এক কথায় এই জলপপাত অসাধারন।দেখে চোখ জুড়িয়ে গেল।ভাষায় পকাশ করা সম্ভব নয় শুধু দুচোখ ভরে দেখছিলাম।মহেন্দ্র গিরির রূপ সত্যি অসাধারন।সার্থক আপনার ভিভিও করা। সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ।
ওড়িশায় এই ধরনের বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে। তার অনেকগুলোই আমার দেখা হয়নি। এর মধ্যে এই জায়গাটা আমার দুর্দান্ত লাগলো। খুব সুন্দর জলপ্রপাত, পাহাড়, প্রকৃতি। দারুণ একটা পরিবেশনা।
দাদা আমি আপনার প্রায় সব ব্লগই দেখি। খুব ভালো লাগে। আর এই জায়গাটা সত্যি অপূর্ব, অসাধারণ। ওড়িশার প্রাকৃতিক রত্ন ভান্ডারে এটা আরো একটি রত্ন। আর আপনার মনোমুগ্ধ কর উপস্থাপনা সত্যি মন ছুয়ে যায়। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার প্রত্যাশায় রইলাম। বিজয়ার শুভেচ্ছা রইলো।
অজানা এক মেঘ পাহাড়ের দেশে আমাদের চৈতন্য সত্ত্বা ও দিব্য সত্ত্বার মিলনে সব একাকার হয়ে গেল , মনে হচ্ছে কোনো এক আনন্দ সাগরে ডুবে যাচ্ছি অপূর্ব ,সত্যিই সুন্দরী প্রকৃতির কি রূপের ছটা
এককথায় অনবদ্য। অনেক দিন পর পলাশবাবুর অফবিট ঘোরার মুখোমুখি হলাম ভার্চুয়ালি। শুরুটা তো ফাটাফাটি। মিথগুলো যদি বাদও দি, খুব সুন্দর প্রকৃতি আর ভ্লগিংএর নিজস্ব সাবলীলতা নিয়ে নতুন কিছু বলার নেই।
শুভ বিজয়া পলাশ দা, পারিজাত দা দারুন ঘুরলাম তোমাদের সাথে মহেন্দ্রগিরি। ওড়িষা আর ব্রম্মপুর দেখে হঠাত্ নষ্টালজিয়ায় ভর করে তোমার দারিঙবাড়ির ভিডিও টা আবার দেখে ফেল্লাম 😀। ভালো থেকো অপেখ্খায় রইলাম পরের ভিডিও জন্য
অসাধারণ অনবদ্য অপূর্ব অভাবনীয় সৌন্দর্যে র সন্ধান দিলেন।সম্বলপুর আর কোরাপুট ছাড়া প্রায় ঊড়িস্যা ঘোরা। জানতাম কোরাপুর ভীষণ সুন্দর। কিন্তু যাওয়া র একটা সমস্যা আছে।সহজে পৌচ্ছোনো যায় না। বলে সাতশো পাহাড়ের দেশে কোরাপুট। এখনো ভিডিও পুরো দেখা বাকি।একে তাড়িয়ে তাড়িয়ে দেখতে হবে।মাথায় বসাতে হবে যাবার জন্য।আমি মুগ্ধ ঐ বিশাল জলপ্রপাত দেখে। কেমটি ফলস্ তিনবার দেখেছি।এ তার থেকে কিছু কম নয়। ফিরবো পুরো ভিডিও দেখে।
Khub sundor laglo arokom j Odisha te jaiga ache seta jantami na j apnar video er Jonno Jana possible holo Atto sundor jaigar khoj debar Jonno Apnake onak dhonnobhad❤️❤️
Thanks for posting such a nice video covering one of the highest peak in Mahendragiri, situated in the Eastern Ghat of Orissa state. The natural sightseeing was really nice.
Mahendtagiri to darun laglo, satya e hidden beauty of odisha. Apni chakri, poriber sob samle ato sundor sundor sob natun jayger vdo dichhen. Ata onek kora byapaar.
নিঃসন্দেহে ভ্রমণ ভিডিও গুলোর মধ্যে একটি অসাধারণ সংযোজন ।৪০ বছর আগে যখন গিয়েছিলাম তখন রাস্তাঘাট কিছুই ছিল না । উদয়গিরির রাস্তা থেকে গভীর জঙ্গলের ভেতর দিয়ে প্রাণ হাতে করে হেঁটে যেতে হতো ।পথে জংলি আদিবাসী দের ঝুপড়িতে রাত্রিবাস । ভাষার সমস্যা ও তথ্যের অভাবে অনেক কিছুই দেখা হয় নি ।আজ আবার পাগলের মতো ছুটে যেতে ইচ্ছে করছে কিন্তু দৈহিক অক্ষমতার জন্য আজ তার স্বপ্নের অতীত ।তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে । ভগবান আপনার মঙ্গল করুন।এ রকম আরও অনেক ভিডিও দিন । জীবনের বাকি দিনগুলো আপদের চোখেই সুন্দরকে দেখি । আমার কাছে সুন্দরতম ই ঈশ্বর । তার অস্তিত্ব এই মাটির পৃথিবী তেই আছে । জয় হোক সুন্দরের সুন্দর্যের ।
পালাশদা , দারুন ভিডিও খুব খুব ভালো লাগল, একটি সুন্দর আজানা জায়গা।
শুধু শরীর নয়, মনপ্রাণও ভিজল। অসাধারণ অনাঘ্রাত উড়িষ্যার প্রকৃতির কি যে রূপ আজ দেখালেন, কোনদিনও ভোলা যাবে না। অসংখ্য ধন্যবাদ।
এই জলপপাত অসাধারন। দেখে চোখ জুড়িয়ে গেল।
দাদা। এক কথায় অনবদ্য। অবর্ণনীয়। প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা এক রত্নভান্ডার। তোমার মোনোমুগ্ধকর চলচিত্র এই জায়গাটির সৌন্দর্য দ্বিগুন করে তুলল।
অনেক অনেক ধন্যবাদ জানাই । তোমাকে এই ট্যুরে খুব মিস করছিলাম। ♥️
আপনার ভিডিও চোখের সঙ্গে মনেরও আরামদায়ক। খুব ভালো থাকবেন আর এভাবেই প্রাকৃতিক দৃশ্য তুলে ধরবেন।
ভীষণ সুন্দর লাগলো।এক কথায় অসাধারণ
সত্যিই, প্রকৃতির কোলে!! অসামান্য, অশেষ ধন্যবাদ।
সত্যি অপূর্ব ভাই পলাশ এই প্রচেষ্টা।
প্রাকৃতিক দৃশ্য আমার বরাবরই প্রিয় । জায়গাটা অসাধারণ লেগেছে ।
Darun darun darun laglo.Thank you for this video.
ভাষায় বর্ণনা করা সম্ভব নয় এই সৌন্দর্যের। সত্যি অসম্ভব সুন্দর। খুব ভালো লাগলো দাদা, ভালো থাকবেন দাদা 🙏❤️
Excellent Excellent Excellent
Really it's a new exploration and interesting in odussa like Vizag tour.
অসাধারণ একটা জায়গার সন্ধান দিলেন পলাশ। অনেক ধন্যবাদ।
বেশ লাগলো ভাই...এই রকম আরও জায়গা দেখতে চাই
Apurbo jaiga.....asamvab sundar.....khub valo laglo....
অনবদ্য, অসাধারণ 👌👌♥️
অপূর্ব অপূর্ব, প্রকৃতির অপূর্ব রূপ,আর আপনার অনবদ্য বর্ননা দুয়ে মিলে এক মনোমুগ্ধকর দৃশ্য দেখলাম।যদি কোনোদিন যেতে না পারি তবুও দুঃখ থাকবে না।যা দেখলাম আপনার ভিডিও তে। অবশেষে শুভ বিজয়ার শুভেচ্ছা নেবেন। আরো অনেক অনেক ভিডিও দেখাবেন।
শুভ বিজয়া । খুব ভালো থাকুন ।♥️🙏
ভীষণ সুন্দর আজকে ব্লগ মনটা একদম ভোরে গেলো👌👌👌👌👌👌
অনেক ধন্যবাদ জানাই ।♥️🙏
অসাধারণ ভিডিও।কোনো প্রশংসাই যথেষ্ট নয় আপনাদের জন্য।
Excellent Mahendra Giri and also you all. The last words are excellent too. May God bless you all. 🙏
এক কথায় এই জলপপাত অসাধারন।দেখে চোখ জুড়িয়ে গেল।ভাষায় পকাশ করা সম্ভব নয় শুধু দুচোখ ভরে দেখছিলাম।মহেন্দ্র গিরির রূপ সত্যি অসাধারন।সার্থক আপনার ভিভিও করা। সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। আপনিও খুব ভালো থাকুন ।♥️🙏
Asadharon asadharon jalapropat, apurbo Mahendra Tanya nodi, anabadyo meghe Dhaka Mahendragiri
Khub sundor water fall . khub sundor jayega. 🥰🥰🥰
Nature Name is successful this vlogs...thank you Dada..
ওড়িশায় এই ধরনের বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে। তার অনেকগুলোই আমার দেখা হয়নি। এর মধ্যে এই জায়গাটা আমার দুর্দান্ত লাগলো। খুব সুন্দর জলপ্রপাত, পাহাড়, প্রকৃতি। দারুণ একটা পরিবেশনা।
দাদা প্রথমেই আপনাকে আর পারিজাত দা কে জানাই শুভ বিজয়ার প্রণাম ৷ সবসময় ভালো থাকুন আর এভাবেই সুন্দর সুন্দর জায়গার সন্ধান দিতে থাকুন৷
Wonderful moment the real nature asset
আজ এখুনি দেখলাম ভিডিওটা ।সত্যি খুব ভালো লাগলো দাদা।
সত্যি এক অনিন্দ্য সুন্দর দৃশ্যপটের অবলোকন করলাম। ধন্যবাদ 🌧️
ধন্যবাদ ।
Excellent view, thanks dada.
Bucket list এ যুক্ত হল জায়গা টা....darun darun
Video ta khub bhalo laglo,👍👍👍
দারুণ অসম্ভব সুন্দর একটা জায়গায় দেখলাম । পুরী থেকেও ভালো লেগেছে ।
ধন্যবাদ দাদা...Debjani Sengupta.
Thank you ♥️
দাদা আমি আপনার প্রায় সব ব্লগই দেখি। খুব ভালো লাগে। আর এই জায়গাটা সত্যি অপূর্ব, অসাধারণ। ওড়িশার প্রাকৃতিক রত্ন ভান্ডারে এটা আরো একটি রত্ন। আর আপনার মনোমুগ্ধ কর উপস্থাপনা সত্যি মন ছুয়ে যায়। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার প্রত্যাশায় রইলাম। বিজয়ার শুভেচ্ছা রইলো।
কি অসাধারণ প্রকৃতির মাঝে এই জায়গা
অচেনা অজানা সুন্দর বেড়ানোর জায়গায় বেড়াতে নিয়ে যাচ্ছেন আমাদের। খুব খুব খুব ভালো লাগছে আপনার ভিডিও গুলো।
অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ♥️
অজানা এক মেঘ পাহাড়ের দেশে আমাদের চৈতন্য সত্ত্বা ও দিব্য সত্ত্বার মিলনে সব একাকার হয়ে গেল , মনে হচ্ছে কোনো এক আনন্দ সাগরে ডুবে যাচ্ছি অপূর্ব ,সত্যিই সুন্দরী প্রকৃতির কি রূপের ছটা
আপনার মন্তব্য পড়তে বেশ ভালো লাগে । খুব ভালো থাকুন ।🙏♥️
Khub sundor legeche dada. Congratulations
KHUB e sundor laglo apnar biboron o osadharon
Beautiful and quite place to go and spend the time with fabulous nature.
দাদা কি বলবো উড়িষ্যা তে যে এতো সুন্দর একটা জায়গা আছে যেটা আপনি প্রথম দেখালেন, অপূর্ব সুন্দর অনবদ্য কোন তুলনা নেই। ধন্যবাদ আপনাকে।
darun khub valo laglo dada..........
***Thanx Palash Da for this Wonderful Video***Totally unexplored & unseen Beauty of Odisha***Ai eto sundor Ntun jaigata dkano jno dhonobad***🙂🙏
এককথায় অনবদ্য। অনেক দিন পর পলাশবাবুর অফবিট ঘোরার মুখোমুখি হলাম ভার্চুয়ালি। শুরুটা তো ফাটাফাটি। মিথগুলো যদি বাদও দি, খুব সুন্দর প্রকৃতি আর ভ্লগিংএর নিজস্ব সাবলীলতা নিয়ে নতুন কিছু বলার নেই।
খুব সুন্দর জায়গা। পরিবেশনা ও খুব ভালো লাগলো
Lovely! “ Full protect” Parijat da is soooo witty 👌👌😅😢 funniest part is the end where he touched his heart on the right side😃😃
🤣😂🤣
সত্যিই ওড়িশা কে আমরা খুব কম জানি।অনেক ধন্যবাদ ।যাবার ইচ্ছে খুব হচ্ছে প্রকৃতির এই বিপুল সম্ভার দেখে। কোরাপুট দেখাবেন এই আশায় রইলাম।
Dada you have informed a very nice place many many thanks
অপূর্ব।অসাধারণ
very nice place Thanks 👍
অসাধারণ অপূর্ব সুন্দর
অসাধারণ দাদা, খুব ভালো থাকবেন।
আর এমন সুন্দর জায়গার সন্ধান দেবেন 🙏
দাদা ভিডিওটা দেখতে দেখতে বাকরুদ্ধ হয়ে গিয়ে ছিলাম.অসম্ভব সুন্দর দারুন লাগলো.
সত্যিই দারুন জায়গা ।
শুভ বিজয়া পলাশ দা, পারিজাত দা
দারুন ঘুরলাম তোমাদের সাথে মহেন্দ্রগিরি।
ওড়িষা আর ব্রম্মপুর দেখে হঠাত্ নষ্টালজিয়ায় ভর করে তোমার দারিঙবাড়ির ভিডিও টা আবার দেখে ফেল্লাম 😀।
ভালো থেকো
অপেখ্খায় রইলাম পরের ভিডিও জন্য
♥️♥️♥️
Darun jeiga dada dekhe mon chokh vore gelo💕
অসাধারণ অনবদ্য অপূর্ব অভাবনীয় সৌন্দর্যে র সন্ধান দিলেন।সম্বলপুর আর কোরাপুট ছাড়া প্রায় ঊড়িস্যা ঘোরা। জানতাম কোরাপুর ভীষণ সুন্দর। কিন্তু যাওয়া র একটা সমস্যা আছে।সহজে পৌচ্ছোনো যায় না। বলে সাতশো পাহাড়ের দেশে কোরাপুট। এখনো ভিডিও পুরো দেখা বাকি।একে তাড়িয়ে তাড়িয়ে দেখতে হবে।মাথায় বসাতে হবে যাবার জন্য।আমি মুগ্ধ ঐ বিশাল জলপ্রপাত দেখে। কেমটি ফলস্ তিনবার দেখেছি।এ তার থেকে কিছু কম নয়। ফিরবো পুরো ভিডিও দেখে।
Please come koraput. From koraput. I guide you.
সত্যিই খুব সুন্দর এই মহেন্দ্রগিরি । ♥️
দারুণ দারুণ দারুণ ভিডিও দারুণ লাগল দারুণ ❤❤❤❤❤ এ জীবনে আমার তো আর এত খরচ করে বেরান হবে না তাই পরের জন্মে নিসচশ্রই অনেক অনেক অনেক ঘুরতে পারব ।
দারুণ ।খুব ভালো লাগল দাদা
Darun..
Laglo.. Dada.. Asadharon..
Khub valo ekta jaigar sondhan pelam. onek onek dhonnobad. ashakori khabar por nongragulo okhane fele na diye songe kore feort enechen.
darun superb...... khub bhalo..
তোমার উপস্থাপনায় একটা মাটির গন্ধ মিশে থাকে। মেমারী থেকে আমি প্রদীপ। অনেক ভালোবাসা
অভূতপূর্ব উপস্থাপনা
Darun lagche video
Palash da you are such a nice person....apnar prokriti premi mon ta khub sundor
পলাশ দা অসাধারন একটা জায়গা দেখালেন । ভিডিও টা ভীষণ ভাল লাগল । এই রকম নতুন নতুন ভিডিও আনবেন । খুব ই ভাল লাগল, প্রকৃতির সৌন্দর্য দেখে, ভালো থাকবেন, সঙ্গে আছি । 👍 বারাসাত থেকে ।
Palash da ai video ti khub valo laglo
Excellent episode! ❤❤❤
Apurbo video kintu ami jete parbo na tai apnar madhyame ato sundor jaiga dekhe khub bhalo laglo .
Apnara bhalo thakben
Khub sundor laglo arokom j Odisha te jaiga ache seta jantami na j apnar video er Jonno Jana possible holo Atto sundor jaigar khoj debar Jonno Apnake onak dhonnobhad❤️❤️
Onnorokom jaiga khub e sundor.
- from bally
Thanks for posting such a nice video covering one of the highest peak in Mahendragiri, situated in the Eastern Ghat of Orissa state. The natural sightseeing was really nice.
