অসাধারণ, অনবদ্য ছবি।। স্মিতা পাটিল দুর্ধর্ষ কিন্তু আমার মতে এ ছবিতে সেরা অভিনয় করেছেন শ্রীলা মজুমদার... শুধু ওনার চাউনিটাই অস্কারের দাবি রাখে, অভিনয় তো ছেড়েই দিলাম।।।।। 🙏🏼❤
একটা অসাধারণ সিনেমা যা আমাদের জন্য আজও সত্যি হয়ে আছে এবং হয়ে থাকবে।সিনেমার প্রথমেই বলা হয়েছে "আকাল আমাদের সর্বাঙ্গে"। বাস্তবিকই আকাল আমাদের সর্বাঙ্গে - আমাদের সমাজে - আমাদের মানসিকতায় ,আমাদের অভিজ্ঞতায় - এবং জ্ঞানে । আমরা মরবো তবু মানসিকতার পরিবর্তন করবো না। সেখানেও "আকাল" । ছবির বাবুরা আকাল খুঁজতে ওই গ্রামে না এলে এই সত্যিটা আমাদের চোখে ধরা পড়তো না।সত্যিই এইরকম একটা অসাধারণ সিনেমা দেখে মন ভরে গেল।শুধু কষ্ট হচ্ছে সেই মহান পরিচালক যাঁর অক্লান্ত কায়িক এবং মানসিক পরিশ্রমের ফসল এই সিনেমা তিনি আজ আমাদের মধ্যে নেই।আমাদের মধ্যে অনেকেই নেই যাঁদের অসামান্য অভিনয়ের ফসল এই সিনেমা। তবে যাঁরা নেই তারাও এই কালজয়ী সিনেমার মধ্য দিয়ে আমাদের মধ্যে বেঁচে থাকবেন । সবশেষে এই সিনেমার সমস্ত অভিনেতা-অভিনেত্রী কর্মীবৃন্দ এবং অবশ্যই মহান পরিচালক মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা ,ভালোবাসা ও যথাযোগ্য প্রনাম জানাই। শুভ কামনা ও ভালবাসা জানাই তাঁদের যাঁদের জন্য এই সিনেমাটি আজ আমার হাতে এসেছে। আমাদের মন,শিক্ষা, সমাজে যে "আকাল " আমাদের অগ্রগতির প্রতিবন্ধক তা যেন অচিরেই দূর হয়। নতুন চেতনায় সকলে উজ্জীবিত ও সুস্থ হয়ে বেঁচে থাকুন এই কামনা করি।
স্মিতা পাতিলের অভিনয় অসাধারণ। বাংলা ওনার ভাষা না হওয়া সত্ত্বেও উনি যেভাবে lip sync, মুখের expression এবং আবেগ ফুটিয়ে তুলেছেন ছবিটিতে সেটা একমাত্র একজন দক্ষ আর্টিস্ট এর পক্ষে সম্ভব।
অনেক অনেক দিন পর ছায়াছবিটা দেখলাম। দৃশ্যের পর দৃশ্য ধরে ধরে দেখলাম। এতো ভালো লাগলো! অনেক ধন্যবাদ। সেই কতো অল্প বয়সে দেখেছি, ঠিক মতো হয়তো বুঝিনি তখন, দেখার চোখটাই বদলে গেছে! বেচেঁ থাকার অন্য অর্থ খুঁজে পেলাম। একে একে মৃণাল সেনের অন্যান্য সিনেমাগুলো দেখবো। প্রয়াত পরিচালকের জন্য রইল আমার শ্রদ্ধা ও প্রণাম।
আপনার কথা শুনে খুব ভালো লাগলো... আমাদের চ্যানেলে মৃনাল সেনের একটা অনেক ভালো ছবি আছে যার নাম চালচিত্র... আমরা আশা করি আপনি ওই ছবিটা অবশ্যই দেখবেন... ছবিটা দেখে ভালোলাগার জন্য, নিজের মতামত প্রকাশ করার জন্য এবং মৃনাল সেনের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
My God Sheela Majumder ওনার চোখ কথা বলে... যতক্ষণ screen এ ছিলেন কাওকে ওনার দিক থেকে চোখ ফেরাতে দেন নি...! She is simply the best in this film.. Loved Her Performance...
