মহসিন দাদা, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরবনের বিভিন্ন এলাকা, সেখানকার জনজীবন ও জলজীবন সম্পর্কে বিশদ জানতে পারছি। আমি ভারতের কলকাতা থেকে বলছি। আমি কলকাতা পুলিশে চাকরি করি । কর্মসূত্রে গঙ্গাবক্ষে আমার অনেক ডিউটি করার সুযোগ হয়েছে , ও মাঝি-মাল্লাদের সাথে একসাথে রান্না খাবার খাওয়ার সুযোগ হয়েছে। সে স্মৃতি আজীবন বয়ে বেড়াবো। যদিও জলকে আমি খুব ভয় পাই, কিন্তু বাঙালির তো ভ্রমণ পিপাসু মন। আপনার মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত চাওয়া-পাওয়া পূর্ণতা পেল। ভালো এবং অত্যন্ত সরল, সাবলীল সঞ্চালনা আপনার। আর বেলায়েত সর্দার ও পেঁয়াজু ভাইয়ের মতো মানুষ পেতে ভাগ্য লাগে। আপনি ভাগ্যবান। বেলায়েত সর্দ্দার এবং আপনি সহ সকল কলাকুশলীদের অকুণ্ঠ ভালোবাসা জানাই। পরিশেষে জানাই, বেলায়েতকে যদি কোনোদিন কোলকাতায় পাই তবে ওর কপালে দুঃখ আছে। ওকে ভালোবাসার দড়ি দিয়ে বেঁধে রাখবো আর জানতে চাইব, ও এতো ভালো ক্যারে?
মহসীন সাহেব সত্যি একজন ভাল মানুষ পেয়েছেন,খাঁটি মানুষ,তিনি হলেন সবার প্রিয় বেলায়েত ভাই।বেলায়েত সর্দারের মত মানুষের খুব বেশি প্রয়োজন আমাদের সমাজে।এমন দিল খোলা,সদা হাস্যোজ্জল, প্রানবন্ত মানুষ বেলায়েত ভাই। খুব ভালো লাগে দেখলে।
মহসীন ভাই, আস্সালামুআলাইকুম ।সুন্দর ধারা বর্ননা আপনার। আমরা যারা ইউটিউবে আপনার এই ভিডিও টা নিয়মিত দেখি তাদের কাছে বেলায়েত ভাই মনের অজান্তেই একজন কাছের মানুষ হয়ে গেছেন। আপনাদের সবার জন্য রইলো শুভকামনা ।
আমারও মন চাই স্বর্ণগ্রাম সুন্দর বনে যায়তে। বিশেষ করে করে বেলায়েত ভাই এবং আপনাদের মনো পরিবেশ তৈরি অনেক ভালো লাগে। যেমন হাসি খুশি খাওয়া দাওয়া কথা বার্তা সবই ভালো লাগে।
সৌদি আরব থেকে প্রতিনিয়ত আপনার বিডিও দেখি দোয়া রইলো সবার জন্য বেলায়েত ভাই আসলে অনেক ভালো মানুষ সৌদি আরব থেকে দেশে আসলে এই ভদ্রলোক সাথে দেখা করবো ইনশাল্লাহ
আমি একজন হিন্দু নাগরিক ভারতের/ ইউ টিউবে বিলায়েত সরদারের এত ভিডিও দেখেছি যে মনে হয় ছুটে যাই সেই মানুষটিকে দেখতে/ ভারি জনপ্রিয় মানুষ বটে/ অনন্ত জলের দীশারি এই বিলায়েত ভাই/ নীলাদ্রি গাঙ্গুলি/
ভাই আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে সুন্দরবনের সৌন্দর্য ও অজানা সবকিছু দেখতে পাওয়া অজান্তে পাড়া যখনি দেখি মনে হয় যে ওইখানে আপনাদের সাথেই আছে কার বেলায়েত ভাই উনার কথা কি বলব সত্যিই অসাধারণ রসিক মানুষ
