Sylhet day tour 2025 | Ratargul | মালনীছড়া চা বাগান | Sada pathor | শাহজালাল রহ দরগাহ |
HTML-код
- Опубликовано: 31 янв 2025
- Sylhet day tour 2025 এ আমরা ঘুরেছি Ratargul swamp forest, মালনীছড়া চা বাগান, sada pathor এবং হযরত শাহজালাল রহ এর দরগাহ। #sylhetdaytour #ratargul_swamp_forest #malinichorateagarden #sadapathor
খরচ
ট্রেন ভাড়া - ৩৭৫+৩৭৫
সারাদিনের CNG - জন প্রতি ৩০০
রাতারগুলের নৌকা - জন প্রতি ১৮০
Sylhet one day tour এ আমরা প্রথমেই Dhaka to Sylhet চলে আসি বাসে করে। কদমতলী বাস স্ট্যান্ড থেকে আমরা সারাদিনের জন্য সিএনজি ভাড়া করি ১৬০০ টাকায়। যেহেতু এটি আমাদের Low cost sylhet tour তাই আমাদের লক্ষ্য যতটুকু কমে সম্ভব Sylhet budget tour সম্পন্ন করা। আর আমার এই Sylhet vlog এ আমি আপনাদের Sylhet day tour সম্পর্কে বিস্তারিত বলবো। সিলেটে হযরত শাহজালাল (র), শাহপরান (র) এর মাজার খুবই বিখ্যাত। হযরত শাহজালাল (র) এর মাজারকে কেউ কেউ সিলেট মাজার বলে। আবার এই মাজার শাহজালাল (র) এর দরগাহ নামেও পরিচিত। Sylhet tour এ যারাই আসেন তাদের তালিকায় সিলেটের সকল দর্শনীয় স্থানের সাথে এই দরগাহের নামও থাকে। দরগাহের শুরুতেই বিশাল গেইট। গেইট পার হয়ে ঢুকতেই হাতের বামে চোখে পড়বে শত শত জালালী কবুতর। এই জালালী কবুতরকে জালালী কইতর বলে ডাকে স্থানীয়রা। হযরত শাহজালালের (রহ) জীবনী থেকে আমরা জানি যে দিল্লীর নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া কবুতর উপহার দেন যেই কবুতর নিয়ে তিনি সিলেটে আসেন। এই কবুতর জালালী কবুতর নামে পরিচিতি। তার পাশেই ছোট একটি ঘরে ৩ টি প্রচীন ডেগচি রাখা। মাজার কর্তৃপক্ষের কথা অনুযায়ী এই ডেগচি ৪০০ বছরের পুরনো। একটু পরেই দেখা মিলবে গজার মাছে ভর্তি সেই পুকুরটির। বড় বড় গজার মাছের বসবাস এই পুকুরে। এই গজার মাছকে খাবার খাওয়ানোর জন্য পুকুরের পাশেই ছোটমাছ বিক্রি করা হয়। এই মাজারে একটি বিশাল কবরস্থান রয়েছে। যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন সালমান শাহ। সালমান শাহের কবরের ঠিক পাশেই রয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর কবর। দরগাহ গেটের আসে পাশে অনেক হোটেল পাওয়া যায় থাকার জন্য৷ সো Sylhet hotel নিয়ে সমস্যা হবে না। Low budget থেকে শুরু করে সকল বাজেটে রুম পাওয়া যায়। মালনীছড়া চা বাগানে, যা সিলেটের প্রথম চা বাগান। Malinichora tea garden / Malnicchora tea estate ই বাংলাদেশের প্রথম চা উৎপাদন কেন্দ্র, এবং এখানে উপমহাদেশের শত বছরের চা উৎপাদনের গল্পের শুরু। মালনীছড়া চা বাগান আপনাকে এনে দেবে সেই গল্পের স্বাদ। মালনীছড়া চা বাগানের পাশেই রয়েছে হারং হুরং গুহা, যা অন্তত তিন কিলোমিটার পূর্বদিকে অবস্থিত। এছাড়া এখানে লাক্কাতুরা চা বাগান যা সিলেটের সবচেয়ে বড় চা বাগান, আলী বাহার, তারাপুর এবং কালাগুল চা বাগানও রয়েছে। Drone view তে Sylhet কে এত সুন্দর লাগে যা বলার বাহিরে। সবুজ আর সবুজ। Ratargul travel 2024 এ এবারে শরৎ এ আমাদের রাতারগুল বন ভ্রমন ছিলো অনন্য। যদিও পানি একটু কম ছিল তবো Boat ride in Ratargul ছিলো অসাধারণ। সিলেটে আসলেই সিলেট রাতারগুল ভ্রমন বা রাতারগুল জলাবন ভ্রমন না করা মানে প্রকৃতির এক অপার সৌন্দর্য থেকে বঞ্চিত হওয়া। Sylhet tourist place গুলোর মধ্যে রাতারগুল সিলেট (Ratargul sulhet)/ Sylhet ratargul swamp forest অন্যতম। রাতারগুল সোয়াম্প ফরেস্ট (Ratargul Swamp Forest) বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ কে "রাতা গাছ" বলে। সেই রাতা গাছের নাম থেকেই এই বনের নাম রাতারগুল। Ratargul tour guide এর এ আমার মতামত হলো রাতারগুল জলাবন বছরের যে কোনো সময় আসা যায়। swamp forest in winter এ এক রুপ আবার বর্ষায় রাতারগুলের আরেক রূপ। সিলেটে আসলেই Volagonj sadapathor বা সাদাপাথর ভোলাগঞ্জ সিলেট ভ্রমন বা Bholagonj tour না করা মানে প্রকৃতির এক অপার সৌন্দর্য থেকে বঞ্চিত হওয়া। Sylhet tourist place গুলোর মধ্যে bholaganj sada pathor বা সাদা পাথর সিলেট অন্যতম। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতি মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ বা Bholagonj sadapathor Sylhet দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা একদিকে ধলাই নদের পানির যোগানদাতা অন্যদিকে এই পানি প্রবাহই Bholagonj sylhet এর রূপের উৎস। Sylhet sadapathor এলাকার কাছেই আছে উৎমাছড়া, তুরুংছড়ার মত আরও দুইটি সুন্দর স্থান। যদিও বর্ষাকাল ছাড়া এই দুই স্থানে যাওয়ার পরিকল্পনা এড়িয়ে যাওয়াই ভাল। Dhaka to Sylhet by bus এ আসতে চাইলে হানিফ, শ্যামলী, গ্রিনলাইন ইত্যাদি পরিবহনের বাস প্রতিদিন সকাল ৬ থেকে রাত ১২ টা পর্যন্ত একটু পর পর সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সিলেট থেকে ঢাকায় আসে। ভাড়া ৫০০/- থেকে ১০০০/- টাকা। আপনি চাইলে Dhaka to sylhet by train এ ও আসতে পারেন। ভাড়া পড়বে ৩০০-৪০০ টাকা। Sylhet travel guide এ আপনি Volagonj sadapathor / ভোলাগঞ্জ সাদাপাথরের পাশাপাশি আরো কিছু জনপ্রিয় Sylhet touristplace আছে আপনি আপনার Sylhey tour plan এ সেগুলোও রাখতে পারেন। Day tour in sylhet এ আপনি যেতে পারেন রাতারগুল জলাবন ( Ratargul swamp forest) , জাফলং জিরো পয়েন্ট ( jaflong zero point), ওইখানে আপনি Mayabi jhorna / মায়াবী ঝর্ণা পেয়ে যাবেন। মায়াবী ঝর্ণার আরেক নাম Jaflong jhorna। এছাড়াও আছে Bichnakandi (বিছনাকান্দি), লালাখাল / lalakhal sylhet, মালনীছড়া চা বাগান, শাহজালাল রহ এর মাজার, শাহ পরান রহ এর মাজার। Real time update এর জন্য আপনি আমাকে Instagram এ follow করতে পারেন: / raihanbshaheen আপনি চাইলে Facebook এও আমাকে follow করতে পারেন : / runraihan
#ratargul #মালনীছড়াচাবাগান #mayabijhorna #lalakhalsylhet #sylhettour #sylhetbudgettour #ratargulswampforest #sahjalalmajar #bichnakandi #jaflong #bholaganjsadapathar #sylhettourplan #sylhetdaytour
Video ta joss chilo apnar moto 🤗
🥰🥰
Osthir vai
Vai sada pathor er oikhaner pahar er drisho ta best chilo 💝
🥰🥰🥰
Very nice video bhai
Keep it up❤
Thanks all
❤❤❤❤
💖
Go Ahead sir
🥰🥰
Sir big fan 🙏🏿🙂
Keep supporting & take love 🥰
Big fan bhaiya ❤
💖💖💖
Onek din dhore apnake onek miss korchilam tai dekha vlog abar dekhlam
Ekhon vlog gulo dekhte aro vallage tartari next vlog upload den
And amr onek iccha ssc er por apnar shathe mountain track korar and vlog e thakar
Janina possible ki na kintu amr dream eta
February Theke abr suru inshallah
Joss
Stay connected
Best one❤
🥰🥰
🙂 ki o Vai amgo nh tour e niba koisila bag rdy koira boiya roisi 🫠💔
test exam ses hok
❤️🩹♥️
💖💖
Choto kore akta gk class hoye gelo🩵🩵
professional vlog 😂
Support dile support paben❤
Zubayer
dilam
Very nice video bhai
Keep it up❤
Thanks 🤗
❤❤❤❤
Keep supporting & take love 🥰
❤❤