Alapan Bandyopadhyay in conversation with Anindya Jana on the changing trend of Bengali Language

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2021
  • আ-মরি বাংলা ভাষা
    আনন্দবাজার অনলাইনের বিশেষ ফেসবুক লাইভে অনিন্দ্য জানার মুখোমুখি আলাপন বন্দ্যোপাধ্যায়
    #AlapanBandyopadhyay #AmoriBanglaBhasha #AnandabazarPatrika #Anandabazar #ABP #SpecialFacebookLive

Комментарии • 150

  • @nipalsarkar4150
    @nipalsarkar4150 2 года назад +11

    অসাধারণ আলোচনা❤❤। রাজনৈতিক ক্যাচাল ভালো লাগে না । এরকম ভাষা, সাহিত্যিক, সংস্কৃতিক আলোচনা আরো বেশি করার অনুরোধ করলাম।
    ধন্যবাদ 🙏🙏 এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্যে ।

    • @9477143864
      @9477143864 2 года назад +1

      রাজনৈতিক ক্যাচাল আনন্দবাজার করে না ,তারা তাবেদারি করে ! ভাষা,সংস্কৃতি সব কিছু পাড়ায় পাড়ায় খুব ভালো চলছে !!! নাচ গান সব কিছুতে অসভ্যতার সীমা ছাড়াচ্ছে । যিনি রাজনীতিতে মেরুদন্ড দেখাতে পারছেন না ,তাকে বাংলা ভাষার চিন্তক হিসেবে গ্লোরিফাই কেনো করা হচ্ছে ? চাকরি নেই ,থিয়েটার নেই, কবিতা নেই,পড়াশুনো উঠে যাচ্ছে । মুখ্য উপদেষ্টাকে পেয়ে সেই প্রশ্ন করা যাবে না?? বাহ্ । বাংলা ভাষা জ্যান্ত রাখার তাগিদে মাননীয়ার কবিতার বই সম্পর্কে মতামত দিলেও ভালো হয় ! আনন্দবাজার এরকম কেনো বিহেভ করে না জানি না !!

  • @kumareshkcb4076
    @kumareshkcb4076 2 года назад +2

    উপস্থাপক অনিন্দ্য দা
    অসাধারণ কিন্তু উপস্থাপক যত কম কথা বলে অতিথিকে কথা বলার সুযোগ করে দেওয়াটাও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ - আশাকরি অনিন্দ্য দা এই বিষয়টাতে সচেতন থাকবেন - শুভকামনা বাংলাদেশ থেকে 🇧🇩

  • @bmsuklabaidya7807
    @bmsuklabaidya7807 2 года назад +13

    বাঙালীর ছেলে মেয়েদের বাংলা মাধ্যমের বিদ্যালয়ে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো হোক ,,,

    • @sujoybiswas7147
      @sujoybiswas7147 2 года назад +1

      আর সম্ভব না।
      তার একটা বড় কারণ এটি ব্রিটিশ ভারতের রাজধানী।
      ইংলিশ একসেন্ট শিখছে বাচ্চা রা , বাচ্চা কে বাড়িতে ইংলিশ এ কথা বলানো শেখানো হচ্ছে। সেখানে বাংলা কে মাতৃভাষা হিসাবেই বাঁচিয়ে রাখা একটা বড় চ্যালেঞ্জ

    • @carstalkline9350
      @carstalkline9350 2 года назад

      HMM SATYI EI BUDDHITA JODI CPIM AMOLE HOTO

  • @shuvraghosh1990
    @shuvraghosh1990 2 года назад +8

    অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর আলোচনা, শুনে মুগ্ধ হলাম।

  • @kutumaharaj64
    @kutumaharaj64 2 месяца назад

    অনিন্দ্য জানা এবং আলাপন বন্দ্যোপাধ্যায় এর বাংলা ভাষা নিয়ে আলোচনা আমাকে মুগ্ধ এবং সমৃদ্ধ করেছে। এমন আলোচনা আরও শুনতে চাই

  • @kankanlahiri3771
    @kankanlahiri3771 2 года назад +8

    আরো একবার আলাপান বাবু কে নিয়ে এসে আমাদের ঋদ্ধ করুন. একটু আলোচনা করুন উত্তরবঙ্গ এবং , রাঢ় অঞ্চলের ভাষা র প্রভাবের কথা প্রচলিত বাংলা ভাষা তে।

  • @sabbirhossain2759
    @sabbirhossain2759 2 года назад +11

    এই রকম এতো সুন্দর একটা আলোচনার vedio করার জন্য অনেক ধন্যবাদ..... 🙏🏼
    বাঙালির, বাঙালীয়ানা বাঁচিয়ে রাখতে এটা অতি জরুরি 👍🏼

  • @dhrobonil
    @dhrobonil 2 года назад +6

    চমৎকার আলোচনা! উপস্থাপক এবং জনাব আলাপন বন্দ্যোপাধ্যায় দুজনকেই অনেক ধন্যবাদ!

