শুনতে পারলাম না আর। চোখে জল এসে গেল। বড়ই নিষ্ঠুর প্রথমার্ধ। তবে যত টুকু শুনলাম মীর এর গলার আরো বেশি ফ্যান হয়ে গেলাম। এতটাই দিয়েছেন এক্সপ্রেশন যে মনে হলো মীর নিজেই এই কাজ টা করেছে। অসাধারণ ভোকাল
শুরুতে আমি ভাবিনি যে গল্পটা হৃদয়ের এতো টা কাছে আঘাত করবে।।।। হৃদয় টা কে এতো ভয়ানক ভাবে স্পর্শ করবে। সত্যি অবিশ্বাস্য মন কেড়ে নেওয়া গলার স্বর মীরের।।।। very talented he is..... Mind blowing story..
আমি আপনার সাথে একদম একমত,,,,অনেকে এটা সত্যি বোঝেনা,,, ভাবে reading পড়ছে মানেই খুব ভালো উপস্থাপনা হচ্ছে,,,সবার দ্বারা সব কিছু যে হয় না এটা কিছুতেই মানতেও চায় না বুঝতেও চায় না,,, আসলে মীরের সাথে অন্য অনেকের ই কোনো তুলনাই চলে না,,,,
যারা যারা একটানা পুরো গল্পটা শুনেছেন তারা like করুন। just একটা কথাই ভেবে অবাক লাগে, এখনো Sunday suspense এর 1M subscribers হলো না! প্রকৃত শিল্পের কদর বুঝি আর নেই, সবাই দু-পাঁচ মিনিটের memes আর jokes শুনতে ব্যস্ত ।
গল্পের প্রথমটুকু শুনে চোখের জল আর থামাতে পারিনি😭😭😭 বুকের মধ্যেটা কেমন কেঁপে উঠল আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সুস্থ সবল মস্তিষ্কেই অবলা পশুদের ওপর এমন নির্মম ব্যবহার করে 😢 মনে পড়ে গেল এমনি কিছু মর্মান্তিক স্মৃতি
সেই ছোটো থেকে সানডে সাসপেন্স শুনছি, মজাটা একইরকম রয়ে গেছে। এখনো রবিবার দুপুর এলেই সব কাজ ফেলে শুনি। আর বেশকিছু গল্প ডাউনলোড করে রেখেছি। সেগুলো বারবার শুনি। শুনতে শুনতে ঘোমাই।
এই গল্পটা english এ audiobook শুনেছিলাম youtube এ । খুব সুন্দর লেগেছিল। । সে আজ প্রায় 3 বছর হতে চললো । আবার এত বছর বাদে same গল্প "বাংলায়" শুনবো। যতবার শুনি কখনো পুরনো হয়না এসব গল্প। THANKS TO THE WRITER (EDGAR ALLAN POE) FOR WRITING SUCH A BONE-CHILLING HORROR+TRAGIC STORY & ALSO THE TEAM OF MIRCHI SUNDAY SUSPENSE FOR PRESENTING THE WHOLE STORY SUCH BEAUTIFULLY. KEEP IT UP. ❤
Mirchi Bangla কে অনেক ধন্যবাদ আমাদের এত ভালো ভালো গল্প প্রতি রবিবার শোনানোর জন্য।আমি একজন আগ্রহী দর্শক হিসেবে অনুরোধ করছি একটা বোমকেশ এর গল্প শোনানোর জন্য।অনেক দিন হয় নি। একটা কথা আপনারা Ruskin Bond এর সব গল্প গুলো ১ টা Playlist এ রাখুন।ওই টা বোধ হয় সম্পূর্ণ করা নাই।মনে সব গল্প গুলো নেই ওটা তে। Love Sunday Suspense...
মানুষের বাইরের রূপ টা কী ততো কুৎসিত হতে পারে যতোটা হয় তার ভেতর টা...?🙂 গল্প টা শুনে শিষ গল্পের শেষে মীর স্যার এর কন্ঠে শোনা এই লাইনটা মনে পড়লো... নিষ্ঠুর হলেও দারুণ লাগলো __ "The black cat" মীর স্যার অসাধারণ 😇❤
Mir. You are too good man. I can't believe you recited this whole story at one go with all the voice modulations. Hats off!! Sir ji, tussi great ho!!!!!
আমার ছোট বেলায় আমি নানা পশু পাখির পালন দেখেছি,, ছোট বেলায় বাবা বানর, ঘর ভর্তি একটা কাঁচের আবরণে অনেক মাছ, 3 কুকুর,,, r আজও আমাদের 2 ঘর ভর্তি বিদেশি পাখি নানা দামের,, যাকগে, গল্প টা চোখে জল আনতে বাধ্য
জীবনে বহু রহস্য গল্প শুনেছি, দেখেছি,, কিন্তু কখনও এমন অভাবনীয় অনুভূতি হয়নি, রোমহর্ষক কন্ঠে মীর দার বর্ণনা শুধু মাত্র আমার শ্রবণেন্দ্রিয় না, প্রতিটি জ্ঞানেন্দ্রিয় দিয়ে উপভোগ করলাম। আর হ্যাঁ, আপনাদের পরিবেশনে আমরা বাংলা ভাষাকে আরোও নতুন করে চিনতে শিখছি,। কুর্নিশ জানাই প্রতিটি সদস্য কে স্পেশালি মীর দা কে। ♥️
এটা Radio *Mir* chi 98.3 FM এর নিবেদন আর এই চ্যানেলের নাম রেখেছ *Mir* chi Bangla সুতরাং গল্প পাঠেই হোক আর গল্পের কোনো চরিত্রের ভূমিকাই হোক *মীর* কে বাদ দেওয়া যাবে না। 😜 আগের বার এই ভুলটা হয়েছে আর যেন না হয়, অবশ্য দীপের পড়াও অসাধারণ 😍 গল্পটা পড়েছি খুব .... waiting for your presentationon😎
I don't know if my comment will arrest the attention of Mirchi Bangla or not but I remember the time when I requested the story 4 years ago. It was a hell of a reading and desperately did I want then a radio performance on it. Now today when the dream got fulfilled, I am really flabbergasted. This dark romantic tale is characterstic of Poe, one of the central figures of American Romanticism.