Amra sudhu dekhe i jai new new recipe r apnara kheye jan. Amra kobe khabo vai? R sattie Sunderban er manush gulo sattie khub sundor. Garib hoa satteo manobikota jemon roiche, temni hasi o lege roiche. Thank you Rajdeep Dasgupta Kolkata, West Bengal, India
সত্যিই খুব সুন্দর লাগে আপনার সব ভিডিও। বেলায়েত ভাই আর বাকি জেলেভাইদের জন্য অনেক শুভকামনা রইলো।। আমি ভারতবর্ষ র বাসিন্দা।। আমার মা ও আপনার সব ভিডিও ভিষন পছন্দ করে।। ভালো থাকবেন সবাই স্যার
মহসিন দাদা,
আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরবনের বিভিন্ন এলাকা, সেখানকার জনজীবন ও জলজীবন সম্পর্কে বিশদ জানতে পারছি।
আমি ভারতের কলকাতা থেকে বলছি। আমি কলকাতা পুলিশে চাকরি করি ।
কর্মসূত্রে গঙ্গাবক্ষে আমার অনেক ডিউটি করার সুযোগ হয়েছে , ও মাঝি-মাল্লাদের সাথে একসাথে রান্না খাবার খাওয়ার সুযোগ হয়েছে। সে স্মৃতি আজীবন বয়ে বেড়াবো।
যদিও জলকে আমি খুব ভয় পাই, কিন্তু বাঙালির তো ভ্রমণ পিপাসু মন। আপনার মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত চাওয়া-পাওয়া পূর্ণতা পেল। ভালো এবং অত্যন্ত সরল, সাবলীল সঞ্চালনা আপনার। আর বেলায়েত সর্দার ও পেঁয়াজু ভাইয়ের মতো মানুষ পেতে ভাগ্য লাগে। আপনি ভাগ্যবান।
বেলায়েত সর্দ্দার এবং আপনি সহ সকল কলাকুশলীদের অকুণ্ঠ ভালোবাসা জানাই।
পরিশেষে জানাই, বেলায়েতকে যদি কোনোদিন কোলকাতায় পাই তবে ওর কপালে দুঃখ আছে। ওকে ভালোবাসার দড়ি দিয়ে বেঁধে রাখবো আর জানতে চাইব, ও এতো ভালো ক্যারে?
শত অভাব, দারিদ্র্যতা সত্ত্বেও সুন্দরবনের মানুষদের পারস্পারিক ভালোবাসা দেখে মনটা খুব আনন্দে ভরে গেল...
আমার সেরা বাঙালি বেলায়েত ভাই ... দুই বাংলা মিলিয়ে। মাটির মানুষ , মনের মানুষ 🙏🙏❤️❤️
বেঁচে থাক মানোবতা হাজার বছর,, এইটাই একজন মানুষের সব চেয়ে বড়ো পরিচয় মানবতা।
আপনার এই শো টী আমাকে বার বার সুন্দরবন যাওয়ার আগ্রহ জন্মায় , ধন্যবাদ আপনাকে আমাদের এমন ভাবে ঘুরে দেখানোর জন্য
সুন্দর বনের মানুষের কাছ হতে এটাই শিখলাম সুখী হতে বেশি অর্থের প্রয়োজন হয়না,সুখী হতে ভালো মন লাগে।
সত্য ও খাটি কথা
Absolutely right.
ruclips.net/video/_1u_shKR4JI/видео.html
যথার্থই বলেছেন।
Ha. Sotti.
