চন্দন দা বাংলাদেশ থেকে লিখছি । ঐ ইতর পুলিশের দূর্ব্যাবহারের জন্য বাংলাদেশি হিসেবে আমি অত্যন্ত লজ্জিত । এদের থেকে সাবধানে থাকবেন দাদা । আপনার ভ্রমণ ভালো হোক । আমি বগুড়ায় থাকি । বগুড়ায় আপনার দাওয়াত থাকল । বিগত ঈদের এবং অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা থাকল ভাই । ঈদ মোবারক শুভ নববর্ষ ।
আমি আপনার ভিডিও দেখি। সব দেশেই ভালো মন্দ মানুষ থাকে। খারাপ পুলিশের কথা শুনে মন খারাপ করবেন না। ভালো মানুষও আছে আমাদের দেশে। সব শেষে ঈদ মোবারক ও পহেলা বৈশাখের শুভেচ্ছা।
সরি, ভাই আপনার সাথে এমন ব্যবহার জন্য আমি বাংলাদেশি হিসেবে ক্ষমা চাচ্ছি,কিছু অসাধু ব্যাক্তির জন্য আমাদের দেশের মানহানি হয়।আপনার জন্য ভালবাসা।বাংলাদেশ ভাল ভাবে ভ্রমণ করবেন শুভকামনা রইল।আমাদের বাড়ি নারায়ণগঞ্জ ঘুরে যাবপন প্লিজ
পুলিশ আমাদের সাথেও খারাপ ব্যবহার করে। আপনার অবশ্যই ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো উচিত ছিল। যাই হোক, বাংলাদেশি হিসেবে এমন ব্যবহারে লজ্জিত। আর হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় সমস্যা বা বিপদে পড়লে 999 নাম্বারে কল দিয়ে সমস্যা ও লোকেশন বলবেন। আশা করি খুব দ্রুত প্রতিকার পাবেন। এটা পুলিশ কনট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ হয়। এমনকি পুলিশও যদি বাজে ব্যবহার করে, আপনি সেটা অভিযোগ করবেন এই নাম্বারে।
ইমিগ্রেশনে জানিয়ে লাভ নাই ভাই,, আমার সাথে বেনাপোল বর্ডারে এমন হয়েছিলো, ইমিগ্রেশন অফিসারকে জানানোর পরও তাদের পক্ষেই সাফাই দিলো কারন ঘুষের একটা বড় অংশের দাবিদার সে।😡😡😡😡😡😡😡
ভাইজান, আমি একটা গল্প শেয়ার করি, আমি বাংলাদেশি, তো মায়ের চিকিৎসা শেষে ফেরার পথে ইমিগ্রেশনে সব প্রসিডিউর কমপ্লিট করে বের হয়ে আসার শেষে একজন ভারতীয় অফিসার আমাদের পাসপোর্ট দেখতে চাইলেন, দিলাম তিনি জিজ্ঞাসা করলেন ভারতীয় রুপি আছে নাকি সাথে? কিছু ছিলো সেগুলো উনি চেক করে বের করলেন তারপর ওখান থেকে বেশকিছু এমাউন্ট রেখে দিয়ে বাকিটুকু ফেরত দিয়ে দিলেন। সেইম কাজ উনি সবার সাথেই করছেন। রুপি নিয়ে বললেন কোন কোথা না বলে বের হয়ে যেতে, কোন উপায় না দেখে বের হয়ে গেলাম। এরকম ডাকাতি দুইপাশেই হচ্ছে। আমাদের এসব নিয়ে কথা বলা প্রয়োজন। যাইহোক ওই পুলিশের বাজে ব্যবহার এর জন্য বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত।
বাংলাদেশের পুলিশ আপনার সাথে খারাপ ব্যাবহার করেছে তার জন্য আমার খুবই দুখ্যিত আমি গতকাল ১২-০৪-২৪ পেট্রাপোল হয়ে বেনাপোল বাংলাদেশ ঢুকেছি আমার সাথেও ভারতের ইমিগ্রেশন অফিসার তুইতোকারি করেছে যেটা আমার ও ভালো লাগেনি আমার মনে হয় তারা আমাদের খুবই নগন্য ভাবেন আমরা ভারত যাই বলে😢😢😢😢😢😢😢😢😢😢
অসভ্য লোকজন কিছু থাকে। তুই তোকারি করার কথা নয়।কমপ্লেন করার অনেক জায়গা আছে।সিরিয়াস একশন হবে,কারন এরা সবাই ভারত সরকারের কর্মচারী, পশ্চিমবঙ্গ সরকারের নয়
বাংলাদেশী মানুষরাও পুলিশদের উপর খুশি না। দাদা আপনি ঐ সময় ভিডিও করলে নেটে ছেড়ে দেন,আসা করি আপনি বিচার পাবেন।অতিথিদের সাথে কেমন আচারন করা উচিত ওদের জানা দরকার।
