বাতিল জিনিসে ইন্সট্যান্ট জৈব এনপিকে। বাড়িতে তৈরি শক্তিশালী NPK|How to Make ORGANIC NPK| RAJ Gardens

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 264

  • @Eituaktar78
    @Eituaktar78 Год назад +1

    Ohh! Apnar kotha bolar style oshadharon mon chuye jai.from Bankura

  • @KEKASKITCHENN
    @KEKASKITCHENN 3 года назад +1

    এতো সুন্দর করে গাছেদের সাথে
    কথা বলেন ভীষণ ভালো লাগে
    চমৎকার উপস্থাপনা ধন্যবাদ
    ভালো থাকবেন দাদাভাই

  • @kamaladas3897
    @kamaladas3897 2 года назад +1

    🙏 thanks dada apnar thake onek kichu dekhechi r sekhci r khub valo upokreto ami

  • @bharatiauddy250
    @bharatiauddy250 2 года назад

    দারুণ জিনিস দেখালেন অনেক অনেক ধৌনোবাদ আপনাকে
    শুভ বিজয়া সকলকে

  • @শখেরবাগান-ফ১স

    খুব সুন্দর উপস্থাপনা.
    আর ছাদ বাগানের জন্য খুব প্রয়োজনীয় তথ্য দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      ধন্যবাদ। আপনার ছাদ বাগান সুন্দর হোক

  • @bindurrokomariranna
    @bindurrokomariranna 3 года назад +1

    খুব খুব ভালো লাগলো 👌👍❤️

  • @shampadey5275
    @shampadey5275 2 года назад

    আপনার ভিডিও খুব ভালো লাগে কখনোই বেশি খরচের বাগান সাজানোর ব্যবসায়ী মনোবৃত্তি নিয়ে করেন না তাই ۔۔۔বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত্ত সুন্দর বাগান করা যায় আপনিই দেখান , ভালো থাকুন ۔۔۔👍👍🙏

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।

  • @rumasarkar5739
    @rumasarkar5739 2 года назад

    খুব ই inspired হচ্ছি sir.

  • @AtaurRahman-ui4jd
    @AtaurRahman-ui4jd 4 года назад +3

    ""আপনি ভালোবেসে যা দিবেন
    গাছ তাতেই খুশী "" কথাটা খুব ভালো লেগেছে ।

  • @pradipganguly8947
    @pradipganguly8947 3 года назад +1

    Hats off to your knowledge of plantation.I like your advise and try to implement in my plant

  • @bjana5474
    @bjana5474 Год назад

    রাজ গার্ডেনকে ধন্যবাদ জানাই।

  • @ziaulalam3382
    @ziaulalam3382 4 года назад

    অসাধারণ ও তথ্যসমৃদ্ধ উপস্থাপন

  • @bithikamandal7044
    @bithikamandal7044 4 года назад

    Apnar video khub upokari ! Vishon valo laglo gacher khabar gulo guchie deoar jonno.

  • @sima.agartala
    @sima.agartala 4 года назад

    Khub bhalo vedio and very useful,,👍👍

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      ধন্যবাদ আপনাকে

  • @rimaayyan6945
    @rimaayyan6945 4 года назад

    Onek valo lagche,khub upokare asbe...insallha.

  • @raisakhan3294
    @raisakhan3294 3 года назад

    Khub sundor video ❤️

  • @simaghosh2165
    @simaghosh2165 4 года назад

    খুব ভাল ভিডিও বানান আপনি। ধন্যবাদ

  • @namitasarkar4250
    @namitasarkar4250 2 года назад

    Khub valo legeche

  • @rajatchakraborty9922
    @rajatchakraborty9922 2 года назад +1

    Interesting

  • @KMAzam-zz5ks
    @KMAzam-zz5ks 4 года назад

    দারুন ভিডিও। ধন্যবাদ।

  • @barunkrchowdhury3935
    @barunkrchowdhury3935 4 года назад

    apner video guli besh sikha mulak jaguli barite gach korar janno khub jaruri.Apni jadi paren gacher kitpatanga abong kitnasok nia kichu janaten upokar paoya jato.Dhyannobad.

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। কীটপতঙ্গ ও কীটনাশক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব।

  • @sharminjahan3509
    @sharminjahan3509 4 года назад

    Very informative.. thanks

  • @rumkipaul3651
    @rumkipaul3651 3 года назад

    Khub valo dada

  • @sarbanidhar388
    @sarbanidhar388 4 года назад

    👌 Khub bhalo laglo.Anek kichu jante parlam.problem hachchhilo.

  • @banani2987
    @banani2987 3 года назад +1

    Nice video.