One of the greatest movie in Indian cinema. The hidden truth of our society comes out...it still exists in 2020 also..but obviously in different forms. Sreela Majoomdar was simply aawesome.Her silent looks tells us the pain of life. Salute to the legendary director Sri Mrinal Sen. He and Smita Patil is still with us with there immortal creation.
Truly said... They are still alive in our hearts through the legacy of their films... Thanks for watching and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
অনবদ্য। অভিনেত্রী শ্রীলা মজুমদার অসাধারণ! দুঃখ হয় ওনাকে নিয়ে বেশী ছবি করানো হয়নি। স্মিতা পাতিল খুব অল্প বয়সে চলে গিয়েছেন ।প্রত্যকের অভিনয় মনে দাগ কেটে দিয়েছে।
এই মুভিতে আমার দাদু শ্বশুর রিক্সাওয়ালার চরিত্রে কাজ করেছেন সেটা দেখার জন্যই মুভি টা দেখা সোমরা বাজার মন্দির অনেক কাছ থেকে দেখেছি মুভিতে আরোই সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ একটা মুভি।
Correct i just visited this place which is our ancestral place.. i belong to the MUSTAFI's family descendants... A week ago i visited this place and the house is all in ruins now..😢 read a board outside about this movie and now i realize what a magnificent property it was..
কেন যে এত কাল দেখা হয়নি ছবিটা ! গল্প কত অসাধারন ভাবেই তো বলা যায়, এটা তার একটা নমুনা, মুখগুলো মনে গেঁথে গেল- অনেকদিন মুখগুলো টানবে- আবারো ছবিটা দেখবো হয়ত আরো কয়েক বার। মৃনাল সেনকে জানার ও বোঝার সুযোগে তাঁকে আজ শ্রদ্ধা জানাই। আবারো এক নতুন সংকটে মানুষ ও পুরো পৃথিবী, এই সংকটময় সময়ের কারনে এ ছবিটা কি বেশি দাগ করলো! না তা মনে হয় না।
অসাধারণ একটা ছবি., কি নিখুঁত অভিনয়, কি details screen play.. ওই যে দীপঙ্কর দে র ফেলে দেওয়া সিগারেটের বাক্স টা কুড়ি এ নেবার যে যে ক্ষুদ্র প্রতিযোগিতা দুটো ছেলের মধ্যে (আরও অনেক আছে) কেনো national award পেয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না
বিষয়: দুর্ভিক্ষ অভাব দৈন্যতা এসব নিয়ে ' আকালের সন্ধানে' গিয়ে পরিচালক খাদ্য বস্ত্র বাসস্থানের সঙ্গে সঙ্গে আমার বিচারে সবচেয়ে মননের আকালকে প্রকটভাবে তুলে ধরেছেন। অসম্ভব শক্তিশালী ছবি। অভিনয়: প্রত্যেকেই স্বনামধন্য ও দুর্দান্ত চরিত্রচিত্রন করেছেন। তবুও আমি শ্রীলা মজুমদারকে সবচেয়ে আগিয়ে রাখব।
thank you very much for such a Mrinal Sen classic.......WOW....what a print......crystal clear......super HD.....now its turn for other gems like Interview , Calcutta 71 etc.......waiting for long.....
You are most welcome... It feels great to have your words of appreciation for our effort in digital restoration of this all time classic... You can also watch digitally restored another unreleased Mrinal Sen classic Chaalchitra which was a debut film of Anjan Dutt, on our RUclips channel... Thanks for watching, immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
ধন্যবাদ বেঙ্গলি মুভি চ্যানেলb,ইনটারটেনমেনট, শ্রদ্ধেয় মৃনাল সেনের ছবিটি ছোট বেলায় দেখেছিলাম, লকডাউনে গৃহবন্দি অবস্থায় ছবিটি দেখে আমার কৈশোর কে ফিরে পেলাম,
" আর্ট ফিল্ম " কোন আতলামো নেই । মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম, বলা ভাল গিল্লাম । ভাল লাগল অভিনেতা সমরেশ বাবু আমার স্কুল শিক্ষক আর অভিনেত্রী গোপা সেনগুপ্ত এক সময়ের আমার নাট্যসাথি ।
I tend to watch movies based on the lives of innocent,dutiful,hard-working villagers and all that..Do hope this movie is gonna entertain me up to the mark....Love for all of the people who watch the movie.
