সত্যিই নাটকটা খুবই ভালো লেগেছে।আমিও একজন প্রবাসীর বউ ছিলাম।অপবাদ লোকের নোংরা চোখ সব সহ্য করেছি শুধু দুইটা বাচ্চার দিকে তাকিয়ে।স্বামী আমার ভালোই ছিলেন ভালোওবাসতেন কিন্তু টাকাপয়সার ব্যাপারটা ছিলো আলাদা।আমার আর আমার বাচ্চাদের যা লাগে উনার মায়ের কাছে চাইতে হতো।ভালোবাসতেন কিন্তু টাকাপয়সা দিতেন না।অনেক কষ্ট সহ্য করেছি।পিপাসার্থ পাখির মতো ছটফট করে স্বামীর জন্য অপেক্ষা করতাম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর।বিয়ের পর দুই বছর পরপর মাত্র দুইবার আসছিলো মানুষটা।কিন্তু তৃতীয়বার আসলো স্টক করে কাউকে চেনেনা কিচ্ছুটি বলতে পারেনা।এমনকি যেমনভাবে রাখবে বাচ্চাদের মতো সেরকমই থাকতো।আটমাস বিদেশ থাকার পর বাড়িতে এসে মাত্র চারটাদিন মানুষটার দেহে প্রান ছিলো।কিন্তু তারপরই আমার স্বপ্ন আশা আকাংখা সব শেষ।আমার স্বামীটা মায়ের আর ভাইয়ের কথা বেশি ভাবতেন আমার ছেয়ে।তাইতো বাড়ি গাড়ি জায়গা সব মা ভাইকে দিলেন।আমায়ও দিয়েছেন দুইটা বাচ্চা।আমার জীবনের গল্পটা এই নাটকের চাইতেও ভয়াবহ।আজ আটমাস ধরে আমি বিধবা,মা হারা (তিন বছর),বাবা দ্বিতীয় সংসারী (২৫ বছর)আমার বাচ্চারা এতিম।নিঃস্ব একদম আমরা।একমাত্র আল্লাহতা'লাই আমাদের ভরসা।জানি কেউ পড়বে কেউ না আমার এই কমেন্টটা অনেক বড়।তারপরেও খাস দিলে আল্লাহরওয়াস্তে আমার আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন।আমিও করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক
স্বামী যদি খারাপ হয় পৃথিবীতে বেচে তাকার ইচ্ছেটাই মরে যায় জীবন্ত লাশ হয়ে বেচে আছি ভাব ছিলাম কেউ না বুঝতে পারোক যে মানুষ টাকে এতো ভালোবাসি সে তো বোজবে কিন্তু ওই স্বামী টাই একেক সময় বুজিয়ে দেয় পর কখনো আপন হয় না😢😢😢
আমি একজন আফ্রিকা প্রবাসী। আমার রাত একটার পর হঠাৎ ঘুম ভেঙ্গে যায় তখন মোবাইল হাতে নিয়ে এই নাটকটা দেখলাম, সত্যি এরপর থেকে আমার চোখে ঘুম আসেনা চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝড়তেছে 😭😭😭 এমন কষ্ট কি করে একজন প্রবাসীর স্ত্রী সহ্য করতে পারবে? কিভাবে একটা শাশুড়ি এমনটা অততাচার করতে পারে, আসলে একজন শাশুড়ি চাইলে সংসার সুখের করতে পারে, আবার চাইলে শেষ করে দিতে পারে।তাদের কাছে শুধু তাদের মেয়েই আপন,বউরা কাজের মেয়ে। এমন শাশুড়ি গুলো মৃত্যুর সময় অনেক অনেক কষ্ট পেয়ে মরতে হয়, অনেকের কপালে একফোঁটা জল বা শরবত ও জোটেনা😢😢
প্রবাসীর বউদের এগো কষ্ট কেনো?কেনো এতো অপবাদ শুধু প্রবাসীর বউদের,, প্রবাসীর বউরা দোষ না করলেও বিনা দোষে দোষী হয়,,শুধু কি প্রবাসীর বউরাই খারাপ হয়😭😭😭😭😭 তাহলে প্রবাসীরা বিয়ে করে কেনো,, কেনো বুয়ে নামের শিকলে জড়িয়ে একটা মেয়ের জীবন ধ্বংশ করে,,😭😭😭 সরি আমি নিজেও প্রবাসীর বউ,,তাই এভাবে বললাম,,জীবনে আমিও অনেক কিছু সহ্য করেছি এমনও দিন নাই বা বেলা ছিলো না যে কথা না শুনে ভাত খেতে পারতাম এমনও দিন গেছে চোখের পানি আর ভাত একসাথে খেতে হতো,,যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভালো আছি,, তবে আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করে আর অনেক ভালোবাসে,,,প্রতিটা পকরবাসীর মায়েদের বলে রাখি ছেলেকে বিয়ে করাতে হলে নিজেরা আগে ভালো মানুষ হন নয়তবা ছেলে বিয়ে না করিয়ে একটা কাজের মেয়ে রাখবেন বাসায় কাজের মেয়ের জন্য ছেলেকে বিয়া করাবেন না প্রতিটা প্রবাসী ছেলের মায়েদের এটা বোঝা উচিত যে আপনি আপনার স্বামী সন্তান নিয়ে ঠিকই সুখের সংসার করবেন কিন্তু আপনার ছেলের বউ সে কি পেলো,,, একটা মেয়ে তার বাবা না ভাই বোন সব ছেড়ে একটা প্রবাসীর বউ হয়ে আসে স্বামীটাকেও ঠিক মতো কাছে পায় না,, দিনের পর দিন অপেক্ষা করে স্বামী নামক টাকার মেশিনটার জন্য তার পরিনামে তারা হয়ে ওঠে স্বামীর বাড়ির বিনা বেতনের চাকরানীর ওরিচয়,,হায় প্রবাসীর বউ আর বদনাম অপবাদ অপমান তো বোনাস হিসেবে পায়,,😭😭😭😭
