কোলকাতার দর্শক বলছি । এই কথাটাই সবসময় বলি, "মেয়ের সুখের চেয়ে বাবার সম্মান কোনদিন বড় হতে পারে না, কক্ষনো না" খুব ভাল লেগেছে নাটকটা । অসাধারণ গল্প, সেরা জুটি, সুন্দর অভিনয় ।
চমৎকার একটি নাটক ৷ কাওকে প্রচন্ড ভালোবাসতে নেই ৷ তাহলে তাকে হারাতে হয় ৷ আর যাকে কম ভালবাসবেন তাকে কাছে পাবেন ৷ এটাই বাস্তবতা ৷ মিডিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রকম একটি নাটক উপহার দেওয়ার জন্য ৷
অনেক সুন্দর একটা নাটক অপূর্ব আর মম সব নাটক আমি দেখি অনেক ভালো লাগে। আর এই নাটকের শেষটা অনেক ভালো লাগলো এই ভাবেই জেনো সবাই তার ভালোবাসার মানুষটাকে সাড়া জীবেনের জন্য কাছে পায়।
আমি আমার ভালবাসার মানুষটাকে পেয়েছিলাম ৭ বছর পরে। এবং আমরা বিয়ে করে ছিলাম।আল্লাহ্ রহমতে সুখেও ছিলাম। আল্লাহ্ রহমতে আমাদের ঘরে একটি ছেলে বাবুও এসেছিল।কিন্তু বাবু হওয়ার ৫দিন পরে আমার ভালবাসার মানুষটা চির বিদায় নিয়ে আল্লাহ্ ডাকে সাঁড়া দিয়ে আমাকে একা রেখে চলে গেল। আল্লাহ্ তাকে জান্নাতবাসী করুক। আমিন..?
এতো সুন্দর একটা নাটক ,কি বলবো আসলে বুঝতে পারছি না,,,, সত্যি কারি ভালোবাসা এমনি হয়,,, কখনো তার ভালোবাসার মানুষটিকে হারাতে চায়না,,, অনেক সুন্দর একটা নাটক ,,,,,, ধন্যবাদ, অপুর্ব আর মৌম কে
Sotti karer valobasha golo asolei onk sondor, ar bekkha kora osombov, 2 jon thik thakle sob e sombob, r 1 torfa hole 1 joner sarata jibon koste thakte hoy. True love ❤ Respect 🥰
মিজানুর রহমান আরিয়ান আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি অসম্ভব সুন্দর রোমান্টিক নাটক উপহার দেওয়ার জন্য। অপূর্ব ও মম র সাবলীল অভিনয় নাটকটিতে এক নূতন মাত্রা এনে দিয়েছে। বিশেষ করে মমর যুক্তিপূর্ণ কথাবার্তা তার বাবাকে বিশেষভাবে অনুপ্রাণিত করছে এবং তার প্রেম সার্থক হয়েছে।
নামেও যেমন অপূর্ব ,অভিনয়েও তেমনি অপূর্ব ,,কোনো কথা হবে না বস,,।নাটক টা দেখেছিলাম অনেক দিন আগে ,সেই আগের মতো অনুভুতি টা পেলাম, আজ আবার এই নাটক টি দেখে, আমি রাজশাহী জেলার বাগমারা থানার একজন ছেলে, আমি অপূর্ব স্যার মম এর অভিনয়ের অনেক বড় ভক্ত, আমি আমার জীবনে অনেক নাটক দেখেছি, যদি বলি 100 টি তার মদ্ধে 95 টি শুধু অপূর্ব স্যারের অনেক লাইক করি, অপূর্ব স্যার কে,,,।।
