@@InjusticeinIndia সেই উন্মাদি কট্টরপন্থা ঢুকেছে বলেই না দুর্গা মূর্তি, মণ্ডপ, ইসকন ভাঙ্গা হলো.... উন্মাদীরা নিজেই হনুমান মূর্তির চরণে কুরান রেখে হিন্দুদের দোষ দিয়ে নির্বিচারে অত্যাচার চালালো। এখন আবার India out campaign চলছে....এটা পাকিস্থান বা বাংলাদেশের কথা নয়, এটা হলো converted মুসলিমদের কথা। সৌদি আরবের আসল মুসলমানরা কখনও এরকম করেনা কিন্তু .....
যাক সরোবরের মূর্তি টা এখোনো অক্ষত আছে.. সেটা দেখে মনটা তৃপ্তি পেলো.. 🙏🙏তবে একটা কথা বলবো পশ্চিমবঙ্গ এর যে কোনো বিশ্ব বিদ্যালয়ের থেকে অনেক অনেক সুন্দর।এই বিষয়ে কলকাতা কে ১০ গোল দিয়েছে ঢাকা
আমি ভাবতে পারিনি যে বাংলাদেশ একটি ইসলামিক দেশ হয়েও এত সুন্দর সরস্বতী পূজা হয় ।ভাবতেই পারিনি এটা ।দেবীর মূর্তি ও মণ্ডপ গুলো সত্যি দেখার মতো ।আর সেই সাথে আপনার সুন্দর উপস্থাপনা এক কথায় অসাধরন !আপনি একজন ইসলাম ধর্মের মানুষ হয়ে খুবই চমৎকার ব্যাক্ষা করে তুলে ধরেছেন ।এক মুহূর্তে মনে হলো না এটা ঢাকা বা বাংলাদেশ ।যেন কোলকাতার সরস্বতী পূজা দেখছি ।তাহলে বাংলাদেশের ওই মানুষ গুলো কারা ।যারা হিন্দুদের দেব দেবীর মূর্তি ভাঙে ?কারা সেই মানুষ যারা আমাদের ভারতীয় শিল্প সংস্কৃতি কে কুৎসিত ভাবে ব্যাংগো করে ?আপনাকে আমাদের কলকাতা তে আমন্ত্রণ জানাই !আর আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই !
বাংলাদেশ কোনো ইসলামিক দেশ না। এটা সেকুলার দেশ। মুসলিম রা সংখ্যাগরিষ্ঠ কিন্তু বাংলাদেশে সব পূজার উৎসব ধুমধাম করে হয়। ঢাকা চট্টগ্রামের দূর্গাপূজা কালীপূজা জন্মাষ্টমী পুজা দেখলে আপনার মুখ হা হয়ে পরবে
When bd is muslim majority u r calling it Islamic country d3spite of being secular .. but where ur such logic goes when it comes about india ? .. bootlicking mentality
Ei saraswati pujo Dhaka'r ekta university te kora hyche, it doesn't mean puro Bangladesh is celebrating pujo. Bangladesh er most of the jaigai hindu birodhi camp chole, they destroy temples specially in gram elakai. So stop portraying Bangladesh as a secular country.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্র , ছাত্রী, কর্মকর্তা গণ ও বিভিন্ন সুভানুধ্যায়ীদের ঐকান্তিক প্রচেষ্টায় যেভাবে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা করেছেন সেটা সত্যিই অননুকরণীয়।অনুষ্ঠানটি সর্বাঙ্গীণ সুন্দর হয়েছে।সবাইকে আন্তরিক অভিনন্দন সেইসঙ্গে উপস্থাপিকাকে ও হার্দিক অভিনন্দন জানাই।
এতগুলো পূজো একসঙ্গে দেখে খুব খুশি হলাম। প্রার্থনা করি যাতে প্রতি বছর এরকম পূজো দেখার সৌভাগ্য অর্জন করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী বৃন্দকে এতো সুন্দর ভাবে পূজো আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ❤
এপার বাংলা থেকে বলছি, প্রতিটা প্রতিমা মন্ডপ খুব সুন্দর হয়েছে। ৭-৮% হিন্দুদেশে এতোগুলো মন্ডপ ও মূর্তিতে মুসলমান ছাত্রছাত্রীদের অবদান নেই তা অসম্ভব,সেই জায়গা থেকে সেই সকল সহযোগী মুসলমান ছাত্রছাত্রীদের ও উপস্থাপক সকল কেই অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ ভাবে তাদের ও ধন্যবাদ যারা মূর্তিপূজার বিরোধী তবুও এগুলোকে ভাঙ্গেনি🎉
খুব সুন্দর, শৈল্পিক উৎকর্ষতা প্রকাশ পেয়েছে। বাংলাদেশে এত সুন্দর ভাবে জানা ছিল না। ইসলামীক দেশে মূর্তি পূজা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। ভারতে ও এত সুন্দর পূজা হয়না। ভারত থেকে বলছি।