I saw the movie during the pandemic of COVID-19 . A great movie can express & touch an uncountable viewer . Grateful to the great director - Mrinal Sen & Actress Shmita Pathil for their remarkable work. A film is a team work...Maximum performer acted very well in this film. Its the best movie ever I saw based on famine.
Thanks for watching and immensely appreciating our effort... Your valuable feedback will surely motivate us to keep up the good work in better... Keep watching and enjoy...
অসাধারণ, অনবদ্য ছবি।। স্মিতা পাটিল দুর্ধর্ষ কিন্তু আমার মতে এ ছবিতে সেরা অভিনয় করেছেন শ্রীলা মজুমদার... শুধু ওনার চাউনিটাই অস্কারের দাবি রাখে, অভিনয় তো ছেড়েই দিলাম।।।।। 🙏🏼❤
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
একটা অসাধারণ সিনেমা যা আমাদের জন্য আজও সত্যি হয়ে আছে এবং হয়ে থাকবে।সিনেমার প্রথমেই বলা হয়েছে "আকাল আমাদের সর্বাঙ্গে"। বাস্তবিকই আকাল আমাদের সর্বাঙ্গে - আমাদের সমাজে - আমাদের মানসিকতায় ,আমাদের অভিজ্ঞতায় - এবং জ্ঞানে । আমরা মরবো তবু মানসিকতার পরিবর্তন করবো না। সেখানেও "আকাল" । ছবির বাবুরা আকাল খুঁজতে ওই গ্রামে না এলে এই সত্যিটা আমাদের চোখে ধরা পড়তো না।সত্যিই এইরকম একটা অসাধারণ সিনেমা দেখে মন ভরে গেল।শুধু কষ্ট হচ্ছে সেই মহান পরিচালক যাঁর অক্লান্ত কায়িক এবং মানসিক পরিশ্রমের ফসল এই সিনেমা তিনি আজ আমাদের মধ্যে নেই।আমাদের মধ্যে অনেকেই নেই যাঁদের অসামান্য অভিনয়ের ফসল এই সিনেমা। তবে যাঁরা নেই তারাও এই কালজয়ী সিনেমার মধ্য দিয়ে আমাদের মধ্যে বেঁচে থাকবেন । সবশেষে এই সিনেমার সমস্ত অভিনেতা-অভিনেত্রী কর্মীবৃন্দ এবং অবশ্যই মহান পরিচালক মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা ,ভালোবাসা ও যথাযোগ্য প্রনাম জানাই। শুভ কামনা ও ভালবাসা জানাই তাঁদের যাঁদের জন্য এই সিনেমাটি আজ আমার হাতে এসেছে। আমাদের মন,শিক্ষা, সমাজে যে "আকাল " আমাদের অগ্রগতির প্রতিবন্ধক তা যেন অচিরেই দূর হয়। নতুন চেতনায় সকলে উজ্জীবিত ও সুস্থ হয়ে বেঁচে থাকুন এই কামনা করি।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
স্মিতা পাতিলের অভিনয় অসাধারণ। বাংলা ওনার ভাষা না হওয়া সত্ত্বেও উনি যেভাবে lip sync, মুখের expression এবং আবেগ ফুটিয়ে তুলেছেন ছবিটিতে সেটা একমাত্র একজন দক্ষ আর্টিস্ট এর পক্ষে সম্ভব।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
@@ChannelBDigital bbye
apnar hoito jana nei je smita patil, 6-7 ti deshi bideshi bhasha gor gor kore bolte parten , bangla suddho.
She said her own dialogue, there was no dubbing/lipsync involved.
Lip sync ?? - যে কন্ঠস্বর টি সিনেমায় শোনা যাচ্ছে.. সেটা কি ওনার নয় ??