ভালো বাসা সেই যে ২০১০ জানুয়ারি যে শুরু আজ ১৫ বছর গত হলো,,আর এই ভালোবাসার শেষ মনে হয় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত,, শুধু পাওয়ার মাঝে মাঝেই কি সুখ , না পাওয়ায় মাঝে ও সুখ আছে ❤❤❤
কত বার যে দেখেছি টেলিফ্লিম টা।হৃদয় স্পর্শ করে যায়। আবার সেই ২০১৬ সালে ফিরে যাই। গান টার সাথে আমার প্রিয় মানুষটার হাজারো স্বৃতি ছিলো। হয়তো আজ সে নেই কিন্তু গান টা আছে। সত্যিই হৃদয় ছুয়ে যায়।
নাটক টা পুরোনো কিন্ত আমি recently lock 🔐 down এ দেখা হল। যদিও গল্পে বাস্তবিক তার অনেক অভাব।15yr পরে প্রেম এভাবে খুঁজে পেলেন?যাক অপূর্বর romantic ♥ অভিনয়ের জন্য নাটকটা সুন্দর লাগল।অপূর্ব/মম pair look 👌 attractive. ভাল থাকবেন। New Delhi, India 🇮🇳
অনেক দিন পর আবার দেখলাম নাটক টি,,, সত্যি অসাধারণ একটি নাটক ❤️❤️❤️ অপূর্ব আর মম,, দুজনের অভিনয় ও খুব সুন্দর 👌👌 পশ্চিম বঙ্গ থেকে সকল কলাকুশলীদের জন্য অনেক শুভেচ্ছা রইল,,💚❤️💚❤️
পকীত,ভালোবাসা বোধহয় এইরকমই হয়, নাটকের শেষ মুহূর্তে এত সুন্দর মিল হয়েছে সেটা কল্পনা করা যায় না, দুজন ভালোবাসার মানুষ 15বছর পর,একসাথে মিলিত হয়েছে, দুটো মনের মানুষের মিলন এটা যে,কি,খুশির মুহুর্ত বলে বোঝানো যাবে না, অপূর্ব এবং মোম দুজনের জুটির কোনো তুলনা হয় না, তোমরা দুজন খুব ভালো থেকো
লাস্ট সিনটা সেই লাগছে। প্যতিটা মেয়ে যদি এমন বাবা মায়ের সম্মানের দিকে তাকাতো অন্তত ভালো লাগতো।মেয়েদের কে বলবো পালিয়ে যাবার আগে অন্ত একবার বাবা মা কে বলো তুমি ভালোবাসো ✌😒একজন কে। না মানলে চলেযায় অন্ত একবার বলো।বাবা মায়ের চেয়ে কেউ তুমাকে বেশি ভালোবাসবে এটা ভাবাটা ভুকামি।
Khub sundar kasto misti premer natok,kahinir sundar binuni aro swabhabik kore tuleche,definitely jara dekchen tara involve hoye gechen.Apurbo ar Momo eder ato bhalo ramantic chemistry je sakaler mon ke andolito kore.Sundar projojanar janno sabai ke dhanyabad.
অপূর্ব, মুমু দুজনই পছন্দের। তারা নাটকে রিলেশনশিপের গভীরে ঢুকে জটিল সম্পর্ককে সহজে বের করে আনে। কিন্তু এই নাটকে যা দেখানো হয়েছে তা অসঙ্গতিপূর্ণ। রিরক্ত হলাম!!!!