নাটক দেখতে গিয়ে কখন যেন ২০/২৫ বছর আগের দিন গুলি মনে পড়ে গেল,অনেক কথা মনে চাপা পরে ছিল।আজ আবার মনে পড়ল সব লিখতে পারবনা,লিখলে হয়তো সিনেমার মতো বড় হবে।তবে সত্যি কথা হল যে পুরুষ বিদেশ করে ওরা নির্বোধ হয়ে যায়, তবে সবাই না-বেশীর ভাগ।আসলে বিদেশীদের বউরা সুখী না।আমিও একজন।
নাটকটা কিছু কিছু প্রবাসীর বউদের জীবনের সাথে মিলে যায়।শ্বশুরবাড়িতে যে যেমনই হোক না কেন মানিয়ে নেয়া যায় কিন্তু স্বামী যদি না বুঝে তখন ওই মেয়েটার জন্য সংসারটা নরক হয়ে যায়।আর সব প্রবাসীর বউরা খারাপ হয় না।ভালো থাকুক সকল প্রবাসীর বউরা🥀😔
এই নাটকে একটা জিনিষ দেখে নিজের কথা মনে পড়ে গেল,,,আমার হাসবেন্ড ও বিদেশ গিয়ে যখন প্রথম মোবাইল পাটাল আমার জন্য শশুর শাশুড়ির কি রাগ,,, শাশুড়ি বলেছে বউকে মোবাইল দিলে প্রেম করবে বাঝে লোকের সাতে কথা বলবে,,,তাই শাশুড়ি মোবাইল টা আলমারিতে তুলে রাখতেন আর যখন আমার স্বামী কথা বলার সময় হতো মোবাইল দিত, কথা শেষ হলে আবার ও রেখে দিত,,, প্রাই কয়েকটা মাস এইভাবে কেটে যাই,,,হাসবেন্ড এর কাজ যখন একটু হালকা হয় ওনি যখন তখন ফোন করতো,,, আর আমকে অনলাইনে না পেয়ে সবার সাতে রেগে যাই এর পর মোবাইল টা একে বারে মনের বিরুদ্ধে আমার হাতে দেই,,,একদিন ননাসের মেয়ে আমাকে বলে আন্টি নানু বলেছে যদি তুমি মোবাইলে কারও সাতে কথা বলে পালাই যাও তার দায় নাকি কেউ নিবে না,,,
অসাধারণ নাটক জীবনের সাথে মিলে গেলো, আচ্ছা প্রবাসীদের বউদের এত কষ্ট কেন জানি না, সব দিক দিয়ে প্রবাসী বউদের কষ্ট কোন দিক দিয়ে শান্তি নেই, কিন্তু এত জ্বালা কেন.?? 😭😭😭
এটা কিছুই নেই বলার মতো আমার জীবন এরচেয়ে ও বেশি আমি একজন প্রবাসীর বউ আমার স্বামী ৪০ বছর বয়সে বিয়ে করেন শুধু মা বাবা ভাই বোনের জন্য বোনদের বিয়ে ভাই বোনের পলতে ভাই দের পড়া শুনা ৬ ভাইয়ের বাড়ির জায়গায় কিনা সবশেষে বিয়ে করে আমায় জীবনের কিছুই পেল না এবার বউ ছেলে মেয়ে পালতে আবারও বিদেশে এবার বাড়ির জায়গায় ছোটো ভাই বোনেরা নিয়ে যাওয়ার চেষ্টা আমার ও আমার ছেলে মেয়ে কে স্বামীর ভাই বোনে আমার ঘরে এসে আমার চুল ধরে টেনে টেনে ঘর থেকে বেড় করে দেন আর আমার নামে গ্রামবাসির কাছে প্রতি দিন এরা হেটে হেটে বদনাম আরও স্বামীর কাছে ভাই বোনে মিলে গ্রামবাসীর কাছে হেটে হেটে আমার নামে বদনাম বলেন এটা নিয়মিত চলে তখন আমি লোকজনের কাছে শুনে শুনে আমি প্রতি বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বলি দেখুন দেখুন আমি চলে যায়নি এইতো আমি আছি আর কিছু লিখতে পারছি না
আমি একজন প্রবাসীর বউ নাটক টা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ্ ছয় বছর বিবাহিত জীবন অনেক ভালো রাখছে আল্লাহ অনেক প্রবাসীর বউ রা আছে অনেক অসহায় এই সমাজের কাছে
আমিও একটা প্রবাসীর স্ত্রী। দেড় বছরের একটা ছেলে আছে। শশুর শাশুড়ী সহ ভালই আছি। স্বামী ও ভালোবাসে, খেয়াল রাখে.....তবুও ভালো থেকেও যেন ভালো নেই।স্বামীর জন্য মনটা কেমন করে...তার ফাঁকা জায়গা টা কোনকিছু দিয়ে পূরণ হয় না....এই নাটকটা এমন ভাবে অনুভব করছি যেন মনে হচ্ছে সবকিছু আমার সাথেই হয়েছে। সব প্রবাসীর স্ত্রী খারাপ হয় না...আমি তো চোখ খুলে ,চোখ বুজে আমার স্বামীকে শুধু দেখি। আড়চোখে দেখা , কটুক্তি এগুলো সব প্রবাসীর স্ত্রীকে সহ্য করা লাগে।
এই নাটকের সাথে আমার জীবন কাহিনি সম্পূর্ণ মিল আছে। নাটকে একটা বাচ্চা আছে আমার শুধু বাচ্চা নাই। দোষ না করেও দোষী আমি।কখনো স্বামীকে বুঝাতে পারিনি আমি একজন সত মেয়ে।শেষে সবাই ভুল বুঝলো আমাকে।আপনারা মেয়েরা কখনো আমার মত ভুল করবেন না প্রবাসি স্বামীর কাছে বিয়ে না বসে রিকশা ওয়ালার কাছে বিয়ে বসা অনেক ভালো।আমার এত কষ্টের সংসার ননদ আর শাশুড়ী কুটানমি নষ্ট হয়ে গেলো।স্বামী আমাকে ভুল বুঝলো।বাদ্য হয়ে আমি ডিভোর্স দিয়ে আসছি
