ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ইহরামের কাপড় আপনি হোটেল বা এয়ার পোর্ট থেকে বেধে নিতে পারেন। কিন্তু নিয়ত করে ওযু গোসল করে দুই রাকাআত নফল নামাজ পড়ার কিছু স্পেসিফিক মসজিদ আছে। সেখানে থেকে নামাজ আদায় করে নিতে হয়। ইনশাল্লাহ নেক্সট ভিডিও গুলোতে এই বিষয় নিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করব।
nice vlog
Thank you 😊
ওমরাহ্ ভিসায় অন অয়ে টিকেট এ এয়ারপোর্ট এ ঝামেলা করেনা??
মদিনা এয়ারপোর্টে শুধু মাত্র ভিসা চেক করেছিল।
বিস্তারিত আগামী শুক্রবারের ভিডিওতে জানাবো।
apni ki saudi te achen ekhon?
জ্বি না। আমি নভেম্বর মাসে ৭-৮ দিনের জন্য ছিলাম
ইহরাম কখন বেঁধেছেন?
মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে, মানে উমরার উদ্দেশ্যে যখন বের হয়েছিলাম তখন ইহরামের নিয়ত করে বেঁধেছিলাম।
@iamtheakashvlog ইহরাম বাঁধার স্পেসিফিক জায়গা আছে সেখানে? নাকি পথেঘাটে বা যেকোনো জায়গায় পোশাক চেঞ্জ করা যায়?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
ইহরামের কাপড় আপনি হোটেল বা এয়ার পোর্ট থেকে বেধে নিতে পারেন। কিন্তু নিয়ত করে ওযু গোসল করে দুই রাকাআত নফল নামাজ পড়ার কিছু স্পেসিফিক মসজিদ আছে। সেখানে থেকে নামাজ আদায় করে নিতে হয়।
ইনশাল্লাহ নেক্সট ভিডিও গুলোতে এই বিষয় নিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করব।