এরা গরীব না ভাই এরা মনের বড়লোক ভাই, আসল বড় লোক, জান্নাতে গরীবরাই আগে যাবে
মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর কথা ধ্যনবাদ
সত্যি ভাই এই মানুষ গুলাকে দেখলে অন্য রকম একটা মায়া কাজ করে,,আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন,,
Haa vai....vogoban sobai k sukhe rakhuk ...santi te rakhuk
আহা দারুণ দারুণ চিংড়ি খিচুড়ি👌👌👌👌👌
খুব ভালো লাগলো আজকের এই এপিসোড। বেলায়েত ভাই এর হাতের জাদু অসাধারণ
ভালো থাকবেন শুভেচ্ছা রইল 🙏🙏👌👌
মহসীন সাহেব সত্যি একজন ভাল মানুষ পেয়েছেন,খাঁটি মানুষ,তিনি হলেন সবার প্রিয় বেলায়েত ভাই।বেলায়েত সর্দারের মত মানুষের খুব বেশি প্রয়োজন আমাদের সমাজে।এমন দিল খোলা,সদা হাস্যোজ্জল, প্রানবন্ত মানুষ বেলায়েত ভাই। খুব ভালো লাগে দেখলে।
বেলায়েত ভাইয়ের মনটা না অনেক পরিষ্কার সুন্দর মন ওনার মনে শুধু ভালোবাসা
আপনাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে ।আর খিচুড়ি টা দারুন লাগছে ।আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি ।
আপনার ভিডিও দেখলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়, সৌদি থেকে।❤️
bhai...thik bolcen amio Soudi thake dekhi
সৌদি কোথায় থাকেন ভাই
কারেট ভাই
Kotha kontu shotto
Ami Balayat vai khub boro Fan
আপনার বাচন শৈলী খুবিই সুন্দর ❤❤❤❤
সুন্দরবনের মানুষেরা দুঃখকে জয় করেছেন জীবনের অনাবিল আনন্দ দিয়ে। আন্তরিকতা মন ছুঁয়ে যায়। ❤️
এরা খুব খুব বড় মনের মানুষ, এদের কে respect জানাই, God Bless everyone ,best wishes
মহসিন ভাই আপানর ভিডিও দেখি, আপানার সাবলীল বর্ণনা আর সুন্দরবন এর পথে পথে ঘুরেবেড়ানো দেখা, আমার নিত্য দিনের রুটিন :)
ruclips.net/video/_1u_shKR4JI/видео.html
অসাধারণ খিচুড়ি রং দেখেই বোঝা যায় কি পরিমান স্বাদের ছিল। সাথে জলপাই এর আচার থাকলে আরো ভালো লাগতো।
সরিষার তেল দিয়ে করা তো ভাই। তাই আচারের অভাব অনুভব করিনি
সম্পর্ক নিয়ে যা জানলাম শুনে অভিভূত এতো সুন্দর ?. জয়ন্ত ঘোষ ভারত.
@@rajibroy8926 lol
বেলায়েত ভাইয়ের হাসি দেখে সত্যি খুব ভাল লাগে।মানুষটা সত্যিই বড় ভাল।
বিলায়েত ভাই এর মধ্যে এতো আন্তরিকতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনারা সকলে খুব ভালো থাকুন।
মহসীন ভাই, আস্সালামুআলাইকুম ।সুন্দর ধারা বর্ননা আপনার। আমরা যারা ইউটিউবে আপনার এই ভিডিও টা নিয়মিত দেখি তাদের কাছে বেলায়েত ভাই মনের অজান্তেই একজন কাছের মানুষ হয়ে গেছেন। আপনাদের সবার জন্য রইলো শুভকামনা ।
বেলায়াত ভাই মানুষ টা মনের দিক দিয়ে অনেক বড়মাপের মানুষ তার সাথে যতো মানুষ আছে তাদের প্রতি ভালোবাসা ও স্যালুট ❤
মহসিন ভাই আপনারা অনেক সুখে আছেন
সুন্দরবন এ কোন কৱনা নেই কোনো লকডাউন নেই
বাহ কি দারুন দেখে মনটা ভরে গেল এ যেন এক বনোভজন
আমারও মন চাই স্বর্ণগ্রাম সুন্দর বনে যায়তে। বিশেষ করে করে বেলায়েত ভাই এবং আপনাদের মনো পরিবেশ তৈরি অনেক ভালো লাগে। যেমন হাসি খুশি খাওয়া দাওয়া কথা বার্তা সবই ভালো লাগে।
মানুষ মানুষের জন্য সেই বিখ্যাত গানটি মনে পড়ে গেল শিল্পী ভুপেন হাজারিকার, সবারজন্য শুভকামনা,,,,,
বেলায়েত ভাই কে ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবে না,মোহাসিন ভাই ওনার জন্য কাজ করা সহজ হয়েছে ।
বেলায়েত দাদা একটা ভালো মনের মানুষ খুব ভালো আমি ইন্ডিয়া থেকে সব ভিডিও দেখি ভালো থাকবেন সবাই
