একদম ই কৌশিক দা। তবে ভিডিওটি দেখার আগে একটা কথা জানিয়ে রাখি কৌশিক দা যতই তেজস বা গতিমান এক্সপ্রেসের কথা উঠুক না কেন বন্দে ভারত সবার সেরা। বন্দে ভারত ইস বন্দে ভারত, যে যা ই বলুক না কেন গতির নিরিখেও।
হাড়ে হাড়ে বুঝতে পারলাম কী অসীম কষ্ট সয়ে বারাণসী থেকে হাওড়া হয়ে বহরমপুর ফেরার জার্ণি।কারণ ১৯৮১সালে অনুরূপ জার্ণি আমিও কভার করেছিলাম।আজ ৪১ বছর বাদে সেই দিনটি আমার কাছে ফিরে ফিরে এলো। ধন্যবাদ ভাই।
আপনাকে অসঙখ্য ধন্যবাদ জানাই, এই জন্য যে শুধু সুন্দর নয়,অসুন্দর বাস্তব ঠাঁই পাক ভিডিও তে। আমার ছোটবেলায় এই অভিজ্ঞতা ভীষণ ভাবে আছে। দেরাদুনে SL কোচে। সকাল থেকে রাত দশটা পর্যন্ত এই দুর্ভোগে থাকেন সমস্ত যাত্রীরা।আমরা বিরক্ত হয়েছি,হয়ত দশটা কথাও শুনিয়েছি যারা মাঝপথে উঠেছেন,মাঝপথে নামবেন।তার মধ্যে ছাত্রছাত্রী ছিল।তাদের একটাই কথা, উত্তরপ্রদেশে লোকাল ট্রেন এত নেই লোকাল মানুষের জন্য।কত কষ্ট করে প্রতিদিন মানুষের গাল শুনে পদপিষ্ট হয়ে,এক কামরা থেকে অন্য কামরায় ধাক্কা খেতে হয়। আপনার এই ছবি দেখে অতীত সামনে এলো। উচ্চবিত্তের জন্য সব পাওয়া সহজ।ভালো ট্রেন,প্লেন,দামি হোটেল,গাড়ি!!! মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের কথা কে ভাবে!! আপনার রাজকীয় জার্নির পর এই কঠিন বাস্তবের মুখোমুখি দৃশ্য প্রত্যক্ষ ও তুলে ধরা👍👍👍👍👍👍👍👍।বন্দে ভারতে একবার চাপার ইচ্ছা আছে।
Tomar jonne ei gaan ta er ei line ta-"Tumi acho ato kache tai, prithibite te sorgo k pai".sotti tomar jonne amra ato sorgio sukh gulo sb chetepute upobhog kore nicchi....
আহ্,কি সুন্দর comfortable জার্নি 'বন্দেভারত' এক্সপ্রেস এর । উফ্, কি ভয়ংকর জার্নি বিকানির হাওড়া ট্রেন এর ।তবে সবই আমাদের সতর্ক করার জন্য, তাই স্যালুট কৌশিক। তবু নিজের যত্ন নিও।😍😍
অসাধারণ ভিডিও। ট্রেন যাত্রার আরামদায়ক ছবির পাশাপাশি সাংঘাতিক ভিড়ে অবর্ণনীয় কষ্টে ট্রেন ভ্রমণের বাস্তব ছবি এই জনবহুল দেশের অব্যবস্থা আর অপ্রতুলতার চালচিত্র। জীবনে আমরা প্রায় সবাই কোনো না কোনো দিন, কোনো না কোনো রাত এই মর্মান্তিক অভিজ্ঞতার সাক্ষী। এই ভিডিও তাই সেই স্মৃতিকে যেন উসকে দিলো।
২০১৯ এ আমার ও তোমার মতোই এরকম একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। আমার যাত্রাপথ ছিল Vizag to Howrah , সারা রাত ছোটো বাচ্চা নিয়ে বাথরুমের সামনে বসে ছিলাম তার উপর ট্রেন ৭ ঘণ্টা লেট ছিল।
A journey of comfort and discomfort, two side of a journey beautifully represented with some basic questions for the railway authorities. Simply outstanding presentation, amazing.