  • @Joybiswas1432
    @Joybiswas1432 3 года назад +1

    অসা ধারন

  • @sakibhossain1234
    @sakibhossain1234 4 года назад

    উপকারি পোষ্ট ধন্যবাদ

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      মন্তব্যের জন্য ধন্যবাদ

  • @Sabiha678
    @Sabiha678 3 года назад +1

    nice vedio

  • @ranjitbasak2271
    @ranjitbasak2271 4 года назад

    খুব ভালো

  • @anuproy3847
    @anuproy3847 2 года назад

    I like your vedios

  • @skkorban5054
    @skkorban5054 Год назад

    Thank you dada

  • @perfectenquiry817
    @perfectenquiry817 4 года назад

    This is excellent presentation of organic substitutes of NPK. I have heard about the potting mix like cocopeat+perlite+vermiculite +vermicompost. Please put some lite on soilless potting mix.

    • @rajgardens
      @rajgardens  4 года назад +1

      Thank you for your comment.
      I'll try to upload a video on soilless potting mix.

    • @runusen8263
      @runusen8263 4 года назад

      @@rajgardens That will be very useful to all of us

  • @matiulislam6250
    @matiulislam6250 4 года назад

    Shasher doi layin mon soye galo. Gaser pa thakley khosita nachto . Gash tar pata diya ta prokash Korese..dhanyabad
    Bangladesh theke.

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      আপনাকেও ধন্যবাদ

  • @sagarchowdhury7131
    @sagarchowdhury7131 4 года назад +1

    You r great I subscribed you

  • @runusen8263
    @runusen8263 4 года назад

    Ekdom tai

  • @subrataroy9057
    @subrataroy9057 3 года назад +3

    স্যার, কীটনাশক বা ছত্রাক নাশক প্রয়োগের কত দিন পর এন, পি, কে বা অনুখাদ্য প্রয়োগ করা যায়?

    • @rajgardens
      @rajgardens  3 года назад +3

      সার যে কোন সময় গাছে দেওয়া যায় । কীটনাশক আর ছত্রাকনাশকের প্রয়োগের তিন থেকে চার দিনের ব্যবধান থাকলে ভালো হয়। আর অনুখাদ্য মাসে একবার দিলেই হবে।

    • @subrataroy9057
      @subrataroy9057 3 года назад

      @@rajgardens ধন্যবাদ স্যার ।

  • @allaboutfun1302
    @allaboutfun1302 2 года назад +1

    Amar akta bedana ghachh achhe jat ki Janina full ak hazarer besi hochhe sobi purus ful fute golap guler Moto hoye jachhe ki korbo bolben sir

    • @anushreesamanta4571
      @anushreesamanta4571 Год назад

      বেদানা পুরুষ ও স্ত্রী গাছ দুটো আলাদা আলাদা হয় । আপনি গাছটা কেটে ফেলুন কারণ ওতে স্ত্রী ফুল আসবেনা।

  • @hellodream1729
    @hellodream1729 Год назад

    r gache phool asar aghe or pore,o guti dhorar por ki deoa jete pare problem nei toh?

  • @mdmirajhossain4688
    @mdmirajhossain4688 3 года назад +1

    Amr peara gacti onekgulo peara nie nijtej hoye patha sukie mara jacce ki use korbo???pani joibo sar sobi dicce but ager moto sotej hoccena

    • @rajgardens
      @rajgardens  3 года назад

      কী হয়েছে, এভাবে বলতে পারছি না। ভাল কোনও ফাংগিসাইড স্প্রে করে দেখুন কী হয়

  • @sulusharangi8977
    @sulusharangi8977 4 года назад

    Very informative video. I must try. Let's see what will happen. Can I use in flower pots? Stay safe

  • @sumaiyaaziz3733
    @sumaiyaaziz3733 4 года назад

    excellent, khub valo laglo, kotodin por por dite parbo?

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      চাইলে প্রত্যেক সপ্তাহেই দিতে পারেন। কিন্তু ১৫ দিন অন্তর দিলেই হবে।

  • @ajoymanna22
    @ajoymanna22 2 года назад

    Please play the sitar of pt Rabisankar with your video Thank you

  • @allaboutfun1302
    @allaboutfun1302 2 года назад

    Ami proti din Kolar khosa veja jol ba gobor veja jol ba peyajer khosa veja jol ba sobjir choka veja jol di ate kono problem hobe

  • @sayedbablu2309
    @sayedbablu2309 4 года назад

    আপনি সব কমেন্টের উত্তর দেন। অনেক ধন্যবাদ

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      আপনি প্রশ্ন করলে আপনাকেও উত্তর দেব।

  • @amrinsultana1565
    @amrinsultana1565 3 года назад +2

    এই জৈব এন.পি.কে ফল এবং সবজি দুটোতেই দেয়া যাবে ? কতদিন পর পর দিবো ? এন.পি.কে গাছের বার্রতি সার হিসেবে ব্যবহার করবো নাকি এটার পাশাপাশি বারতি সার ও দিতে হবে ? গাছে ফুল আসার পর ও এন. পি.কে দিতে হয় ? নাকি শুধুমাত্র তরল সার ?