Mirdar osadharon path to amader chirokal mugdha kore. Ebare o tar onyatha hoini. Kintu natyarup jini diyechen tanke o osankha dhanyabad. Mul golpo ti k ro sundor kore tola hoyeche.
"বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন - সানডে সাসপেন্স" - এটা কেবল একটা বাক্য বা লাইন না, আপামর বাঙালির ভালোবাসা এবং ভালো লাগার বস্তু ❤️😍
8 waiting baba! Etai to sunday suspense. lok ke pagol kore dey. "bangla sahityer romanchokor kichu golpo nie amader ei bishesh nibedon SUNDAY SUSPENSE" offf goosebumps! Edit: amar comment e pora sorbochho like. Yeahhhhh
আমার একটা অভ্যাস হয়ে গেছে গল্পটা শুনতে শুনতেই কমেন্টস লিখে তা,,, স্টেটাস দিয়ে বাকি সবাই কে জানানো যে কী দারুন এই গল্প,,,, অভ্যাসটা দারুন হয়ে গেছে আমার জীবনে আসা করি 8/80 আমি শুনতে পাবো ❤️❤️❤️
একজন পশুপ্রেমীক হয়ে বলছি❤ খুবই বেদনাদায়ক ছিল গল্পটি শুনবার মন ছিল না একেবারে কিন্তু পুরোটা শুনলাম একমাত্র নিষ্ঠুর পিশাচ টার মৃত্যুর জন্য এরকম প্রাণী হত্যাকারী জানোয়ার বেঁচে না থাকাই আমার মতে ভালো
অদ্ভুত, এক জটিল অপরাধমনস্কতার গল্প শুনলাম! বাকি গল্পগুলোর তুলনায় এই গল্পের intensity অনেক গভীর। অসাধারণ sound effect দেখানো হয়েছে গল্পজুড়ে। বিশেষত বিড়ালের বিভিন্ন ডাকের আওয়াজে রীতিমত গায়ে কাঁটা দিচ্ছিল!!! আর অনেক ধন্যবাদ mirchi team কে মীরকে এই গল্পটি পাঠ করতে দেওয়ার জন্য। অনবদ্য লেগেছে একজন অপরাধমনস্ক অস্থিতিশীল মানুষের বিভিন্ন গলার স্বরে গল্প পাঠ👌👌👌👌👌
Mir দার ফ্যান তো আমি বরাবরেরই। কিন্তু এই গল্পটার পাঠনশৈলী অতিতের সমস্ত মীর দার কণ্ঠস্বর কে ছাপিয়ে গেলো। আগামীতে কি হবে হয় তো জানিনা। কিন্তু এখনও অব্ধি এই গল্পটা is Best of Mir da. আর মির দা আরও একবার প্রমান করে দিলেন, যে কেন তিনি অতুলনীয়। এর আগে 'চুল' গল্পটায় খানিকটা আভাস পেয়েছিলাম। আজ নাগাল পেলাম। শুভেচ্ছা ও শতকোটি প্রনাম।
চরিত্রের উদ্দেশ্যে কিছু বলতে খুব ইচ্ছা করছে.. আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা পশু দের এভাবে কস্ট দেয়, নির্মম ভাবে মারে। আমি বুঝি না তাদের হৃদয়ে কি আছে তা জানিনা। তারা হায়নার চেয়েও খারাপ। আল্লাহ আমাদের সঠিক পথ দেখান। আমিন।
MIR.... The name is enough, ey golpo ta ato jibonto hoye uthto naah... Jodi nah Tumi ey bhabe golpo ta Porte!!.. Ami jno choker samne dekhte pachi golpo ta ghotey.... Love from Sharjah ✌️❤️...
RUTHLESS... 3 bar e sune sesh korte holo ... Ekbar e just nite parchilm na .. Listening mirchi nd mir frm the begining in my opinion this the Best of Mir ... ufff MIR DA JUST DARUN Black cat er voice ta just bhoyonkor rokhom expressive. One of the scariest nd ruthless story of Sunday suspense ... Kurnish to Godhuli Kurnish to Team Sunday Suspense
Edgar Allan Poe er লেখা একটা গল্পো পড়েছিলাম 3rd semesyet a ,ajke Aro porlam Sunday suspense a sotti khub valo laglo .....ar Mir dar golar awaj ta darun lage🥰😍😍😘😘😘😘
আরো অনেক অনান্য চ্যানেলেও গল্প হয়,কিন্তু আপনাদের মতো এত সুন্দর ভাবে উপস্থাপনা,কেউ করতে পারে না। আপনারা আপনাদের gorgeous কন্ঠের দ্বারা সবাই মিলে গল্প গুলোকে রেডিও রূপান্তর করেন।
🙏 Babare ! Bibhotso. Osadharon vocal . ❤ Loved this story ❤ ga chom chome , rat 3 te ekhon. Shotti osadharon lglo . Eagerly waiting for next Sunday and again this goosebumps ❤🙏
Sunday suspense e Feluda , Byomkesh theke suru kore Professor Shanku, Daroga Priyonath.. Sherlock Holmes sunechi.. kintu konodin Kakababu Sunini. Mirchi r kache tai Kakababu series er golpo sonar ichcha roilo..💓💓❤. Love you Mirchi ❤
Mir's recitation has always been my jam but this particular story exceeded all expectations. The change of emotions over seconds just nailed it. I was covered in goosebumps almost the entire second half of the story. The poster design is really catchy as well. Kudos to the team.