ভাইজান বাংলাদেশ, ভারত পুলিশের চরিত্র একই রকম। দুর্গাপূজার সময় আপনি ভারতে বর্ডার পাওয়ার হবার সাথে সাথে ওখানকার প্রশাসন, পুলিশ, সংগঠন দুর্গাপূজা র জন্য আপনার প্রতি অত্যাচার করে এবং আপনি টাকা দিতে বাধ্য।
কিছু দিন আগে আমার সাথেও এরকম হয়েছিল ভারতে, পুলিশ আমার কাছে ৫০০ রুপি বকশিস চেয়েছিল ভারতের পুলিশ, তারপর আমাকে হুমকি দিতেছিল তারপরেও আমি দেই নেই, তারপর আমি বাংলাদেশে শুনে গাড়ি ওয়ালাও আমার কাছ থেকে অনেক বেশি ভাড়া চাইছি, ভারতের কিছু কিছু গাড়ি ওয়ালা ও পুলিশ এত খারাপ আগে যানতাম না।
দাদা বাংলাদেশে ট্যুর দেবেন অনেক সাবধানে থাকবেন। এই দেশের পুলিশ মোটেও সুবিধার নয়। ওরা খুবই খারাপ। ওদের বিরুদ্ধে সরকার ও কোন ব্যবস্থা নেয় না। সাবধানে থাকবেন দোয়া করি
ছোট ভাই আপনাকে বাংলাদেশে সুস্বাগতম । আপনার পরিবার এর সকলে ভালো আছেতো ? তাদেরকে জনাই অনেক অনেক শুভেচ্ছা ঈদ এবং ১লা বৈশাখ উদযাপন করার জন্য বাংলাদেশে এসেছেন এ জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি । এবার নারায়ণগঞ্জ আসবেন আশা করি ।
দাদা, আমার অভিজ্ঞতা তো ভিন্ন। গতবার আসার সময় ইন্ডিয়ান সাইডে অনেক হ্যারাসড হয়েছি। ৬০০ টাকা ঘুষ দিয়ে পার পেয়েছি। কিন্তু বাংলাদেশ সাইডে কাস্টমস এর একজন কন্সটেবল চা খাওয়ার টাকা চেয়েছিলেন ৫০ টাকা দিয়েছিলাম, অনেক খুশি। যাহোক, বাংলাদেশের পুলিশ কুত্তারবাচ্চাটারে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। আপনি যদি তার ছবি তুলে থাকেন, আমায় দিন, ব্যবস্থা নিব। আমার অনেক এসপি বন্ধু আছে। ওরে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার।
ভাইজান বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি কথাবার্তা একই রকম। দুর্গাপূজার সময় বাংলাদেশ হতে যেসব রোগী, ছাত্র, পর্যটক ভারতে যায়। বর্ডার পার হলেই সেখানে অনেক সংগঠন, প্রশাসন সবাই দুর্গাপূজা উপলক্ষে চাঁদা দাবি করে এবং বাংলাদেশীরা দিতে বাধ্য হয়। আমি রাজস্থান, দিল্লি, জয়পুর, আজমীর শরীফ গিয়েছি সব জায়গায় চিটার বাটপারে ভর্তি বাংলাদেশি শুনলেই তারা ঝাঁপিয়ে পড়ে।
ভিডিও দেখার আগেই দাদা আমরা সবাই প্রয়োজনে ক্ষমা চাচ্ছি তোমার কাছে। ওদের প্রতি আমরাও খুশি না দাদা। তুমি আর আমাদের মধ্যে কোনো বিভেদ নেই দাদা, সবার সাথেই ওরা এমন করে। তুমি ভাববে না যে তুমি ভারতীয় বলে তোমার সাথে এমন আচরন করেছে। ওদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে। তোমার কাছে ভিডিও থাকলে আপলোড দিয়ে প্রতিবাদ করো দাদা❤❤