    • @rajgardens
      @rajgardens  3 года назад +1

      এই জৈব এন পি কে মাসে একবার দিলেই হবে। তার পাশাপাশি প্রতি সপ্তাহে একবার করে তরল সার দিলে ভালো হয়। গাছে ফুল ফল থাকলে তো অবশ্যই দিতে হবে।

    • @gardenexhibitor9058
      @gardenexhibitor9058 2 года назад

      @@rajgardens তরল সার বলতে?? ঘুটে ভেজানো পানি, পেয়াজ খোসা ভেজানো পানি, খৈল এর পানি??

  • @fatemazeenat7818
    @fatemazeenat7818 3 года назад

    Sir, shukno pata, gobor and chaer pata ei 3teito nitrogen shomriddhyo sar, tahole amra j 3te use korlam er bisheshottota kindly bolbenki?

    • @rajgardens
      @rajgardens  3 года назад

      নাইট্রোজেন ছাড়াও অন্যান্য পুষ্টিকর উপাদান আছে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

  • @allaboutfun1302
    @allaboutfun1302 2 года назад

    Peyarar ful theke fol hoye jhore jachhe ki korbo sair

  • @amrinsultana1565
    @amrinsultana1565 3 года назад

    আংকেল, আপনি কোনো এক ভিডিও তে বলেছিলেন গাছে ফুল আসার আগে নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করতে না । কোন সার গুলোতে নাইট্রোজেন থাকে বলবেন যেগুলো ফুল আসার আগে ব্যবহার করা যাবে না ? অথবা এটা নিয়ে একটা ভিডিও বানাবেন।

    • @rajgardens
      @rajgardens  3 года назад

      আমার চ্যানেলে তরল সার নিয়ে দুটো ভিডিও রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। চাইলে দেখে নিতে পারেন।

    • @amrinsultana1565
      @amrinsultana1565 3 года назад

      @@rajgardens অবশ্যই আংকেল। আপনার ভিডিও গুলো অনেক উপকারী । আমি গাছের যত্ন নিয়ে অনেক কিছু শিখেছি আপনার ভিডিও দেখে । অনেক কিছু জানা যায় আপনার ভিডিও থেকে । অনেক ধন্যবাদ আপনাকে ।

  • @deep_joy_nandi
    @deep_joy_nandi Год назад

    আপনার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো আমি আপনার পরিবারের নতুন সদস্য।❤❤
    ❤ FORM HABRA

  • @sulusharangi8977
    @sulusharangi8977 3 года назад +1

    সবশেষে সাদা গূড়ো কিদিলেন বুঝলাম না। ডিমের খোসা? ভালো লাগলো। ভালো থাকবেন

    • @rajgardens
      @rajgardens  3 года назад +1

      ডিমের খোসার গুঁড়ো

  • @aditichakrabarty977
    @aditichakrabarty977 4 года назад

    আমি আগে বাড়ির পাশের দিকে গাছ লাগাতাম কিন্তু এখন ছাদে গাছ করছি । আপনার এই ভিডিওগুলো আমার খুব কাজে লাগে, আরো অনেক ভিডিও করুন, ধন্যবাদ ।

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      আপনাদের যাতে কাজে লাগে, তার জন্যই তো ভিডিও বানাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

  • @popysingha9227
    @popysingha9227 3 года назад

    Dada nomosker .. Amer onekguli payara gach ache but ful fol kichui hoina ..pata jhore gachgulo mara jache..apner sab video dekhi Tao kichu korte pachi na.. imediat ki korbo pls bolun..apner payara gachgulo khub sundor 🌲🌲👍👍👍

    • @rajgardens
      @rajgardens  3 года назад +1

      পেয়ারা নিয়ে আমার তিনটি ভিডিও আছে। সেগুলি দেখে নিন, সব উত্তর পেয়ে যাবেন
      ৩. কী করলে পেয়ারা গাছে অসময়ে আসবে ডালভরা ফুল - ruclips.net/video/wcbwHBRgY_8/видео.html
      ২. ফল ঝরার দিন শেষ, জৈব সারেই টবে গাছ ভর্তি পেয়ারা! - ruclips.net/video/VNB9Oqnop9k/видео.html
      ১. কী করলে ঝরবে না গুটি, টবে পেয়ারা ফলবে ১০ গুণ! - ruclips.net/video/LJ5XsHIPOKc/видео.html

    • @popysingha9227
      @popysingha9227 3 года назад

      @@rajgardens thax Dada..

  • @fatemazeenat7818
    @fatemazeenat7818 3 года назад

    Sir, amar begun gache khub shundor begun hoeche, 2din dhore dekhchi begun boro hocchena, tokhon apnar joibo npk - r kotha mone holo, but amar 10" tobe ki poriman ba koi mutho debo ektu bolbenki? Ar begun boro houar jonne shudhu eta dilei hobe naki onno kichu-o dite hobe? Kindly bolben please? Dite hole ki debo?