  • @lopamudramazumder6809
    @lopamudramazumder6809 2 года назад +3

    অত্যন্ত সুন্দর প্রচেষ্টা ও উপস্হাপনা

  • @adwitiyamahato1535
    @adwitiyamahato1535 2 года назад +19

    সমস্ত সরকারি অফিসে বাংলা চালু করা উচিৎ ।।

    • @itghosht1317
      @itghosht1317 2 года назад +3

      ধুস শালা

    • @indranilchatterjee5324
      @indranilchatterjee5324 2 года назад +4

      Akdom akdom chalu kora hok

    • @michael_morningstar2689
      @michael_morningstar2689 2 года назад +3

      @@itghosht1317 tui bero bara

    • @itghosht1317
      @itghosht1317 2 года назад +1

      @@michael_morningstar2689 হা হা হা ্‌্‌্‌, এই হচ্ছে খাটি বাংলা ভাষা ্‌্‌,

    • @nipalsarkar4150
      @nipalsarkar4150 2 года назад +3

      একদম বাংলায় বাংলা আবশ্যক করা হোক।

  • @soumyadeepdey3234
    @soumyadeepdey3234 2 года назад

    প্রকৃত মনোজ্ঞ‍্য এবং স্বাদু আলোচনা । সমৃদ্ধ হলাম ।

  • @debamoyghosh
    @debamoyghosh 2 года назад +5

    প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সৌজন্যে বাংলা ভাষায় অযাচিত আরবি শব্দের ব্যবহার নিয়ে আলাপনবাবু কিছু ব্যাখ্যা দিতে চাইছিলেন। কিন্তু 'ইকো' হল। কিছু বোঝা গেলনা। আমি আনন্দবাজারকে অনুরোধ করব যে বিষয়টি অন্য কোনও একটি অনুষ্ঠানে আলাপনবাবুর মাধ্যমে তুলে ধরলে ভাল হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

    • @alien9209
      @alien9209 2 года назад

      Are ha... bangladeshi ra ektu besii I arabic use korche... Islamic influence er jonno

    • @michael_morningstar2689
      @michael_morningstar2689 2 года назад +1

      @@alien9209 idaning Bangladeshi gula hindhi o khub bebohar korchhe

  • @seemadasgupta6715
    @seemadasgupta6715 2 года назад +1

    অপূর্ব বিশ্লেষণ বাংলাভাষার এই জটিল তত্ব নিয়ে। সমৃদ্ধ হলাম।

  • @Sayantan181
    @Sayantan181 2 года назад +2

    বর্তমান সমাজে বাংলা ভাষা আর জীবন জীবিকার ভাষা নেই! এটাই বাস্তব! ওটা কেবল এখন মনোরঞ্জনের ভাষা। কিছু বাঙ্গালী নিজদের elite class প্রতিপন্ন করতে ইংরেজী বলেন। তাছাড়া আজকের প্রতিযোগিতার বাজারে আমরাও চাই আমাদের সন্তানরা ইংরেজীটা আগে শিখুক, তাতে জীবন জীবিকার প্রতিযোগিতায় একটু হলেও এগিয়ে থাকবে।

    • @sujoybiswas7147
      @sujoybiswas7147 2 года назад

      শুনতে কষ্ট হলেও ,মেনে নিতেই হচ্ছে

  • @biplabpatra8734
    @biplabpatra8734 2 года назад +2

    বড়লোক বাঙালি তাদের ছেলেদের সরকারি বিদ্যালয়ে ভর্তি করছে না আলাপন বাবু এবিষয়ে আলোকপাত করতে অনুরোধ করছি

  • @bhaskarjoardar760
    @bhaskarjoardar760 2 года назад

    অত্যন্ত সমৃদ্ধ আলোচনা। বাংলা ভাষায় আলাপন বাবুর অসাধারন জ্ঞান আমাদের শ্রদ্ধা আকর্ষণ করে। আমার ব্যক্তিগত মত হচ্ছে,যেহেতু বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে এসেছে সেই জন্য বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করতে হলে সরাসরি সংস্কৃত তৎসম শব্দের আরো বহুল ব্যবহার করা উচিত। বাংলা ভাষার যে সীমাবদ্ধতা আছে সেটা সংস্কৃত শব্দের বহুল ব্যবহারে কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে হয়। এক্ষেত্রে ইংরেজি শব্দ এখানে ব্যবহার করা যেতে পারে । কিন্তু ইংরেজি ভারতীয় আবহাওয়া ও জলবায়ুর উপর গঠিত ভাষা নয়, যদিও ইংরেজি এবং বাংলা একই ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর ভাষা। সেই ক্ষেত্রে সংস্কৃত ভাষার তৎসম শব্দের সরাসরি বহুল ব্যবহার শুধু বাংলা ভাষাকে আরো আরো সমৃদ্ধ করবে না, বাংলা ভাষার স্মার্টনেস বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করি। এবং ক্রমশ কথ্য ভাষার উপরেও তার প্রভাব পড়বে বলে মনে হয়। এ ব্যাপারে উদাহরণ হিসাবে বলা যেতে পারে হিন্দি ভাষা ক্রমশ সংস্কৃত ভাষার বহুল ব্যবহারে উত্তরোত্তর সমৃদ্ধ হচ্ছে।

