তখন আমরা কলেজে পড়তাম৷ আমার এক ক্লাসমেট আত্মীয় ছিল বিডিআর।। এই পুরা ঘটনাটা ভারতীয় আর শেখ হাসিনা দ্বারা হয়েছিল। ওইসময় আমাদের দেশে সামরিক বাহিনী ছিল সেটা একেবারে ওয়ার্ল্ড ক্লাস ছিল।৷ এখন যেমন ভারতীয় যখন খুশি তখন বর্ডারে পাখির মতো মানুষ মারে ২০০৮ সালের আগে যেটা সম্ভব ছিল না। তখন ভারতীয়রা সীমান্ত এত ক্ষমতা দেখাতে পারতোনা৷ এই ঘটনা পেছনে দুটো কারণ ছিল। ভারতীয়দের উদ্দেশ্য ছিল আমাদের দেশের এই চৌকস সেনাবাহিনী ভেঙে দেয়া, হাসিনার উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করা৷ কারণ ওইসময়কার সামরিক বাহিনী কখনো ই দলচাটা ছিল না। যদি ওই চৌকস বাহিনী থাকতো তাহলে এক তরফা এইভাবে ক্ষমতা দখল শেখ হাসিনার পক্ষে সম্ভব ছিল না। অনেকবছর পর দুইয়ে দুই চার মিলে গেলো। বিশ্বের ইতিহাস এমন জঘন্য এত নিকৃষ্ট কোনো শাষক ছিল বলে জানা নেই।। শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য নিজের দেশের এতগুলো সূর্য সন্তান এভাবে নৃশংস ভাবে মেরে ফেলল। বিশ্বাস হয় না, এর শরীরে আসলে ই এই দেশের রক্ত ছিল।
@@AbdurRahman-nm2xd ও যখন বলেছিল তখন বিশ্বাস হচ্ছিলো আবার হচ্ছিলোনা এরকম ছিল৷ কিন্তু সময়ের সাথে সাথে সব মিলে যাচ্ছিলো।৷ আর ওইসমকার ওইরকম বেসামরিক বাহিনী মনে হয় আর এই দেশে গড়ে উঠবেনা৷ শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য এত নিকৃষ্ট এভাবে নিজেদের দেশের এতগুলা সূর্য সন্তানকে এভাবে কেউ মেরে ফেলতে পারে। পৃথিবীর ইতিহাসে এত জঘন্য শাষক মনে হয় বিশ্বের কেউ ছিলনা৷ এছাড়াও বিমান বাংলাদেশ বিলুপ্ত হয়ে গিয়েছিল এই বিমান বাংলাদেশের দূর্নীতি নিয়ে রিপোর্ট করতে গিয়ে মারা হয়েছিল সাগর রুনি কে।৷ মিডিয়া গুলা এমনি এমনি এরকম পুতুল হয়ে যায়নি৷ এত নিকৃষ্ট জঘন্য ভাবে সে মানুষ মারত। তারা বাধ্য হয়েছিল মূখ বন্ধ রাখতে।।
পৃথিবীর ইতিহাসে এত জঘন্য এত নিকৃষ্ট আর কোনো শাষক আছে বলে জানা নাই। শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য একটা দেশের ৫৭ টা সূর্য সন্তান কে মেরে ফেলল। এরপর এরকম বেসামরিক বাহিনী আর এই দেশে হয়নি। শুধু তাই না। বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিলুপ্ত হয়েছিল হাসিনার দূর্নীতির কারণ এই দূর্নীতি নিয়ে রিপোর্ট করতে গিয়ে রাতে রাতে খুন হয় সাগর রুনি। মিডিয়া গুলা এমনি এমনি পুতুল হয়নি৷ নিজেদের জানের নিরাপত্তার জন্যই সবাইকে এরকম পুতুল হতে হইছে৷
২০০৯ সালের বিডিআর বিদ্রোহের মামলায় আমার আব্বু ১৫ বছর থেকে কারাবন্দি।সে সময় আমার আব্বু বিডিআর সদস্য হিসেবে কর্মরত ছিলেন।উনার সাজা শেষ হওয়ার পরও উনাকে মুক্তি দেয়া হয় নাই। আমার ছোট ভাইয়ের জন্মও আমার আব্বু দেখেন নি। আমার ছোট ভাইয়ের বয়স এখন ১৫ বছর। আব্বু এরেস্ট হয়ার কয়েক মাস পর আমার ভাইয়ের জন্ম হয়।তখন আমি ছিলাম ৪ বছরের একটা শিশু ,আর আজ আমি ভার্সিটির একজন ছাত্র🥺।এত বছর থেকে এতিমের মত আমরা বড় হয়েছি। এখন উপর মহলের সবার কাছে একটাই অনুরোধ। তারা যেন নিরপরাধ বিডিআরদের মুক্তির ব্যবস্থা করেন🙏🙏🙏🥺
অনেক স্বার্থপর অফিসারের জন্য এই কাহিনী বাংলাদেশের মানুষকে দেখতে হয়েছে,আর অনেক নির্দোষ সিপাহী সাজাপ্রাপ্ত হয়েছে। এমনকি যারা জড়িত ছিলনা তারাও সাজা ভোগ করছে। you have to investigate by a soldier who's are suffered with this situation.
@@babulhaider2040 উনি স্বাধীনতা প্রকাশ করার পাশাপাশি আমিই ১০০ সেই ভাবটা তুলে ধরেন কথায়, তাই একটু বিরক্ত হচ্ছে মানুষ, স্বাধীনতা পাওয়া মানে যা ইচ্ছে তাই করবো আর কেউ কিছু বলবেনা এমন স্বাধীনতা কাউকেই দেয়াতো উচিৎ না🙂
আমি একজন সাবেক সেনা সদস্য এই পিলখানা হত্যাকাণ্ডের সময় RAB 2 ধানমন্ডি ক্যাম্পে ছিলাম আমাদেরকে পিলখানার ভিতরে ডুকার অনুমতি নি সরকার। কামরুজ্জামান স্যার আমাদের সিগন্যাল এর অফিসার ছিল। স্যার খুব ভাল অফিসার স্যার সব সত্য বলেছে।
রাজনীতি এই টকশো টি আরো দীর্ঘ করার যমুনা টেলিভিশনের কাছে অনুরোধ জানাচ্ছি, কারণ ৪৮ মিনিট অনেক কম সময় আলোচনার জন্য আরো একটু দীর্ঘ হলে ভালো হয় যেমন ১ ঘন্টা ধন্যবাদ ❤
এভাবে প্রায় ঘণ্টাখানেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করা আর শোনা বয়স্ক লোক, এমনকি অনেক কম বয়স্ক লোকদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। উনার কিন্তু খুব কষ্ট হচ্ছে।