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      বেগুন গাছ নিয়ে আার চ্যানেলে স্পেশাল ভিডিও আছে।

  • @fatemazeenat7818
    @fatemazeenat7818 3 года назад

    2din age bolechilam amar khub shundor begun hoeche, apnar bola itemgulo shob paini. shekhane oi din-e chapata r dimer khosha meshano Sar 10" tobe 1 mutho kore diechi ar kolar khosha meshano jol. Kintu kal dekhi 1ta gach jhimie gache, az dekhi 3ta gach jhimie poreche, akhon ki korbo sir? Ato shundor fal dhora gachgulo amon holo kano? Amar khub mon kharap hoeche sir. Please amay 1ta solution din please !!!!!

  • @sadmansakib6540
    @sadmansakib6540 Год назад

    Cokopit bananor por Beche jawa Narkel er kosa ki sobji pocha joibo sar er modde dewa jabe vaiya?

    • @rajgardens
      @rajgardens  Год назад

      না, এতে সেই ভাবে কোন পুষ্টি মৌল থাকে না। তবে অর্কিড লাগানোর জন্য ব্যবহার করতে পারেন।

    • @Eituaktar78
      @Eituaktar78 Год назад

      ​@@rajgardensthank u ata amar o janar chilo

  • @user-xc7jp6lt7e
    @user-xc7jp6lt7e 8 месяцев назад

    Shukno patar bodole chayet pata dile hobe

  • @Piegamer9697
    @Piegamer9697 3 года назад

    Ami ki ata mix kore compost ba amni rakte parbo

  • @bontkurani8101
    @bontkurani8101 4 года назад

    Banana peel chhara ar kishe potassium pawa jabe? Amra banana khai na...

    • @rajgardens
      @rajgardens  4 года назад +1

      পালং শাকের গোড়া বা বিটরুটের খোসা ব্যবহার করতে পারেন....

  • @hellodream1729
    @hellodream1729 Год назад

    sorser khol,diner khosa,kolar khosa sudhu dile hobe na?

  • @hiralalsarkartaldi1809
    @hiralalsarkartaldi1809 2 года назад

    ধন্যবাদ নেবেন। অনুপাত যেটা বললেন সেটা ওজনে না আয়তনের?

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      দুটোই তো একই হবে

  • @biroborcheg1849
    @biroborcheg1849 Год назад

    Haryer guro,sim kusi eii gula ki koreh banano hawi

    • @rajgardens
      @rajgardens  Год назад +1

      ওইগুলো দোকানে কিনতে হবে।

    • @biroborcheg1849
      @biroborcheg1849 Год назад

      @@rajgardens Thank you Dada

  • @ramimhossain2.052
    @ramimhossain2.052 4 года назад

    Vai amr sofeda gacher ful kalo hoe pore jacche, ekhon ami ki korte pari, plz ekta video baniye diben🙏

    • @rajgardens
      @rajgardens  4 года назад +2

      পেঁয়াজ ও পাকা কলার খোসা ভেজানো জল দিন সপ্তাহে ২ বার।

    • @ramimhossain2.052
      @ramimhossain2.052 4 года назад

      ধন্যবাদ ভাইয়া,আপনাকে দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন❤😊

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      @@ramimhossain2.052 আপনাকেও শারদ শুভেচ্ছা।

  • @minusyed1493
    @minusyed1493 3 года назад

    দাদা এক বছর আগের পাতা পঁচা সার দিয়ে কি এই সার তৈরি করা যাবে?

    • @rajgardens
      @rajgardens  3 года назад +1

      করা যাবে

  • @ayanchatterjee372
    @ayanchatterjee372 2 года назад

    Npk ar misro Sar er modhye tofat ache kichu, Ekta use korle ki ar Ekta Kora jabena naki dutoi use korte, Jodi dutoi use korte hoi tahole kibhabe korbo? Plz ektu Janan sir.

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      প্রথম কোশ্চেনটা বোঝা যাচ্ছে না। ভিডিওতে যে এনপিকে সার তৈরি দেখানো হয়েছে এটি প্রয়োগ করলে অন্যান্য উপাদান গুলি করে প্রয়োগ করতে হবে। আর রিসেন্ট যে ভিডিওটি মিশ্র সারের তৈরি হয়েছে তা প্রয়োগ করলে পরে অন্যান্য জিনিসের প্রয়োজন হবে না।

    • @ayanchatterjee372
      @ayanchatterjee372 2 года назад

      @@rajgardens mane misro Sar bebohar korle ar NPK use korbona taito sir

  • @moumitasarkar9415
    @moumitasarkar9415 3 года назад

    Dada siddho dim r khoshar dust ta ga6e dewa jaye na kno???ki prblm hoa thake siddho dimer khoshar dust ta dile??