  • @shayakguha1793
    @shayakguha1793 2 года назад +16

    বাংলাভাষা কে বাঁচিয়ে রাখতে হবে. যে ভাবে কলকাতায় হিন্দিভাষীর সংখ্যা বাড়ছে, বাংলা ভাষা কে বাঁচিয়ে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে.. আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে বাংলাভাষা কে বাঁচিয়ে রাখা

    • @itghosht1317
      @itghosht1317 2 года назад +4

      কোন কারনে কল্ললিনি তে যাবার সৌভাগ্য হলে যাই । সেখানে গেলে সরকারি কাজে গেলে তো বাংলা বাদ দিয়ে অন্য ভাষা তে কথা বলতে হবেই । বলতে বাধ্য হই । কারন সরকারি বাবুরা সবাই উচ্চ শিক্ষিত । ঠিক আছে । কিন্তু বিড়ম্বনায় পরি যখন দোকানে, হোটেলে, টিকেট কাউন্তারে এমনকি ট্যাক্সি ড্রাইভার ভাই দের সঙ্গে পর্যন্ত হিন্দিতে কথা বলতে হয় । তবে যখন আমি আবার আমার পশ্চিম বাংলায় ফিরে আসি , স্বস্তির নিঃশ্বাস ফেলি , ধন্যবাদ । তবে মহানগর কিন্তু অনেক তিলোত্তমা হয়েছে । আর আমরা হরেক রকম মাসহারা দান দক্ষিণা পেয়ে মহা সন্তুষ্ট

    • @souvikdeb362
      @souvikdeb362 2 года назад

      এই একই জিনিষ একই কথা আসামে বলে অহমিয়া রা যে আসামে বাঙালি বেড়ে যাচ্ছে গুয়াহাটি তে বাঙালি বেড়ে যাচ্ছে তাই অহমীয়া ভাষা বিলুপ্ত হবে তাই বাঙালি সরাও.....

    • @indranilchatterjee5324
      @indranilchatterjee5324 2 года назад +4

      Nijeke mone rakhte hobe j ami amar vasha charbo na j jotoi amader shate hindite kotha bolbe amara totto bangla te kotha bolbo, or baba bangla bolbe

    • @Aditya-te7oo
      @Aditya-te7oo 2 года назад +1

      @@indranilchatterjee5324 ঠিক বলেছেন।

    • @DDUTTA
      @DDUTTA 2 года назад

      @@indranilchatterjee5324 karur sange onno bhashay bolle bhasha bhule jaoa hoi? Keu onno bhashay jodi bole se apnar bhasha nao jante pare ,tar songe je bhasha se bojhena sei bhasha bola sudhu bokamo noi murkhami

  • @MsParsy
    @MsParsy 2 года назад +2

    Hidden Gem Mr Alapan B

  • @souvikmitra6465
    @souvikmitra6465 Год назад

    সমৃদ্ধ হলাম, ধন্যবাদ।এবার জহর সরকার কে চাই।

  • @sreekanchan
    @sreekanchan 2 года назад +2

    ভালো লাগলো, বিষয় নির্বাচন ও আলোচনা। একটা আলোচনা হোক, কলকাতা কি বাংলা ভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে না ? বাংলার রাজধানীতে, কোন দোকানেই আর বাংলা "Sign board" দেখিনা । অনেক সময়ই বাংলায় কথা বললে, দোকানদার বোঝেন না। যারা ভিন্ন ভাষার মানুষ, তাদের কাছে, বাংলা বলার কারণে, এই বাংলায় অপমানিত হতে হয়। যারা বিষয়ের বাইরে গিয়ে বিভিন্ন রকম ব্যক্তিগত আক্রোশ প্রকাশ করছেন , তাদের নিন্দা করছি। আলাপন বাবুর বিরুদ্ধে আমারও অনেক অভিযোগ আছে, কিন্তু তার মেধাকে সন্মান করি। তার বক্তব্য থেকে শিক্ষা পাই।

