যদি ডাকার মত পারিতাম ডাকতে - কাঙাল হরিনাথ মজুমদার -Jodi dakar moto paritam dakte

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 96

  • @Amarkobita-n8e
    @Amarkobita-n8e Месяц назад +1

    মনপ্রান জুড়িয়ে গেল | সত্যি বলতে কী | হৃদয় জুড়ে রয়েছে আকুল আবেদন | হে ঠাকুর দয়া কর |

  • @subhasishdas7983
    @subhasishdas7983 Год назад +5

    কাঙাল হরিনাথের নাম শুনেছিলাম। আজ প্রথম তাঁর গান শুনে মুগ্ধ হলাম। পথের পাঁচালী ফিল্মে চুণীবালা দেবীর কন্ঠে "হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে " গানটি
    সত্যজিৎ রায় ব্যবহার করে এক ভিন্ন ধরনের আবহ সৃষ্টি করেন ।

  • @MmrMamun-j8n
    @MmrMamun-j8n 13 дней назад

    কাঙাল হরিনাথ এর ছবি আজ প্রতজম আপনার চেনেলে দেখলাম।
    মনে হচ্ছে উনি আমার খুব পরিচিত মুখ।।।

  • @krishnachakraborty5851
    @krishnachakraborty5851 Год назад +2

    আজ আপনার একটি লেখা পড়ে এই গানটি শুনলাম । এসব গঠন মূলক আলোচনা খুব ভালো । আমার মত শুধু গান ভালোবাসা মানুষ কাঙাল হরিনাথ মজুমদার এর নাম জানতে পারে । যার এত সব গান আমরা শুনে থাকি । কিন্তু কবি কে খুঁজি না । আর আপনার গানের তো একঝাঁক শ্রোতা আছেই । কেননা আপনি স্বতন্ত্র । ভালো থাকবেন ।

  • @ranajoydas3198
    @ranajoydas3198 Год назад +5

    আমার মায়ের প্রপিতামহ, কাঙাল হরিনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা।

  • @kanakanjalikanakanjali8994
    @kanakanjalikanakanjali8994 Год назад +6

    হৃদয় নিঙ্ডানো ভাবে রসে এই আকুল গায়কী অন্তরের অন্তস্থলে অম্লান থাকবে অনন্তকাল ধরে।

  • @sudiptachakraborty7655
    @sudiptachakraborty7655 День назад

    অসাধারণ!!!

  • @narattambiswas1561
    @narattambiswas1561 Месяц назад

    অপূর্ব নিবেদন।

  • @suptosaha6249
    @suptosaha6249 11 месяцев назад

    কাঙাল হরিনাথ এর বাড়ির পাশে থেকেও এতো সুন্দর একটা সাধনার গান এর বিষয়ে যানতাম না।
    ধন্য আমি ধন্য কাঙাল হরিনাথ এর জন্য❤️

  • @krishnabhattacharya8668
    @krishnabhattacharya8668 11 месяцев назад +2

    কত ছোট বেলার গান, আহা প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সত্যি ঠিকমত ডাকা হয় না।

  • @S.S.S.P.M797
    @S.S.S.P.M797 Месяц назад

    অসাধারণ গেয়েছেন ভাব তন্ময় হয়ে। গানটি শুনে খুব শান্তি বোধ হলো

  • @parthasarathishaw456
    @parthasarathishaw456 11 месяцев назад +1

    অপূর্ব! মা সরস্বতীর আশীর্বাদ মা এর চরণে অর্ঘ্য দিলেন।

  • @krishnabhattacharya8668
    @krishnabhattacharya8668 7 месяцев назад +2

    সত্যি আমরা ডাকতে পারি না, দুখের সময় ডাকি কিন্তু সুখের সময় আর ডাকা হয় না। স্বার্থহীন ডাকা খুব কঠিন

  • @shibashischakraborty3060
    @shibashischakraborty3060 11 месяцев назад

    আহা ...কী অপূর্ব নিবেদন....

