গান বাজনা ছিলো আছে থাকবে, পারলে মুসলমানরা আটকে দেখা,( এই কথাটা যেমন তর যুক্তিটা ও তেমন,), দুনিয়াতে যে যার মত চলবে, আখেরাতে জাহান্নামে জলবে,,, বন্ডের বন্ড
@@tanhakowsar8488 নিজের চরকায় তৈল মারেন আপনি কার কাছ থেকে জানলেন এটা বিধাত আপনাদের সাইদি হুজুর ও নিজে মিলাদ কিয়াম করেছেন আমার কাছে ভিডিও সহ প্রমান আছে।
When milad started and by whom it started ? goole search to know.it. it sounds good if sahbas and 4 Imams didn't do that in their lifetime and than what basis we do it now ? We know islam more those sahlyhin / muttakin peoples ) Sone one started this bidah.
@@Abdul66161 বুখারি,মুস্লিম হাদিস মানেন কেন।রাসুল এর ওফাত এর ১৫০ বছর পর বুখারির জন্ম। হাদিস রে বেদাত বলেন।বেদাতের যেই হাদিস যা দেখান সেটাও বেদাত।আরো বলবো নাকি?গুমর পুরা ফাস করে দেই?
মিলাদ ও কিয়াম আমার কাছে এতো ভালো লাগে যা শুনলে ও তিলাওয়াত করলে চোখ দিয়ে জল আসে ও ডিপ্রেশনে থাকলে তা ভুলে যায়।সুতরাও আমার উচিত বেশি বেশি মিলাদ ও কিয়াম করাকরা❤️❤️
@@mohammedsalim1601 This sort of salam only can say when one in madina.Nur Navi this word not in the Noble Quran.if prophet.was created by Nur Allah knows best .than how can he acted like Human beings.Shirk and false in this viedo. Rasul told his shaba best Durud is durude Ibrahim . Milad started 6 /7 years ago. Google search when Miladun Navi started ?
মিলাদ শরীফ পড়তে যখন দাড়িয়ে যাই তখন আলাদা অনুভব করতে পারি। চোখ দিয়ে দরদর করে পানি বের হতে থাকে। মনটা পবিত্র হয়ে যায় অনুভব করতে পারি। আল্লাহ পাক মেহেরবান---->-
@@mdjahidulislam7000 তার জন্যই মিলাদ সে মিলাদ কেন পড়বো মূর্খের মতো কথা।নূরে মোহাম্মাদির একমাত্র কতৃত্ব যার।সে কার উপর মিলাদ দূরুদ পড়বো?জাইনা কথা বল ভাই।
@@mdjahidulislam7000 মিশকাত শরীফের ৪১০ পৃষ্ঠায় লিখিত আছে: হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত হাসসান (রাঃ) এর জন্য মসজিদে নববীতে একটি মিম্বর স্থাপন করলেন। তিনি উহার উপর দাঁড়িয়ে আল্লাহর হাবিবের পদমর্যাদা (গুণাবলী ও গৌরবময় জীবনী) সজোরে বয়ান করতেন। আল্লাহর হাবিব (তা শ্রবণ করে সন্তুষ্টচিত্তে) বলতেন, নিশ্চয়ই হাসসান যতক্ষণ হুজুরের গুণরাজী বয়ান করতে থাকেন ততক্ষণ আল্লাহ তা’য়ালা হযরত জিব্রাঈল (আঃ) দ্বারা তাঁর সহায়তা করতে থাকেন।’ বুখারী শরীফ,তিরমিযী:২৮৪৬
@@mdjahidulislam7000বেকুব। ছারছীনা দরবার আলেম ওলামার দরবার। তোমার চেয়ে হাজারো কুটি গুন বেশী বুজে। এ দরবার পবিত্র কোনআন ও সুন্নার উপর প্রেত্যেকটা নেক আমল করে। আলহামদুলিল্লাহ।
এই কিয়াম ও মিলাদ টি শুনতে শুনতে সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে দল বেঁধে দাঁড়িয়ে উচ্চ স্বরে এ ধরনের মিলাদ পড়তাম। ধর্ম মন্ত্রী মহা দয়ের কাছে বিশেষ অনুরোধ প্রজ্ঞাপন জারির বাংলা দেশের সব মসজিদ ও বাহিরে এই মিলাদ টি প্রচলন করা হোক ।
@@alimohammadmohammed413 ভাইজান আল্লাহ আপনাকে দ্বীনের হাদি হিসেবে কবুল করুক.... আমিন। মদিনার কামলিওয়ালার সাথে থাকতে চাই, আহ-যদি কামলিওয়ালা আমার সাথে দেখা করতে আসতো🤔, আল্লাহ ওগো এ জীবনে আর কিছুই চাওয়ার নেই-নুর নবীজির সানিধ্য লাভ করা ছাড়া।
কথা টা হবে কোরআন সুন্নাহ অনুযায়ী নবীজি (সঃ) এর শানে দূরুদ ও সালাম পেশ করতে হবে আলহামদুলিল্লাহ, ছারছিনা এবং ফুলতলী সিলসিলার মিলাদ কিয়াম কোরআন সুন্নাহ অনুযায়ী পড়া হয়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত জিন্দাবাদ। ⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄ ❎ ভন্ড সুন্নি নিপাত যাক। ⛔⛔⛔⛔⛔⛔⛔⛔ ⭕✏আল্লাহ পাক পবিত্র কোরআন শরিফে বলেন- وَقُلْ جَاء الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [সুরা বনী-ইসরাঈল ১৭:৮১] ⭕✏ অন্য আয়াতে আল্লাহ তা’আলা বলেন- “বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্ণ-বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছ, তার জন্যে তোমাদের দুর্ভোগ"। [সূরা আল আম্বিয়াঃ ১৮] ⭕✏(হে রাসূল আপনি) বলুন, যারা জানে এবং যারা জানে না; তারা কি সমান হতে পারে? চিন্তা-ভাবনা কেবল তারাই করে, যারা বুদ্ধিমান।” সূরা আয-যুমার: আয়াত (৩৯:৯) ⚀রাসুল (সাঃ) নুরের তৈরি