Thanks bhai, again making such a nice, informative, reality oriented heart touching video. Your all Varanasi related videos, that have a special place in my mind, takes me to my struggling days in the BHU during 2010-2013. During those days each and every 6 months when I came to my native home I faced the same situation in general class compartment. I had no money to buy sleeper class ticket. People who travel general class don't be considered as People. They are considered like a garbage in society. Situation could not be changed and it will never be changed in upcoming years rather than it will be increasing with population. Your both journeys (Bande Bharat and General compartment) have clearly depicted unequal distribution of wealth in present Indian society. Rich becomes more and more affluent deliberately through 70 percent reservation in govt job, poor general caste becomes more and more impoverished, oppressed,suppressed ...this is the harsh reality of India ruling by autocratic ruler both central as well as state, both are same sides of a single coin...
these autocratic rulers came after 2011 and 2014 . what was happening before that ???? everybody was travelling in bullet train or what ???? 🤔 😠😠😠😠 instead of worrying about IR kindly explain who took w.bengal from among the top 3 prosperous state to among the bottom 3 gutter state after independence 😡
@Tani Sas I am partially agree to your views. But before autocratic ruler came to power, poor general caste students studied hard at the cost of their personal health in so much uncongenial circumstances to achieve their target and consequently after achieving targets they could able to travel in the trains like Rajdhani, Satabdi etc. They studied hard with a view to achieving vertical mobilities in their lives. This situation vividly and substantially exist from 1947 to 2011 in rural villages also. This is fact. But after 2011 only a particular section of society such as sc,st,obc, Muslims, females has been benefited and amassing their wealth from generation to generation through govt policies not according to their merits but because of their birth they belong to above five sections. All possibilities of vertical mobilities of poor general caste educated youth have been deliberately closed step by step since 2014...
কৌশিক দাদা ভাই তোমাদের ভিডিও আমার খুবই ভালো লাগলো বুলেট ট্রেনে দিল্লী থেকে বারানসী আমার খুবই ভালো লাগছে আমি এখন দিল্লী থেকে দেখছি জয় বাংলা জয় ভারতের মা 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
এরই নাম জীবন দাদা... আমারও ভীষন লোগড্রাইভ করতে ভালো লাগে সেটা তো আর হবে বলে মনে হয় না. Bat tomake দেখে ভালো লাগে...এটা কিন্তু চালিয়ে যাও..ভীষন ভালো লাগছে তোমার ব্লগ দেখতে👍👍👍👍❤️❤️
স্লিপার ক্লাসের এইরকম অবস্থার জন্য আমি সবসময় ট্রেনের টিকিট এসি কাটি। আর আপনি কখনো WL ticket কাটবেন না, সবসময় CNF বা RAC কাটবেন। এতে আপনার লাভ ও সুবিধা দুটোই হবে।
কৌশিক দা এইটাই মনে হয় জীবন, ভালো খারাপ নামা ওঠা সবটাই মিলিয়ে পথ চলা। বিশেষ কারণ বশত বা প্রয়োজনে বহু বার জেনারেল কম্পার্টমেন্টে না ঘুমিয়ে ভিড়ের মধ্যে সারারাত দাড়িয়ে ট্রাভেল করেছি। তাই আপনার কষ্টটা আরও বেশি উপলব্ধি করতে পারলাম।
@@mousumimukherjee1176 South India te sleeper r general class ae bhalo bhabe travel kora jay. Rules oidike ektu strict. South much much better than North.
আপনার শেষ কথাটা নেহাত কথার কথা নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য "যারা এভাবে জার্নি করে তারা কি ভারতবর্ষের মানুষ নয়" সত্যিই লজ্জা হওয়া উচিত ভারতীয় রেলের।
সৌভাগ্য এবং দুর্ভাগ্য যখন পাশাপাশি চলে।। অত ভালো একটা জার্নির পর মে এই সময়টা অপেক্ষা করছিল তার আন্দাজ পাওয়া সত্যি কখনো সম্ভব নয়।। খারাপ লাগছিল ওই ছেলে মেয়েগুলো কে দেখে।। যাদের হয়ত দিনের পর দিন এইভাবেই যাতায়াত করতে হয়,এত কষ্ট সহ্য করতে হয় একটা চাকরি লাভের আশায়।। তোমাকেও স্যালুট।। এত এনার্জি লেভেল।। জাস্ট কিছু বলার নেই।। সবশেষে বলব যাই হোক, তাই হোক তোমার এই মিউজিকটা কিন্তু পুরো ভিডিওটাকে অনেক বেশি আকর্ষনীয় করে তোলে।। দারুন দারুন।। তা ছোট পলকে কি ট্রেনটা কিনে দেওয়া হয়েছিল??
দাদা আপনি খুব সুন্দর ভাবে কথা বলেন মানে আমরা যারা আপনার ভিডিওটি দেখি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়না. দয়া করে একটা ভিডিও বানাবেন শিয়ালদহ থেকে আজমীর শরিফ.