সরস্বতী পুজোর সময় এই জগন্নাথ হলের কথা খুবই মনে পড়ে। নব্বই দশকের একেবারে গোড়ার দিকে আমি তখন এই হলেরই আবাসিক ছাত্র। তখন অবশ্য এত ডিপার্টমেন্ট ছিল না কিন্তু সরস্বতী পুজোর আনন্দ কোনো অংশে কম ছিল না। আজও সেইদিনগুলি আর সেই সব বন্ধুদের খুবই মনে পড়ে।
বড্ড ভালো লাগলো আপনার এই পরিস্থাপনা দেখে,, সাথে অসংখ্য ধন্যবাদ রইল আপনাকে ও অবশ্যই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অধ্যাপক তথা সকল ছাত্র ছাত্রী দের, যাদের অক্লান্ত পরিশ্রম ও পরিকল্পনায় এই ভাবে মা সরস্বতী পুজোর Concept যা কিনা অবিস্মরণীয় ভাবে গোটা বিশ্বের কাছে তুলে ধরার জন্য... 🙏🙏🙏🙏.. From India 🇮🇳.. 🙏🙏
পশ্চিমবঙ্গ নিয়ে যা বলছেন তা ঠিক কিন্ত বাংলাদেশ নিয়ে আপনি যা ভাবছেন তা ভুল। প্রথম কথা যেটা দেখতে পাচ্ছেন সেটা খুব ছোট একটা জায়গার দৃশ্য। দশটা মূর্তি মানে দশ জায়গায় হচ্ছে ভাববেন না। দ্বিতীয় হচ্ছেন শেখ হাসিনা। উনি যেদিন ক্ষমতা থেকে চলে যাবেন সেদিন দেখতে পাবেন পূর্ব পাকিস্তানের প্রকৃত চেহারা।
Thanks to all Dhaka university students jara ato sundor vabe ato valo valo idea nia saraswati pujo mondop korechen... R apanakeo thank you ato valo vabe present korar jonne video ta. Keep going.
বাংলাদেশে সাধারণত অনেক মানুষ খুব বেশি এক চোখা মৌলবাদী মতাদর্শে বিশ্বাস রাখে। তার মধ্যে এটা দেখে বিস্ময় জাগলো, মনে সুস্থ সংস্কৃতির আশা জাগল। ধন্যবাদ উপস্থাপিকা। 👏
অসাধারণ লাগলো আপনাদের এই সংস্কৃতি , সঙ্গে বাজনাটিও একেবারে সময় উপযোগী , জয় মা সরস্বতী। আপনার উপস্থাপনাও খুব সুন্দর , 🙏🙏🙏🙏 আমি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা I
এত সুন্দর ও শুদ্ধ বাংলা ভাষায় ভিডিওটা পরিবেশন করলেন, খুব ভালো। আপনার দেশে কি করে আপনি হিন্দু সম্প্রদায়ের এরকম একটি বিশেষ ভিডিও তুলে ধরলেন ভাবতেই অবাক লাগছে। ওখানকার কিছু বকধার্মিকের চক্ষুশূল হয়ে যাবেন। ইসলামী কট্টরপন্থীদের রোষানলে পড়লে কিন্তু আপনারই বিপদ। সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আবেগ উদ্দীপনার মধ্যে কোন আঘাত আসেনি, এজন্য বাংলাদেশ সরকারের প্রশাসনকে ধন্যবাদ।
In the midst of negativity this video of you is a fresh wind of positivity. We need more youtuber like you who always keep humanity first. Your video will definitely change Indian people 's perception towards Bangladesh. Love from West Bengal, India.
অসাধারণ, খুব সুন্দর, এত সুন্দর আদং বিশাল আয়োজন সত্যি ভাবা যাই না, পশ্চিমবঙ্গ বা ভারতের কোন শিক্ষা প্রতিষ্ঠানে এত সুন্দর সরস্বতী পূজার অয়োজন হয় না , সবশেষে এত সুন্দর উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🙏👍👏
সরস্বতী পুজার এই ব্লগটা কেনো জানি ইউটিউব আমার নিউজ ফিডে ছেড়ে দিলো। দেখতে দেখতে মুগ্ধ হলাম। যেমনে আপনার বাংগালিয়ানা লুক, তেমনি কিউট হাসি আর সাবলীল উপস্থাপনা। এর পরে এই আপনার বছরের দুর্গাপূজার ব্লগটাও দেখলাম। আমার একটা রিকুয়েস্ট রাখেন, একবার ওপার বাংলাই গিয়ে শান্তিনিকেতন নিয়ে একটা ব্লগ বানান।
Amazing. Delighted at the same time surprised to see beautiful Saraswati puja at Dhaka uni. Thank you didi for your beautiful presentation. God bless you.
