বাংলাদেশের রংপুর জেলা থেকে বলছি । নবাব সিরাজউদ্দৌলা শুধু একটি নাম নয় , বরং একটি অনুভূতির নাম, একটি ভালবাসার নাম, একটি মহানায়কের নাম, একটি আবেগের নাম , তিনি হলেন বাংলার রাখাল রাজা , এপার বাংলা - ওপার বাংলার বাঙালির সফল নবাব সিরাজউদ্দৌলা । আমাদের নবাবের স্মৃতি বিজড়িত স্থান রক্ষায় যাঁরা বলিষ্ঠ ভূমিকা পালন করছে তাদের জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ।বিশেষ করে সমর্পিতা দিদি মনি আপনার প্রাণ , আর আমার প্রাণের কোনো তফাত নেই , মিশে আছে দুইটি প্রাণ । মানস দাদা আপনিও বেঁচে থাকবেন কর্মের মধ্যে দিয়ে । হিন্দু মুসলিম এক হোক, মীর্জাফর- ইংরেজদের সকল ষড়যন্ত্র নিপাত যাক ।
বাংলাদেশের ফরিদপুর জেলা থেকে Faridpur City অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিহাস রক্ষায় আপনারা যে ভুমিকা পালন করে যাচ্ছেন সেটাও একটা ইতিহাস হয়ে থাকবে। আমরাও চাই বাংলার ইতিহাস অক্ষুন্ন থাকুক। ❤️🇧🇩❤️
নবাবের স্মৃতি জেগে উঠুক প্রতিটি বাঙালীর হৃদয়ে। সিরাজ তোমাকে আমরা অনেক ভালবাসি, তোমার স্মৃতিকে আমরা হারাতে দিতে পারি না। হিরাঝিল উদ্ধার আন্দোলনে একাত্মতা ঘোষনা করছি বাংলাদেশের বরিশাল থেকে।
উজ্জ্বল সরকার দাকে salute ,আপনি হীরাঝিল প্রাসাদের অঙ্গে জন্মেছেন , আবার ইতিহাসের রাজকন্যা বা Samarpita , the princess of history, - এঁর ইচ্ছেকে বাস্তবে রূপান্তরিত করতে চেয়ে এগিয়ে আসছেন নিজের সামর্থ মতো ! ধন্যবাদ মানাস সিংহ দাকে , তাঁর সক্রিয়তা , মৌসুমী ব্যানার্জী , কুরেটর , মুর্শিদাবাদ জেলা এনার প্রচেষ্টা অনেক বড় করে সফল হলে আমাদের জীবন ধন্য হবে ! Respect to all the Heerajhil revolutioaries including the commitee. --- A viewer
দাদা আমি বাংলাদেশের ফরিদপুর জেলার অজো পাড়াগাঁয়ের এক ভক্ত। আপনার সব ভিডিও গুলোই দেখি। আপনার তথ্য নির্ভর সব ভিডিও গুলো দেখতে দেখতে হারিয়ে যায় সেই ইতিহাসের দিনগুলোয় । আজ একটা গানের কথা বড্ড মনে পড়ছে। "আগে কি সুন্দর দিন কাটাইতাম" । হ্যা আগের দিনগুলো হয়তো অনেক অনেক সুখের ছিল। আপনার ভিডিও দেখতে দেখতে ক্ষনিকের জন্য হারিয়ে যায় অবিভক্ত বাংলায়। ধন্যবাদ মানস বাংলাকে এবং আপনাকে দাদা। ভালো থাকবেন।
Thanks ... Heerajhil ER Shahid Bedi ebong porobortite Minar toirir jonyo Jodi sahojogita korte chan account no ER link description box e dewa achye...shonge thakun
আজকের দিনে এমন সুন্দর উদ্যোগ, বিস্ময়কর লাগে। এক নারী র আমরন পুনরুদ্ধারের লড়াই দেখে শিক্ষা নিতে হয়। চির শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সবাই খুব ভালো থাকবেন 🙏🌷💕
স্যালুট, সমর্পিতা দিদিকে! ধন্যবাদ মানসদাকে! আমি ইতালি প্রবাসী বাংলাদেশী! আমি আপনাদের এই মহান কাজগুলি দেখে অভিভুত! আমি কবে আসতে পারবো হিরাঝিল প্লেস দেখতে !সেই আশায় আছি !