দাদাভাই এই ভিডিওটা দেখে অন্যরকম অভিজ্ঞতা হলো। তোমাকে দেখেই শিখলাম সব পরিস্থিতিতে কীভাবে মানিয়ে নিয়ে জীবনের পথে চলতে হয়। অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দাদাভাই।
বন্দেভারত এক্সপ্রেসে তোমার আরামদায়ক জার্নি দেখে খুব ভালো লাগলো। গোলাপফুল দিয়ে অভ্যর্থনা জানানো দারুণ লাগলো। কিন্তু পরের ট্রেন জার্নিটা দেখে খুব খারাপ লাগলো। স্লিপার ক্লাসে মানুষেরা কত কষ্ট করে জার্নি করে তোমারও অনেক কষ্ট হয়েছে। তোমাকে দেখে মনে হয় তুমি সবকিছু মানিয়ে নিয়ে চলতে পারো। তবে তোমার জন্য বন্দেভারত এক্সপ্রেসের মতো ট্রেন ভালো। এইভাবে এগিয়ে যাও। ভালো থেকো ভাই।
Sorry দাদা একটু late হয়ে গেল। তোমার এই train journey video gulo just awwwsome 👌👌👌👌👌 লাগে আমার। আমি তো কোনো দিন যেতে পারবো না। তোমার ভিডিও দিয়েই দেখা হয়ে যায়।👌👌
দাদা তোমাকে সামনা সামনি দেখার খুব ইচ্ছে। তোমার স্টরি টেলিং গুলো এতই ভালো লাগে কি বলবো। তুমি বড় ইউটিউবার বলে তার জন্য আমি দেখা করবো সেটা নয়। আমার ভালো লাগে তোমার কথাবার্তা। তোমার চোখে দেখার টুরিস্ট স্পট। তার সাথে কিছু ইনফর্মেশন। এক কথায় অসাধারণ। 😊❤️👍
Video r suru ta jemon aramdayak sesh ta temni kastodayak , jibane r ei monthon I amader kichhu dami anuviti diye jaye,yes it's call journey n it's call life,thanks for the video 🍁🍁🙏🙏
Khub sundor...tumi khub valo manush r khub asadharon...tomar blog er madhyome amrao sobai sob rokom journey r baranor aviggyota upobhog korte par6i...bhogoban tomar mongol koruk ,ei prarthona kori
That is life,E ek jibonke natun kore chena .E jeno sei bivutivusaner ""chader pahare"'sankarer mato....This is real adventure......The life is a junction.
Train 18 rocks r tar sathe you too rock bcoz tumi ei train take eto sundor vabe represent korle. Food service byapok chilo. Kintu tar por je scene dekhale seta chokhe dekhar moto noi. Ki pathetic condition e tumi journey korle Koushik.. This is not at all justified. Railway dik theke kichu byabostha kora uchit chilo. Starting ta joto ta happy chilo, ending dekhe mon ta kharap hoye gelo. Please take care 😍
তেজস এক্সপ্রেস এ একটা জার্নি হবে নাকি?
akdom❤🤝
Akdom
হবেই তো 😊😊👌👍
হাঁ চাই, তুমিই তো পারো
একদম ই কৌশিক দা। তবে ভিডিওটি দেখার আগে একটা কথা জানিয়ে রাখি কৌশিক দা যতই তেজস বা গতিমান এক্সপ্রেসের কথা উঠুক না কেন বন্দে ভারত সবার সেরা। বন্দে ভারত ইস বন্দে ভারত, যে যা ই বলুক না কেন গতির নিরিখেও।
এর ই নাম জীবন! আজকের ভিডিওতে ভারতীয় রেলের একটা বাস্তব দিক উঠে এলো। তবে দাদা একটা অনুরোধ করছি ট্রাভেল ব্লগ চালিয়ে যাও, দেখতে বড় ভালো লাগে। ❤️
QR 9 QP aap logo k saath nibh nibh nibh nibh nibh z upgrade
দাদা আমার বাড়ি সোনার পুরে সোনার পুরে ঘুরে যাবে
❤
দারুন লাগলো,খুব সুন্দর ট্রেন ,খাবার দাবার ও
খুব ভালো,
আমাদের কলকাতা থেকে একটা এই রকম ট্রেন
চালু হলে খুব ভালো হয়,কলকাতা থেকে বেনারস 👍
Bro COMIN Soon.