মানুষ ভয়ের গল্প শোনে কারন মানুষ ভয় পেতে ভালবাসে।আর আমাদের এই সাধ পূর্ণ করেছে সানডে সাসপেন্স।অসংখ্য ধন্যবাদ টিম সানডে সাসপেন্সকে তাদের এই অক্লান্ত পরিশ্রম এর জন্য।
অনেক দিন পর ss এ মীর দার গলায় একটা অসাধারণ গল্প শুনলাম। আর আজকের গল্পের sound effect টাও বেশ ভালো। বিশেষ করে বিড়ালের আওয়াজ টা। গায়ে কাঁটা দিয়ে দিল। আর মীর দা সম্পর্কে কিছু বললাম না। এতো দারুন গল্প পাঠ করলো মন ভরে গেল। পুরো "মাল খোর"😂😂😂
আরে বাপরে! মীরদার অন্যতম সেরা নিবেদন এটা৷ অগ্নি একটা কথা প্রায় ই বলে যে এইসব রোল যেখানে গল্পপাঠকের ই অনেক এক্সপ্রেশন/শেইড থাকে সেইসব রোলে মীর এর কোন তুলনা হয় না৷ অগ্নি, সমক, দ্বীপ সবাই ই এক্সট্রা অর্ডিনারি বাট মীর আমার কাছে, আমাদের কাছে অলওয়েজ স্পেশাল। ঢাকায় থাকি তাই মিরচি এফএম শোনার অপশন নাই, তবুও সানডে সাসপেন্স শুনি সেই ফার্স্ট এপিসোড থেকে। মীর দা এর কাজ, তাই শোনা শুরু করছিলাম কিন্তু তখন কে জানতো সানডে সাসপেন্স জিনিসটা এমন বাঙালিদের নিত্যদিনের রুটিন হয়ে দাড়াবে! যুগ যুগ জিও সানডে সাসপেন্স, যুগ যুগ জিও কলাকুশলী গণ৷ লাভ ফ্রম 🇧🇩🇧🇩
এই গল্পটা প্রায় ১০ বছর আগে পড়েছিলাম। The Tell-Tale Heart গল্পটাও পছন্দের। Edgar Allan Poe আমার খুব প্রিয় লেখক। তাই আরো ভালো লাগলো বাংলায় শুনে এই গল্পটা। খুব ভালো translation, আর Mir da and sunday suspense team কে আলাদা করে কি বলবো। ❤️❤️
শুনতে পারলাম না আর। চোখে জল এসে গেল। বড়ই নিষ্ঠুর প্রথমার্ধ। তবে যত টুকু শুনলাম মীর এর গলার আরো বেশি ফ্যান হয়ে গেলাম। এতটাই দিয়েছেন এক্সপ্রেশন যে মনে হলো মীর নিজেই এই কাজ টা করেছে। অসাধারণ ভোকাল
Same here amio sunta parlam na ato cruel story
Same😥
Amio 14 min e sojjho korte parlam. Amar 4te 🐈 ache & i love them the most.. sorry mirchi..
Edgar Allan Poe ki erokom chhilen? Erokom cruel? 😡😡😡😠
Shunte ichcha korlo na...Amaro 🐈 ache...ei dhoroner golpo na holei valo lagbe (Amar personal motamot)...
শুরুতে আমি ভাবিনি যে গল্পটা হৃদয়ের এতো টা কাছে আঘাত করবে।।।। হৃদয় টা কে এতো ভয়ানক ভাবে স্পর্শ করবে। সত্যি অবিশ্বাস্য মন কেড়ে নেওয়া গলার স্বর মীরের।।।। very talented he is..... Mind blowing story..
মীরদার কন্ঠ কানের থেকে মাথায় বেশি ঢোকে। ব্যাকরণ মেনে প্রতিটি শব্দের নিখুঁত উচ্চারণ। অনবদ্য!
