যাঃ, ল্যাংচা শিল্পটাও লেংচে গেল! অজ্ঞতা? নাকি মাসোয়ারা পাননি বলে...। দেখুন

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 788

  • @dipakroy6179
    @dipakroy6179 Месяц назад +170

    মাসোহারা বাড়াও সব ঠিক হয়ে যাবে।এত দিন‌ কিছুই‌ জানতো না।

  • @kaushikchatterjee3805
    @kaushikchatterjee3805 Месяц назад +249

    মাসোহারা যুক্তিটাই সঠিক।

  • @BivhasDas-mf1qo
    @BivhasDas-mf1qo Месяц назад +309

    চোরামুল দলটাই উঠে যাবে , যদি বাংলার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে , ভারত সরকার 🙏

    • @soumenpatra2692
      @soumenpatra2692 Месяц назад

      কিন্ত দাদা গুজরাতি রা চায় বাঙালিরা আপোষে উলঝে থাকুক, নতুবা বাঙালির মেধা আর কলা কুশলি তে সবার চেয়ে এগিয়ে এটা সারা অবাঙালিরা জানে!!!নেতাজী আর শমাপরসাদের ছবি লাগিয়ে সবাই কে বোকা বানাচ্ছে!!!😢😢😢

    • @mohiburrahaman9837
      @mohiburrahaman9837 Месяц назад

      মুতে শুয়ে পড়😂😂😂😂

    • @shymaldas2429
      @shymaldas2429 Месяц назад

      দিল্লির বাবুরাও তো কাট মানি খে য়ে বসে আছে।

    • @anirbanchatterjee2682
      @anirbanchatterjee2682 Месяц назад +6

      ​@@mohiburrahaman9837tui chataphota langcha kha

    • @subratadeb3468
      @subratadeb3468 Месяц назад +7

      Muslim to didi ke bachabe . Faltu kotha na bole Allah ho akbar Balun. Amar family bachate out of Bengal

  • @pradipmondal751
    @pradipmondal751 Месяц назад +172

    ন্যাকা,,,,,এতদিন এই অফিসারেরা কোথায় ছিলেন? নাকি চোখে ন্যাবা হয়েছিল 😂

    • @jgbangla-gh9fq
      @jgbangla-gh9fq Месяц назад +2

      😆😆হয়তো ন্যাবা হয়েছিলো।

  • @BivhasDas-mf1qo
    @BivhasDas-mf1qo Месяц назад +175

    শফিকুল বাবু সত্যি আপনার জন্য বাংলার মানূষ আছেন 🙏

    • @princeoflove4911
      @princeoflove4911 Месяц назад

      এই রকম দু'নম্বরী আমাদের সমাজে প্রত্যেকটি জায়গায় রন্ধে রন্ধে ঢুকে আছে। এটা নেতা-নেত্রী, সরকারি কর্মচারী, রেশন, সবজি বাজার, মাছ, ঔষধ, পরিবহন সর্বত্র,এমনকি মদ সর্বত্র চোখ মেলে দেখলি দেখতে পাওয়া যায়। অতএব সবাই সবায়ের পিছন মেরে খাচ্ছি।

    • @tagarcat
      @tagarcat Месяц назад

      দেশদ্রোহী শফিকুলের জন্য আমরা আছি বাংলাতে? এতো ভয়ানক ।

  • @rabibairagi8335
    @rabibairagi8335 Месяц назад +84

    মানুষ দু দিন পরে সবাই ভুলে যাবে সমস্যা কিছু হবে না ।এর আগে ভাগারের মাংস নিয়ে অনেক খবর হয়েছিল সব ভুলে গেছে মানুষ ।

    • @timirbhattachrya6953
      @timirbhattachrya6953 Месяц назад +6

      এক দম ঠিক কথা।

    • @arnabroy1414
      @arnabroy1414 Месяц назад +2

      Right

    • @asimroy9590
      @asimroy9590 Месяц назад

      সঠিক বলেছেন, আমিও এই ধরনের কমেন্ট করেছি।

  • @BiswajitBhattacharya-gb4sf
    @BiswajitBhattacharya-gb4sf Месяц назад +103

    আধিকারিক জায়গার নাম টা বললেন না বললে ভালো হতো।
    লাংচা বাবু কি বিজেপি করে, না সময় মতো দক্ষিণা পৌঁছায় নি?