এটা কি আকিদার বিষয়? ruclips.net/video/U2wJ464c7jg/видео.html ✳এইবার দেখি সুন্নীদের ইমামের ঐতিহাসিক ফতোয়া। ✔হযরত মুহাম্মদ (সাঃ) মাটির তৈরি। ⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃ ✳ মসলকে আ‘লা হযরত তথা রেজবী সুন্নীদের প্রতিষ্টাতা ইমাম- আ’লা হযরত আহমদ রেজাখান বেরলভী (রহ:) তার রচিত ঐতিহাসিক ফতোয়ার কিতাব- আসসানিয়্যাতুল আনীকা ফী ফাত্বওয়ায়ে আফ্রিকা- ৮৯ পৃষ্টায় লিখেছেনঃ- বিশ্বনবী (সা) এবং আবু বকর আর উমর (তিনজন) একই কবরের মাটি হতে সৃষ্ট বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) হতে বর্ণিত, বিশ্বনবী (সা) ইরশাদ ফরমায়েছেন- ﻣﺎ ﻣﻦ ﻣﻮﻟﻮﺩ ﺇﻻ ﻭﻓﻰ ﺳﺮﺗﻪ ﻣﻦ ﺗﺮﺑﺘﻪ ﺍﻟﺘﻰ ﻳﻮﻟﺪ ﻣﻨﻬﺎ ﻓﺈﺫﺍ ﺭﺩ ﺇﻟﻰ ﺃﺭﺫﻝ ﻋﻤﺮﻩ ﺭﺩ ﺇﻟﻰ ﺗﺮﺑﺘﻪ ﺍﻟﺘﻰ ﺧﻠﻖ ﻣﻨﻬﺎ ﺣﺘﻰ ﻳﺪﻓﻦ ﻓﻴﻬﺎ ﻭﺇﻧﻰ ﻭﺃﺑﻮ ﺑﻜﺮ ﻭﻋﻤﺮ ﺧﻠﻘﻨﺎ ﻣﻦ ﺗﺮﺑﺔ ﻭﺍﺣﺪﺓ ﻭﻓﻴﻬﺎ ﻧﺪﻓﻦ ( ﺍﻟﺨﻄﻴﺐ ﻋﻦ ﺍﺑﻦ ﻣﺴﻌﻮﺩ . [ ﺍﻟﺪﻳﻠﻤﻰ ﻋﻦ ﺃﻧﺲ অনুবাদঃ- প্রত্যেক নবজাতক শিশুর নাভিতে (নাভির সৃষ্টি-মূলে) মাটির কিছু অংশ নিহিত থাকে যেখান থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। যখন সে তার জীবনের অন্তিম সময়ে এসে পৌছে যাবে, তখন সে ওই মাটিতেই ফিরে যাবে যেখান থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এমনকি সেখানেই সে দাফন হবে। নিশ্চয়ই আমি [রাসূল] এবং আবু বকর আর উমর (রাদিয়াল্লাহু আনহুমা) একই মাটি হতে সৃষ্ট এমনকি একই মাটিতে (আমরা তিনজন) দাফন হবো।” 🔬আরো প্রমাণ দেখুন জগৎ বিখ্যাত কিতাব:- ➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️ 📚 ১- তারিখে বাগদাদ- খন্ড১৫, পৃষ্ঠা ৩২; (হাদিস নাম্বার ৪৩৫৫) লেখক, ঊলূমে হাদিসের প্রখ্যাত কিতাব ‘মুত্তাফাক ওয়াল মুফতারাক’ রচয়িতা খতীব আল-বাগদাদী (রহঃ) [মৃত ৪৬৩ হিঃ]। 📚 ২- মুসান্নাফে আব্দুর রাজ্জাক -৩/৫১৬, হাদিস নং ৬৫৩৩; শায়খ মুসান্নাফে আব্দুর রাজ্জাক আস-সান’আনী (রহ) উনি হযরত ইবনে আব্বাস এবং আবু হোরায়রা (রা) দুজন হতে মাওকূফ সূত্রে এটি বর্ণনা করেছেন। 📚 ৩- বায়হাক্বী ফী শু’আবিল ঈমান - হাদিস নং ৯২৩৮, হযরত আবু সাঈদ খুদরী (রা) হতে। 📚 ৪- আল্লামা নূরুদ্দীন আল-হাইছামী (আলাইহির রাহমাহ) [মৃত ৮০৭ হিজরী] রচিত কাশফুল আসতার ৭৮৯। 📚 ৫- আল্লামা জালালুদ্দিন আস- সুয়ূতী (আলাইহির রাহমাহ) রচিত নূরুচ্ছদূর ফী শরহিল কবূর, পরিচ্ছেদ নং ১৪। 📚 ৬- তালখীছুল ইলালিল মুতানাহিয়্যাহ-৬৫, ইমাম যাহাবী (রহ)। 📚 ৭- মু’আজামু শুয়ূখিত তিবরী- ৬২৮, ইবনে মাসউদ হতে। 📚 ৮- ওয়াদ্বয়ু ইরসালি ফাদ্বায়িলিছ ছাহাবা- ৪৩: ৫২৮, ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ) [মৃত ২৪১]। 📚 ৯- আল-হিলইয়াতুল আওলিয়া ওয়া ত্ববক্বাতুল আছফিয়াহ- ২/২৮০, শায়খ আবু নোয়াঈম ইস্ফাহানী (রহ) [ মৃত ৪৩০ হিজরী]। 📚 ১০- মুফতি শফী (রহ) রচিত , মা’আরিফুল কুরআন (ঊর্দূ) - ৬/১১৮। 📚 ১১- আল্লামা বদরুদ্দীন আইনী (রহ) রচিত, উমদাদুল ক্বারী ফি শরহে বুখারী - ৫/২২৬, সালাতুল জানাযা অধ্যায়। 📚 ১২- হাকিম তিরমিযি (রহ) সংকলিত “আন-নাওয়াদিরুল ঊসুল” ১/৭৬৭। 📚 ১৩- মুসতাদরিক আল-হাকিম - ১/৩৬৮। 📚 ১৪- মুসনাদে দাইলামী- ৪/২৮, হাদিস নং ৬০৮৭ ইবনে মাসউদ হতে; হযরত আনাস (রা) হতে হাদিস নং ৬০৮৮। 📚 ১৫- তাফসীরে মাজহারী ৬/৭৩, প্রণেতা কাজী ছানাউল্লাহ পানিপথী [১৮৮৩ খ্রীঃ]। 📚 ১৬- মাওলানা আহমদ রেজাখান (রহ) রচিত, আসসানিয়্যাতুল আনীকা ফী ফাত্বওয়ায়ে আফ্রিকা- ৮৯ পৃষ্টা। ↔️↔️↔️↔️↔️ ✔এই মহা সত্য জানার পরেও অনেকে সত্যের পথে আসবে না। ⭕✏এদের সম্পর্কে আল্লাহ পাক বলেন- صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُونَ তারা বধির, মূক, অন্ধ; কাজেই তারা (হিদায়াতের দিকে) ফিরে আসবে না। সূরা আল বাকারা- ১৮ ✳ ১] ইবনে আব্বাস বলেন, এর অর্থ, তারা হেদায়াত শুনতে পায় না, দেখতে পায় না এবং তা বোঝতেও পারে না। অন্য বর্ণনায় এসেছে, তারা কল্যাণ শুনতে পায় না, দেখতে পায় না এবং বোঝতেও পারে না। সুতরাং তারা হেদায়াতের দিকে ফিরে আসবে না, কল্যাণের দিকেও নয়। ফলে তারা যেটার উপর রয়েছে সেটার উপরই থাকবে। সুতরাং নাজাত বা মুক্তি তাদের নসীবে জুটবে না। কাতাদাহ বলেন, তারা তাওবাহ করবে না এবং উপদেশও গ্রহণ করবে না। [আত-তাফসীরুস সহীহ]
নবীজীর মহব্বতে মিলাদ ও কিয়াম করলে বা শুনলে আমার এমন শান্তি লাগে... যা ভাষায় প্রকাশ করা যায় না....ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম....