ভাই তোমারই কট্টর উশকানিমুলক কথাগুলো , তুমি যে গুজরাটি ইন্ডিয়ান তা প্রকাশ করে। ঢাকা ইউনিভার্সিটি কি বাংলাদেশে নাহ?? ফালতু কথা গুলো ছেড়ে ভালো কথা শিক্ষার জন্য ঢাকা ইউনিভার্সিটি ও বাংলাদেশে আসা আনুরোধ রইলো। আর শোন ২-১ টা বিচ্ছিন্ন ঘটনা পৃথিবী সব খানে হয় , এইসব ঘটনা বাংলাদেশি মুসলিম দের কে প্রকাশ করে নাহ। আর মুসলিমরা অন্যের ধর্মকে সম্মান করে, নাহলে ৬০০+ বছর মুসলিমরা ভারত শাসন করেছে তাহলে আজ কোন হিন্দু খুজে পাওয়া যেত নাহ।
Woaa. Ki osadharon, wholesome presentation. U are really good with your words miss. IIT niye apnar understanding bhalo laglo. Medicine er kichu deklam na.. I guess they have got separate med university like we have in kolkata. But in delhi all med colleges come under DU itself haha. Jaihok apnar channel er jonno shubheccha roilo, apni asolei khub sundor bangla bolen.
India theke bolchi..tumi khub valo vabe explain korle..ei rokom udar thought process is required for Humanity...tomake onek wish kori..valo theko..r tomar parents der amar wishes janio...khub valo upbringings korechen...
ভারত থেকে বলছি ,প্রত্যেক টি প্রতিমা ও পূজামন্ডপ গুলি অত্যন্ত সুন্দর 👌👌👌🙏
❤️
ভালোবাসা জানবেন ❤
Outstanding - in one word
@@shakilazerin23 ❤❤
চমৎকার উপস্থাপনা এবং সুন্দর পরিবেশ | পশ্চিমবঙ্গে ও বিরল।
ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্যদের।
উপস্থাপিকাকে শুভেচ্ছা রইলো।
আমি ভারতীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা, এইভাবে হয়। জানা ছিল না। মন ভরে গেল। সামনের বছরে আবার দেখতে চাই।
এখনও ভাঙ্গা হয়নি....!! যাক অক্ষত অবস্থায় মূর্তি ও মণ্ডপ দেখে খুশী হলাম।
Bangladesh Pakistan noi...ekhono Bangladeshe sei kotorota dhokeni...hope Dubai, Saudi Arab er moton..accept Kora sikhbe.
@@InjusticeinIndia সেই উন্মাদি কট্টরপন্থা ঢুকেছে বলেই না দুর্গা মূর্তি, মণ্ডপ, ইসকন ভাঙ্গা হলো.... উন্মাদীরা নিজেই হনুমান মূর্তির চরণে কুরান রেখে হিন্দুদের দোষ দিয়ে নির্বিচারে অত্যাচার চালালো। এখন আবার India out campaign চলছে....এটা পাকিস্থান বা বাংলাদেশের কথা নয়, এটা হলো converted মুসলিমদের কথা। সৌদি আরবের আসল মুসলমানরা কখনও এরকম করেনা কিন্তু .....
Right seaking.
ঢাকায় সেই ১৯৭১ সালের পর কখনো কোথাও হিন্দু বৌদ্ধ দের মূর্তি ভাঙা হয়নি। ঢাকায় শিখ গুরুদওয়ারা ও রয়েছে।
@@abdulgaffar4597-g7h ei sedin khobor dekhechilam
যাক সরোবরের মূর্তি টা এখোনো অক্ষত আছে.. সেটা দেখে মনটা তৃপ্তি পেলো.. 🙏🙏তবে একটা কথা বলবো পশ্চিমবঙ্গ এর যে কোনো বিশ্ব বিদ্যালয়ের থেকে অনেক অনেক সুন্দর।এই বিষয়ে কলকাতা কে ১০ গোল দিয়েছে ঢাকা
Ever heard of IIT KGP?
ঢাকায় ১৯৭১ এর মুক্তিযুদ্ধের পর কোনো মূর্তি ভাঙা হয়নি
@@abdulgaffar4597-g7h kuch din pehle hi durga maa ki murti todi gyi thi......jhuth mat bolo
@@abdulgaffar4597-g7h , এটা একটু বেশি হয়ে গেল!!!!!!!!!!