প্রিয় মানস দা' এবং সমর্পিতা দিদির প্রতি আমার সশ্রদ্ধ সালাম । বাংলার নবাবের স্মৃতি রক্ষার্থে হীরাঝিল প্রাসাদের স্থানে কোন মনুমেন্ট করলে তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি । বাংলাদেশ থেকে সাধ্যানুযায়ী কিছু টাকা পাঠিয়ে এই মহৎ কাজের সাথে শরিক হতে পারলে নিজেকে ধন্য মনে করবো ।
Dada apnar vedio amar khub valo lage, Banglar tatha Bharater history nie apnar prtibedan sotti anobaddo, apnar kache anurodh Bangler Bhuiea Raja der history nie Jodi vedio banana khub valokagbe.
মানস বাবু উজ্বল বাবু ও সর্মপিতা দিদিকে আমার শত কোটি শুভেচ্ছা সহ শুভ কামনা জানাই ।আমি আজই এই এপিসোড গুলো দেখে খুবই মুগ্ধ হলাম ।আপনাদের এত সুন্দর উদ্বেগ আমার খুবই ভালো লেগেছে । আমি অনেকদিন আগে হাজার দুয়ারী গিয়েছিলাম তখন এত সুন্দর ইতিহাস আমার জানা ছিল না ।আজ জানতে পারলাম অনেক কিছু আপনাদের দৌলতে। অনেক ধন্যবাদ আপনাদের কে বর্তমানে কি পরিস্হিতি যদি জানান তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করবো ।আপনারা ভালো থাকবেন সবাই সবসময় ।নমস্কার নেবেন । সমর চক্রবর্তী জবলপুর মধ্য প্রদেশ ।
মুর্শিদাবাদ বাসি হয়ে খুব গর্বিত অনুভব করছি আমি চাই একটা অনলাইন Fund খোলা হোক গুগোল পে বা ফোন পে সেখানে আমরা যে যা পারি যতটুকু পারি সাহায্য করব কিছু দিতে পারলে সেটাও আমরা খুব গর্ব বলে মনে করব যে নবাব সিরাজের জন্য কিছু দিতে পেরেছি
বাংলাদেস থেকে সেলিনা,আমি সমর্পিতাকে সাধারণ মনেহয় না। একটা জীবন্ত দেবি!!!আমি উনার ভক্ত হয়ে পরেছি অনেক আগে।আল্লাহ উনার সাধনা সফল করুক।♥️🙏আমি উনার কর্মের আপডেট দেখতে চায়।
Khub valo laglo Dada, Siraj ud dolla sob Somoy amader mone chilo ar thakbe.. Ar chote Nawab er sriti rokkha Korar jonno pase Chilam, achi, at thakbo sarajibon...SUSRITA KUSHARI
সত্যি এটা আবার আগের মর্যাদা পাবে ভাবলেই কত টা ভালো লাগছে বলতে পারবো না যতটা পারবো সাহায্য করার চেষ্টা করবো।। samarpita দি উজ্জ্বল বাবু আর মানস দা আর আমার মুর্শিদাবাদের মানুষের প্রতি অশেষ ভালোবাসা ও ধন্যবাদ ❤️❤️❤️❤️
হিরাঝিল প্রাসাদ বাঁচাও আন্দোলনে আমি দূর থেকে হলেও মনেপ্রাণে প্রথম থেকেই আছি।মানস দা ও সমর্পিতা দি দুজনেই ভাল থাকবেন।আর যদি সম্ভব হয় সমর্পিতা দির whatsapp নং টা পাওয়ার খুব ইচ্ছে রইল।
এতে আমাদের সকলার সামিল হওয়া কর্তব্য, কারণ এর মধ্যে আমাদের অনেক আবেগ ও ইতিহাস জরিয়ে আছে । ধন্যবাদ তাদেরকে যারা এই মহৎ কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবাই খুব ভালো থাকবেন ।
আপনারা একটা খুব সুন্দর কাজ করতে শুরু করেছেন। আপনারা প্লিজ archeological society of india র সঙ্গে যোগাযোগ করুন। হীরা ঝিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ । এটাকে restore করতেই হবে।
হীরাঝিল মুর্শিদাবাদ এর ইতিহাসে তথা ভ্রমণের ইতিহাসে নতুন অধ্যায় লিখছে এই নিয়ে কোন সন্দেহ নেই.. সাথে আছি..