@@khosrualam2764এটা তোর মিথ্যা কথা। নুর নবিজি কে ভালো বেসে কতো সাহাবি জীবন দান করেছেন বিভিন্ন যুদ্বে। আমরা কতটুকু ভালোবাসি নুর নবিজি কে। আমাদের চেয়ে কুটি কুটি গুন তার চেয়ে বেশী সাহাবি গন নুর নবিজি কে ভালো বেসেছেন। সুবহানআল্লাহ।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ। হৃদয় জুড়িয়ে যায়। ছোট বেলা থেকে এমন মিলাদ কিয়াম শুনে শুনে বড় হয়েছি। বিশেষ করে রমজান মাসে এমন মিলাদ শুনেছি এবং অংশ গ্রহণ করেছি।😢😢😢 চাকুরির সুবাদে এখন এ থেকে বঞ্চিত।
ভালোবাসি নবী তোমাকে, শান্তি পাই তোমার শানে মিলাদ ও কিয়াম পাঠ করে। ❤️💜💜💜❤️💟
❤❤❤❤❤❤❤❤❤❤
মারহাবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ হৃদয় ছোঁয়া কিয়ামে মিলাদ শুনে খুব শান্তি লাগলো। আমিন।।
ইনশাআল্লাহ চলবে মিলাদ কিয়াম।
নবীর শানে মিলাদ
অপূর্ব। এত শান্তি লাগে নবীজীর মিলাদ কিয়াম। ভাষায় প্রকাশ করার মত নয়।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
মাশা আল্লাহ, কি সুন্দর মিলাদ কেয়াম, শুনে অন্তরটা জুরিয়ে গেল।
মন ভালো করে দেওয়া একটা মিলাদ কিয়াম।যেই নির্জনে বসে শুনবে , আমি মনে করি তার চোখে পানি এসে যাবে।❤️❤️❤️
39
মিলাদ আমার খুব প্রিয় এবং মিলাদ শুনলে চোখে জল আসে ও হৃদয়ে শান্তি পাই। তাই সবাইকে মিলাদ পড়ার ও শুনার অনুরোধ রইল।
Right 💯💯💯
আল্লাহ্ আপনার মঙ্গল করুন। আমিন
@Life c//mcmmcccmccmcccmmcccxnnmmmmm///mm/mmmmmmmmmmmmmmm//mmmmmmmmmmmmmmmmmm/mmmmm
জল না পানি বলেন
ভালো মনে করেই মানুষ বিদাত করে।
ইনসাআল্লাহ মিলাদ কিয়াম ছিল এখন ও চলছে কিয়ামত পযন্ত চলবে পারলে ওহাবিরা আটকে দেখা মাসাআল্লাহ খুব সুন্দর
Oi pagol milad age silona akhon kivabe thakbo
Kobe theke cilo vai
কবে থেকে ছিলো?
গান বাজনা ছিলো আছে থাকবে, পারলে মুসলমানরা আটকে দেখা,( এই কথাটা যেমন তর যুক্তিটা ও তেমন,), দুনিয়াতে যে যার মত চলবে, আখেরাতে জাহান্নামে জলবে,,, বন্ডের বন্ড
@@mdshamimreza884pqqqpq
qpqpqqqqqqppqqqq
ছোট বেলা থেকেই মিলাদ আমার প্রিয়, আমার চোখে পানি আসে, কিন্ত বর্তমানে কিছু আলেমগন মিলাদ এর বিরুদ্ধতা করে।
আমিও ছোট বেলা থেকে মিলাদ। কিয়াম পছন্দ করি।
Sotto kotha holo quran sunnaar kono dolil milad ar nai Vai ata bidath valo kora jasai kora dhakan.please
@@tanhakowsar8488 নিজের চরকায় তৈল মারেন আপনি কার কাছ থেকে জানলেন এটা বিধাত আপনাদের সাইদি হুজুর ও নিজে মিলাদ কিয়াম করেছেন আমার কাছে ভিডিও সহ প্রমান আছে।
@@tanhakowsar8488 এই একটা ওহাবি পাওয়া গেলো
Amin
মিলাদ কিয়াম শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়
কিয়াম যতই শুনি ততই মধুর লাগে তৃষ্ণা মেটে না দুই চোখের অশ্রু ধরে রাখতে পারিনা,
আমার নুর নবীজির কিয়াম যতো শুনি ততই শুনতে ইচ্ছে হয়।
,
খারাপ লাগলে কি কেউ বিদাত করতো?
এই মিলাদ শুনলে ইমানদার কলিজায় শান্তি পায় এটি ভালোবাসার এক মহা পরিচয়
আমিন
Ameen
ঠিক বলছেন
আলহামদুলিল্লাহ
কত মদুর মন জুড়িয়ে যায়।
মিলাদ কেয়াম করা কোনো বিদাত না এতে নবির প্রতি
ভালোবাসা ও মায়া মোহাব্বত!