আমিও প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে ভারতে যাতায়াত করি আমারও এরকম অনেক তিক্ত অভিজ্ঞতা আছে বিশেষ করে ভারতীয় ইমিগ্রেশন ভারতীয় কাজ ভারতীয় অটোওয়ালা ভারতীয় কুলি মজুর ভারতীয় মানি এক্সচেঞ্জের মানুষ থেকে শুরু করে আরও নানান ধরনের মানুষযারা বাংলাদেশী টুরিস্টদের জন্য মুখিয়ে থাকে তারপরও তারা বাংলাদেশীদের সাথে নানান রকম ভাবে খারাপ ব্যবহার করে lআসলে আমরা এটাকে অনেকটা মেনে নিয়েছি যে চামারদের কাছ থেকে ভালো কোন ব্যবহার আশা করা যায় না lওয়েস্ট বেঙ্গলে যে বিশাল একটা অংশ চামার বসবাস করে তা আমরা জানি আর আপনি বাংলাদেশে এসে এইটুকুতেই মন খারাপ করলেন lআরে সামনে অনেক কিছু আপনাকে দেখতে হবে ,সহ্য করতে হবে ,আস্তে আস্তে অভ্যাস করুন আর মানিয়ে নেয়ার চেষ্টা করুন lএখানে অনেকে অনেক মন্তব্য দিয়েছে তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছে lঠিক আছে সহানুভূতি প্রকাশ করতেই পারেনl তবে তাদের কথাবার্তায় মনে হয় যে তারা বোধ হয় ভারতীয় দালাল l
ভাই মনে কিছু নিবেন না ভারতে তিনবার গিয়েছিলাম তার মাঝে ৩ বার আমার সাথে এইরকম ঘটনা ঘটেছে। মানে কাস্টমস অফিসাররা পাশে ডেকে নিয়ে ৩০০-৫০০ টাকা ঘুষ নিয়েছে আমার কাছে থেকে পরে শুনি এটা একটা সিষ্টেম ও সাধারন ব্যপার টাকা ইনকামের জন্য কাস্টমস অফিসারদের।
Dada Ami India Theke Bolci Travel tax R Port Tax Agulo Ki Bangladesh Theke Ferar Somay Katte Hoy Na Bangladesh Jaoyar Jonno Kalte Hoy? Travel tax R Port Tax Dutoi Na Katle Ki Immigration Pass Hobe Na ? Plz Reply
দাদা তোমাকে একটা কথা বলছি শোনো আগলি বার যখন বাংলাদেশ ঘুরার জন্য আসবে তখন সিলেট থেকে ঘুরে এসে একটু। ওই খানে ঘুরার অনেক জায়গা আছে তোমার যদি বন্ধু থাকে ওই জায়গায় তাহলে উনাদেরকে বলবেন তোমাকে একটু সিলেট ঘুরিয়ে দেখানোর জন্য।
পুলিশ এর বাজে ব্যবহারের জন্য একজন বাংলাদেশী হিসেবে আপনার কাছে ক্ষমা চাইছি। কিছু খারাপ মানুষ তো দাদা সব জায়গায় আছে। যাক আপনি ব্যাপারটা ভুলে যান। ঢাকা কে আরো explore করুন। ভালো থাকুন।
খুব খারাপ এগুলো এই কিছু পুলিশের জন্য দুই দেশের অপমান হয় আপনার উচিত ছিল উক্ত ঊর্ধ কতৃপক্ষের কাছে অভিযোগ জানানো সঙ্গে সঙ্গে না পারলেও পরে কল করে বা মেইল করে উপযুক্ত কতৃপক্ষের কাছে অভিযোগ করবেন
Crows are black everywhere. This is not question of Bangladesh or West Bengal. This is culture. We Bengali need self introspection and self improvement.
Apni bhul korechhen... Er phole onnyo tourist der satheo ei byabohar korbe tara ... Khub jor protest kora uchit chhilo... Ar aboshyo ei video kore rakha uchit chhilo...
গত 27.02.2024.তারিখে ঢাকা বিমানবন্দরে বাংলাদেশের পুলিশ আমাকে অনর্থক আটকে দিয়েছিল একটা ছুতো করে। আমি ভারতীয় নাগরিক ভারতীয় পাসপোর্ট নিয়ে ঢাকা থেকে কোলকাতা ফিরছিলাম।
চন্দন দা বাংলাদেশ থেকে লিখছি । ঐ ইতর পুলিশের দূর্ব্যাবহারের জন্য বাংলাদেশি হিসেবে আমি অত্যন্ত লজ্জিত । এদের থেকে সাবধানে থাকবেন দাদা । আপনার ভ্রমণ ভালো হোক । আমি বগুড়ায় থাকি । বগুড়ায় আপনার দাওয়াত থাকল । বিগত ঈদের এবং অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা থাকল ভাই । ঈদ মোবারক শুভ নববর্ষ ।
ওনার জন্য উনিই দায়ী। আপনাদের প্রতি বা অন্যান্য পুলিশের প্রতি কোন ক্ষোভ নেই।
@@hellochandanDada,bangladesh er police taka chara kiso boje na.
