প্রাণনাশের হুমকি দিলে কী করবেন? | Legal remedies against threat | দণ্ডবিধি | Penal Code

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июн 2023
  • অপরাধজনক হুমকি-ধামকি ইদানিং ঘটে চলেছে প্রতিনিয়ত। কেউ আপনাকে প্রাণনাশের হুমকি দিতে পারে, কেউ আপনাকে আপনার সম্পত্তির ক্ষতিসাধনের হুমকি দিতে পারে, কেউ আপনাকে আপনার সম্পত্তি থেকে বেদখল করার হুমকি দিতে পারে, কেউ আপনাকে আপনার সুনাম বা খ্যাতির ক্ষতি করার হুমকি দিতে পারে। আবার, আপনি কোনো কাজ করতে আইনত বাধ্য নন, সেই কাজ করতে বাধ্য করার জন্য আপনাকে হুমকি দেয়া হতে পারে, অথবা আপনি কোনো কাজ করতে আইনত বাধ্য, আপনাকে সে কাজ না করার জন্যও হুমকি দেয়া হতে পারে। যে প্রকারের হুমকিই দেওয়া হোক, এমন যে-কোনো হুমকির ক্ষেত্রে প্রায়-প্রত্যেকেই হয়ে পড়েন আতঙ্কগ্রস্থ। এখন থেকে যাতে আর আপনাদের এমন আতঙ্কগ্রস্ত না হতে হয় তার জন্য আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। আমরা আশা করি এপিসোডটি দেখার পর আপনারা উপকৃত হবেন সর্বতোভাবে।
    এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী,
    উপস্থাপন করেছেন সাজ্জাদ হায়দার,
    পাঠ করেছেন মিশকাত শুকরানা,
    এবং নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
    আইন সম্পর্কে আপডেট পেতে
    ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
    www.youtube.com/@lawtubebd?su...
    আমাদের ফেসবুক পেইজঃ / lawtubebd
    #LegalRemedies #ThreatsAndPenalties #PenalCode #KnowYourRights #LegalProtection #SafetyFirst #NoToThreats #CrimeAndPunishment #LawAndOrder #LegalJustice #CrimePrevention #LawTubeBD
  • РазвлеченияРазвлечения

Комментарии • 224