গাছের গায়ে যতগুলো বোটার মতো অংশ আছে সব কাটবেন এবং গাছের মূল কান্ডের সাথে যেগুলো একদম দুর্বল চিকন ডাল আছে সেগুলো কেটে দিবেন। তবে মিডিয়াম ও মোটা কোন ডাল কাটবেন না
সুভ বিজয়া, দাদা আমার কাঠাল গাছ মাথার দিকে শুকিয়ে যাচ্ছে, উপরে র দিকে ফেটে ফেটে যাচ্ছে, অন্য গাছ বেরচ্ছে, জানি না পোকা হয়েছে কিনা, মরে যাবে না তো ?please কিছু উপায় বললে ভাল হয়
কাঠাল গাছের কিছু ডাল এমনিতেও মরে যায়। সেক্ষেত্রে দু একটা ডাল মরে। বেশি ডাল শুকালে কিছু কাচা অংশ সহ শুকনো ডাল গুলো কেটে ফেলুন।সাথে অনুখাদ্য স্প্রে করে দেন। যদি গোড়ার দিকে পচন জনিত সমস্যা থাকে তবে Coside পাউডার লিটারে 2 গ্রাম গুলে গোড়ায় ঢেলে দেন।আশা করি ঠিক হবে। ধন্যবাদ দিদি।
আমার খাঁজা কাঁঠালের গাছ 50 বছরের। গত বছর বর্ষার শুরুতে নীচের অনেক গুটি আর শাখা ডাল কেটেছিলাম। এ বছর ফল একটু কম এসেছে এবং আকারে ছোট। গোড়ার দিকে অনেক লম্বা লম্বা শাখা বেড়িয়েছে । এখন ফল থাকা অবস্থায় ওগুলো কাটব ? আমার গাছে দেরিতে ফল আসে। আমার গাছের গুটি কাটার নির্ধারিত সময় কখন ?
নিচের দিকে যদি নতুন ডাল আসে সেগুলো কেটে দিতে পারবেন। কারন সেই ডালগুলো ওয়াটার শাখার হিসেবে কাজ করে। ভাদ্র মাসের শেষের দিকে গাছের পুরনো বোটা এবং ছোট ছোট চিকন ডালগুলো কেটে গাছটা পরিষ্কার করে দিবেন কিন্তু এটা মাথায় রাখবেন যে গাছের অন্যান্য ডালগুলো কাটা যাবে না যেগুলো মোটামুটি মোটা হয়ে গিয়েছে তবে ফল কম হবে
গাছে সার এবং বোরনের ঘাটতি রয়েছে। বর্ষা শুরুর আগে এবং পরে সামান্য কিছু করে জৈব সার দেবেন। আশা করি ঠিক হয়ে যাবে তবে কিছু কিছু কাঁঠাল আছে ছোট জাতের সেগুলো খুব একটা বড় হয় না
ভাই আমি বাংলাদেশ থেকে দেখলাম আপনি যে ভাবে বুঝালেন অতি সুন্দর সহজ ভাবে বুঝতে পেরে ছি ধন্যবাদ আপনাকে ।
@@MehediJasan-w8s thanks 👍
ধন্যবাদ আপনাকে শিখতে পারলাম উৎসাহিত হলাম
খুব ভালো লাগলো।ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ দাদা। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন
খুবই ভাল পরামর্শ, ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ দাদা
কাঠাল গাছ কি বছরের যেকোনো সময় প্রুনিং করা যায়?
না। ভাদ্র মাসে
Thank you for your good advice.(From Assam, India)
Most welcome!
4 ফুট উপরে একটা ডাল একটু মোটা হয়ে গেছে সেটা কেটে দিলে কি অসুবিধা আছে ?
কাটতে পারেন।
ধন্যবাদ দাদা।
ধন্যবাদ
অনেক ধন্যবাদ
ধন্যবাদ দাদা
কাটার পর বৃষ্টি হলে কি সমস্যা হবে
@@varietiesvlog2734 na
আমার গাছে ফল আসছে না যে গুলো আসছে সে গুলো ডালের মাথায় কালো হয়ে পরে যাচ্ছে কি করলে ফল আসবে
এখন কার ফল টিকবে না।আর কিছু দিন পর থেকে টিকবে
কোন মাসে কাঁঠাল গাছ ছাটবো
ভাদ্র মাসে
নভেম্বর মাসে করা যাবে
@@mdjuyel4720 na
ভাদ্র মাসে কেটে ছিলাম , আবার প্রচুর ডাল বেরিয়েছে
কোন ব্যাপার না ফল চলে আসবে
এখন কাটতে পারবো?
এই সময় না কাটাই ভালো।
Sir amar kathal gacher gora diya kather gorar moto bariche ki kortam bolben pls
যদি ফুটোটা বড় হয় এবং কাঠেরগুরার সাথে লাল জল বের হয় তবে সেখানে এটেল মাটি ও গোবর একসাথে মিশিয়ে লাগিয়ে দিতে হবে
দাদা আমাদের বাড়িতে দুটো কাঁঠাল গাছ আছে কিন্তু কোন ফল হয় না কি করবো কি করলে গাছে ফল ধরবে আপনি যদি একটু বলবেন কি করবো???
এ বছর যদিও টাইম শেষ তবুও গাছের ছাটাই করবেন এবং আগামী দিনে বর্ষার সময় গাছের গোড়ায় সার প্রয়োগ করে সঠিক সময় ছাটাই করুন আশা করি ফল চলে আসবে।
@@KrishiwithExperience কিকি স্যার পয়োগ করবো আর কোন সময় করবো??
আমার গাছের 5 টা কাঠাল ধরেছিল সেইগুলো বোটায় কি কাটবো নাকি আরো কিছু কিছু বোঁটা আছে ওইগুলো ও কাটবো বলবেন plz
গাছের গায়ে যতগুলো বোটার মতো অংশ আছে সব কাটবেন এবং গাছের মূল কান্ডের সাথে যেগুলো একদম দুর্বল চিকন ডাল আছে সেগুলো কেটে দিবেন। তবে মিডিয়াম ও মোটা কোন ডাল কাটবেন না
আমগাছের পাশে কাঁঠাল লাগানো যায় কী? মানে একটি কাঁঠাল একটি আম এভাবে সারি দিয়ে।
করা যাবে। তবে মাঝখানের গ্যাপ একটু বেশি রাখতে হবে।
কাটা জায়গা থেকে কত দিন পর ডাল গজাবে? আমি ২০ দিন আগে কেটেছি।
পৌষ মাসের প্রথম দিকে নতুন ফলসহ গুটি বের হওয়া শুরু হবে
@@KrishiwithExperience ধন্যবাদ🙏💕
Asar mase chatai korle ki habe?
@@DebasisAdak-c1g নতুন কুশি ডাল বেরিয়ে যাবে সেখান থেকে কাঁঠাল বেরোতে পারবে না
Chhoto chara gachher chhantai kivabe hobe
বেশি ছোট গাছ হলে ছাঁটাই করবেন না।
দাদা আমার গাছ বেশ বড় কিন্তু ফল হয় না
কারণ টা জানাবেন
অপেক্ষায় থাকলাম
অনেক কারণেই হয়। জাতের জন্য বা মাটির উপর ভিত্তি করে এরকম অনেক সময় হয়। এইসময় গাছের গোড়ায় সামান্য করে জৈব সার দেবেন এবং সঠিক সময়ে ছাঁটাই করবে ন
@@KrishiwithExperience অনেক ধন্যবাদ আপনাকে পরামর্শ মতে আমি চেষ্টা করবো
Fal dharlo apnar gache...
কাঠাল গাছ ছাটাই করা সপ্তাহ ১৫ দিনের মধ্যে সম্ভব কি? না গাছের ক্ষতি হতে . জানাবেন প্লিজ
হ্যাঁ সপ্তাহ 10 দিন আরও সময় আছে
গাছের বয়স দু বছর, এতে কি এই থিওরী কাজ করবে?
গাছে ফল ধরা শুরু হওয়ার পর থেকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে
@@KrishiwithExperience thank you sir
@@samirsamanta8931 দয়াকরে স্যার বলবেন না। আমাকে ভাই হিসাবে বলবেন।
কালকে কি আমি ছাঁটতে পারি গাছ
অবশ্যই পারেন। পুরো ভাদ্র মাসটাই বাচ্চাটাই এর কাজ চলবে
আগাম কাঠাল আসার উপায় কি?
খুব শীঘ্রই ভিডিও আসবে
কোন সময এর কাটার সঠিক সময়। অর্থাৎ কোন মাসে ছাটাই করতে হবে ?
ভাদ্র মাসে।
আমাৱ চাৱ বছৱেৱ কলম গাছ,গ্ৰ্যোথ ভালো কিন্ত নীচেৱ গুঁড়িৱ উচ্চতা তিনফুট মতো, দুদিকেই দুটো ডাল সমান সমান,এই গাছ কিভাবে ছাঁটাই কৱবো
আপনি এই ভাবে সময় মতো সময় এর ফলন কিভাবে বেশি হয়,জানাবেন
ধন্যবাদ।
এটা কি ভিয়েতনামের বারোমাসি।
না দাদা। এটা দেশি জাতের কিন্তু প্রতিবার এই পরিচর্যা করায় প্রচুর ফল হয়।
@@KrishiwithExperience ধন্যবাদ।
আমার দুটি কাঁঠাল গাছ আছে দুবছর আগে একটি গাছের কাঁঠাল দুর্গন্ধ হয়েছিল এবছর অপর গাছের কাঁঠাল গুলো দুর্গন্ধ হয়েছে কোনো প্রতিকার জানালে উপকৃত হবো
দাদা আমার কাঠাল গাছে কাঠাল পাকাপোক্ত হওয়ার সময় কাঠালে পাোকা ধরে নষ্ট হয়ে যায়। এর সমাধান দিবেন
পাকাপোক্ত হওয়ার সময় এই ব্যাপারটা ঠিক ভাবে বুঝলাম না। একটু ভেঙে বলুন
সুভ বিজয়া, দাদা আমার কাঠাল গাছ মাথার দিকে শুকিয়ে যাচ্ছে, উপরে র দিকে ফেটে ফেটে যাচ্ছে, অন্য গাছ বেরচ্ছে, জানি না পোকা হয়েছে কিনা, মরে যাবে না তো ?please কিছু উপায় বললে ভাল হয়
কাঠাল গাছের কিছু ডাল এমনিতেও মরে যায়। সেক্ষেত্রে দু একটা ডাল মরে। বেশি ডাল শুকালে কিছু কাচা অংশ সহ শুকনো ডাল গুলো কেটে ফেলুন।সাথে অনুখাদ্য স্প্রে করে দেন। যদি গোড়ার দিকে পচন জনিত সমস্যা থাকে তবে Coside পাউডার লিটারে 2 গ্রাম গুলে গোড়ায় ঢেলে দেন।আশা করি ঠিক হবে। ধন্যবাদ দিদি।
@@KrishiwithExperience অনেক অনেক ধন্যবাদ ,
আমার খাঁজা কাঁঠালের গাছ 50 বছরের। গত বছর বর্ষার শুরুতে নীচের অনেক গুটি আর শাখা ডাল কেটেছিলাম। এ বছর ফল একটু কম এসেছে এবং আকারে ছোট। গোড়ার দিকে অনেক লম্বা লম্বা শাখা বেড়িয়েছে । এখন ফল থাকা অবস্থায় ওগুলো কাটব ?
আমার গাছে দেরিতে ফল আসে।
আমার গাছের গুটি কাটার নির্ধারিত সময় কখন ?
নিচের দিকে যদি নতুন ডাল আসে সেগুলো কেটে দিতে পারবেন। কারন সেই ডালগুলো ওয়াটার শাখার হিসেবে কাজ করে। ভাদ্র মাসের শেষের দিকে গাছের পুরনো বোটা এবং ছোট ছোট চিকন ডালগুলো কেটে গাছটা পরিষ্কার করে দিবেন কিন্তু এটা মাথায় রাখবেন যে গাছের অন্যান্য ডালগুলো কাটা যাবে না যেগুলো মোটামুটি মোটা হয়ে গিয়েছে তবে ফল কম হবে
আমাদের কাঁঠাল গাছ বড়ো কিন্তূ কাঁঠাল ধরে না। ফুল আসে কিন্তূ সে গুলো শুকিয়ে যায়। কি করলে স্ত্রী ফুল হবে যদি বলেন।
এর কথা শুনলে খুব খুব ঠকবে। আমি ঠকেছি
কি ঠকেছেন দাদা একটু খুলে বলুন।সবাই জানুক।আমার গাছগুলোর ভিডিও আমি দিয়ে দিবো।যে গাছটা দেখানো আছে সেটাও দিবো
ফল দরচে কই মতলব দোকা
কোন ধোকা নয় পৌষ মাঘ মাসে যখন কাঠালের ফল আসবে তখন ভিডিও করে দেখিয়ে দিব কেমন ফল হয়।
তুই বাংলাদেশী মুসলিম মূর্খ বাংলাদেশের কলঙ্ক।
@@kushalghosal8767 আপনি কাকে কি বলছেন।
কাঠাল বাকা এবং ছোট হয় কেনো?
গাছে সার এবং বোরনের ঘাটতি রয়েছে। বর্ষা শুরুর আগে এবং পরে সামান্য কিছু করে জৈব সার দেবেন। আশা করি ঠিক হয়ে যাবে তবে কিছু কিছু কাঁঠাল আছে ছোট জাতের সেগুলো খুব একটা বড় হয় না