আমি তখন ছোট আমার বাড়ির পাশে এক ভাই ছিলো সেনাবাহিনীতে চাকরি করতো। সে কিছু দিন আগে বিয়ে করে চাকরিত জোগ দেয়। তার কয়েক বছর পড় একটা ছেলে সন্তান হয়। সে তখন বাড়ি থেকে আবার ঢাকার দিক রওনা হয় চাকরিতে জোগ দানে। গিয়েই সে আটকা পড়ে। এই ঘটনায়। তাকে পড়বরতিতে আসামি বানিয়ে দেওয়া হয়।সে কিছুই জানতো না। এ সবের। এগুলা আমার এলাকার সবাই জানে। সে ভাইয়ের ছেলে এখন অনেক বড় হয়ে গেছে। বউটাও আরেকটা বিয়ে করছে তার সেখানে একটা ছেলে হইছে অনেকটা ঝড় জড়া হয়ে গেছে। আজ সে যাবতজীবন এর আসামি আবার শুনি ফাসির আসামি। জানি না আসলে তার কি অবস্থা। সুষ্ঠ তদন্ত করে তাদের ছেড়ে দেওয়া হোক। সবচাইতে খারাপ লাগে সে জে দিন জায় তার আগের দিনও আমার সাথে দেখে আমার বাড়ির সাথে বাড়ি। লোকটা অনেক ভালো ছিলো। সবাই জানে সে ফেসে গেছে। গরিব মানুষ কেচ চালাতে পারে না। তাই মা কে বলছে আর কেচ চালাতে হবে না। আল্লাহ জা কপালে রাখছে তাই হবে। তাই তাদের কেচে জেন টাকা না লাগে সে ব্যাবস্থা করুন। জাতে করে তারা সঠিক বিচার পায়।তাদের ওপর জেন অন্যায় বিচার না হয়। এমনিতে তাদের লায়িফ শেষ করে দিছে সরকার। ওই ভাইয়ের নাম ইমদাদ বিডিয়ার
@@sharifislambd আমি তো তখন অনেক ছোট সেনা বাহিনী বা বিডিয়ার বুঝি না। সে সম্ভবত সেনা বাহিনী ছিলো। জে দিন গেলজামটা হয়। সেই দিন সে ছুটি কাটিয়ে চাকরিত জায়। সে আয়ছিলো তার বউএর ছেলে হবে তাই সে ছুটি নিয়ে আয়ছিলো। ছুটি শেষ করে গিয়েই সে এই গেলজামের ভিতর পড়ে। সে কিছুই জানে না। তাকে আসামি করে আটকে দেওয়া হইছে। আমার বাড়ির পাশেই তার বাড়ি। জে দিন সে জায়। তার সথে আমার আগের দিন দেখাও হয়। এলাকার সবাই জানে সে কোন কিছুর সাথে জড়িত না। করন সে ওখানে গিয়েই গেলজামের ভিতর পড়ে। ওই ভাইটার নাম ইমদাদ। আমরা ইমদাদুল বলে ডাকি। তার মা বিধবা। তার দুই ভাই একটা তো পাগোল। আর একটা রিক্সাচালিয়ে কোন রকম চলে। তারা তার মায়ের খরচ চালাতে পারে না। তার মা এখান ওখান থেকে টাকা তুলে ছেলের কেচ চালায়। আর কতো এটা বলে টাকা নেওয়া জায় মানুষের কাছ থেকে। সে নিজেই আর চলতে পারে না। তার পড় বাড় বাড় তাদের কেচে হারা দেওয়া হয়। এ জন্য ছেলে কেচ চালাতে না করছে কারন তার মা টাকা পাবে কোথায় তার মা চলতে পারে না মেয়েরা তাও এখন একটু দেখতেছে। এই অবস্থা আমার ইসপষ্ট মনে আছে এই ভাইটার কথা তাকে জে ফাসা দেওয়া হইছে ১০০% শিওর। হয়তো বা তাকে ফাসি দিয়ে দেওয়া হবে। কিন্তু আমি চায় এখন সরকার বদল হইছে। এর সুষ্ঠ তদন্ত করে তাদের ছেড়ে দেওয়া হোক। তাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া হোক কি হয়েছিলো সে দিন। তাদের জীবন তো শেষ লায়িফ শেষ বৌটাও চলে গেছে। জাওয়ার আগে একটা ছেলে রেখে গেছে যদি বের হতে পারে এই সৃতি টুকু নিয়ে বেচে থাকবে এ ছাড়া আর কিছু নাই তার। তবে এই হত্যা কান্ডের বিচার হয় জেন জারা জড়িতো।আমার তো মনে হয় জাদের আটকে রাখা হইছে কেউ দোষি না জারা দোষ করছে তাদের হাসিনা সবাইকে বাচা দিছে। আর নিরিহদের আটকে নাটক সাজাইছে। আমি জে ভাইটার কথা বললাম এরই এই অবস্থা তা হলে আর মানুষদের কি অবস্থা করছে। তার মার কাছে বলছে তাকে প্রচুর নিযাতন করা হয়ছিলো মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কিন্তু না বলায় তাকে মারা হয় প্রতিনিয়ত। তার মার কাছ থেকে জানতে পাড়ছি। তার আশা ছেড়ে দিতে বলছে তাকে এমনিতেই মেরে ফেলা হবে। রায় আর পেতে হবে না এমন কথাও তার মা কে বলছে। তা হলে একটু বুঝেন কি হইছে সেখানে
বড় একটা বিপদ থেকে বাংলাদেশের মানুষ বেঁচে গিয়েছে, বড় একটা রাক্ষসী হায়নাদের থেকে আল্লাহ নিজ হাতে আমাদের সকলকে বাঁচিয়ে দিয়েছে আমিন আলহামদুলিল্লাহ,,,,
হাসনাত আব্দুল্লাহ ছাত্র দেখে ভালোই তো ভাবসাব নিছেন নিকোল আপা, শরীরে বেশি জোশ চলে আসছে নাকি আপা। ছাত্রদের সাথে সবচেয়ে বেশি সম্মান দিয়ে কথা বলবেন, প্রশ্ন করলে ভদ্রতার সাথে করবেন। কোন সিনেমার গান, কথার মাঝখানে আটকে দেওয়া এসব পাকনামী করা যাবে না আপা
উপস্থাপিকা কে বলতে চাচ্ছি, এরা সেনা অফিসার এবং সেনা অফিসারের সন্তান। এদের সাথে ভুলভাল কথা বললে ধরা পড়ে যাবেন। এরা অনেক জ্ঞানী হয়ে থাকে। প্রত্যেকটা সেনা অফিসার দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, জ্ঞানের দিক দিয়ে।
আমি মনে করি বিডিআর হত্যা কান্ডের যটনায় নতুন করে তদন্ত করে, যারা প্রকৃত খুনি তাদের বিচারের আওতায় নিয়ে আসা হউক,আর ডা:জাহিদ সাহেব যে তথ্যগুলো দিয়েছেন আমি ওনার সাথে একমত পোষণ করছি
আমরা এই প্রতিবেদকের একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানতে চাই। তার মানসিকতা প্রতিফলিত করে না যে সে একজন রিপোর্টার হওয়ার যোগ্য। কীভাবে তিনি এই চাকরি পেলেন, তথ্য মন্ত্রণালয়ের তদন্ত করা উচিত।
@@JannatulFardusi-z6w আমরা এই প্রতিবেদকের একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানতে চাই। তার মানসিকতা প্রতিফলিত করে না যে সে একজন রিপোর্টার হওয়ার যোগ্য। কীভাবে তিনি এই চাকরি পেলেন, তথ্য মন্ত্রণালয়ের তদন্ত করা উচিত।
আওয়ামী লীগের সময় উপস্তাপিকার মুখ খুলেনি, কিন্তু লুংগি ডান্সের জন্য হাসনাতকে যেভাবে অপমানিত করলেন তা উনার কাছ থেকে মোটেই কাম্য নয়।আমার প্রশ্ন লুংগি ডান্স কি অপরাধ?