  • @sikhasarkar756
    @sikhasarkar756 3 года назад +10

    কাঙাল হরিনাথের নাম বাংলার বিপজ্জেনর মুখে খূব একটা শোনা যায না। এর কারন জানা যায়নি। তিনি একজন কবি দাশনিক এবং গীতিকার।

    • @tusharnag4556
      @tusharnag4556 10 месяцев назад +1

      বিদগ্ধ জন

    • @PeopleUnity-j8g
      @PeopleUnity-j8g 7 месяцев назад

      ওনার আরো কিছু কাজ শুনতে পেলে আনন্দ পাব।। জয় মা। 🙏। উনি লালন সাঁই জ্বীর সাথে সংগ করেছেন। মায়ের আরেক ছেলে সবারই মত। কিন্ত ঐ যে, ঘুড়ি লক্ষে দুটা একটা কাটে।

  • @sambhumukherjee1206
    @sambhumukherjee1206 Месяц назад

    Khub sundar gaan. 😊

  • @sambaransarkar5551
    @sambaransarkar5551 4 года назад +4

    কি আর বলি। চোখের জল ছাড়া আর প্রতিক্রিয়া নেই। ❤

  • @ShoubhikBandyopadhyay-yu8pr
    @ShoubhikBandyopadhyay-yu8pr Год назад

    Divine rendition.. God Bless You Bishakh Dutta.

  • @krishnabhattacharya8668
    @krishnabhattacharya8668 8 месяцев назад +1

    গানটি বড়ো স্মৃতি মেদুর। কোন ছোট বেলায় শুনেছি, এখন পড়ন্ত বেলা, তাও কি পারি ডাকতে?

  • @asitpatra7171
    @asitpatra7171 8 месяцев назад +1

    সত্যি গানটা শুনে উদাস হয়ে যায় ।

  • @ShoubhikBandyopadhyay
    @ShoubhikBandyopadhyay Год назад +4

    এই গান শুনলে ঈশ্বর দর্শন হয়। আপনার শিল্প সত্তা কে প্রণতি জানাই।

    • @RakhiTewari
      @RakhiTewari 3 месяца назад

      সত্যি তাই🙏

  • @krishnendubanerjee2930
    @krishnendubanerjee2930 2 года назад

    আহা কি আকুল আবেদন 🙏

  • @krishnabhattacharya8668
    @krishnabhattacharya8668 Год назад

    এ গানটা খুব পুরোনো। কত ছোট বয়সে গানটা কিভাবে শুনেছিলাম তা আজ আর মনে নেই। কিন্তু স্মৃতিটুকু আছে।

  • @anirbanghosh4568
    @anirbanghosh4568 4 года назад +4

    সত্যি দাদা, আপনার গলায় মা সরস্বতীর বাস৷

    • @PKDutta
      @PKDutta  4 года назад +1

      অনেক ধন্যবাদ :)

  • @pralaychowdhury4166
    @pralaychowdhury4166 3 года назад +6

    দাদা, গলায় কী আছে গো তোমার, কেন চোখের জল নিয়ে চলে গেলে?

  • @asitpatra7171
    @asitpatra7171 8 месяцев назад +1

    Khub valo laglo shune.

  • @sanjaychakraborty2990
    @sanjaychakraborty2990 2 года назад +1

    I fail to control my tears whenever I listen to this song. HORI OM. Thank you singer Bishak Dutt sir.

  • @sanjaychakraborty2990
    @sanjaychakraborty2990 2 года назад

    Ki apurba ki apurba ki apurba. Chokher jol samlano jayna. Pranta aamar juriye gelo. Dhannyo aapni dhannyo aapner gaan. Dhannyo aapner jiban. HORI OM.

  • @rokshanalliy3506
    @rokshanalliy3506 11 месяцев назад

    গানটা কাঙাল হরিনাথ কি নিজেই গেয়েছেন? কি মধুর!!

  • @niraraychoudhury4732
    @niraraychoudhury4732 Год назад

    খুবই ভাল লাগল আপনার গান। আরও এগিয়ে যান। নমস্কার ।

  • @shyamaprosadadhikari8631
    @shyamaprosadadhikari8631 2 года назад +1

    অপূর্ব অপূর্ব অসাধারণ সুন্দর। দয়াকরে কাংগাল হরিনাথের গান আরও বেশী করে তুলে আনুন। না হলে এই অমৃত সুধা হারিয়ে যাবে।

    • @taponmajumder3446
      @taponmajumder3446 7 месяцев назад

      বাংলাদেশের Mehgoni channel Tapon Majoumder এর কন্ঠে অনেক গান অথবা "কাঙাল হরিনাথের গান চেয়ে গুগলে সার্চ দিন।

  • @KAMALKANTIGHOSH-b4o
    @KAMALKANTIGHOSH-b4o 2 месяца назад

    Kub sundor

  • @susmitasaha2747
    @susmitasaha2747 5 месяцев назад +1

    Aha kiii apurbo

  • @nayanpaul2982
    @nayanpaul2982 7 месяцев назад

    হরি দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে .....( কাঙাল হরিনাথ)।

  • @dogtherapy1801
    @dogtherapy1801 2 года назад +1

    Ki asadharan geyechen !

