জন্মদিন ।। রচনা ও পাঠে - আইয়ুব খাঁন ।। অমর কথা
HTML-код
- Опубликовано: 25 янв 2025
- জন্মদিন।। রচনা ও পাঠে - আইয়ুব খাঁন
#জন্মদিন #অমর_কথা #কবিতা_আবৃত্তি
জন্মদিন
জীবনের গাছ হতে খসিয়া পড়িল
আবারও একটি বছর
মৃত্যুর পথে আরও...
এককদম এগিয়ে গেলাম আমি।
আজ দুঃখ নেব না খুশি হবো
বন্ধু তুমি দাও বলে দাও।
ধরিত্রীর আলো বাতাস এই নীল আকাশ
পবিত্র মাতৃভূমি আর সবুজ ক্ষেত
আত্মীয়ের ভালোবাসা,
বন্ধুদের সাথে কাটানো মূহুর্ত গুলি
বাবা মায়ের নির্ভেজাল স্নেহ
অর্ধাঙ্গিনি আর সন্তানদের মুখের হাসি
আবেগ মাখা স্বপ্নগুলির দিন ফুরিয়ে যাবে.?
যাখন ভাবি এসবের মায়া ছাড়তে হবে একদিন !
এক এক করে যত বয়স বাড়ে
তত ক্ষীন হয়ে আসে...
স্বশরীরে বেঁচে থাকার আনন্দটা।
এই দিন ভুমিষ্ঠ হয়েছিলাম
বাবা মায়ের আবেগ জড়িত
সুখ স্বপ্ন পুরন করেছিলাম।
জগত কর্তার শ্রেষ্ঠ আশ্চর্য
স্মৃষ্টির অংশ হয়েছিলাম।
ভুলোকে আত্মপ্রকাশের আনন্দে
প্রথম কেঁদে ছিলাম।
মায়ের কোল নিরাপদ দেখে
বাঁচার জন্য হেসে ছিলাম।
প্রথম ভাষা মা...
মায়ের কাছ শিখেছিলাম।
বাবার কাঁধে চড়ে
এই বিশ্ব ঘুরে দেখেছিলাম।
লালিত পালিত হতে হতে
ভালো মন্দ কতো কি
করিতে করিতে বড়ো হলাম।
নাম জশ আর ক্ষ্যাতির পিছু
জিবন টাকে বাড়িয়ে দিয়ে,
আমর হতে প্রয়াস করে
মায়ার বাঁধনে বদ্ধ হলাম।
পরিশেষে হিসেব কষে পেলাম
মৃত্যুর পথে এগিয়ে এলাম।
পৃথিবীর এই রঙ্গ মঞ্চে
বেঁচে থাকার যা করো প্রয়াস
জীবনের রোল শেষ হবেই হবে
এতো অহঙ্কার কেন করো আজ.?
আইয়ুব খাঁন
২২/১০ /২১
আমি অত্যন্ত সাধারণ। আমার উপলব্ধিতে আসা যা কিছু সমাজ ও মানব কল্যাণের তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে, সবাই আশাকরি আমাকে উত্সাহিত করবেন।
আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহর হুকম চাড়া পূজারী ,,, মহান আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ 💚🙏💚
দারুন লেগেছে
ধন্যবাদ