অন্তরে তৈরি হয়। ❤️❤️
Alhamdulillah
When milad started and by whom it started ? goole search to know.it. it sounds good if sahbas and 4 Imams didn't do that in their lifetime and than what basis we do it now ? We know islam more those sahlyhin / muttakin peoples )
Sone one started this bidah.
আলহামদুলিল্লাহ
@@Abdul66161 বুখারি,মুস্লিম হাদিস মানেন কেন।রাসুল এর ওফাত এর ১৫০ বছর পর বুখারির জন্ম। হাদিস রে বেদাত বলেন।বেদাতের যেই হাদিস যা দেখান সেটাও বেদাত।আরো বলবো নাকি?গুমর পুরা ফাস করে দেই?
আলহামদুলিল্লাহ
মিলাদ কিয়াম শুনলে আমার চোখের পানি চলে আসে,যদিও আমি গোনাহগার বান্দা।
আছছালাতু অয়াছছালামু আলাইকা ইয়া সায়্যিদী ইয়া রাছুলাললাহ।
আমার দয়ার নবী, মায়ার নবী ( সঃ) এর প্রতি দুরুদ, মিলাদ কিয়াম চলবে ইনশা আল্লাহ
❤️❤️ ইনশাআল্লাহ ❤️❤️
Inshallah
মনটা ভরে যায়, যতবার শুনি ততবার ই ভাল লাগে।
মিলাদ পড়লে ওশুনলে আমার মনে শান্তি পাই
আল্লাহ যেন আমাকে
রাসুলুল্লাহ সাঃশানে উপর
দরূদ ওতরিকায়
চলার তফিক দান করেন
আমিন
Amin
Amin...আল্লাহ তোমাকে কবুল করুক
Amin
আপনার মিলাদ শুনে আমার মাদিনায় যাওয়ার জন্য মন বেকুল হয়ে আছে
মিলাদ কিয়াম আমার কতোটা ভালো লাগে বুঝাইতে পারার ভাসা আমার নাই।আর যখন কোথাও মিলাদের আওয়াজ পাই মন চায় চলে যাই সেই মিলাদে।
))),,
Ll
আমারাও তাই।❤
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তায়ালা আমাদের সবাই কে য়েন নবীজি সাফায়ত দান করেন আমিন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নুর নবিজির সানে মিলাদ কিয়াম সরিফ শুনে আমার কলিজা সিতল হয়ে গেল যত শুনি ততই ঈমানের খোরাক হয আলহামদুলিল্লাহ হে আললা হুজুরের নেক হায়াত দান করুন আললা হুমমা আমিন
ভালো ভিডিও শেয়ার করার জন্য আন্তরিক মুবারাকবাদ,,
ছারছিনা দরবার শরীফ এত নিচে নেমেছে
@@zohrulislam4863কি বিষয়ে বলছো?
@@zohrulislam4863তোমার হিংসার চোখে এমন। মহান আল্লাহ পাকের কাছে ও নুর নবিজির কাছে ছারছীনা দরবার শরীফ একটি মকবুল দরবার। আলহামদুলিল্লাহ।
হে আল্লাহ তুমি মুসলমানদের হক পথে চলার তৌফিক দাও নবীর দরুদ পাঠ করি ইয়ানাবি সালামালাইকা
দয়াল নবীজি সাঃ -এর দয়া ছাড়া এতো মধুর কণ্ঠ পাওয়া যায় না, এ কণ্ঠে নবী- পাক নূর দিয়ে দিয়েছে। অসাধারণ সালাম-কেয়াম শুনলাম মনটা ভরে গেল।
মিলাদ কিযাম অতি উত্তম দয়াল নবীজির পেমের পাগল হয়ে সালম ও দোরুদ পরলে আসা করি নবীজির দিদার পাব ।সব সময় মিলাদ পরবেন ।
মিলাদ কিয়াম আমার খুব প্রিয় আপনাকে অনেক ধ্যনবাদ
❤❤
আহঃ কি সুন্দর , মন টা জুড়ালো
মিলাদ ও কিয়াম আমার কাছে এতো ভালো লাগে যা শুনলে ও তিলাওয়াত করলে চোখ দিয়ে জল আসে ও ডিপ্রেশনে থাকলে তা ভুলে যায়।সুতরাও আমার উচিত বেশি বেশি মিলাদ ও কিয়াম করাকরা❤️❤️
কি সুমধুর নাম যতোই পড়ি ততই মজা নামাটা,, জানিনা এই নামের মানুষটা কতো সুন্দর ছিল ❤❤❤❤
হেপ্রভু তুমি আমাকে সব সময় রাসুলের তরিকায় চলার তৌফিক দাও
@Sahin Akter jhhbb been
❤️❤️❤️❤️
রসূলের তরিকায় মিলাদ নাই ভাই।
@@mohammedsalim1601
This sort of salam only can say when one in madina.Nur Navi this word not in the Noble Quran.if prophet.was created by Nur Allah knows best .than how can he acted like Human beings.Shirk and false in this viedo. Rasul told his shaba best Durud is durude Ibrahim .
Milad started 6 /7 years ago.
Google search when Miladun Navi started ?
@@Abdul66161 ওহাবীর বাচ্ছারা এখানেও শয়তানি করতে আসছে।আরে শু""র বাচ্চা নবীর প্রতি ভালোবাসাই নাই তুই আবার মিলাদ কিয়াম নিষেধ করতে আসছিস।তুই তো ইব্রাহিমের উম্মত তাই তোর ওহাবী আব্বাদের নিয়ে ইব্রহিমের দরুদ পড়তে থাক।ও এসে তোকে জান্নাতে নিয়ে যাবে নি।
আমিন হে আল্ল আমাদের সবাই কে মিল্লদ কেয়াম করা তপিক দিন আমিন
মাশা আল্লাহ, কমেন্ট দেখে মনে অনেক শান্তি পাচ্ছি। এখন অনেক আশিক আছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
আমার নবীর নাম পিয়ারা মাধুর্যেতে পূরো ভরা। সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লাখো কোটি সালাম আমার কলিজার টুকরা হযরত মোহাম্মদ সঃ এর রোয়াজা মোবারক
মন ছুয়ে গেলো♥️♥️♥️মহা নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমে আমি পাগল
শতকোটি সালাম নবীজী আপনার কদম মোবারকে,ইয়া রাসূল সাঃ
মাশাআল্লাহ অসাধারণ মিলাদ,,,শুুনতে৷ ভীষন ভালো লাগে,,, খুবই সুন্দর 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
মনের মাঝে রাসুল সাঃ প্রতি ভালবাসার প্রশান্তি তৈরী হয় এই মিলাদের কারনে!