নাটকটা দেখে চোখে পানি চলে আসলো। সব প্রবাসীর বউ এক হয় না। আমি একজন প্রবাসীর বউ।তাই প্রবাসী বউদের কষ্টটা বুঝি। শত কষ্টের মাঝে সবচেয়ে বড় কথা আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এবং বিশ্বাস করে আলহামদুলিল্লাহ ❤❤
আমিও প্রবাসীর স্এী ছিলাম আমার সাথে ও এমন হয়েছে এমন অত্যাচার সয্য করার পরও আমার শাশুড়ির কথা শুনে স্বামী মোবাইলে তালাক দিয়েছে। কিছু দিন অপেক্ষা করার পরেও যখন কোনো সমাধান হয়নাই। একদিন রাগ করে ঢাকা চলে আসি এখন গার্মেন্টসে চাকরি করি আল্লাহর রহমতে এখন ভালোই আছি
নাটকটি প্রথম দুই মিনিট দেখে কমেন্ট করতেছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দুইটি মেয়ে আছে আমার শাশুড়ি মা অনেক ভালো আমার কাছে টাকা না থাকলে কি হবে আমার মেয়েদের কোনো কিছু কমতি নেই কোন দিন আমার মেয়েদের গায়ে হাত তোলেনি ধমক ও দেয়নি আমার স্বামী বিদেশে গেছে এক বছর হল কোন সময় কোন কষ্ট দেয়নি আমাকে আসলে ভালোবাসা টাকা দিয়ে হয় না মন থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি সুখে আছি সবাই দোয়া করো আমাদের জন্য❤❤❤❤
সত্যিই নাটকটা খুবই ভালো লেগেছে।আমিও একজন প্রবাসীর বউ ছিলাম।অপবাদ লোকের নোংরা চোখ সব সহ্য করেছি শুধু দুইটা বাচ্চার দিকে তাকিয়ে।স্বামী আমার ভালোই ছিলেন ভালোওবাসতেন কিন্তু টাকাপয়সার ব্যাপারটা ছিলো আলাদা।আমার আর আমার বাচ্চাদের যা লাগে উনার মায়ের কাছে চাইতে হতো।ভালোবাসতেন কিন্তু টাকাপয়সা দিতেন না।অনেক কষ্ট সহ্য করেছি।পিপাসার্থ পাখির মতো ছটফট করে স্বামীর জন্য অপেক্ষা করতাম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর।বিয়ের পর দুই বছর পরপর মাত্র দুইবার আসছিলো মানুষটা।কিন্তু তৃতীয়বার আসলো স্টক করে কাউকে চেনেনা কিচ্ছুটি বলতে পারেনা।এমনকি যেমনভাবে রাখবে বাচ্চাদের মতো সেরকমই থাকতো।আটমাস বিদেশ থাকার পর বাড়িতে এসে মাত্র চারটাদিন মানুষটার দেহে প্রান ছিলো।কিন্তু তারপরই আমার স্বপ্ন আশা আকাংখা সব শেষ।আমার স্বামীটা মায়ের আর ভাইয়ের কথা বেশি ভাবতেন আমার ছেয়ে।তাইতো বাড়ি গাড়ি জায়গা সব মা ভাইকে দিলেন।আমায়ও দিয়েছেন দুইটা বাচ্চা।আমার জীবনের গল্পটা এই নাটকের চাইতেও ভয়াবহ।আজ আটমাস ধরে আমি বিধবা,মা হারা (তিন বছর),বাবা দ্বিতীয় সংসারী (২৫ বছর)আমার বাচ্চারা এতিম।নিঃস্ব একদম আমরা।একমাত্র আল্লাহতা'লাই আমাদের ভরসা।জানি কেউ পড়বে কেউ না আমার এই কমেন্টটা অনেক বড়।তারপরেও খাস দিলে আল্লাহরওয়াস্তে আমার আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন।আমিও করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক
আল্লাহ আপনাদের হেফাজতে রাখুক এবং আপনাদের মনের সকল ইচ্ছে পূরন করুক 🤲আমিন
কষ্ট নিয়ো না আপু আল্লাহ যা করে ভালোর জন্যই করে
আমি পড়ছি আমার অনেক কষ্ট হচ্ছে আপনার জন্য , আল্লাহ আপনাদের হেফাজত করুক , আমি ও একজন প্রবাসীর বউ, আমার স্বামী অনেক ভালো
আমিন🤲
হ্যা এখন আল্লাহই একমাত্রভরসা আমার
২য় পর্ব চাই কারণ ওর শ্বাশুড়িকে শাস্তি দিতে হবে আর ওর স্বামী কেও 😢কে কে একমত বলো🤝
ধন্যবাদ আপনাকে
২ পর্ব দেন
@@SkyviewFilms দ্বিতীয় পর্ব দিয়েন প্লিজ কারণ আমি প্রবাসির বউ
আমি দেখতে চাই
Ct) ❤@@Farjana-d2d2u
প্রবাসী স্ত্রী নাটক দ্বিতীয় পর্ব দেখতে চাই কে কে আমার সাথে একমত 🙋♂️🙋♂️🙋♂️
ধন্যবাদ আপনাকে
আমি দেখতে চাই
@@morjinaakther5165 ❤️❤️
🎉 2:09 😊
আমিও দেখতে চাই
স্বামী যদি খারাপ হয় পৃথিবীতে বেচে তাকার ইচ্ছেটাই মরে যায় জীবন্ত লাশ হয়ে বেচে আছি ভাব ছিলাম কেউ না বুঝতে পারোক যে মানুষ টাকে এতো ভালোবাসি সে তো বোজবে কিন্তু ওই স্বামী টাই একেক সময় বুজিয়ে দেয় পর কখনো আপন হয় না😢😢😢
ধন্যবাদ আপনাকে
Thik bolechen
ঠিক বলছেন