Was in Bhubaneswar for 2 years during my MBA. Anek jaiga ghurechi . Eita miss kore gechi. . Thanks for making this lovely video
দারুন দেখলাম দাদা।
খুব সুন্দর এবং natural
আবার একটা অসাধারণ ভিডিও দেখলাম 👌👌❤️❤️
Mahendtagiri to darun laglo, satya e hidden beauty of odisha. Apni chakri, poriber sob samle ato sundor sundor sob natun jayger vdo dichhen. Ata onek kora byapaar.
ব্যাপার টা খুব ভালো লাগে তাই চালিয়ে যাচ্ছি ।♥️
@@NaturesWomb go ahead.
Khub sundor❤ bohu bochor dhorei dekchi valo thakben
খুব ভালো laglo bhai.mon bhore galo sudhu barea pora.bojhate parlam?
Vedio ta Khub bhalo laglo
দারুন জায়গা, আমরা এই মাসের শেষের দিকে যাচ্ছি
অনবদ্য, অতুলনীয়, অবিশ্বাস্য।
Just asadharonnnnnnnnnnnnnn.......... Dada ko e jabo k jaane sotyii atto sundor naam e jantam naa thankyou Dada
অনেক ধন্যবাদ ।♥️
প্রতিবারের মত এবারেও একরাশ মুগ্ধতা। যেমন উপস্থাপনা তেমনিই ভিডিওগ্রাফি। ভালো থাকবেন।
ধন্যবাদ জানাই ।♥️
Darun video plashda
এই অপূর্ব সুন্দর জায়গা winter এ vlog দেখার আশায় রইলাম।
আমি ওড়িশার অনেক জায়গা আর জঙ্গল দেখেছি। এই জায়গাটা সত্যিই সুন্দর আর জানতাম না। Brahmapur গিয়েছিলাম দু তিন বার। Thank u so much.
সবার আগে শুভ বিজয়া আর বেড়ানো তো অসাধারণ বারবার এটাই প্রমাণ হয়ে যে প্রকৃতির কাছে আজও আমরা শিশু ।অপূর্ব ।
শুভ বিজয়া 🙏
সত্যিই অসাধারণ জায়গার সন্ধ্যান দিলেন দাদা ।
Very nice
So beautiful. Very nice........
দাদা অসম্ভব সুন্দর ক্যামেরা। মন জুড়িয়ে গেলো।
In terms of natural beauty this place is really beautiful.
ঠিক বলেছেন ।
অপূর্ব , খুব সুন্দর
Osadharon dada❤️
First class.
Khub sundar vdo.r o Jodi ae dharaner kichhu vdo thake dile onek kichhu Jana jabe.thankyou.
দারুন জায়গা খুব সুন্দর জায়গা, আর দারুন পরিবেশনা
ধন্যবাদ 🙏♥️
Darun legeche.
নিঃসন্দেহে ভ্রমণ ভিডিও গুলোর মধ্যে একটি অসাধারণ সংযোজন ।৪০ বছর আগে যখন গিয়েছিলাম তখন রাস্তাঘাট কিছুই ছিল না । উদয়গিরির রাস্তা থেকে গভীর জঙ্গলের ভেতর দিয়ে প্রাণ হাতে করে হেঁটে যেতে হতো ।পথে জংলি আদিবাসী দের ঝুপড়িতে রাত্রিবাস । ভাষার সমস্যা ও তথ্যের অভাবে অনেক কিছুই দেখা হয় নি ।আজ আবার পাগলের মতো ছুটে যেতে ইচ্ছে করছে কিন্তু দৈহিক অক্ষমতার জন্য আজ তার স্বপ্নের অতীত ।তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে । ভগবান আপনার মঙ্গল করুন।এ রকম আরও অনেক ভিডিও দিন । জীবনের বাকি দিনগুলো আপদের চোখেই সুন্দরকে দেখি । আমার কাছে সুন্দরতম ই ঈশ্বর । তার অস্তিত্ব এই মাটির পৃথিবী তেই আছে । জয় হোক সুন্দরের সুন্দর্যের ।
দারুন অভিজ্ঞতার কথা জানালেন, ভালো থাকবেন । 🙏🙏
অসাধারন অপূর্ব জায়গা।আমারও একবার যাওয়ার ইচ্ছে আছে।ভাই তোমার জন্য এই সব জায়গাগুলো দেখতে পাচ্ছি।ভালো থেকো সুস্থ থেকো।👍👍❤❤
আপনিও খুব ভালো থাকুন ।♥️🙏