  • @ishansaha4835
    @ishansaha4835 2 года назад +1

    এই চিন্তাভাবনা গুলোই ভাষাবোধকে বাঁচিয়ে রাখে। ভাষা বেঁচে থাকুক নদীর মত।

  • @ahmedatifabrar7698
    @ahmedatifabrar7698 2 года назад +6

    তবে মজার ব্যাপার হলো, আনান্দাবাজার প্যাট্রিকাকে শিরোনামটাও দিতে হলো ইংরেজি।
    এতে জানেন, খুঁজে পেতে ঝামেলা হয়।

  • @rahulspeaking
    @rahulspeaking 2 года назад

    Wonderful discussion... 👏

  • @tapanroy8282
    @tapanroy8282 2 года назад

    আজ এই আলোচনা শুনে বুঝতে পারছি, আমার কন্যা কাদের ছত্রছায়ায় রয়েছে। ভালো থাকবেন.... 🙏

  • @asitdutta830
    @asitdutta830 Год назад

    সুন্দর আলোচনা

  • @BiswajitGhosh-rl6zx
    @BiswajitGhosh-rl6zx 2 года назад

    Alapan sir satti asadharan ... IAS haor pasapasi bangla vasar prati sradha dekhe dhanya holam

  • @nokohk
    @nokohk 2 года назад +1

    Thank you for this lucid conversation on the Bengali language. What was really nice about Mr Bandopadhyay's disquisition was his 'non-partisan' approach, not much different from a professional linguist's. Any language, as practised ---- whether written, spoken or signed --- needs to be seen as an 'operation', which draws both on a set of institutionalised rules (or 'grammar') if the language in question happens to have a written grammar, and another set of invisible and unwritten, structural rules that make communication possible without any reference to the institutional rules of grammar. It is this second kind of 'grammar' or structural properties of a language that make improvisation possible, that lets a child utter a perfectly sensible sentence which the child might not have heard before or maybe, a phrase never ever used in the known history of the language before.

    • @sanjoypaul3253
      @sanjoypaul3253 Год назад

      এটা বাংলায় লিখলে হোত না?

    • @abdulmoyeen9578
      @abdulmoyeen9578 8 месяцев назад

      Bangla vasha shikhe jodi bikri kora na jay tahole vasha ta tikbe na .

  • @jayantibanerjee8657
    @jayantibanerjee8657 2 года назад +1

    খুব ভালো লাগলো...

  • @skarifulalam2850
    @skarifulalam2850 2 года назад

    Khub Sunder alochona....

  • @indranilchatterjee5324
    @indranilchatterjee5324 2 года назад +5

    বাংলা ❤

  • @snehamoyroy7559
    @snehamoyroy7559 Год назад

    In some districts districts of currently Bangladesh the very word Lage is used in stead of sange or sathe

  • @niladrisengupta430
    @niladrisengupta430 2 года назад +1

    আমিও আলাপন বাবুর কথায় একমত। ছোট ছোট ত্রুটির কচকচানির মধ্যে না গিয়ে সম্পূর্ণ ভাষার গভীরতার প্রতি সচেতন হওয়া আবশ্যক।
    কিছু কিছু ভুল দীর্ঘদিন ধরে চলে আসছে সেটা সত্যিই বেদনাদায়ক।

  • @kaustavchatterjee5489
    @kaustavchatterjee5489 Год назад

    Onek din bade tomake dekhe khub bhalo laaglo Anindo da - shei Narendrapurer Janada ke aaj kemon jeno byoshko laaglo - mone koriye dicche je onek ta poth pariye eshechi amra shobai - Kaushik Ganguly keo jokhon dekhi tokhon O jeno mone hoi ei to shedin O ek shonge Akhanda te chilam

  • @TANMOY-fs9jn
    @TANMOY-fs9jn 2 года назад

    Wonderful discussion

  • @sarojmandal8467
    @sarojmandal8467 2 года назад

    অসাধারণ আলোচনা।

  • @snehamoyroy7559
    @snehamoyroy7559 Год назад

    In some districts of currently Bangladesh the very word Lage is used in stead of Sanģe or sathe

  • @seemadasgupta6715
    @seemadasgupta6715 2 года назад

    বাংলাভাষা সমৃদ্ধ হতে পারতো যদি আমরা সংস্কৃত ভাষা সকলে জানতাম।

  • @manojdatta4852
    @manojdatta4852 Год назад

    Recording problem in audio

  • @satyajitdutta4213
    @satyajitdutta4213 2 года назад +1

    Khub bhalo laglo. Alapon Banerjee ekta shobdo likhe Bolechilen DEBOTTOMIGUROROSHO Eta obidhane pai ni etar mane ki ??

  • @sunilmondal2628
    @sunilmondal2628 2 месяца назад

    Why the term ' sathe' is wrong , whereas sange is right gramatically?