আসসালামু আলাইকুম আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল
😊
আমি একজন আফ্রিকা প্রবাসী। আমার রাত একটার পর হঠাৎ ঘুম ভেঙ্গে যায় তখন মোবাইল হাতে নিয়ে এই নাটকটা দেখলাম, সত্যি এরপর থেকে আমার চোখে ঘুম আসেনা চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝড়তেছে 😭😭😭
এমন কষ্ট কি করে একজন প্রবাসীর স্ত্রী সহ্য করতে পারবে? কিভাবে একটা শাশুড়ি এমনটা অততাচার করতে পারে, আসলে একজন শাশুড়ি চাইলে সংসার সুখের করতে পারে, আবার চাইলে শেষ করে দিতে পারে।তাদের কাছে শুধু তাদের মেয়েই আপন,বউরা কাজের মেয়ে।
এমন শাশুড়ি গুলো মৃত্যুর সময় অনেক অনেক কষ্ট পেয়ে মরতে হয়, অনেকের কপালে একফোঁটা জল বা শরবত ও জোটেনা😢😢
ধন্যবাদ আপনাকে
এমন শাশুড়ী ঘরে ঘরে। এমন শয়তান মহিলা সহজে মরে না।
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Ekdom thik bolsen 😢
প্রবাসীর বউদের এগো কষ্ট কেনো?কেনো এতো অপবাদ শুধু প্রবাসীর বউদের,, প্রবাসীর বউরা দোষ না করলেও বিনা দোষে দোষী হয়,,শুধু কি প্রবাসীর বউরাই খারাপ হয়😭😭😭😭😭 তাহলে প্রবাসীরা বিয়ে করে কেনো,, কেনো বুয়ে নামের শিকলে জড়িয়ে একটা মেয়ের জীবন ধ্বংশ করে,,😭😭😭 সরি আমি নিজেও প্রবাসীর বউ,,তাই এভাবে বললাম,,জীবনে আমিও অনেক কিছু সহ্য করেছি এমনও দিন নাই বা বেলা ছিলো না যে কথা না শুনে ভাত খেতে পারতাম এমনও দিন গেছে চোখের পানি আর ভাত একসাথে খেতে হতো,,যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভালো আছি,, তবে আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করে আর অনেক ভালোবাসে,,,প্রতিটা পকরবাসীর মায়েদের বলে রাখি ছেলেকে বিয়ে করাতে হলে নিজেরা আগে ভালো মানুষ হন নয়তবা ছেলে বিয়ে না করিয়ে একটা কাজের মেয়ে রাখবেন বাসায় কাজের মেয়ের জন্য ছেলেকে বিয়া করাবেন না প্রতিটা প্রবাসী ছেলের মায়েদের এটা বোঝা উচিত যে আপনি আপনার স্বামী সন্তান নিয়ে ঠিকই সুখের সংসার করবেন কিন্তু আপনার ছেলের বউ সে কি পেলো,,, একটা মেয়ে তার বাবা না ভাই বোন সব ছেড়ে একটা প্রবাসীর বউ হয়ে আসে স্বামীটাকেও ঠিক মতো কাছে পায় না,, দিনের পর দিন অপেক্ষা করে স্বামী নামক টাকার মেশিনটার জন্য তার পরিনামে তারা হয়ে ওঠে স্বামীর বাড়ির বিনা বেতনের চাকরানীর ওরিচয়,,হায় প্রবাসীর বউ আর বদনাম অপবাদ অপমান তো বোনাস হিসেবে পায়,,😭😭😭😭
ধন্যবাদ আপনাকে
আপনি টিক বলছেন
You are right 😭😭😭😭😭😭😭😭amar moner kota bolcen
এই বেডি তাও পোলার টাকা রক্ষা কইরা চলতাছে, জমি কিনা দিতাছে, বাড়িতে বিল্ডিং,পোলারে ভালোও বাসে,কিন্তু আমার শাশুড়ী আমার জামাইর টাকা পয়সা লুটপাট কইরা খায় মাইয়াগো লইয়া।
রাইট
আমি ও প্রবাসীর বোউ অপবাদের শেষ নেই কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করতিছি নিশ্চয় আল্লাহ একদিন সব কষ্টের ফল দেবে
ধন্যবাদ আপনাকে
ইনশাআল্লাহ দিবে দোয়া রইলো তোমার জন্য
9jlkjoip@@SkyviewFilms
আমি মা হতে চাই শুনেছি 40 জন আমিন বললে দোয়া কবুল হয় সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মা হওয়ার তৌফিক দান করেন 😓🙏
Amin
Amin
Amin
আমিন
অমিন❤❤😊
ছোট বেলায় ভাবতাম প্রবাসীর বউরা কত সুখী আর এখন প্রবাসীর বউ হয়ে বুঝিতাছি প্রবাসীর বউরা যে কত সুখী. প্রবাসীর বউদের জীবনে দুঃখ কষ্ট অবহেলা ছাড়া কিছুই নেই 😭😭
ধন্যবাদ আপনাকে
হে আপু ঠিক বলছেন
শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে হাজারও প্রবাসীর বউরা বেচে আছে
কথাটা রাইট
হ্যাঁ বোইন আমিও ভাবতাম প্রবাসীর বউরা সুখী,,, but প্রবাসীর বউ হয়ে বুজি কেমন জীবন এটা😢😢😢
নাটক দেখতে গিয়ে কখন যেন ২০/২৫ বছর আগের দিন গুলি মনে পড়ে গেল,অনেক কথা মনে চাপা পরে ছিল।আজ আবার মনে পড়ল সব লিখতে পারবনা,লিখলে হয়তো সিনেমার মতো বড় হবে।তবে সত্যি কথা হল যে পুরুষ বিদেশ করে ওরা নির্বোধ হয়ে যায়, তবে সবাই না-বেশীর ভাগ।আসলে বিদেশীদের বউরা সুখী না।আমিও একজন।
