভাই আপনাকে। এতো ভালো মন মানসিকতা সম্পন্ন একজন সফল মুসলিম নারীকে উপস্থাপন করার জন্য। এতে নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় বিষয় আছে। আবারো আপনাকে ধন্যবাদ জানিয়ে ফারজানা আপুর জন্য শুভ কামনা থাকলো।
কোথায় আলহামদুলিল্লাহ্, মাশা আল্লাহ বলতে হয় এটাও আমাদের জানা দরকার। ফারজানা আপু একটি হারাম কাজ করে যাচ্ছেন আর কিবরিয়া ভাই সেটাকে প্রমোট করছে! আফসোস, ২জনকেই আবার অনেকে ধর্মীয় অনুশাসন মানে বলে বাহবা দিচ্ছেন!
মুসলিম নারি না ফালতু,, আরে ইউটিউব থেকে ইনকাম তো হারাম ইনকাম, আর ইনি তো আকা আকি করে, মানুষ পশু পাখি এগিলোতো হারাম,,, এটা হালাল না
মাশাআল্লাহ আপনার শেষের কথা গুলো সুন্দর ছিল। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুন। আমিন
কজন সফল ব্যক্তি হিসেবে তিনি যেমন কোটি টাকার মালিক, তেমনি তিনি একজন বিনয়ী ও কৃতজ্ঞ ব্যক্তি। এটি তাঁর ব্যক্তিত্বের একটি প্রশংসনীয় দিক।
শেষের কথাটা খুবিই ভালো লাগলো। অনেক দোয়া রইলো আপুর জন্য।।।
MashaAllah, She poses so strong in her mind and emotion; Even if she looses the YT account, she is Thankful to Allah for what she has achieved respect, name and fame. That statement touched me a lot. Wow
ফারজানার বিশ্বাসের ভিত্তি ও ৈঐকান্তিক প্রচেষ্টাকে ধন্যবাদ। আর জে কিবরিয়া ভাইকে সালাম ও শুভেচ্ছা। জাজাকাল্লাহু খায়ের। আমি জেদ্দা থেকে বলছি। ফাজানাকে হজ্জ করার জন্য আল্লাহ তৌফিক দান করুন।
সফলতা আসলে যেকোনো মাধ্যমেই আসতে পারে এইটাই বাস্তবতা।✨⭐
সত্যি আমার পছন্দের একজন মানুষ তার মধ্যে কোনো অহংকার নেই 👍👍👍
ফারজানা আপু হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব আর ওনাকে নিয়ে গর্ব করতে আমার অনেক ভালো লাগে লাভ ইউ ফারজানা আপু ।
আর আমার অনেক ইচ্ছা আমি আপুর সাথে দেখা করব ওনার থেকে বাংলাদেশের মানুষের অনেক কিছু শিখার আছে থ্যাংক ইউ আরজে কিবরিয়ার ভাইয়া ফারজানা আপুকে আপনাদের শোতে ডাকার জন্য ❤❤❤
চমৎকার ইন্টারভিউ, ধন্যবাদ দু’জনকেই।
অভিনন্দন ও শুভকামনা রইলো ফারজানার জন্য। ওর ডাকনাম দীপ্তি। ও আমাদের গর্ব।❤
আপু কথাগুলো অনেক সুন্দর। মন দিয়ে কাজ করলে সবার সফলতা আসবে ইনশাল্লাহ। পাশে থাকবেন
অভিনন্দন বাংলাদেশ !!!
সাবাস বাংলাদেশ !!!
এগিয়ে চলো বাংলাদেশ !!!
Iam pakistani I live in saudia ihave bengali friends thats why I understand bengali ❤
আফসোস হয় আজ কালকের ইউটিউবার গুলো ২/৪/৫/৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে আর টাকার বাহাদুরী 🐐🐐🐐 😜🤣 অথচ এই আপুকে দেখে অবাক হবেন,,,, কাপড় থেকে শুরু করে কথা বলার ধরন মাশাআল্লাহ
Mashallah..