    • @rajgardens
      @rajgardens  3 года назад +1

      কাঁচা ডিমের খোসা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে গুড়ো করে গাছে দেবেন । সেদ্ধ ডিমের খোসায় এর গুনাগুন টা অনেক কমে যায়।

    • @moumitasarkar9415
      @moumitasarkar9415 3 года назад

      @@rajgardens a6a dada..

  • @asmaaakhter1913
    @asmaaakhter1913 4 года назад

    Can we put in garden? And how much quantity

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      This mixed fertilizer can be applied to all types of plants. If it is in a pot, then depending on the size of the pot and the plant, 50 to 150 grams should be given

  • @wahidaanwary3728
    @wahidaanwary3728 3 года назад +1

    মাছের আস থেকে কি কোন সার হয়।

    • @rajgardens
      @rajgardens  3 года назад +1

      মাছের আঁশ থেকে ক্যালসিয়াম পাওয়া য়ায়। তবে শুকুয়ে মিক্সিটে গুঁড়ো করে নিতে হবে।

  • @ashleenpaul1374
    @ashleenpaul1374 4 года назад

    Namaskar dada, sob kichu to dite parbo kintu last er jinish ta to nei, ei jinish chara ki banale hbe? R koto din por por dite parbo ektu bolun.

    • @rajgardens
      @rajgardens  4 года назад +1

      একদম শেষে তো শুকনো চায়ের পাতার কথা বলেছি। চা পাতা জোগাড় করতে না পারলে কোনও অসুবিধা নেই। শুকনো পাতা একটু বেশি করে দেবেন, তাহলেই হবে। এটা জৈব এনপিকে। প্রতি সপ্তাহেও অল্প করে দিতে পারেন। ১৫ দিন ছাড়াও দিতে পারেন।

    • @ashleenpaul1374
      @ashleenpaul1374 4 года назад

      Namaskar dada, last er jinish ta jdi amar bhul na hoy aita ki dimer khusar powder chilo? Jdi tai hoy tahole sorry ami vebechilam white colour er kono Sar.dhonnobad bhalo thakben 🙏

  • @kartickchatterjee8360
    @kartickchatterjee8360 3 года назад +1

    আমি সবজির খোসা ভেজানো জল গাছে দেবার জন্য ভিজিয়ে ছিলাম । পরে অসুস্থ হয়ে পড়লে আর দেওয়া হয়নি । প্রায় ছয় মাস হয়ে গেছে । জলটা ঘন কালো রং এর হয়ে গেছে । এখন কি ব্যবহার করতে পারবো ?

    • @rajgardens
      @rajgardens  3 года назад +1

      করতে পারেন। তবে ১০ গুণ জল মিশিয়ে নেবেন

    • @kartickchatterjee8360
      @kartickchatterjee8360 3 года назад

      @@rajgardens অনেক ধন্যবাদ আপনাকে । নমষ্কার নেবেন ।

    • @rajgardens
      @rajgardens  3 года назад

      @@kartickchatterjee8360 ধন্যবাদ

  • @gardenexhibitor9058
    @gardenexhibitor9058 2 года назад

    অনুখাদ্য কি দেওয়া যেতে পারে গোলাপ গাছের জন্য?
    আর কীটনাশক + ছত্রাকনশক একসাথে মিশিয়ে করলে হবে না?

    • @rajgardens
      @rajgardens  2 года назад +1

      হ্যাঁ, গোলাপ গাছে দরকার হয় অনুখাদ্যের। মাসে দুবার প্রয়োগ করুন। কীটনাশক এবং ফাংগিসাইড একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে।

  • @sujitkumardas817
    @sujitkumardas817 4 года назад

    অবশ্য ভালো লেগেছে তাই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বলছি ছোট ভাই কোন আইটেম কতটুকু দিতে হবে জানালে উপকৃত হবো।

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      আপনি মনে হয় পুরো ভিডিও না দেখেই প্রশ্ন করেছেন। ভিডিওতে স্পষ্ট করে বলা আছে, পাঁচটি জিনিস 2:1:1:1:1 অনুপাতে মিশিয়ে নিলেই তৈরি জৈব এনপিকে।

    • @sujitkumardas817
      @sujitkumardas817 4 года назад

      ছোট ভাই ধন্যবাদ, আমি সম্পুর্ন ভিডিও টি দেখেছি কারন আমি সবসময় সকল ভিডিও গুলো পুরোপুরি দেখি তবে এখানে তোমার বলা ২-১-১-১-১ উপাদান গুলোর নাম জানতে চেয়ে ছিলাম। তোমার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এগিয়ে যাও

    • @rajgardens
      @rajgardens  4 года назад +1

      @@sujitkumardas817 উপকরণগুলোও ভিডিওতে স্পষ্ট করে বলা আছে। আপনি হয়তো খেয়াল করেননি।
      ১. শুকনো পাতা
      ২. কাঁচা ডিমের খোসা
      ৩. গোবর সার
      ৪. পাকা কলার খোসা
      ৫. শুকনো করা চায়ের পাতা

  • @babitaaich1861
    @babitaaich1861 2 года назад +1

    ছাদ ঝাড় দিয়ে যে মাটি পাই সে গুলো তো ধুলো মত হয়।সেগুলো কি আবার ব্যাবহার করা যাবে? যদি যায় তবে কিভাবে করবো?