আমি আপনার ভিডিও দেখি। সব দেশেই ভালো মন্দ মানুষ থাকে। খারাপ পুলিশের কথা শুনে মন খারাপ করবেন না। ভালো মানুষও আছে আমাদের দেশে। সব শেষে ঈদ মোবারক ও পহেলা বৈশাখের শুভেচ্ছা।
সরি, ভাই আপনার সাথে এমন ব্যবহার জন্য আমি বাংলাদেশি হিসেবে ক্ষমা চাচ্ছি,কিছু অসাধু ব্যাক্তির জন্য আমাদের দেশের মানহানি হয়।আপনার জন্য ভালবাসা।বাংলাদেশ ভাল ভাবে ভ্রমণ করবেন শুভকামনা রইল।আমাদের বাড়ি নারায়ণগঞ্জ ঘুরে যাবপন প্লিজ
কিছু না বুঝেই ক্ষমা চেয়ে বসেন কেন?
বাঙালি হিসাবে আমি লজ্জিত দাদা। আপনার ব্যাপারটা কুষ্টিয়ার পুলিশ অফিসার কে জানাবেন,আশা করি বিচার হবে।
পুলিশ আমাদের সাথেও খারাপ ব্যবহার করে। আপনার অবশ্যই ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো উচিত ছিল। যাই হোক, বাংলাদেশি হিসেবে এমন ব্যবহারে লজ্জিত। আর হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় সমস্যা বা বিপদে পড়লে 999 নাম্বারে কল দিয়ে সমস্যা ও লোকেশন বলবেন। আশা করি খুব দ্রুত প্রতিকার পাবেন। এটা পুলিশ কনট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ হয়। এমনকি পুলিশও যদি বাজে ব্যবহার করে, আপনি সেটা অভিযোগ করবেন এই নাম্বারে।
ইমিগ্রেশনে জানিয়ে লাভ নাই ভাই,, আমার সাথে বেনাপোল বর্ডারে এমন হয়েছিলো, ইমিগ্রেশন অফিসারকে জানানোর পরও তাদের পক্ষেই সাফাই দিলো কারন ঘুষের একটা বড় অংশের দাবিদার সে।😡😡😡😡😡😡😡
পরেরবার আসলে ক্যামেরা অন করে আসবো৷ প্রমান থাকলে লড়াই করতে সুবিধা হয়।
ভাইজান, আমি একটা গল্প শেয়ার করি, আমি বাংলাদেশি, তো মায়ের চিকিৎসা শেষে ফেরার পথে ইমিগ্রেশনে সব প্রসিডিউর কমপ্লিট করে বের হয়ে আসার শেষে একজন ভারতীয় অফিসার আমাদের পাসপোর্ট দেখতে চাইলেন, দিলাম তিনি জিজ্ঞাসা করলেন ভারতীয় রুপি আছে নাকি সাথে? কিছু ছিলো সেগুলো উনি চেক করে বের করলেন তারপর ওখান থেকে বেশকিছু এমাউন্ট রেখে দিয়ে বাকিটুকু ফেরত দিয়ে দিলেন। সেইম কাজ উনি সবার সাথেই করছেন। রুপি নিয়ে বললেন কোন কোথা না বলে বের হয়ে যেতে, কোন উপায় না দেখে বের হয়ে গেলাম। এরকম ডাকাতি দুইপাশেই হচ্ছে। আমাদের এসব নিয়ে কথা বলা প্রয়োজন। যাইহোক ওই পুলিশের বাজে ব্যবহার এর জন্য বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত।
বাংলাদেশের পুলিশ আপনার সাথে খারাপ ব্যাবহার করেছে তার জন্য আমার খুবই দুখ্যিত
আমি গতকাল ১২-০৪-২৪ পেট্রাপোল হয়ে বেনাপোল বাংলাদেশ ঢুকেছি আমার সাথেও ভারতের ইমিগ্রেশন অফিসার তুইতোকারি করেছে যেটা আমার ও ভালো লাগেনি আমার মনে হয় তারা আমাদের খুবই নগন্য ভাবেন আমরা ভারত যাই বলে😢😢😢😢😢😢😢😢😢😢
সাথে সাথে একটা মিথ্যা গালগল্প😂😂
তুই মনে হয় এসব গালগল্প করছ
অসভ্য লোকজন কিছু থাকে। তুই তোকারি করার কথা নয়।কমপ্লেন করার অনেক জায়গা আছে।সিরিয়াস একশন হবে,কারন এরা সবাই ভারত সরকারের কর্মচারী, পশ্চিমবঙ্গ সরকারের নয়
বাংলাদেশী মানুষরাও পুলিশদের উপর খুশি না। দাদা আপনি ঐ সময় ভিডিও করলে নেটে ছেড়ে দেন,আসা করি আপনি বিচার পাবেন।অতিথিদের সাথে কেমন আচারন করা উচিত ওদের জানা দরকার।
অতিথি সাথে বাজে ব্যবহার পুলিশের বিচার দাবি করছি।ভাইয়া এই পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করুন
বিচার অবশ্যই পাবেন