অনেক অনেক দিন পর ছায়াছবিটা দেখলাম। দৃশ্যের পর দৃশ্য ধরে ধরে দেখলাম। এতো ভালো লাগলো! অনেক ধন্যবাদ। সেই কতো অল্প বয়সে দেখেছি, ঠিক মতো হয়তো বুঝিনি তখন, দেখার চোখটাই বদলে গেছে! বেচেঁ থাকার অন্য অর্থ খুঁজে পেলাম। একে একে মৃণাল সেনের অন্যান্য সিনেমাগুলো দেখবো। প্রয়াত পরিচালকের জন্য রইল আমার শ্রদ্ধা ও প্রণাম।
আপনার কথা শুনে খুব ভালো লাগলো... আমাদের চ্যানেলে মৃনাল সেনের একটা অনেক ভালো ছবি আছে যার নাম চালচিত্র... আমরা আশা করি আপনি ওই ছবিটা অবশ্যই দেখবেন... ছবিটা দেখে ভালোলাগার জন্য, নিজের মতামত প্রকাশ করার জন্য এবং মৃনাল সেনের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Sotti akjeo kirom prasangik.. proijayi sromiker dol
@@ChannelBDigital to
আপনি একদম আমার মনের কথাটি বলেছেন!!
এই ছবিটা upload করার জন্যে অনেক অনেক ধন্যবাদ!!
@@ChannelBDigitalin
My God
Sheela Majumder
ওনার চোখ কথা বলে...
যতক্ষণ screen এ ছিলেন কাওকে ওনার দিক থেকে চোখ ফেরাতে দেন নি...!
She is simply the best in this film..
Loved Her Performance...
She truly is a very good actress... Thanks for watching and loving... Keep watching and enjoy
One of the greatest movie in Indian cinema. The hidden truth of our society comes out...it still exists in 2020 also..but obviously in different forms. Sreela Majoomdar was simply aawesome.Her silent looks tells us the pain of life. Salute to the legendary director Sri Mrinal Sen. He and Smita Patil is still with us with there immortal creation.
Truly said... They are still alive in our hearts through the legacy of their films... Thanks for watching and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
Mrinal Sen...a genius. A brilliant movie...so realistic n honest....beyond words
Thanks for watching and immensely loving and appreciating the movie... Keep watching and enjoy...
অসাধারণ ও পরিনত সম্পাদনা। যেন একটুকরো সে কাল। আকালের কোনও নির্দিষ্ট সময় হয় না। লেগেই আছে প্রতিনিয়ত। সবার অভিনয় দুর্দান্ত।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
ছবিটা ছোটবেলায় দূরদর্শন এ অনেকবার দেখেছি। ছবি quality এত ভালো রাখার জন্য অনেক ধন্যবাদ । মনেই হয় না পুরোনো দিনের ছবি ।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
অনেক ধন্যবাদ মুভিটা দেখার সুযোগ করে দেয়ার জন্য। আমি ফ্রান্সে আছি। বিশ্বের এই দুর্যোগে কিছুটা সময় ভালো কাটলো।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
@@ChannelBDigital t
Very old ceñema but enjoyed very much
great movie, thanks for the subtitles, so I can understand this movie, without knowing bengali
You are most welcome... Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
Where r u from??
অনবদ্য। অভিনেত্রী শ্রীলা মজুমদার অসাধারণ! দুঃখ হয় ওনাকে নিয়ে বেশী ছবি করানো হয়নি। স্মিতা পাতিল খুব অল্প বয়সে চলে গিয়েছেন ।প্রত্যকের অভিনয় মনে দাগ কেটে দিয়েছে।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
স্মিতা পাতিল কথা বললেন-আমাদের প্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদারের গলায়।
এই মুভিতে আমার দাদু শ্বশুর রিক্সাওয়ালার চরিত্রে কাজ করেছেন সেটা দেখার জন্যই মুভি টা দেখা সোমরা বাজার মন্দির অনেক কাছ থেকে দেখেছি মুভিতে আরোই সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ একটা মুভি।
Correct i just visited this place which is our ancestral place.. i belong to the MUSTAFI's family descendants... A week ago i visited this place and the house is all in ruins now..😢 read a board outside about this movie and now i realize what a magnificent property it was..
কেন যে এত কাল দেখা হয়নি ছবিটা ! গল্প কত অসাধারন ভাবেই তো বলা যায়, এটা তার একটা নমুনা, মুখগুলো মনে গেঁথে গেল- অনেকদিন মুখগুলো টানবে- আবারো ছবিটা দেখবো হয়ত আরো কয়েক বার। মৃনাল সেনকে জানার ও বোঝার সুযোগে তাঁকে আজ শ্রদ্ধা জানাই। আবারো এক নতুন সংকটে মানুষ ও পুরো পৃথিবী, এই সংকটময় সময়ের কারনে এ ছবিটা কি বেশি দাগ করলো! না তা মনে হয় না।
ছবিটা দেখে নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
অসাধারণ একটা ছবি.,
কি নিখুঁত অভিনয়, কি details screen play..