এই রাইফেলস পাবলিক স্কুলেই সেই সময়ে পড়তাম, এখনো মনে আছে কি সুন্দর একটি পরিবেশ নিমিষেই পরিবর্তন হয়ে গেলো। আমাদের স্কুলের স্যার ম্যাডামের অনেকেই পরবর্তীতে ট্রমার স্বীকার হয়েছিলেন।
সে কে এমন লোক যে এই জেনারেশন কোন কাজ করবে এবং কোন কাজ করবে না এটা বলার। আমরা কার শোক পালন করবো আর কার শোকে লুঙ্গি ড্যান্স করবো সেটা আমাদের বিষয়@@mdfaishal6900
আপু আপনি আপনার সাহসী মনোভাব নিয়ে এগিয়ে যান, ইনশা আল্লাহ আমরা সবসময় সত্যের সাথে আছি, কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, শুধু সত্যিটা জানতে চাই, সততার সাথে যূি এভাবেই নিরপেক্ষ থাকেন তবে অবশ্যই ভালোবাসা ছিলো, ভালোবাসা আছে, ইনশা আল্লাহ ভালোবাসা থাকবেই🥰❤️
প্রত্যেক বিডিআর বিদ্রোহ যারা সেনা অফিসার মারা গেছে পিলখানা প্রত্যেকের বিচার করতে হবে এবং কি যারা দোষী তাদেরকে ফাঁসি দিতে হবে বাংলাদেশ তত্ত্বাবধায় সরকারের কাছে এবং সেনাপ্রধানের কাছে আমাদের এই দায়িত্ব সাধারণ জনগণের দায়িত্ব দাবি দাবি সাধারণ জনগণের দাব
২৫ শে ফেব্রুয়ারি পিল হত্যা যেদিন হয়েছিল সেদিন আমি অনেক ছোট ছিলাম আমার বয়স ছিল ১০ বছর বিটিভিতে দেখতেছিলাম একজন ব্যক্তি এসে শুধু বলতেছে যে আমি গায়েব রক্ত মেখে শুয়ে ছিলাম একারনে বেঁচে গেছি, যখনই পিলহত্যা কথাটা আমার মাথায় আসে তখনই ওই সিনারিটা আমার মনে পড়ে, পরবর্তীতে যখন কিছুটা বড় হয় এবং বুঝতে পারি, এটা একটা পরিকল্পিত হত্যা, তারপর থেকে আমি মনে মনে বলে আসতেছি হে আল্লাহ তুমি পিল হত্যা এবং হেফাজত হত্যার বিচার কর এবং এর সঠিক তদন্ত করে জাতির সামনে তুলে ধরার ব্যবস্থা করে দাও। যেদিন সরকার পতন হয় সেদিন থেকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্ট সে বলে আসতেছি যে পিল হত্যা এবং হেফাজত হত্যার সঠিক তদন্ত করা হোক।
সত্যি শুনতে শিখুন।প্রত্যেকের জবাবদিহিতা থাকা দরকার এটা সমন্বয়কদেরই কথা।আমরা সমন্বয়কদের সম্মান করি এবং উপস্থাপিকাকেও।আগে যা হয়নি তা এখন হবে।আগের দিনগুলোর পরিবর্তনের জন্যই এই স্বাধীনতা।আপনি একাই আন্দোলন করেননি ।আমরাও ছিলাম।কই আমরা তো বিরোধিতা করছি না।
ধন্যবাদ রোকসানা আঞ্জুমান নিকোল কে। যারা একদিনের একটি এপিসোড দেখে নিকোল আপু কে জাজ করছেন উনাদের প্রতি অনুরোধ ২০১৮ সাল থেকে নিকোল আপুর কাজ গুলো আগে দেখে উনাকে জাজ করবেন,একদিনের একটি ভুলকে কেন্দ্র করে নয়।আমি আশা করছি উনি সামনে আরও যত্নবান হবেন।মানুষ মাত্রই ভুল।উনার ভবিষ্যতের কাজ গুলো অবজার্ভ করেন প্রয়োজনে।
ভাই তোদের রহস্যটা একবার বল তো দেখি। যতগুলা এমন কমেন্টস করতেছিস সবগুলা দেখাচ্ছে youtube এ কয়েকদিন আগে বা কয়েক সপ্তাহ আগে জয়েন করেছিস। তোরা নিশ্চয়ই ছাত্র-জনতারগণঅভ্যুত্থান কে কলঙ্কিত করার জন্য এমন করছিস
যমুনার এই যাত্রায়.... এই আলোচনা অথবা মতামত যাই হোক না কেন এভাবে দাড়িয়ে কথা বলা কিংবা কথার জবাব দেওয়া কতটুকু যুক্তিতর্ক আমি বুঝিনা। আপনারা চাইলে হাই চেয়ার এর ব্যবস্থা করতে ❤❤❤
একজন উপস্থাপিকার প্রপার হোমওয়ার্ক করে শো তে আসা উচিৎ ছিলো। ১৫ বছর পরও যদি জিজ্ঞেস করে টাট্টু শো কি তাহলে কি বলবো। কতটা ইগ্নোরেন্ট হলে এটুকু হোমওয়ার্ক করেন না?
নিকুন আপা আপনাকে এবং যমুনা টিভিকে গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।গ্রাম পুলিশ বাহিনী ৬০০০ হাজার ৫০০ টাকা আমরা বেতন পেয়ে থাকি ৬৫০০ টাকা বেতনে সংসার চালানো অসম্ভব দয়া করে যদি আপনি আমাদের গ্রাম পুলিশের কথা টকশোতে তুলে ধরতেন আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকিব এবং যমুনা টিভি কাছে কৃতজ্ঞ থাকিব বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী।
আওয়ামী লীগ যেমন সব চ্যানেলকে গোলাম বানিয়ে রেখেছিল, আপনারাও সব চ্যানেল কে গোলাম বানিয়ে রাখতে চান??? নিজেদের নবী স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করতে চানআওয়ামী লীগ যেমন সব চ্যানেলকে গোলাম বানিয়ে রেখেছিল, আপনারাও সব চ্যানেল কে গোলাম বানিয়ে রাখতে চান??? নিজেদের নব্য স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান????
Ami akjon student hoiya boltesi akjon anchor hisebe uni neutral silen ar aitai drkr so please asob ajaira kotha bole amader back sadhinota horon korben na
তখন আমরা কলেজে পড়তাম৷ আমার এক ক্লাসমেট আত্মীয় ছিল বিডিআর।। এই পুরা ঘটনাটা ভারতীয় আর শেখ হাসিনা দ্বারা হয়েছিল। ওইসময় আমাদের দেশে সামরিক বাহিনী ছিল সেটা একেবারে ওয়ার্ল্ড ক্লাস ছিল।৷ এখন যেমন ভারতীয় যখন খুশি তখন বর্ডারে পাখির মতো মানুষ মারে ২০০৮ সালের আগে যেটা সম্ভব ছিল না। তখন ভারতীয়রা সীমান্ত এত ক্ষমতা দেখাতে পারতোনা৷ এই ঘটনা পেছনে দুটো কারণ ছিল। ভারতীয়দের উদ্দেশ্য ছিল আমাদের দেশের এই চৌকস সেনাবাহিনী ভেঙে দেয়া, হাসিনার উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করা৷ কারণ ওইসময়কার সামরিক বাহিনী কখনো ই দলচাটা ছিল না। যদি ওই চৌকস বাহিনী থাকতো তাহলে এক তরফা এইভাবে ক্ষমতা দখল শেখ হাসিনার পক্ষে সম্ভব ছিল না। অনেকবছর পর দুইয়ে দুই চার মিলে গেলো। বিশ্বের ইতিহাস এমন জঘন্য এত নিকৃষ্ট কোনো শাষক ছিল বলে জানা নেই।। শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য নিজের দেশের এতগুলো সূর্য সন্তান এভাবে নৃশংস ভাবে মেরে ফেলল। বিশ্বাস হয় না, এর শরীরে আসলে ই এই দেশের রক্ত ছিল।
