আমার রাস্তা আমার বাড়ি, আমার পাটা দেয়াল আমার পোড়া মনের অজস্র জঞ্জাল ভাঙছে কেবল ভাঙছে শুধু যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে আমার রাত্রি আমারি সকাল। একই ভাবে ঘামতে ঘামতে মনের ভিতর নামতে নামতে কোন মতে করছি দিনটা পার। চলছে চলবেই চলছে চলবেই এই ভাঙ্গাচুরা গল্পটাই আমার। নাকে আমার পোড়া পিচের গন্ধ বূকে কালো ধোঁয়া হাতে-পায়ে শুধুই অবক্ষয়। তবু কাশতে কাশতে এখনও যে হাসতে পারি ভালবাসতে নিজের কাছে নিজেরই বিস্ময় ! করব যে আর কত অপমান? আবারতো আষ্টে পিষ্টে জড়িয়ে নিজের নরকটাকে গাইব আমি ভালোবাসার গান। এসো আমার ঘরে একবার তুমি এসো আমার ঘরে একবার পারো যদি দেখে যেও বেঁচে থাকা কারে বলে।''
bhison sundor bondhutto
Amazing song!!
I am spellbound !
আমার রাস্তা আমার বাড়ি, আমার পাটা দেয়াল
আমার পোড়া মনের অজস্র জঞ্জাল
ভাঙছে কেবল ভাঙছে শুধু যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে
আমার রাত্রি আমারি সকাল।
একই ভাবে ঘামতে ঘামতে
মনের ভিতর নামতে নামতে
কোন মতে করছি দিনটা পার।
চলছে চলবেই চলছে চলবেই
এই ভাঙ্গাচুরা গল্পটাই আমার।
নাকে আমার পোড়া পিচের গন্ধ
বূকে কালো ধোঁয়া হাতে-পায়ে শুধুই অবক্ষয়।
তবু কাশতে কাশতে
এখনও যে হাসতে পারি ভালবাসতে
নিজের কাছে নিজেরই বিস্ময় !
করব যে আর কত অপমান?
আবারতো আষ্টে পিষ্টে
জড়িয়ে নিজের নরকটাকে
গাইব আমি ভালোবাসার গান।
এসো আমার ঘরে একবার
তুমি এসো আমার ঘরে একবার
পারো যদি দেখে যেও বেঁচে থাকা কারে বলে।''