ওই যে দীপঙ্কর দে র ফেলে দেওয়া সিগারেটের বাক্স টা কুড়ি এ নেবার যে যে ক্ষুদ্র প্রতিযোগিতা দুটো ছেলের মধ্যে (আরও অনেক আছে)
কেনো national award পেয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
১৮/১০/২৪ রাত ১:২২
খুব সুন্দর, শ্রীলা ম্যাডাম এর চোখ অনেক দিন মনে থাকবে
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
বিষয়: দুর্ভিক্ষ অভাব দৈন্যতা এসব নিয়ে ' আকালের সন্ধানে' গিয়ে পরিচালক খাদ্য বস্ত্র বাসস্থানের সঙ্গে সঙ্গে আমার বিচারে সবচেয়ে মননের আকালকে প্রকটভাবে তুলে ধরেছেন।
অসম্ভব শক্তিশালী ছবি।
অভিনয়: প্রত্যেকেই স্বনামধন্য ও দুর্দান্ত চরিত্রচিত্রন করেছেন।
তবুও আমি শ্রীলা মজুমদারকে সবচেয়ে আগিয়ে রাখব।
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
সিনেমাটা সিনেমা বলে মনে হলনা।অসাধারণ শিল্পীদের অভিনয়,অদ্ভুদ রকমের সুন্দর,স্মিতা দির কথা একটা দুটো কথায় বলা যাবে না।কি পরম পাওনা আমাদের। বেচে থাকলে বলতাম তোমার উপমা তুমিই। সিনেমাটা হীরার মত কঠিন,কিন্তু চারিদিকে দ্যুতি গুলি শিল্পীরা জ্বল জ্বল করছেন,আলোর মিছিল,সত্যের সন্ধানে পাহাড় পর্বত,নদী নালা, ডোবা, মানুষ কে অতিক্রম করেছে।মানুষের মনের আসনে জায়গা পেয়ে গেলো। সিনেমা জগৎ মানুষকে সমাজকে এগিয়ে নিয়ে যায়। 2021 দুর্গা পূজার আজ বিজয়া দশমী, দুগ্গা তুমি,তোমাদের AKALER SANDHANE এর শিল্পীদের বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও প্রণাম জানাই।
YOU TUBE channel কে আমার শুভেচ্ছা,ভালোবাসা জানাই।🌼❤️6:20 AM ❤️🌼❤️🌼 সুপ্রভাত 🌼❤️.
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
thank you very much for such a Mrinal Sen classic.......WOW....what a print......crystal clear......super HD.....now its turn for other gems like Interview , Calcutta 71 etc.......waiting for long.....
You are most welcome... It feels great to have your words of appreciation for our effort in digital restoration of this all time classic... You can also watch digitally restored another unreleased Mrinal Sen classic Chaalchitra which was a debut film of Anjan Dutt, on our RUclips channel... Thanks for watching, immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
ruclips.net/video/60kz0JLAlSM/видео.html
ভয়ংর সুন্দর ছবি!!!!!স্মিতা পাটিলের কী অপূর্ব অভিনয়🙏🙏🙏
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
উৎপল দত্ত এর আগন্তুক olso and this movie also so nice👏
Thanks for watching and loving the movie... Keep watching and enjoy
Ae cinema dekle Bojha jai bengali cinema has an excellent history and this cinema is an example of that❤️
Truly said... Thanks for watching and immensely loving and appreciating the movie... Keep watching and enjoy
Amon akalo hoy...dekhe kemon jeno lagche monta....ki sanghatik...na khete paoar koshto...jol chole elo chokhe...
এটা আমাদের গ্রামে মা আনন্দময়ী মন্দিরে শুটিং হয়েছে আজ প্রথমবার দেখলাম দেখে খুব খুশি হলাম
ধন্যবাদ বেঙ্গলি মুভি চ্যানেলb,ইনটারটেনমেনট, শ্রদ্ধেয় মৃনাল সেনের ছবিটি ছোট বেলায় দেখেছিলাম, লকডাউনে গৃহবন্দি অবস্থায় ছবিটি দেখে আমার কৈশোর কে ফিরে পেলাম,
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
আকালের সন্ধানে সিনেমা টা ভারতীয় সিনেমার একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে আর সারাজীবন থাকবে ,, 👍👍 নম্বর আর দিলাম না ।।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
Ki osadharon ovinoy protek shilpira...r horen namer loktir ovinoy.... apurbo....ki sabolil....
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
Sotti asadharon documents bhable obak lage koto nimnomaner chobi bortomane dekhi.
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
AN IMMORTAL CREATION. RESPECT TO THE DIRECTOR AND ACTORS LIKE SREELA, SMITA, DHRITIMAN AND OTHERS
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
Respect for the film maker team
Asadharon Movie,,,👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
One of the best movies that ever I have seen.
Thanks for watching and immensely loving and appreciating the movie... Keep watching and enjoy
DHITRIMAN CHTTERJEE SMITA PATIL oshaaaaadharon
They are legends... Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
I was only watching Smita Patil splendid
She was a legend... Thanks for watching and loving the movie... Keep watching and enjoy
শেষ দৃশ্যে টা আন্তর্জাতিক চলচ্চিত্র য় অমর হয়ে থাকবে।
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Khub Valo laglo..ank din par... Feel Korlam... .. Thanks..
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
*Golden years* for Bengali cinema
Absolutely... Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy...
1:05:14 😢
1:16:07 😢
Thank you for the quality and the subtitles.
You are most welcome... Thanks for watching, loving and appreciating... Keep watching and enjoy...
As an actor Dhritiman far excels Soumitra Chatterjee
ভালো লাগল। দারুন।
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
অনেক দিন পর আবার দেখলাম ছবিটা, অসাধারণ, সবার অভিনয় দারুন দ
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Excellent movie.... Excellent work done by all
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy...
" আর্ট ফিল্ম " কোন আতলামো নেই । মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম, বলা ভাল গিল্লাম । ভাল লাগল অভিনেতা সমরেশ বাবু আমার স্কুল শিক্ষক আর অভিনেত্রী গোপা সেনগুপ্ত এক সময়ের আমার নাট্যসাথি ।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
The cinema title song is so✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊
Exactly beyond doubt
What a masterpiece!
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy...
ছোট বেলায় দেখেছিলাম। কিছুই বুঝতে পারিনি। বড়ো হয়ে বুঝতে পেরেছি তখন দেখে বারবার দেখি আর ভাবি কি অসাধারণ কাজ করেছেন প পরিচালক
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Asadharon laglo
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
অসাধারন! বার বার দেখেও সাধ মেটে না।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
অনেকদিন পর দেখলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। খুব ভাল লাগল।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
বাংলাভাষাতে এরকম সিনেমা!ভাবা যায়! এখন যখন দেখছি কি সলীল চৌধুরী,কি মৃণাল সেন কেউ নেই।এখনও আত্মা ধার দেয়ার কাজ করে যাচ্ছে
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Masterpiece.....🙏
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
Masterpiece I think
Thanks for watching and immensely loving and appreciating the movie... Keep watching and enjoy...
Awesome movie...due to Famine people are still dying in India
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
I tend to watch movies based on the lives of innocent,dutiful,hard-working villagers and all that..Do hope this movie is gonna entertain me up to the mark....Love for all of the people who watch the movie.
I saw the movie during the pandemic of COVID-19 . A great movie can express & touch an uncountable viewer . Grateful to the great director - Mrinal Sen & Actress Shmita Pathil for their remarkable work. A film is a team work...Maximum performer acted very well in this film. Its the best movie ever I saw based on famine.
Thanks for watching and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy
Have u read "the plegue "?
অসাধারণ !
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Dhritiman chatterjee is the best thoughtable &😮high qualified actor.
Undoubtedly he is one of the legendary actor... Thanks for watching and loving... Keep watching and enjoy
একটি অসাধারণ অসম্ভব সুন্দর সিনেমা দেখলাম
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
অসম্ভব গভীর ভাবনার ফসল এই ছায়াছবি।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
I can't believe awesome relivent in Corona Context.nice movie by Mrinal sir
Thanks for watching and immensely loving the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
what the relevance between this film and corona🤔🤭
A Must watch movie 💥💥
Thanks for watching, loving and appreciating the movie... Keep watching and enjoy
Corona gives me the opportunity to see it- a very good depiction
Same
Thanks for watching and loving the movie... Keep watching and enjoy...
Thanks for watching and loving the movie... Keep watching and enjoy...
Spellbound.
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy...
অসাধারণ
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
Gloomy somber yet I enjoyed it for Sens powerful art direction.
Thanks for watching and loving... Keep watching and enjoy
আজও সমান ভাবে গ্রহনীয়
বিনম্র শ্রদ্ধা অঞ্জলি।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
A flashback to the Great Bengal famine of 1943 portrayed while making a film on it.
Thanks for watching and loving the movie... Keep watching and enjoy...
অসাধারণ ছবি
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Very good Movie.
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
It is a gem of a cinema.
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
Khub bhalo.Exellent.
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy...
Sreela Majumder is the best
Mindblowing film.
Everyone should watch it to understand life and the complexities it holds.
Thanks for watching and immensly loving and appreciating the movie... Keep watching and enjoy
এই নিয়ে কতবার যে দেখলাম।
Onek kichu bojha jay ei cinema ti dekhar por.
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
Excellent!
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
Ki shundor movie
Thanks for watching and loving the movie... Keep watching and enjoy
Excellent restoration of the movie....Hats off to your work...
Thanks for watching and immensely appreciating our effort... Your valuable feedback will surely motivate us to keep up the good work in better... Keep watching and enjoy...
একটা ব্লগ ভিডিও দেখে মুভিটি দেখতে এলাম ❤
My grandfather- Dhiresh Kumar Chakraborty is the producer of this film.....
অকল্পনীয়
wow! excellent!
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy...
অসাধারণ,,,,
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
One of the best films of world cinema winning sliver bear grand jury prize at Berlin international film festival.
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
অনেক দিনের ইচ্ছে ছিল সিনেমা টা দেখার.. মৃণাল সেনের পরিচালিত আরও সিনেমা দেখার আশা রাখি..
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Plz upload chorus and calcutta 71 movies by Mrinal Sen.....eagerly waiting . And a good print of Mrigaya too....plz
We shall try... You can watch Mrinal Sen's Chaalchitra on our channel, if not seen... Keep watching and enjoy...
ruclips.net/video/60kz0JLAlSM/видео.html
@@rezwanahmed8186 thanq v v much....watching it.
এই স ম য়ে আবার দেখতে হল সেই স ম য় কে। যা মাঝে মাঝেই ফিরে আসে।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Amon movie bar bar dekhte eccha hoi from Bangladesh 13.5.2020
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy...
It's great to experience this movie...
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
ওনাদেরই লোকটার শেষ-চেষ্টায় এসে। থেকেও, শূন্য চোখ
যারা ইঙরেজিতে মন্তব্য করেছেন তাদের বলার, বাঙালি হয়ে মৃণাল সেনের অনবদ্য বাংলা চলচ্চিত্র সম্বন্ধে বাংলায় মন্তব্য করলে বিষয়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ হতো
তেমন কিছু হলে এখানে আর ইংরেজি সাবটাইটেল থাকত না।
অনেকবার দেখেছি ছবিটা ।
আকাল তো আজও চলছে ।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
খুব সুন্দর ছবি । আমাদের এখানে শুটিং 😊😊😊 এখন জায়গা গুলো কত পরিবর্তন। এই বাড়িটাও ভেঙে গেছে ।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন। পারলে এই জায়গা টা দেখে যাবেন মন্দির টা এখনো আছে ।
জায়গাটা কোথায়?
Somra বাজার স্টেশনে নেমে sukhuriya গ্রামে যেতে হয় সেখানেই এই বাড়ি এই মন্দির আছে ।
Superb.
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
Daarun cinema ta
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
অসাধারণ!!
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
@@ChannelBDigital নিশ্চয়!
Must watch film along with " chalchitra " ... ❤
Thanks for watching and immensly loving the movie and and for sharing your valuable feedback... Keep watching and enjoy
movie ta sotti vlo r sob thaka vlo laghlo ata dakha atar shooting ta amadar akhan kar khub vlo laghlo amar past village dakha
Thanks for watching and loving the movie... Keep watching and enjoy...