    • @goutambhakat4211
      @goutambhakat4211 Месяц назад +8

      আপনি সঠিক বলেছেন মনে হয় উনি বিজেপি সাপোর্টার ।

    • @quitenice5205
      @quitenice5205 Месяц назад +4

      Thik bolechen

    • @BidhanBaguli
      @BidhanBaguli Месяц назад +1

      Tai hobe
      Propitor BJP Korea nischoi

    • @kolkatasmartlearner-ow1uw
      @kolkatasmartlearner-ow1uw Месяц назад

      মনে হয় বি জে পি করে

    • @samirkumarghosh3145
      @samirkumarghosh3145 Месяц назад

      বিজেপি করে।

  • @tomoghnachandra6094
    @tomoghnachandra6094 Месяц назад +287

    বাংলা কাতর অপেক্ষায় রয়েছে বাংলায় কবে এই তোলা মূল পার্টি আর সার্কাস সরকার টা সলিল সমাধি পাবে। তাড়াতাড়ি সেই দিন আসুক 🙏

    • @chandraghosh7607
      @chandraghosh7607 Месяц назад +6

      Ei jonme dekhe jete keu parbe na. Next jonme hoyto hote pare

    • @skmostak-qf5fo
      @skmostak-qf5fo Месяц назад

      @@tomoghnachandra6094 খুব তাড়াতাড়ি হারামবাগ টিভির সমাধি ঘটবে

    • @dipalikabiraj6071
      @dipalikabiraj6071 Месяц назад +9

      যতদিন ভিক্ষা ভাতা আছে তত দিন এরাই থাকবে।

    • @bimaldhara5219
      @bimaldhara5219 Месяц назад

      ​@@chandraghosh7607choti. subhonandan

    • @helloabs2134
      @helloabs2134 Месяц назад

      সার্কাস সরকার নয়, বলুন মাফিয়া পার্টি।

  • @user-dt4vw5ed4l
    @user-dt4vw5ed4l Месяц назад +103

    দেখুন দোকানের মালিক বিরোধীদল করেন কিনা, হয়তো বিরোধী জব্দ করতে গিয়ে শিল্পটাই জব্দ হয়ে গেলো।

  • @rabindranathchakrabarty5151
    @rabindranathchakrabarty5151 Месяц назад +37

    রাজ্যের সার্বিক ভয়ঙ্কর চিত্রটা প্রতিনিয়ত অসাধারণ ভাবে তুলে ধরছেন , সফিকুল ভাই !! আপনাকে জানাই সংগ্রামী অভিনন্দন !!

  • @rupakdey2803
    @rupakdey2803 Месяц назад +70

    এরা শিল্পটা নষ্ট করে দিলো। শাস্তি দিতে পারত, লোকের নজরে না এনে। এটা বাংলার ক্ষতি। ফুড ডিপার্টমেন্টের অতিসক্রিয়তা।

  • @bubyde1059
    @bubyde1059 Месяц назад +50

    ২১শে হয় এই দোকানদার রা কাটমানি দেন নি বা ল্যাৠংচা ফ্রি তে দেয় নি যার জন্য পিসি র এই প্রতিশোধের স্পৃহা

  • @shyamalkundu306
    @shyamalkundu306 Месяц назад +100

    আহঃ শক্তিগরের ল্যাংচা 😂😂😂😂😂। দয়াকরে একটু বিরিয়ানী এর দোকান গুলোতে ঢু মারুন

  • @asitmukherjee582
    @asitmukherjee582 Месяц назад +57

    এভাবেই দীর্ঘদিন ধরে চলে আসছে। শুধু শক্তিগড় নয়, বহু জায়গায় এভাবেই চলে সবকিছু। উপযুক্ত জায়গায় মাসোহারা দিলেই কোন অন্যায় আর অন্যায় থাকে না।

  • @arupsamanta1568
    @arupsamanta1568 Месяц назад +31

    যেখানেই চটির হাত সেখানেই সর্বনাশ !!!!😢😢😢😢😢😢

  • @kartickadak7892
    @kartickadak7892 Месяц назад +28

    ভাগাড়ে বিশুর মাংস দিয়ে কলকাতার বহু হোটেল রেস্টুরেন্ট চলতো। মনে আছে। এখনো
    শ্রীরামপুর স্টেশনে ৩০ টাকায় বিরিয়ানি বিক্রি হয়, কি করে সম্ভব, কিসের মাংস দেয়?