একদম রাইট বলেছেন ভাইয়া❤️❤️❤️
@@AbdurRahman-nm2xd ও যখন বলেছিল তখন বিশ্বাস হচ্ছিলো আবার হচ্ছিলোনা এরকম ছিল৷ কিন্তু সময়ের সাথে সাথে সব মিলে যাচ্ছিলো।৷ আর ওইসমকার ওইরকম বেসামরিক বাহিনী মনে হয় আর এই দেশে গড়ে উঠবেনা৷ শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য এত নিকৃষ্ট এভাবে নিজেদের দেশের এতগুলা সূর্য সন্তানকে এভাবে কেউ মেরে ফেলতে পারে। পৃথিবীর ইতিহাসে এত জঘন্য শাষক মনে হয় বিশ্বের কেউ ছিলনা৷ এছাড়াও বিমান বাংলাদেশ বিলুপ্ত হয়ে গিয়েছিল এই বিমান বাংলাদেশের দূর্নীতি নিয়ে রিপোর্ট করতে গিয়ে মারা হয়েছিল সাগর রুনি কে।৷ মিডিয়া গুলা এমনি এমনি এরকম পুতুল হয়ে যায়নি৷ এত নিকৃষ্ট জঘন্য ভাবে সে মানুষ মারত। তারা বাধ্য হয়েছিল মূখ বন্ধ রাখতে।।
একদম ঠিক।
পৃথিবীর ইতিহাসে এত জঘন্য এত নিকৃষ্ট আর কোনো শাষক আছে বলে জানা নাই। শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য একটা দেশের ৫৭ টা সূর্য সন্তান কে মেরে ফেলল। এরপর এরকম বেসামরিক বাহিনী আর এই দেশে হয়নি। শুধু তাই না। বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিলুপ্ত হয়েছিল হাসিনার দূর্নীতির কারণ এই দূর্নীতি নিয়ে রিপোর্ট করতে গিয়ে রাতে রাতে খুন হয় সাগর রুনি। মিডিয়া গুলা এমনি এমনি পুতুল হয়নি৷ নিজেদের জানের নিরাপত্তার জন্যই সবাইকে এরকম পুতুল হতে হইছে৷
আসলে আপনি ঠিক বলছেন ভাবতেই অবাক লাগে যে দেশের রক্ত তার শরীরে আছে আমি শেখ হাসিনাকে এমনটা ভাবতেই পারিনি কত কত নিরীহ মনে করতাম
২০০৯ সালের বিডিআর বিদ্রোহের মামলায় আমার আব্বু ১৫ বছর থেকে কারাবন্দি।সে সময় আমার আব্বু বিডিআর সদস্য হিসেবে কর্মরত ছিলেন।উনার সাজা শেষ হওয়ার পরও উনাকে মুক্তি দেয়া হয় নাই। আমার ছোট ভাইয়ের জন্মও আমার আব্বু দেখেন নি। আমার ছোট ভাইয়ের বয়স এখন ১৫ বছর। আব্বু এরেস্ট হয়ার কয়েক মাস পর আমার ভাইয়ের জন্ম হয়।তখন আমি ছিলাম ৪ বছরের একটা শিশু ,আর আজ আমি ভার্সিটির একজন ছাত্র🥺।এত বছর থেকে এতিমের মত আমরা বড় হয়েছি। এখন উপর মহলের সবার কাছে একটাই অনুরোধ। তারা যেন নিরপরাধ বিডিআরদের মুক্তির ব্যবস্থা করেন🙏🙏🙏🥺
আল্লাহ আপনাদের সহায় হোন
আমার আব্বু ও বিডিআর ছিলো আমাকে আব্বুকে ও জেলে নিছে এর বিচার চাই
অনেক স্বার্থপর অফিসারের জন্য এই কাহিনী বাংলাদেশের মানুষকে দেখতে হয়েছে,আর অনেক নির্দোষ সিপাহী সাজাপ্রাপ্ত হয়েছে। এমনকি যারা জড়িত ছিলনা তারাও সাজা ভোগ করছে।
you have to investigate by a soldier who's are suffered with this situation.
আপনারা সমন্নয়কসহ স্যার আসিফ নজরুলের সাথে দেখা করেন।
Vi amer abuu o atkano 16 years😢😢
১৬ বছর পর মানুষগুলো তাদের মনের কথা খুলে বলতে পারতেছে এটাই স্বাধীনতা, তরুণদের স্বাধীনতা, ২৪ এর স্বাধীনতা, আমাদের স্বাধীনতা।
❤❤
তাই নাকি তাহলে গোলাম মাওলা রনি কে হ্যারেজ করা হচ্ছে কেন
@@babulhaider2040 উনি স্বাধীনতা প্রকাশ করার পাশাপাশি আমিই ১০০ সেই ভাবটা তুলে ধরেন কথায়, তাই একটু বিরক্ত হচ্ছে মানুষ, স্বাধীনতা পাওয়া মানে যা ইচ্ছে তাই করবো আর কেউ কিছু বলবেনা এমন স্বাধীনতা কাউকেই দেয়াতো উচিৎ না🙂
আমি একজন সাবেক সেনা সদস্য এই পিলখানা হত্যাকাণ্ডের সময় RAB 2 ধানমন্ডি ক্যাম্পে ছিলাম আমাদেরকে পিলখানার ভিতরে ডুকার অনুমতি নি সরকার। কামরুজ্জামান স্যার আমাদের সিগন্যাল এর অফিসার ছিল। স্যার খুব ভাল অফিসার স্যার সব সত্য বলেছে।
thank you sir
😅😅
I
@@md.nuraminislam5745😅😅😅😅😊😅😅😅😅😅😅😅
😅😅😅i😊😅😅😅
দাঁড়িয়ে থেকে কথা বলতে খুব কষ্ট পাইতেছে ..ওনাকে দাঁড়িয়ে রেখে ইন্টারভিউ নেওয়াটা উচিত হয়নি😡
ঠিক
এগুলো বুঝতে হয়😢😢
Atotao she durbol na bujsen
He was an Army man and he is still strong enough
স্যারকে একটু অসুস্থ মনে হচ্ছে। একটু বয়োজ্যেষ্ঠ কে চেয়ারে বসে কথা বলার সুযোগ করে দেয়া উচিৎ।
আজকের এপ্রিসোডটি খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।
জাতীয় নিরাপত্তার সার্থে সত্য উদঘাটন করা জরুরি।
কোনো রকম আপস নয় একটাই স্লোগান 'ভারত খেদাও দেশ বাঁচাও'
Right
@@shaifulislam3338আগে বাংলাদেশ বাঁচাও।
😂😂😂😂@@shaifulislam3338
সামনে আরো ভয়াবহ দিন আসতেছে,হাড় পাজড়া বাইর করা আল মেওধাবীগুষ্টিরে দেখা যাইবো,,ফ্যান খাওয়ার লাইগা আহাজারি করতেসে😂😂😂
Right
প্রথমে আপনার একটা কথা সংশোধন করা দরকার ছিল এটা বিদ্রোহ নয় এটা হত্যা বলা উচিৎ ছিল।
ঠিক
bdr bidroho bola ta opoman , true bdr officer der jonno , pillkhana hottakando bola uchit .
ঠিক
তার জন্য উনি ভিডিওতেই ক্ষমা প্রদর্শন করেছেন।
Right
রাজনীতি এই টকশো টি আরো দীর্ঘ করার যমুনা টেলিভিশনের কাছে অনুরোধ জানাচ্ছি, কারণ ৪৮ মিনিট অনেক কম সময় আলোচনার জন্য আরো একটু দীর্ঘ হলে ভালো হয় যেমন ১ ঘন্টা ধন্যবাদ ❤
সিনহা হত্যা মামলার বিচার চাই 😢
mamla toh coloman...