আমি আপনার সাথে একদম একমত,,,,অনেকে এটা সত্যি বোঝেনা,,, ভাবে reading পড়ছে মানেই খুব ভালো উপস্থাপনা হচ্ছে,,,সবার দ্বারা সব কিছু যে হয় না এটা কিছুতেই মানতেও চায় না বুঝতেও চায় না,,, আসলে মীরের সাথে অন্য অনেকের ই কোনো তুলনাই চলে না,,,,
Ekdom thik bolechho
Golpo pathe mirda bollei Amar je ki valo lage eta ami Kono expression er Dara bojhate parbo naa
একদম
@@sanjayghosh2058 huuuuuuuu
Mir da is always Mir da... 🥰🥰
যারা যারা একটানা পুরো গল্পটা শুনেছেন তারা like করুন। just একটা কথাই ভেবে অবাক লাগে, এখনো Sunday suspense এর 1M subscribers হলো না! প্রকৃত শিল্পের কদর বুঝি আর নেই, সবাই দু-পাঁচ মিনিটের memes আর jokes শুনতে ব্যস্ত ।
An
Sei
প্রকৃত শিল্পের প্রকৃত সমঝদারের সংখ্যা সভ্যতার আদিলগ্ন থেকেই নিতান্তই কম। সে-কারণেই “রতনে রতন চেনে” প্রবাদটার সৃষ্টি হয়েছে।
গল্পের প্রথমটুকু শুনে চোখের জল আর থামাতে পারিনি😭😭😭
বুকের মধ্যেটা কেমন কেঁপে উঠল
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সুস্থ সবল মস্তিষ্কেই অবলা পশুদের ওপর এমন নির্মম ব্যবহার করে 😢
মনে পড়ে গেল এমনি কিছু মর্মান্তিক স্মৃতি
প্রত্যেক রবিবার এই লাইন টা শোনার জন্য অপেক্ষা করি-"বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স।"
Sudhu line tai sunte chan golpo na!😂
@@koushiki8761 bhalo bolechhen 😊😊😊
আসল কথা হচ্ছে আমরা sunday suspense শুনতে চাই তাই না ✌✌
তবে আপনি আরও কিছু গল্প শুনতে উপরের লোগো তে ক্লিক করুন ।।
Akdom tai
❤❤❤❤❤❤
সেই ছোটো থেকে সানডে সাসপেন্স শুনছি, মজাটা একইরকম রয়ে গেছে।
এখনো রবিবার দুপুর এলেই সব কাজ ফেলে শুনি।
আর বেশকিছু গল্প ডাউনলোড করে রেখেছি।
সেগুলো বারবার শুনি।
শুনতে শুনতে ঘোমাই।
গল্পটি সত্যিই অনবদ্য হয়েছে।শুধু মানুষ নয় যেকোনো ধরণের প্রাণীই তার প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতে চায়।'পাপ হজম করে যায় না...'।
এই গল্পটা english এ audiobook শুনেছিলাম youtube এ । খুব সুন্দর লেগেছিল। । সে আজ প্রায় 3 বছর হতে চললো ।
আবার এত বছর বাদে same গল্প "বাংলায়" শুনবো।
যতবার শুনি কখনো পুরনো হয়না এসব গল্প।
THANKS TO THE WRITER (EDGAR ALLAN POE) FOR WRITING SUCH A BONE-CHILLING HORROR+TRAGIC STORY
&
ALSO THE TEAM OF MIRCHI SUNDAY SUSPENSE FOR PRESENTING THE WHOLE STORY SUCH BEAUTIFULLY.
KEEP IT UP. ❤
এত সাংঘাতিক গল্প যে একবারে নেওয়া গেল না।
আর মীর স্যারের কন্ঠস্বরে আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে প্রত্যেক বারের মত
প্রথমার্ধ মর্মান্তিক ...তবে মীর স্যারের কণ্ঠ অত্যন্ত আকর্ষণীয় বলে সরে যেতে পারিনি ❤
Apni aro akorshonio amar kache 🔥🔥
Mirchi Bangla কে অনেক ধন্যবাদ আমাদের এত ভালো ভালো গল্প প্রতি রবিবার শোনানোর জন্য।আমি একজন আগ্রহী দর্শক হিসেবে অনুরোধ করছি একটা বোমকেশ এর গল্প শোনানোর জন্য।অনেক দিন হয় নি।
একটা কথা আপনারা Ruskin Bond এর সব গল্প গুলো ১ টা Playlist এ রাখুন।ওই টা বোধ হয় সম্পূর্ণ করা নাই।মনে সব গল্প গুলো নেই ওটা তে।
Love Sunday Suspense...
Pradip Ghosh love byomkesh😍😍
হুম
তবে আপনি আরও কিছু গল্প শুনতে উপরের লোগো তে ক্লিক করুন আর আরও কিছু গল্প শুনুন
মশাই আপনি এখানে দর্শক নন, আপনি শ্রোতা।
আমার ও এক এ অনুরোধ
Haa akdom অনেকদিন হয়ে গেল ব্যোমকেশ শুনিনি
মানুষের বাইরের রূপ টা কী ততো কুৎসিত হতে পারে যতোটা হয় তার ভেতর টা...?🙂
গল্প টা শুনে শিষ গল্পের শেষে মীর স্যার এর কন্ঠে শোনা এই লাইনটা মনে পড়লো...
নিষ্ঠুর হলেও দারুণ লাগলো __
"The black cat"
মীর স্যার অসাধারণ 😇❤
পৃথিবীর প্রত্যেকটা জিনিস কিছু না কিছু শেখায় । যারা রাগের বশে খুব খারাপ কাজ গুলো করে থাকে তাদের এই গল্পটি অবশ্যই শোনা উচিত সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে।
আজকের গল্পটা অত্যন্ত বীভৎস । শুনে গা গুলিয়ে উঠলো।
আর এখানেই মিরদার অনবদ্য অভিনয়ের সফলতা। শ্রোতার মনে গল্পে স্থান-কাল চরিত্র কে জীবন্ত করে তুলেছে।
ধন্যবাদ মীর দা, ধন্যবাদ সানডে সাসপেন্স। 💕👍🙏💯
Sunday suspense শুনতে শুনতে Assignment/Project লেখা....😊😊 Best feeling 😘😘 just অসাধারণ❤❤
Akdom thik bolecho keya shaw...amio tai krtam ....
Same
Ami to project chere Sunday suspence sunte suru kore di project hoina
Amio likhtm or likhi
ruclips.net/video/uDC-FmnHEaI/видео.html
Mir. You are too good man. I can't believe you recited this whole story at one go with all the voice modulations. Hats off!! Sir ji, tussi great ho!!!!!