### হটাত করে মনে হলো কোনো স্বপ্ন দেখলাম । প্রতিটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল এক্দম জল জল করে । ধন্যবাদ অপূর্ব দাদা কে ও মিজানুর দাদা কে এরকম একটা নাটকে অভিনয় ও লেখার জন্য । আমি কোলকাতা তে থাকি কিন্তু আপনাদের নাটক আমার খুব পছন্দ । আশা করি আরও ভাল কিছু আপনাদের কাছ থেকে পাবো । ধন্যবাদ ভাল থাকবেন ।
9.9.20 রাত 12:20 তে নাটক দেখা শুরু করলাম.. আমি অপূর্ব ভাইয়ার একজন পাগল ভক্ত কলকাতা থেকে🇮🇳 আর মিজানুর রহমান আরিয়ান আমার best পরিচালক কারণ এনার নাটক সব সময় মনে দাগ কেটে যায় ❤️ এই জুটির পরপর 5টি নাটক দেখছি-- প্রেম তুমি, আনমনে তুমি, বেলা শেষের কাব্য, হাতে রেখে হাত , আর এখন এটা দেখছি🤩
অসাধারণ ! চোখে জল এসে গেল। আরও একবার কাঁদিয়ে দিলে অপূর্ব বাবু। মম Ma'am এর অভিনয় ও মন ছুঁয়ে যায়। ধন্যবাদ।
কোলকাতার দর্শক বলছি । এই কথাটাই সবসময় বলি, "মেয়ের সুখের চেয়ে বাবার সম্মান কোনদিন বড় হতে পারে না, কক্ষনো না"
খুব ভাল লেগেছে নাটকটা । অসাধারণ গল্প, সেরা জুটি, সুন্দর অভিনয় ।
ভুল বললেন, মেয়ের কাছে বাবার সম্মানের থেকে ভালোবাসা বড়ো না, বাবার কাছে মেয়ের সুখের থেকে আর কিছু বড় না।
গছৈঙণদ
@@rajibkhan9444 আলো
Asadharon ekta natok.choke jol ese gelo. Chotto belar valobasa . Apurbo sir Momo mam awesome. 👌👌👌👌👌
অপূর্বর অভিনয় সত্যি অপূর্ব খুব সুন্দর লাগল নাটক টা ইন্ডিয়া থেকে অনেক অনেক ভালোবাসা......
মম র মত এত পরিপক্ব অভিনেত্রী খুব কমই আছে।অনেক অনেক ভালবাসা মম র জন্য।
বাংলাদেশের নাটকের সব চাইতে সুন্দর বেপার হল বাস্তবে যেমন আমরা থাকি ঠিক তেমনটাই দেখানো হয়।
অপূর্বর পরিধান ঠিক সাধারণ মানুষের মতই।
Love from India..
Dada u r right.
আমি কলকাতার দর্শক । মন ছুঁয়ে গেল ।এদের দুই জনার অভিনয় আমাকে মুগ্ধ করে ।
অত ছোট বেলার প্রেম বড় বেলায় এমন হওয়ার কথা নয় ! তবু খুব ভালো লাগলো ۔۔۔শুধু অপূর্ব আর মমর জন্য !
অসাধারণ চোখে জল এসে গেল। আরো একবার কাঁদিয়ে দিল অপূর্ব বাবু ।মম Ma'am এর অভিনয়ে মন ছুঁয়ে যায় ।ধন্যবাদ।
চমৎকার একটি নাটক ৷ কাওকে প্রচন্ড ভালোবাসতে নেই ৷ তাহলে তাকে হারাতে হয় ৷ আর যাকে কম ভালবাসবেন তাকে কাছে পাবেন ৷ এটাই বাস্তবতা ৷ মিডিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রকম একটি নাটক উপহার দেওয়ার জন্য ৷
ঠিক কথা বলছেন একদমই
অনেক সুন্দর গল্প ধন্যবাদ আরিয়ান ভাইকে এত সুন্দর নাটক উপহার দেয়ার জন্যে, মম আর অপুর্ব অনেক ভালো অভিনয় করেছে।
এতো সুন্দর রোমান্টিক অভিনয়গুলো কিভাবে পারেন অপূর্ব ভাই আপনি? 😍
আমি অপূর্ব ভাই মমোর জুটির রোমান্টিক নাটক দেখলে হারিয়ে যাই। 😇
অনেক সুন্দর একটা নাটক অপূর্ব আর মম সব নাটক আমি দেখি অনেক ভালো লাগে। আর এই নাটকের শেষটা অনেক ভালো লাগলো এই ভাবেই জেনো সবাই তার ভালোবাসার মানুষটাকে সাড়া জীবেনের জন্য কাছে পায়।
শেষটা দেখে প্রাণটা জুড়িয়ে গেলো 😍
ভালোবাসার কতোটা শক্তি থাকলে এরকম ঘটনা ঘটতে পারে? ☺️
অপূর্ব এবং মমো তোমাদের প্রতিটি নাটক মুগ্ধ করে তোলে,,,,, Thanks,,, Islam,,, Kolkata
Apurbo and Momo best actor in bangla natok industry. Thanks for such a lovely story Outstanding. Lots of love both of you from Dubai.