@@farhadsabbir7273Ami to gelm Tara to khub Valo r Bangladesh immigrants theke ghus deya lagse na hole Tara passport atkey raksilo
বাংলাদেশের কি পোদ মারাতে গেছো ভারতে এত বড় জায়গা কোন দেশ খুঁজে পেল না
আমি লজ্জিত
ভাইজান বাংলাদেশ, ভারত পুলিশের চরিত্র একই রকম। দুর্গাপূজার সময় আপনি ভারতে বর্ডার পাওয়ার হবার সাথে সাথে ওখানকার প্রশাসন, পুলিশ, সংগঠন দুর্গাপূজা র জন্য আপনার প্রতি অত্যাচার করে এবং আপনি টাকা দিতে বাধ্য।
কিছু দিন আগে আমার সাথেও এরকম হয়েছিল ভারতে, পুলিশ আমার কাছে ৫০০ রুপি বকশিস চেয়েছিল ভারতের পুলিশ, তারপর আমাকে হুমকি দিতেছিল তারপরেও আমি দেই নেই, তারপর আমি বাংলাদেশে শুনে গাড়ি ওয়ালাও আমার কাছ থেকে অনেক বেশি ভাড়া চাইছি, ভারতের কিছু কিছু গাড়ি ওয়ালা ও পুলিশ এত খারাপ আগে যানতাম না।
দাদা বাংলাদেশে ট্যুর দেবেন অনেক সাবধানে থাকবেন। এই দেশের পুলিশ মোটেও সুবিধার নয়। ওরা খুবই খারাপ। ওদের বিরুদ্ধে সরকার ও কোন ব্যবস্থা নেয় না। সাবধানে থাকবেন দোয়া করি
ছোট ভাই আপনাকে বাংলাদেশে সুস্বাগতম । আপনার পরিবার এর সকলে ভালো আছেতো ? তাদেরকে জনাই অনেক অনেক শুভেচ্ছা ঈদ এবং ১লা বৈশাখ উদযাপন করার জন্য বাংলাদেশে এসেছেন এ জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি । এবার নারায়ণগঞ্জ আসবেন আশা করি ।
ধন্যবাদ দাদা। সবাই ভালো আছেন বাড়ির। দাদা চেষ্টা করবো যাওয়ার। আপিনার সঙ্গে দেখা করার
@@hellochandanভাই পুলিশ এরা মাল খাই। এই জন্য মানুষ কে মানুষ মনে করে না। আমরা আপনাকে বীরপুরুষ মানি❤
যেমনটি দাদা অনেক সময় তোমাদের ইন্ডিয়ান কাস্টমস কে ঘুষ না দিলে আমরাও এমন গালাগাল শুনি।
বাংলাদেশ একটা কথা আছে।
মাছের রাজা ইলিশ,
আর দেশের রাজা পুলিশ।
ভালোই করেছেন পুলিশের সাথে ঝগড়াঝাটি না করে। বাকিটুকু আপনি বুঝে নেবেন।
Police DER oneke ghushkor bole Bangladeshi ra
ওদের আক্কেলের পরিবর্তন হবে না। কিছু অসাধু পুলিশের জন্য সকল পুলিশের বদনাম হয়।
আমরাও আজ দেশে আসলাম❤
ব্যাপার না, দাদা।প্রশাসনের ৪০-৫০% তোমাদের দেশেরই।
দাদা, আমার অভিজ্ঞতা তো ভিন্ন। গতবার আসার সময় ইন্ডিয়ান সাইডে অনেক হ্যারাসড হয়েছি। ৬০০ টাকা ঘুষ দিয়ে পার পেয়েছি। কিন্তু বাংলাদেশ সাইডে কাস্টমস এর একজন কন্সটেবল চা খাওয়ার টাকা চেয়েছিলেন ৫০ টাকা দিয়েছিলাম, অনেক খুশি। যাহোক, বাংলাদেশের পুলিশ কুত্তারবাচ্চাটারে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। আপনি যদি তার ছবি তুলে থাকেন, আমায় দিন, ব্যবস্থা নিব। আমার অনেক এসপি বন্ধু আছে। ওরে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার।
দাদা এমন আচরণের জন্য দু:খিত।
South Korea থেকে দেখলাম খুবই দুঃখজনক
কুষ্টিয়া আইছেন কুমারখালী আসেন
কিছু বলা উচিত ছিল। ঐ পুলিশের বিরুদ্ধে আইনি বাবসথা নেয়ার জন্য দরখাস্ত করুন।
দাদা বলতে পারতাম, কিন্তু অনেককিছু ভেবেই করি নি আর আমি একটু দুর্বলও ছিলাম
@@hellochandan বাংলাদেশের সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়ে পোস্ট দাও
ভাই আমাদের নোয়াখালী জেলায় আসুন😢
বাংলাদেশী হিসেবে আমি লজ্জিত. আপনি ক্ষমা করবেন আমাদের
প্লিজ অথরিটির কাছে রিপোর্ট করেন
না হলে তারা সেটা করতেই থাকবে
Thanks dada vai, we'll come to Bangladesh. Your speeches are so sweet and unparallel.
❤️ ধন্যবাদ
আমি নিয়মিত আপনার ভিডিও দেখি 🇧🇩🇧🇩
ধন্যবাদ, শুভ নববর্ষ দাদা
As a Bangladeshi myself,I am ashamed of the incident the two police created with this gentleman of India.
ঈদ ও পহেলা বৈশাখ কাছাকাছি সময়ে হওয়ায় এবার বৈশাখের অনুষ্ঠানটা ততটা জমজমাট হয় নাই। আগামী বছর আরো জাঁকজমকপূর্ণ হবে।
আমরা ভারতে গেলে বর্ডারে অনেক হ্যারেজমেন্টের স্বীকার হই।
সব জায়গাতে কিছু সমস্যা আছে
ভাইজান বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি কথাবার্তা একই রকম। দুর্গাপূজার সময় বাংলাদেশ হতে যেসব রোগী, ছাত্র, পর্যটক ভারতে যায়। বর্ডার পার হলেই সেখানে অনেক সংগঠন, প্রশাসন সবাই দুর্গাপূজা উপলক্ষে চাঁদা দাবি করে এবং বাংলাদেশীরা দিতে বাধ্য হয়। আমি রাজস্থান, দিল্লি, জয়পুর, আজমীর শরীফ গিয়েছি সব জায়গায় চিটার বাটপারে ভর্তি বাংলাদেশি শুনলেই তারা ঝাঁপিয়ে পড়ে।
Love from Bangladesh
ঠিক বলেছো দাদা লোকাল ট্রেনের লোকাল যাত্রীদের কথা খুব কষ্ট দায়ক যেটা মুখ বুজে চুপচাপ সহ্য করতে হয়
🥺🥺
ভিডিও দেখার আগেই দাদা আমরা সবাই প্রয়োজনে ক্ষমা চাচ্ছি তোমার কাছে। ওদের প্রতি আমরাও খুশি না দাদা। তুমি আর আমাদের মধ্যে কোনো বিভেদ নেই দাদা, সবার সাথেই ওরা এমন করে। তুমি ভাববে না যে তুমি ভারতীয় বলে তোমার সাথে এমন আচরন করেছে। ওদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে। তোমার কাছে ভিডিও থাকলে আপলোড দিয়ে প্রতিবাদ করো দাদা❤❤
ভাই বাংলাদেশের পুলিশ আর ভারতীয় মানুষের ব্যাবহার এক রকম।
দাদা বাংলাদেশের রাঙামাটি জেলা ভ্রমন পর্ব দেখানো জন্য অনুরোধ করছি।
ভাই সব মানুষ তো এক সমান না,,মনে কিছু নিবেন না, 🇧🇩😥
আমিও প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে ভারতে যাতায়াত করি আমারও এরকম অনেক তিক্ত অভিজ্ঞতা আছে বিশেষ করে ভারতীয় ইমিগ্রেশন ভারতীয় কাজ ভারতীয় অটোওয়ালা ভারতীয় কুলি মজুর ভারতীয় মানি এক্সচেঞ্জের মানুষ থেকে শুরু করে আরও নানান ধরনের মানুষযারা বাংলাদেশী টুরিস্টদের জন্য মুখিয়ে থাকে তারপরও তারা বাংলাদেশীদের সাথে নানান রকম ভাবে খারাপ ব্যবহার করে lআসলে আমরা এটাকে অনেকটা মেনে নিয়েছি যে চামারদের কাছ থেকে ভালো কোন ব্যবহার আশা করা যায় না lওয়েস্ট বেঙ্গলে যে বিশাল একটা অংশ চামার বসবাস করে তা আমরা জানি আর আপনি বাংলাদেশে এসে এইটুকুতেই মন খারাপ করলেন lআরে সামনে অনেক কিছু আপনাকে দেখতে হবে ,সহ্য করতে হবে ,আস্তে আস্তে অভ্যাস করুন আর মানিয়ে নেয়ার চেষ্টা করুন lএখানে অনেকে অনেক মন্তব্য দিয়েছে তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছে lঠিক আছে সহানুভূতি প্রকাশ করতেই পারেনl তবে তাদের কথাবার্তায় মনে হয় যে তারা বোধ হয় ভারতীয় দালাল l
God bless you
ভাই মনে কিছু নিবেন না ভারতে তিনবার গিয়েছিলাম তার মাঝে ৩ বার আমার সাথে এইরকম ঘটনা ঘটেছে। মানে কাস্টমস অফিসাররা পাশে ডেকে নিয়ে ৩০০-৫০০ টাকা ঘুষ নিয়েছে আমার কাছে থেকে পরে শুনি এটা একটা সিষ্টেম ও সাধারন ব্যপার টাকা ইনকামের জন্য কাস্টমস অফিসারদের।
Pous Sonkranti utsab tao dekhio
অবশ্যই
আমার বাসা কালীগঞ্জ। এতো কাছের থেকে ঘুরে গেলেন।
আগে জানলে দেখা করতাম দাদা ❤️
তাদের কথায় কান দিবেন না আমরা পাশে আছি
@SDB12319 বলব না। আমি ভারতের ফ্যান
ভাই বাংলাদেশ এবং আমার পক্ষ থেকে ভালোবাসা নিবেন আমরা আছি আপনাদের পাশে ভাই ❤️
দাদা মন খারাপ করোনা সব মানুষ এক রকম হয়না
Ei jonnoi Bangladeshe kono police mara gele shadharon manush onek khushi hoy.