  • @souravmukherjee4635
    @souravmukherjee4635 2 года назад +2

    রামকৃষ্ণ মিশনে পড়ে এক্সট্রা কি বিশাল করা যায় জানার আগ্রহ থাকলো

    • @mainakdas4767
      @mainakdas4767 Год назад +1

      সেরকম কিছুই নয়। অন্য স্কুলে পড়ে অনেকে ভালো হয়েছে। হয়তো মিশনের ছেলেদের থেকেও ভালো হয়েছে। আলাদাটা হল 'বেড়ে ওঠা' টুকু। 'Upbringing' যাকে বলে। সেটা কি ভাষায় বোঝাতে আমি অপারগ। হয়ত দৃষ্টিভঙ্গি, হয়ত রুচিবোধ, হয়ত সেটা separate life choice. আমি এমন অনেক মিশনের প্রাক্তনীকে জানি যারা জীবনে যা অনায়াসে হতে পারত তা না হয়ে অন্য রাস্তায় চলে গেছে স্বেচ্ছায়।

  • @Sayantan181
    @Sayantan181 2 года назад +1

    Sir wbcs e bengali language k compulsory korar babostha korun doya kore...jemonta onno rajjo tader civil service e tader bhasa compulsory kore rekheche..
    Tahole amader rajjer chatro chatri ta chakri pabe..

  • @user-np3rf6dq5d
    @user-np3rf6dq5d 2 года назад +1

    Bah! Ei to suru, Pashchim Banga r Bangladesh er milan er sundor vumika,early steps of breaking india force in West Bengal.
    Pashchim Banga e ekti school e urdu bhasar sikkhak niyog e sorkar gari gari police pathai, student der civil protest e guli chalano hoi, tokhon ei matri bhasar opor dorod kothai ube jai?

  • @amlanmitra9620
    @amlanmitra9620 2 года назад +1

    কি feel good লাগছে।

  • @manabendrapakhira5801
    @manabendrapakhira5801 10 месяцев назад

    ♥️🙏♥️

  • @surajitmondal5221
    @surajitmondal5221 Год назад

    Vison vlo lage Alapan babu k ....R o r o vlo lagto jodi uni bortom sasoker vul gulo k vul bole protiponno korar sahos dekhaten

  • @dontneedtoknow5923
    @dontneedtoknow5923 2 года назад +4

    সর্বকালের সেরা আমলা র প্রতি ❤️

    • @anaranyasen1942
      @anaranyasen1942 2 года назад

      খুব মজা লাগলো সর্বকালের সেরা শুনে / দেখে | কতজন আমলাকে আপনি দেখেছেন ? অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রথীন সেনগুপ্ত, জহর সরকার, তরুণ দত্ত, সমর ঘোষ, আনন্দমোহন চক্রবর্তী, অর্ধেন্দু সেন, প্রসাদরঞ্জন রায়, সঞ্জয় মিত্র এদেরকে দেখেছেন বা কাজ করেছেন ? আনন্দবাজারের ঢাক পেটানো বিশ্বাস না করাই ভালো |

  • @EpangOpangJhapang
    @EpangOpangJhapang 2 года назад

    Aditya Birla was dragged out of his car between GPO and RBI, opposite Writers Building, thrashed, clothes torn, stripped down to his undergarments and made to walk like that to his office at 15 India Exchange Place. With a crowd roaring in laughter and jeering, he went home and took a flight to Bombay, never to return. He took all his money and offices out of Bengal. Today they are one of the top industrial houses in the country.
    So did JK and Thapar, within a month. So did most entrepreneurs, so did most MNCs. Latest example was ousting of Tata Nano car manufacturing plant. Those were ‘Mass Exodus’ of money and employment from the state. Today no Industrial house plans to start any project in the state. That being the dream that the Communists of West Bengal wanted to materialize, and there is no change in the present Trinamool Congress government too.
    Communists in West Bengal started their political anarchic ‘power game’ from ‘Ashok Kumar Nite’ in 1968 and went through ‘Sain Bari killings’ in 1970, ‘Marichjhapi massacre’ in 1979, ‘Bijon Setu massacre’ of 1982 to ‘Bantala gang rape’ of 1990, ‘Nanoor massacre’ of 2000 and ‘Nandigram massacre’ of 2007. They destroyed the work culture and closed down thousands of factories in West Bengal in the name of Trade Union and classless society. Communists made West Bengal a burial ground in 34 years of their rule.
    The TMC rule of the state from 2011 till date has also infected the state with the worse culture of ‘cleansing of political opposition’, ‘Cut Money’, ‘Syndicate’, Para-teachers, Civic Volunteers, ‘Khela-Mela-Utsav’ and migration of lakhs of laborers to other states after the driving out of ‘Tata Nano’ car factory from Singur in 2010-11. Illegal Muslim immigration from Bangladesh was encouraged in 34 years of Communist rule and Islamic terrorism and Islamism have flourished in the state during last 10 years of TMC rule.