বাংলা নাটকের এক অনবদ্য জুটি অপূর্ব মম।
অপুর্ব এর ভক্ত গুলো, লাইক করেন, ❤️❤️
কি আর বলবো দারুন অসাধারণ । চোখে পানি আসার মতো অসম্ভব ভালো লাগার মতো একটি নাটক । খুব ভালো লাগলো ।
অপূর্ব র নাটক গুলো প্রেমের অনুপ্রেরণা মূলক নাটক ।প্রেম কে শ্বাশ্বত ও জীবন্ত করে তোলে অপূর্ব র নাটক গুলো.
ভালবাসার টান বোধয় এটাই।"অপূর্ব " নাটক দেখে "মম" চিত্তে স্থান দিলাম।এগিয়ে যাও বাংলাদেশ।আছি আমরা সবাই প্রতিবেশী হয়েও।
tnx bro
Tnx vaiya❤❤
আমি আমার ভালবাসার মানুষটাকে পেয়েছিলাম ৭ বছর পরে। এবং আমরা বিয়ে করে ছিলাম।আল্লাহ্ রহমতে সুখেও ছিলাম। আল্লাহ্ রহমতে আমাদের ঘরে একটি ছেলে বাবুও এসেছিল।কিন্তু বাবু হওয়ার ৫দিন পরে আমার ভালবাসার মানুষটা চির বিদায় নিয়ে আল্লাহ্ ডাকে সাঁড়া দিয়ে আমাকে একা রেখে চলে গেল। আল্লাহ্ তাকে জান্নাতবাসী করুক। আমিন..?
Amin
@@khadijkhauain1646 সুম্মাহ্ আমীন।
Vaiya pore r biye koren ni apni . plg mind koriyen na jante iccha holo r ki
@@farhaislam2110 না আপু।
@@nazmusshakib8106 Doya roilo apnar valkbashar manustir jonno , Allah jeno onake jannat bashi koren . R apnar agami diner jonno rilo sovo kamona . accha apnar wife wife mara gechen koy bochor hoiche .🤗🤗🤗
এতো সুন্দর একটা নাটক ,কি বলবো আসলে বুঝতে পারছি না,,,, সত্যি কারি ভালোবাসা এমনি হয়,,, কখনো তার ভালোবাসার মানুষটিকে হারাতে চায়না,,, অনেক সুন্দর একটা নাটক ,,,,,, ধন্যবাদ, অপুর্ব আর মৌম কে
ভালোবেসে যারা প্রিয়জনকে হারিয়ে পেলেছে শুধু তারাই বোজবে এমন নাটকের ভিতর কোথায় ভালোবাসার কষ্টটা লুকিয়ে আছে,,
ভালোবাসা অবিরাম,অপুর্ব ও মম কে,,
অসাধারণ নাটক। অসাধারণ অভিনয় দুজনের। রোমান্টিক একটা নাটক। খুব ভালো লাগছে। অপূর্ব দার অভিনয় দারুন।
চোখের পানি ধরে রাখতে পারলাম না ....!!! অনেক সুন্দর একটা নাটক ... thanks for apurbo...mom
একটা কল লাগিয়ে নিন।
অপূর্ব মম এক কথায় অসাম জুটি লাভ ইউ অপূর্ব ভাই ❤❤❤
অসাধারণ নাটক টা। দুবার দেখলাম। কলকাতা থেকে দেখছি। অপূর্ব দার জন্য❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sotti karer valobasha golo asolei onk sondor, ar bekkha kora osombov, 2 jon thik thakle sob e sombob, r 1 torfa hole 1 joner sarata jibon koste thakte hoy. True love ❤
Respect 🥰