    • @rajgardens
      @rajgardens  2 года назад +1

      টবের গোড়ায় দিয়ে দেবেন।

  • @sumsbulbul8483
    @sumsbulbul8483 4 года назад

    দাদা আচছালামু আলাইকুম আশা করি ভালো আছেন দাদা একটি টবের জন্য কি পরিমাণ মাটি এবং কি পরিমাণ সার নিবো কারণ মাটি এবং কমপোসট অর্ধেক অর্ধেক নিব বাকি সার গুলোর হিসাব টা মিলিয়ে দিন আমাদের সবার উপকার হবে ভালো থাকবেন ধন্যবাদ

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      একটা টবের জন্য কী পরিমাণ মাটি নেবেন, তা তো কী গাছ, কী রকম মাটি- তার ওপর নির্ভর করবে। আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওলো দেখুন, বুঝতে পারবেন।

  • @Piegamer9697
    @Piegamer9697 3 года назад

    Ki resio te dibo ta bujhi nai.. shorishar khol ki dibo

    • @rajgardens
      @rajgardens  3 года назад

      ভিডিওতে যে পরিমাণ নিয়েছি সেই ভাবেই করতে পারেন। একটু কম বেশি হলে কোন ক্ষতি নেই ।যেকোনো খোল এই মিশ্র সারের সঙ্গে মেশানো যেতে পারে।

  • @pravatidas743
    @pravatidas743 Год назад

    নমস্কার দাদা এই সার করতে পাতা পচাতে হবেনা? জানালে উপকৃত হতাম

    • @rajgardens
      @rajgardens  Год назад

      পাতা যদি শুকনো ঠকঠকে থাকে তাহলে দরকার নেইঌ

  • @sumsbulbul8483
    @sumsbulbul8483 4 года назад

    আচছালামু আলাইকুম ভাইয়া আপনারা কেমন আছেন আপনার সার মাটি তৈরি করার ভিডিও দেখছিলাম এত সুনদর করে বুঝিয়ে বলেন তবু যেন আমরা বুঝতে পারি না এই গবর সার কি পচিয়ে নিতে হবে নাকি রান্না করার জন্য চুলায় জ্বালানি হিসাবে যে শুকনো গবর গুরো করে নিলে হবে দুই এই শুকনো লতাপাতা সবজির খোসা রোদে শুকিয়ে গুরো করে নিলে হবে নাকি পচিয়ে রোদে শুকিয়ে নিতে হবে বিস্তারিত বুঝিয়ে বলবেন দয়া করে আপনারা ভাল থাকবেন আর আমার প্রহসনের উত্তরের অপেক্ষায় রইলাম

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      কাঁচা গোবর পচিয়ে নিলে বা শুকনো গোবর জলে ভিজিয়ে গুঁড়ো করে নিলে হবে l আর শুকনো পাতা পচিয়ে গুঁড়ো করার কোন দরকার নেই l শুকনো পাতা রোদে শুকনো করে গুঁড়িয়ে নিতে হবে ল

    • @sumsbulbul8483
      @sumsbulbul8483 4 года назад

      @@rajgardens আমার কমেনটের উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @shopnaakthar9937
    @shopnaakthar9937 2 года назад

    ভাই লাল ডিমের খোসা ব্যবহার করা যাবে

  • @fizzyman8785
    @fizzyman8785 4 года назад

    Amar Lau have er pata holud hoye pore jai Karon ki bolte parben please 🙏🙏🙏

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      নাইট্রোজেনযুক্ত সার দিন

    • @fizzyman8785
      @fizzyman8785 4 года назад

      @@rajgardens r ekti question Machi pokar akromon kibhave rodh korbo

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      @@fizzyman8785 নিম তেলেই হবে। না হলে ভাল কোনও কীটনাশক দিন

  • @abrarjawwad1770
    @abrarjawwad1770 2 года назад

    কলার খোসা সব সময় হাতের কাছে পাওয়া কঠিন। কাঠের ছাই কি একই নিয়ম এ ব্যবহার করতে পারবো এখানে

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      হ্যাঁ করতে পারেন। তবে বারবার ব্যবহার করা যাবে না। তাহলে টবের মাটি ক্ষারীয় হয়ে যেতে পারে।

  • @chyshila22
    @chyshila22 3 года назад

    শুকনো পাতার বদলে কি দেওয়া যায়। দয়া করে একটু যদি বলতেন

    • @rajgardens
      @rajgardens  3 года назад

      শুকনো পাতাই দিতে হবে

  • @pgrocks10
    @pgrocks10 4 года назад

    দাদা এটা কি বানিয়ে রেখে দেওয়া যেতে পারে? কতদিন রাখা যাবে?