আমার ছোট বেলায় আমি নানা পশু পাখির পালন দেখেছি,, ছোট বেলায় বাবা বানর, ঘর ভর্তি একটা কাঁচের আবরণে অনেক মাছ, 3 কুকুর,,, r আজও আমাদের 2 ঘর ভর্তি বিদেশি পাখি নানা দামের,, যাকগে, গল্প টা চোখে জল আনতে বাধ্য
জীবনে বহু রহস্য গল্প শুনেছি, দেখেছি,, কিন্তু কখনও এমন অভাবনীয় অনুভূতি হয়নি, রোমহর্ষক কন্ঠে মীর দার বর্ণনা শুধু মাত্র আমার শ্রবণেন্দ্রিয় না, প্রতিটি জ্ঞানেন্দ্রিয় দিয়ে উপভোগ করলাম। আর হ্যাঁ, আপনাদের পরিবেশনে আমরা বাংলা ভাষাকে আরোও নতুন করে চিনতে শিখছি,। কুর্নিশ জানাই প্রতিটি সদস্য কে স্পেশালি মীর দা কে। ♥️
Satti mir da ki kore paren eto valo bolte! Ufff apnar bola moron vomra sune theke ami sunday suspense er fan. Hats off
এটা Radio *Mir* chi 98.3 FM এর নিবেদন
আর এই চ্যানেলের নাম রেখেছ *Mir* chi Bangla
সুতরাং গল্প পাঠেই হোক আর গল্পের কোনো চরিত্রের ভূমিকাই হোক *মীর* কে বাদ দেওয়া যাবে না। 😜
আগের বার এই ভুলটা হয়েছে আর যেন না হয়, অবশ্য দীপের পড়াও অসাধারণ 😍
গল্পটা পড়েছি খুব ....
waiting for your presentationon😎
দীপ এর চাঁদের পাহাড় শোনার পরে থেকেই আমি ওর ফ্যান, মীর দীপ দুজনেই দারুণ
Amaro golpota pora
Rahul Ghosh *সদাশিব* এখনো বাকি?
Rightly said.. Without Mir Mirchi is incomplete..
I don't know if my comment will arrest the attention of Mirchi Bangla or not but I remember the time when I requested the story 4 years ago. It was a hell of a reading and desperately did I want then a radio performance on it. Now today when the dream got fulfilled, I am really flabbergasted. This dark romantic tale is characterstic of Poe, one of the central figures of American Romanticism.
"শেষ হয়েও হইল না শেষ"
and a great salute to mir da💟
ভয়ংকর সুন্দর কাকে বলে, এই গল্পটি না শুনলে বুঝতে পারতাম না ।অপূর্ব অসাধারণ এই গল্পটি শোনানোর জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি 🙏🙏🙏
অসাধারণ গল্প। তবে বিগত দশ বছরের শ্রোতা হিসেবে বলছি, ভোগ এখনও পর্যন্ত সেরা গল্প ছিল। অভীক সরকারের খোড়া ভৈরবীর মাঠ গল্পটা শুনতে চাই।
মির দা villain। 😈গল্পটি কিন্ত দারুণ, suspence, thriller রয়েছে। 😰
অসাধারণ।😰
অসাধারণ গল্প। এতটাই ভয়ানক যে শুনতে শুনতে হৃদপিন্ড কেঁপে কেঁপে উঠছো।How scary story.😱😱😱😲😲😵😵😵😱😱😱. মানুষের সর্বাধিক ভয়ংকর রূপ বোঝা যায় এই গল্পটা শুনে।
এমন কণ্ঠস্বরের সাথে এমন উপস্থাপনা "সানডে সাসপেন্স " ব্যাতিত কথাও পাওয়া যায়না । ধন্যবাদ মির্চি এবং মীর দা কে।।🙏
বাপ রে কি ভয়ানক ! ভূত পেত্নীর থেকেও বেশি ভয়ঙ্কর লাগে আমার মানুষ রুপি পিশাচদের ক্রুরতা, অকারণে অন্যদের কষ্ট দেওয়ার প্রবণতা .. মীর বাবুর হাসি শুনে দিনের বেলাতেও আমার রক্ত হিম হয়ে যাচ্ছে .. hats off
Mirdar osadharon path to amader chirokal mugdha kore. Ebare o tar onyatha hoini. Kintu natyarup jini diyechen tanke o osankha dhanyabad. Mul golpo ti k ro sundor kore tola hoyeche.
"বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন - সানডে সাসপেন্স"
- এটা কেবল একটা বাক্য বা লাইন না, আপামর বাঙালির ভালোবাসা এবং ভালো লাগার বস্তু ❤️😍
One of the finest Psychological Horror...যদিও পড়া...কিন্তু মির্চি মানেই ...অনবদ্য...
যাই বলেন পড়া গল্প শোনার মজা কিন্তু একটু হলেও কম ।।
তবে আপনি আরও কিছু গল্প শুনতে উপরের লোগো তে ক্লিক করুন
8 waiting baba! Etai to sunday suspense. lok ke pagol kore dey. "bangla sahityer romanchokor kichu golpo nie amader ei bishesh nibedon SUNDAY SUSPENSE" offf goosebumps!
Edit: amar comment e pora sorbochho like. Yeahhhhh
ruclips.net/video/Ab9fiXw-Emw/видео.html black cat [edger allan poe]
Amr to 28 waiting chilo😊
@ready for smile but eta amr comment e reply korar ki mane hoy?
@ready for smile tahole chagol murgi machch khawao bondho hok 😊
Sunday Suspense শুনতে শুনতে আমার সারাদিন কেটে যায়, বহু কাজ হয়ে যায়, বিন্দাস কাজের সময় কেটে যায় 😊😊অসংখ্য ধন্যবাদ Sunday Suspense Team ❤️❤️❤️
Great, great, great 😍😍
এরকম অসম্ভব ভাবনা যে গল্পের মাধ্যমে চরিতার্থ করা যায়, তার জলজ্যান্ত প্রমাণ শ্রদ্ধেয় Edgar allan poe & also hats off Mir da ❤
Yes. This is what truly is Sunday Suspense. Hats off to the team. প্রত্যেক সেকেন্ড গায়ে কাঁটা দিচ্ছিল।। ❤️
ঈশ্বরপ্রদত্ত কন্ঠা ছাড়া এই রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি সম্ভব??