  • @Bharati_Dola
    @Bharati_Dola 2 года назад

    অসাধারণ মনও কণ্ঠ । অন্তরে গভীর আলো দেয়

  • @soumyadipmajumder3450
    @soumyadipmajumder3450 7 месяцев назад

    These songs and Books have the proof of Akhand Bharat.

  • @binoysengupta8457
    @binoysengupta8457 3 года назад +4

    কে গেয়েছেন দয়া করে জানাবেন?

    • @PKDutta
      @PKDutta  3 года назад +1

      আমিই গেয়েছি, আমারই চ্যানেল, চ্যানেল আমারই নামাঙ্কিত।

  • @forestswaras
    @forestswaras 11 месяцев назад

    খুব খুব সুন্দর!

  • @krishnadasgoswami7423
    @krishnadasgoswami7423 2 года назад

    Darun -RADHE RADHE

  • @dipteshdas7456
    @dipteshdas7456 2 года назад +1

    গান টা কোন নির্জন স্থানে গিয়ে শুনলে য অপুর্ব অনুভুতি হয় ।😌 আর দাদা আপনার গলা টা ..... কি আর বলব ! প্রণাম নেবেন ।🙏🏻

  • @gautamdasgupta3683
    @gautamdasgupta3683 3 года назад +1

    অসাধারণ

  • @biswanathsen7050
    @biswanathsen7050 5 месяцев назад +1

    Only tears

  • @ShoubhikBandyopadhyay-yu8pr
    @ShoubhikBandyopadhyay-yu8pr Год назад

    repeatedly listening to since yesterday

  • @gautamdasgupta3683
    @gautamdasgupta3683 3 года назад +1

    Mohordir record টি ও অসাধারণ

  • @cjmclispahani7650
    @cjmclispahani7650 Год назад +1

    Keno kadachchen Bhai, amader ! Please we want to know the name of the Singer. Never heard such a splendid song. We have become all ' Kaangals ' like Harinath. Ichcha korchey, bon bathadey, eai gaan shune baydai. Opurbo poribeshona, voolbar motho noi, after listening this song, the tune resonates in the ear as if it will never end !

  • @niranzanroy9222
    @niranzanroy9222 Год назад

    joy maaaaaaaa💘💘💘💘💘

  • @siddharth1920
    @siddharth1920 3 года назад

    আহ! 💚💚💚💚

  • @Sayaknabadwipdas
    @Sayaknabadwipdas Год назад

    Ki apurbo sundor ❤️😭

  • @arijitbhattacharyya3007
    @arijitbhattacharyya3007 10 месяцев назад

    Mon ta bore gyalo opurbo

  • @rumachatterjee8366
    @rumachatterjee8366 2 года назад

    Apni darodi ganer vab eto Sundar monke tene rakhe 🙏🙏🙏

  • @VitthalGucci
    @VitthalGucci 2 года назад

    apnar upohar, Mayer kripa 🙏

  • @supratikbanerjee3447
    @supratikbanerjee3447 2 года назад

    অসাধারণ ♥️♥️

  • @PaashMatra
    @PaashMatra 4 месяца назад

    জয় গুরু

  • @dilipkumarghosh5246
    @dilipkumarghosh5246 3 года назад +1

    গান টি খুব ভালো লাগে।

  • @rabindranathmondal8352
    @rabindranathmondal8352 2 года назад

    Jemon gola temon sur.ki modhur.
    Amar pokkho theke roilo amar
    antorik sraddha o shuvecha.

  • @bappakunduofficial9367
    @bappakunduofficial9367 3 года назад

    জীবনের মানে খুঁজে পেলাম গানটাতে

  • @palashchakraborty4134
    @palashchakraborty4134 4 года назад

    Ohhooo🤗

  • @deburanichakraborty3028
    @deburanichakraborty3028 11 месяцев назад

    Joy Ma Jogotjononi ,,Shreesti Palini , Snehomoyee Jononi r Shree Charane janai amar Praner Pronoti Shotokoti ♥️🙏🌷🙏🌷🙏❤. Ma ,Tomar Vokto SANTAN je dakchhen kator Sware sara dao Ma santaner daake ,♥️🙏🌷🙏❤️ Ma .