কোলকাতার মানুষ অসভ্যতা করতে বেশি ব্যাস্ত ন্যাকামো করবে না পুজো করবে?
অপূর্ব । মা সরস্বতী সবার মঙ্গল করুন । আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
কি হয় জানেন তো, অল্প কিছু লোকের জন্য সবার দুর্নাম হয়৷ বেশির ভাগ সাধারণ মানুষ কিন্তু মিলেমিশে ভালো থাকতেই ভালোবাসে।
@@shakilazerin23 আপনি সম্প্রীতির পরিচয় দিয়েছেন.... সবাই মিলেমিশে থাকবে এটাই তো কাম্য। খুব ভালো থাকবেন
@@shakilazerin23India te ashe jao Aamra dujon biye kore nei, Tumi Hindu Dharma Grohon kore nebe Biye por, Tumake Khub Sundor kore Rani baniye rakhbo.
@@shubhrajitchakraborty8380অসভ্যতা শুরু হয়ে গেল?কোলকাতা থেকে বেশি সভ্য ভাবে পুজো হচ্ছে ।
@@shakilazerin23tumi valo theko beta...
পশ্চিমবাংলা থেকে বলছি প্রত্যেকটি প্রতিমা ও মন্ডপ অসাধারণ হয়েছে 🙏
আমি ভাবতে পারিনি যে বাংলাদেশ একটি ইসলামিক দেশ হয়েও এত সুন্দর সরস্বতী পূজা হয় ।ভাবতেই পারিনি এটা ।দেবীর মূর্তি ও মণ্ডপ গুলো সত্যি দেখার মতো ।আর সেই সাথে আপনার সুন্দর উপস্থাপনা এক কথায় অসাধরন !আপনি একজন ইসলাম ধর্মের মানুষ হয়ে খুবই চমৎকার ব্যাক্ষা করে তুলে ধরেছেন ।এক মুহূর্তে মনে হলো না এটা ঢাকা বা বাংলাদেশ ।যেন কোলকাতার সরস্বতী পূজা দেখছি ।তাহলে বাংলাদেশের ওই মানুষ গুলো কারা ।যারা হিন্দুদের দেব দেবীর মূর্তি ভাঙে ?কারা সেই মানুষ যারা আমাদের ভারতীয় শিল্প সংস্কৃতি কে কুৎসিত ভাবে ব্যাংগো করে ?আপনাকে আমাদের কলকাতা তে আমন্ত্রণ জানাই !আর আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই !
বাংলাদেশ কোনো ইসলামিক দেশ না। এটা সেকুলার দেশ। মুসলিম রা সংখ্যাগরিষ্ঠ কিন্তু বাংলাদেশে সব পূজার উৎসব ধুমধাম করে হয়। ঢাকা চট্টগ্রামের দূর্গাপূজা কালীপূজা জন্মাষ্টমী পুজা দেখলে আপনার মুখ হা হয়ে পরবে
When bd is muslim majority u r calling it Islamic country d3spite of being secular .. but where ur such logic goes when it comes about india ? .. bootlicking mentality
বাংলাদেশ ইসলামিক দেশ নয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মুসলিমরা সংখ্যাগুরু এখানে। আপনার হিসাবে ভারতও হিন্দু দেশ।
যারা মূর্তি ভাঙেন তাদের পূর্বপুরুষ হিন্দু ছিলেন।আসুন এমন ধর্ম গ্রহণ না করি যা ধর্মে ধর্মে বিভেদ ছড়ায়।
Ei saraswati pujo Dhaka'r ekta university te kora hyche, it doesn't mean puro Bangladesh is celebrating pujo. Bangladesh er most of the jaigai hindu birodhi camp chole, they destroy temples specially in gram elakai. So stop portraying Bangladesh as a secular country.