Right
Dada Ami India Theke Bolci Travel tax R Port Tax Agulo Ki Bangladesh Theke Ferar Somay Katte Hoy Na Bangladesh Jaoyar Jonno Kalte Hoy? Travel tax R Port Tax Dutoi Na Katle Ki Immigration Pass Hobe Na ? Plz Reply
মাছে ভাতে বাঙ্গালী
Welcome to bangladesh
দাদা আমি একজন আইনজীবী ওই পুলিশের কোন ডিটেইলস থাকলে দেন, ওনার নামে মামলা করব। আপনার কাছে ইনডারক্টলি পুলিশ ঘুষ চেয়েছে
দাদা কুমিল্লায় দাওয়াত রইল আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাব কুমিল্লার সব ইতিহাশ
Dada apnake Eid Mubarak
ধন্যবাদ। শুভ নববর্ষ ❤️
দাদা ছালিয়ে যান পাশে আছি
শুভ নববর্ষ ❤️
@@hellochandanদাদা আপনাকে শুভ নববর্ষ
চালিয়ে
Dada mind it they .r not west Bengal Police, they r joy .Bangla Police, They have more 2 learn from foreigner, tourist , traveler, visitors.
সবসময় আপনার ভিডিও দেখি
পুলিশের হয় আমারা বাংলাদেশি ক্ষমা চাইছি
দুঃখিত খারাপ ব্যবহারের জন্য 😭 আমি ক্ষ্মা চাচ্ছি এমন হবার জন্য
আমার বাংলাদেশের পুলিশ খুবই খারাপ 😢
বাংলাদেশের আপামর জনতা আতীয়তা পরায়ন। আপনার প্রতি ভালোবাসা ❤
আমি কুষ্টিয়া থেকে
দাদা আমি কুষ্টিয়া আড়ুয়াপাড়াতে থাকি। তুমি বর্তমানে কোথায় আছো।
ঐ পুলিশের নাম ও ছবি দেন ওর বিরুদ্ধে ব্যবস্থা নিব।
কোন অ্যাপ দিয়ে থাম্বেল বানান
অনেক অ্যাপ মিলিয়ে দাদা
বগুড়া চায়ের দাওয়াত
ভাই বাংলাদেশে এশে শোনার জন্য সরি
দাদা তোমাকে একটা কথা বলছি শোনো আগলি বার যখন বাংলাদেশ ঘুরার জন্য আসবে তখন সিলেট থেকে ঘুরে এসে একটু। ওই খানে ঘুরার অনেক জায়গা আছে তোমার যদি বন্ধু থাকে ওই জায়গায় তাহলে উনাদেরকে বলবেন তোমাকে একটু সিলেট ঘুরিয়ে দেখানোর জন্য।
First ❤
❤️
দাদা এইসালার অদের বাবদার জমিদারী৷ আছেতো তাই
এপার ওপার দুই পারের পুলিশ খারাপ ব্যাবহার করে 😢 আমার থেকে ইন্ডিয়ার পুলিশ ৫০০ টাকা নিয়েছে অযথা। আসলে এগুলো ঠিক।
❤❤❤❤
❤️
পুলিশ এর বাজে ব্যবহারের জন্য একজন বাংলাদেশী হিসেবে আপনার কাছে ক্ষমা চাইছি। কিছু খারাপ মানুষ তো দাদা সব জায়গায় আছে। যাক আপনি ব্যাপারটা ভুলে যান। ঢাকা কে আরো explore করুন। ভালো থাকুন।
দুঃখজনক,,,,,
Dada apni Bangladesh er Sylhet er elakathe ekta tour koren
Giyechilam Sylhet e... Video ache channel e... Dekhben somoy kore ❤️
Sir bai 😢
AMADER BANGLADESH E JABAR DARKAR NEI ... A RE BHAI APNI E JAN
যেমন ঝাঁড় , বাঁশ তো তেমনই হবে ।
You should have taken pictures of those corrupted Police, and complained against them