ভালোবাসি আমার হায়াতুন্নবী, জিন্দান্নবী, কামলীওয়ালা নবী, নুরুন নবী কে ♥♥♥
Hayatun and Zindah Navi is it in the Noble Quran or in Hadees kitab.this mand nade it is false.
❤️❤️❤️❤️
❤️💚❤️
মিলাদ কিয়াম পরলে আমি আত্মতৃপ্তি পাই আমার প্রিয় একনি আমল
সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বর চমৎকার মিলাদ ও কেয়াম ❤❤❤❤❤
মিলাদ শরীফ পড়তে যখন দাড়িয়ে যাই তখন আলাদা অনুভব করতে পারি। চোখ দিয়ে দরদর করে পানি বের হতে থাকে। মনটা পবিত্র হয়ে যায় অনুভব করতে পারি। আল্লাহ পাক মেহেরবান---->-
হৃদয়টা শীতল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ।
মাশাল্লাহ অনেক ভালো লাগলো মনটা ভরে গেলো মিলাদ কিয়াম শুনে
আল্লাহ তাআলা আমাদের যেন মিলাদ কিয়ামের পক্ষে থাকার তৌফিক দান করেন আমিন
Bidat theke basar towfik dik (ameen)
মিলাদ কিয়াম আর নবীর শান মান শুনলে আমার মন ভরে যাই আমার আরো শুন্তে মনে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমিন
মিলাদ পরলে মন ভরে জায় ঠিক আছে কিন্তুু রাসুল জেবাভে পরেছেন সেবাভে করেন
@@mdjahidulislam7000 তার জন্যই মিলাদ সে মিলাদ কেন পড়বো মূর্খের মতো কথা।নূরে মোহাম্মাদির একমাত্র কতৃত্ব যার।সে কার উপর মিলাদ দূরুদ পড়বো?জাইনা কথা বল ভাই।
@@mdjahidulislam7000
মিশকাত শরীফের ৪১০ পৃষ্ঠায় লিখিত আছে:
হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত হাসসান (রাঃ) এর জন্য মসজিদে নববীতে একটি মিম্বর স্থাপন করলেন। তিনি উহার উপর দাঁড়িয়ে আল্লাহর হাবিবের পদমর্যাদা (গুণাবলী ও গৌরবময় জীবনী) সজোরে বয়ান করতেন। আল্লাহর হাবিব (তা শ্রবণ করে সন্তুষ্টচিত্তে) বলতেন, নিশ্চয়ই হাসসান যতক্ষণ হুজুরের গুণরাজী বয়ান করতে থাকেন ততক্ষণ আল্লাহ তা’য়ালা হযরত জিব্রাঈল (আঃ) দ্বারা তাঁর সহায়তা করতে থাকেন।’
বুখারী শরীফ,তিরমিযী:২৮৪৬
@@mdjahidulislam7000বেকুব। ছারছীনা দরবার আলেম ওলামার দরবার। তোমার চেয়ে হাজারো কুটি গুন বেশী বুজে। এ দরবার পবিত্র কোনআন ও সুন্নার উপর প্রেত্যেকটা নেক আমল করে। আলহামদুলিল্লাহ।
মিলাদ শুনতে যতো ভালো লাগে ততো ভালো আর কিছু শুনতেই লাগে না। আমি অনেক ভাগ্যবান যে আখিরি নবীর উম মত হতে পেরেছি
এই জন্যই ছারছিনা কে এত ভালবাসি।
মাশাল্লাহ্ খুব সুন্দর মিলাদ কিযাম
মাশাআল্লাহ্,,
দয়াল নবীজি(সাঃ) এর শানে কলিজা ঠান্ডা করা মিলাদ কিয়াম,,
❣️💕❤️💞💞 মাশাআল্লাহ সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আমিন 🌹🌹🌹❤️🌹🌹❤️
মিলাদ কিয়াম শুনিলে কলিজা ঠান্ডা হয় যায়
আশেকে রাসুল তারা অবশ্যই মিলাদ পড়ে, কিন্তু দুশমনে রাসুল নবীজির প্রশংসা শুনলে তাঁদের শরীরে আগুন জ্বলে।
kotha sotto jader rasul er San sunly joly ora to ezid er onusari munafek er doll
Right bolsen Vai 👍🏾
Mashallah dada apni khub bhalo khota bolechhen
মিলাদুননবি আলোচনার বিষয় আর সিরাতুননবি অনুসরণের বিষয় এটা নিয়ে বারাবাড়ি করা উচিৎ না
Right
যেখানে মিলাদ দেখি প্রানটা ভরে যায়,
আমি একজন পবিত্র তাবলীগ জামাতের সাথী। তারপরেও মিলাদ শরিফ আমার মনের ভিতরে একরকম প্রশান্তি পায়।চোখে জল আনে।আমার কাছে মিলাদ শরিফ এক অমূল্য সম্পদ।
তাবলীগ জামাত পবিত্র হলে সৌদি আরবে নিষিদ্ধ করল কেন ?
আল্লাহ আপনাকে কবুল করুক
ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার কি জানা আছে চার খলিফা মিলাদ বা কেয়াম করে ছেন জানা আছে কি জানা থাকলে জানাবেন প্লিজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ
🤲
@@abdulkajee3658
সহস্র ধন্যবাদ “” হককথাবলার দন্য। “””
স্বয়ং রাসুল( সা:) ও তামাম সাহাবয়ে কেরাম আর
আমাদের ইমানে আযম আবুহানিফা( রা:) গং সবাই - রাসুল( সা:) নের জন্মদিবস - সুমবারে
নফল রোজা রাখতেন আর নফল ইবাদাতি
করতেন - তাঁহারাকখনও - রাস্তায় নেমে মিছিল আর জুলুছ করকেননা। অজন্য লবীজির আর
সাহাবগনের অনুসারীগন - ঠিক তাঁদেরই - তরীকায় - মিলাদ পালন করেথাকেন।
ঐ। বিষয়ের একজনে কমেন্টে বলেছেন - যে=••
ঝোল বাজনা বাজায়ে - গানধরে - মিলাদ গাইলেও নাকি। - আল্লাহর্ রহমত আসে। ?