বাংলাদেশে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুজো দেখে মন ভরে গেল। ধন্যবাদ। কলকাতা থেকে।
একটি নতুন তথ্য পেলাম। একটি প্রাঙ্গণে এতগুলি সরস্বতী পূজোর আয়োজন হয় জানা ছিল না। সবাই বাগদেবী আশীর্বাদ পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হোক এই কামনা করি। ধন্যবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্র , ছাত্রী, কর্মকর্তা গণ ও বিভিন্ন সুভানুধ্যায়ীদের ঐকান্তিক প্রচেষ্টায় যেভাবে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা করেছেন সেটা সত্যিই অননুকরণীয়।অনুষ্ঠানটি সর্বাঙ্গীণ সুন্দর হয়েছে।সবাইকে আন্তরিক অভিনন্দন সেইসঙ্গে উপস্থাপিকাকে ও হার্দিক অভিনন্দন জানাই।
অপূর্ব সুন্দর, ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি ও সংস্কৃতিকে ধরে রাখার জন্য।
এতগুলো পূজো একসঙ্গে দেখে খুব খুশি হলাম। প্রার্থনা করি যাতে প্রতি বছর এরকম পূজো দেখার সৌভাগ্য অর্জন করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী বৃন্দকে এতো সুন্দর ভাবে পূজো আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ❤
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে বলছি। সরস্বতী পূজা আমাদের হলের একটি বিশেষ ও অন্যতম উৎসব 🤎
পুজাগুলো তো অসাধারণ সাথে সুন্দর উপস্থাপনা। নাম দেখে মুসলিম মনে হয়। এরপরেও এমন আন্তরিক উপস্থাপনা ভালো লেগেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত আড়ম্বর করে সরস্বতী পূজা হয় জেনে খুবই ভালো লাগলো। উপস্থাপনাও অসাধারণ হয়েছে।
ধন্যবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে।
আপনার বাংলা উচ্চারণ আর শব্দচয়ন অসাধারণ,সাথে মিউজিক সিলেকশনও 👌
এপার বাংলা থেকে বলছি,
প্রতিটা প্রতিমা মন্ডপ খুব সুন্দর হয়েছে।
৭-৮% হিন্দুদেশে এতোগুলো মন্ডপ ও মূর্তিতে মুসলমান ছাত্রছাত্রীদের অবদান নেই তা অসম্ভব,সেই জায়গা থেকে সেই সকল সহযোগী মুসলমান ছাত্রছাত্রীদের ও উপস্থাপক সকল কেই অসংখ্য ধন্যবাদ।
এবং বিশেষ ভাবে তাদের ও ধন্যবাদ যারা মূর্তিপূজার বিরোধী তবুও এগুলোকে ভাঙ্গেনি🎉
সব গুলাকে তারাব।
@@chungamunga9898 converted chuslim der tarabo😎
খুব ভালো লাগলো দেখে।ভারতে কোনো বিশ্ববিদ্যালয়ে এতো সুন্দর ভাবে স্বরস্বতী পূজা হয়না।এত ভালোভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Wow.. দেখে খুব ভালো লাগলো.. Nice video and great Presentation.. জয় মা সরস্বতী.. 🙏
সাক্ষাৎ মা সরস্বতী সঙ্গে সরস্বতী পুজো পরিক্রমা! অপূর্ব সবটাই!
খুব সুন্দর, শৈল্পিক উৎকর্ষতা প্রকাশ পেয়েছে। বাংলাদেশে এত সুন্দর ভাবে জানা ছিল না। ইসলামীক দেশে মূর্তি পূজা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। ভারতে ও এত সুন্দর পূজা হয়না। ভারত থেকে বলছি।
আমার অনেক দিনের খুব ইচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো,,একবার গুঁড়ে দেখার খুব ইচ্ছে আছে।🇮🇳
মন ছুঁয়ে গেলো... প্রতিটা মণ্ডপ সজ্জা অপূর্ব... ঢাকা বিশ্ববিদ্যালয় কে ধন্যবাদ বিদ্যার দেবী সরস্বতীমার পূজা এতো সুন্দরভাবে উৎযাপন করার জন্য 👍🙏
সরস্বতী পুজোর সময় এই জগন্নাথ হলের কথা খুবই মনে পড়ে। নব্বই দশকের একেবারে গোড়ার দিকে আমি তখন এই হলেরই আবাসিক ছাত্র। তখন অবশ্য এত ডিপার্টমেন্ট ছিল না কিন্তু সরস্বতী পুজোর আনন্দ কোনো অংশে কম ছিল না। আজও সেইদিনগুলি আর সেই সব বন্ধুদের খুবই মনে পড়ে।
খুব সুন্দর উপস্থাপনা করেছেন দিদি,
শাড়িতে আপনাকেও দেবীর মতো লাগতেছে
বড্ড ভালো লাগলো আপনার এই পরিস্থাপনা দেখে,, সাথে অসংখ্য ধন্যবাদ রইল আপনাকে ও অবশ্যই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অধ্যাপক তথা সকল ছাত্র ছাত্রী দের, যাদের অক্লান্ত পরিশ্রম ও পরিকল্পনায় এই ভাবে মা সরস্বতী পুজোর Concept যা কিনা অবিস্মরণীয় ভাবে গোটা বিশ্বের কাছে তুলে ধরার জন্য... 🙏🙏🙏🙏.. From India 🇮🇳.. 🙏🙏
বাংলাদেশের সকল মানুষকে অভিনন্দন জানাই ও সারদ শুভেচ্ছা জানাই, ❤❤❤
আপনিই তো সাক্ষাত্ সরস্বতী এবং আপনার উপস্থাপনা বেশ লাগল।এতগুলি দেবীমূর্তির মণ্ডপ দেখে ভালো লাগল এবং অবাক হলাম বটে ।
Gole jachen keno? Bangladesh (East Pakistan) theke koto koti hindu ke vite mati chere palie aste hoeche janen?