This is bangladeshi mazhabi culture
Sm incident hpnd wth me in 2018 in dhaka cant
ভাই রাজশাহী আসলে আমি আপনার সাথে দেখা করবো
ইন্ডিয়ান কাস্টমসে আমাকে চেকিং এর সময় ইন্ডিয়ান পুলিশ গালি দিয়েছিল হিন্দিতে।।কিন্তু কিছু বলি নাই।।
খুব খারাপ এগুলো
এই কিছু পুলিশের জন্য দুই দেশের অপমান হয়
আপনার উচিত ছিল উক্ত ঊর্ধ কতৃপক্ষের কাছে অভিযোগ জানানো
সঙ্গে সঙ্গে না পারলেও পরে কল করে বা মেইল করে উপযুক্ত কতৃপক্ষের কাছে অভিযোগ করবেন
সিরাজগঞ্জ তো আসলেন না
দাদা সময় হয়ে উঠছে না। তবে যাবো তাড়াতাড়ি ❤️
পাবনা আসেন ভাই
কিছু মানুষের জন্য বাংলাদেশের বদনাম হয়
দাদা বরিশাল বরগুনা আসেন।
সময় হলে অবশ্যই যাবো
come Gagipor
অবশ্যই দাদা ❤️
Ai jooni bangaldesher police morla sobai allhamudullah bole
Crows are black everywhere.
This is not question of Bangladesh
or West Bengal. This is culture.
We Bengali need self introspection and self improvement.
এখন বাংলাদেশের পুলিশ দেখলেই সালাম দিব একটা উচিত শিক্ষা হয়েছে
দাদা মাদারীপুর নিমন্ত্রণ রইলো
যাবো দাদা।
Apni bhul korechhen... Er phole onnyo tourist der satheo ei byabohar korbe tara ... Khub jor protest kora uchit chhilo... Ar aboshyo ei video kore rakha uchit chhilo...
बंग्लादेश का पुलिस बेचारा क्या करेगा, संक्युख्त राष्ट्र का दबाओ है 🇧🇩।। जय श्री राम 🚩🛕🚩 भारत सनातन।।
Hello! Brother, I am extremely sorry for the misbehave with you!
আমি কিছুই মনে করি নি, বাংলাদেশ বা অন্যান্য পুলিশের উপরে ক্ষোভ নেই। ওনার আচরণ ভুলতে পারবো না। আপনাদের প্রতি অনেক ভালোবাসা ❤️
ভাই ঢাকা,আসলে জানাবেন দেখা করবো💓🫡
আচ্ছা ঠিক আছে
ঢাকাতেই আছি দাদা।
ঢাকা কোথায়🥰
ভাই আপনি ভারতীয় দূতাবাসে অভিযোগ করুন ।
আমি ভারতের ভক্ত, আমি আছি তোমার পক্ষে❤
আমিও একজন ভারত ভক্ত ❤
গত 27.02.2024.তারিখে ঢাকা বিমানবন্দরে বাংলাদেশের পুলিশ আমাকে অনর্থক আটকে দিয়েছিল একটা ছুতো করে। আমি ভারতীয় নাগরিক ভারতীয় পাসপোর্ট নিয়ে ঢাকা থেকে কোলকাতা ফিরছিলাম।
😒😒😒
আহমেদ আলী ময়মনসিংহ বিভাগ কুমিরের চর গ্রাম ধন্যবাদ 🇧🇩🇵🇸🇵🇸🇧🇩🇧🇩🇧🇩🇵🇸🇧🇩🇵🇸🇧🇩🇵🇸🇧🇩🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇧🇩🇵🇸 ফিলিস্তিন জিন্দাবাদ ইনশাআল্লাহ
আপনি বাংলাদেশে একবারে চলে আসেন দাদা
বাংলাদেশের পুলিশ ফুটফুটে সুন্দর
বাংলাদেশী মানুষরাও পুলিশদের উপর খুশি না
বাংলাদেশের পুলিশ এশিয়ার মধ্যে ঘুস নেয়ার জন্য প্রসিদ্ধ
আমি দাদা যোগাযোগ করতে চাই
ঢাকার গুলিস্তান আসলে দেখা করয়েন
বাংলাদেশের সিম নাম্বার টা দিয়েন দেখা করবো