নাউজুবিল্লাহি- নিন জালিক। ) আল্লাহ আমরা সবাইকে- এসব ফিত্না থেকে বাজ্ঞচায়েরাখুন।
এজন্যই বুধহয় তারা বলেথাকেন
“ 👎🏽❌.. মরনকালে - ঢোল বাঁশি বাজাইও। 👎🏽❌
All hamdulillah koto sundor koto abeg.
এই কিয়াম ও মিলাদ টি শুনতে শুনতে সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে দল বেঁধে দাঁড়িয়ে উচ্চ স্বরে এ ধরনের মিলাদ পড়তাম। ধর্ম মন্ত্রী মহা দয়ের কাছে বিশেষ অনুরোধ প্রজ্ঞাপন জারির বাংলা দেশের সব মসজিদ ও বাহিরে এই মিলাদ টি প্রচলন করা হোক ।
মিলাদ ও কিয়াম শুনলে আত্না প্রশাম্তি লাভ করে।
হুম
Kintu bidat je
@@hafijurrahman2604বিদাত এর সংগা তুমি জান না। পবিত্র মি্লাদ ও কেয়াম বিদাত নয় ইবাদত। আলহামদুলিল্লাহ।
আহ শান্তির জন্য টাকা পয়সা বড় না মিলাদ কিয়ামি যথেষ্ট ❤❤
মাশাআল্লাহ মারহাবা হৃদয় জুড়ানো মিলাদ কিয়াম আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও আমিন আমাকেও কবুল করো
আমি ছারছিনার।আজীবন বক্ত।কারণ হক কথা বলে।
মিলাদ কিয়ামে রাসুল সঃ কে,খুব মনে পড়ে❤️
আসসালামুয়ালাইকুম
মিলাদ শরিফ একটি পবিত্র দুয়ার মাহফিল,যাহা মানুসের মন পবিত্র করে।♥♥♥
আলহামদুলিল্লাহ অন্তর্ জুড়ে গেল
যতবার শুনি তার পরেও আবার শুনতে ইচ্ছে করে সুবহানাল্লাহ
ইয়া নবির আশেকা
ইয়া নবি সালামুআলাইকা
ইয়া রাসুল সালামুআলাইকা
ইয়া হাবিব সালামুআলাইকা
সালাওয়াতুল্লাহ আলাইকা।
মিলাদ কিয়ামের মাঝে আলাদা একটা অনুভুতি হয় 🥰
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তুমি দাজজাল এর ফিতনা থেকে বাঁচাও।সুবহানাল্লাহ।
Masallah onk sundhor milad keyam
লবণ ছাড়া তরকারি আর মিলাদ কীয়াম ছাড়া নবীজি (সাঃ) ভালোবাসা দুটোই বেমানান
Vul vul vul
Bolen j durud sorif
@@MahmudulHasan-by2tfঞঞঞঞ্জঞঞঞঞ্জ😊টটট্র
ইয়া রাসুলুল্লাহ সাঃ লক্ষ কোটি সালাম নবীজানের রাঙ্গা চরনে।। আহলে সুন্নিজামাত জয় হোক।।
আল্লাহপাক ছারছিনা বর্তমানের আলাহযরত কেবলা দামাতবারাকাতুহুমকে হায়াত বৃদ্ধি করুক আমিন।
মাশাল্লাহ খুব সুন্দর মিলাদ ক্বিয়াম মারহাবা মারহাবা
আল্লাহর কসম চোখের পানি ধরে রাখতে পারলাম না
মিলাদ কিয়াম করলে আর পড়লে আমার অন্তরে প্রশান্তি আসে।
নবীজীর মিলাদ কিয়াম শুনলে আমার খুব ইচ্ছা জাগে নবীজীর রৌওজা মোবারকে গিয়ে সালাম দিতে আসসালামুয়ালাইকুম ইয়া রাসুল আল্লাহ
ভাই আমার জন্য দোয়া করবেন। আমি নবীর রৌজা জিয়ারত করব। আমি সৌদি আরবে যাওয়ার ইচ্ছে আছে
খুব সুন্দর । মিলাদ কিয়াম ভাল লাগে। নবিজি পাক উনাকে ভাল না বাসলে তার জিবন মিছে
আমারে মদিনায় নিয়ে যাও,
ওমদিনাওয়ালা,আর থাকতে পারছিনা এ বাংলায়.... হাজ্বী ভাইয়ের রাসূলের রওজায় গিয়ে আমার জন্য এ আবেদন করার আরজি থাকলো😭😭😭😭
যদি জাই আপনার আরজিটা বলবো। ইনশাআল্লাহ
Didarul islam যদি জাই আপনার আরজিটা ফেস করবো। ইনশাআল্লাহ
@@alimohammadmohammed413 ভাইজান আল্লাহ আপনাকে দ্বীনের হাদি হিসেবে কবুল করুক.... আমিন।
মদিনার কামলিওয়ালার সাথে থাকতে চাই,
আহ-যদি কামলিওয়ালা আমার সাথে দেখা করতে আসতো🤔,
আল্লাহ ওগো এ জীবনে আর কিছুই চাওয়ার নেই-নুর নবীজির সানিধ্য লাভ করা ছাড়া।
কুরআন মাজীদ ও সহীহ হাদীস অনুযায়ী নবিজি (সাঃ)এর সান মান গাইতে হবে, .....
মাশাআল্লাহ প্রাণ জুড়িয়ে গেল
হুম
কথা টা হবে কোরআন সুন্নাহ অনুযায়ী নবীজি (সঃ) এর শানে দূরুদ ও সালাম পেশ করতে হবে আলহামদুলিল্লাহ, ছারছিনা এবং ফুলতলী সিলসিলার মিলাদ কিয়াম কোরআন সুন্নাহ অনুযায়ী পড়া হয়।
মাশাল্লাহ কুব সুন্দর হয়েছে আল্লাহ কবুল করেন আমিন আমাদের ধর্ম ইসলাম তাই মিলাদ শরিফ পড়তে হবে ইনশাআল্লাহ সবসময়ই
আলহামদুলিল্লাহ নবীজির শানে দুরুদ ও সালাম পাঠ করলে মনটা শান্তি পাই l
আসল মিলাদ হল এই টা।(সঃ)প্রান জুরিয়ে জায় রাসুলের সানে মিলাদ।আলহামদুলিল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ প্রকৃত ভালোবাসে তাহলে তার দেখানো পথ এবং মত চলতে হবে অন্য কোন পথে নবীজির ভালোবাসা হতে পারে না
100%
শয়তান দেখলে হেফাজতিদের দেখ
চুলকানি শুরু
আহলে সুন্নাত ওয়াল জামায়াত জিন্দাবাদ।
⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄
❎ ভন্ড সুন্নি নিপাত যাক।
⛔⛔⛔⛔⛔⛔⛔⛔
⭕✏আল্লাহ পাক পবিত্র কোরআন শরিফে বলেন-
وَقُلْ جَاء الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।
[সুরা বনী-ইসরাঈল ১৭:৮১]
⭕✏ অন্য আয়াতে আল্লাহ তা’আলা বলেন-
“বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্ণ-বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছ, তার জন্যে তোমাদের দুর্ভোগ"।
[সূরা আল আম্বিয়াঃ ১৮]
⭕✏(হে রাসূল আপনি) বলুন, যারা জানে এবং যারা জানে না; তারা কি সমান হতে পারে?
চিন্তা-ভাবনা কেবল তারাই করে, যারা বুদ্ধিমান।”
সূরা আয-যুমার: আয়াত (৩৯:৯)
⚀রাসুল (সাঃ) নুরের তৈরি এটা কি আকিদার বিষয়?
ruclips.net/video/U2wJ464c7jg/видео.html
✳এইবার দেখি সুন্নীদের ইমামের ঐতিহাসিক ফতোয়া।
✔হযরত মুহাম্মদ (সাঃ) মাটির তৈরি।
⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃
✳ মসলকে আ‘লা হযরত তথা রেজবী সুন্নীদের প্রতিষ্টাতা ইমাম-
আ’লা হযরত আহমদ রেজাখান বেরলভী (রহ:) তার রচিত ঐতিহাসিক ফতোয়ার কিতাব-
আসসানিয়্যাতুল আনীকা ফী ফাত্বওয়ায়ে আফ্রিকা- ৮৯ পৃষ্টায় লিখেছেনঃ-
বিশ্বনবী (সা) এবং আবু বকর আর উমর (তিনজন) একই কবরের মাটি হতে সৃষ্ট
বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) হতে বর্ণিত, বিশ্বনবী (সা) ইরশাদ ফরমায়েছেন-
ﻣﺎ ﻣﻦ ﻣﻮﻟﻮﺩ ﺇﻻ ﻭﻓﻰ ﺳﺮﺗﻪ ﻣﻦ ﺗﺮﺑﺘﻪ ﺍﻟﺘﻰ ﻳﻮﻟﺪ ﻣﻨﻬﺎ ﻓﺈﺫﺍ ﺭﺩ ﺇﻟﻰ ﺃﺭﺫﻝ ﻋﻤﺮﻩ ﺭﺩ ﺇﻟﻰ ﺗﺮﺑﺘﻪ ﺍﻟﺘﻰ ﺧﻠﻖ ﻣﻨﻬﺎ ﺣﺘﻰ ﻳﺪﻓﻦ ﻓﻴﻬﺎ ﻭﺇﻧﻰ ﻭﺃﺑﻮ ﺑﻜﺮ ﻭﻋﻤﺮ ﺧﻠﻘﻨﺎ ﻣﻦ ﺗﺮﺑﺔ ﻭﺍﺣﺪﺓ ﻭﻓﻴﻬﺎ ﻧﺪﻓﻦ ( ﺍﻟﺨﻄﻴﺐ ﻋﻦ ﺍﺑﻦ ﻣﺴﻌﻮﺩ . [ ﺍﻟﺪﻳﻠﻤﻰ ﻋﻦ ﺃﻧﺲ
অনুবাদঃ- প্রত্যেক নবজাতক শিশুর নাভিতে (নাভির সৃষ্টি-মূলে) মাটির কিছু অংশ নিহিত থাকে যেখান থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। যখন সে তার জীবনের অন্তিম সময়ে এসে পৌছে যাবে, তখন সে ওই মাটিতেই ফিরে যাবে যেখান থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এমনকি সেখানেই সে দাফন হবে। নিশ্চয়ই আমি [রাসূল] এবং আবু বকর আর উমর (রাদিয়াল্লাহু আনহুমা) একই মাটি হতে সৃষ্ট এমনকি একই মাটিতে (আমরা তিনজন) দাফন হবো।”
🔬আরো প্রমাণ দেখুন জগৎ বিখ্যাত কিতাব:-
➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️
📚 ১- তারিখে বাগদাদ-
খন্ড১৫, পৃষ্ঠা ৩২; (হাদিস নাম্বার ৪৩৫৫) লেখক, ঊলূমে হাদিসের প্রখ্যাত কিতাব ‘মুত্তাফাক ওয়াল মুফতারাক’ রচয়িতা খতীব আল-বাগদাদী (রহঃ) [মৃত ৪৬৩ হিঃ]।
📚 ২- মুসান্নাফে আব্দুর রাজ্জাক
-৩/৫১৬, হাদিস নং ৬৫৩৩; শায়খ মুসান্নাফে আব্দুর রাজ্জাক আস-সান’আনী (রহ) উনি হযরত ইবনে আব্বাস এবং আবু হোরায়রা (রা) দুজন হতে মাওকূফ সূত্রে এটি বর্ণনা করেছেন।
📚 ৩- বায়হাক্বী ফী শু’আবিল ঈমান -
হাদিস নং ৯২৩৮, হযরত আবু সাঈদ খুদরী (রা) হতে।
📚 ৪- আল্লামা নূরুদ্দীন আল-হাইছামী (আলাইহির রাহমাহ) [মৃত ৮০৭ হিজরী] রচিত কাশফুল আসতার ৭৮৯।
📚 ৫- আল্লামা জালালুদ্দিন আস- সুয়ূতী (আলাইহির রাহমাহ) রচিত নূরুচ্ছদূর ফী শরহিল কবূর, পরিচ্ছেদ নং ১৪।
📚 ৬- তালখীছুল ইলালিল মুতানাহিয়্যাহ-৬৫, ইমাম যাহাবী (রহ)।