    • @asimroy9590
      @asimroy9590 Месяц назад

      ৩০ টাকায় বিরিয়ানি বিক্রি হয়, সম্ভব না জেনেও লোকে দুর্ভিক্ষের দেশের মত করে তা কিনেও খায়। স্রেফ সস্তায় পায় বলে।

  • @ajitkumarshaw1291
    @ajitkumarshaw1291 Месяц назад +55

    ওরা ওভাবেই বানিয়ে রাখে,,,,,, মানুষের ক্ষতিকর প্রভাব,,,, সেটা ভাবে না

  • @tuhinbiswas380
    @tuhinbiswas380 Месяц назад +33

    মাসোহারা চাই পরিষ্কার বোঝা যাচ্ছে,এটা আর পশ্চিমবঙ্গ নেই মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে মানুষের 😢😢

  • @animeshgiri8758
    @animeshgiri8758 Месяц назад +30

    জনগনকে আইওয়াস করানো 😊 যাতে জনগন বোঝেন যে এরা সততার সাথে কাজ করছে 😊 কিন্তু রেশন দুর্নীতির বেলায় প্রচার নয় 😊 দশটা চোরকে বাঁচিয়ে একটা চোরকে ধরা 😊 আমরা সততার সাথে আছি 😊😊

  • @arnabmondal5902
    @arnabmondal5902 Месяц назад +28

    ধুস! ঠিক জায়গায় প্রণামী দিলে সব ধুয়ে যাবে!

  • @User1-u5l
    @User1-u5l Месяц назад +51

    সব ঠিক আছে ওরা সব জয়বাংলা।

  • @ajoykumarsamanta5623
    @ajoykumarsamanta5623 Месяц назад +13

    সফিকুল ইসলাম সাহেব ঠিকই বলেছেন।আসল উদ্দেশ্য টাকা তোলা, অপরাধ মুক্ত বাংলা গড়তে এদের উদ্দেশ্য নয়।যেখানে তোলা পাবে সেখানে খবর করবে না, সে যতোই ভেজাল খাবার হোক। রাজ্য জুড়ে তোলা শিল্পের চাপে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় শিল্প চাপা পড়ে যাচ্ছে।

  • @swapanmondal2568
    @swapanmondal2568 Месяц назад +40

    শুধু শক্তিগড়ের ল্যাংচা নয়,সব গড়ের ল্যাংচা এক ই রকম ভাবে চলছে!

  • @tarunkantikhatua8176
    @tarunkantikhatua8176 Месяц назад +64

    শক্তিগরের সব দোকানে একই অবস্থা।

  • @masconmoulded9006
    @masconmoulded9006 Месяц назад +56

    একদম সঠিক বলেছেন লেনদেন নিয়ে নেতাদের সঙ্গে গন্ডগোল হয়েছে, আবার সব ঠিক হয়ে যাবে

  • @youthindia6416
    @youthindia6416 Месяц назад +14

    শুধু শক্তিগড়ের ল্যাংচা কেন পশ্চিমবঙ্গের সমস্ত মিষ্টির দোকান হোটেল এ এই রকমই খাবার সরবরাহ করা হয়

  • @koushikmondal3104
    @koushikmondal3104 Месяц назад +23

    বাজারে বিভিন্ন কোম্পানির জিনিষ তারিখ এক্সপায়ার হয়ে গিয়েছে তাহা বিক্রি হইতেছে। পার্ক সার্কাস ষ্টেশন সকাল সন্ধেয় প্লাটফ্রম এ বিক্রি হচ্ছে।

    • @asitmukherjee582
      @asitmukherjee582 Месяц назад +3

      ঐখানে তো দুধ ও প্লাটফর্মে তৈরি হয়। নানান জিনিস মিশিয়ে।

  • @prabashkantibaidya4230
    @prabashkantibaidya4230 Месяц назад +16

    এগিয়ে বাংলা
    জয় বাংলা খাও বাংলা
    খোল গামছা, বাজাও ধামসা
    মা মাটি মানুষ
    ফিরবে কবে হোঁস।

