আমি না লইলাম আল্লাজীর নাম(AmiNaLoilamAllahjeer Nam)হাছনরাজার গান | শিল্পীঃপণ্ডিত রামকানাই দাশ।

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • গানঃ আমি না লইলাম আল্লাজীর নাম রে
    কথা ও সুরঃ হাছন রাজা
    শিল্পীঃ পণ্ডিত রামকানাই দাশ
    **মূল গানের লিরিক্সঃ
    আমি না লইলাম আল্লাজীর নাম রে
    আমি না কইলাম তার কাম
    বৃথা কাজে হাছন রাজায়
    দিন গুয়াইলাম।।
    ভবের কাজে মত্ত হইয়া দিন গেল গইয়া
    আপন কার্য না করিলাম,রহিলাম ভুলিয়া।।
    নাম লইব নাম লইব করিয়া আয়ু হইল শেষ
    এখনও না করিলাম, প্রাণ বন্ধের উদ্দেশ।।
    আশয় বিষয় পাইয়া হাছন (তুমি) কর জমিদারি
    চিরকাল থাকিবে নি হাছন, রাজা লক্ষ্মণছিরি
    কান্দে কান্দে হাছন রাজায় কী হবে উপায়
    হাসরের দিনে যেদিন, পুছিবে খোদায়।।
    ছাড় ছাড় হাছন রাজায় এই ভবের আশ
    (কেবল)একমনে চিন্তা কর, হইতাম বন্ধের দাস।।
    ** দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা সম্পাদিত "হাছন রাজা সমগ্র" থেকে সংগৃহীত

Комментарии • 3