মিজানুর রহমান আরিয়ান আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি অসম্ভব সুন্দর রোমান্টিক নাটক উপহার দেওয়ার জন্য। অপূর্ব ও মম র সাবলীল অভিনয় নাটকটিতে এক নূতন মাত্রা এনে দিয়েছে। বিশেষ করে মমর যুক্তিপূর্ণ কথাবার্তা তার বাবাকে বিশেষভাবে অনুপ্রাণিত করছে এবং তার প্রেম সার্থক হয়েছে।
সত্যিকারের ভালোবাসা হলে অপেক্ষা করেও পাওয়া যাবে অসাধারণ নাটক ধন্যবাদ সবাইকে 👌👌👌👌
অপুর্ব কে নিয়ে কিছুই বলার নেই,,,সত্যি অসাধারণ
অসাধারণ নাটক অসাধারণ শেষ ।
কিন্তু বাস্তব জীবনে এমন হয় খুব কম
নামেও যেমন অপূর্ব ,অভিনয়েও তেমনি অপূর্ব ,,কোনো কথা হবে না বস,,।নাটক টা দেখেছিলাম অনেক দিন আগে ,সেই আগের মতো অনুভুতি টা পেলাম, আজ আবার এই নাটক টি দেখে, আমি রাজশাহী জেলার বাগমারা থানার একজন ছেলে, আমি অপূর্ব স্যার মম এর অভিনয়ের অনেক বড় ভক্ত, আমি আমার জীবনে অনেক নাটক দেখেছি, যদি বলি 100 টি তার মদ্ধে 95 টি শুধু অপূর্ব স্যারের অনেক লাইক করি, অপূর্ব স্যার কে,,,।।
আমি অপূর্ব ভাইয়ার নাটক দেখতে দেখতে অন্য জগতে চলে যাই।এমনি হওয়া উচিত ভালোবাসা। নাটকের পুরো টিমকে ধন্যবাদ।
অপূর্ব এর সব নাটক গুলিই রোম্যান্টিক😍😘
মনটা খুব ভালো হয়ে গেলো, এত ভালো নাটক আমাদের দেশে হয়! অসাধারণ!
অপূর্বের কোনো তুলনা হয়না, নাটক মানেই অপূর্ব। মমর অভিনয় ও সুন্দর হয়েছে এই নাটকে। পরিচালক আরিয়ানও ভাল।
ভালো বাসা সেই যে ২০১০ জানুয়ারি যে শুরু আজ ১৫ বছর গত হলো,,আর এই ভালোবাসার শেষ মনে হয় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত,, শুধু পাওয়ার মাঝে মাঝেই কি সুখ , না পাওয়ায় মাঝে ও সুখ আছে ❤❤❤
কত বার যে দেখেছি টেলিফ্লিম টা।হৃদয় স্পর্শ করে যায়। আবার সেই ২০১৬ সালে ফিরে যাই। গান টার সাথে আমার প্রিয় মানুষটার হাজারো স্বৃতি ছিলো। হয়তো আজ সে নেই কিন্তু গান টা আছে। সত্যিই হৃদয় ছুয়ে যায়।
Keu, kono din harate parbe na Ei best 2jon juti k....... I love APURBA and MOMO...... U R BEST......... 😘😘😘😘
অপূর্ব নাটক আসোলে অনেক সুন্দর ও রোমান্টিক অনেক ভালো লাগে দেখতে। অপূর্ব সাথে অভিনেত্রী মোম এর জুটি ও মানিয়েছে ।
আসোলে এসব নাটোক গুলো কষ্ট অনেক বাড়িয়ে দেয় nice
Makarul.shaikh Makarul. Shaikh g
অনেক সুন্দর রোমান্টিক নাটক...অসাধারন....
অপুর্ব + জাকিয়া বারী মম ❤️
সুন্দর, অপূর্ব ভাই এর নাটক তুলনা হয় না।
মায়া....