💕"মির"-চি 🎤🎧🌶
Mir
Dear sir ,
We bengalees salute you.we are proud to have you amongst us.I especially wanna touch your leg to be just 1% of you.you are god gifted.
উফফ মীর at his best. আবারও মুগ্ধ করলেন আপনি। কিকরে পারেন এমন গায়ে কাঁটা দেওয়া voice modulation? আপনাকে শত সহস্র প্রণাম 🙏
My best Mir narration was "চিন্তামনি কুন্ডু" from "অদ্বিতীয়",Now this Narration.
This is the best boss.
গুরুদেব।।।।।
AlBucarque from চাঁদের পাহাড়
সেই বিখ্যাত লাইন পর্বতের উপত্যকার জ্যোৎস্না পাণ্ডুর তুষার আবৃত শিখরদেশ টা যেনো কোনো স্বপ্ন রাজ্যের সীমা নির্দেশ করছে
Mir da aktai ar hobena
কেউ Sunday suspense ছাড়া রবিবার কল্পনা করতে পারো??? আমি তো পারি না 😊✌️
Amio pari na ar paara somvhobo na
Ami to pari na
Ami pari.ami oto kalponik noi
True
আশ্চর্য ছবি ruclips.net/video/S_f-YZFZY7o/видео.html
Suspense er kichhu chhilo na... Sudhu matro mir dar bola and casting crew er jnnoi utre gelo..hats off to the entire team....
সপ্তায় দুটো করে গল্প চাই...... দুটো দুটো দুটো 😍😍😍
আমার একটা অভ্যাস হয়ে গেছে গল্পটা শুনতে শুনতেই কমেন্টস লিখে তা,,, স্টেটাস দিয়ে বাকি সবাই কে জানানো যে কী দারুন এই গল্প,,,, অভ্যাসটা দারুন হয়ে গেছে আমার জীবনে আসা করি 8/80 আমি শুনতে পাবো ❤️❤️❤️
একজন পশুপ্রেমীক হয়ে বলছি❤ খুবই বেদনাদায়ক ছিল গল্পটি শুনবার মন ছিল না একেবারে কিন্তু পুরোটা শুনলাম একমাত্র নিষ্ঠুর পিশাচ টার মৃত্যুর জন্য এরকম প্রাণী হত্যাকারী জানোয়ার বেঁচে না থাকাই আমার মতে ভালো
অদ্ভুত, এক জটিল অপরাধমনস্কতার গল্প শুনলাম! বাকি গল্পগুলোর তুলনায় এই গল্পের intensity অনেক গভীর। অসাধারণ sound effect দেখানো হয়েছে গল্পজুড়ে। বিশেষত বিড়ালের বিভিন্ন ডাকের আওয়াজে রীতিমত গায়ে কাঁটা দিচ্ছিল!!! আর অনেক ধন্যবাদ mirchi team কে মীরকে এই গল্পটি পাঠ করতে দেওয়ার জন্য। অনবদ্য লেগেছে একজন অপরাধমনস্ক অস্থিতিশীল মানুষের বিভিন্ন গলার স্বরে গল্প পাঠ👌👌👌👌👌
আপনাদের কাছে অনুরোধ আগাথা ক্রিস্টির গোয়েন্দা চরিত্র Hercule Poirot কে Sunday suspense ana hok
Ha amaro eki anurodh
সহমত
সত্যি একদম মনের কথা
বলা বেকার কমেন্ট পড়েও না কোনো suggestion বা দাবি কিছুই শোনেনা। 6 মাস ধরে August Du-Pin এর রিটার্নের দাবি করছি ।কাছ কিছুই হয়নি।।
Thik
সারাদিন ডিউটিতে ব্যাস্ত ছিলাম! বাড়ি ফিরে এখন শুনছি! রাত পৌনে বারোটা এখন ! শীতের রাতে লেপের মধ্যে শুয়ে শুনছি মীরদার অনবদ্য কন্ঠে সানডে সাসপেন্স !
ওফফফ! দারুণ লাগছে !
অসাধারণ একটা গল্প । ❤❤❤ বহু দিন পর শুনলাম , ধন্যবাদ Sunday Suspense এর পুরো টিমকে এমন একটি গল্প শোনানোর জন্য 🙏🙏🙏🙏🙏🙏
Mir দার ফ্যান তো আমি বরাবরেরই। কিন্তু এই গল্পটার পাঠনশৈলী অতিতের সমস্ত মীর দার কণ্ঠস্বর কে ছাপিয়ে গেলো। আগামীতে কি হবে হয় তো জানিনা। কিন্তু এখনও অব্ধি এই গল্পটা is Best of Mir da. আর মির দা আরও একবার প্রমান করে দিলেন, যে কেন তিনি অতুলনীয়। এর আগে 'চুল' গল্পটায় খানিকটা আভাস পেয়েছিলাম। আজ নাগাল পেলাম। শুভেচ্ছা ও শতকোটি প্রনাম।
সোনার কেল্লা সবাই প্রায় দেখেছি। কিন্তু sunday suspense এ শোনার প্রবল ইচ্ছে। যদি কখন পূরণ হয় তাহলে অবশ্যই কৃতজ্ঞ থাকব। হয়তো শুধু আমার একারই ইচ্ছে, তবুও ইচ্ছে তো ইচ্ছেই হয়।
Agreed! I think everybody will love to experience Sonar Kella in Sunday Suspense...
মীর তুমি ছাড়া Sunday suspense ভালো লাগে না।অসাধারণ ।
faltu golpo 😑
@@riyankadas9657 apnar manasikota faltu..get lost.