  • @parthomazumdar4744
    @parthomazumdar4744 Месяц назад +37

    মাতোয়ারা সঠিক মিডিয়া নিয়ে টাটার পর শক্তিগঢ়

  • @mitramridul
    @mitramridul Месяц назад +93

    বুদ্ধিদীপ্ত আর যুক্তিযুক্ত বিশ্লেষন ।
    সফিকুল ইসলাম দীর্ঘজীবি হোন ।

  • @subhankarmondali2098
    @subhankarmondali2098 Месяц назад +25

    পশ্চিমবাংলায় শুধু একটাই শিল্প চলবে সেটা হচ্ছে তোলাবাজ শিল্প

  • @sankarkumarkar6598
    @sankarkumarkar6598 Месяц назад +39

    শক্তি গড়ের ল্যাংচার সুনাম নষ্ট করবার পরিকল্পনা। যাতে মানুষ আর শক্তি গড়ের ল্যাংচার প্রতি আগ্রহ হারিয়ে যায়।

    • @mithunpaul2321
      @mithunpaul2321 Месяц назад +7

      তুমি খাও শক্তি গড়ের ল্যাংচা ভক্তি করে।

    • @utpalbasak4229
      @utpalbasak4229 Месяц назад

      এমন ল‍্যাংচা যারা বানান তারা কী ধরনের মানুষ?

    • @tapasroy5953
      @tapasroy5953 Месяц назад +1

      ভাগাড়ের মা্্স খেয়ে হজম করে দিলো ,তার আবার ল্যাঙচা 😀😀😀

    • @mrinalkantimandal4955
      @mrinalkantimandal4955 Месяц назад

      তাহলে দোকানদার এইসব জিনিস কেন বানাচ্ছে??

  • @ashisbhattacharya3453
    @ashisbhattacharya3453 Месяц назад +31

    ফুড ডিপার্টমেন্ট ও পশ্চিম বঙ্গ সরকার কে ধন্যবাদ, সবার সামনে এই সত্য টা তুলে ধরার জন্য, পয়সার জন্য এতটা নোংরামি মেনে নেওয়া ঠিক নয়।

  • @malasaha1011
    @malasaha1011 Месяц назад +24

    সফিকুল ভাইয়ের এই বিশ্লেষণের পরে আর কিছু বলার নেই। 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @malabikamallick4245
    @malabikamallick4245 Месяц назад +10

    আপনার সঙ্গে সহমত সফিকুল ভাই।
    আমি এখনও স্প্রাইট ছাড়া কোকোকোলা থাম্পসআপ খাই না।

  • @lipi731
    @lipi731 Месяц назад +73

    ল্যাংচার সমাধী দেওয়া হলো 😊😊😊😊🤭🤭😜😜

    • @utpaldas4873
      @utpaldas4873 Месяц назад +2

      ঠিক বলেছো

    • @joydebroychowdhury448
      @joydebroychowdhury448 Месяц назад +1

      বল হরি হরি বোল

    • @satyajitghoshal3330
      @satyajitghoshal3330 Месяц назад +1

      😆😆😆

    • @mixculture2993
      @mixculture2993 Месяц назад +2

      ল্যান চা গুলোর সৌভাগ্য।(ফিরহাদ হাকিম এর কথা অনুযায়ী)!

    • @skmostak-qf5fo
      @skmostak-qf5fo Месяц назад +1

      কদিন পর হারামবাগ টিভি এর সমাধি হবে❤❤❤

  • @bhramanadda
    @bhramanadda Месяц назад +16

    21 শে জুলাই এর চাঁদা দেয়নি মনে হয়।

  • @arundey5757
    @arundey5757 Месяц назад +12

    অপ্রিয় সত্য কথাটা বলে ফেলেছেন । হোটেল , মিষ্টির দোকানে দিনের পর দিন কিভাবে চলে আর মানুষ খেতে বাধ্য হয় তা বলার অপেক্ষা রাখে না ।

  • @joydebroychowdhury448
    @joydebroychowdhury448 Месяц назад +12

    বহু দিন পর সেই বিখ্যাত গানটির কথা মনে পড়লো ওরে বাবা লেনচে মরি পালিয়ে যাবার রাস্তা খুজি😂😂😂😂😂😂😂