এমন দৃশ্য খুবই বিরল, তার অভাব অনুভব করছি। আপনাকে খুব নান্দনিক সৌন্দর্যে দেখে মুগ্ধ মম আঁখি। ❤
দেখে খুব ভালো লাগলো। কাঁথি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ।
একিটি ভালো লাগার মত ভিডিও, উপস্থাপনাও সুন্দর।
নমস্কার
আপনি যেমন সুন্দর তেমনি আপনার উপস্থাপন । কি সুন্দর করে সব দেখালেন । পশ্চিমবঙ্গেও এমন ভাবে হয় না। ঢাবি বিশ্ববিদ্যালয় কত এগিয়ে আজ স্পষ্ট।
বাহ্!! খুব ভালো লাগলো ঢাকায় সরস্বতী পুজোর আয়োজন দেখে.... আলাদা আলাদা করে পুজো কেনো? সবাই মিলে একটা পূজো করলে হয় না!!!!
অবিশ্বাস্য, অসাধারণ,ভারতবর্ষে এত সুন্দর পূজা আয়োজন হয় না।পঃবঙ্গে অনেক জায়গায় যেখানে হিন্দুদের সংখ্যা কম সেখানে পূজা সম্ভব নয় বা বন্ধ করে দেওয়া হয়েছে।
ভুলভাল বকছেন কেন?
@@somalichakraborty484 কোনটা ভুলভাল? মুসলিম অধ্যুষিত স্কুল গুলোতে অনেক জায়গায় পুজো বন্ধ হয়ে গেছে
apni ekta bal@@empresskashyapm9951
পশ্চিমবঙ্গ নিয়ে যা বলছেন তা ঠিক কিন্ত বাংলাদেশ নিয়ে আপনি যা ভাবছেন তা ভুল। প্রথম কথা যেটা দেখতে পাচ্ছেন সেটা খুব ছোট একটা জায়গার দৃশ্য। দশটা মূর্তি মানে দশ জায়গায় হচ্ছে ভাববেন না। দ্বিতীয় হচ্ছেন শেখ হাসিনা। উনি যেদিন ক্ষমতা থেকে চলে যাবেন সেদিন দেখতে পাবেন পূর্ব পাকিস্তানের প্রকৃত চেহারা।
@@Marshaltit1552 শেখ হাসিনা যেদিন বাংলাদেশের সরকার থেকে চলে যাবে সেদিন ভারতবর্ষে রাজত্ব করবেন যোগী আদিত্যনাথ😂😂😂 বাকিটা এবার ভেবে নেন।।
Thanks to all Dhaka university students jara ato sundor vabe ato valo valo idea nia saraswati pujo mondop korechen... R apanakeo thank you ato valo vabe present korar jonne video ta. Keep going.
খুবই সুন্দর ❤ ঢাকা বিশ্ববিদ্যালয় খুব সুন্দর করে সরস্বতী পুজো আয়োজন করেছে ❤🙏🏻
এতগুলো মা সরস্বতী দেখে অবাক হয়ে গেছি বাংলাদেশে জগন্নাথ কবে সত্যি মনটা ভরে গেল জয় মা সরস্বতীর জয় মা সরস্বতী 🙏🙏🙏
অসাধারণ। মুগ্ধ হলাম। ভারত থেকে বলছি ❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে❤❤
Khub sundor, bangladeshe ato sundor vabe saraswati puja hoy dheke khub valo laglo ❤❤,
বাংলাদেশে সাধারণত অনেক মানুষ খুব বেশি এক চোখা মৌলবাদী মতাদর্শে বিশ্বাস রাখে। তার মধ্যে এটা দেখে বিস্ময় জাগলো, মনে সুস্থ সংস্কৃতির আশা জাগল। ধন্যবাদ উপস্থাপিকা। 👏
খুব ভালো লাগল আপনাদের সরস্বতী পূজার আয়োজন, পাশাপাশি আপনার পরিবেশনা খুব সুন্দর, ভালো থাকবেন এবং শুভেচ্ছা নেবেন। (ভারতের দার্জিলিং থেকে)
অসাধারণ! খুব সুন্দর 😊
Jay Maaa SARASWATI 🙏🤍🙏🤍🙏🤍🙏
খুব ভালো লাগলো। প্রথম দেখলাম একসঙ্গে এত স্বরস্বতী পুজো ।
খুব ভালো মণ্ডপ তৈরি হয়েছে।
মানুষ আনন্দ করছেন।
ভিডিও শেয়ার করার জন্য ধন্যাবাদ জানাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🙏
খুব সুন্দর উপস্থাপনা!!! নমস্কার নেবেন, পশ্চিমবঙ্গ থেকে🙏🙏🙏
অসাধারণ লাগলো আপনাদের এই সংস্কৃতি , সঙ্গে বাজনাটিও একেবারে সময় উপযোগী , জয় মা সরস্বতী। আপনার উপস্থাপনাও খুব সুন্দর , 🙏🙏🙏🙏 আমি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা I