By
L
সাথে আছি আমিও
গাইবান্ধা বাংলাদেশ থেকে আমরাও পাশে আছি,থাকবো ইনশাআল্লাহ।
প্রতিটি মানুষ তার কর্মের দ্বারা বেঁচে থাকে। নবাবও বেঁচে থাকবেন তার কর্মের দ্বারা।
ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা রইল আপনাদের জন্য।
বাংলাদেশে সালাউদ্দিন দা, আর ভারতে মানসদা দুই রত্ন। যারা বাংলা ভাষাতে ইতিহাস উন্মোচন করেন ❤️ অনেক ধন্যবাদ 🙏
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 আমার দেশ 🙂
Bangladesh theke ❤️🇧🇩
Right
Right idris darsana
Khub sundor ,,, sotti e khub valo lagche 🙏❤️
বাংলাদেশ থেকে পাশে আছি, বাংলা বিহার উড়িষ্যার নবাবকে অনেক অনেক ভালবাসি। সাহস নিয়ে এগিয়ে যেতে হবে সমর্পিতা লুৎফুন্নিসাকে, মানসদাকে ও ধন্যবাদ।
বাংলাদেশের রংপুর জেলা থেকে বলছি । নবাব সিরাজউদ্দৌলা শুধু একটি নাম নয় , বরং একটি অনুভূতির নাম, একটি ভালবাসার নাম, একটি মহানায়কের নাম, একটি আবেগের নাম , তিনি হলেন বাংলার রাখাল রাজা , এপার বাংলা - ওপার বাংলার বাঙালির সফল নবাব সিরাজউদ্দৌলা । আমাদের নবাবের স্মৃতি বিজড়িত স্থান রক্ষায় যাঁরা বলিষ্ঠ ভূমিকা পালন করছে তাদের জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ।বিশেষ করে সমর্পিতা দিদি মনি আপনার প্রাণ , আর আমার প্রাণের কোনো তফাত নেই , মিশে আছে দুইটি প্রাণ । মানস দাদা আপনিও বেঁচে থাকবেন কর্মের মধ্যে দিয়ে । হিন্দু মুসলিম এক হোক, মীর্জাফর- ইংরেজদের সকল ষড়যন্ত্র নিপাত যাক ।
এক লম্পট, নারী মাংস লোভী, মদ্যপ নবাব ছিলেন এই সিরাজ। বাংলার এক কলঙ্কজনক অধ্যায়।
ঢাকা থেকে দাদার জন্য রইল শুভকামনা এবং ভালো বাসা। 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
দিদি কতটা ভালবাসেন উনার কথা সুনে বুঝতে পারছি,, খুব ভালো কাজ করছেন।মানসদা আপনার জন্য অনেক কিছু জানলাম,,, ধন্যবাদ।
খুবই ভালো লাগলো, দিদি ও মানস দাদার জন্য। সব সময় দোয়া রইল। বাংলাদেশ থেকে ও চাই সেটা যেন হয়, হিরাঝিল ঠিকে থাকুক।
বাংলাদেশের ফরিদপুর জেলা থেকে Faridpur City অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিহাস রক্ষায় আপনারা যে ভুমিকা পালন করে যাচ্ছেন সেটাও একটা ইতিহাস হয়ে থাকবে। আমরাও চাই বাংলার ইতিহাস অক্ষুন্ন থাকুক। ❤️🇧🇩❤️
ধন্যবাদ ভাই আপনাকে বাংলা দেশে র মৌলভী বাজার থেকে মোহাম্মদ নুরুল ইসলাম
হিরাঝিল নিয়ে প্রতিটি এপিসোডে সমর্পিতা দি কে দেখতে চাই।
হিরাঝিলয়ের সাথে সাথে এখন সমর্পিতা দির নাম জুড়ে রয়েছে।
Sahid miner yah samarpita ( ajker luthfanneasa ) yar name o thakata jaruri........
