দিন চলে না মাটির পুতুল গড়ে/ ফারজানা ওয়াহিদ সায়ান।

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • মাটির মানুষ গেলোই শুধু
    মাটির থেকে সরে,
    দিন চলে না মাটির পুতুল গড়ে।
    দেখো মাটিরে দেই আমার যত
    মাটির দেহের ঘাম,
    মাটির তো কেউ চায়না দিতে দাম।
    মাটির মানুষ গেলোই শুধু
    মাটির থেকে সরে,
    দিন চলে না মাটির পুতুল, গড়ে।
    দিন চলে না আমরা তবু
    মাটির কাছেই থাকি,
    মাটির বুকে ভরসা তবু রাখি।
    মাটির মানুষ মাটি ছেড়ে
    কেমনে থাকি দূরে,
    মাটির কাছেই আসুক মানুষ ঘুরে।
    মাটির মানুষ গেলই শুধু
    মাটির থেকে সরে,
    দিন চলে না মাটির পুতুল, গোড়ে।
    মাটি ছিল তোমার আমার
    তিন পুরুষের পুঁজি,
    মাটি দিলো সুখে-দুঃখে রুজি।
    তোমার আমার ছেলে মেয়ে
    ভাসবে কি সেই সুখে,
    আপন হাতের গড়া মায়ের মুখে।
    মাটির মানুষ গেলোই শুধু
    মাটির থেকে সোরে,
    দিন চলে না মাটির পুতুল, গড়ে।
    এই মাটিকে বাঁচাতে চাই
    আমার দুটো হাতে,
    টান পড়ে যায় তারপরও ডাল-ভাতে।
    মাটি বাঁচুক, মাটি হাসুক
    ভালোবাসার টানে,
    মাটি বাঁচুক তোমার আমার প্রাণে।
    মাটির মানুষ গেলোই শুধু
    মাটির থেকে সরে,
    দিন চলে না মাটির পুতুল গড়ে,
    দিন চলে না মাটির পুতুল গড়ে।

Комментарии • 1

  • @BasudevBhattacharya
    @BasudevBhattacharya Год назад

    কী অপূর্ব, অসাধারণ গানের কথা আর সুর। কলকাতায় কুমোরটুলিতে কদিন আগে ভিডিও করতে গিয়েও দেখলাম একই চিত্র। এত অসাধারণ শিল্প যারা গড়েন তাদের থাকার পরিবেশ এবং অবস্থা দেখে ভালো লাগল না।