ধন্যবাদ আপনাকে
আমি শক্তছিলাম বলে আমার বউ এর উপর কেউ কিছু বলতে পারেনা
প্রবাসীর সকল ভাইদের এই নাটকটা দেখা দরকার 😢
রাইট
দেখছি ভাই
লাভ নাইরে বোন যার বুঝার সে অল্পতেই বুঝে আর যে বুঝবার নয় সে হাজার কষ্ট দেখলেও বুঝবে না
ঠিক বলছেন
হাজারটা কষ্ট নিয়ে বেঁচে আছি 😭😭😭😭
নাটকটা কিছু কিছু প্রবাসীর বউদের জীবনের সাথে মিলে যায়।শ্বশুরবাড়িতে যে যেমনই হোক না কেন মানিয়ে নেয়া যায় কিন্তু স্বামী যদি না বুঝে তখন ওই মেয়েটার জন্য সংসারটা নরক হয়ে যায়।আর সব প্রবাসীর বউরা খারাপ হয় না।ভালো থাকুক সকল প্রবাসীর বউরা🥀😔
ধন্যবাদ আপনাকে
আমারও মাঝে মাঝে ইচ্ছে করে ছেলে মেয়ে নিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু সন্তানের মুখের দিখে তাকিয়ে ৈধর্য ধরি
@@somayaafrin9087
ধৈর্যের ফল খুব মিষ্টি হয়।দোয়া করি আপনার জন্য🥰🥀
হুম প্রবাসীর বউর কষ্ট প্রবাসীর বউরাই বুজে😢😢😢😢
Amr sasuri
নাটকটা দেখে মনের অজান্তেই চোখে পানি চলে আসছে,
ধন্যবাদ আপনাকে
😭😭😭
😭😭😭😭
আগে ভাবতাম আমিই মনে হয় এত কষ্টে আছি কিন্তু কমেন্ট দেখে মনে হল আমার মত হাজারো প্রবাসীর বউরা জিন্দা লাশ হয়ে বেচে আছে শুধু সন্তানের কথা ভেবে
Amar sami barite thekeo eirokom kosto 😢😢
আমি ও এক জন পবাসির বউ কিন্তু শশুর শাশুড়ী শান্তি দেয় না একটু ও
😭
আপনি আমার মনের কথা বললেন
রাইট বোন
বাস্তব চিত্র তুলে ধরেছেন ধন্যবাদ নাটকের লেখককে। জাতে সব প্রবাশী বুজতে পারে মানুষের বাজে কথায় কান দেওয়া ঠিক না
ধন্যবাদ আপনাকে
দোয়া করি আপু
আমি একজন প্রবাসীর বউ নাটকটা দেখে সত্যি কান্না চলে আসছে প্রবাসীদের বউদের কপালে এমনি হয় 😢😢😢
😢😢😢😢
😭😭😭😭😭😭
হুম রে বোন জীবনে কোনো মেয়ের বিয়ে না হলেও যেন প্রবাসীদের কে বিয়ে না করে 😭😭
@@sumaiya-y6c kno প্রবাসিদের দোষ কিসের
ঠিক বলছেন আমি ও একজন প্রবাসীর বউ নাটক টা দেখে দু চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে গড়িয়ে পরছে
অনেক সুন্দর হয়েছে পড়ে পাট চায়
😂😂😂😂😂😂😂😂
এই নাটকে একটা জিনিষ দেখে নিজের কথা মনে পড়ে গেল,,,আমার হাসবেন্ড ও বিদেশ গিয়ে যখন প্রথম মোবাইল পাটাল আমার জন্য শশুর শাশুড়ির কি রাগ,,, শাশুড়ি বলেছে বউকে মোবাইল দিলে প্রেম করবে বাঝে লোকের সাতে কথা বলবে,,,তাই শাশুড়ি মোবাইল টা আলমারিতে তুলে রাখতেন আর যখন আমার স্বামী কথা বলার সময় হতো মোবাইল দিত, কথা শেষ হলে আবার ও রেখে দিত,,, প্রাই কয়েকটা মাস এইভাবে কেটে যাই,,,হাসবেন্ড এর কাজ যখন একটু হালকা হয় ওনি যখন তখন ফোন করতো,,, আর আমকে অনলাইনে না পেয়ে সবার সাতে রেগে যাই এর পর মোবাইল টা একে বারে মনের বিরুদ্ধে আমার হাতে দেই,,,একদিন ননাসের মেয়ে আমাকে বলে আন্টি নানু বলেছে যদি তুমি মোবাইলে কারও সাতে কথা বলে পালাই যাও তার দায় নাকি কেউ নিবে না,,,
ধন্যবাদ আপনাকে
Hay jibon
এরকম ডাইনি শাশুড়িদের জন্য কোনদিন প্রবাসীদের বউদের শান্তি হয় না
ধন্যবাদ আপনাকে
আসলেই
আপনি সঠিক কথা বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে
অসংখ্য ধন্যবাদ আপনাকে সঠিক কথা বলার জন্য
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ।
ধন্যবাদ আপনাকে
এতো কষ্টের গল্প কিভাবে সাজালেন। অনেক ভালো হয়েছে। সবাইকে ধন্যবাদ এমন একটা নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য।❤❤
কিন্তু মেয়েটা অনেক বেশি ওভার একটিং করছে।
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য 😍
প্রবাসীর বউ টু নাটকটা কবে আসবে কিছু কিছু খারাপ শাশুড়িদের জন্য ভালো শাশুড়িদের বদনাম বাস্তবের সাথে অনেকটা মিলে গেছে
ধন্যবাদ আপনাকে
সত্যি নাটক টা দেখে চোখের পানি চলে আইছে 😭😭😭😭😭😭😭😭😭
ধন্যবাদ আপনাকে
খুবেই অসাধারণ হয়েছে এই নাটকটা 🥰🥰🥰