@@davishek7 o hello apni jete paren kaku😏
চরিত্রের উদ্দেশ্যে কিছু বলতে খুব ইচ্ছা করছে..
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা পশু দের এভাবে কস্ট দেয়, নির্মম ভাবে মারে। আমি বুঝি না তাদের হৃদয়ে কি আছে তা জানিনা। তারা হায়নার চেয়েও খারাপ।
আল্লাহ আমাদের সঠিক পথ দেখান। আমিন।
Shishir Mujahid omg how you can type in Bengali
মীর দাও গল্প পাঠ হৃদয়ের গভীরতা স্পর্শ করে। অনবদ্য ❤❤❤❤
অসাধারণ আবহ তৈরি করে মীরের গলার স্বর, মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। এমন বলার ধরণ বোধহয় আর কারো নেই। মীর কে পেলাম।
এত ভয়াবহ বর্ননা!! মনে হচ্ছিল সব চোখের সামনে জীবন্ত হয়ে পর পর ঘটে যাচ্ছে.. গায়ে কাঁটা দেয়। মা গো.. 😭😭
গল্পটা শুনে গায়ের রক্ত হিম হয়ে গেলো। বাব্বাহ!!!!!! কি সাংঘাতিক!
MIR....
The name is enough, ey golpo ta ato jibonto hoye uthto naah... Jodi nah Tumi ey bhabe golpo ta Porte!!.. Ami jno choker samne dekhte pachi golpo ta ghotey....
Love from Sharjah ✌️❤️...
ভয়ঙ্কর সুন্দর গল্প।আর মীর দা কে কি বলবো।প্রণাম মীর দা।
Ur title is malik......wow
@@ratnabose3721 টাইটেল টার জন্য wow। ব্যাপার টা বুঝতে পারলাম না।গল্প টা wow।
RUTHLESS... 3 bar e sune sesh korte holo ... Ekbar e just nite parchilm na ..
Listening mirchi nd mir frm the begining in my opinion this the Best of Mir ... ufff MIR DA JUST DARUN
Black cat er voice ta just bhoyonkor rokhom expressive.
One of the scariest nd ruthless story of Sunday suspense ... Kurnish to Godhuli
Kurnish to Team Sunday Suspense
Edgar Allan Poe er লেখা একটা গল্পো পড়েছিলাম 3rd semesyet a ,ajke Aro porlam Sunday suspense a sotti khub valo laglo .....ar Mir dar golar awaj ta darun lage🥰😍😍😘😘😘😘
Amader mir sir agni sir era sobai hochhe legend onno leveler lok daily sunday ora onno grho theke ese amader golpo sonay❤❤❤❤
Deep da ke bhulben na..
What a dark Story!!!..... Great.... One of the best from Sunday suspense....
সানডে সাস্পেন্স একটি চরম এপিসোড। I really love this episode😍😍😍😍
❤️❤️❤️❤️😍😍😍😍😍
Rre Bangladesh er Polash vai nki??..welcome...
Edgar Alan Poe এর গল্পগুলো অসাধারণ .... মীর এর কণ্ঠস্বর আর নিখুত উচ্চারণে আরও মানানসই হয়ে উঠেছে
পো এর গল্পের এত সুন্দর representation রেডিও মির্চি ছাড়া সম্ভব নয়। এটা আমার নতুন ফেভরিট হলো ।
দারুন,অসাধারণ, অসামান্য, অতুলনীয় , সেরা 😘😘😘😍😍😍😍
আরো অনেক অনান্য চ্যানেলেও গল্প হয়,কিন্তু আপনাদের মতো এত সুন্দর ভাবে উপস্থাপনা,কেউ করতে পারে না। আপনারা আপনাদের gorgeous কন্ঠের দ্বারা সবাই মিলে গল্প গুলোকে রেডিও রূপান্তর করেন।
সেটা তো মানতেই হবে
তবে আপনি আরও কিছু গল্প শুনতে উপরের লোগো তে ক্লিক করুন
ভোগের পরে আবার আরেকটা দুর্দান্ত গল্প।যদিও সব ভাল,তবে এমন গল্পই বেশি উপভোগ্য।ধন্যবাদ ✌👍
ভোগ অন্য মানের গল্প ছিল, যার সঙ্গে একমাত্র কালরাত্রির তুলনা চলে। এই গল্পটা নিজের জায়গায় অত্যন্ত ভালো, কিন্তু এই তুলনা অহেতুক
(মতামত ব্যক্তিগত)
@@soumyadeepdutta3726 অবশ্যই, তবে সেই যদি বলেন অবশ্যই কালভৈরব এক অনন্য কৃতিত্ব ছিল।অসামান্য,অনন্য
উপভোগ্য টা কোনটা 😀😀
@@aniruddhamondal2147 কালভৈরব
প্লুটোই ফিরে এসেছিলো তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। অসাধারণ গল্প আর সেইসাথে মিরের অনবদ্য উপস্থাপনা ।
ভাষা হারাচ্ছি। গর্ব হচ্ছে মির্চি বাংলার উপর। Your competition is only you. Lots of love and best wishes.
*যাদের Sunday Suspense ছাড়া রবিবার যেন মাংস ছাড়া রবিবার বলে মনে , তারা হাত তোলো ।🤗*
🙏 Babare ! Bibhotso. Osadharon vocal . ❤ Loved this story ❤ ga chom chome , rat 3 te ekhon. Shotti osadharon lglo . Eagerly waiting for next Sunday and again this goosebumps ❤🙏
দারুন।
আমি ভাগ্যবান আমি বাঙালি।
ধন্যবাদ Sunday Suspense কে।
বাঙালি হয়েও অর্ধেক না জানা বাংলা জানতে পারি মিরদার কণ্ঠে 🎧🖤
Sunday suspense e Feluda , Byomkesh theke suru kore Professor Shanku, Daroga Priyonath.. Sherlock Holmes sunechi.. kintu konodin Kakababu Sunini. Mirchi r kache tai Kakababu series er golpo sonar ichcha roilo..💓💓❤.