নবাবের স্মৃতি জেগে উঠুক প্রতিটি বাঙালীর হৃদয়ে। সিরাজ তোমাকে আমরা অনেক ভালবাসি, তোমার স্মৃতিকে আমরা হারাতে দিতে পারি না। হিরাঝিল উদ্ধার আন্দোলনে একাত্মতা ঘোষনা করছি বাংলাদেশের বরিশাল থেকে।
পাশে আছি দাদা
মানাসদা ও সমর্পিতা দিদিকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রচেষ্টা সফল হোক এই কামনা করছি। সাথে আছি, থাকব - বাংলাদেশ থেকে।
খুব ভালো লাগলো সুনে ধন্যবাদ সবাইকে
Beghum saheba samarpitar apnake salam. Onek din bachun apni r apni j shongramer pothe achen setate joi hown. Onek valobasha r shuvokamona apnar jonno prio beghum saheba. Nobab er jonno Amar Mon kade insha'Allah jabo 1bar holeo khoshbugh e
সমর্পিতার সৌন্দর্যে (কথা, হাসি ইত্যাদি সবমিলিয়ে) আমি মুগ্ধ। ওর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
হীরাঝিল বাঁচাও আন্দোলনের প্রতিক দিদিকে অনেক ধন্যবাদ ।আমরা সাথে আছি ।জলপাইগুডি
হীরাঝিল বাঁচাও আন্দোলনের সাথে সহমত পোষণ করছি। দিদির জন্য শুভ কামনা রইল।
আমার ও খুব আবেগ রযেছে এই ঐতিহাসিক জায়গা টি নিয়ে। আমি আগরতলা,ত্রিপুরাতে থাকি। আসলে দেখা করবো অবশ্যই
Khub sundor proposal.Thanks Madam Samarpita.
শুভ কামনা রইলো ম্যাম, পাশে আছি,থাকবো, ধন্যবাদ আপনাদের দুজনকেই
নবাব সিরাজউদ্দৌলার হীরাঝিল প্রাসাদ খনন করলে বিশ্বের ১ নম্বর পর্যটন এলাকা হবে। (বাংলাদেশ থেকে)
Darun kaj...sotti ashoa dharon
Didi Tomar dedication dekhe monta vore gelo.
Ei Mohan kaaje Aamra o Tomar shathi hobo Inshaallah.
Tomar proti Oshim kritoggota.
উজ্জ্বল সরকার দাকে salute ,আপনি হীরাঝিল প্রাসাদের অঙ্গে জন্মেছেন , আবার ইতিহাসের রাজকন্যা বা Samarpita , the princess of history, - এঁর ইচ্ছেকে বাস্তবে রূপান্তরিত করতে চেয়ে এগিয়ে আসছেন নিজের সামর্থ মতো ! ধন্যবাদ মানাস সিংহ দাকে , তাঁর সক্রিয়তা , মৌসুমী ব্যানার্জী , কুরেটর , মুর্শিদাবাদ জেলা এনার প্রচেষ্টা অনেক বড় করে সফল হলে আমাদের জীবন ধন্য হবে ! Respect to all the Heerajhil revolutioaries including the commitee.
--- A viewer
এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই দাদা এবং সাফল্য কামনা করি। শুভকামনা রইল... এবং সমর্পিতা ম্যাডামের জন্য বুক ভরা ভালবাসা রইল অবিরাম।
Taka din taka bhalobasa emni chole asbe
আমরা সবাই সমর্পিতা দির পাশে আছি....আমার আপনার সবার নবাবের স্মৃতি বাঁচুক..❤❤❤
দাদা
আমি বাংলাদেশের ফরিদপুর জেলার অজো পাড়াগাঁয়ের এক ভক্ত। আপনার সব ভিডিও গুলোই দেখি। আপনার তথ্য নির্ভর সব ভিডিও গুলো দেখতে দেখতে হারিয়ে যায় সেই ইতিহাসের দিনগুলোয় । আজ একটা গানের কথা বড্ড মনে পড়ছে। "আগে কি সুন্দর দিন কাটাইতাম" । হ্যা আগের দিনগুলো হয়তো অনেক অনেক সুখের ছিল। আপনার ভিডিও দেখতে দেখতে ক্ষনিকের জন্য হারিয়ে যায় অবিভক্ত বাংলায়। ধন্যবাদ মানস বাংলাকে এবং আপনাকে দাদা। ভালো থাকবেন।
আপনার ভিডিও জন্য অপেক্ষায় ছিলাম আমি বাংলাদেশি দুবাই থেকে দেখছি
মানস দা কে অভিবাদন। সমর্পিতা দিদিকে
সংগ্রামী অভিনন্দন।এগিয়ে যান।রংপুর থেকে
বলছি।