@@Xava5646এখনও চলমান
রাইট
fashi to dise just karjokor hoy nai ekhno
আল্লাই ভালো জানেন কোন ক্ষমতায় এখনো অসি প্রদিপ এর ফাসি হয় নাই।
যারা দুর্নীতি করেছে তারা কেউ বাঁচতে পারে নাই পারবেও না সকল কিছুর বিচার হবে ইনশাআল্লাহ।
সমন্বনায়ক নাহিদ ইসলাম
🎉
insha allah
Insallah
InshAllah
ইনশাআল্লাহ
যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য
বসে কথা বলার ব্যবস্থা রাখা দরকার। যমুনা টিভির দৃষ্টি আকর্ষণ করছি।
Baje system dariye Kotha bola
এটা কোনো কথা। এমন একজন মানুষ আপনাদের অনুষ্ঠানে আনছেন। কিন্তু উনাকে বসার জন্য কনো ব্যাবস্থা করেন নাই।
এভাবে প্রায় ঘণ্টাখানেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করা আর শোনা বয়স্ক লোক, এমনকি অনেক কম বয়স্ক লোকদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। উনার কিন্তু খুব কষ্ট হচ্ছে।
Onar sash ksto hocchilo
হা,আমিও এটাই ভাবছিলাম 😢
এই প্রোগ্রাম টায় এত সময় ধরে সবাই দাঁড়িয়ে থাকে এটা অসম্মানজনক অসৌজন্যমূলক আচরণ।
যমুনা টেলিভিশনের কর্তৃপক্ষ এই বিষয় টায় দৃষ্টি দিবেন আশা করি।
একমত
একমত
দেশটা আমাদের, আমরাই নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।
আসিফ মাহমুদ :-
❤❤❤
InshaAllah! Keep up the great work. ❤️
ইনশাআল্লাহ তাই হবে বলে বিশ্বাস করি
In shaa allha
Baba tomra kokono Change hoio naa. Please
আমি তখন ছোট আমার বাড়ির পাশে এক ভাই ছিলো সেনাবাহিনীতে চাকরি করতো। সে কিছু দিন আগে বিয়ে করে চাকরিত জোগ দেয়। তার কয়েক বছর পড় একটা ছেলে সন্তান হয়। সে তখন বাড়ি থেকে আবার ঢাকার দিক রওনা হয় চাকরিতে জোগ দানে। গিয়েই সে আটকা পড়ে। এই ঘটনায়। তাকে পড়বরতিতে আসামি বানিয়ে দেওয়া হয়।সে কিছুই জানতো না। এ সবের। এগুলা আমার এলাকার সবাই জানে। সে ভাইয়ের ছেলে এখন অনেক বড় হয়ে গেছে। বউটাও আরেকটা বিয়ে করছে তার সেখানে একটা ছেলে হইছে অনেকটা ঝড় জড়া হয়ে গেছে। আজ সে যাবতজীবন এর আসামি আবার শুনি ফাসির আসামি। জানি না আসলে তার কি অবস্থা। সুষ্ঠ তদন্ত করে তাদের ছেড়ে দেওয়া হোক। সবচাইতে খারাপ লাগে সে জে দিন জায় তার আগের দিনও আমার সাথে দেখে আমার বাড়ির সাথে বাড়ি। লোকটা অনেক ভালো ছিলো। সবাই জানে সে ফেসে গেছে। গরিব মানুষ কেচ চালাতে পারে না। তাই মা কে বলছে আর কেচ চালাতে হবে না। আল্লাহ জা কপালে রাখছে তাই হবে। তাই তাদের কেচে জেন টাকা না লাগে সে ব্যাবস্থা করুন। জাতে করে তারা সঠিক বিচার পায়।তাদের ওপর জেন অন্যায় বিচার না হয়। এমনিতে তাদের লায়িফ শেষ করে দিছে সরকার। ওই ভাইয়ের নাম ইমদাদ বিডিয়ার
Total life ta ses...1 ta songsar Bina dose venge gelo
😢
আপনার এই লেখাটি পড়ে অনেক 😢😢😢😢
উনি সেনাবাহিনী নাকি বিডিআর ছিল?
@@sharifislambd আমি তো তখন অনেক ছোট সেনা বাহিনী বা বিডিয়ার বুঝি না। সে সম্ভবত সেনা বাহিনী ছিলো। জে দিন গেলজামটা হয়। সেই দিন সে ছুটি কাটিয়ে চাকরিত জায়। সে আয়ছিলো তার বউএর ছেলে হবে তাই সে ছুটি নিয়ে আয়ছিলো। ছুটি শেষ করে গিয়েই সে এই গেলজামের ভিতর পড়ে। সে কিছুই জানে না। তাকে আসামি করে আটকে দেওয়া হইছে। আমার বাড়ির পাশেই তার বাড়ি। জে দিন সে জায়। তার সথে আমার আগের দিন দেখাও হয়। এলাকার সবাই জানে সে কোন কিছুর সাথে জড়িত না। করন সে ওখানে গিয়েই গেলজামের ভিতর পড়ে। ওই ভাইটার নাম ইমদাদ। আমরা ইমদাদুল বলে ডাকি। তার মা বিধবা। তার দুই ভাই একটা তো পাগোল। আর একটা রিক্সাচালিয়ে কোন রকম চলে। তারা তার মায়ের খরচ চালাতে পারে না। তার মা এখান ওখান থেকে টাকা তুলে ছেলের কেচ চালায়। আর কতো এটা বলে টাকা নেওয়া জায় মানুষের কাছ থেকে। সে নিজেই আর চলতে পারে না। তার পড় বাড় বাড় তাদের কেচে হারা দেওয়া হয়। এ জন্য ছেলে কেচ চালাতে না করছে কারন তার মা টাকা পাবে কোথায় তার মা চলতে পারে না মেয়েরা তাও এখন একটু দেখতেছে। এই অবস্থা আমার ইসপষ্ট মনে আছে এই ভাইটার কথা তাকে জে ফাসা দেওয়া হইছে ১০০% শিওর। হয়তো বা তাকে ফাসি দিয়ে দেওয়া হবে। কিন্তু আমি চায় এখন সরকার বদল হইছে। এর সুষ্ঠ তদন্ত করে তাদের ছেড়ে দেওয়া হোক। তাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া হোক কি হয়েছিলো সে দিন। তাদের জীবন তো শেষ লায়িফ শেষ বৌটাও চলে গেছে। জাওয়ার আগে একটা ছেলে রেখে গেছে যদি বের হতে পারে এই সৃতি টুকু নিয়ে বেচে থাকবে এ ছাড়া আর কিছু নাই তার। তবে এই হত্যা কান্ডের বিচার হয় জেন জারা জড়িতো।আমার তো মনে হয় জাদের আটকে রাখা হইছে কেউ দোষি না জারা দোষ করছে তাদের হাসিনা সবাইকে বাচা দিছে। আর নিরিহদের আটকে নাটক সাজাইছে। আমি জে ভাইটার কথা বললাম এরই এই অবস্থা তা হলে আর মানুষদের কি অবস্থা করছে। তার মার কাছে বলছে তাকে প্রচুর নিযাতন করা হয়ছিলো মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কিন্তু না বলায় তাকে মারা হয় প্রতিনিয়ত। তার মার কাছ থেকে জানতে পাড়ছি। তার আশা ছেড়ে দিতে বলছে তাকে এমনিতেই মেরে ফেলা হবে। রায় আর পেতে হবে না এমন কথাও তার মা কে বলছে। তা হলে একটু বুঝেন কি হইছে সেখানে
যত সময় লাগবে ততটা সময় উনাকে দিয়ে সমস্ত ঘটনা শোনানোর ও জাতি যেনো সত্য জানতে পারে সেই জন্য আহ্বান জানায় যমুনা টেলিভিশনকে।
প্রত্যেকটা হত্যার বিচার করা হবে। এবং এইসব ভয়ানক খুনিদের কঠোর শাস্তি দেওয়া হবে ইনশাআল্লাহ ❤
Pilkhana hotta kander sothik bichar chai
ইনশাআল্লাহ্
ফেক আইডি
Right boss
প্রত্যেক সংবাদ মাধ্যমের মালিকপক্ষকে জিজ্ঞেস করা উচিত স্বাধীনভাবে কেন সকল তথ্য প্রচার করেননি ?