বড় অদ্ভত জিনিস
না দেয় ভালো থাকতে না দেয় দূরে থাকতে
R8 আমি একজনকে খুব ভালোবাসি৷৷আমাদের দুই পরিবার মাইনা নিতে চায় না কিন্তু মায়ার টানে আজও দুজন অপেক্ষায় আছি
প্রকৃত ভালোবাসার বন্ধন কেউ
ছিন্ন করতে পারবে না। এটা
সৃষ্টিকর্তার অপূর্ব দান।
নাটক টা পুরোনো কিন্ত আমি recently lock 🔐 down এ দেখা হল। যদিও গল্পে বাস্তবিক তার অনেক অভাব।15yr পরে প্রেম এভাবে খুঁজে পেলেন?যাক অপূর্বর romantic ♥ অভিনয়ের জন্য নাটকটা সুন্দর লাগল।অপূর্ব/মম pair look 👌 attractive. ভাল থাকবেন। New Delhi, India 🇮🇳
Apurbo mamo juti asadharon natok ta khube bhalo lagchhe asonkho dhannobad mizanur Rahaman bhai ke and RUclips channel 💖💖💖🙏🏻🙏🏻
অনেক দিন পর আবার দেখলাম নাটক টি,,, সত্যি অসাধারণ একটি নাটক ❤️❤️❤️ অপূর্ব আর মম,, দুজনের অভিনয় ও খুব সুন্দর 👌👌 পশ্চিম বঙ্গ থেকে সকল কলাকুশলীদের জন্য অনেক শুভেচ্ছা রইল,,💚❤️💚❤️
আসলেই নাটকাটা অনেক ভালো হয়েছে
কেমন আছেন আপনি
@@AnowarHossain-hf7bk ভালো আছি 😊
ভালো আছেন শুনে ভালো লাগলো ধন্যবাদ, আর এত রাতে জেগে আছেন যে
হুম আপনি কি কলকাত থেকে
@@AnowarHossain-hf7bk আমি কলকাতার কাছাকাছি নদীয়া তে থাকি 😊 আর রাত মোটামুটি বারোটা পর্যন্ত জেগে থাকি 😊 ফোনে নানা রকম ভিডিও দেখি 😊😊
অসাধারণ একটি নাটক ভিতরের আবেগ গুলো ধরে রাখতে পারছি না 👌👌
চোখে পানি এসে গেলো।আসলে ভালোবাসা যারা হারিয়েছে তারাই শুধু জানে,কতটা কষ্টের। কতটা বেদনার। ধন্যবাদ।মম আমার অনেক পছন্দের নায়িকা।
মিজানুর রহমান আরিয়ান মানেই অসাধারন কিছু। খুব ভাল হয়েছে।
অপূর্ব মহাশয়,মম দেবী খুব ভালো অভিনয় করেছেন অসাধারণ,অসাধারণ লিখন নাটকের ও উপস্থাপনা,ভালো লাগলো সবার অভিনয়,ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।
ধন্যবাদ এই নাটকের সকলকে,অসাধারণ হয়েছে
((অসম্ভব ভালোবাসা))♥ চমৎকার হয়ছে নাটক টা,, এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য আপনাদের কে জানাই ধন্যবাদ
বাস্তব বড়ই কঠিন ভালোবাসার মানুষকে আমিও পায়নি, নাটকের মধ্যে Happy ending হয়েছে তাই ভালো লাগল, মম’ ও অপূর্ব অসাধারন জুটি।
Thanks....apnar comment er karone natok ta dekhbo.....
Happy ending cara sad natok joghonno lage amr
মনের মানুষকে না পেলে যে জীবনটা কেমন তা শুধু তাড়াই জানে..!
just oshadharon story👌👌👏 Apurbo theke Apurbo Kichu pawa darun darun Sera ..... From to INDIA.......