  • @meanoz9243
    @meanoz9243 2 года назад +1

    Ek somoye onake shrodha kortam aj choti chete uni somman ta hariyeachen

  • @Destination24PGT
    @Destination24PGT 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayanbanerjee5517
    @ayanbanerjee5517 2 года назад +1

    Onar sobdo chyon sune amr hinse hoi

  • @indranilsanyal1935
    @indranilsanyal1935 2 года назад +2

    আলাপানবাবু, আপনিও মূর্ধণ্য বললেন? এটা তো আসলে মূর্ধন্য ণ।

  • @tapandasgstpractitioner9561
    @tapandasgstpractitioner9561 2 года назад +4

    আজকাল আনন্দবাজার পত্রিকায় জ লেখার সময় একটি র এর ফুটকি ব্যাবহার করতে দেখি। উত্তর টা জানালে খুশী হব।

    • @Aditya-te7oo
      @Aditya-te7oo 2 года назад

      Tapan Das,GST Practitioner ও জয় সরকার আমিতো বলব জ় দিয়ে /z/ ধ্বনি represent করার সাথে সাথে ফ় দিয়ে /f/ ও ভ় দিয়ে /v/ ধ্বনিও represent করতে। উদাহরণস্বরূপ জ়েব্রা, ফ়্যান ও ভ়াইরাস।

  • @Ghttoontube911
    @Ghttoontube911 2 года назад +1

    Matro 190k subscribers er theke food channel gulo besi dekhe loke

  • @ashimbiswas1711
    @ashimbiswas1711 2 года назад +2

    CHATA officer (Alapan).

  • @himumazumdar7713
    @himumazumdar7713 2 года назад +1

    সঙ্গে এবং সাথে শুধু আলাদা শব্দ তাই না , তার তাৎপর্য গত ভাবে অর্থ ও আলাদা,

    • @sauravbasu8805
      @sauravbasu8805 Год назад

      এটা জানা নেই, একটু বুঝিয়ে বলবেন ?

  • @getsandy2007
    @getsandy2007 2 года назад

    Chamatkar alochona. Alapan babu kintu Keshnagar bollen, Krishnanagar noi 😀😀. Bangladesh e ekta shabdo baybohrito hoi, BBC Bangla teo, sahingsota, e abar ki dhoroner shabdo? Baro kane baje. Hegemony er bangla Anandabazar adhiptyabad likhechilo, Alapan ekadhipatta bollen, konta thik? Amar Alapan er tai thik mone hochche.

  • @EpangOpangJhapang
    @EpangOpangJhapang 2 года назад +3

    বাংলা ভাষায় ও সংস্কৃতিতে সুকৌশলে আরবী, উর্দু ঢোকানো চলছে।

    • @mahmudrmanna9715
      @mahmudrmanna9715 2 года назад

      বাবা কাকা ঢাকা ছেড়ে দেন।

  • @AroopKumarDey
    @AroopKumarDey 2 года назад +4

    বঙ্কিম চট্টোপাধ্যায়ের যুগ থেকে বেরিয়ে এসে ডাক্তার বিধান রায়ের যুগে ফিরলে জণগণের মঙ্গল হতো, যেখানে কোনো শিল্প নেই সেখানে কি ভাবে নতুন নতুন শিল্প হতে পারে সেটা নিয়ে আলোচনা করুন, পেটে ভাত না থাকলে সঙ্গে আর সাথে কি দিয়ে চাটবে?

    • @sujoybiswas7147
      @sujoybiswas7147 2 года назад

      শুধুই পেটের ভাত এর কথা মানুষ ভাবলে,
      উদ্বাস্তু হওয়ার দরকার পড়ত কি পূর্ব বঙ্গীয় দের ?

  • @somamukherjee9721
    @somamukherjee9721 2 года назад +1

    We rob the child of his language by teaching him grammar- Alapon babu tar alochonar modhya abar ei kotha tai bolte cheyechen.
    Bhabte obak lage ei ukti ti ekhono ki shanghatik prashongik.

  • @teestamanasee2108
    @teestamanasee2108 Год назад

    আনন্দবাজারে বানান ভুল থাকে এখন। Reading পড়া নয় পাঠ করা বা read করা। Technical গোলোযোগ এড়ানো উচিৎ।

  • @indranildasgupta5234
    @indranildasgupta5234 2 года назад +2

    His job career records should be scrutinized strictly.

  • @indranildasgupta5234
    @indranildasgupta5234 2 года назад +2

    As far as his job career records are concerned, he does not need any mercy and should be penalized accordingly.