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      পাকা কলার খোসা যদি গুঁড়ো করে দেন, তাহলে দীর্ঘদিন রাখতে পারবেন। খোসা কুচিয়ে দিলে বেশি দিন রাখতে পারবেন না।

  • @Tanzim-g6z
    @Tanzim-g6z 10 месяцев назад

    এটা কি সব গাছে দেওয়া যাবে??

  • @ranjitbasak2271
    @ranjitbasak2271 4 года назад

    Bhaaaa

  • @sattaroy1694
    @sattaroy1694 4 года назад +1

    দাদা,সেদ্ধ ডিমের খোসা ব্যাবহার করা যাবেনা?

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      না, সেদ্ধ ডিমের খোসা ব্যবহার করা যাবে না।

    • @kristi9262
      @kristi9262 3 года назад

      @@rajgardens Kano

  • @jayalakshmiv5263
    @jayalakshmiv5263 4 года назад

    Your pot is small but your plants are big how it posbal

    • @rajgardens
      @rajgardens  4 года назад +1

      In fact, if the pot is small, the plant will be small or if the pot is big, the plant will be big - it is not like that.
      The real thing is care.If you give love, the plant grows well in small pots. Even, Plants are grow better in relatively small pots, as I have seen in my experience. If small plants are planted in big pots from the beginning, it hampered the growth.If you give enough food, pruning in time can make a beautiful plant in small pots. That's how I did it.

    • @tapadhirchakrabarty9817
      @tapadhirchakrabarty9817 4 года назад

      @@rajgardens ❤

  • @Tanzim-g6z
    @Tanzim-g6z 9 месяцев назад

    পাতার বদলে কী মাটি দেওয়া যাবে না কি

  • @tapadhirchakrabarty9817
    @tapadhirchakrabarty9817 4 года назад

    আমার লেবু গাছ গুলো নিয়ে বেশ কষ্টে আছি। সব গাছেই পাতায় সাদা সাদা মোমের মতো দাগ ও পাতা গুলো কুকড়ে যায়। কচি ডাল গুলো পোকায় কেটে ফেলে কি করবো জানাবেন।
    * ইমিডাক্লোরোফিড লিটারে ১ মিলি স্প্রে করেছি, এখন (নিম+ হ্লুদ+ করপুর) স্প্রে করছি, কিন্তু ভাল ফল পাচ্ছি না, আপনার ভিডিও গুলো ভাল লাগে দয়া করে জানাবেন কি করবো। (_সিলেট )

    • @rajgardens
      @rajgardens  4 года назад +1

      শুধু নিমতেল স্প্রে করুন। ৫ এমএল তেল ১ লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করুন সপ্তাহে ২-৩ বার। আশাকরি ফল পাবেন।

    • @tapadhirchakrabarty9817
      @tapadhirchakrabarty9817 4 года назад

      @@rajgardens অনেক ধন্যবাদ।

  • @মায়াবীজোছনা

    কত দিন পরপর ব্যাবহার করতে হবে?

    • @rajgardens
      @rajgardens  3 года назад

      মাসে একবার করে।

  • @mehedishuvo7825
    @mehedishuvo7825 3 года назад

    কলার খোসা কিভাবে এরকম করেছেন বললে উপকৃত হই

    • @rajgardens
      @rajgardens  3 года назад

      পাকা কলার খোসা দীর্ঘদিন রাখলেই এমন হবে

    • @mehedishuvo7825
      @mehedishuvo7825 3 года назад

      @@rajgardens কিভাবে রাখবো?

    • @rajgardens
      @rajgardens  3 года назад +1

      @@mehedishuvo7825 পাকা কলার খোসা একটি পাত্রের মধ্যে জমিয়ে রাখুন

    • @mehedishuvo7825
      @mehedishuvo7825 3 года назад

      @@rajgardens thank u

  • @tohidurrahaman6910
    @tohidurrahaman6910 3 года назад

    Hi

  • @AkhiAkter-oj5wv
    @AkhiAkter-oj5wv 4 года назад

    এই সারটা কতদিন পরপর দিতে হবে আর সব গাছে দেয়া যাবে যেমন লাউ গাছে দেওয়া যাবে

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      ১৫ দিন পর পর। সব গাছে দেওয়া যাবে

    • @AkhiAkter-oj5wv
      @AkhiAkter-oj5wv 4 года назад

      ধন্যবাদ

  • @surjokantosaha6415
    @surjokantosaha6415 2 года назад

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি 🇧🇩২০২২/০২/০৯ এই সময় কি গাছে এই সার দেওয়া যেতে পারে?