thanks
Afsana Khatun oh really
Har kisi ka love Completely Nahi Milta
শুভ কামনা রইল, প্রিয় জুটি অপূর্ব, মম, ও মিজানুর রহমান আরিয়ানা ভাই এর জন্য
অসাধারণ ভালো লাগছে-- নাটকটা,,অপূর্ব মম আপুর অভিনয় অসাধারণ
দারুন লেগেছে গল্পটা। অপূর্ব আর মমর অভিনয় দেখে আমি অভিভূত।
প্রানটা জুরিয়ে গেলো দেখে, অসাধারণ♥♥♥
বস অপূর্ব মানেই রোমান্টিক।
পকীত,ভালোবাসা বোধহয় এইরকমই হয়, নাটকের শেষ মুহূর্তে এত সুন্দর মিল হয়েছে সেটা কল্পনা করা যায় না, দুজন ভালোবাসার মানুষ 15বছর পর,একসাথে মিলিত হয়েছে, দুটো মনের মানুষের মিলন এটা যে,কি,খুশির মুহুর্ত বলে বোঝানো যাবে না, অপূর্ব এবং মোম দুজনের জুটির কোনো তুলনা হয় না, তোমরা দুজন খুব ভালো থেকো
প্রকৃত
সেরা জুটি আমার যখন বিহসন মন খারাপ থাকে তখন আমার ফেবারিট ২ জনের নাটক দেখি অপুর্ব & মম আমি ভালোবাসি আপনাদের কে😍😍😍😍😍
ধন্যবাদ সব টিম মেম্বার দের কে ।ধন্যবাদ সবাইকে ।অনেক অনেক ভালো লাগল।💝💝💝💝💝💝💝💝💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
অসাধারণ একটা সুন্দর নাটক খুব ভালো লেগেছে।
সত্যি কারি ভালবাসা কখনও বিফলে যায় না ...🌹❤️🌹🌹🌹
মম তো সত্যিই চাইনিজ মোমো। অপূর্বর মত একজন handsome talented ♥ অভিনেতার সঙ্গে বেমানান।অপূর্বর জন্যই নাটক গুলো দেখা হয়। New Delhi, India 🇮🇳
অপূর্ব রোমান্টিক হিরো আর মম মিষ্টি অভিনয় অনেক অনেক ভালো লাগে
এটা আরিয়ান ভাই এর কাজ তাই চোখে পানি চলে আসে,ধন্যবাদ সবাই কে,,
লাস্ট সিনটা সেই লাগছে। প্যতিটা মেয়ে যদি এমন বাবা মায়ের সম্মানের দিকে তাকাতো অন্তত ভালো লাগতো।মেয়েদের কে বলবো পালিয়ে যাবার আগে অন্ত একবার বাবা মা কে বলো তুমি ভালোবাসো ✌😒একজন কে। না মানলে চলেযায় অন্ত একবার বলো।বাবা মায়ের চেয়ে কেউ তুমাকে বেশি ভালোবাসবে এটা ভাবাটা ভুকামি।
অপূর্ব অনেক নাটক দেখেছি সবগুলো আমার ভালো লেগেছে ।
ভালবাসা করাটা যতটা সহজ, তারচেয়ে বেশি কষ্ট তাকে আগলে রাখাটা
R8 boss bactobota onak koTHen
অনেক কসঠ পেয়েছি জীবনের সাথে গিয়েছে পরায়। ওদের মিলন হয়েছে আমার মিলন হয়নি।
রিংকন ভৌমিক Mostofa magi
রিংকন ভৌমিক Mostofa ‘)5
রিংকন ভৌমিক Mostofa right bro
সব মা-বাবা রাখা যেন এমন বুঝদার হয়।নাটক টিকে দেখে ভালো লাগলো।
,অসাধারণ নাটক দেখে চোখ থেকে পানি চলে আসলো।।।।
দু চোখের অশ্রু ধরে রাখতে পারিনি এটাই সম্ভবত সত্যিকারের ভালোবাসা দু-আঁখির অশ্রুর জল।
অপুর্ব ভাইয়ের নাটক গুলো বারবার দেখতে ইচ্ছা করে।
Hats off to u APURBO sir ji❤️
Just excellent...apurba & momo
Khub sundar kasto misti premer natok,kahinir sundar binuni aro swabhabik kore tuleche,definitely jara dekchen tara involve hoye gechen.Apurbo ar Momo eder ato bhalo ramantic chemistry je sakaler mon ke andolito kore.Sundar projojanar janno sabai ke dhanyabad.
অপূর্ব, মুমু দুজনই পছন্দের।
তারা নাটকে রিলেশনশিপের গভীরে ঢুকে জটিল সম্পর্ককে সহজে বের করে আনে।
কিন্তু এই নাটকে যা দেখানো হয়েছে তা অসঙ্গতিপূর্ণ।
রিরক্ত হলাম!!!!