শুধু সরস্বতী পূজা না মনে হচ্ছে সরস্বতী মেলা দেখছি দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ
এত সুন্দর ও শুদ্ধ বাংলা ভাষায় ভিডিওটা পরিবেশন করলেন, খুব ভালো। আপনার দেশে কি করে আপনি হিন্দু সম্প্রদায়ের এরকম একটি বিশেষ ভিডিও তুলে ধরলেন ভাবতেই অবাক লাগছে। ওখানকার কিছু বকধার্মিকের চক্ষুশূল হয়ে যাবেন। ইসলামী কট্টরপন্থীদের রোষানলে পড়লে কিন্তু আপনারই বিপদ। সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আবেগ উদ্দীপনার মধ্যে কোন আঘাত আসেনি, এজন্য বাংলাদেশ সরকারের প্রশাসনকে ধন্যবাদ।
জয় মা সরস্বতী হরেকৃষ্ণ
In the midst of negativity this video of you is a fresh wind of positivity. We need more youtuber like you who always keep humanity first. Your video will definitely change Indian people 's perception towards Bangladesh. Love from West Bengal, India.
Amar dekha best pujo ❤❤❤love from India ❤❤
"Wow, such interesting themes! Thank you for making this wonderful video."
অসাধারণ, খুব সুন্দর, এত সুন্দর আদং বিশাল আয়োজন সত্যি ভাবা যাই না, পশ্চিমবঙ্গ বা ভারতের কোন শিক্ষা প্রতিষ্ঠানে এত সুন্দর সরস্বতী পূজার অয়োজন হয় না , সবশেষে এত সুন্দর উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🙏👍👏
সরস্বতী পুজার এই ব্লগটা কেনো জানি ইউটিউব আমার নিউজ ফিডে ছেড়ে দিলো। দেখতে দেখতে মুগ্ধ হলাম। যেমনে আপনার বাংগালিয়ানা লুক, তেমনি কিউট হাসি আর সাবলীল উপস্থাপনা। এর পরে এই আপনার বছরের দুর্গাপূজার ব্লগটাও দেখলাম। আমার একটা রিকুয়েস্ট রাখেন, একবার ওপার বাংলাই গিয়ে শান্তিনিকেতন নিয়ে একটা ব্লগ বানান।
Bangladesh eo khub sundar saraswati pujo hoy jene khub bhalo laglo.
khub echhe akbar Bangladesh jabo...kintu sahosh jogate parina... A lot Of Love From INDIA....
kisher shahos
Seventy-two Mandaps in one arena - novel idea, Wonderful : watching from Calcutta
তোমার সৌন্দর্যের মতোই সুন্দর প্রতিটি মন্ডপ ও প্রতিমা। পরিবেশনা অসাধারণ।
Delightful...United mindsets for knowledge & learning always made open minded civilization where everyone respected with different ideology...
খুব সুন্দর লাগলো প্রতিমা ও মন্ডপসজ্জা ,কিন্তু স্বচ্ছতা আর পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা বা ধারণা কোনোটাই চোখে পড়লো না.!
All kind of subjects have been presented in its style..very unique and very beautiful
অসাধারণ উপস্থাপনা,আপনার এতো সুন্দর উপস্থাপনা দেখে মনটা ভরে গেলো,সব গুলো পূজা মন্ডপ খুব সুন্দর হইছে
I am proud of my country ❤️ 🇧🇩 খুবই সুন্দর করে সব ধর্ম পালন করা হয়...
বাঃ খুব ভালো লাগলো দেখে
খুবই সুন্দর। ঢাকা বিশ্ববিদ্যালয় মানবতার মিলনস্থল।
Amazing. Delighted at the same time surprised to see beautiful Saraswati puja at Dhaka uni. Thank you didi for your beautiful presentation. God bless you.
Sotti obak holam oiper banglar pujo dekhe.....khub bhalo laglo eta dekhe
এক কথায় অসাধারণ মন ভরে গেলো ❤🇧🇩🔥
Khub bhalo upasthapona.bhalo laglo.
প্রত্যেক মন্ডপ শিল্প বৈশিষ্টের নির্দশন । পাশাপাশি এত গুলি দেবী মূর্তি বোধহয় পশ্চিমবঙ্গের কোথাও নেই । খুব সুন্দর ।❤
যাক, এখনো জামাতি গুলো মন্দির ভাঙ্গেনি। দেখে ভালই লাগল। ❤
ভাই তোমারই কট্টর উশকানিমুলক কথাগুলো , তুমি যে গুজরাটি ইন্ডিয়ান তা প্রকাশ করে। ঢাকা ইউনিভার্সিটি কি বাংলাদেশে নাহ?? ফালতু কথা গুলো ছেড়ে ভালো কথা শিক্ষার জন্য ঢাকা ইউনিভার্সিটি ও বাংলাদেশে আসা আনুরোধ রইলো। আর শোন ২-১ টা বিচ্ছিন্ন ঘটনা পৃথিবী সব খানে হয় , এইসব ঘটনা বাংলাদেশি মুসলিম দের কে প্রকাশ করে নাহ। আর মুসলিমরা অন্যের ধর্মকে সম্মান করে, নাহলে ৬০০+ বছর মুসলিমরা ভারত শাসন করেছে তাহলে আজ কোন হিন্দু খুজে পাওয়া যেত নাহ।
Asadharan . Thank you for your grand presentation.
Advut sundar chinta vabna,ek kothaye anabodyo❤
The music is beautiful, as if Saraswati herself is playing 🙏
Nice, Bangladesh er progresive and inclusive rup dekhlam ekhane.organiser der interview hole aro valo lagto.love from India
Vison vison sundar laglo....Apnar kotha sune ekbaro Bangladeshi mone holo na....Presentation vison valo...From India...
দিদি আমি দেখছি ইনডিয়ার নবদদ্ধীপ ধাম থেকে খুব সুন্দর
India আবার কি কথা হে? ভারত বলা যায় না?
@@purnachandramondal9802Are bhai ja bharot Tai India😊
@@Diecastlover777 আচ্ছা, আগে জানতাম না, আপনার থেকে জানলাম 🤭
Woaa. Ki osadharon, wholesome presentation. U are really good with your words miss. IIT niye apnar understanding bhalo laglo. Medicine er kichu deklam na.. I guess they have got separate med university like we have in kolkata. But in delhi all med colleges come under DU itself haha. Jaihok apnar channel er jonno shubheccha roilo, apni asolei khub sundor bangla bolen.
Darun asadharan age jhantam na apnake dhannabad .....india theke Jai Ma Saraswati.
Khub valo laglo...
Love from India 🇮🇳
খুব সুন্দর vlog.
অসাধারণ হয়েছে,
ধন্যবাদ আপনাকে 😊😊😊
From Bharat.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳Bah... Khub valo laglo dekhe❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Ek sathe ato gulo Puja mandal.. ❤❤Sob koti khub Sundor❤❤
So impressed 👏 sotti darun. Atlanta, USA. thank you ma'am for capturing and sharing!!!
চমৎকার উপস্থাপনা
Thanks from,gujarat
India theke bolchi..tumi khub valo vabe explain korle..ei rokom udar thought process is required for Humanity...tomake onek wish kori..valo theko..r tomar parents der amar wishes janio...khub valo upbringings korechen...
অনেক অনেক ভালোবাসা নিও বোন, এই ভিডিও র জন্য। পরের বছর হয়তো এই পুজো আর হবে না আপনার দেশে, কোনো অভিযোগ নেই, শুধু বলবো ভালো থেকো বোন....
ওপার বাংলা থেকে ভালোবাসা রইলো। সুন্দর ও মনোমুগ্ধকর। সম্ভব হলে একবার নিশ্চয় যাবো।
Befitting background music recital has lent excellence to lively narration. Thanks,
আপনাদের চৈতন্য হোক😊❤
Vry tru line
❤ from INDIA -West Bengal.
Bahhhh!! Thanks for nice vlog 👌🎉
সুন্দর উপস্থাপন ❤❤ কলকাতা
❤জয় মা দেবী সরস্বতী❤প্রনাম তোমার চরণে😊❤
Awe inspiring, Wonderful!
From Calcutta.
Khub shundor hoycaa
Very Nice Vedio. Needs More This Type Of Vedio From You.
Amaro vagya valo amio jagannath haler chatra chhilam tabe amader samay aksathe atto pujo hayni so thanks very much from Kolkata the city of jay