  • @ankuragrawal5023
    @ankuragrawal5023 2 года назад

    Hello...I am looking far a 2 BHK flat in Kolkata for rent (for family) which is not very far from Dalhousie

  • @subhrajitdey5638
    @subhrajitdey5638 2 года назад +1

    rajjo ta ke sayes korar prodhan kandari songe r ek kandari anandabazar

  • @NeilBiswasT90
    @NeilBiswasT90 2 года назад +1

    Radhi bangla o bnagal banglar barhbaronto asole ancholik banglabhasa gulir mrityu. Linguistic imperialism of calcatian bengali. Regional bengali dialects are being butchered everyday

  • @indrajitgupta362
    @indrajitgupta362 2 года назад +1

    He was a very loveable official fr buddhababu as well as present CM.

  • @bkkbijan
    @bkkbijan 2 года назад

    জ্যান্ততর----শব্দটা ভাষাকে কোনদিকে নিয়ে যাবে।

  • @dhrubabasu5864
    @dhrubabasu5864 Год назад

    ষাট বছর পরে বাংলা ভাষা থাকবে তো?

  • @Ghttoontube911
    @Ghttoontube911 2 года назад +1

    Anandabazar bangla thikmoto jne na seta aaj proman holo. Bangla ebong bangalir lojja dheros patrika

  • @paromitabose7725
    @paromitabose7725 2 года назад

    কারণ কারণ

  • @sanjoydas6899
    @sanjoydas6899 2 года назад +7

    একজন ias কিভাবে শিরদাঁড়া বেঁচে খেলো।এনাকে দেখে সত্যি কিছু শেখার আছে

    • @uttiyadeb7583
      @uttiyadeb7583 Год назад

      আপনি ওই post এ চাকরি করলে আপনিও বিক্রি করতেন! এটা নতুন কিছু না।

    • @sanjoydas6899
      @sanjoydas6899 Год назад

      @@uttiyadeb7583 নীতিন সিংহানিয়া কে চেনেন।তাকে দেখুন শিখুন তারপরে কথা বলুন

    • @uttiyadeb7583
      @uttiyadeb7583 Год назад +1

      @@sanjoydas6899 ফালতু কথা রাখুন। নিজে যেখানে চাকরি করেন ওপর মহলের কথা না শুনে কিভাবে চালান সেটাও জানান এখানে । বড়ো বড়ো lecture মারতে আসছেন RUclips এ। লজ্জা করেনা।

    • @sanjoydas6899
      @sanjoydas6899 Год назад

      বেশি বাল বাল বকবেন না।যেচে রিপ্লাই করতে আপনাকে কে বলেছে।

  • @mintusaren895
    @mintusaren895 2 года назад +1

    Ekhankar mati jato naram totai shakta.

  • @cybersid
    @cybersid 2 года назад +2

    Bengal has become bankcrupt.
    There are no jobs and industry.
    And these guys are discussing useless things.
    😂😂😂😂😂😂😂😂😂

  • @anishmajumder4800
    @anishmajumder4800 Год назад

    স্যার আলাপন বন্দ্যোপাধ্যায় কে মাসে যদি আপনারা মাসে অন্তত 2টো অনুষ্ঠানেও আমন্ত্রণ করে আমাদের শোনার সুযোগ করে দেন তাহলে আমারা খুব উপকৃত হব। স্যার কে আমার প্রণাম জানাই 🙏

  • @bijaya1989
    @bijaya1989 2 года назад +2

    Sub standard form of journalism.

  • @farukhossain229
    @farukhossain229 2 года назад +1

    ভাষা নিয়ে অালোচনা করতে গেলে বাংলাদেশের সলিমুল্লাহ খানকে আমন্ত্রন করলে বুঝতে পারতেন তিনি জিনিস।

    • @rahulspeaking
      @rahulspeaking 2 года назад +3

      হ্যাঁ কি জিনিস জানি.... 😁
      কিছুদিন আগেই উনি ইংরেজি পড়াশোনা বাদ দিয়ে সারা বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার প্রচলনে পক্ষে সওয়াল করেছিলেন।

    • @protappramanick6840
      @protappramanick6840 2 года назад

      ফারুকভাই, বাংলাদেশের সলিমুল্লাহ খান কি জিনিস সেটা স্থাপন করা এই আলোচনার বিষয় নয়।

    • @brahmajitghosh3536
      @brahmajitghosh3536 Год назад

      সবই তো ভারতীয় পণ্ডিতদের লেখা থেকে বলেন বিশেষত গায়ত্রী চক্রবর্তীর খুব ভক্ত।

  • @ashimbiswas1711
    @ashimbiswas1711 2 года назад +2

    Chata MEDIA
    Chata CHANNEL

  • @t1621
    @t1621 2 года назад

    *BENGALI PORIJAYI SHROMIK BAAYRE JACCHE KANO.... EKHANE KAAJ PACCHE NA KANO?*

    • @anib11
      @anib11 2 года назад

      Uttar ta paben nijei, jokhon nijer namer banan ta think kore likhte sikhben ‘Tathagat(A)’ babu.