আপনার প্রতিটি কাজ-ই মন ভালো করে দেয়, মানস-বাবু।।।। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।।।।।
সাথে আছি।samarpita দির অ্যাকাউন্ট এ কিছু অনুদান পাঠালাম।উত্তর ২৪ পরগনা বসিরহাট থেকে।
সাথে আছি মানস দা এবং samoorpita দি সাহায্য করতে রাজি সাধ্যমতো
Thanks ... Heerajhil ER Shahid Bedi ebong porobortite Minar toirir jonyo Jodi sahojogita korte chan account no ER link description box e dewa achye...shonge thakun
সুন্দর আলোচনা।
আজকের দিনে এমন সুন্দর উদ্যোগ, বিস্ময়কর লাগে। এক নারী র আমরন পুনরুদ্ধারের লড়াই দেখে শিক্ষা নিতে হয়। চির শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সবাই খুব ভালো থাকবেন 🙏🌷💕
Watching from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
নবাবের স্মৃতি মাখা জায়গায় নবাব সিরাজ উদ-দৌলা মিউজিয়াম গড়ে উঠুক " বাংলাদেশ থেকে এটা আমাদের আন্তরিক প্রত্যাশা।
অনেক অনেক ধন্যবাদ মানস বাংলা চ্যানেল।
কালকেই খবরের কাগজে দেখলাম হীরাঝিল কে হেলিটেজ প্রাসাদ প্রাধান্য দিয়ে সংরক্ষণ করা হবে ..জেনে খুব খুশি হয়েছি.. আমরা আছি আপনার পাশে দাদা..
Paper cutting ta ba kon kagoj janale bhalo hoi
@@chayabaji5672 paper cutting to korini.. tobe songroho korar chesta korchi..
স্যালুট, সমর্পিতা দিদিকে! ধন্যবাদ মানসদাকে!
আমি ইতালি প্রবাসী বাংলাদেশী! আমি আপনাদের এই মহান কাজগুলি দেখে অভিভুত! আমি কবে আসতে পারবো হিরাঝিল প্লেস দেখতে !সেই আশায় আছি !
দিদির জন্য শুভেচ্ছা রইলো ❤️
মুর্শিদাবাদ বা নবাব সিরাজুদ্দৌকে নিয়ে আপনার ও আজকের লুতফুন্নেসার আবেগকে সম্মান জানাই।আপনাদের এই উদ্যোগের পাশে থাকার ইচ্ছা রইল।🇧🇩
সমর্পিতাকে কিছু বলার ভাষা নেই।উনি যেন উনার সাধনা ও চিন্তাকে লিখে রাখেন।বই আকারে প্রকাশিত হবে।উনার সাধনা সফল হোক।🙏🙏🙏🙏
Yea, I think same.
সমর্পিতা,উজ্জ্বল ওরা অনেক বড় হৃদয়ের মানুষ, স্যালুট অাপনাদের কে,ডু্বাই থেকে দেখতেছি।
এই ভিডিও টি খুব ভালো লাগল।অসংখ্য ধন্যবাদ।
Dada upnar kotha gulo khub valo laga
এই ঐতিহাসিক উদ্যোগকে সাধুবাদ জানাই।
বাংলা তথা মুর্শিদাবাদের গর্ব মতিঝিল প্রাসাদ কে তার সম্মান ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে যথা সম্ভব পাশে আছি।❤️❤️❤️
প্রিয় মানস দা' এবং সমর্পিতা দিদির প্রতি আমার সশ্রদ্ধ সালাম । বাংলার নবাবের স্মৃতি রক্ষার্থে হীরাঝিল প্রাসাদের স্থানে কোন মনুমেন্ট করলে তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি । বাংলাদেশ থেকে সাধ্যানুযায়ী কিছু টাকা পাঠিয়ে এই মহৎ কাজের সাথে শরিক হতে পারলে নিজেকে ধন্য মনে করবো ।
ভিডিওর ডেসক্রিপশনে সমর্পিতার একাউন্ট নম্বর দিয়েছি। সরাসরি উনাকে পাঠাতে পারেন।
একজন মুর্শিদাবাদ বাসী হয়ে আমরা আপনাদের পাশে আছি।
আমার কথা রেখেছেন বাংলাদেশ থেকে বলছি আজকের লুৎফানেছা কে আনলেন ধন্যবাদ
হিরাঝিল প্রাসাদ কে রক্ষা করা খুব জরুলি ।
আমরা সবাই পাশে আছি ।
GREAT 👍 JOB MANAS-bhai 👏🏽
আপনাদের মহান ব্রত সফল হোক ! বড় কষ্ট লাগে এতো অবহেলায় পড়ে আছে সিরাজের স্মৃতি বিজড়িত স্থান ! আপনাকে অশেষ ধন্যবাদ !