একদম✅
5th VB train is for kolkata, don't know the routes
IR is thinking of running 3 VB in kolkata
আপনার দিল্লি থেকে বারানসী বেড়ানো র অভিজ্ঞতা টা দেখলাম রাজধানী এক্সপ্রেসে খুব ভালো সেবা পেয়েছেন এটাতে তেমন কষ্ট৷ ভালো থাকুন সুস্থ৷ থাকুন ।
কৌশিক দা ❤ এই যাত্রায় সাহসিকতার শিক্ষা পেলাম, ভালো থাকবে, সুস্থ্য থাকবে ❤
হাড়ে হাড়ে বুঝতে পারলাম কী অসীম কষ্ট সয়ে বারাণসী থেকে হাওড়া হয়ে বহরমপুর ফেরার জার্ণি।কারণ ১৯৮১সালে অনুরূপ জার্ণি আমিও কভার করেছিলাম।আজ ৪১ বছর বাদে সেই দিনটি আমার কাছে ফিরে ফিরে এলো। ধন্যবাদ ভাই।
টেনের ভিডিও যতগুলি দিয়েছো তারমধ্যে এটা সবথেকে বেস্ট ভিডিও ছিল
দাদা তোমার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি তাই খুবই ভালো লাগে।
My India is The Best 🇮🇳❤️🇮🇳
Two opposite picture of Indian railways or society in one vedio.... excellent
আমি বাংলাদেশ থেকে আপনার এই ট্রাভেল ভিডিও দেখি, খুব ভালো লাগে। অনেক কিছু জানতে পারি।
চালিয়ে যান। সুস্থ থাকুন।
ওরে বাবা রে 😲 এই ভিডিও দেখেই আমার জ্বর এসে গেল। কি ভয়াবহ পরিস্থিতি 😳😳
আপনাকে অসঙখ্য ধন্যবাদ জানাই, এই জন্য যে শুধু সুন্দর নয়,অসুন্দর বাস্তব ঠাঁই পাক ভিডিও তে। আমার ছোটবেলায় এই অভিজ্ঞতা ভীষণ ভাবে আছে। দেরাদুনে SL কোচে। সকাল থেকে রাত দশটা পর্যন্ত এই দুর্ভোগে থাকেন সমস্ত যাত্রীরা।আমরা বিরক্ত হয়েছি,হয়ত দশটা কথাও শুনিয়েছি যারা মাঝপথে উঠেছেন,মাঝপথে নামবেন।তার মধ্যে ছাত্রছাত্রী ছিল।তাদের একটাই কথা, উত্তরপ্রদেশে লোকাল ট্রেন এত নেই লোকাল মানুষের জন্য।কত কষ্ট করে প্রতিদিন মানুষের গাল শুনে পদপিষ্ট হয়ে,এক কামরা থেকে অন্য কামরায় ধাক্কা খেতে হয়। আপনার এই ছবি দেখে অতীত সামনে এলো। উচ্চবিত্তের জন্য সব পাওয়া সহজ।ভালো ট্রেন,প্লেন,দামি হোটেল,গাড়ি!!! মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের কথা কে ভাবে!! আপনার রাজকীয় জার্নির পর এই কঠিন বাস্তবের মুখোমুখি দৃশ্য প্রত্যক্ষ ও তুলে ধরা👍👍👍👍👍👍👍👍।বন্দে ভারতে একবার চাপার ইচ্ছা আছে।
সত্যি আমেজিং জার্নি। এই রকম রোমাঞ্চ রহ্যাস ভরা যাত্রা । খুব ভালো লাগলো দাদা ♥️ তুমি ভালো থেকো সব সময় ♥️
চলতে চলতে বারানসি। থেমে থেকোনা ভাই।
Tomar jonne ei gaan ta er ei line ta-"Tumi acho ato kache tai, prithibite te sorgo k pai".sotti tomar jonne amra ato sorgio sukh gulo sb chetepute upobhog kore nicchi....
জীবনে একবার নাগপুর থেকে সাত্রাগাছি রেলের পরীক্ষা দিয়ে বিনা টিকিটে ফিরতে বাধ্য হয়েছিলাম, আজ ভিডিওতে তোমার জার্নি দেখে সেটা মনে পড়লো।
আমি যত ট্রেন জার্নির vlog দেখছি
তোমার মতো এত সুন্দর ভাবে জার্নি কভার করতে কাউকে দেখিনি❤️❤️
আগের বছর কাশ্মীর সিরিজের পর এত ভালো একটা ভিডিও আপনি উপহার দিলেন। অসাধারণ আপনার energy level.
আহ্,কি সুন্দর comfortable জার্নি 'বন্দেভারত' এক্সপ্রেস এর । উফ্, কি ভয়ংকর জার্নি বিকানির হাওড়া ট্রেন এর ।তবে সবই আমাদের সতর্ক করার জন্য, তাই স্যালুট কৌশিক। তবু নিজের যত্ন নিও।😍😍
আমরা ও বন্দেভারতে নিউ দিল্লি টু কাটরা সফরকরে এলাম 1,04,22এ অসাধারন অভিঞ্জতা দাদা যা বলে বোঝানো যায় না আপনার ভ্লগ ও অসাধারন
বিনিদ্র রাতের আমার একমাত্র সঙ্গী আপনার ভিডিও গুলো। আপনার অনেক অনেক উন্নতি হোক, সব ভালো হোক আপনার। আরো বিস্তৃত হোক আপনার পরিবার।
দাদা ,তোমার train journey vedio গুলো খুব সুন্দর লাগে 😍💝💖
সত্যি এতো সুন্দর,সাবলীল ভাবে ব্লগ করতে খুব কম দেখেছি।
বাংলাদেশ থেকে বলছি
Jai Bharat Mata
কৌশিকদা তোমার ভিডিওগুলো এক কথায় অসাধারণ এজন্য তোমার ভিডিওর জন্য সব সময় অপেক্ষায় থাকি ❤️❤️❤️
Apurbo, Asadharon, bhishon valo hoyeche video ta koushik da
ভারতীয় রেল যে নিজেকে আপডেট করছে, সেটাই আনন্দের বিষয়
Only for Modi ji
মোদী হে তো মুমকিন হে
@@susovanbaidya5818 😂
অসাধারণ ভিডিও। ট্রেন যাত্রার আরামদায়ক ছবির পাশাপাশি সাংঘাতিক ভিড়ে অবর্ণনীয় কষ্টে ট্রেন ভ্রমণের বাস্তব ছবি এই জনবহুল দেশের অব্যবস্থা আর অপ্রতুলতার চালচিত্র। জীবনে আমরা প্রায় সবাই কোনো না কোনো দিন, কোনো না কোনো রাত এই মর্মান্তিক অভিজ্ঞতার সাক্ষী। এই ভিডিও তাই সেই স্মৃতিকে যেন উসকে দিলো।
koushik you know how to handle the situation. You have great spirit with positive attitude. Difficulties is the salt of life
২০১৯ এ আমার ও তোমার মতোই এরকম একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। আমার যাত্রাপথ ছিল Vizag to Howrah , সারা রাত ছোটো বাচ্চা নিয়ে বাথরুমের সামনে বসে ছিলাম তার উপর ট্রেন ৭ ঘণ্টা লেট ছিল।
Ohooo can feel u 😕
ভীষণ Inspiring. এগিয়ে চলো কৌশিকদা॥
সত্যি কৌশিক তোমার বাচন ভংগী অতি সুন্দর । দারুণ লাগে ।
A journey of comfort and discomfort, two side of a journey beautifully represented with some basic questions for the railway authorities. Simply outstanding presentation, amazing.
,
বেল অন করে ডুকলাম ৷ দারুন প্রাকৃতিক দৃশ্য অপূর্ব ৷
I took this train last Sept end from Varanasi till Kanpur from where I boarded the Rajdhani to Howrah, great experience.
দারুন জার্নি দাদা... এই অভিজ্ঞতা আমারও হয়ে গেছে ৷
Thanks bhai, again making such a nice, informative, reality oriented heart touching video. Your all Varanasi related videos, that have a special place in my mind, takes me to my struggling days in the BHU during 2010-2013. During those days each and every 6 months when I came to my native home I faced the same situation in general class compartment. I had no money to buy sleeper class ticket. People who travel general class don't be considered as People. They are considered like a garbage in society. Situation could not be changed and it will never be changed in upcoming years rather than it will be increasing with population. Your both journeys (Bande Bharat and General compartment) have clearly depicted unequal distribution of wealth in present Indian society. Rich becomes more and more affluent deliberately through 70 percent reservation in govt job, poor general caste becomes more and more impoverished, oppressed,suppressed ...this is the harsh reality of India ruling by autocratic ruler both central as well as state, both are same sides of a single coin...
This is the ultimate ugly truth u have said !! 🔥🔥
@Sayan Das yes I have faced it personally throughout the whole night so I can feel the pain of the common Indian citizen.
these autocratic rulers came after 2011 and 2014 . what was happening before that ???? everybody was travelling in bullet train or what ???? 🤔 😠😠😠😠 instead of worrying about IR kindly explain who took w.bengal from among the top 3 prosperous state to among the bottom 3 gutter state after independence 😡
@Tani Sas I am partially agree to your views. But before autocratic ruler came to power, poor general caste students studied hard at the cost of their personal health in so much uncongenial circumstances to achieve their target and consequently after achieving targets they could able to travel in the trains like Rajdhani, Satabdi etc. They studied hard with a view to achieving vertical mobilities in their lives. This situation vividly and substantially exist from 1947 to 2011 in rural villages also. This is fact. But after 2011 only a particular section of society such as sc,st,obc, Muslims, females has been benefited and amassing their wealth from generation to generation through govt policies not according to their merits but because of their birth they belong to above five sections. All possibilities of vertical mobilities of poor general caste educated youth have been deliberately closed step by step since 2014...
@@tanisas7099 what is the definition of gutter state, bande bharat express se chalne se koi communal state achha nehi ban jata hey
কৌশিক দাদা ভাই তোমাদের ভিডিও আমার খুবই ভালো লাগলো বুলেট ট্রেনে দিল্লী থেকে বারানসী আমার খুবই ভালো লাগছে আমি এখন দিল্লী থেকে দেখছি জয় বাংলা জয় ভারতের মা 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
দাদা সত্যি একেই বলে জীবন ❤❤❤
সত্যি পরিস্থিতি কত কিছু জানতে শেখায়!! ভালো থেকো 😍😍
Wow beautiful journey 😍 bro ❤️ .... Take Love ❣️ from Bangladesh 🇧🇩🔥👍
দেখো বাংলাদেশ দেখতে থাকো
please stop kiling of hidus and destruction of durga pandal and mandirs....justice for bangladeshi hindus from muslim jehadis.
Right 👍
Kangladesh dakba ar jolbaa 🤣🤣🤣
Hmm
এরই নাম জীবন দাদা... আমারও ভীষন লোগড্রাইভ করতে ভালো লাগে সেটা তো আর হবে বলে মনে হয় না.
Bat tomake দেখে ভালো লাগে...এটা কিন্তু চালিয়ে যাও..ভীষন ভালো লাগছে তোমার ব্লগ দেখতে👍👍👍👍❤️❤️
স্লিপার ক্লাসের এইরকম অবস্থার জন্য আমি সবসময় ট্রেনের টিকিট এসি কাটি। আর আপনি কখনো WL ticket কাটবেন না, সবসময় CNF বা RAC কাটবেন। এতে আপনার লাভ ও সুবিধা দুটোই হবে।
কৌশিক দা এইটাই মনে হয় জীবন, ভালো খারাপ নামা ওঠা সবটাই মিলিয়ে পথ চলা। বিশেষ কারণ বশত বা প্রয়োজনে বহু বার জেনারেল কম্পার্টমেন্টে না ঘুমিয়ে ভিড়ের মধ্যে সারারাত দাড়িয়ে ট্রাভেল করেছি। তাই আপনার কষ্টটা আরও বেশি উপলব্ধি করতে পারলাম।
ঝারখন্ড বিহার উত্তরপ্রদেশ দিয়ে মধ্যরাতে যে ট্রেন গুলো উত্তর ভারতে যায়/আসে সেই ট্রেনগুলোর sl.class এর ভিডিয়ো দেখতে চাই৷
Sanghatik obostha....
Ami journey korechi...tao abar RAC te....
Mone hochhilo..train theke jhap diye di...
@@mousumimukherjee1176 South India te sleeper r general class ae bhalo bhabe travel kora jay. Rules oidike ektu strict. South much much better than North.
Kmn akta thriller jeno 🤣😅
তোমার কথা শুনবো না ব্লগ দেখবো সত্যি অসাধারণ দেখতে শুরু করলে আর ছাড়তে মন চায় না। 🥰🥰🥰🥰🥰👌👌👌👌
Love from Siliguri ❤️❤️
কৌশিক দা নমস্কার চালিয়ে যাও তোমার ট্রাভেল সবগুলোই দেখি খুব ভাল লাগে
আপনার শেষ কথাটা নেহাত কথার কথা নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য "যারা এভাবে জার্নি করে তারা কি ভারতবর্ষের মানুষ নয়" সত্যিই লজ্জা হওয়া উচিত ভারতীয় রেলের।
সৌভাগ্য এবং দুর্ভাগ্য যখন পাশাপাশি চলে।। অত ভালো একটা জার্নির পর মে এই সময়টা অপেক্ষা করছিল তার আন্দাজ পাওয়া সত্যি কখনো সম্ভব নয়।। খারাপ লাগছিল ওই ছেলে মেয়েগুলো কে দেখে।। যাদের হয়ত দিনের পর দিন এইভাবেই যাতায়াত করতে হয়,এত কষ্ট সহ্য করতে হয় একটা চাকরি লাভের আশায়।। তোমাকেও স্যালুট।। এত এনার্জি লেভেল।। জাস্ট কিছু বলার নেই।। সবশেষে বলব যাই হোক, তাই হোক তোমার এই মিউজিকটা কিন্তু পুরো ভিডিওটাকে অনেক বেশি আকর্ষনীয় করে তোলে।। দারুন দারুন।। তা ছোট পলকে কি ট্রেনটা কিনে দেওয়া হয়েছিল??
ভুলে গিয়েছে ট্রেন এর কথা.. আর বলেনি
@@TravelWithKoushik 😀😀
শেষের সিন টা সত্যি খুব বেদনাদায়ক। পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে এইরকম করে জার্নি করছে। তারউপর এত গরম 🔥শরীর খারাপ হয়ে গেলেও কিছু করার নেই 😔
শেষের কথা গুলো মন ছুঁয়ে গেলো সত্যিই। স্লিপার ক্লাসের লোকরা যেনো টিকিট কাটে না, তাদের সুরক্ষা নেই??
কমেন্টের ৪৫ সেকেন্ডের মধ্যে রিএক্ট দিল দাদা 🤠💥❣️
দাদা কোন অ্যাপের মাধ্যমে ট্রেনের স্পিড টা দেখছেন,অ্যাপটার নাম যদি বলতেন উপকৃত হতাম ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে
play store a a onek app peye jabe..but maximum train vlooger ra payble app use kore ...
Gps speed meter
Speedometer OK 👌
দাদা আপনি খুব সুন্দর ভাবে কথা বলেন মানে আমরা যারা আপনার ভিডিওটি দেখি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়না. দয়া করে একটা ভিডিও বানাবেন শিয়ালদহ থেকে আজমীর শরিফ.
খুব, খুব, খুব বাজে অবস্থা, যারা একা যাতায়াত করে, তাদের খুব চাপ, ট্রেন যদি এই রকম হয়, সবাই তো এসি টিকিট কাটতে পারে না।
আমি বাংলাদেশ থেকে তোমার সব ভিডিও দেখি ।।।। অনেক ভালো লেগেছে।।।
পুরো ভিডিও টা দেখে তোমার সাথে জার্নি টা উপলব্ধি করলাম খুব ভালো লাগলো
Apnar vlog to sudhu travel blog noi alada akta emotion thake😊Sob miliye darun
Jaihok akta onno rokom train journey dekhlam aj
তোমার কষ্ট হয়েছে কিন্তু জার্নির শেষ টা খুব মন ছুঁয়ে গেল।
Baba pet toh vison vore gelo r journey ta darun laglo.
স্লিপার ক্লাসের এরকম অভিজ্ঞতা আছে।বিকানির থেকে হাওড়া(1989) আর আম্বালা থেকে হাওড়া ফেরার সময়(সিমলা থেকে2005)।
তারপর থেকে স্লিপার 🙏দিয়েছি।
Darun dada ,onek din por.....Khub valo lagchhe👍👍👍👍👍🙏🙏🙏🌺🌻🌹🌷🌷🌼
হাওড়া থেকে মালদা আমি একবার general কামরাতে পুরোটাই দাঁড়িয়ে জার্নি করেছিলাম,,,,আপনাকে দেখে সেই কথা মনে পড়ে গেল
দাদাভাই এই ভিডিওটা দেখে অন্যরকম অভিজ্ঞতা হলো। তোমাকে দেখেই শিখলাম সব পরিস্থিতিতে কীভাবে মানিয়ে নিয়ে জীবনের পথে চলতে হয়। অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দাদাভাই।
আমার জীবনে একবার এরকমই হয়েছিল মিরাজ থেকে পুনে আসবার সময়। ও:কি দুর্বিসহ অবস্থা। জীবনে ভুলবো না।
Chomotkar uposthapon khub valo laglo dada shahoshi uposthapon
Fast starting is osam with song, This is best movement to me👌👌👌
Khub bhalo laglo video ta Koushik da..
Train ar video gulo khub bhalo lage .kitu ai video end part ta dhake khub kasto holo ... 😭😭😭
কৌশিক ভাই অনেক অনেক ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩🇧🇩
সত্যি।এইরকম অভিজ্ঞতা বহুবার হয়েছে।কিন্তু রেলের কোনো হেলদোল নেই।
আপনার বাড়ি বহরমপুর, জেনে ভালো লাগলো।।।
আপনার প্রথম ভিডিও দেখলাম, অসাধারণ লাগলো।।
আমার বাড়ি লালবাগ।।
খুব ভালো, এগিয়ে চলুন❤️❤️❤️❤️
বন্দেভারত এক্সপ্রেসে তোমার আরামদায়ক জার্নি দেখে খুব ভালো লাগলো। গোলাপফুল দিয়ে অভ্যর্থনা জানানো দারুণ লাগলো। কিন্তু পরের ট্রেন জার্নিটা দেখে খুব খারাপ লাগলো। স্লিপার ক্লাসে মানুষেরা কত কষ্ট করে জার্নি করে তোমারও অনেক কষ্ট হয়েছে। তোমাকে দেখে মনে হয় তুমি সবকিছু মানিয়ে নিয়ে চলতে পারো। তবে তোমার জন্য বন্দেভারত এক্সপ্রেসের মতো ট্রেন ভালো। এইভাবে এগিয়ে যাও। ভালো থেকো ভাই।
সেদিন Exam এর জন্যই এই দুরবস্থা.. পর পর দুই দিন জাগা.. সেদিন খুব কষ্ট পেয়েছিলাম.. এই অভিজ্ঞতা নতুন নয় কিন্তু সেদিনের অভিজ্ঞতা চরমতম
Sorry দাদা একটু late হয়ে গেল। তোমার এই train journey video gulo just awwwsome 👌👌👌👌👌 লাগে আমার।
আমি তো কোনো দিন যেতে পারবো না। তোমার ভিডিও দিয়েই দেখা হয়ে যায়।👌👌
Sesh kotha gulo khub mormosporshi... Dada khub valo laglo
দাদা তোমাকে সামনা সামনি দেখার খুব ইচ্ছে। তোমার স্টরি টেলিং গুলো এতই ভালো লাগে কি বলবো। তুমি বড় ইউটিউবার বলে তার জন্য আমি দেখা করবো সেটা নয়। আমার ভালো লাগে তোমার কথাবার্তা। তোমার চোখে দেখার টুরিস্ট স্পট। তার সাথে কিছু ইনফর্মেশন। এক কথায় অসাধারণ। 😊❤️👍
U r the best vlogger of West Bengal... Sotti dada tumi osadharon...
খুব সুন্দর, একদম আমাদের কথায় পুরো জার্নি ।
wow ! Amr khub i66e Benaras a jouar....Ami ekhn Allahabad a thak6i porasonar jonno...khub Sighroi Benaras ghurbo🥰♥️♥️
Video r suru ta jemon aramdayak sesh ta temni kastodayak , jibane r ei monthon I amader kichhu dami anuviti diye jaye,yes it's call journey n it's call life,thanks for the video 🍁🍁🙏🙏
তোমার উপস্থাপনা বেশ মনোগরাহী। All the best 👍 👌 😍
Dada sotti apner video gulo dakhte bes vlo lage ..thank u ato sundor sundor jaiga dekhanor jonno & bivinno rokom information gulo debt jonno ...👍👍
ভাইয়া আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি...love u bro🥰🥰🥀♥️
Excellent video..apnake dekhle Amar khub Kacher mone Hoi...mone Hoi kothao apnake dekhechi..
খুব ভালো লাগল ভিডিও টা love you❤❤❤
আর তোমার কথা বলার মধ্যে যাদু আছে।তাই বার বার শুনতে ভালো লাগে ।❤❤❤
Aj projonto joto video dekhechi tomar, eta best chilo.
বাংলাদেশ থেকে দেখছি দাদা....ভালোবাসা অবিরাম 🥰
India visit Kore Jan dada love from India
আপনার কথা বলা,, খুব ভাল লাগে,,, কথা দিচ্ছি সাথে থাকব সবসময় দাদা।।।
Khub sundor...tumi khub valo manush r khub asadharon...tomar blog er madhyome amrao sobai sob rokom journey r baranor aviggyota upobhog korte par6i...bhogoban tomar mongol koruk ,ei prarthona kori
শুরু টা এত ভালো হল কিন্তু শেষ টা এত খারাপ হবে ভাবতে পারিনি । ভালো থেকো 👍👍
বাড়ি বসে ভ্রমণ হয়ে গেল আমাদেরও ভাই। দারুন👌👌
অসাধারণ মিউজিক শুরুতেই
Tomar ei rail journey r proti interest tai amar interest barie tole tomar blog gulo dekhar jonno.. 👍
Aktu goromer jonne debotar rag hoache apnar opor puro gorome kata te holo.. 😊darun laglo.. advut sundor kore dekhiachen.. 😊
দারুন, অনবদ্য 👏🏻, "শ্রেণী বিভাজন" টা কে এতো সুন্দর ভাবে দেখিয়েছেন যে সত্যিই প্রশংসনীয়। অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য।
Complete package tour coverage KOUSHIK .
Train coach khub sundor .
Khub bhalo lagllo Tomar eai coverage Tao.
That is life,E ek jibonke natun kore chena .E jeno sei bivutivusaner ""chader pahare"'sankarer mato....This is real adventure......The life is a junction.
Train 18 rocks r tar sathe you too rock bcoz tumi ei train take eto sundor vabe represent korle. Food service byapok chilo. Kintu tar por je scene dekhale seta chokhe dekhar moto noi. Ki pathetic condition e tumi journey korle Koushik.. This is not at all justified. Railway dik theke kichu byabostha kora uchit chilo. Starting ta joto ta happy chilo, ending dekhe mon ta kharap hoye gelo. Please take care 😍
uncle ami train journey korte kortei apnar train travel er video dekhe katalam..aj❤Boring bapar ta akdom e hoyni..Thank you uncle❤
Khub sundor laglo video ta❣️❣️❤❤
ভাল লাগল ভিডিও টি ।এমন আরও ভিডিও বানান ।রেল মন্ত্রক এর চোখে আঙুল দিযে দেখান ড্যাস এর বাচছা গুল কেমন দেশ চালাচ্ছে।
E ak notun experience Kaushik Da. Durdanto vlog🌹🌹🌹