Farjana apur mannars amar khubi vlo legeche ❤
এইতো কিছুদিন আগেই আপুর চেনেল্টা নজরে পরেছিল।
আর আজ ইন্টারভিউ দেখলস্ম।
আপুর মেন্টালিটি ইস সুপিরিয়র ❤
মাশাআল্লাহ! Extremely Surprised! Really Proud of her!
very good apu, all the best, proud of you, keep it up ❤❤❤❤
Alhamdulillah ameen summa Ameen pray to Almighty ALLAH Farjana Proceed Ahead MORE Advanced Creativity❤❤❤❤❤❤❤❤
ami choto bela thekei Farjana apu ar onar vai bon ke support kori. onara khub sundor art craft kore. best of luck..💙💙
আপুকে দেখলে আসলেই অনেক ভালো লাগে আমার। তিনি সব বিষয়েই all-rounder ❤❤
আমি প্রথমত ফারজানা আপুর ভিডিও দেখে ড্রয়িং করা উৎসহ পেয়েছিলাম,আমি এখন চ্যানেল মনিটাইজেশন পেয়েছি এবং কাজ রেগুলার করার চেষ্টা করতেছি ❤️
আল্লাহ তায়ালা আপনার কথা গুলো কবুল করুন খুব ভালো লাগলো
Farjana appu khub sundor laster duita kotha bolsen. Hajj r namajer kotha good luck appu apnar sopno jate sotti hoy.....
কিবরিয়া ভাই, আপনি একজন চমৎকার মানুষ ❤❤
যখন মনে করি হয়ত আমি পারবো না, তখনি ফারজানা আপুকে দেখে আবার ও উৎসাহ পায়। ❤️❤️
আলহামদুলিল্লাহ ৪ মাসে মনিটাইজেশন পেয়েছি এখন সবটা আল্লাহর উপর 😊
আপু কিভাবে ইউটুব চ্যালেন খুলব একটু জানাবেন
For you, I subscribed your channel ❤
@@mijanurgazi6675
youtube.com/@KhatijasCreativity
youtube.com/@KhatijasCreativity
Your video is also good 😊
Proud For You Farjana Mam 😍🥰🥰
love💕 From INDIA 🇮🇳🇮🇳
It's really mind-blowing that you grew up with such situations...... It's very much inspirational for me .... Thank you Farjana Appi for being with me in every situation ❤..... Your story touched my heart.. really very much inspiring 🥰
Thank you so much 🙂
@@FarjanaDrawingAcademy ফারজানা আপু হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব আর ওনাকে নিয়ে গর্ব করতে আমার অনেক ভালো লাগে লাভ ইউ ফারজানা আপু ।
আর আমার অনেক ইচ্ছা আমি আপুর সাথে দেখা করব ওনার থেকে বাংলাদেশের মানুষের অনেক কিছু শিখার আছে থ্যাংক ইউ আরজে কিবরিয়ার ভাইয়া ফারজানা আপুকে আপনাদের শোতে ডাকার জন্য❤❤❤
@@AYUDIWORLDACADEMY ফারজানা আপু হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব আর ওনাকে নিয়ে গর্ব করতে আমার অনেক ভালো লাগে লাভ ইউ ফারজানা আপু ।
আর আমার অনেক ইচ্ছা আমি আপুর সাথে দেখা করব ওনার থেকে বাংলাদেশের মানুষের অনেক কিছু শিখার আছে থ্যাংক ইউ আরজে কিবরিয়ার ভাইয়া ফারজানা আপুকে আপনাদের শোতে ডাকার জন্য❤❤❤
@@FarjanaDrawingAcademy sister I can not understand bangali I am Urdu speaking there is no any subtitle are available in this what should I do😭 I am your big fan sister
ফারজানা আপুকে আমি তখন চিনতাম না, যখন আব্বুর থেকে পত্রিকা নিয়ে দেখেছিলাম, আপুর চ্যানেলের নাম পত্রিকায় পড়ে ইউটিউবে সার্চ দিয়েছিলাম। তারপর থেকে উনার ভিডিও দেখে নিজেও মাঝে মাঝে আর্ট করি। আমি তো সবসময় আমার বন্ধুদের সাথে উনাকে নিয়ে গল্প করি। আমার বোনেরা ও উনার খুব ভক্ত। একজন অসাধারন ব্যক্তি মাশাআল্লাহ ❤❤❤
same
মন থেকে দোয়া ও শুভ কামনা রইল,
ইনশা আল্লাহ্ আমিও একদিন🤲🕌
Masha Allah… Manush carrier er jonno beya late kore..kintu iccha thakle shob shomvob .. Alhamdulillah
I can't understand what are u saying properly...but Really u are a proud for ur family....
May Allah Bless u😊
Keep going on🙃😃
ফারজানা আপু যেমন সুন্দর,,, তেমন সুন্দর আঁকতে পারে অসাধারন লাগলো তোমাকে দেখে
Thank you so much 🙂
আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণিতঃ
আমি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি ‘আল্লাহর নিকট ছবি মূর্তি অংকনকারীর সবচেয়ে কঠিন শাস্তি হবে’ (বুখারী ৮৮০ পৃঃ, মিশকাত হা/৪৪৯৭)।
ঊপদেশ, হাদিস নং ১১৩
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস
আত্মবিশ্বাসী একজন মানুষ তিনি,
নিজের প্রতি দৃঢ় বিশ্বাস আর আল্লাহর উপর ভরসার কারণেই তিনি আজ সফল....
Right 👍
She is very decent ❤ last line touch my heart, mashaAllahh
Farjana is my favorite artist in drawing . I love her art works 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
Congratulations Sister 🌷
For Your Success 👏
Best Of Luck 🤞
Allah Always Blessed You
I’m Proud to be Bangladeshi 🇧🇩
Live In Germany 🇩🇪
Rj kibriya vai to sob somoy osadharon,salam apnake,
আমার সব থেকে পছন্দের একজন ইউটিউবার
Proud for you Farjana sis ❤️
You are the best❤️keep going 💞 i hope you reach 20 million soon, insha'Allah 😍💞
Soo happy to se you in a tv show❤️❤️. But cant understand the language 😔love from Pakistan 🇵🇰🇧🇩💖💖
Wo bass apni story bta ragi hai k kese youtube pe ana hua aur kya journey rahi hai aur kya kya hasil kia hai youtube se...🎉
@@abdullahsaed8480 but I want to listen her story
Same
But painting or art is prohibited ( haram ) in Islam religion.
Ami farjana apur 4 year thaka video dekhi😊
Aponaky naky neny gorbo kory❤❤❤❤❤❤❤❤❤
কুমিল্লা মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় আমারও স্কুল ❤❤❤
এই মহিলা এবং তার ফ্যামিলিকে আমার গাড়িতে করে ঢাকায় নিয়ে গেসিলাম গত বছর, সে ফ্ল্যাট কিনতে গেসিলো। কিন্তু তাদের মনমানসিকতা এতটাই ছোট যে আমাকে সারা দিন না খাওয়াইয়া রাখসে, এমনকি এক বোতল পানিও দেয় নাই। গাড়িতে বসে বসে খাইসে কিন্তু আমাকে সৌজন্যতা স্বরূপ একটু জিজ্ঞাসাও করে নাই যে আপনি কি খেয়েছেন কিছু...! অথচ বিশ্ব তাদের শিল্পকর্মে মুগ্ধ কিন্তু মানবিকতা কতই না কুৎসিত এবং সংকীর্ণ।
Some people like them think driving or professions similar to this are served by most abused people of the society. We drivers or people who work as low categorized profession are not always honored by the people pretending to be respectful in community, but sooth to say, they are INHUMANE..!
Mind it...
আপনারে কি তারা নিজ হাতে খাইয়ে দিবে?
Meeta bhalo muslim but o janena . Se bhebeche apnake to payment koreche .Relative hole hoe to offer korto.Boss ra ki subordinateder food offer kare?Se apnake choto koreni.Amader driver shahebder aktu free khaoar abhas.
আপু তোমার কথা ভাবছি আপু আমি একটা মেয়ে তোমার কথা র সাথে আমার অনেক কিছু মিল, আমি তোমারজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক জেনো
Allah apur issa puron koruk..Onk valo lagase apur interview.
বোনটার কথা অনেক ভালো লাগল। ❤❤❤
Woooow..... Mind-blowing appu.... You're my inspiration🥰💕... But i don't understand anything... Please tell them to give the subtitles in English....🥰
Actually in this program she told about her story of success , how she opened her channel , her income , her property and etc etc
আমার প্রিয় ইউটিউবার ফারজানা আপু
I am in awe of the individual's exceptional guards, who are always up and alert to ensure that all tasks are completed flawlessly and with precision. Her hard work is apparent in the impressive output they consistently produce, which displays a level of excellence that is difficult to match. Her talent is undeniable, and they effortlessly bring their unique skills and abilities to each task they undertake. Her dedication to her craft is unwavering, and her focus on work is unparalleled. Her commitment to perfecting their craft, and her focus on achieving excellence in everything she does, is truly remarkable. Witnessing such a level of dedication and professionalism is truly inspiring.😊
We love you a lot farjana appi ....it's great your confidence and hard work brought this sucess to you....👏👏👍👍💐💐💐
মনটা অনেক সুন্দর ❤❤❤।
Insha allah ...Tumi sob RUclips,r kosto are mehonot gulo k kobul Koro.amin
আল্লাহ তাআলা উনার নেক ইচ্ছা পূরন করুন আমিন
সত্যি খুবই ভালো লাগলো ফারজানা আপুর কথাগুলো। 🥰😍
Masallah, Farjana apu ke Lakho koti salam , apu eto tk income korar poreo Namaj r Hoj Korar Porikolpona korar jonno, Allah jeno tinar ai bandake Nek Hayat dan koren ai dua korchi , and apur asa puron koren .amin
Amra to india theke farjana apu ke to chini na keebria vai ke dekhe video ta dekhlam shobar jonno doa o shuvo kamona roilo
মাশাআল্লাহ কথা গুলো অনেক সুন্দর পথেকটা মানুষের বিতরে একটা না একটা পতিবা লুকিয়ে থাকে আপু আপনার কথা গুলো শুনে আমার ও আগ্রহ জাগে একটা ইউটিউব চেন্যল খোলার ইনশাআল্লাহ আল্লাহ জদি চান বালো কিছু করার জন্য উদৈগ নেবো ইনশাআল্লাহ আর আপু আপনার থেকে অনেক কিছু শিখার আছে আপনার ভিউ দেখে বুজতে পারলাম আপনার জন্য দোয়া রহিলো বালো থাকবেন ধন্যবাদ
চ্যানেল খোলার আগে নিজেকে অনেক সময় দিতে হবে সবচেয়ে বেশী। শিখতে হবে অনেক কিছু। বিশেষ করে বাংলা বানান। আপনার বাংলা বানানে অনেক ভুল। এগুলো সংশোধন করে শিখে নিয়ে সামনের দিকে এগোতে হবে।
ধন্যবাদ।
আপনার এই কমেন্টে নয়টা বানান ভুল আছে।
দুঃখিত
আপুর ভিডিও দেখে আমি অনেক ছবি একেছি।
অনেক সহজে সব কিছু শিখা যায়।
কংগ্রাচুলেশনস আপু
Thank you so much 🙂
Apur 14.05 er answer ta amr mon er kotha chilo. Actually amdr nijdr qualification e amra success pai na only Allah amdr success den bole amra pai. Masha-Allah Allah apnk r o onnk success jno den ei doa kori.
You are the queen of RUclips 🥰❤️❤️💜💜💕👸👸👰👰 and I am so happy to see you on television💕💕❤️❤️🥰🥰but I did not understand the language 😂😂😣😣
সারাজীবন মানুষের গুলাই দেখে গেলাম আর মানুষের সাফল্যই দেখে গেলাম নিজে কিছুই করতে পারলাম না এই পর্যন্ত 😥😥😥😥
অসাধারন চিনতা ভাবনা এই আপুটার দোয়ারইলো আপুর জন্য একদম সাদামাঠা কোনো অহংকার নেই আপুর মনে সাবাস আপু আললাহতালা আপনার মনের সকল আসা পুরন করে দেন আপনি হজেআসেন দোয়াকরি
আলহামদুলিল্লাহ, আমিও কুমিল্লার🥰 শত ব্যস্ততার ফাঁকে .,Husband এর সাপোর্টে নিজে কন্টেন্ট বানানো শুরু করেছি😊সবাই দোয়া করবেন❤
খুব ভালো লাগলো Farzana aapu.
আমার মেয়ে আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছে
❤❤❤❤❤❤❤❤
আসলে শ্বশুর বাড়ি এবং স্বামীর সাপোর্ট একটা মেয়ের জন্য অনেক বড় হাতিয়ার
Thank you so much 🙂
mashallah❤❤❤❤❤
monobol cilo jnnoi eseche atodur
অনেক পছন্দের একজন ইউটিউবার❤
স্বাধীনচেতা একজন মহিলা❤️
শুভ কামনা জানাই❤️❤️
আপুর প্রতিটি কাজ বা কথা সব ভালো লাগে।প্লিজ ফারজানা আপুর ইউটিউব লিংক টা দিবেন কেউ
আপুর বিতরে আমার মনে হয় কোন অহংকার নাই,❤❤❤
কিবরিয়া স্যার সামনে বলে
Congratulation API we love your drawings and crafts🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
অসাধারণ একটা নাটক। চোখের পানি ধরে রাখতে পারিনি।
এই সংসারে বাবারা শুধু দিয়েই যায়বাবারা সুখ দেখতে পারে না,😢😢😢😢😢😢😢😢
The hell?
Ata natok na
Tf!?
আমাদের কাজ করার অনুপ্রেরণা দিয়ে গেলো কথা গুলা❤❤❤❤❤
শুভকামনা রইলো ফারজানার জন্য
সম্ভবত এই ভিডিওর দর্শক বেশিরভাগ ইউটিউবার।