  • @sourajitghosh7067
    @sourajitghosh7067 3 года назад +1

    কালী কালী 😍

  • @nayanpaul2982
    @nayanpaul2982 7 месяцев назад

    ❤❤❤

  • @whistleindia7171
    @whistleindia7171 2 года назад

    অসাধারণ গায়কী

  • @ananyachatterjee2442
    @ananyachatterjee2442 2 года назад

    Songer chhabitaa ki Kangal Harinather?

    • @PKDutta
      @PKDutta  2 года назад

      হ্যাঁ

  • @শ্রীজিরদাসী

    ডাকার মতো ডাকতে পারিনি তাই বলে তুমি কি আসবে না😭😭😭😭

  • @dr.santanusen156
    @dr.santanusen156 2 года назад

    প্রাণের কি আর্তি। আহা!

  • @subhodipchakraborty2132
    @subhodipchakraborty2132 2 года назад

    আহা

  • @ritammukherjee3283
    @ritammukherjee3283 3 года назад

    Vison valo laglo 🥰🙏

  • @somachakraborty8064
    @somachakraborty8064 Год назад

    Mayer koto kripa aapnar opor aache..jaar janyo ei onbadyo gaan ti apni gaite parlen....gaan ti sune ami dhanyo...

  • @sheulilahiry7232
    @sheulilahiry7232 10 месяцев назад

    🙏🙏❤❤❤❤

  • @রংধনু-ঘ৮ছ
    @রংধনু-ঘ৮ছ 2 месяца назад

    🙏🙏🙏🌹🙏🙏🙏

  • @santimoymukherjee9725
    @santimoymukherjee9725 Год назад

    অপূর্ব বললেও কম বলা হবে।🙏

  • @a.bhattacharyya
    @a.bhattacharyya Год назад

    হারমোনিয়াম এর শব্দটা আর একটু কম হলে আরো ভালো লাগতো।❤

  • @sanjaychakraborty2990
    @sanjaychakraborty2990 2 года назад

    Ki Apurba.👍 Apurba.👍 Apurba.👍 Apurba.👍. Suddha Vokti aapni aanlen aamar ontore. Pranta aamar juriye gelo. Aapner mohot proyas .

  • @kanchanadas1524
    @kanchanadas1524 6 месяцев назад

    Ganti kato sunechi kintu kar gan seta jantamna.khali galay gaileqrp valolagto

  • @gautamdasgupta3683
    @gautamdasgupta3683 3 года назад +1

    Yes অনেকেই এই কবি দার্শনিক এর নাম জানেন না

  • @subirganguly7479
    @subirganguly7479 Год назад

    আপনার গানের গলা অনেক টা মান্নান লাল ভট্টাচার্যর মতো লাগে

    • @PKDutta
      @PKDutta  Год назад

      আপনি কি পান্নালাল ভট্টাচার্যের কথা বলছেন?

  • @gramophonetics
    @gramophonetics 4 года назад +1

    এ গানের সুর সম্পর্কে কিছু নোটস্ আশা করেছিলাম। কেন‍না আগে যাঁদের গলায় শুনেছি, দাগ কেটে আছে স্মৃতিতে অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের অবিস্মরণীয় গায়কীর কথা। আপনার সঙ্গে তালে তো বটেই, ঈষদ সুরেও তফাত আছে। গানের কথাতেও কি তফাত রয়েছে ? আমার সামনে টেক্সট নেই বলে নিশ্চিত হতে পারলাম না। আপনার মতো গবেষকের কাছে এ কৌতূহল মিটবে, আশা রাখি।

    • @PKDutta
      @PKDutta  4 года назад +1

      আমি বহু বছর আগে এই গানটা এই ভাবে শুনেছিলাম। শিখেওছিলাম এই ভাবে। অশোকতরু বন্দোপাধ্যায়ের যেহেতু শুনিনি- তাই তূলনামূলক কোন আলোচনায় আসতে পারছি না। বাণীতে হেরফের কোথাও হচ্ছে কিনাও জানি না। আমি অনেক প্রাচীন টেক্সটে এভাবে গানটা পেয়েছি। এসব গানে এতটাই বিবর্তন হয়ে গেছে অনেক গভীরে না গেলে আসল নকল বোঝা মুশকিল। আর যেহেতু হরিনাথ মজুমদার বাউল ভাবের গানই লিখতেন- তাতে আখড় প্রয়োগের মত ব্যাপার স্বাভাবিক ভাবেই এসে যায়, তাই বাণীতে নড়াচড়াও হয়। আরেকটি কথা- অশোকতরু বন্দোপাধ্যায়ের গানটা শুনিনি, জানি না তিনি কিভাবে গেয়েছেন, তবে পশ্চিমবঙ্গে বাউল অঙ্গের গানকে বাউলের ভাব ছাড়িয়ে গাওয়ার একটা প্রবণতা আছে।