Love you Mirchi ❤
Ha amra obbosoy kakababu er series sunta chai
Macabre at it's best!! That's Poe for you!! And Mir's narration is the best!!
Mir's recitation has always been my jam but this particular story exceeded all expectations. The change of emotions over seconds just nailed it. I was covered in goosebumps almost the entire second half of the story. The poster design is really catchy as well. Kudos to the team.
Excellent Mir.👏👏👏👏👌👌 Ki j apurbo performance. Just speechless.👍👍
মানুষ ভয়ের গল্প শোনে কারন মানুষ ভয় পেতে ভালবাসে।আর আমাদের এই সাধ পূর্ণ করেছে সানডে সাসপেন্স।অসংখ্য ধন্যবাদ টিম সানডে সাসপেন্সকে তাদের এই অক্লান্ত পরিশ্রম এর জন্য।
অনবদ্য , হাড় হিম করা কণ্ঠস্বর ।
পো এর এই গল্পটিরও অসাধারণ অনুবাদ করা হয়েছে।
প্রতিটি বিষয়ই প্রশংসনীয়। 🙏🏾
গল্প টা আগে পড়েছিলাম কিন্তু গল্পটা শুনে অনেক বেশী ভালো লাগলো 💖
অনেক দিন পর মীরদার গলায় গল্প শুনলাম । অসাধারণ লাগলো...🤗
রবিবার sunday suspence ছাড়া কল্পনা করা যায় না 💚💚❤❤💘💘🔥🔥🔥🔥🔥
Allan Poe er Galpo balar Jonnyo Ajasra Asankho Dhonnyobad. Extremely Grateful for this. LOVE From Bethuadahari.
মীর দার কন্ঠস্বর শুনতে বেশ সুন্দর মনোরম লাগে, এই রকম গল্পের জন্য মীর দা ও পুরোগুরুপ অসংখ্য ধন্যবাদ, আমরা সবাই গল্পের জন্য অপেক্ষা করে থাকি।
Khb ksto hcchilo Pluto r hridoybidarok awaz sune, amrr khb kanna pacche 😥
প্রতি রবিবার দুপুরে ভালো খাওয়া দাওয়া তারপর বিছানায় গা এলিয়ে দিয়ে sunday suspense।। আহঃ জমে যায়। Thanks Radio Mirchi টিম।।
এটা শুনতে শুনতে ঠিক করে খেতে পেরেছিলেন?
"The voice of Mir da" .......... jobab nei boss osadhoron superb..
Chokhe jol ese glo first a sune😭😭
Ki voyonkor. R tamon e sundor. Mir da 2mi chara ata somvob e hoto na. Love u mir da ❤❤
অনেক দিন পর ss এ মীর দার গলায় একটা অসাধারণ গল্প শুনলাম। আর আজকের গল্পের sound effect টাও বেশ ভালো। বিশেষ করে বিড়ালের আওয়াজ টা। গায়ে কাঁটা দিয়ে দিল।
আর মীর দা সম্পর্কে কিছু বললাম না। এতো দারুন গল্প পাঠ করলো মন ভরে গেল।
পুরো "মাল খোর"😂😂😂
Ajker golper highlight hoche mir dar voice acting.
Ekebare chokka mere diyeche.
What a performance!Grand salute to you Mir Sir..Without any facial expressions u have amazingly portraid the image of the psychopathic killer.
আরে বাপরে! মীরদার অন্যতম সেরা নিবেদন এটা৷ অগ্নি একটা কথা প্রায় ই বলে যে এইসব রোল যেখানে গল্পপাঠকের ই অনেক এক্সপ্রেশন/শেইড থাকে সেইসব রোলে মীর এর কোন তুলনা হয় না৷
অগ্নি, সমক, দ্বীপ সবাই ই এক্সট্রা অর্ডিনারি বাট মীর আমার কাছে, আমাদের কাছে অলওয়েজ স্পেশাল।
ঢাকায় থাকি তাই মিরচি এফএম শোনার অপশন নাই, তবুও সানডে সাসপেন্স শুনি সেই ফার্স্ট এপিসোড থেকে। মীর দা এর কাজ, তাই শোনা শুরু করছিলাম কিন্তু তখন কে জানতো সানডে সাসপেন্স জিনিসটা এমন বাঙালিদের নিত্যদিনের রুটিন হয়ে দাড়াবে! যুগ যুগ জিও সানডে সাসপেন্স, যুগ যুগ জিও কলাকুশলী গণ৷ লাভ ফ্রম 🇧🇩🇧🇩
I am a student of English literature. This American writer is genius ❤❤
অনবদ্য presentation মীর দা ♥️♥️♥️
Seriously! You Mirchi guys have taken the audio play to the next level!!! 😨💝💝💝💝💝💝
মিরের কণ্ঠ জেনো গল্পে প্রাণ সঞ্চার করেছে ।
এই অনবদ্য psycho acting just brilliant
Jh
Uh
এই গল্পটা প্রায় ১০ বছর আগে পড়েছিলাম। The Tell-Tale Heart গল্পটাও পছন্দের। Edgar Allan Poe আমার খুব প্রিয় লেখক। তাই আরো ভালো লাগলো বাংলায় শুনে এই গল্পটা। খুব ভালো translation, আর Mir da and sunday suspense team কে আলাদা করে কি বলবো। ❤️❤️
একজনের কন্ঠ ই যথেষ্ট শরীরে শীহরণ দিতে।। মীরদা ❤