📚 ৭- মু’আজামু শুয়ূখিত তিবরী- ৬২৮, ইবনে মাসউদ হতে।
📚 ৮- ওয়াদ্বয়ু ইরসালি ফাদ্বায়িলিছ ছাহাবা- ৪৩: ৫২৮, ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ) [মৃত ২৪১]।
📚 ৯- আল-হিলইয়াতুল আওলিয়া ওয়া ত্ববক্বাতুল আছফিয়াহ- ২/২৮০, শায়খ আবু নোয়াঈম ইস্ফাহানী (রহ) [ মৃত ৪৩০ হিজরী]।
📚 ১০- মুফতি শফী (রহ) রচিত , মা’আরিফুল কুরআন (ঊর্দূ) - ৬/১১৮।
📚 ১১- আল্লামা বদরুদ্দীন আইনী (রহ) রচিত, উমদাদুল ক্বারী ফি শরহে বুখারী - ৫/২২৬, সালাতুল জানাযা অধ্যায়।
📚 ১২- হাকিম তিরমিযি (রহ) সংকলিত “আন-নাওয়াদিরুল ঊসুল” ১/৭৬৭।
📚 ১৩- মুসতাদরিক আল-হাকিম - ১/৩৬৮।
📚 ১৪- মুসনাদে দাইলামী- ৪/২৮, হাদিস নং ৬০৮৭ ইবনে মাসউদ হতে; হযরত আনাস (রা) হতে হাদিস নং ৬০৮৮।
📚 ১৫- তাফসীরে মাজহারী ৬/৭৩, প্রণেতা কাজী ছানাউল্লাহ পানিপথী [১৮৮৩ খ্রীঃ]।
📚 ১৬- মাওলানা আহমদ রেজাখান (রহ) রচিত, আসসানিয়্যাতুল আনীকা ফী ফাত্বওয়ায়ে আফ্রিকা- ৮৯ পৃষ্টা।
↔️↔️↔️↔️↔️
✔এই মহা সত্য জানার পরেও অনেকে সত্যের পথে আসবে না।
⭕✏এদের সম্পর্কে আল্লাহ পাক বলেন-
صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُونَ
তারা বধির, মূক, অন্ধ; কাজেই তারা (হিদায়াতের দিকে) ফিরে আসবে না।
সূরা আল বাকারা- ১৮
✳ ১] ইবনে আব্বাস বলেন, এর অর্থ, তারা হেদায়াত শুনতে পায় না, দেখতে পায় না এবং তা বোঝতেও পারে না। অন্য বর্ণনায় এসেছে, তারা কল্যাণ শুনতে পায় না, দেখতে পায় না এবং বোঝতেও পারে না। সুতরাং তারা হেদায়াতের দিকে ফিরে আসবে না, কল্যাণের দিকেও নয়। ফলে তারা যেটার উপর রয়েছে সেটার উপরই থাকবে। সুতরাং নাজাত বা মুক্তি তাদের নসীবে জুটবে না। কাতাদাহ বলেন, তারা তাওবাহ করবে না এবং উপদেশও গ্রহণ করবে না।
[আত-তাফসীরুস সহীহ]
ঠিক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম❤❤❤❤❤❤❤❤❤❤
নবীজীর মহব্বতে মিলাদ ও কিয়াম করলে বা শুনলে আমার এমন শান্তি লাগে... যা ভাষায় প্রকাশ করা যায় না....ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম....
অন্তর জুড়িয়ে গেলো।মন ভরানোর মত কিয়াম।লাখো কোটি সালাম প্রিয় নবির শানে
বলার ভাষা নাই। শুনে চোখের পানি টলটল করছে
আমার মতন কে কে আছেন নবীর পাগল,
কে কে মিলাত শরীকে ভালোবাসেন কমেন্টে জানন,।।
সাহাবীগণ পড়েন নাই কেন বলতে পারবেন।
@@khosrualam2764 তারা মনে হয় নবীর পাগল ছিল না।।।।
zara bole milad pra bidat tarai bidat
@@khosrualam2764এটা তোর মিথ্যা কথা। নুর নবিজি কে ভালো বেসে কতো সাহাবি জীবন দান করেছেন বিভিন্ন যুদ্বে। আমরা কতটুকু ভালোবাসি নুর নবিজি কে। আমাদের চেয়ে কুটি কুটি গুন তার চেয়ে বেশী সাহাবি গন নুর নবিজি কে ভালো বেসেছেন। সুবহানআল্লাহ।
@@mdarobali4174 ভাষা দেখে বুঝা যাচ্ছে এটা কারা পালন করে।
কি সুন্দর মধুর সুর
হে আল্লাহ, আপনি সকল মুসলমানকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। (আমীন)
মাশাআল্লাহ কলিজা টা ঠান্ডা হয়ে যায় এমন কিয়ামে।
আহা কি শান্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান ওমান শুনে😭😭😭
খুব ভাল লাগল। আর নবীর উপর দরুদ সালাম পড়া মানে ইবাদত। তাই নামাজ পড়ার ন্যায় হাত বাধতে হবে।
Kintu kiyam kora bidat
মিলাদ কিয়াম করলে প্রাণটা জুড়িয়ে যায়
ইয়া নাবী সালামু আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া হাবীব সালাম আলাইকা
নবীজির কথা শুনলে কলিজা ফেটে কান্না আসে
চালাম
চালাম
চালাম
পটিয়াতেকে
হৃদয়টা শান্তিতে ভরে গেলো, মাশাআল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ
আলহামদুলিল্লাহ
ruclips.net/video/_gkj-vD2Sy4/видео.html
মাশাল্লাহ্ খুব সুন্দর মিলাদ কিয়াম।
মাশা আল্লাহ 💖 অনেক সুন্দর
সত্যি দিলটা ঠান্ডা হয়ে গেছে। 💖💖💖🌹
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ। হৃদয় জুড়িয়ে যায়। ছোট বেলা থেকে এমন মিলাদ কিয়াম শুনে শুনে বড় হয়েছি। বিশেষ করে রমজান মাসে এমন মিলাদ শুনেছি এবং অংশ গ্রহণ করেছি।😢😢😢 চাকুরির সুবাদে এখন এ থেকে বঞ্চিত।