নীলগঞ্জ হাট/Nilganj Hat/Village Market/Hat/Barast-Barrackpore Road/North 24 Parganas/West Bengal.

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • বাংলার প্রকৃত সৌন্দর্য যে গ্ৰামের বিভিন্ন প্রান্তে লুকিয়ে আছে তা আমি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। একটি গ্ৰামের হাট কিরূপ হয়?কিভাবে কেনাবেচা হয়? তা এই ভিডিওতে তুলে ধরেছি। হাটের বেচাকেনার একটা অসাধারণ ছন্দ রয়েছে, একটা অসাধারণ কোলাহল রয়েছে, এগুলো অবিকৃত রাখতে আমি আমার ভিডিওতে এই শব্দগুলো মিউট করিনি। হাটের নাম নীলগঞ্জ হাট। নীলগঞ্জ হাট অবস্থিত ব্যারাকপুর-বারাসাত রোডের পাশে, উত্তর 24 পরগনা জেলায়, পশ্চিমবঙ্গ। পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের মানুষের চাহিদা মেটাতে এই হাটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়টি মাথায় রেখে আমি ভিডিওটি করেছি। এই ভিডিওতে ব্যাবহৃত কোনো দৃশ্য ও শব্দবন্ধ যদি কারো সাথে কোনো যোগ থাকে তাহলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এই ভিডিওতে যে ব্যাকগ্ৰাউন্ড মিউজিক ব্যবহার করেছি তা ইউটিউব অডিও লাইব্রেরী থেকে নেওয়া হয়েছে এই কারণে ইউটিউব কতৃপক্ষ এবং এই মিউজিক টির শ্রষ্ঠাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মিউজিকটি হলো-Waltz for you-Reed Mathis.
    Protap Roy, My Channel name is "Crazy Villagers" Thanks Everyone.

Комментарии • 19