দৈনন্দিন জীবনে বাস্তব দুটি কথা তুলে ধরার কারণে আপনাদের থ্যাঙ্ক ইউ❤❤❤
কিন্তু দ্বিতীয় পর্ব চাই
আমার কেউ প্রবাসে থাকে না। তবু প্রবাসীদের জন্য আমার অনেক মায়া হয়। আমার মন বলছে এই নাটকটা থেকে প্রবাসীরা অনেক কিছু শিক্ষা নিবে।❤
ধন্যবাদ আপনাকে
Amy hubby ❤❤❤❤❤❤❤❤❤❤
এই নাটকটা প্রভাসীর বউদের জিবনের সাথে একদম সেম,, আন
আমি একজন প্রবাসীর স্ত্রী আমার শাশুড়ী সেম কারেক্টারের।
আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল আপনি ভালো আছেন
অসাধারণ নাটক জীবনের সাথে মিলে গেলো, আচ্ছা প্রবাসীদের বউদের এত কষ্ট কেন জানি না, সব দিক দিয়ে প্রবাসী বউদের কষ্ট কোন দিক দিয়ে শান্তি নেই, কিন্তু এত জ্বালা কেন.?? 😭😭😭
ধন্যবাদ আপনাকে
😂😂😂
@@SkyviewFilms ২য় পর্ব কবে আসবে।
Dob kichur por bidesi guruser sate biye bosle airokom kota sunte hoy sobe por mone kore ar karaf vabe
বাস্তবে প্রবাসীর বউরা তারথেকেও বেশি কষ্ট করে নাটক শুধুমাত্র একটু উদাহরণ। আসলেই বউরা খুব কষ্ট করে
ঠিক বলেছেন
ঠিক
অহনা কি অভিনয়টা করলো!
অহনা আপনি অভিনয় থেকে বিদায় নিবেন না, আমরা সামনের দিনগুলোতে আপনার কাজ আরো দেখতে চাই❤
ধন্যবাদ আপনাকে
এক কথায় অসাধারণ ❤❤❤❤২য় টার জন্য অপেক্ষায় রইলাম🎉🎉
আমি কি বলো যানি না ,,কিন্তু এই নাটকে সাথে আমার জীবন কিছু কিছু গল্প মিলে গেল,,,,আর আমার দুই চোখ দিয়ে অজরে চোখর পানি পড়তে ছিল ,,,😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
ধন্যবাদ আপনাকে
আমারও
আচ্ছা ভাই এ নাটকের গান টা আলাদা দিবেন প্লিজ আমার গানটা খুব ভালো লাগছে আমাকে গানটা দিতে পারবেন প্লিজ জানাবেন কেমন
আমারো😭😭😊
Amar jiboner story puru mill
আমি সিংগাপুর প্রবাসী আমার জন্য দোয়া করবেন সবাই, আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেনো আপনাদের সবাইকে ভালো রাখেন ❤😢
আমিও একজন প্রবাসির বউ,,, কিছু বলার ভাষা নেই,, আমার জিবনের সাথে মিলে গেছে কিছুটা,,, দ্বিতীয় পব দেখতে চায় পিজ্জ 😊
ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল
অনেকে মাইয়া পেলে দুখি হয় আর আমরা মেয়ে খুঁজি ❤ যা হোক আমার একটা চাচ্চু হলো সবাই তার জন্য দোয়া করবেন। আমরা অনেক অনেক খুশি চাচ্চুটাকে পেয়ে ❤❤
Probasir Stree part 1 and 2. Solid 10 out of 10 natok. Ahona stole the show.
সুন্দর নাটক বানাইছে
এই কষ্ট শুধু প্রবাসির বউরা বোঝে😔😔
ধন্যবাদ আপনাকে
হা আপু ঠিক বলছেন
ঠিক
আমিও একজন প্রবাসীর বৌ আসলে প্রবাসীর বৌ ছাড়া কেউ কষ্ট বুজবেনা 😂😂😂😂
এটা কিছুই নেই বলার মতো
আমার জীবন এরচেয়ে ও
বেশি
আমি একজন প্রবাসীর বউ
আমার স্বামী ৪০ বছর বয়সে বিয়ে করেন শুধু মা বাবা ভাই বোনের জন্য
বোনদের বিয়ে ভাই বোনের পলতে ভাই দের পড়া শুনা
৬ ভাইয়ের বাড়ির জায়গায় কিনা
সবশেষে বিয়ে করে আমায়
জীবনের কিছুই পেল না
এবার বউ ছেলে মেয়ে পালতে আবারও বিদেশে
এবার বাড়ির জায়গায় ছোটো ভাই বোনেরা নিয়ে যাওয়ার চেষ্টা
আমার ও আমার ছেলে মেয়ে কে স্বামীর ভাই বোনে আমার ঘরে এসে
আমার চুল ধরে টেনে টেনে ঘর থেকে বেড় করে দেন
আর আমার নামে গ্রামবাসির কাছে প্রতি দিন এরা হেটে হেটে বদনাম
আরও
স্বামীর কাছে ভাই বোনে মিলে গ্রামবাসীর কাছে হেটে হেটে আমার নামে বদনাম বলেন
এটা নিয়মিত চলে
তখন আমি লোকজনের কাছে শুনে শুনে আমি প্রতি বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বলি দেখুন দেখুন আমি চলে যায়নি এইতো আমি আছি
আর কিছু লিখতে পারছি না
ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল
আমি একজন প্রবাসী। আমি আমার কলিজাটাকে খুবই বিশ্বাস করি আর এই নাটকটা দেখার পর তার প্রতি বিশ্বাসটা আরো বেড়ে গেছে ❤❤
অহনার আপুর সব নাটক অনেক ভাল লাগে,খুব সুন্দর ❤❤❤
এই নাটকের সাথে আমার জীবনের মিল না থাকলে ও কেনো জানি নাটক টা দেখে নিজের অজান্তে চোখে পানি চলে আসছে,, কারণ আমি ও একজন প্রবাসীর বউ
ধন্যবাদ আপনাকে
২ পর্ব দিন
আমার জীবনের সাথে মিলে গেছে
ধন্যবাদ আপনাকে
অনেক কষ্ট একটা প্রবাসীর বউর,দোষ না করে ও দোষী, আমি ও এক জন্য প্রবাসীর বউ😢
ধন্যবাদ আপনাকে
Same
আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল
সত্যি আমার জীবন এর সাথে মিল আছে। আমার সামী আমার থেকে পারার মানুষ আর পরিবার কথা বেশি বিশ্বাস করে 😢😢
ধন্যবাদ আপনাকে
আমি একজন প্রবাসীর বউ নাটক টা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ্ ছয় বছর বিবাহিত জীবন অনেক ভালো রাখছে আল্লাহ অনেক প্রবাসীর বউ রা আছে অনেক অসহায় এই সমাজের কাছে
ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল
@@mdfarukhossain5315 ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ্ ভালো আছি
আমিও একটা প্রবাসীর স্ত্রী। দেড় বছরের একটা ছেলে আছে। শশুর শাশুড়ী সহ ভালই আছি। স্বামী ও ভালোবাসে, খেয়াল রাখে.....তবুও ভালো থেকেও যেন ভালো নেই।স্বামীর জন্য মনটা কেমন করে...তার ফাঁকা জায়গা টা কোনকিছু দিয়ে পূরণ হয় না....এই নাটকটা এমন ভাবে অনুভব করছি যেন মনে হচ্ছে সবকিছু আমার সাথেই হয়েছে। সব প্রবাসীর স্ত্রী খারাপ হয় না...আমি তো চোখ খুলে ,চোখ বুজে আমার স্বামীকে শুধু দেখি। আড়চোখে দেখা , কটুক্তি এগুলো সব প্রবাসীর স্ত্রীকে সহ্য করা লাগে।
ধন্যবাদ আপনাকে
দ্বিতীয় পর্ব চাই
ধন্যবাদ আপনাকে
প্রত্যেকটা প্রবাসির বউ এক একটা জীবন্ত লাস এদের বুঝার মতো কেউ নেই কারণ আমিও এক হতভাগী প্রবাসির বউ
ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কেন আপনার এত কষ্ট হবে বলেন।
সুন্দর
নাটক টা অনেক অনেক অনেক অনেক অনেক ভালো লেগেছ🥺🥺🥺👍👍
আমি একজন প্রবাসীর বউ, নাটকটা দেখে আমার অনেক কান্না পাচ্ছিল, কারণ সমাজের লোকও আমার নামে অনেক বদনাম করে তাই 🥲🥲🥲🥲
ধন্যবাদ আপনাকে
@@SkyviewFilms ❤️
আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল
প্রবাসী বোউ হয়া এত সোজা না রে বোন,,,😢😢😢😢না পাবো স্বামী, কষ্ট ছাড়া আর কিছুই না 😢
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ আপনাকে
কিছু করার নেই
এই নাটকের পরবর্তী অংশ টুকু কত বছর পরে আপলোড দেন তাই দেখার জন্য অপেক্ষায় আছি আমরা,,,,৷৷,,,,,,,,,,,,,,,,,,,,, 😢😢
ধন্যবাদ আপনাকে
আলহামদুলিল্লাহ আমি একজন প্রবাসির বউ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে
ধন্যবাদ আপনাকে
আলহামদুলিল্লাহ আমিও প্রবাসির বউ আমার সামিও আমাকে অনেক ভালোবাসে ❤❤❤❤
Alhamdulillah khub valo ashi husbandke pase nia
এই নাটকের সাথে আমার জীবন কাহিনি সম্পূর্ণ মিল আছে। নাটকে একটা বাচ্চা আছে আমার শুধু বাচ্চা নাই। দোষ না করেও দোষী আমি।কখনো স্বামীকে বুঝাতে পারিনি আমি একজন সত মেয়ে।শেষে সবাই ভুল বুঝলো আমাকে।আপনারা মেয়েরা কখনো আমার মত ভুল করবেন না প্রবাসি স্বামীর কাছে বিয়ে না বসে রিকশা ওয়ালার কাছে বিয়ে বসা অনেক ভালো।আমার এত কষ্টের সংসার ননদ আর শাশুড়ী কুটানমি নষ্ট হয়ে গেলো।স্বামী আমাকে ভুল বুঝলো।বাদ্য হয়ে আমি ডিভোর্স দিয়ে আসছি
ধন্যবাদ আপনাকে
হাইরে প্রবাসীর মায়ের নাটক এতো মানুষ মরে আল্লাহ হেগো রে চোখে দাখেনা
ধন্যবাদ আপনাকে
আমার জীবনের সাথে মিলে গেলো
ধন্যবাদ আপনাকে
Same apu😂😂
প্রবাসে স্ত্রী পর্ব টু
চাই তাড়াতাড়ি 😊😊😊😊
নাটক টা দেখে অনেক কান্না করছি,,আসলে মেয়েদের জীবন টা যেনো কেমন।প্রবাসীর বউদের কষ্টু কেউ বুঝে না।
ধন্যবাদ আপনাকে
আমিতো আসলে নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত কাঁদলাম
ধন্যবাদ আপনাকে
ভাই ২ পর্ব চাই
এরকম নাটকবাজ শাশুড়ি কে কে পাইতো আমার একটা আছে
ধন্যবাদ আপনাকে
আমার ও আছে আপু
নাটকটা দেখে চোখে পানি চলে আসলো। সব প্রবাসীর বউ এক হয় না। আমি একজন প্রবাসীর বউ।তাই প্রবাসী বউদের কষ্টটা বুঝি। শত কষ্টের মাঝে সবচেয়ে বড় কথা আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এবং বিশ্বাস করে আলহামদুলিল্লাহ ❤❤
ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি
একদম বাস্তব গল্প, অসাধারন
নাটক,
ধন্যবাদ আপনাকে
আমরা প্রবাসি বউদের কষ্ট কেও বোঝে না শশুর শাশুড়ির জন্য সারা টা জিবন করলেও ও নাম পাবো না
ধন্যবাদ আপনাকে
রুহুল কে আসল সত্য টা যানান দরকার ছিলো।রুহুল এর নাম কি? ভালো অভিনেতা হবে একদিন। খুব সুন্দর একটা গল্প😊পারট ২ চাই। সংসার শেষ করার জন্য এমন শাসুরি যথেস্ট😢
ধন্যবাদ
Rusho sheikh
Khubi sundor chilo❤
Natok ta khub valo hoyeche
Next part plz quickly... 😢😢
ধন্যবাদ আপনাকে
দ্বিতীয় পর্ব টা একটু তাড়াতাড়ি দেন না প্লিজ
রাইট
আমিও প্রবাসীর স্এী ছিলাম আমার সাথে ও এমন হয়েছে এমন অত্যাচার সয্য করার পরও আমার শাশুড়ির কথা শুনে স্বামী মোবাইলে তালাক দিয়েছে। কিছু দিন অপেক্ষা করার পরেও যখন কোনো সমাধান হয়নাই। একদিন রাগ করে ঢাকা চলে আসি এখন গার্মেন্টসে চাকরি করি আল্লাহর রহমতে এখন ভালোই আছি
ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি
প্রবাসী বউ ২ দেখতে চাই
কান্না চলে আসল নাটক টা দেখে।
পরের পর্ব তাড়াতাড়ি চাই।পরের পর্ব না দেখা পর্যন্ত মনটা শান্তি হবেনা।
ধন্যবাদ আপনাকে
পরের পর্বে কখন দিবেন@@SkyviewFilms
Plz diyen @@SkyviewFilms
এতটা চুপ থাকা ঠিক না,প্রতিবাদ করার দরকার ছিল, প্রথমে ধমিয়ে না দিলে সবাই যাপিয়ে পড়ে, আমার জীবন থেকে শিখছি
ধন্যবাদ আপনাকে
কিছু কিছু নাটক বাস্তব জীবনে মিলে যায় 😅😅😅😅😅
ধন্যবাদ আপনাকে
নাটকটি প্রথম দুই মিনিট দেখে কমেন্ট করতেছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দুইটি মেয়ে আছে আমার শাশুড়ি মা অনেক ভালো আমার কাছে টাকা না থাকলে কি হবে আমার মেয়েদের কোনো কিছু কমতি নেই কোন দিন আমার মেয়েদের গায়ে হাত তোলেনি ধমক ও দেয়নি আমার স্বামী বিদেশে গেছে এক বছর হল কোন সময় কোন কষ্ট দেয়নি আমাকে আসলে ভালোবাসা টাকা দিয়ে হয় না মন থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি সুখে আছি সবাই দোয়া করো আমাদের জন্য❤❤❤❤
ধন্যবাদ আপনাকে
অসাধারণ, ২দেখার অপেক্ষায় আছি
পিল্জ দ্বিতীয় পর্ব দিন প্রবাশির ইস্তি
ধন্যবাদ আপনাকে
প্লিজ প্রবাসির স্ত্রী ২ দেখতে চায় তাড়াতাড়ি
ধন্যবাদ আপনাকে
প্রবাসি বউদের জীবনটাই এমন বিনা দোষে দোষী হয় প্রবাসীর বউদের মিথ্যা অপবাদ দেয়া হয় 😢😢
ধন্যবাদ আপনাকে
অহনা আপুর অভিনয়টা অসাধারণ ছিল❤
Natok ta dekhe onek kosto paisi 😓😓
সত্যি নাটক টা অসাধারণ বাস্তবের সাথে মিল আছে. দ্বীতিয় পাট চাই?
Thanks
প্রবাসী স্ত্রী টু দিতে কত দিন লাগব।
পাট টু দেন
নাটক টা আনেক ভালই লগলো
ভাইয়া আপনাদের নাটক অনেক ভালো❤😢 আবার কষ্টেরও😢
Sob pobasir bouer kosto😢😢 din sese ami dosi😢😢😢
Toshibar gaan ta sei ❤❤❤
এই নাটকটা আমার জীবনের সাথে অনেক মিল আছে
probasir bow hobar onek sopno celo, natok ta dekhe sopno vengge gelo.
কেনো জে প্রবাসির বউ হলাম 😭😭😭তিলে তিলে কষ্ট 😭না পাই স্বামিরে না পাই মানসিক শান্তি 😭😭😭
জাই হোক আল্লাহ তুমি স্বামী নামক টাকার মেশিন টাকে সুস্থ রাখে 🤲🤲🤲
সত্যি নাটকটি প্রশংসার যোগ্য
অনেক কষ্টের মন ছুঁয়ে গেলো ❤
নাটক টা দেখে খুব কষ্ট পেলাম শাশুড়ী নিজের মেয়ের ভালো বুঝে পরের মেয়ে ভালো বুঝে কেন যে ঘরে জামাই খারাপ সে বউয়ের কপাল হয় শাশুড়ী যদি খারাপ হয় সংসার করা যায় আর জামাই খারাপ থাকলে সংসার করা কঠিন হয়ে যায় আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন
নাটকটি অনেক সুন্দর প্রবাসীদের বউ হওয়ার চেয়ে একজন দিনমজুরের বউ হওয়া অনেক ভালো
ধন্যবাদ আপনাকে
Nice❤❤❤❤❤❤
চোখে পানি ধরে রাখতে পারলাম নাহ আমি 😢😢😢
অসাধারণ নাটক। ২য় পর্বের অপেক্ষায় থাকলাম।