  • @nanditachakraborty1239
    @nanditachakraborty1239 2 года назад +1

    Baje Lok alapan durnitibaj gushkhor dolodas.R dalal anondobajar.

  • @pinakibose4392
    @pinakibose4392 2 года назад

    PL call Mahua Mitra again in fase book life.

  • @anirbansadhukhan4681
    @anirbansadhukhan4681 2 года назад

    East Bengal refugees speak dialect. The influence of their dialect on standard Bengali has been disastrous.

    • @AG-et6jp
      @AG-et6jp 2 года назад +1

      কিভাবে ক্ষতি হলো, একটু বুঝিয়ে বলবেন?

    • @michael_morningstar2689
      @michael_morningstar2689 2 года назад +5

      East Bengal refugee na asle PoschimBongo ta akhon Purbo behar hoye jeto. Toder hooghly howrah to behari der kachhe bikri kore dichhis

    • @arijitbagchi1192
      @arijitbagchi1192 2 года назад

      Ei hala tor etoboro sahosh ki bolosh halar put

    • @arijitbagchi1192
      @arijitbagchi1192 2 года назад +2

      Bihari der tel lagatey tomra khub bhalobasho tomader dom jana achey ora tomader bhai amra holam bangal jeidin amra marbo seidin ter pabey tomra r biharira.

    • @michael_morningstar2689
      @michael_morningstar2689 2 года назад

      @@arijitbagchi1192 vai tomar facebook id achhe?

  • @SUBRATADAS-kr1xw
    @SUBRATADAS-kr1xw 2 года назад +3

    K... Choti chata Potrika naki???????

  • @shahariarsarkar3433
    @shahariarsarkar3433 2 года назад

    পশ্চিম বঙ্গের মানুষ সাধারণত প্রমিত বাংলা ভাষায় কথা বলে। কিন্তু তাদের উচ্চারণ বেশ কর্কশ। বাংলদেশের মানুষের উচ্চারণ বেশ মিষ্ট। যেমন কিছু উদাহরণ দিচ্ছি- নিবেদন কে বাংলাদেশের মানুষ উচ্চারণ করেন নিবেদোন, আলাপন কে আলা-পোন, কন্টক কে কনটোক কিন্তু পশ্চিম বঙ্গের মানুষ উচ্চারণ করেন নিবে-দন, আলা-পন, কন-টক যা শুনতে কর্কশ লাগে। বাংলাদেশের মানুষ প্রমিত বাংলা ভাষাতেই বই লেখে, সংবাদ পাঠ করে এবং পত্রিকাতে লেখে। কিন্তু কথা বলার সময় বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন আঞ্চলিকতা যুক্ত করে কথা বলে। এর মানে এই না বাংলাদেশের কিছু মানুষ যারা পশ্চিম বঙ্গে উদ্বাস্তু হয়ে আশ্রয় নিয়েছেন তারা যে ভাষায় কথা বলে বা কিছু শব্দ ব্যবহার করে তাই বাংগাল বা বাংলাদেশের ভাষা। যেমন বলবো এর পরিবর্তে ক'ব যেমন কেউ কেউ বলে কমু। সেটা আঞ্চলিক ভাষা হিসেবে বলে।আমি আমার সারা জীবনে একবারো ক'ব মনে হয় বলি নাই। আমি দিনাজপুর অঞ্চলের মানুষ আমরা কেউ ক'ব বা কমু বলি না। তাই "অনিন্দ্য জানা' যেভাবে বাংগাল ভাষা বলে বাংলাদেশে মানুষের ভাষাকে অবজ্ঞা করার চেষ্টা করছেন সেটা মোটেও শুভকর নয়। উনাকে বুঝতে হবে উনি যা শোনেন তা আঞ্চলিক ভাষা। বাংলাদেশের এই রকম শত শত আঞ্চলিক ভাষা আছে। উনি আসলে কোনটাকে বাংগাল ভাষা বোঝাতে চাচ্ছেন তা বোধগম্য নয়। এমন আঞ্চলিকতা তো পশ্চিমবঙ্গের অনেক জায়গায় আছে। বীরভূম, বাকুড়া, মালদহ এসব অঞ্চলের মানুষের নিজস্ব আঞ্চলিক ভাষা আছে। আমি মনে করি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের প্রমিত বাংলা ভাষার মধ্যে খুব একটা পার্থক্য নেই। দু- একটা শব্দ হয়ত ভিন্ন ব্যবহার হয়। আর উচ্চারণে একটু ভিন্নতা রয়েছে। যা আমি আগেই বলেছি। তবে অনিন্দ্য জানার মধ্যে ভাষার প্রতি মানুষের প্রতি ভালবাসার চেয়ে হামবাড়া ভাব বেশি পরিলক্ষিত হয়েছে। উনার উচিত বিনয়ী হওয়া যেই গুণটা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে।