অপরূপ বর্ষাকাল | Amazing Rainy Season | বাংলার বর্ষাকাল | Beautiful Rainy Season in Bangladesh
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- অপরূপ বর্ষাকাল | Amazing Rainy Season | বাংলার বর্ষাকাল | Beautiful Rainy Season in Bangladesh
ঋতুবৈচিত্র্যের দেশ আমাদের এই বাংলাদেশ। এখানে সারা বছর চলে ষড়ঋতুর রূপবদল। গ্রীষ্মকালে যখন প্রবল দাবদাহে শুষ্ক আর মলিন হয়ে পড়ে প্রকৃতি, ধূলি-ধুসারিত উষ্ণ বাতাসে প্রতিটি প্রাণে যখন তীব্র হা-হুতাশ; তখনই ধরণীর বুকে প্রশান্তির বার্তা বইয়ে দিতে নেমে আসে কাঙ্খিত বৃষ্টি। আসে বর্ষা। শনশন উড়ানি বাতাস, কাজল কালো মেঘের ঘনঘটা আর পরক্ষণেই বৃষ্টির রিমঝিম ছন্দ, দোলা জাগায় প্রকৃতির বুকে।
বর্ষার সুশীতল বর্ষণে ধুয়ে যায় জীর্ণ প্রকৃতি। বনে বনে জেগে ওঠে গাছেদের সংসার।
আষাঢ়-শ্রাবণ এই দুই মাসকে বর্ষাকাল বলা হলেও, মূলত বৈশাখের শেষ থেকে শুরু হয়ে কার্তিকের প্রথমটা জুড়েই থাকে এমন থরে থরে জল-মেঘের আনাগোনা। বঙ্গোপসাগর সৃষ্ট লঘু নিম্নচাপ এবং সাগর থেকে স্থল অভিমুখী আর্দ্র মৌসুমী বায়ুই এসব জলভরা মেঘেদের দল বয়ে আনে স্থলভাগে। এর প্রভাবেই ঘটে বজ্রপাতসহ ঘন ঘন বৃষ্টি। বর্ষাকালে প্রায় দিনেই থাকে কখনো ঝড়ো বাতাসের দাপট, কখনো একটানা বর্ষণ।
টুপটাপ অঝোর বৃষ্টি প্রাণরসের সুধা হয়ে সিক্ত করে মাটি। প্রকৃতি হয়ে ওঠে আরো শ্যামল, সুন্দর। জল শুকিয়ে আসা অনেক নদীও এ সময় ফিরে পায় তার দুরন্ত গতি। কানায় কানায় ভরে ওঠে পুকুর-নালা, হাওর-বাওড়সহ ছোট-বড় সকল জলাশয়। বর্ষার অবিরল বারিধারায় প্রকৃতি সেজে ওঠে এক মোহনীয় রূপে।
বৃষ্টিস্নানে পল্লবিত হয়ে শোভা ছড়ায় হলুদ-সাদা কদম ফুল। উলটচন্ডাল, পদ্ম সহ বিভিন্ন বুনো ফুলের সমারোহে যেন প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি। এছাড়াও বিভিন্ন ধরনের মৌসুমী দেশি ফলও দেখতে পাওয়া যায় এসময়।
বর্ষাকালের পুরোটা জুড়েই থাকে জেলেদের মাছ ধরার ভরা মৌসুম, এদেশের অনেক মানুষের জীবন-জীবিকাও প্রভাবিত হয় বর্ষার পরশে। তাইতো, শ্যামলে কোমলে বাংলার প্রান্তর ভরিয়ে তুলতে সবুজের বার্তা নিয়ে প্রতি বছর বর্ষা আসে- আমাদের প্রিয় বাংলাদেশে।
To reach us:
Web: www.pojf.org
Phone: (+88 02) 9830376-80
E-mail: www.info@pojf.org
Facebook: / pojfoundation
Twitter: / prokritiojibon
#Prokriti_O_Jibon #Prokriti_Kotha #Rainy_Season
প্রকৃতি এত সুন্দর না জানি আমার আল্লাহ কত সুন্দর
আল্লাহ সুন্দর তাই তার সৃষ্টি এতো সুন্দর।
এ যে আল্লাহর আদরের পরশ বুলানো দয়া।
মনমুগ্ধকর ❤❤❤❤
অনেক শাবলিল ভাষা ধন্যবাদ এরকম আমার সোনার বাংলার আরো অনেক বিডিও দিবেন।
So nice video আপু আপনার কথা গুলো সুনতে আমার অনেক ভালো লাগে সুন্দর
V nice
Sotti chok diye jol beriye gelo Keno j vogoban amake amon akta jaygay rakhlen na k jane sotti 1 bar arokom jagay jete chai
Saudi theke ....khub miss korcci ai din gulor somoy
বাংলাদেশ মানেই সুন্দর ।বর্ষাকালে নৌকায় চরতে খুবই মজা।
😊😊😊😊😊😊
এয়রকম ভিডিও আমার অনেক ভালো লাগে।
আসা করি এয়রকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের মাঝে উপহার দিবেন ❤
ধন্যবাদ
আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর মাশাআল্লাহ তাবারাক আল্লাহ
আমিন
গ্রাম আমার অনেক ভালো লাগে, গ্রামের কাজ যানি না বলেই শহরে থাকি
আল্লাহু আকবার। এই প্রকৃতি আল্লাহর অশেষ নেয়ামত। ধন্যবাদ সুন্দর দৃশ্যায়ন এবং সুমিষ্ট বর্ণনার জন্য। বাংলাদেশ এই সবুজ প্রকৃতি যেন বিনষ্ট না হয় সে কামনা করি।
প্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিক বলেছেন, আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টাই পারে এই অশেষ নেয়ামত বিনষ্টের হাত থেকে রক্ষা করতে। এর জন্য কেবল আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তণ দরকার।
কোথা থেকে দেখছেন ভাই
সত্যিই গোবিন্দের সৃষ্টি কি অপরূপ সুন্দর।
ধন্যবাদ
গোবিন্দ আবার কে,আল্লাহ একমাত্র স্রষ্টা
Wowww beautiful beautiful beautiful video clip
প্রবাস থেকে সার্স করে দেখতে আসলাম, অনেক মিস করি, আমার প্রিয় ঋতু বর্ষাকাল
অসাধারন গ্রাম বাংলা, বিডিওটা দেখে মন ভরে গেলো ধন্যবাদ আপনাকে
👍
সত্যিই যখন পকৃতি ও জীবন এই চ্যানেলের এই রকম পকৃতির দৃশ্য দেখি তখন মন যেন চলে যায় এই অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমিতে।আপনাদের অনেক ধন্যবাদ!আমাদের মাঝে এই রকম পকৃতি তুলে ধরার জন্য।😍😍😍😍
প্রিয় দর্শক, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা। আশাকরি আমাদের সাথেই থাকবেন আর উপভোগ করবেন আমাদের চ্যানেল-টি।
মাশা আল্লাহ আপু অনেক সুন্দর লাগল তাই সাবস্ক্রাইব করে নিলাম
বৃষ্টিতে বেলি ফুলে দারুণ লাগে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
সুন্দর একটা ভিডিও ধন্যবাদ কুমিল্লা বাড়ি দিল্লি থেকে এখন ❤🥀💙🥀💐🌻
ধন্যবাদ
😊😊😊😊😊😊😊😊😊😢😢😢😢😢😢😢😢😢😊😊😊😊😊😊😊😊😊Amar nanir baari r kotha mone porlo ai geramer dreshsho dekhe oprup sundor😊😊😊😊😊😊😊😊😊
উপস্থাপনা গুলো খুব সুন্দর...👍💞❤️
প্যানোরমার পরে অসাধারণ এক চ্যানেলের সন্ধান পেলাম। অসাধারণ আপু, অসাধারণ ভিডিওগ্রাফি ❤❤❤❤❤❤❤❤❤
মাশাআল্লাহ দেখলে মন পরে যাই
ধন্যবাদ
প্রবাস থেকে খুব মিস করতেছি প্রিয় আমার বাংলাদেশ কে😢
অনেক সুন্দর আমার রুপো বৈচিত্র্য বাংলাদেশ
ধন্যবাদ আপনাকে এই মূল্যবান কমেন্টটি করার জন্য!
পশ্চিমবঙ্গ ও খুব সুন্দর প্রাকিতিক ভাবে
ধন্যবাদ আপনাকে এই মূল্যবান কমেন্টটি করার জন্য!
অপরূপ সৌন্দর্য
হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি মহান।
Nice
script টা দারুণ
Onek Dhonnobad.
ধন্যবাদ আপনাকে এই মূল্যবান কমেন্টটি করার জন্য!
অতুলনীয় 🥰
khoob valo
ধন্যবাদ আপনাকে এই মূল্যবান কমেন্টটি করার জন্য!
আমার খুব প্রিয় একটা ঋতু
ধন্যবাদ আপনাকে এই মূল্যবান কমেন্টটি করার জন্য!
ব্যাকগ্রাউন্ড মিউজিক আরো সুন্দর হলে ভালো হতো
অনেক সুন্দর
আমি বর্তমানে ২ বছর যাবত সৌদিতে থাকি। আমার মনে হয় বাংলাদেশের মত রুপ বৈচিত্রের দেশ পৃথীবির আর অন্য কোথাও নেই। টাকার কারনে আজ নিজ দেশ ছেড়ে অন্য দেশে আসতে হলো। দেশের বাইরে গেলেই কেবল বুঝা যায় নিজ দেশের প্রতি মায়া কতটুকু কাজ করে।
Very nice
Thanks
অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতো সুন্দর করে বাংলাদেশের রুপ ও গ্রামের বর্ষার দৃশ্য সত্যি ই মনোমুগ্ধকর এগুলো দেখলে মনের মধ্যে শান্তি পাই
আছ মোহাম্মদ সৌদি আরব থেকে 🌿
Nice ♥️ ♥️ ♥️ velage
thanks
কি অপরূপ গ্রাম ও বর্ষার প্রকৃতি,সুজলা সুফলা,শস্য শ্যামলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ।
ধন্যবাদ আপনাকে এই মূল্যবান কমেন্টটি করার জন্য!
এভাবে দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে প্রতিবেদন করে আপলোড দেন।
চ্যানেলটা এগিয়ে যাবে।
আনলাইক দিলাম ক্লিকবেইটের জন্য
i love village scenery
Vary nice
Thanks
মাশাল্লাহ ❤️❤️❤️❤️❤️😭
ভালো
Thanks
অস্তির বাংলা
কোন জেলার মধ্যে এই জায়গাটা
❣❣
Good voice❤❤❤❤
thanks
এটা কোন জেলায় ভাই কোন সাল জানাবেন
ভিডিও গুলো সংগ্রহ করেছেন নাকি আপনি নিজেই শুট করেছেন
❤️❤️❤️❤️
Background music dile... Video r originality nosto hoi...
আমি এ দেশের নাগরিক হতে পেরে গর্ববোদ করি
ভাই এটা কত আগের ভিডিও
ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের মতো আর কোন দেশ সুন্দর হয় না
ধন্যবাদ
Very nice
অনেক সুন্দর
ধন্যবাদ আপনাকে এই মূল্যবান কমেন্টটি করার জন্য!