  • @RajkumarGupta-yo5zt
    @RajkumarGupta-yo5zt Месяц назад +5

    কলকাতা তে ভাগাড়ে মাংস খাওয়াতো। মানুষ তো ভুলে গেছে। এখন দিব্যি গিলছে

  • @prabirpanjal8761
    @prabirpanjal8761 Месяц назад +12

    দাদা ভাই ধন্যবাদ আপনাকে ।
    আমি দুর্গাপুর গেলে ই ঐ সব দোকানে খা ই। আর না ।

  • @sougatabhattacharya4490
    @sougatabhattacharya4490 Месяц назад +14

    শুনুন দাদা এটা ওদের কে tolar জন্য এই avijan

  • @user-zs7bf3bh6f
    @user-zs7bf3bh6f Месяц назад +29

    বিষযুক্ত, ভেজাল এবং স্বাস্থ্যকর নয় এমন সব খাবার ই বাজার জাত করনের বিষয়টি জিরো টলারেন্স নীতির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা একান্ত জরুরী এবং অপরিহার্য।

    • @rupachakraborty5911
      @rupachakraborty5911 Месяц назад +1

      কাট মানী কি কম দিয়েছে,,বহু লাভ করেছেন, এবার কিছু অর্থ ধ্বংস,

    • @girlsstatus4839
      @girlsstatus4839 Месяц назад

      আপনার মনে হয়, একটা দূর্নীতি গ্রস্থ সরকার সেটা করবে?

  • @palashpathak7342
    @palashpathak7342 Месяц назад +13

    😢😢😢😢
    এই খাবার টা মানুষ তো দূরে থাক পশু দের খাবার অযোগ্য

  • @dr.samirroy8094
    @dr.samirroy8094 Месяц назад +23

    প্রতি বাস কে লাংচা রা কমিশন দেয়।

  • @pradiproy5746
    @pradiproy5746 Месяц назад +6

    দাদা ,খবরটি আরও পরিপূর্ণ হতো যদি ওখানকার ব্যবসায়ী বা লোকাল লোকেদের একটা বাইট থাকতো যে তাদের বক্তব্য কি ? তাহলে বোঝা যেত বিষয়টি আসলে কি ?

  • @somnathchakraborti936
    @somnathchakraborti936 Месяц назад +4

    মাসোহারা বাড়ানোর কৌশল। যেমন নতুন বর্ধিত হারে তোলা আদায়ের জন্য হকার উচ্ছেদ পথনাটিকা পথস্থ হল।

  • @kuntaldas9682
    @kuntaldas9682 Месяц назад +4

    ঐ দোকান দার হয়তো 21 এ চাঁদা দিতে চাই নি কিংবা বিরোধী দল করেন। কিন্তু আপনার মতো ব্যাপার নয় তো,গাঁজার প্যাকেট রেখে ফাঁসা বার চেষ্টা। পঁচা মাল দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা। ২১ এর খরচ দিতে হবে 😢।

  • @anuradhamitra9293
    @anuradhamitra9293 Месяц назад +9

    এ আর নতুন কি সব ক্ষেত্রে এরকম যারা ভাগারের মাংস খাইয়ে দেয় তাদের থেকে আর কি আশা করা যায়

  • @kartickadak7892
    @kartickadak7892 Месяц назад +18

    লিপস এণ্ড বাউন্স তুলে দিয়ে এবার মনে হয় ভাইপো লাংচা শিল্পে ঢুকে কালো টাকা সাদা করার পরিকল্পনায় আছে।

  • @akhilkumarchakraborty4424
    @akhilkumarchakraborty4424 Месяц назад +6

    এই ঘটনা টা সাধারণ মানুষের চোখ খুলে গেলো। বিষযুক্ত মিষ্টি বিক্রি দীর্ঘদিন গোটা রাজ্যে র মানুষ খেয়েছে। সব জায়গার মিষ্টির দোকানে এই ভাবে তল্লাশি চালিয়ে যাওয়া উচিৎ।

  • @asimchattopadhyay9846
    @asimchattopadhyay9846 Месяц назад +7

    শক্তিগড়ের ল্যাংচার গুণমান বহুদিন আগে থেকেই নষ্ট হয়ে গেছে , এটা ঠিক। কারণ আমি স্থানীয় হিসেবে বলছি।কিন্তু প্রতিমাসে ই রেইড হয় না কেন?

  • @biswanathghosh2949
    @biswanathghosh2949 Месяц назад +13

    তোমার, সঙ্গে, আমি, এক, মত, সফিকুল🇮🇳🇮🇳🇮🇳, দাদা🇮🇳🇮🇳, 😊

  • @debasihdas7747
    @debasihdas7747 Месяц назад +1

    Bahut bahut dhanyabad safikul da

  • @amarnathchattaraj8293
    @amarnathchattaraj8293 Месяц назад +2

    আহাঃ পিসিমার ল্যাংচা হাবকে ল্যাংটা করে দিল, কিন্তু ফুড ডিপার্টমেন্ট দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলে জানতে চাই।

  • @KrishnaMukherjee-zb9fe
    @KrishnaMukherjee-zb9fe Месяц назад +1

    এটাতো দু'বছর আগেই করতে পারতো, সব জানে এরা কিন্তু আগে করেনি সামনে বিধানসভা সেই জন্য খেলা শুরু হয়েছে, কাজটা তো জঘন্য, কিন্তু অন্যরকম ভাবে পদক্ষেপ নেওয়া যেত

  • @Asok1964
    @Asok1964 Месяц назад +1

    ❤❤❤❤❤❤ KeNo Go Amader Alur Chop Silpa Toh Achhyyee.....❤❤❤❤❤. Kintu from 1947, we, all, used to comsume...... that time where were those officials.....❤❤❤❤❤....

  • @prasantabarui8182
    @prasantabarui8182 Месяц назад +5

    বাংলাদেশের মত এই বাংলাদেশে গন আন্দোলন করা উচিৎ জয় শ্রী রাম

  • @debashisbanerjee4527
    @debashisbanerjee4527 Месяц назад

    যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করে এভাবে ল্যাংচা বাজেয়াপ্ত করা উচিত হয়নি ।আমাদের বললেই তো
    রেশনে ফ্রী দিয়ে দিতাম ।

  • @amalkantiray9346
    @amalkantiray9346 Месяц назад +1

    Wonderful reporting and analysis!

  • @manasadhikary9471
    @manasadhikary9471 Месяц назад +3

    আসল ব্যাপারটা শক্তিগড় এলাকা থেকে ভোট কম পেয়েছে। তাই কৌশল প্রয়োগ করা হয়েছে।

  • @sunilbera7765
    @sunilbera7765 Месяц назад

    সফিকুল বাবু, আপনার বিশ্লেষণ খুবই যুক্তিপূর্ণ। ধন্যবাদ।

  • @seemitamondal8468
    @seemitamondal8468 Месяц назад +14

    ক্যাপশন টা ভূল আছে দাদা। ওটা মাসোহারা হবে।

    • @mohiburrahaman9837
      @mohiburrahaman9837 Месяц назад

      আবেগে ভরা তাই স্পেলিং ভুল করেছে😂😂😂😂

  • @manabroy9514
    @manabroy9514 Месяц назад +2

    আমার জীবনে আজকে প্রথমবার food deparment কে রেট করতে দেখলাম

  • @chandanpalshorts
    @chandanpalshorts Месяц назад +5

    সময়মতো তোলাটা দেয়নি বলে এই অবস্থা

  • @nilratandas8644
    @nilratandas8644 Месяц назад +1

    পাড়ায় পাড়ায় গজিয়ে উঠা বিরিয়ানী দোকান গুলিতে এবং ক্যাটারাররা, সবাই ফার্নিচারের কাজে ব্যবহৃত বিষাক্ত হলুদ রং ব্যবহার করে, কোন বড় মুদীখানায় গিয়ে জিজ্ঞেস করুন কারা কারা ঐ বিষাক্ত হলুদ রং কিনে নিয়ে যায়, তাহলেই সব জানতে পারবেন!

  • @akjonmanush9965
    @akjonmanush9965 Месяц назад +13

    সব ল্যাংচাবে। লেখাপড়া থেকে খাওয়া দাওয়া।

  • @arohanjana848
    @arohanjana848 Месяц назад

    সফিকুল দা তোমার সঙ্গে আমার ও একমত ল্যাঙচা মিষ্টি বিষয়ে।

  • @jdkskjsjsjsj3320
    @jdkskjsjsjsj3320 Месяц назад +2

    এই অফিসাররা এতদিন কোথায় ছিলো নাকি মাসোহারা পাইনি বলে সব ফাঁস করে দিল।

  • @bratindrabhattacharya4377
    @bratindrabhattacharya4377 Месяц назад +7

    এই হচ্ছে খবরের ভেতরের খবর।

  • @kolkatasmartlearner-ow1uw
    @kolkatasmartlearner-ow1uw Месяц назад

    আহা!!
    ল্যাংচা নাম শুনলেই জিভে জল আসে, খেয়ে তো কোন জগতে চলে যাই।😋😋😋😋😋😋😋
    সেই ল্যাংচা নিয়েও এত কান্ড!!

  • @soumitradhar6241
    @soumitradhar6241 Месяц назад +1

    সাফিদুল ভাই আপনি এখনই এতটা নিরাশ হবেন না, আমাদের দাদার শিল্পটা আসতে দিন তারপর দেখবেন শিল্প কাকে বলে, চাকরির বন্যা বয়ে যাবে বাংলায় , আপনি ট্যারা হয়ে যাবেন ।

  • @biswanathmandal6880
    @biswanathmandal6880 Месяц назад

    খুব ভালো এই রেইড রোজ করা দরকার আলু কলা পেঁপে তরমুজ সব কিছু তে বিস মাখানো হচ্ছে মাছ ফরমালিন m

  • @avijitkar2473
    @avijitkar2473 Месяц назад +1

    এটা অনেক plan করে করা হয়েছে।। এর শিকড় অনেক গভিরে।।
    আগামী দিনে 🏨hotel industry এবং .... .,... হবে।।
    দুই একজন ল্যংচা ব্যাবসায়ী জড়িত আছে।।
    বাংলা থেকে ল্যাংচা শিল্প ও গেল 😮😮।।
    এগিয়ে হ্যাঁ্লা

  • @umenia5472
    @umenia5472 Месяц назад +1

    বাংলায় যত এরকম ঘটবে, ততই টিএমসির লাভ।

  • @SubrataDas-hi3cz
    @SubrataDas-hi3cz Месяц назад +4

    সুফিকুল আমি মাঝে মধ্যে কলকাতা য‌াই বাসে করে, ওখানে সকালে, দুপুরে, বিকালে, রাতে পুলিশ থাকে, পুলিশ সব জানে, এখানে অন্য কোনো গল্প আছে।

  • @tapassarkar4047
    @tapassarkar4047 Месяц назад +2

    Food Department যদি তাদের রুটিন ডিউটি করে থাকে তাহলে মিডিয়া তে দেখানো হচ্ছে কেন?
    সত্যি যদি তাদের রুটিন ডিউটি করে তাহলে খাস কোলকাতার বাজারে প্যাকেট জাত অনেক খাবার আছে তাতে কোন Manufacture Date & Expired Date থাকেনা। তাহলে সে খাবার যেমন চানাচুর,ভুজিয়া, এই গুলি বাজারে বিক্রি হচ্ছে কি করে? তাহলে এখানে আণ্ডারওয়্যার সটাণডি্ এ বাজার চলছে?

  • @prasantadas8276
    @prasantadas8276 Месяц назад +2

    এটা নতুন কিছু নয় এটা বহু বছর ধরে এই রকম হয় কলকাতায় মিটিং থাকলে আগে থেকে ল্যাংচা ভেজে রাখে আমরা শুনেছি

  • @mitahazra5840
    @mitahazra5840 Месяц назад

    ভাই আপনার সঙ্গে আমি একমত।

  • @gobindobanerjee2206
    @gobindobanerjee2206 Месяц назад

    এগিয়ে দিদি আর ভাইপোর বাংলার। কতো আর খারাপ কাজ দেখবে বাংলার মানুষ।

  • @panchadipchaudhuri2581
    @panchadipchaudhuri2581 Месяц назад +1

    একদম সঠিক মূল্যায়ন । পুরো ল্যাংচা শিল্পটাই উদ্দেশ্য মূলক ভাবে ধ্বংস করে দেওয়া হল। এখন প্রশ্ন হল উদ্দেশ্য টা কি?

  • @mohuasaha8387
    @mohuasaha8387 Месяц назад +5

    বাংলা তবু ঘরের ল্যাংচাকেই চায়.... জয় বাংলা... 😊😅😊😅😊 এরপরে ঝালমুড়ি বিক্রীই বিকল্প

    • @avisarika
      @avisarika Месяц назад

      আমি একটা কথাই ভাবছি সবাই যদি ঝালমুড়ি বিক্রি করে তাহলে কে কিনবে আর কেন খাবে

  • @rabindrnathmallick6410
    @rabindrnathmallick6410 Месяц назад

    এটাতো একটা খুবই সাধারন ব্যাপার প্রসেসিং এর সময় অথবা আবহাওয়া খারাপের জন্য এই ধরনের সমস্যা ঘটতেই পারে, তাহলে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস গুলো ইচ্ছাকৃতভাবে ভেজাল মিশিয়ে মানুষের জীবন গুলোকে তিল তিল করে শেষ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই। এমন কি বহু কিছু ওষুধেও তো এই ধরনের ভেজালের খবর পাওয়া যায়।

  • @subratasantra9014
    @subratasantra9014 Месяц назад +4

    হ্যালো অফিসার্স আপনারা কি এতদিন গাঁড়ে গাবতেল দিয়ে ঘুমাচ্ছিলেন? না মাসোহারার ব্যাপারে কোন গন্ডগোল হোল?

  • @sitalpaul5622
    @sitalpaul5622 Месяц назад

    সফিকুল ভাই, আপনার সঙ্গে আমরা সবাই একমত

  • @ashisgoswami4206
    @ashisgoswami4206 Месяц назад +5

    Excellent speech.

  • @IndraniBasu-wo4kv
    @IndraniBasu-wo4kv Месяц назад

    আপনার সঙ্গে একমত

  • @JHantuDey-vd3th
    @JHantuDey-vd3th Месяц назад

    You are excellent DADA .
    Fabulous presentation .

  • @mahadebkumarghosh1460
    @mahadebkumarghosh1460 Месяц назад +1

    মিষ্টির দোকানদারদের বক্তব্য শোনান উচিত।

  • @arunima06
    @arunima06 Месяц назад

    Shabdo ta Masohara. Anyway, apner motamot ekdom sathik.

  • @SubrataDas-hi3cz
    @SubrataDas-hi3cz Месяц назад +6

    এই রাজ্য মদ, লটারি,মুধচঞ, তোলাবাজি,পাচার, এই সব শিল্প চলছে চলবে।

  • @realityredefined10
    @realityredefined10 Месяц назад

    ঠিক বলেছেন

  • @goutamroy8957
    @goutamroy8957 Месяц назад

    Bangla (Captain) silpo r dikeo najar deoa uchit😢😢😢😢

  • @binayakghoshal5650
    @binayakghoshal5650 Месяц назад +2

    কেস্টো মণ্ডলও তিহার যাবার সময় এখানে ল্যাংচা খেয়েছিলেন ।
    😂😂😂😂😂😂😂😂

  • @AshokeBhattacharyya-wj8qy
    @AshokeBhattacharyya-wj8qy Месяц назад

    Safikul,da,long,live.

  • @TapanKumar-in8oi
    @TapanKumar-in8oi Месяц назад +3

    ঘোড়ার ডিম হবে,
    চোর গেছে, চোর ধরতে

  • @Dristanta100
    @Dristanta100 Месяц назад +2

    ল্যাংচা হাব কোথায় গেল? পাগলামী করে সরকার চালানো যায় না।

  • @bijoydeb6075
    @bijoydeb6075 Месяц назад

    আপনার দুরদৃষ্টিকে স্যালুট জানাই,এত গভীর ভাবে কতজন ভাবতে জানে স্যার? কত মানুষের রুটিরুজির সামনে একটা প্রশ্নচিহ্ন ফেলে দিল,

  • @kamaleshdas8598
    @kamaleshdas8598 Месяц назад +1

    শফিকুল ভাই বাঙলাই বিনাশ হয়ে গেছে গামছা পাতলে ও ভীখখা পাওয়া যাবেনা কারন পকেটে পয়সা নেই ভিখারি ও অ সহায়

  • @user-rudranarayan
    @user-rudranarayan Месяц назад

    সরকারি ভাবে লেংচা হাব হয়েছে সেখানে কেউ যাচ্ছে না বলেই
    এই মেইন রোড এর ধারের দোকান গুলো উঠিয়ে দিতে চাইছে।
    সরকারি হাব টা মেইন রোড থেকে একটু দূরে।
    এই দিক টা একটু আলোকপাত করুন দাদা।