আপনাদের এই মহত্তর প্রচেষঠা সফল হউক। বাংলাদেশ থেকে আমার শুভকামনা রইল ।👌👌
গাইবান্ধা জেলা,বাংলাদেশ থেকে পাশে আছি ইনশাআল্লাহ
Dada apnar vedio amar khub valo lage, Banglar tatha Bharater history nie apnar prtibedan sotti anobaddo, apnar kache anurodh Bangler Bhuiea Raja der history nie Jodi vedio banana khub valokagbe.
মানস বাবু উজ্বল বাবু ও সর্মপিতা দিদিকে আমার শত কোটি শুভেচ্ছা সহ শুভ কামনা জানাই ।আমি আজই এই এপিসোড গুলো দেখে খুবই মুগ্ধ হলাম ।আপনাদের এত সুন্দর উদ্বেগ আমার খুবই ভালো লেগেছে । আমি অনেকদিন আগে হাজার দুয়ারী গিয়েছিলাম তখন এত সুন্দর ইতিহাস আমার জানা ছিল না ।আজ জানতে পারলাম অনেক কিছু আপনাদের দৌলতে। অনেক ধন্যবাদ আপনাদের কে বর্তমানে কি পরিস্হিতি যদি জানান তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করবো ।আপনারা ভালো থাকবেন সবাই সবসময় ।নমস্কার নেবেন । সমর চক্রবর্তী জবলপুর মধ্য প্রদেশ ।
মুর্শিদাবাদ বাসি হয়ে খুব গর্বিত অনুভব করছি আমি চাই একটা অনলাইন Fund খোলা হোক গুগোল পে বা ফোন পে সেখানে আমরা যে যা পারি যতটুকু পারি সাহায্য করব কিছু দিতে পারলে সেটাও আমরা খুব গর্ব বলে মনে করব যে নবাব সিরাজের জন্য কিছু দিতে পেরেছি
হীরাঝিল জাগবেই। পাশে অবশ্যই আছি
khub valo chinta. tnx sister. iam from Bangladesh
ami bangladesh theke bolchi jodi varote thaktam apnade sathe sarajibon theke nijeke donno kortam ..allh apnader hayat bariye din ....allah apnader vlo korun amin amin amin
সমর্পিতা ও মানস বাবুকে অসংখ্য ধন্যবাদ। নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল রক্ষার উদ্যোগকে আমি স্বাগত জানাই। বাংলাদেশ থেকে আমি আপনাদের সারথী হতে চাই।
হা দাদা ঠিক এটাই বলছিলাম কিছু না হলে রবিবার এ একটা করে ভিডিও দেয়ার জন্য 💕❤️💖💝দাদা তুমি মহান
আপনার প্রতিবেন দেখলে মনে হয় নিজের সচোখে ইতিহাস দেখি। যেন আপনি ছাড়া আর কেউ পারবে না আপনার মতো ইতিহাস তুলে ধরতে। সত্যি আপনি অতুলনীয়।
ভাবী আপনার সপ্ন বাস্তবায়ন করার জন্য আপনি তহবিল গঠন করুন আমি তথা আমাদের বাংলা দেশের মানুস আপনার পাশে থাকবো,আপনাকে ও মানসকে সেলুট।
দিদি দাদা কে ধন্যবাদ নবাবের জন্য শ্রদ্ধা ভালোবাসা
এই মহান কাজ সফল হউক , ।
Thanks for sharing the content in description will mail to respective ID's
ম্যাডাম ঈশ্বর বা আল্লাহ যেই হোক না কেন সে যেন আপনার মনস্কামনা পূর্ণ করেন।
Uni kintu muslim bonsha
reviving hirajheel palace and restore it to its original form could become a game changer for tourism in murshidabaad
THANKS FOR MADE VIDEO.
শ্রদ্ধা।। ভালবাসা অবিরাম। আপনাকে কতটা ভালোবাসি তা বলে বুঝাতে পাবো না।।
উদ্যোগটা নেওয়ার জন্য আমি মন থেকে অনেক খুশি হয়েছি।ধন্যবাদ
বাংলাদেস থেকে সেলিনা,আমি সমর্পিতাকে সাধারণ মনেহয় না।
একটা জীবন্ত দেবি!!!আমি উনার ভক্ত হয়ে পরেছি অনেক আগে।আল্লাহ উনার সাধনা সফল করুক।♥️🙏আমি উনার কর্মের আপডেট দেখতে চায়।
Mam very good work I am with you I am an gov contractor I want to participate in this good work want to take pride in building this Hira jheal palace
Khub valo laglo Dada, Siraj ud dolla sob Somoy amader mone chilo ar thakbe.. Ar chote Nawab er sriti rokkha Korar jonno pase Chilam, achi, at thakbo sarajibon...SUSRITA KUSHARI
দিদিকে কোটি কোটি নমস্কার, বাংলাদেশ থেকে।
সত্যি এটা আবার আগের মর্যাদা পাবে ভাবলেই কত টা ভালো লাগছে বলতে পারবো না যতটা পারবো সাহায্য করার চেষ্টা করবো।। samarpita দি উজ্জ্বল বাবু আর মানস দা আর আমার মুর্শিদাবাদের মানুষের প্রতি অশেষ ভালোবাসা ও ধন্যবাদ ❤️❤️❤️❤️
হিরাঝিল একদিন জেগে উঠবেই💓
সমর্পিতাকে লাল সালাম। আর্থিক সহযোগিতা করবার ইচ্ছে আছে। পাসপোর্ট ভিসা হলেই চলে আসব একদিন। এলে যাতে সহজে তাঁদের খুজে পাই তার ব্যবস্থা করলে ভালো হয়।
Good
Good idea ❤️❤️❤️❤️
Manas babu! Proud of you🥰 . Ei jayga ta amar o vison priyo🥰
মানস দা আর সমর্পিতা দির প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই এ মহান উদ্যোগের জন্য 🇧🇩 থেকে। সব সময় এ উদ্যোগের পাশে থাকবো।
হিরাঝিল প্রাসাদ বাঁচাও আন্দোলনে আমি দূর থেকে হলেও মনেপ্রাণে প্রথম থেকেই আছি।মানস দা ও সমর্পিতা দি দুজনেই ভাল থাকবেন।আর যদি সম্ভব হয় সমর্পিতা দির whatsapp নং টা পাওয়ার খুব ইচ্ছে রইল।
Love from Bangladesh 🇧🇩
অসাধারণ দাদা....❤️❤️ভালবাসা নিবেন From Dhaka, Bangladesh..
দাদা আমি দিল্লি থেকে আপনাকে নমস্কার জানাই।
খুব ইচ্ছে, মুর্শিদাবাদ আসব ইন শা আল্লাহ 🇧🇩
Darun ichcha
Didi Allah Ishwar apnar asha purno karuk.
শুভ কামনা রইলো দাদা♥️
ভীষণ ভাল লাগল এই উদ্যোগ কে সাধুবাদ জানাই। আমিও ইতিহাস প্রেমিক হিসাবে আপনাদের সমর্থনে আছি ।
ভীষণ দারুন লাগলো
এতে আমাদের সকলার সামিল হওয়া কর্তব্য,
কারণ এর মধ্যে আমাদের অনেক আবেগ ও ইতিহাস জরিয়ে আছে । ধন্যবাদ তাদেরকে যারা এই মহৎ কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবাই খুব ভালো থাকবেন ।
আমি চাই হীরাঝিল একদিন মিউজিয়াম এ পরিণত হোক আর এখানে সিরাজের ও লুৎফার হারিয়ে যাওয়া সব জিনিস সংরক্ষণ করা হোক
Tar sathe sathe samarpita didi yar name dakhte chai......
Apnader ki matamat...?????
বাংলা দেশের মানুষ আমি প্রবাসি সৌদি আরব।। আসলে ইতিহাস পড়েছি কিন্ত এইসব দেখে খুব কষ্টের বিষয়
আপনারা একটা খুব সুন্দর কাজ করতে শুরু করেছেন। আপনারা প্লিজ archeological society of india র সঙ্গে যোগাযোগ করুন। হীরা ঝিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ । এটাকে restore করতেই হবে।
দাদা আপনার এই মহান টুকু যেন শ্রদ্ধা করার মত ৷
খুব ভালো কাজ করেছেন আপনি। ইতিহাস বাঁচিয়ে রাখার জন্য আপনাকে ধন্যবাদ।