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      এই সার সবসময়ই প্রয়োগ করা যাবে।

  • @lunaakter3461
    @lunaakter3461 3 года назад

    ভাইয়া এই সার কি গোলাপ গাছের টবের মাটিতে দিতে পারবো ভাইয়া আর জবা গাছের মাটির টবে কি এই সার দেওয়া যাবে ভাইয়া একটু যদি বলেন ভাইয়া আমি বাংলাদেশি ভাইয়া বাংলায় লেখলে ভালো হয় ভাইয়া ধন্যবাদ

    • @rajgardens
      @rajgardens  3 года назад +1

      এই সার যে কোনও গাছেই দেওয়া যাবে

    • @lunaakter3461
      @lunaakter3461 3 года назад

      @@rajgardens ভাইয়া এই ভাবে আমাদের পাশে থাকেন ভাইয়া আর নতুন নতুন সার বানানো আমাদের শিখান ভাইয়া ধন্যবাদ

    • @rajgardens
      @rajgardens  3 года назад +1

      @@lunaakter3461 ধন্যবাদ

  • @muhitchowdhury1525
    @muhitchowdhury1525 4 года назад

    আমার একটি পেয়ারা গাছ আছে বড় টবে, যার বয়স প্রায় ৩ বছর। গাছ খুব সুন্দর এবং সুস্থ আছে। কিন্তু ফুল ফল কিছুই ধরেনা।এ ক্ষেত্রে আমার কি করণীও দয়া করা বলবেন?

    • @rajgardens
      @rajgardens  4 года назад

      আমার চ্যানেলে পেয়ারা নিয়ে দুটো ভিডিও আছে। সেগুলি ভাল করে দেখুন, এবং সেই মতো পরিচর্যা করুন। পেয়ারার আর কোনও সমস্যা থাকবে না।

  • @sumonkhan-fq1hd
    @sumonkhan-fq1hd 3 года назад +1

    দাদা আমার চারশো পিয়ারা গাছ আছে তিন বছর করে বয়স খূব একটা ভালো ফলন হচ্ছে না আপনি যদি একটু পরামর্শ দিতেন দাদা আমি আপনার সাথে কথা বলতে চাই
    আমার বাড়ি ডায়মন্ড হারবার পরগনা 24 দঃ

    • @rajgardens
      @rajgardens  3 года назад +1

      এখন গাছে যদি ফল না থাকে হার্ড প্রুণ করে দিন। গাছের গোড়া থেকে এক দেড় ফুট দূরত্বে মাঁদা কেটে এনপিকে যুক্ত জৈব সার অথবা রাসায়নিক সার দিন। আর এর মধ্যে কিছু প্রয়োগ করার দরকার নেই। শীতের শেষে অর্থাৎ ফেব্রুয়ারি দিকে আর একবার এই জৈব সার বা রাসায়নিক স্যার প্রয়োগ করবেন। আর সেই সময় কোন ভালো ভিটামিন গাছে স্প্রে করবেন।

  • @shamsunnahar3668
    @shamsunnahar3668 3 года назад

    চায়ের পাতা চা না বানিয়ে সরাসরি মাটির সাথে কি দেওয়া যাবে?

    • @rajgardens
      @rajgardens  3 года назад

      দেওয়া যাবে।

  • @Tanzim-g6z
    @Tanzim-g6z 10 месяцев назад

    এজাগায় কি বাঁশ পাতা দেওয়া যাবে না কি।

    • @rajgardens
      @rajgardens  10 месяцев назад

      👍

    • @Tanzim-g6z
      @Tanzim-g6z 10 месяцев назад

      @@rajgardens এজাগায় কি বাঁশ পাতা দেওয়া যাবে না কি

  • @rupankargamingzone6834
    @rupankargamingzone6834 3 года назад

    জবা গাছের ডাল বসাতে চাইলে কত ইঞ্চির টব লাগবে

    • @rajgardens
      @rajgardens  3 года назад

      6 থেকে 7 ইঞ্চি টব হলেই হবে । মাটিতে না বসিয়ে বড় দানার বালিতে বসান।

  • @stuv9453
    @stuv9453 2 года назад

    সেদ্ধ ডিমের খোসা ব‍্যবহার করা যাবে না?

  • @kalyanidutta3272
    @kalyanidutta3272 3 года назад

    আমার ছাদে কয়েকটি গাছে ফুল আসছে না, গাছ খুব ভালো হয়েছে।কলা খোসা ভেজানো জল,পটাস দেওয়া সত্ত্বেও ফুল হচ্ছে না কিকরব যদি পরামর্শ দেন।

    • @rajgardens
      @rajgardens  3 года назад +1

      কোন গাছের কথা বলছেন?