    • @PKDutta
      @PKDutta  4 года назад +3

      আমি এখন তিনজনের শুনলাম- পান্নালাল, কণিকা, অশোকতরু- যা বুঝলাম তা হল- মূল সুরটিতে একটু নাড়াচাড় করেছেন তিনজনই। কিন্তু গোটা গানটির চলন একই থেকেছে সবারই। আমার ক্ষেত্রেও একই কথা। কিন্ত একটা পার্থক্য হচ্ছে- আমি তালবাদ্য ছাড়া গেয়েছি, তাই আমার কিছু তালছাড়া স্বাতন্ত্র্যতা দেখা যাচ্ছে। আমি তাল ধরে গাইলে দেখা যাবে আমাকেও কিছুটা পরিমার্জিত ভাবে গাইতে হবে। তখন শুনতে একই লাগবে বলা যায়। কখনো তালে আপলোড করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ- আপনি মনোযোগ দিয়ে শুনছেন, ভাব ব্যক্ত করছেন। আরেকটি কথা- আমি সঙ্গীত গবেষক নই, যা করি তা ভালবাসা থেকে যতটা সম্ভব ততটাই।

    • @gramophonetics
      @gramophonetics 4 года назад +1

      @@PKDutta আপনাকে অনেক ধন্যবাদ ! ঠিকই। কণিকা আর অশোকতরু বন্দ্যোপাধ্যায়, বিশেষত কণিকা বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রসংগীতের অভ্যস্ত ঢঙের বাইরে বেরতে স্বচ্ছন্দ ছিলেন না বলে, এ গানে অনভিপ্রেত একটা রাবীন্দ্রিক গড়ন অজান্তেই এসে পড়েছিল। সুরের চলনে যেটুকু পার্থক্য আপনি গায়কীতে রেখেছেন, সেটা সম্ভ‍বত এইখানে যে, আপনি যথার্থ বাউলাঙ্গেই বেঁধেছেন এর সুর, অশোকতরু আর কণিকা সেই সঙ্গে খানিক কীর্তনাঙ্গ‍ও মিশিয়েছেন। তবে কীর্তনাঙ্গও আপনি সম্পূর্ণ বাদ দেন‍নি। দেওয়া উচিতও হত না ; সেক্ষেত্রে ওই টপ্পার মোচড়গুলো না থেকে গানটা ফ্ল্যাট হয়ে যেত।

    • @PKDutta
      @PKDutta  4 года назад +1

      আমার গায়কীতে মূলত বাউলের সাথে রামপ্রসাদী ঢঙের একটা মিশেল ঘটেছে। এটা আমি চাইনি, গাইতে গিয়ে হচ্ছিল, আর তাতে বাধাও দিইনি।

    • @gramophonetics
      @gramophonetics 4 года назад

      @@PKDutta এ গানের ভাবই এমন, শুধু বাউলাঙ্গে গাইলে এ প্রতিবাৎসল্যের বিপ্রলম্ভ জাগাবে না ! আর তাই কীর্তনের সুর এখানে পদাবলি থেকে মালসী বা কালীকীর্তনের দিকে অবধারিত ঝুঁকবেই ! সে যাই হোক, সুরের এ সব বহিরঙ্গ ছাপিয়ে সারকথা হল, আপনার এ গান শুনে অশ্রুধারায় মানস‍স্নান হল। এর চেয়ে বড়ো প্রাপ্তি আর কিছু বোধ হয় হতেই পারে না আমার মতো অদীক্ষিত শ্রোতার কাছে।

  • @samratsengupta96
    @samratsengupta96 Год назад

    P̤r̤a̤n̤a̤m̤ o̤n̤a̤k̤e̤ 🙏 m̤a̤d̤h̤ṳr̤ g̤a̤l̤a̤,̤ d̤h̤a̤n̤o̤b̤a̤d̤ e̤t̤a̤ s̤o̤n̤a̤b̤a̤r̤ j̤o̤n̤n̤o̤