দেশ প্রেমিক সেনা অফিসার হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি ও বিচার চাই।
আপনি বেচে আছেন /আল্লাহ বাচিয়ে রেখেছেন , কারন বিচারের চাক্ষুষ সাক্ষী হিসেবে লাগবে তাই ।❤️❤️❤️
পিলখানা হত্যাকান্ডের অবশ্যই বিচার হোক
বড় একটা বিপদ থেকে বাংলাদেশের মানুষ বেঁচে গিয়েছে, বড় একটা রাক্ষসী হায়নাদের থেকে আল্লাহ নিজ হাতে আমাদের সকলকে বাঁচিয়ে দিয়েছে আমিন আলহামদুলিল্লাহ,,,,
হাসনাত আব্দুল্লাহ ছাত্র দেখে ভালোই তো ভাবসাব নিছেন নিকোল আপা, শরীরে বেশি জোশ চলে আসছে নাকি আপা। ছাত্রদের সাথে সবচেয়ে বেশি সম্মান দিয়ে কথা বলবেন, প্রশ্ন করলে ভদ্রতার সাথে করবেন। কোন সিনেমার গান, কথার মাঝখানে আটকে দেওয়া এসব পাকনামী করা যাবে না আপা
সমন্বয়কদের জন্য আজকে জোর গলায় কথা বলার সাহস পাচ্ছে
রাইট
পা চাটলে সঙ্গী, না চাটলে ....
বাক স্বাধীনতা রোধ করতে চান?
Right
উপস্থাপিকা কে বলতে চাচ্ছি, এরা সেনা অফিসার এবং সেনা অফিসারের সন্তান। এদের সাথে ভুলভাল কথা বললে ধরা পড়ে যাবেন। এরা অনেক জ্ঞানী হয়ে থাকে। প্রত্যেকটা সেনা অফিসার দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, জ্ঞানের দিক দিয়ে।
আচ্ছা 😐
😂😂
গাঁজা, মনে হয় বেশি খাইছোস
মিডিয়া তখন কি কলা খেতে পেয়েছিল।
Àpni mone hoi protibondhi 😂😂
অসাধারণ একজন অফিসার খুবই ভালো সরল মনের মানুষ
তাই আল্লাহ্ আপনাকে বাচিয়ে রেখেছেন আল্লাহ্ আপনাকে সুস্থ রাখুন এই দোয়া করি
আমি মনে করি বিডিআর হত্যা কান্ডের যটনায় নতুন করে তদন্ত করে, যারা প্রকৃত খুনি তাদের বিচারের আওতায় নিয়ে আসা হউক,আর ডা:জাহিদ সাহেব যে তথ্যগুলো দিয়েছেন আমি ওনার সাথে একমত পোষণ করছি
এই মহিলা এমন কুটনির মতো তাকায় ক্যান 🤭
আপনার থেকে শিখছে😊😊😊😊😊
সঠিক কথা
@@Nahida-wt1nx আমি তো তো শেখ-হাসিনা না,, বা আফসোস লীগ ও না,,
যে মানুষকে কুটনামি শিখামু
আমারও সেইম প্রশ্ন 😅
কয়দিন আগেও আপনার পছন্দের মানুষ ছিল
জাহিদ ভাই সহ সবাইকে ধন্যবাদ। সাহসী ভাই আমার জাহিদ ভাই।
পিলখানা হত্যাকান্ডের বিচার চাই
এভাবেই এগিয়ে যাও যমুনা
এই মহিলা ওভারস্মার্ট। ভাবখানা এমন যেন তার অনুষ্ঠানে এসে মানুষ অপরাধ করে ফেলেছে।
আমরা এই প্রতিবেদকের একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানতে চাই। তার মানসিকতা প্রতিফলিত করে না যে সে একজন রিপোর্টার হওয়ার যোগ্য। কীভাবে তিনি এই চাকরি পেলেন, তথ্য মন্ত্রণালয়ের তদন্ত করা উচিত।
হাহাহা 🤣
@@JannatulFardusi-z6w আমরা এই প্রতিবেদকের একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানতে চাই। তার মানসিকতা প্রতিফলিত করে না যে সে একজন রিপোর্টার হওয়ার যোগ্য। কীভাবে তিনি এই চাকরি পেলেন, তথ্য মন্ত্রণালয়ের তদন্ত করা উচিত।
বাকস্বাধীনতার কি হলো? নিজের বিপক্ষে প্রশ্ন শুনলেই পাছা জ্বলা শুরু হয়ে যায়? এর নাম বাকস্বাধীনতা?
একদম। নিজেকে বেশি গুণী মনে করেন এই সাংবাদিক 😅
আওয়ামী লীগের সময় উপস্তাপিকার মুখ খুলেনি, কিন্তু লুংগি ডান্সের জন্য হাসনাতকে যেভাবে অপমানিত করলেন তা উনার কাছ থেকে মোটেই কাম্য নয়।আমার প্রশ্ন লুংগি ডান্স কি অপরাধ?
32 a lungi dance dise 15 tarik rate ........ R seta bolle dos😅😅
লুঙ্গি ডান্স তো ভারতীয় গান। সে টা কেন সিলেক্ট করলো?
আপনারা অতি আবেগী।। ওনি এই অনুষ্ঠানে শুরু থেকেই এমন কথা বলতো রাজনীতি অনুষ্ঠানে। আগের গুলা দেখেন চো
খ দিয়ে আবেগ দিয়ে নয়
মমতাজ জাতীয় সংসদে গান গাইলে দোষ নেই ৩২শে লুঙ্গি ডান্স দিলে দো ষ@@spaykoteam1124
এটাই তো স্বাধীনতা তাই না
এই রাইফেলস পাবলিক স্কুলেই সেই সময়ে পড়তাম, এখনো মনে আছে কি সুন্দর একটি পরিবেশ নিমিষেই পরিবর্তন হয়ে গেলো। আমাদের স্কুলের স্যার ম্যাডামের অনেকেই পরবর্তীতে ট্রমার স্বীকার হয়েছিলেন।
সাংবাদিকেরা নিরপেক্ষ ভূমিকা পালন করলে কেউ স্বৈরাচারী মনোভাব জনগণের উপর চাপিয়ে দিতে পারবেনা।
এই উপস্থিতিকে সরানো হোক
যমুনা তুমি তো দেশপ্রেম তুমি যমুনা তুমি তো যোদ্ধা। যমুনা তুমি সবার উপরে থাকবে।
নিকলকে না আনার জন্য অনুরোধ করছি। যদি আনা হয় তবে সে যেন পড়াশুনা করে আসে।
Ekmot
😂😂😂nijer juggota dekho, uni enough educated ❤
সে কে এমন লোক যে এই জেনারেশন কোন কাজ করবে এবং কোন কাজ করবে না এটা বলার। আমরা কার শোক পালন করবো আর কার শোকে লুঙ্গি ড্যান্স করবো সেটা আমাদের বিষয়@@mdfaishal6900
নিকলের প্রোগ্রামে নিকল আসবে না তো তোর বাপ আসবে? 🤡
পা চাটলে সঙ্গী, না চাটলে ....
Best Talk show in Bangladesh ❤
জাহিদুর রহমান স্যারর কথাগুলো মনে প্রানে বিশ্বাস করি সমর্থন করি। বিচার করতেই হবে বিন্দুমাত্র ছাড় দেওয়া যেনো না হয়?
আপু আপনি আপনার সাহসী মনোভাব নিয়ে এগিয়ে যান, ইনশা আল্লাহ আমরা সবসময় সত্যের সাথে আছি, কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, শুধু সত্যিটা জানতে চাই, সততার সাথে যূি এভাবেই নিরপেক্ষ থাকেন তবে অবশ্যই ভালোবাসা ছিলো, ভালোবাসা আছে, ইনশা আল্লাহ ভালোবাসা থাকবেই🥰❤️
পিলখানা হত্যাকান্ডের বিচার চাই 😢
Mohila bole BDR Bidraho 😢😢😢😢 after 15 years 😢😢😢😢😢
জাহিদুর রহমান স্যারের কথা শুনলে মনটা ঠান্ডা হয়
আসসালামু আলাইকুম মেজর শাকিল সাহেবের ছেলে একদম সত্য বলেছে আমি তার সাথে একমত
পীলখানায় শহিদ সকলে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীব করুণ।
Presenter said BDR Bidraho after 15years😢😢😢😢😢
প্রত্যেক বিডিআর বিদ্রোহ যারা সেনা অফিসার মারা গেছে পিলখানা প্রত্যেকের বিচার করতে হবে এবং কি যারা দোষী তাদেরকে ফাঁসি দিতে হবে বাংলাদেশ তত্ত্বাবধায় সরকারের কাছে এবং সেনাপ্রধানের কাছে আমাদের এই দায়িত্ব সাধারণ জনগণের দায়িত্ব দাবি দাবি সাধারণ জনগণের দাব
২৫ শে ফেব্রুয়ারি পিল হত্যা যেদিন হয়েছিল সেদিন আমি অনেক ছোট ছিলাম আমার বয়স ছিল ১০ বছর
বিটিভিতে দেখতেছিলাম একজন ব্যক্তি এসে শুধু বলতেছে যে আমি গায়েব রক্ত মেখে শুয়ে ছিলাম একারনে বেঁচে গেছি,
যখনই পিলহত্যা কথাটা আমার মাথায় আসে তখনই ওই সিনারিটা আমার মনে পড়ে,
পরবর্তীতে যখন কিছুটা বড় হয় এবং বুঝতে পারি, এটা একটা পরিকল্পিত হত্যা, তারপর থেকে আমি মনে মনে বলে আসতেছি হে আল্লাহ তুমি পিল হত্যা এবং হেফাজত হত্যার বিচার কর এবং এর সঠিক তদন্ত করে জাতির সামনে তুলে ধরার ব্যবস্থা করে দাও।
যেদিন সরকার পতন হয় সেদিন থেকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্ট সে বলে আসতেছি যে পিল হত্যা এবং হেফাজত হত্যার সঠিক তদন্ত করা হোক।
অনেক সময় অপেক্ষা ছিলাম অনুষ্ঠানটি দেখার জন্য ❤
Assalamualaikum everyone, hasnat my brother well done. Well spoken
একজন প্রিয় আলোচক ডাক্তার জাহেদুর রহমান। সব খবরের অসাধারণ বিশ্লেষণ করেন।
উনি তো বিশ্লেষণ করেন না, উনি ঘুরে ফিরে একই কথা বলেন।
উনার একতরফা কথা।উনার কথায় মনে হচ্ছে যে উনি উপস্তিত ছিল।উনি দল কানা লোক।
নিকোল অন ফায়ার, ধন্যবাদ যমুনা ধন্যবাদ আপু
এই Sir কে আল্লাহ বাচিঁয়ে রাখছে, Sotto টা জানার জন্য! হায়াত মহত আল্লাহ হাতে
এই উপস্থাপিকা কে, পদত্যাগ করান নয় তো বা আমরা যমুনা টিভি বয়কট করবো,, ,,
বয়কট
সত্যি শুনতে শিখুন।প্রত্যেকের জবাবদিহিতা থাকা দরকার এটা সমন্বয়কদেরই কথা।আমরা সমন্বয়কদের সম্মান করি এবং উপস্থাপিকাকেও।আগে যা হয়নি তা এখন হবে।আগের দিনগুলোর পরিবর্তনের জন্যই এই স্বাধীনতা।আপনি একাই আন্দোলন করেননি
।আমরাও ছিলাম।কই আমরা তো বিরোধিতা করছি না।
নিকোলকে যমুনা টিভির টক-শোতে দেখতে চাইনা, সে শুধু নরমদের সাথে সাহসিকতা দেখাতে পারে😅
😂 New Dhanda baaz nocol 😂
Agreed
Agree
নিকোলার বহিষ্কার চাই
পক্ষে গেলে আরাম না গেলেই খারাপ তাইন্যা?
Thank you soo much presenter for the program .well done
ই মহিলাকে যমুনা টিভি থেকে সরানো হোক নাহলে আমরা আমাদের প্রিয় যমুনা টিভিকেও বয়কট করতে বাধ্য হবো
It's true. BDR Bidraho what a stupid language after 15 years..
Keno Bhai true kotha bollei oni kharap aisob monmanisokota change koren
আমার প্রিয় উপস্থিকা
উপস্থাপিকার জন্য আসলাম দেখতে , যে যাই বলুক সত্য প্রচারে পিছপা হবেন না শুভেচছা ও দোওয়া রইলো
নিকল কে চাকরিচ্যুত করা হোক
Why ?
Why?
সত্যি কথা শুনতে খারাপ লাগে?
সত্যি বলছে সে জন্য ভালো লাগে না😂
She is one of the best anchors in BD media now
এই মহিলার কোন টকশোই দেখব না। ভারতীয় উপস্থাপিকাদের মত চিৎকার চেচামেচি শুরু করেছে।
ঠিক
ঠিক বলেছেন
😂😂😂
tomar dekhar dorkar nai
রাইট
আগে তো ইঁদুরের গর্তে ছিলেন ।এখন ৩২ নিয়ে কান্নাকাটি করেন।
৭২/৭৫ নিয়ে পড়াশোনা করুন।
Right
Right
পিলখানা হত্যা কান্ডের বিচার দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ অধির আগ্রহে বসে আছে।
ধন্যবাদ রোকসানা আঞ্জুমান নিকোল কে।
যারা একদিনের একটি এপিসোড দেখে নিকোল আপু কে জাজ করছেন উনাদের প্রতি অনুরোধ ২০১৮ সাল থেকে নিকোল আপুর কাজ গুলো আগে দেখে উনাকে জাজ করবেন,একদিনের একটি ভুলকে কেন্দ্র করে নয়।আমি আশা করছি উনি সামনে আরও যত্নবান হবেন।মানুষ মাত্রই ভুল।উনার ভবিষ্যতের কাজ গুলো অবজার্ভ করেন প্রয়োজনে।
নিকোল আপুর জন্য শুভকামনা..
আর অনুষ্ঠানটি সপ্তাহে পাঁচ দিন করা যায় না কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি
এই সাংবাদিক পুরাই আগুন, নিকোলকে কথা অনেক ভালো লাগে, রাজনৈতিক অনুষ্ঠান আমি এখনো মিছ করি না, এভাবেই এগিয়ে যাক যমুনা টিভি
খুব সুন্দর আলোচনা❤❤❤
এ বেডির কথা বলার স্টাইল অনেক নম্র হওয়া দরকার।এই মহিলার দিনকে দিন ভাব যে বাড়তেছে একটা
তুই দেখিস না
ভাই তোদের রহস্যটা একবার বল তো দেখি। যতগুলা এমন কমেন্টস করতেছিস সবগুলা দেখাচ্ছে youtube এ কয়েকদিন আগে বা কয়েক সপ্তাহ আগে জয়েন করেছিস। তোরা নিশ্চয়ই ছাত্র-জনতারগণঅভ্যুত্থান কে কলঙ্কিত করার জন্য এমন করছিস
উনি তো মুগ্ধ পানি বলে কান্না করে দিয়েছিল
এই মহিলা আরও বেশি ভাইরাল হওয়ার জন্য অভিনয় করেছে
Natok chhilo
@@MithuThaminaআওয়ামী লীগ যেমন সব চ্যানেলকে গোলাম বানিয়ে রেখেছিল, আপনারাও গোলাম বানিয়ে রাখতে চান???
এতো বড় একটা জরুরি টপিক আরো বেশি সময় নিয়ে আলোচনা করা উচিত ছিলো
বেশি তেলাতেলি করলে চাটি থাকবে না।তৈল দিতে দিতে তৈলের অভ্যাস এখনো রয়ে গেছে মনে হয়। কিছু তৈলাক্ত ব্যক্তি বর্তমান সুশীল সেজেছে।
যমুনার এই যাত্রায়.... এই আলোচনা অথবা মতামত যাই হোক না কেন এভাবে দাড়িয়ে কথা বলা কিংবা কথার জবাব দেওয়া কতটুকু যুক্তিতর্ক আমি বুঝিনা। আপনারা চাইলে হাই চেয়ার এর ব্যবস্থা করতে ❤❤❤
নিকোল আপুর প্রশ্ন জনগনের মনের ভাষা
বাংলাদেশের জন্য ভারতের যেকোনো পদক্ষেপ অত্যন্ত বিপদজনক বলে মনে করি। সুতরাং, যেকোনো পদক্ষেপ নিয়ে সজাগ থাকা জরুরি।
সমন্বয়ক:- সারজিস আলম।
Very precise hosting atleast for today's program. Good job Nicole
নিকোলকে একটা কথা বলতে চাই। জনগণ যেমন কাউকে মাথার তাজ বানাতে পারে তেমনি কাউকে পায়ের জুতাও বানাতে পারে।
আপনার মাথায় রাই খেন এই কথা 😮😮😮😮😮
tui rajnitir ki val ta bujuj bol hudai kesal koros ken? akane sob doroner kota bola tar kaj bujte parso asa kori...
আরে ভাই, হাসনাত আব্দুল্লাহর আম্মাজান সাজতে চাইছিল।
আপনার কথা ভালো লাগে, উচিত কথা বলেন তাই, তাই আপনার কথা শুনতে চলে আসি
খুব ভালো লাগলো, তারপর সব কিছু জানতে চাই,
ঝমুনা টিভিও ৭ ১ টিভি বানিয়ে দিবে এই মহিলা
পা চাটলে সঙ্গী, না চাটলে ....
মনে আওয়ামী প্রেম আছে 😊😊 ক্ষেত্র তা সরানো
পা চাটলে সঙ্গী, না চাটলে ....
একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান
এই উপস্থাপিকাকে আর যমুনা টিভিতে দেখতে চাইনা
পা চাটলে সঙ্গী, না চাটলে...
একজন উপস্থাপিকার প্রপার হোমওয়ার্ক করে শো তে আসা উচিৎ ছিলো। ১৫ বছর পরও যদি জিজ্ঞেস করে টাট্টু শো কি তাহলে কি বলবো। কতটা ইগ্নোরেন্ট হলে এটুকু হোমওয়ার্ক করেন না?
মাননীয় উপস্থিকাকে আরো বিনয়ী হবার অনুরোধ, আপনার আরো সংস্কার দরকার, একপেশে কথা বলার অভ্যাস ছাড়তে হবে না হলে জনগণ আপনাকে বয়কট করবে।
সময় সীমিত সেই জন্য তাড়াতাড়ি বলতে হয়
নিকুন আপা আপনাকে এবং যমুনা টিভিকে গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।গ্রাম পুলিশ বাহিনী ৬০০০ হাজার ৫০০ টাকা আমরা বেতন পেয়ে থাকি ৬৫০০ টাকা বেতনে সংসার চালানো অসম্ভব দয়া করে যদি আপনি আমাদের গ্রাম পুলিশের কথা টকশোতে তুলে ধরতেন আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকিব এবং যমুনা টিভি কাছে কৃতজ্ঞ থাকিব বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী।
ভাই আপনারা যে চা খাওয়ার জন্য টাকা গুলো নেন এগুলো কিসের? কোন একটা কপির জন্য গেলে টাকা ছাড়া দেন না এগুলো কি হবে? 38:06
ওয়ারিশ সার্টিফিকেট নিতে কতটাকা নেয়?
আপনারা এত দিন কই ছিলেন
Please improve video quality and video ratio should be Fullscreen
এই মহিলা কে যমুনা টিবি থেকে সরানোর দাবি জানাই
আওয়ামী লীগ যেমন সব চ্যানেলকে গোলাম বানিয়ে রেখেছিল, আপনারাও সব চ্যানেল কে গোলাম বানিয়ে রাখতে চান??? নিজেদের নবী স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করতে চানআওয়ামী লীগ যেমন সব চ্যানেলকে গোলাম বানিয়ে রেখেছিল, আপনারাও সব চ্যানেল কে গোলাম বানিয়ে রাখতে চান??? নিজেদের নব্য স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান????
নিকল আপু সেরা❤
আল্লাহ এই লোকটার নেক হায়াত বৃদ্ধি করুক
পিতার কন্যাকে আর দেখতে চায় না এই অনুষ্ঠানে... তাকে ৩২ নাম্বারে পাহারাদার রাখা হোক।
পা চাটলে সঙ্গী, না চাটলে ....
সে একজন সাংবাদিক আপনার মত কেউ নয়,আপনি বায়াসড হতে পারেন তিনি নন,নিকোল এর আগের অনেক শো দেখেছি তিনি যথেষ্ট যোগ্য এই শো পরিচালনার জন্য।
সহমত পোষণ করছি।
Mane jei sangbatik apnar mot er biruddhe jabe takei shoraya dewa lagbe? Taile apnar ar hasinar moddhe parthokko ki thaklo?
Ami akjon student hoiya boltesi akjon anchor hisebe uni neutral silen ar aitai drkr so please asob ajaira kotha bole amader back sadhinota horon korben na
Jamuna good news
মুরাদ টাকলুর হাতে পুরষ্কার নিয়েছিলেন উনি😂
😂😂
সারজিসের এমন অনেক পিক আছে একটু কস্ট করে দেখে নিবেন
Murad takla khaye disa
@@Md.Arifuzzaman-u4usarjis aga satro league korto ae mohila ki dolkorar kaj kora
এই উপস্থাপিকে আর দেখতে চাই। যতক্ষণ না পর্যন্ত সে জাতির কাছে ক্ষমা না চাই।
তোর তো বানান ই ঠিক নাই 😅
আওয়ামী লীগ যেমন সব চ্যানেলকে গোলাম বানিয়ে রেখেছিল, আপনারাও গোলাম বানিয়ে রাখতে চান???
কেন ?
😂😂😂😂😂
রাইট স, বাচ্চাদের জন্য আজ মানুষ ফ্রি ভাবে কথা বলতে পারছি, সাববাস বাচচারা, সাববাস বাংলাদেশ,
এই মহিলা আমি লীগের দালাল হিসেবে কাজ করছে
apnake ke bolce vai hudai kesal koren ken?
@@MdRakib-sl1inata sottto era indian der dalal amader media der news channel der blindly trust kora thik na akhono boro chokrantoh choltase
বেশি মাথা গরম আপনাদের। মাথা ঠান্ডা করুন। এই সাংবাদিক তার কাজ ঠিকমত করছেন। এটাই আসল সাংবাদিকতা।
যে নিজে দালাল,সে সবাইকেই দালাল মনে করবে এটাই স্বাভাবিক।
ঠিক বলেছেন ভাই। এতদিন তার এই ভাষাগুলো কোথায় ছিলো??
আজকের প্রশ্ন, "জাহেদ ভাই, আপনি বলুন 'আশিক বানায়া, আশিক বানায়া' কোন সিনেমার গান?"
তৎকালীন প্রত্যক্ষ একজন বিডিআর সদস্য রাখলে আরো ভালো হতো।
এই উপস্তাপিকার পদত্যাগ চাই ✋✋
আমরা এই উপস্থাপিকাকে যমুনা টিভিতে আর দেখতে চাই না।
সহমত
ATN বাংলা মালিক জড়িত ওনাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক।
Congratulations