Apurbo is for ever amazing ♥️♥️♥️
### হটাত করে মনে হলো কোনো স্বপ্ন দেখলাম । প্রতিটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল এক্দম জল জল করে । ধন্যবাদ অপূর্ব দাদা কে ও মিজানুর দাদা কে এরকম একটা নাটকে অভিনয় ও লেখার জন্য । আমি কোলকাতা তে থাকি কিন্তু আপনাদের নাটক আমার খুব পছন্দ । আশা করি আরও ভাল কিছু আপনাদের কাছ থেকে পাবো । ধন্যবাদ ভাল থাকবেন ।
Thanks Amit for ur nice comment.
Wow Beautiful Natok..
osadharon..... ❤💙💚💛💛💜💜💕💖💗💝💟
যে নাটকের শেষটায় মিল হয় আমার সেই নাটক ভালো লাগে।কারণ আমার ভালোবাসার মিল হয়েছে তাই।
মিজানুর রহমান আরিয়ানের সব নাটক গুলু অসাধারন ,,চোখ দিয়ে পানি বের না করে ছাড়েনা..অনেক অনেক ভাল লাগার মত একটা নাটক।
thanks
Rahamat Ullah right
Rahamat Ullah ...........
Sotti bolsan broo
Love this video....
Chokhe jol chole aslo.......❤❤❤❤❤
অসাধারন অভিনয় করে অপূর্ব।
WOW Darun ekta natok dekhlam. Darun abhinoy korechen dujon
What a beautiful Bengali Natok ! Apurba and Momo deserve a lot of thanks for their contribution to enrich the Bengali culture .
ধন্যবাদ তাকেই দিব যে মেধা খাঁটিয়ে এত সুন্দর গল্পটি তৈরী করেছেন।
hi
lot of thanks.
সত্তিই ভালো লাগ্লো অনেক
যে তৈরি করেছে সেতো খূবই ভালো কিন্তূ যারা অভিনয় করে নাটকের পূর্ণতা দিয়েছে তারাও ধন্যবাদ পাবে
Right
মোনে হচ্ছে স্বপ্ন দেখতেছি,,,,,
এতো সুন্দর একটা নাটক ছিল but আমি এতো পরে দেখলাম,,,,,
ভালো লাগার আরেকটি ড্রামা,,,রোমান্টিক মানেই অপূর্ব & মম,,,খুব ভালো লাগল নাটকটি দেখে,,,
Khub khub valo laglo .ami Kolkata theke bolchi.Apurbo momo r natak khub valo lage
Natok ta khubi shundorrrr....Heartouching!!!😘😘💓💓
অবশেষে ডাউনলোড টা সফল হইল!!!!!!!!
"তোমায় পেয়ে পূর্ণ হল এ জীবন"!!!!!!
সত্যিকারের ভালোবাসা একদিন ফিরে আসবেই
মিজানুর রহমান আরিয়ানের নাটক মানেই টানটান উত্তেজনা ❤️
9.9.20 রাত 12:20 তে নাটক দেখা শুরু করলাম.. আমি অপূর্ব ভাইয়ার একজন পাগল ভক্ত কলকাতা থেকে🇮🇳 আর মিজানুর রহমান আরিয়ান আমার best পরিচালক কারণ এনার নাটক সব সময় মনে দাগ কেটে যায় ❤️ এই জুটির পরপর 5টি নাটক দেখছি-- প্রেম তুমি, আনমনে তুমি, বেলা শেষের কাব্য, হাতে রেখে হাত , আর এখন এটা দেখছি🤩
আপনি,নীল প্রজাপতি এবং শেষ পর্যন্ত এই দুটি নাটক দেখুন, অপূর্ব ভাইয়া মম আপুর সবচাইতে প্রিয় দুটি নাটক আমার।
আরিয়ান ভাইয়ের নাটকে অপূর্ব + মমো সুন্দর হবে না কেনো? 😍😍
শুধু নাটক নয়, অফুরন্ত ভালোবাসার নাটক। এই জুটি মানুষ এর হৃদয় এ অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছে।