Monir Khan - Poran Bondhure | প্রান বন্ধুরে | Lyrical Video | Bangla Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @khanmusicmedia541
    @khanmusicmedia541 3 года назад +88

    ভালোবাসার মানুষটাকে হারানো যে কতটা কষটো কর... সেই অনুভূতিটা অন্য কাউকে বুঝানো সম্ভব নয়....মানুষ হয়তো এমনি কেউ কাউকে ভালোবাসার প্রতিদান যথেষ্ট পরিমান দিতে পারে না.....সবাই সার্থপর💔💔

    • @vuprotiroy4636
      @vuprotiroy4636 3 года назад +4

      মানুষ কাউকে ভুলে থাকে আছকে একেই অবস্থা

    • @MehediHasan-gc7qw
      @MehediHasan-gc7qw Год назад +3

      Hi

    • @SistyAkter-ry5sp
      @SistyAkter-ry5sp Месяц назад

      শরীয়তপুর থেকে সুনতেছি

  • @mdferdousahmed6678
    @mdferdousahmed6678 4 года назад +88

    ভালো থেকো সব সময়..
    আল্লাহ ভালো রাখুক সারাটি জীবন..
    আবার দেখা হবে,
    আবার ফিরে পাবো তোমাকে,
    হয়তো এই পৃথিবীতে নয়,
    কেয়ামতের ময়দানে ইনশাআল্লাহ।

  • @mdrifathasan554
    @mdrifathasan554 2 года назад +25

    আসলে মানুষের জীবনের সাথে মনির
    খানের গানের একটা মিল রয়েছে।

  • @sumonmia1997
    @sumonmia1997 2 года назад +31

    যতো দিন পৃথিবীতে প্রেম ভালোবাসা আছে ততদিন পর্যন্ত এইসব মনির খানের গান ওমর হয়ে থাকবে দর্শকদের কাছে।
    অসংখ্য ধন্যবাদ প্রিয় শিল্পী মনির খান আমাদেরকে এইসব গান উপহার দেওয়ার জন্য 😘🥰

  • @AlAmin-zw2bv
    @AlAmin-zw2bv Год назад +13

    অভিমান করে যখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিত, তখন এই গানটা শুনতাম সেই ২০১০ সালে, ভালো থাকুক পৃথিবীর না পাওয়া ভালোবাসার মানুষ গুলো।

  • @sdrubelaslam1794
    @sdrubelaslam1794 4 года назад +30

    প্রিয় শিল্পী মনির খান আপনাকে হাজার সালাম.....

  • @oliullah9484
    @oliullah9484 4 года назад +57

    স্মৃতি রেখে গেলাম কমেন্ট বক্সে যদি কোন দিন তার চোখে পরে বুঝবে গানের ভাষায় কতটা মিস করি। 😓

  • @MdRana-dq5yf
    @MdRana-dq5yf 2 года назад +51

    বাংলাদেশ এর অমূল্য সম্পদ মনির খান ❣️💞😘💖💕

  • @SaidulIslam-s5h2r
    @SaidulIslam-s5h2r Год назад +9

    ভালোবাসার মানুষটাকে হারানো যে কতটা কষটো কর... সেই অনুভূতিটা অন্য কাউকে বুঝানো সম্ভব নয়....মানুষ হয়তো এমনি কেউ কাউকে ভালোবাসার প্রতিদান যথেষ্ট পরিমান দিতে পারে না.....সবাই সার্থপর

  • @sketieti5963
    @sketieti5963 3 года назад +23

    গানটা যত বারি শুনি তত বারি চোখে পানি আসে হৃদয় ছুয়ে যাওয়ার মত গান 😥😥😥

  • @mdsanto-bo7lg
    @mdsanto-bo7lg 3 года назад +49

    আমি প্রথম যখন এই গানটা শুনি তখন নিজের অজান্তে দুচোখ দিয়ে জল ঝরছিলো ।। আই লাভ ইউ বস ♥️♥️♥️♥️🌹🌹🌹

    • @mdsowkotali7561
      @mdsowkotali7561 3 года назад +2

      আমি।পথম।যখন।এই।গানটা।শনি।তখন।নিজের। অজান্তে। দুচোখ।দিয়ে

    • @mdbabulsikder4997
      @mdbabulsikder4997 2 года назад

      @@mdsowkotali7561 ঁঁঁঁঁঁঁকাঁ্বঁ~~~~~~~~~~~@১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১

    • @SathiIslma
      @SathiIslma 5 месяцев назад

  • @mdrahman2679
    @mdrahman2679 Год назад +7

    এই গানটা শুনলে পুরানো কথা মনে পড়ে যায়❤❤❤❤❤

  • @rjimdad1970
    @rjimdad1970 6 лет назад +61

    মনির খানে যখনই শুনি.... তখনই মন পিন্জরে বিরহের সূর বেজে উঠে....!!

    • @soniyaakter1135
      @soniyaakter1135 4 года назад

      331411

    • @rjimdad1970
      @rjimdad1970 4 года назад

      ওহে কারো মন পিঞ্জরের পোষা পরী... ৩৩১৪১১ মানে কি??

    • @AllinOne-dt2qz
      @AllinOne-dt2qz 3 года назад

      Hxm

    • @VivoY-gn2tp
      @VivoY-gn2tp 3 года назад

      @@soniyaakter1135 to

  • @rubelsd5535
    @rubelsd5535 3 года назад +18

    কোথায় যেন হারিয়ে যাই । অনেক মধুর স্মৃতি ঝরিয়ে আছে

  • @mdjakirhossen6127
    @mdjakirhossen6127 2 года назад +7

    মনটা যখন কস্ট অনুভব করে তখনই মনির কণ্ঠের বিরহের গান গুলা শুনি অনেক ভালো লাগে অনেক অনেক দোয়া রইলো ভাইয়ার জন্য

  • @karimsharif7786
    @karimsharif7786 2 года назад +171

    নেই কোনো যোগাযোগ,,,, নেই কোনো অভিযোগ,,, তবুও বলি হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির কোন ক্ষতি না হোক """"

  • @md.al-aminal-amin6975
    @md.al-aminal-amin6975 2 года назад +9

    মাশআল্লাহ আলহামদুলিল্লাহ অপূর্ব।
    হৃদয়টা ছুঁয়ে দিলে। ধন্যবাদ জানাই আপনাকে।

  • @mdsabbir539-q3o
    @mdsabbir539-q3o 2 года назад +101

    আমাদের প্রিয় নবি হযরত মোহাম্মদ সল্লেল্লাহু আলাই আছাল্লাম কে
    কে....কে.... ভালো বাসেন হাত তুলেন 🙋‍♂️

  • @jahangirshadhin3662
    @jahangirshadhin3662 Год назад +9

    পৃথিবীতে খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না।তোমাকে ভুলতে পারবো না যে মানুষটা বলবে কদিন পর দেখবে আসে পাশে সবাই আছে কিন্তু সেই মানুষটা নেই। মানুষ এমন করেই হারিয়ে যায়, থেকে যাওয়ার কথা দিয়েও মানুষ হারিয়ে যায়। কারনে অকারণে হারিয়ে যায়। সত্যি বলতে যে হারাবার সে হারিয়ে যাবার কোনো কারণ না থাকলেও হারিয়ে যাবে। কোনো বন্ধন কিংবা কারো চোখের জলে সাগর হলেও তাকে আটকে রাখা যাবে না।
    কিছু মানুষ লোক দেখানো মায়া দেখাবে আপনার মন জয় করার জন্য। মিথ্যে আশ্বাস মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কিছুক্ষণ বা কিছু দিন হয়তো এরা পাশে থাকবে। তারপর একদিন হঠাৎ করেই দেখবেন নেই।আপনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। চোখের সামনে শশরীরে তাকে দেখতে পেলেও, আপনার পুরোনো সে মানুষটাকে খুঁজে পাবেন না। তার প্রতি আপনার মায়া বাড়বে, আপনার প্রতি বাড়বে তার অবহেলা। তার জন্য আপনার ভালোবাসা বাড়বে কিন্তু তার মনেও আপনি তখন থাকবেন না। মানুষটা আপনার নিজের এ কথাটা বলার মত অধিকার আপনার থাকবে না। আসলে কেউই থাকে না।মিথ্যে মায়ায় জড়িয়ে সবাই হারিয়ে যায়।
    একদিন আপনি আগের মত আবার একা হয়ে যাবেন। তবে কোনো সম্পর্কে জড়িয়ে যাবার আগে একা থাকা আর কোনো সম্পর্কের বিচ্ছেদের পর একা থাকা, দিনের আলো আর রাতের আঁধারের মত গাঢ় ব্যবধান।বেঁচে থাকা তো যায় তবে জীবনটাকে শূন্য শূন্য মনে হয়। সবকিছু থাকলেও মনে হয় যেনো ভিতর থেকে কেউ কিছু একটা নিয়ে গেছে যা ছাড়া হয়তো বাঁচা সম্ভব না।
    তবুও তো আমদের বেঁচে থাকতে হয়। তখন আমাদের অতীতের কথা খুব বেশি মনে হয়। কোনো সম্পর্কে জড়ানোর আগে যখন আমরা একা ছিলাম কতটা মধুর ছিলো সেই দিন গুলো। নিজের মূল্য ছিলো,হাসি ছিলো আর একটাই স্বপ্ন ছিলো শুধু সুখী হবার। অথচ ভালোবাসার নামে মানুষ মিথ্যে মায়ায় জড়িয়ে কত সহজেই মানুষের হাসি কেড়ে নেয়. স্বপ্ন ভেঙে দেয় । মানুষ মনের মানুষ যারে বলে মনে স্থান দেবার কথা বলে মানুষ তাকে মনেই রাখে না।
    আমদের জীবনে কিছু মানুষ কখনোই আমাদের ভালোবাসতে আসে না। তারা আমাদের জীবনে আসে একটা হাসি খুশি জীবনকে মিথ্যে স্বপ্নের সাগরে ডুবাতে। কেউ তো মনে রাখে না, একজনও মনে রাখেনি। কাছাকাছি থেকে একটু দূরে প্রয়োজন একটু কমলে কেউ আসলে কাউকেই মনে রাখে না।

  • @komoldatta4051
    @komoldatta4051 2 года назад +13

    গানটা যতই শুনি যেন স্বাদ মেটেনা
    বারেবার শুনতে মন চাই

  • @sksadekul489
    @sksadekul489 4 года назад +38

    সেই মানুষটির নাম এখনো মুছতে পারিনি, হৃদয় থেকে,,

  • @nazmussakib6171
    @nazmussakib6171 2 года назад +19

    এই শান্তি বিহীন জীবনে কিছুটা শান্তি খুঁজে পাই আপনার গানের মাঝে।।।

  • @ahsanhabib6494
    @ahsanhabib6494 6 лет назад +118

    প্রাণ উজার করা গানের সুর উপহার দেয়ার একটিই মানুষ, তিনি আমাদের প্রিয় মনির ভাই। আসলে এমন কয়েকজন মনির ভুবনে বেঁচে থাকলে কেও আর কষ্টে থাকবে না। সত্যিই তিনি যুগের যোগ্যতম একজন কণ্ঠশিল্পী। আমি তাঁর মঙ্গল চাই।[এম. আহসান হাবীব,এম.এ(বাংলা),শিক্ষক]

    • @mahdeemohammad7239
      @mahdeemohammad7239 6 лет назад +4

      thanks

    • @ibrahimhussain8805
      @ibrahimhussain8805 4 года назад

      Kkkkkk
      Kk
      K
      Kzz
      Zkz
      Z
      K
      K
      K
      K
      Ķ
      Zzkkkzzkzzkkzkzzzz
      zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzmmmmmmlmaaamaaaaaa!!!!!!!!!!!!!!!!!
      7ma
      77777aaaaaaaaa
      Aa
      a
      Aammaaaammaaa
      a
      a
      Ma
      a
      a
      amm
      V
      Aam
      Am
      a
      a
      Ama
      a
      a
      aama
      a
      am
      aamaama
      Maamaammmaaaamaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaamaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @moradkhan2348
      @moradkhan2348 4 года назад +1

      Monirkhan

    • @mdnosim3617
      @mdnosim3617 4 года назад

      পতিতা পতিতালয়

    • @mddelwarhossan6361
      @mddelwarhossan6361 3 года назад

      @@mahdeemohammad7239 (

  • @rabbyrabby1218
    @rabbyrabby1218 Год назад +3

    নেই কোনো যোগাযোগ,,, নেই কোনো অভিযোগ,, তবুও বলি হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির কোন ক্ষতি না হোক আমাকে ছাড়া প্রতিটা সময় তার সবসময় ভালো কাটুক সে অনেক ভালো থাকুক 🥀💔

  • @Kobir-gm7kr
    @Kobir-gm7kr 2 года назад +7

    খোলা আকাশের মত আমার প্রিয়
    মানুষ টিকে মুক্ত করে দিয়েছি ভালো থাকুক
    যে খানে যত দূরে,,,,,,,

  • @jahangiralamopu8592
    @jahangiralamopu8592 4 года назад +42

    তুমি আসলেই ১৬কোটি বাংগালীর প্রাণ প্রিয় শিল্পী মনির খান

  • @md.khalidhasan1334
    @md.khalidhasan1334 10 месяцев назад +246

    আমার জীবনের সবচেয়ে বেশি পছন্দের গান এটা আমি এই একটা গানই মুখস্থ করছি,যতোদিন বাঁচবো ততদিন এই গানটা শুনবো,,,, বাড়ি পাবনা বেড়া থানা,,, কেউ এই গানটা শুনলে একটা লাইক দিলে আবার ও শুনতে আসবো কথা দিয়ে গেলাম,,, যুগ যুগ ধরে এই গান বেঁচে থাকবে এই গান টা

  • @ezhanofficial1184
    @ezhanofficial1184 5 лет назад +5

    গানটা ইউটিউব থেকে কতবার শুনছি হিসাব নেই1⃣0⃣0⃣✅
    অনেক ভালো লাগে গানটি🌹🌹💞

  • @mdminhajulislamsagor6748
    @mdminhajulislamsagor6748 2 года назад +30

    রাত জেগে জেগে শুনছি ৯বছর ধরে তাও মন ভরে না হায় রে ভালোবাসা

    • @rkrakibhossain1682
      @rkrakibhossain1682 7 месяцев назад +1

      😥

    • @MdKhalek-e5c
      @MdKhalek-e5c 6 месяцев назад

      আল্লাহ আপনাকে ভাল রাখুক মনের শান্তিতে

    • @B.MNiamotIslam
      @B.MNiamotIslam 3 месяца назад

      😢😢😢

  • @monirkhanrubel146
    @monirkhanrubel146 3 года назад +53

    গান তো নয় ..
    যেন মনের খোরাক❤️❤️

    • @sahaparansarker3623
      @sahaparansarker3623 2 года назад +1

      কেমন আছেন কলিজা

    • @monirkhanrubel146
      @monirkhanrubel146 2 года назад

      @@sahaparansarker3623 আলহামদুলিল্লাহ ভালো,,,, আপনি কেমন আছেন??

    • @mdazadazad1326
      @mdazadazad1326 2 года назад

      @@monirkhanrubel146
      ,

    • @BristiIslam-k9f
      @BristiIslam-k9f Год назад

      ​@@sahaparansarker3623to ooooooo

  • @ihchowdhury789
    @ihchowdhury789 Год назад +7

    একজন এত পরিমান ভালোবাসি এক সেকেন্ট ভুলে থাকতে পারি না😢😢😢😢আল্লাহ তোমাকে ভালো রাখুক ১৫.১০.২০২৩সোদি আরব

  • @noyonmoni2464
    @noyonmoni2464 5 лет назад +28

    গানটা কেউ যদি নীরবেএকলা সনে তাহলে তার চোখেরপানি ধরেরাখতেপারবে না গানটার মানে অনেক কঠিনthanks Monirvai

    • @mdmosarofkorim7369
      @mdmosarofkorim7369 2 года назад +2

      Rights api

    • @borshaaltermaya1808
      @borshaaltermaya1808 2 года назад +1

      😭😭🥺🥺😭😭😭😭😫😫😫

    • @mehedihassan8095
      @mehedihassan8095 2 года назад +1

      ঠিক আপু

    • @mohammedmofiz9153
      @mohammedmofiz9153 2 года назад +1

      এই গানটির কোন তুলনা হয়না চোখের পানি অটোমেটিক চলে আসে ধন্যবাদ মনির খান ভাইয়াকে

    • @mohammedmofiz9153
      @mohammedmofiz9153 2 года назад +1

      আমার আত্তার বন্ধুরে তুমি কোথায় থাকো রে তোমাকে আমি ভুলতে পারিনা এই গভীর রাতে একা শুয়ে শুয়ে

  • @hafizurrahman2344
    @hafizurrahman2344 4 года назад +18

    প্রিয় মনির খান, গানের জগৎতে তিনি বাংলাদেশের এক এবং অদ্বিতীয়

  • @sohelranagallery5696
    @sohelranagallery5696 6 лет назад +29

    মন জুরানো গান,কুব ভালো লাগলো

  • @MRSIslamicChannel
    @MRSIslamicChannel 4 года назад +6

    আমার প্রিয় একটি গান। প্রিয় একটা শিল্পী❤️

  • @zahidulislam737
    @zahidulislam737 6 лет назад +32

    যতবারই শুনি মনে হয়
    এই প্রথম শুনতেছি।
    এত ভালো লাগে...

  • @MdNazmul-io5pe
    @MdNazmul-io5pe 4 года назад +38

    আমি আপনার গান যতো শুনি ততোই মুগ্ধ হয়

  • @rehanapervin3767
    @rehanapervin3767 Год назад +14

    আর সময় হবেনা রেহেনা তোমার !শুধূ শুধূ জিবনটাকে হতাশায় জড়িয়ে আজ আমি দেঊলিয়া!!!আমার নেই কোন আশা ভরসা ভালোবাসা !!মরে গেছি নাকি বেঁচে আছি মাঝেমাঝে নিজেকে চিমটি কেটে দেখি ???

    • @MdIbrahim-xm7yx
      @MdIbrahim-xm7yx Год назад

      ভাই আপনি কোথায় আছেন কেমন আছে না মরে গেছেন একটু চিমটি কেটে দেখুন

    • @rehanapervin3767
      @rehanapervin3767 Год назад

      @@MdIbrahim-xm7yx হুম

    • @Riyasoundmedia
      @Riyasoundmedia Год назад

      হাহাহা

    • @alomhowlader-wy8mt
      @alomhowlader-wy8mt Год назад

      নারে ভাই চিমটি কেটো না ব্যাথা পাবে

    • @rehanapervin3767
      @rehanapervin3767 Год назад

      @@alomhowlader-wy8mt সত্যি নিজেকে কখনও হারিয়ে ফেলি অচেনা,অজানা পথের মাঝে!!

  • @AAkhi-gt5dl
    @AAkhi-gt5dl 2 года назад +5

    আমার খুব প্রিয় একটি গান, যত শুনি ততই ভালো লাগে 🥰🥰🥰🥰

  • @MdshorifulIslam-q8d
    @MdshorifulIslam-q8d 4 месяца назад +14

    ২০২৪ এসে কে কে এই গান শুনছেন কমেন্ট করলে খুশি হবো

  • @mdmuradhossain4850
    @mdmuradhossain4850 2 года назад +11

    এই গানটি প্রায় সময়ই শুনি, আমার পছন্দের শিল্পী, অসাধারণ তার কন্ঠ তার গানের ভাষা, শুভকামনা রইলো মনির খান ভাইর জন্য ❤️🥰

  • @mdazmol2832
    @mdazmol2832 5 лет назад +7

    এই সমস্ত গান যেন মনে হয় আমার জীবনের হারিয়ে যাওয়া সৃতি হয়ে মিশে আছে এ গান এর মাঝে।

  • @sujonbhai6222
    @sujonbhai6222 4 года назад +9

    Nice song...
    1st November 2020me Kon Kon sun raha hai like friends.....

  • @MDNOYON-fg7jb
    @MDNOYON-fg7jb 2 месяца назад +1

    পরান বন্ধু এই গানটার মতো ২০২৪ সালের নতুন কোন রোমান্টিক গান আসছে কিনা জানতে চাচ্ছিলাম

  • @hghg6827
    @hghg6827 5 лет назад +10

    আমার খুব প্রিয় শিল্পী মনির ভাই আপনাকে অনেক ধন্যবাদ

  • @aminurrahaman8452
    @aminurrahaman8452 3 года назад +1

    স্যার, স্যালুট আপনাকে। এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্য। সত্যি বলতে এ যেন গান নয়, এ যেন মনের খোরাক।
    Love u sir...

    • @mdomor990
      @mdomor990 2 года назад

      গান আমার রাতের গুম কেরে নিলো

  • @alaminhoshenhoshen111
    @alaminhoshenhoshen111 4 года назад +5

    আমি খুব অপেক্ষা করি মনির খান ভাইয়ের নতুন গানের জন্য।কিছু দিন পর পরেই ইউটিউবে দেখি।

  • @MdtanvirAhmed-e4g
    @MdtanvirAhmed-e4g 20 дней назад

    বছরের শেষ সময়েএশে। নিজেকে কেমন। বড়। একা মনে হচ্ছে। একদিন হয়তো আমি।থাকবো না। কিন্তু রয়ে যাবে। পৃথিবীতে আমার রাখা
    এই সময়ের সৃতিচারণ। 😢😢😢😢😢❤❤

  • @ra2514
    @ra2514 4 года назад +20

    গান শুনলেই কান্না আসে,,,কি যে করি,,,এতো কষ্ট কে??

  • @mdmostapa5593
    @mdmostapa5593 Год назад +1

    বার বার শুনতে মন চায় এই গানটি জানি না কেনো যে মন চায় বিশেষ করে এই গানের গীতিকার কে অসংখ্য ধ্যনবাদ

  • @princeparvez5995
    @princeparvez5995 4 года назад +42

    কে বা আমার আছেরে বন্ধু ....... আজ ‍ও তোমার কথা মনে হলে চোক্ষের পানি ধরে রাকতে পারি না
    তোমার সময় হলে একবার দেখে যেও >>>>>

  • @mdhabibharun5951
    @mdhabibharun5951 3 года назад +15

    কর্মঠ ছোটখাটো প্রবাসী,, সারাদিন কাজকর্ম করে এসে ফ্রিজের এক গ্লাস পানি পান করলে যে-মন অনেকটাই শান্তি পাওয়া যায়, ঠিক তেমনটিই এ-ই গান শুনলে মনে শান্তি পাওয়া যায়

    • @mizanpkmizanur
      @mizanpkmizanur 2 года назад

      hmm

    • @TanhaAkther-kv2mc
      @TanhaAkther-kv2mc Год назад +1

      😢😢😢😢😢

    • @mdhabibharun5951
      @mdhabibharun5951 Год назад

      @@TanhaAkther-kv2mc কাটুমের ভাস্কর্য পিক দেওয়ার কি দরকার,, ঝাক্কাস মার্কা হাঁসি দিতে পারতেন

  • @MdRipon-mn7pe
    @MdRipon-mn7pe Год назад +9

    আমি যাকে চেয়েছি আলহামদুলিল্লাহ তাকে পেয়েছি তার পরেও এই গানটা ভালো লাগে শুভ কামনা গানের শিল্পী শুদ্ধেয়ও মনির খান ভাই কে

  • @rasheedarashida888
    @rasheedarashida888 2 года назад +4

    আগে যখন প্রেম করি নাই তখনো তার গান শুনে চোখে জল আসছে,আর একন তো জীবন টাই শেস

  • @mominmondol3521
    @mominmondol3521 Год назад +4

    জীবনের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস হল ভালবাসার মানুষটি যদি মনে কষ্ট দেয় থেকে দুঃখ আর কিছু হতে পারে না মহান আল্লাহ সকলকেই দুঃখ সহ্য করার তৌফিক দান করুক জানিনা এই কমেন্ট বক্সে আমার প্রিয়া আসবে কিনা

  • @riazmolla8953
    @riazmolla8953 Год назад +2

    Nice khoob Sundar

  • @HasiburSheikh-vr7tl
    @HasiburSheikh-vr7tl 3 месяца назад +12

    মনির খানের চারশো বেশি গান মুখস্থ আমার।মিনিমাম ৪০ এ্যলবাম

    • @Mstpakhi2
      @Mstpakhi2 3 месяца назад

      আল কুরআন কত পাড়া মুখস্থ করেছেন

  • @MdHarun-d8y2w
    @MdHarun-d8y2w 2 месяца назад +1

    পাঁচ বছর তার সাথে রিলেশন করার পর তাকে পাইনি ।সে এখন অন্যের সাথে সংসার করছে এখনো তাকে ভুলতে পারিনি । আজকে 25.10.2024.রাত 9.40PM তাঁর কথা মনে করে গানটি শুনতে এলাম ।যতো বেশি লাইক পাবো ততো বার গানটি শুনতে আসবো ❤❤❤❤

  • @mirshahin3134
    @mirshahin3134 3 года назад +6

    জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো বাসার মানুষ যদি কষ্ট দেয়া

  • @MdSujon-uj8mx
    @MdSujon-uj8mx 10 месяцев назад +1

    এই শহরে মৃত লাশ থেকে জীবিত লাশ বেশি 💔😅🙇‍♂️😥😭

  • @smmasumbillah7489
    @smmasumbillah7489 4 года назад +16

    আমার মতো কে কে ২০২১ এ এই ♬গান শুনছেন,,, কিছু কিছু গান কখনো পুরনো হয়না,,যতই শুনি ততই ভালো লাগে,,, sm

  • @matirthikaana
    @matirthikaana Год назад +1

    প্রিয় শিল্পী মনির খানের কন্ঠে শুনলে ভেতরটা কেঁপে ওঠে ছোটবেলার কথা মনে পড়ে যায়

  • @abujafor7775
    @abujafor7775 4 года назад +12

    গানটি আমার কাছে হৃদয় স্পর্শ করে গেল। ধন্যবাদ মনির খান।

  • @rahimovies7009
    @rahimovies7009 Год назад +1

    2023 সাল,best of the song. মনির খান❤❤

  • @MDSohelRana-vv5ds
    @MDSohelRana-vv5ds 4 года назад +4

    ভালোবাসার আরেক নাম মনির খাঁন ❤❤

  • @mozammelhaque3945
    @mozammelhaque3945 Год назад +1

    স্মৃতি রেখে গেলাম।
    যদি কখনো এই গানটা শোনে সে।

  • @limakhanom1024
    @limakhanom1024 3 года назад +7

    যাকে রিদয় দিয়ে ভালোবাসলাম সেতো আমাকে ভালোবাসো না শুধু অভিনয় করলো এতো কাছে থেকেও আমি তার অভিনয় ধরতে পারলাম না কারণ তার ভালোবাসায় আমি অন্ধ ছিলাম তাই মাঝে মাঝে খুব কষ্ট হয় তখন এই গানটা শুনি অনেক বার আর এখন ভালোবাসাকে ঘিনা করি ।

  • @tanvirsheikh2244
    @tanvirsheikh2244 Год назад +1

    মনির খানে গান আমার অনেক ভালো লাগে পতি দিন সুনি❤❤❤❤❤❤❤❤❤

  • @salamali8703
    @salamali8703 5 лет назад +4

    সত্যি আপনি অসাধারণ একটা মানুষ,, আপনার গান শুনে পরান জুড়িয়ে যায়,,,

  • @rsshamimkhan3201
    @rsshamimkhan3201 3 года назад +8

    জীবন্ত লাশ গুলো যদি অভিযোগ করতো তবে ফেঁসে যেত হাজার প্রিয়জন

  • @mrsfatema7708
    @mrsfatema7708 2 года назад +3

    কেনো সেই মানুষটাকে ভুলতে পারি না ,😭😭😭

    • @mdabdulzalil1030
      @mdabdulzalil1030 Год назад

      তাকে ত কখনোই ভোলা যাবে না।
      কিন্তু সে কেনো জানি আমাকে শুধুই
      কষ্ট দেয়।

  • @অন্তরহোসেনহেলাল-গ৯প

    যে যাওয়ার সেই তো চলে যায়
    কখনো কি আবার ফিরে আসে ?

  • @somonhasan473
    @somonhasan473 16 дней назад +1

    আমি একজন ইতালি প্রবাসী আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা

  • @shojolsheikh5787
    @shojolsheikh5787 5 лет назад +42

    গান টা যতো শুনি ততোই শুন্তে ইচ্ছে করে মনে হয় গান টা আমার জিবনের সাথে যরিয়ে আছে ধন্যবাদ মনির ভাই কিন্তু যাকে মনে প্রানে ভালো বাসলাম সেই তো মনে রাখলো না

  • @mdalifhossanjamal1834
    @mdalifhossanjamal1834 4 года назад +21

    আমার প্রিয়,Boos, মনির খাঁন আপনা কে স্যলুট জানাই,,,

  • @SirajKhan-es8pj
    @SirajKhan-es8pj 2 года назад +4

    মনির খানের গান শুনতে অনেক ভালো লাগে,,,,, love you bro

  • @kawsaralam1514
    @kawsaralam1514 4 года назад +2

    Very nice monir Khan,,vai

  • @S.MAshrafulHossain
    @S.MAshrafulHossain 5 лет назад +13

    সবকিছু আগের মতো যদি চলতো, তোর হাতটা ধরে চলতে পারতাম

  • @MDRasidulSoddar
    @MDRasidulSoddar Месяц назад +2

    ভাই পতি দিন সনি

  • @SalmanSalman-vs5jc
    @SalmanSalman-vs5jc 6 лет назад +17

    যার গান শুনলে কষ্ট গুলো বুলে থাকা যায় সে হলো প্রাণে প্রিয় মনির ভাই তার গান চারা অন্য কারো গান আমি শুনি না মনির ভাইয়ের গান আমার অন্তর জুরে আছে i love you monir vai

  • @nazrulrana6788
    @nazrulrana6788 3 года назад +2

    It was a fantastic your video song dear favourite singer 💞💞💞💞💞

  • @mdshajaan6649
    @mdshajaan6649 4 года назад +35

    যে চলে যায় সে আর আসেনা ফিরে শুধু তার দেওয়া আঘাত টা রয়ে যায় এই বুকে

  • @تكمله
    @تكمله 11 месяцев назад +1

    ❤❤❤ আমার অনেক পছন্দের গান ❤❤❤❤

  • @vikrambiswas751
    @vikrambiswas751 6 лет назад +12

    Ai silpi take Ami aaj dekhlam aaj chinlam.. Love you monir sir. Form India. Poschim bangla

    • @md.mahfuzahmed7520
      @md.mahfuzahmed7520 5 лет назад +2

      Dada onar onek gan ase film a and album o sobar theke besi and also popular in Bangladesh .

    • @shakirulislam4610
      @shakirulislam4610 5 лет назад +1

      number 1 singer banglaadesh

  • @MdSobujIslam-j4n
    @MdSobujIslam-j4n 3 месяца назад

    মনোমুগ্ধকর গান ❤❤❤ ভালোবাসা চিরস্থায়ী হয়ে থাকবে এসব গানের জন্য

  • @mdkader1005
    @mdkader1005 6 лет назад +8

    এই জন্য মনির খানের গান শুনিনা
    আমার খুব কষ্ট লাগে ।
    আমার প্রিয় শিল্পী মনির খান

  • @mstbani8512
    @mstbani8512 Год назад +1

    এই গান শুনলে আমি সব ভুলে যাই

  • @abanwarhossen4209
    @abanwarhossen4209 5 лет назад +25

    এ-ই গানটা শুনলে আমি যেন কোথায় হারিয়ে যাই তা নিজেও জানিনা

  • @romajnahmed6175
    @romajnahmed6175 5 лет назад +2

    ভালোবাসার এটাই নাম মনির খান,, miss your songs all-time...

  • @lakadsumon7308
    @lakadsumon7308 2 года назад +5

    মনের অজান্তে চোখে পানি ঝরে ,যখন গানটা শুনি😥😥😥😥😥😥

  • @SHADOW-qq2gq
    @SHADOW-qq2gq 26 дней назад

    1:45 koto bar j sunlam.. lyrics ta Akbar e Moner Vitor theke mone hoy asca😢

  • @আমিতোমাকেচাই-স৪ত

    গানটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ,,,,,, বন্ধ,,,,,, আইরিন

  • @AlaminAlamin-xp3zr
    @AlaminAlamin-xp3zr Год назад +1

    আমার প্রিয় গান আমার প্রিয় শিল্পী মনির খান ভাই ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mdafzalhossain3009
    @mdafzalhossain3009 3 года назад +4

    সহৃদয়ে যেন কঠিন ভাবে নাড়া দেয় গান গুলো।

  • @sagorkumar2804
    @sagorkumar2804 3 года назад +1

    Gan tw noy neno aguner gula jai shunbe tai kede felbe..zai perm kore moner Manush take paini 😰😰😰😰

  • @mdmobin74
    @mdmobin74 3 года назад +12

    মনির ভাই আপনার গান সুনে সুখে জল আসে

    • @mdmonirhossen1868
      @mdmonirhossen1868 3 года назад +1

      খুব ভালো লাগে

    • @msfarjana2773
      @msfarjana2773 2 года назад

      🤔🤭🤦‍♀️❤️❤️❤️❤️

  • @mdrahman3425
    @mdrahman3425 3 года назад +2

    খুব সুন্দর একটা গান .মানুষের জীবনের সাথে মিলে যাই কথা গুলো

  • @rongdhonourainbow6253
    @rongdhonourainbow6253 6 лет назад +12

    গান তো নয় যেন প্রাণের অক্সিজেন।

  • @Mdbabul-lr9fm
    @Mdbabul-lr9fm 3 года назад +2

    বিধাতা এত কষ্ট কেন দেও জদি এত কষ্ট দিবা মনটা পাথর করে বানাইতা চোখের পানি বালিস ভিজে প্রতি রাতে মনির ভাই গান আমার জিবনের সাথে মিলে জায় রিদয় ছুয়ে জায় গান গুলা 💔

  • @nodinodi3169
    @nodinodi3169 2 года назад +12

    সময় তো আর হবে না ,সেটা তো আমি জানি অভিনয়টা নিখুঁত ছিল এটাই চিরসত্য