ধন্যবাদ আপনাকে, আমার গাছের ১ম দিকে খুব সুন্দর করে গজাইছে কিন্তু এখন সব পাতা ছোট হইতেছে গাছ বারতেছে না, পিপরা আক্রমণ করতেছে। ফুল দেখা যায় কিন্তু শসা হচ্ছে না। কোন স্প্রে দিব দয়া করে বলবেন।
আমার গাছের বয়স প্রায় ৫০/ ৬০ দিন হবে।দুটো শশা ধরেছে। একটা অনেক বড় হয়ে হলুদ হয়েছে তবে পোকাও লেগেছে । ভাই গতকাল (২৫-০৬-২২) আমার শশা গাছে দেখলাম শুধু স্ত্রী ফুল আছে। শশা ধরছে না। আমি কোন কাটিং করিনি। এখন আমার করণীয় কী?
আপনার গাছে ফলন বৃদ্ধি করার জন্য পিজি.আর স্প্রে করতে হবে। পাশাপাশি ইষ্ট ফার্টিলাইজার ব্যবহার করেন। আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে নিন। মাছি পোকা দমনের জন্য নিম তেল গাছে নিয়মিত স্প্রে করুন অথবা হলুদ টেপ ফাদ বসাতে হবে। তাহলে শসা পচে যাবে না। ধন্যবাদ আপনাকে
ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলাতে হবে। পুষ্টির অভাব পূরনের জন্য সার দিতে হবে। পোকা যেমন: সাদা মাছি, লিফ হোফার দমনের জন্য এসিফেট ১ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করাতে হবে। স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না।
গাছের বয়স দশ দিন কিন্তু সেই ভাবে গ্রোথ আমি এই মুহূর্তে কি সার প্রয়োগ করব। আমি কিভাবে কম্পোস্ট সার দিলে শশা গাছ গুলো গ্রোথ ফিরে পাবে? দয়া করে আমার প্রশ্নের উত্তর দেবেন
ভাই ভয়ের কোনো কারণ নেই, গাছ না দেখে সঠিক পরামর্শ দেয়া যদিও সম্ভব না। গাছের গ্রোথ বেশ কিছু কারণে কমে যায়, তবে আপনার কথা শুনে মনে হচ্ছে মাটিতে পুষ্টির অভাব রয়েছে, বিশেষ করে পটাশ এবং জৈব সারের। গাছের গোড়া থেকে একটু দূরে মাটি আলগা করে যেকোনো কম্পোস্ট সার দিয়ে পানি দিন, আর গাছের শিকড় বৃদ্ধির জন্য প্রতিটি গাছের জন্য ১গ্রাম পটাশ পানিতে গুলিয়ে কিংবা কম্পোস্ট সারের সাথে দিন, ইনশাআল্লাহ কাজ হবে। আর ভাই সম্ভব হলে গাছের ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করুন। Group link: facebook.com/groups/ar2agro
এমতাবস্তায় আপনাকে বুষ্টার-৩ বা ফ্লোরা স্প্রে করতে হবে। নিয়মিত গাছে পানি দিতে হবে। শসা গাছের পাতা হলুদ হওয়ার অনেক কারন আছে। সঠিক পরামর্শের জন্য পাতার ছবি তুলে চ্যানেলের ফেসবুক পেজ বা গ্রুপে পোস্ট করুন। ধন্যবাদ আপনাকে।
এটা কি স্ত্রী ফুল? যদি তাই হয় তাহলে দুইটি কারণে ফুল ঝরে যায় ও নষ্ট হয়। ১। গাছের গোরায় পানি কম ও বেশি হলে। ২। স্ত্রী ফুলের পরাগায়ন না হওয়া। সলুবোরন + জিংক প্যাকেটের গায়ে নিয়ম দেখে স্প্রে করুন। ভালো ফলনের জন্য ফ্লোরা, মিরাকুলান, বুস্টার, প্লোনোফিক্স যে কোন একটি স্প্রে করতে পারবেন।
আট মাস হল গোবর দিলাম , চার মাস বয়োসে গোবর দিলাম , তার পর আরো দুই মাস পরে beat quality যার নাম হয় Magical grow সার দিলাম , মাতা ভরে গেছে কিন্ত লাউ , শিম কোনটাই হল না
A lot of thanks for representing an important video.
Our pleasure! thank you so much given a valuable time.
ভাই আপনার সাথে ঝগাজগ করভো কিভাবে
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করার জন্য❤
নিশ্চয়ই আপনার গুরুত্বপূর্ণ ভিডিওটি ভাল লেগেছে
আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Khub sundor video ❤
রুবেল বন্ধু অনেক সুন্দর হয়েছে। এবং সবাই অনেক অনেক ধন্যবাদ
আমি রাশিদুল
thanks a lot
প্রতিবেদনটা সুন্দর হয়েছে
🌹🌹🌹🌹🌹🌹🇧🇩
কৃষি ও মানুষ চেনেলের পখ থেকে ধন্যবাদ
Op😊😊😊😊😊😊
প্রতিবেদন টি খুব ই ভাল লাগল ভাই
আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
অনেক ধন্যবাদ আপনাকে ভাই
কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভিডিও টি খুব ভাল লাগলো ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভাই, বোরন তো পাউডার জাতীয় যেটা সাধারণত গাছের গোড়ায় দেয়, ওটাই কি পানিতে মিশিয়ে স্প্রে করবো?
স্প্রে করার জন্য সলুবোর বোরন পাওয়া যায়। ধন্যাবাদ
Nice presentation and well information
Thanks a lot
দারুণ ভাই
Thanks a lot
Nice video
Thanks for watching the video
Very veryexellent
thank you very much
কি করলে শশা গাছ গরুত বৃদ্ধি করা যায় এবং দীর্ঘ সময় গাছ রাখা যায়
Nice.dannyabad
You are welcome
thanks for this tips
Thank you so much
bhi amar Sosa geche ful aschena ki korbo bole dile khub valo hoto
gach valo thakle booster-3 sprey korun. Kaj hobe. Dhonnobad
Gacher growth nai Bai ki korbo bole dile khub valo hoto
Jomite naki tob a shosa chas korsen??
Bai booster 3 ki bhabe
Bai booster 3 ki bhabe bebohar korbo
Nice tips
Thank you so much.
Very important for us.
Thank you very much
👍👍👍👍
thanks
❤❤❤
Thank you
Thanks
Welcome
Nice
Thanks
আমার ডগা ফ্যাক্স ও চিকন টোগা মোটা করবো কেমন করে এটি আমার মাচা বাদে মাটির উপর করা জানাবেন একটু
প্রথমে কাটিং করবেন। তারপর জিংক, বোরোন, সালফার ও টিএসপি সার একসাথে মিশিয়ে দিবেন। কাজ হবে। ধন্যবাদ আপনাকে।
শসা গাছ কি মাসে লাগাতে হয়
আমি শসাগাছ লাগাইছি ফুল ঝরে পড়ছে একটাও ধরেনাই কি করবো
Valo
কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই পদ্ধতি কাজ খুবই কার্যকরী
জি, করেছিলাম।
thanks brother
Thank u..
Welcome 😊
আব্দুর রহিম
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই বরুন আর পি জি আর কি একসাথে গাছে স্প্রে করা যায় আর স্প্রেটা কখন করব
দেওয়া যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
@@ar2agro Thanks a lot..Best wishes for you🥀
Vai gace kalo pipra damon korbo kivabe
gache mealybag ba aphids thakle pipra bise lage, gacher gorar charpase holud gura dile kome jabe vai
@@ar2agro ok gul ki dewwa jabe gacer gora te
হাইব্রিড গুলোকি এই কাটিং করা যাবে।
হাইব্রিড কাটিং লাগে না ভাই। জাত ভেদে ৩০-৪০ দিনের মধ্যেই শসা হয়
Advance tips .
Keep watching, thanks
Akon green bird sosa bij valo hobe
Ji, hobe. Thank you for your comment
দুটি কিটনাশক দেওয়া আছে কোনটা ব্যাবহার করমো?
যেকোনো একটি ব্যবহার করতে পারবেন। ভিডীওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Amar Sosa gachy pata kukre jachy ar holud hochy ki korle valo hobe
sosa gaser boyos koto din?
ভাই গাছে বরুন সার কখন দিতে হবে সকালে নাকি বিকালে।আর ভাই ১ লিটার পানিতে কতটুকু ব্রণ সার দিতে হবে দয়া করে বলবেন ভাই।
বোরন সহ যেকোনো ভিটামিন বিকালবেল হালকা রোদে ব্যবহার করতে হবে। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে, আমার গাছের ১ম দিকে খুব সুন্দর করে গজাইছে কিন্তু এখন সব পাতা ছোট হইতেছে গাছ বারতেছে না, পিপরা আক্রমণ করতেছে। ফুল দেখা যায় কিন্তু শসা হচ্ছে না। কোন স্প্রে দিব দয়া করে বলবেন।
পিপড়া মারার জন্য আগে সাইপারমেথিন গ্রুপের যেকোনো একটি কীটবাশক স্প্রে করুন। তারপর PGR ও জিংক স্প্রে করুন। ধন্যবাদ
আমার শসা গাছে সব পুরুষ ফুল স্রী ফুল নেই বললেই চলে, এখন কি ঔষধ দিব, বললে উপকৃত হতাম, ধন্যবাদ
gacher boyos kmn.
Vaia boron ki matite dibo naki gache dibo??
মাটিতে এবং গাছে স্প্রে করে দুই ভাবেই দেওয়া যায়। স্প্রে করালে সলুবর বোরন স্প্রে করতে হবে। ধন্যবাদ আপনাকে।
ছত্রাকনাশক স্প্রের নাম কি
North East Agri..900 aitaw o akta agricultural chenel
Good, go ahead
ইয়োন এগ্রোর এনার্জি কিভাবে ব্যাবহার করতে হবে গাছের পাতা 6/7 আর সাথে কি সার দিতে হবে
1st stage DAP sar dilei hbe. Tbe pesticide and fungicide niyomito spray korte hbe.
ভাই আমার শসার ছোট ছোট করা পচে যাচ্ছে আমার করণীয় কী । জানাবেন ভাই
বোরন আর ফ্লোরা স্প্রে করুন। ঠিক হয়ে যাবে। ভিডীওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Thank you.Aki shomossha Amaro buhjte parini.Apnar vidio na dekhle bokar moto 1g te ful ashbe ai bhabtam.
ধন্যবাদ। আপডেট পেতে সাথে থাকুন
@@ar2agro Dada dogar char pach angul nich theke katle hobe?Vidio dekhe bujhte parchi na tai skel diye ektu mepe dekhale bhalo hoto.Amar gache onek purush ful.Please reply.Onek din shosha hoy na
@@ar2agro Apni chaile amar shosha gacher photo pathate pari.Whatsappe.
আমার শশা গাছে পুরুষ ফুল আসছে না শুধু স্ত্রী ফুল আসছে পুরুষ ফুলে আসার জন্য কি করনীয়
একটু জানালে উপকৃত হব
Hybrid ki?
গাছে কোন কাটিং করেছিলেন?
পুরুষ ফুল তো গাছে বেশি আসে।
কাটিং করার পরও কেনো স্ত্রী ফুল আসে না
তাহলে জাতের সমস্যা আছে। কী বীজ লাগিয়েছেন?
2G কাটিং কখন করতে হবে ?
1G কাটিং করা ১০-১২ দিন পর। ভিডিওটি দেখার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
কি নিয়ম এ পানি দেবো শসা গাছে দাদা
এমন ভাবে পানি দিতে হবে যেন জমিতে পানি জমে না থাকে। আবার মাটি যেন একবারে শুকিয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ধন্যবাদ আপনাকে
@@ar2agro 🙏🌹
আমার গাছের বয়স প্রায় ৫০/ ৬০ দিন হবে।দুটো শশা ধরেছে। একটা অনেক বড় হয়ে হলুদ হয়েছে তবে পোকাও লেগেছে ।
ভাই গতকাল (২৫-০৬-২২) আমার শশা গাছে দেখলাম শুধু স্ত্রী ফুল আছে। শশা ধরছে না। আমি কোন কাটিং করিনি।
এখন আমার করণীয় কী?
আপনার গাছে ফলন বৃদ্ধি করার জন্য পিজি.আর স্প্রে করতে হবে। পাশাপাশি ইষ্ট ফার্টিলাইজার ব্যবহার করেন। আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে নিন।
মাছি পোকা দমনের জন্য নিম তেল গাছে নিয়মিত স্প্রে করুন অথবা হলুদ টেপ ফাদ বসাতে হবে। তাহলে শসা পচে যাবে না। ধন্যবাদ আপনাকে
সশা গাছে কি দিলেদ দীর্ঘ সময় ফল ধরে
নিয়মিত সুষম খাবার দিতে হবে। তবে ৩ মাসের বেশি গাছ টিকে না
boron use korlei ki kaj hbe
আমি শসা বীজ বোপন করেছি 4 দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত চারা বের হয়নি এখন আমার করনীয় কি
ভাই, শসার বীজ একদিনে গজায়। সামান্য পানি দিতে পারেন। যদি বীজে সমস্যা না থাকে তাহলে গাজাবে, ইনশাআল্লাহ। ধন্যবাদ
7 din Tim lgabe
@@mdmainuddin9606ttttttttttyyyyyyyyyyyyyytyttttyyytttttt
ভাই ভেজা মাটিতে রাসায়নিক সার দেওয়া যায় নাকি ? উত্তর দিলে খুশি হবো।
জি দেওয়া যাবে, তবে রাসায়নিক সার পরিমানে কম দিবেন, জৈব সার বেশি দিতে পারবেন। ধন্যবাদ
ভাই আমার কিরা গাছে ফুল হয় কিন্তু মরে ঝরে যাচ্ছে ফল হয়না এর সমাধান কি
সলুবোর বোরন আর ভিটামিন স্প্রে করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
কি ঔষধ স্প্রে করতে বল্লেন নামটি বলুন প্লিজ
১। ছত্রাকনাশক হিসাবে চ্যাম্পিয়ান বা অটোস্টিন স্প্রে করতে হবে।
২। পরবর্তীতে সলুবোর বোরন স্প্রে করতে বলা হয়েছে।
ধন্যবাদ আপনাকে।
😱😱
thanks
ভাই আমার শশা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এখন আমি কি করতে পারি।
বয়স কত দিন? জানাবেন। এখন চিলেটেড জিংক স্প্রে করুন, একদিন পর ম্যানকোজেব স্প্রে করুন। ধন্যবাদ
@@ar2agro ৩৮/৪০ দিন। ভাই শসা গাছের জীবন কাল কতদিন
প্রাইয় ৩ মাস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
@@ar2agro আপনাকে ধন্যবাদ
আমার শসা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, কিন্তু শসা ধরছে না কী করতে হবে জানাবেন প্লিজ।
শসা ধরবে একটু অপেক্ষা করুন। প্রথমের ফুল গুলোতে শসা কম ধরে। পিজি.আর স্প্রে করতে পারেন। ধন্যবাদ
টবে গাছ লাগগিয়ে ছিলাম অনেক ফুল ফল ধরেছে কিন্তু শশা গুলো 2গাঁট হলেই শুকিয়ে যায়।দয়া করে সমাধানটা বলবেন?
পরাগায়ণ করতে হবে ভাই।।।তাহলেই ফল টিকে যাবে, টবের মাটি যেন না শুকিয়ে যায়, খেয়াল রাখতে হবে।
আমার শসা বাঁকা হয়ে যাচ্ছে এটার সমাধান কি???
পিজিয়ার ও সলুবোর বোরন স্প্রে করুন। ভিডীওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Akhon ki sosa lagano jabe
parben, tbe bristir pani jome na emon jomi nirbachon korte hbe.
Tometo gacheo ki stri ful ashar jonno 3g cutting-edge korte hobe?
টমেটো গাছে সহজেই ব্রাঞ্চিং বা শাখা প্রশাখা হয়। তাই ৩জি কাটিক করার প্রয়োজন হয় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
শশা গাছের পাতা হলদে ও মোরানো এর ঔষুধ কি কি
ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলাতে হবে। পুষ্টির অভাব পূরনের জন্য সার দিতে হবে।
পোকা যেমন: সাদা মাছি, লিফ হোফার দমনের জন্য এসিফেট ১ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করাতে হবে।
স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না।
বোরন সার কতদিন পর পর স্প্রে করতে হবে?
২ মাস পর পর দিতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার গাছ অনেক পুরুষ ফুল আসতেছে কিন্তু স্ত্রী ফুল নয়
৪ সিপিএ এবং সলুবর বোরন স্প্রে করে হবে ১০ দিন পর পর। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
গাছের বয়স দশ দিন কিন্তু সেই ভাবে গ্রোথ আমি এই মুহূর্তে কি সার প্রয়োগ করব। আমি কিভাবে কম্পোস্ট সার দিলে শশা গাছ গুলো গ্রোথ ফিরে পাবে? দয়া করে আমার প্রশ্নের উত্তর দেবেন
ভাই ভয়ের কোনো কারণ নেই, গাছ না দেখে সঠিক পরামর্শ দেয়া যদিও সম্ভব না। গাছের গ্রোথ বেশ কিছু কারণে কমে যায়, তবে আপনার কথা শুনে মনে হচ্ছে মাটিতে পুষ্টির অভাব রয়েছে, বিশেষ করে পটাশ এবং জৈব সারের। গাছের গোড়া থেকে একটু দূরে মাটি আলগা করে যেকোনো কম্পোস্ট সার দিয়ে পানি দিন, আর গাছের শিকড় বৃদ্ধির জন্য প্রতিটি গাছের জন্য ১গ্রাম পটাশ পানিতে গুলিয়ে কিংবা কম্পোস্ট সারের সাথে দিন, ইনশাআল্লাহ কাজ হবে। আর ভাই সম্ভব হলে গাছের ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করুন।
Group link:
facebook.com/groups/ar2agro
@@ar2agro nischoi korchi
@@ar2agro compost sar kokhon debo sokale na bikale?
ভেজা মাটিতে কি রাসায়নিক সার দেওয়া জায়?
আমার গাছের বয়স দুই মাস হয়েছে ফুল আসে ফল আসে না আর গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে
এমতাবস্তায় আপনাকে বুষ্টার-৩ বা ফ্লোরা স্প্রে করতে হবে। নিয়মিত গাছে পানি দিতে হবে।
শসা গাছের পাতা হলুদ হওয়ার অনেক কারন আছে। সঠিক পরামর্শের জন্য পাতার ছবি তুলে চ্যানেলের ফেসবুক পেজ বা গ্রুপে পোস্ট করুন।
ধন্যবাদ আপনাকে।
আমার গাছে ফল আসছে কিন্তু ফলগুলো ঝরে যাচ্ছে কি করব ভাইয়া?
বোরন স্প্রে করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১ লিটারে পানিতে কত গ্রাম বোরন দিবো
১ গ্রাম প্রতি লিটার পানিতে।
@@ar2agro Boron ki Dada?Kokhon dete parbo?Boron keno dei?Ami age kokhno dei ni nam shunini.Please ektu bolun na dada
ভাই আমি ৫ জি ও করেছি কিন্তু পুরুষ ফুল সব এবং সব ঝরে যায়
২ জি করলেই স্ত্রী ফুল চলে আসে, সেখানে ৫জি করছেন!
ছবি তুলে গ্রুপে দেন। দেখি কি অবস্থা।
আমি কাটিং করিয়াছি তুবু স্ত্রী ফুল আসেনি কেন ভাই
gacher boyos kto din
২ য় ধাপে হারবেষ্ট করছি,, স্ত্রী ফুল খুব কম গাছে ২ -৩ টা
্
কাটিং এর পরেও শশা হচ্ছেনা।করনীয় কি
গাছের বয়স কেমন হবে ভাই?
গাছের গ্রোথ ভালো থাকলে বুষ্টার ৩ স্প্রে করুন। দ্রুত ফল আসবে। ইনশাআল্লাহ
@@ar2agro গাছের বয়স হবে ২ মাস
@@ar2agro কই পাবো ভাই!
বুষ্টার ৩ কীটনাশক এর দোকান থেকে পাবেন। অনলাইনেও পাওয়া যায়।
এর পাশাপাশি সলুবর বোরন স্প্রে করতে হবে।
3g কাটিং দেওয়ার পরও কোন স্ত্রী ফুল আসছে না এক্ষেত্রে কি করবো?
তাহলে আপনার বীজ গুলো ভালো না। আগালের শসার বীজ। তবে কিছু দিন অপেক্ষা করেন, এই বীজের গাছে দেরিতে স্ত্রী ফুল আসে। ধন্যবাদ
শসা গাছে কতদিনে শসা ধরবে
দেশি বীজ হলে ৫০-৬০দিন লাগে হাইব্রিড হলে ৩৫-৪৫ দিন লাগে। ইটা নির্ভর করে কি জাতের শশা বীজ লাগাবেন।
ভাই আমার শসা ফুল মরে যায়, আর ফল শুরুতেই মরে যায়
এটা কি স্ত্রী ফুল?
যদি তাই হয় তাহলে দুইটি কারণে ফুল ঝরে যায় ও নষ্ট হয়।
১। গাছের গোরায় পানি কম ও বেশি হলে।
২। স্ত্রী ফুলের পরাগায়ন না হওয়া।
সলুবোরন + জিংক প্যাকেটের গায়ে নিয়ম দেখে স্প্রে করুন।
ভালো ফলনের জন্য ফ্লোরা, মিরাকুলান, বুস্টার, প্লোনোফিক্স যে কোন একটি স্প্রে করতে পারবেন।
অনেক ধন্যবাদ ভাই
ভাই আমরা ফসল ঠিকই চাষ করি,কিন্তু কারো পরামর্শ নিতে পারি না। ফলে কাঙ্খিত ফলাফল পাই না।আমি চাই আপনাদের পরামর্শ নিয়ে ফসল চাষ করতে।
ভাই মোবাইল নাম্বার টি জরুরি চাই
আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে নক দিন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডীওটি দেখার জন্য।
477
Thanks
Boron khub kaj kore ful jhore pora bondho korte. 🍑
thanks brother
কোনো কাজে আসেনা আপনাদের পদ্ধতি
Sothik vabe korte parle...obossoi asbe...eta porichito...
Apni jodi bolten apnar gaser boyos kto ?
আট মাস হল গোবর দিলাম , চার মাস বয়োসে গোবর দিলাম , তার পর আরো দুই মাস পরে beat quality যার নাম হয় Magical grow সার দিলাম , মাতা ভরে গেছে কিন্ত লাউ , শিম কোনটাই হল না
Apni fb group e pic tule post koren...hotas hoben na. Gach dekhe solution thakle obosoi paben....
Link
facebook.com/groups/ar2agro
Very veryexellent
Thank you very much
ধন্যবাদ
কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Nice
Thanks
বোরন গাছের কতদিন বয়সে স্প্রে করতে হবে?
গাছে ফুল আসার আগে ও পরে স্প্রে করতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