বছর ধরে চলে ড্রেজিং, তবুও কাটে না নাব্য সংকট! | BIWTA | Dredging
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #BIWTA #Dredging
বছর ধরে চলে ড্রেজিং, এরপরও কাটে না নাব্য সংকট। এতে প্রতি বছরই বন্যার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচলে তৈরি হয় অচলাবস্থা। বিআইডব্লিউটিএ বলছে, ড্রেজিংয়ের সক্ষমতার তুলনায় পলি আসার পরিমাণ অনেক বেশি হওয়ায় তারা অসহায়। তবে স্থানীয়দের দাবি, ড্রেজিংয়ের বালু ফের নদীতে ফেলাতেই সংকট কাটছে না। এক্ষেত্রে বিআইডব্লিউটিএ বলছে, স্রোতের তোড়ে বেশি দূর পর্যন্ত ড্রেজিংয়ের পাইপ দেয়া সম্ভব নয়। এ কারণে আশপাশের চরে তারা বালু ফেলেন। মাহমুদ রাকিবের রিপোর্ট।
Dredging has been going on for years, yet the naval crisis has not abated. This creates a stalemate in the ferry service on the Shimulia-Kanthalbari waterway every year after the floods. BIWTA says they are helpless as the amount of sediment is much higher than the dredging capacity. However, the locals claim that the dredging sand is not in the river. In this case, BIWTA says, it is not possible to supply dredging pipes to a greater distance than the current. Due to this they throw sand in the surrounding chars. Mahmud Rakib's report.
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: www.somoynews.tv
"SOMOY TV" is the Most Reliable News Source and Leading 24/7 News Based TV Channel in Bangladesh
====================
Somoy TV has the sole rights of all contents and it does not give permission to any business entity or individual to use these contents except SOMOY TV (SOMOY Media Limited).
This Channel is the Based on News and Current Affairs. The uploaded all contents are Made by our own team. Also Sometimes We are using some Third-Party materials where we have the specific authorization and permission to use this on RUclips.
Stay Connected with us:
====================
"SOMOY TV (Somoy Media Limited)" is the Leading 24/7 News Based TV Channel in Bangladesh.
Website: www.somoynews.tv
Google Plus: plus.google.co...
RUclips: / somoytvnetupdate
Facebook: / somoynews.tv
Twitter: / somoytv
কি মধুর একটি বাক্য
লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ 💓
নৌবাহিনীর ড্রেজার দিয়ে বালু তোলে,এ গুলো বিক্রির বেবসথা করা হোক।
৩০ টাকা ফুট করে বালি কিনতে হয়।। আমাদের। তাই কম দামে যদি সরকার বিক্রি করে তাহলে সরকারের লাভ, জনগনের ও লাভ।
এই বালুর মান ভালো না। এইখানে ড্রেজিং করে পলি সহ । এই বালু বিল্ডিং এর কাজে ব্যবহার অযোগ্য।
Ai balu vita matir jonno upojogi
এই বালু গুলো বিভিন্ন প্রজেক্টে দেয়া যেতে পারে।
eigulo pocha bali. egula te only dhan khet hobe.
বাংলা ও ইংরেজি অনুবাদসহ ক্বুরআন তিলাওয়াত শুনতে আপনাদের সবাইকে আমন্ত্রণ 💛
আমি মনে করি বালু গুলো সরকারি ভাবে পাবলিকের কাছে বিক্রি করা উচিত
বালু বিক্রয় করে দেন আর বালু পরবেনা
R8
বাংলাদেশ জিন্দাবাদ। মোঃ আনোয়ার হোসাইন।
বালু ব্যবসায়ীদের বালু তোলার অনুমতি দিলেই তো পারে । ব্যবসায়ীরা বিনামূল্যে বালু অপসারন করে নিয়ে যাবে।
Ok apni ki nodir maj thek balo neben na par theke apnia bolun ? kew seta korbe bastobbadi hon
আমি নিজেও দেখেছি এত কাছে ফেলে যে আবার বালি নদীতে চলে আসে,
আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ্য রাখুক-েআমিন।
বালু ব্যাবসায়ীদের বালু উত্তোলনে বাধা দেয়া হচ্ছে , আবার অন্যদিকে সরকারি টাকা খরচ করে নদী ড্রেজিং হচ্ছে , এর কারণ কি
এটাই হচ্ছে আমলাতান্ত্রিক যাদু। এর সুবিধাটা কী এটা বুঝতে হলে বিদেশি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা নিরিক্ষা করতে হবে।
সুষ্ঠ ব্যবস্থাপনার অভাব।
গাঙ্গের পানি গাঙ্গে যায় ,
গাঙ্গের বালু ও গাঙ্গে যাইবো ,
এইটাই স্বাভাবিক 😁🇧🇩👍
পদ্মানদীর ডেজিং করা বালু গুলা নদীতে না ফেলে সরকারি ভাবে বিভিন্ন প্রকল্পের আওতায় আনতে হবে। এবং দায়িত্ব প্রাপ্তদের পরিকল্পনা মাফিক কাজ করার খুব প্রয়োজন
হানিফ সংকেতের মতো সাংবাদিকদের কন্ঠ
*ধন্যবাদ সবাইকে*
নদীর বুক ভরাট করা হচ্ছে যেন দুই কুল ভাঙতে পারে, কি সুন্দর আইডিয়া 😂😂
Stop corruption, save Bangladesh.
বাহ্ সুন্দর তোলো আর ফেলো, আর জনগণের টাকা পকেটে ভরো!
this soil can transfer to city areas where areas down.
ড্রেজার দিয়ে পদ্মার বালি কাটা ঠিক হবে না,, বন্যার দুর্যোগ আসে পাসের বাড়ি গুলোর অনেক ক্ষতি হয়,, বাড়ি গুলো ভেঙ্গে পড়ে নিমিসে পদ্মায় চলে যায়,, সুধু মাত্র ড্রেজার দিয়ে বালি কাটার কারনে।
বালি কাটার ফলে পাড় ভাঙেনা পাড় ভাঙে নদির গভিরতা কম হলে। নদি তার নাব্যতা হারালে সেও তার প্রতিশোধ নেয় সবাইকে নদিতে নামিয়ে। বুঝলেন।
The sand have to take far away...
I mean shell it to any project or company....
এখানে পরিকল্পনা করে ড্রেজিং করা দরকার যাতে ভবিষ্যতে কাজে লাগে
এটা আমিও দেখছি যেখান থেকে ড্রেজিং করে সেখানেই বালু ফালাচ্ছে।।।
নদীর বালি নদীতে ফেললে তো এমনই হবে😏
বালু রাস্তার কাজে ব্যবহার করা হোক
পদ্মা ব্রীজ না হওয়া পর্যন্ত মানুষের কষ্ট কমবে না
চোর সালাদের বিচারের আওতায় আনা উচিত
দয়া করে জানাবেন, বাইক নিয়ে কালকে ঢাকা যেতে পারবো কি? দুই একটা ফেরিও কি চলে না?
aro 3 din bondho vai. kalke rate ami giya ferot aschi. trolar chole but khub risk
করাত দিয়ে কলাগাছ কাটার মতো অবস্থা। এদের কাজের মধ্যেই তাদের যোগ্যতার প্রমাণ পাওয়া যায়।
ভাইয়ের ভয়েস টা অনেক টা হানিফ সংকেতের মতো
Best view
Deshe জত বালি সংকট তখন নদীর বালু নদিয়ে না ফেলে সহরে নেওয়া হক
বালু বিক্রি করা হয় হাজার হাজার টাকা কোন কোম্পানিকে দিয়ে দিন ওরা নিয়ে সারা বাংলাদেশের বাজারে বিক্রি করে লাভ করবে।
ড্রেসিং এর পানি গুলো লক্ষ করলে দেখবেন, শুধু সাদা পানি ড্রেসিং করে তারা,
রংবাজ পদ্মা সামাল দেয়া কঠিন।
বাংলাদেশে সরকারিভাবে ডিজার মেশিন কিনা উচিত
নদীর পাশে যে গ্রাম আছে ওয়াল এর গাথনি দিয়ে সেখানে এই মাটি ফেলে বাদ দিয়ে রাস্তা বানানো যায় না?যদি এমন হয় তাহলে রাস্তা ও বাদ দুটোই এক শাথে হলো ।
বিরিজ এর কাহিনি সেস।
ওখন বালূ নিয়া পরছে। 🥵
বালু তুলে আবার নদীতেই ফেল্লে কিভাবে হবে।এসব অপরিকল্পিত কাজ বাংলাদেশেই সম্ভব 🥴
বালু পাবলিক কে দিয়ে দেখেন একবার, এক ফুট বালুও থাকবে না।
বারবার ড্রেজিং না করলে হাজার হাজার কোটি টাকা মারবে কিভাবে???
পদ্মা সেতু টা হইলে আর কোন কষ্ট পেতে হবে না।
জারা বালু
বিক্রি করে
তারাতো পারে এই
বালু গুলো উততলোন
করে টেন্ডারের হাতেদিতে
মালদ্বীপ নাকি আমাদের দেশের এই পলি মাটি নিতে চায়,তাদের দেশে পর্যাপ্ত পরিমাণে এই মাটি রপ্তানি করা হওক।
এতো দিন পর চোখে পরলো? এ চর জে কেনো করা হচ্ছে তা অনেকে জানে তাই নৌকার মাজির কাছ থেকে জানতে হবে না এখানে কতো টুকো পানি???????
এভালু কোন অন্য কোন জায়গায়
আবার অন্য কোন প্রজেক্টে ব্যবহার করা হোক
তা না হলে বিক্রি করে দেয়া হোক
Nc
এই ভালো গুলি ড্রেজিং করে আড়িয়াল বিলে রাখা হোক তাহলে আমাদের আগামী দিনে আড়িয়াল বিলে এয়ারপোর্ট করতে সুবিধা হবে
Ami nije dekhecii oraa mati kete abr paree dhale....
Age vabtm r chinta kortm, jak ekhn valo lagse eta new e ashcee
Its better to make bank protection
এই বালি গুলা বঙ্গোপসাগরে ফেললেই তো পারে। তাহলে নতুন দ্বীপ তৈরি হবে।
এটা করতে হলে কয়েক বিলিয়ন ডলার দরকার। এটা কি লাভজনক হবে ভাই??
কতো পলি আসে তার হিসাব পরে দিয়েন, আগে ড্রেজিং করা বালুর হিসাব বুঝায় দেন! দেশের মানুষ তেল লবণ কিনতেও ভ্যাট-ট্যাক্স দেয় দেশের উন্নতির জন্য।
যে পরিমান বালু ক্রনা হয় এই বালু বিক্রি করে সরকার অনেক অর্থ উপার্জ ন করতে পারে
আরে ভাই বালু একবারে বালু সরায়ে ফেল্লে ঠিকাদারদের লস না?
বালু তুলে তা পাশেই ফেলে তা আবার বৃষ্টিতে নদীতে নেমে যায়
All rivers are need to be wide borders, e.g. 3km, then you can throw the sand out of the rivers and make a land for commercial use with master plan
বাংলাদেশ সরকারের ডিজার কিনা উচিত খুবই দ্রুত ঠিকাদার প্রতিষ্ঠানের কে না করে দেওয়া হোক ডিজার কিনা উচিত খুবই দ্রুত
জয় বাংলা
Sob kisur karon farak ka bad yota yaga vangan
এতো বালু তাহলে এতো টাকা দিয়ে ব্রিজ করার দরকার কি রাস্তা ই তো বানাইতে পারতো
Vai amago bari onek mati lagbe.
💜💜💜💜
হরিলুটের বাংলাদেশ।
ঠিক 😢
নদীর চরে বালো ফেলার কারন আবার কাটতে হবে।
যেখানের বালু সেখানেই যায়।।
সাবস্ক্রাইব করি পাশে থাকি।।
পদ্ম ব্রিজ কাজ শেষ হলে পদ্ম পানি আর পাওয়া যাবেনা।
মাওয়ার এলাকায় ও বালু ভরাট করতে পারে।
বিআইডব্লিটিএ মিথ্যা কথা বলতেছে আমি প্রত্যেক সপ্তাহে বা 15 দিন পর পর ঢাকায় যাইতাম তখন দেখতাম নদীর মধ্যে ফালানো হয়তো বালু
এসান জুয়েল ভাই ছাড়া পদ্মা সেতুর খবর দেখবোনা
Akbere kete fallee aber ki kaj pabe
bhai egula jonogon ke free kore den tara nije ra balu tule nijer der ekta kormoshogthan sisti hby ar sorkar er o kno khrs krte hby na jnogon nijer income jno ekhne theke balu niya jabe
বালু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতে সমস্যা কোথায়?
হতে পারে পরিবহণ খরচ বেশি একারনে ভিটি বালু ক্রেতা পায়না।
ঠিক
এই ভিডিও টা বাইরাল হবে,,,
আমাদের দে্শে নদী শাসনের উপর বিশাল বরাদ্দ দেয়া প্রয়োজন।
Hanif Sonket ke copy kore kotha bolen?🙂
এই বালি নিয়া ফালাইতে হইবো চিটাগাং সাগরে,এতে লাভ অনেক যদি ফেলা যায়।
আরে ভাই আপনারা কি বুঝেনা কত মানুষে বালো দরকার মানুষ কে ফ্রি দিয়ে দেন না কেনো
কম দামে বালু বিক্রি করে দেন...
Vai ki khobor
Comments box e kichu bajey comments dheka Jay, anurod, emon comments korbo jate desh, jati, bakti, poribar, somaj R channel gulo upokrito hoy.
হ্যা এ রকম ই হচ্ছে এতে লাভ হচ্ছে না।
এই বালু গুলো আওয়ামীলীগের বাড়িতে পাঠিয়ে দিন ভাল হবে
নদীর বালি নদীতে ফেললে টাকা অপচয় করে লাভ কি
ড্রেজিং প্রকল্পে সীমাহীন দুর্নীতি হয়।
একবার ভাল করে কাটলেইতো তারা বেকার হয়ে যাবে।
তুমাদদের দাবি কি?
ভাই এক কাজ করেন,, নতুন বাযেট করে পুরু পানি সেজ দিয়ে,, মাটিতে টাইলস লাগিয়ে দেন। 😛😛😛😂😂😂😜😜
এ বালি সরকারিভাবে বিক্রি করা হোক
এই ভরাট বালু বিক্রয় করলে অনেক টাকা লাভ করা সম্ভব
ভাইয়েরা, আমি একজন ক্ষুদ্র ইউটিউবার ।
আপনাদের ছাড়া আমি সামনে এগুতে পারবোনা।
বড় ভাইদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিতে একটু ঘুরে আসবেন।
সুষ্ঠ ব্যবস্হাপনার অভাব,তদারকি কেও নেই।
এই বালুগুলো আমাকে দিয়ে দিন।
এই মাটি দিয়ে নদির দুই পারে ফেল্লে ভাল হবে
এই বালি গুলো ইস্তাই ভাবে আটকানো যায় না
তহলে তো উপরি আয় কমে যাবে।
maji bujlo r drezing engineer bujena. takar karbar!!!!
Sagorer pani sagore felar moto ar ki 😃😃😄