অসাধারন মানুষ এই দুইজন।
প্রত্যেক দিন আপনার ভিডিওর অপেক্ষায় থাকি । ভালো থাকবেন । সুস্থ থাকবেন । অনেক ভালোবাসা রইলো আপনার আর বেলায়েত ভাইয়ের জন্য ।
এবার নিয়ে ৫ বার দেখছি,,, কিন্তু সত্যি বলতে কি জানেন,,,, একটু ও বিরক্ত হচ্ছি না,,,,, পরিবেশ টা খুব ই সুন্দর খুব ভালো লাগে 💖❤️
অনেক দিন পর আবার আপনার ভিডিও দেখলাম। একটু অন্য রকম ভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আজ আবার ভিডিও দেখে মন ভরে গেল। ভালো থাকবেন। ধন্যবাদ।
আমার বাংলাদেশ এত সুন্দর 🇧🇩
সুন্দরবন আমাদের সম্পদ।
Subahan Allah
এই রকম সব সময় হাঁসি খুশি থাকেন যেন বেলায়েত ভাই
সৌদি আরব থেকে প্রতিনিয়ত আপনার বিডিও দেখি
দোয়া রইলো সবার জন্য
বেলায়েত ভাই আসলে অনেক ভালো মানুষ
সৌদি আরব থেকে দেশে আসলে এই ভদ্রলোক সাথে দেখা করবো ইনশাল্লাহ
সৌদি আর থেকে দেখছি 👌🏽 এমন পরিবেশ দেখতে অসম্ভব সুন্দর লাগে ❤️
আমার প্রিয় একটা খাবার চিংড়ি খিচুড়ি 🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️
গরীবের মন অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক বেশি বড়ো 🥰🥰🥰🥰🥰
আমার অনেক ইচ্ছে আপনাদের সাথে এক দিন সময় কাটাবো 🤍
বেলায়েত ভাইকে ধন্যবাদ জানাই তার সুন্দর মন মানসিকতার জন্য
ভালোবাসার আরেক নাম মহসিন ভাই আর বেলায়েত ভাই
আল্লাহ তাআলা আপনাদের মন কে আরো বড় করে দিক।
ভালো থাকবেন আপনারা সবাই ❤️❤️❤️❤️
বেলায়েত ভাই এর জন্য একটা রান্নার চ্যানেল খুলে দিন।।বেলায়েত ভাই খুবই অল্প উপকরনে চমৎকার রান্না করতে পারেন।।
বেলায়াতের রান্না মনে হয় আপনি খাইছে😀😀
বিলায়েত ভাইয়ার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো সহজ সরল মিষ্টি মনের মানুষ ❤️❤️❤️❤️❤️❤️
Extraordinary effort & Great shot... top to bottom Record.... Bhisan bhalo lagchhe.. Bhalo thakun Sobbai
সুখী মানুষ!🌼
ধনীরা পেট খালি করার জন্য দৌড়ায়,
আর আমরা দরিদ্ররা পেট ভরার জন্য দৌড়াতে হয়।
সবাই কিন্তু দৌড়ের উপরই আছে।
ঠিক ভাই একদম।
@@adolfhitler9389 ভাই! সদা ভালো আর নিরাপদে থাকবেন।।
আমি একজন হিন্দু নাগরিক ভারতের/ ইউ টিউবে বিলায়েত সরদারের এত ভিডিও দেখেছি যে মনে হয় ছুটে যাই সেই মানুষটিকে দেখতে/ ভারি জনপ্রিয় মানুষ বটে/ অনন্ত জলের দীশারি এই বিলায়েত ভাই/
নীলাদ্রি গাঙ্গুলি/
একদম ঠিক বলছেন..
@@niladriganguly5955 Hindu Muslim shobai Bangali.
অসাধারণ সুন্দর মনের মানুষ
সবার প্রিয় বেলায়েত সরদার
সুন্দরবনের সকাল সত্যিই অসাধারণ.
People of sundarban are very nice. They have always smileing.
আপনার এই যে অসাধারণ উদ্যোগ এগুলো খুব ভালো লাগে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না
ভাই আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে সুন্দরবনের সৌন্দর্য ও অজানা সবকিছু দেখতে পাওয়া অজান্তে পাড়া যখনি দেখি মনে হয় যে ওইখানে আপনাদের সাথেই আছে কার বেলায়েত ভাই উনার কথা কি বলব সত্যিই অসাধারণ রসিক মানুষ
বেলায়েত ভাই দারুণ এক আন্তরিক মানুষ
Amra sudhu dekhe i jai new new recipe r apnara kheye jan. Amra kobe khabo vai? R sattie Sunderban er manush gulo sattie khub sundor. Garib hoa satteo manobikota jemon roiche, temni hasi o lege roiche.
Thank you
Rajdeep Dasgupta
Kolkata, West Bengal, India
বেলায়ত ভাই জিন্দাবাদ.... মহসিন ভাই জিন্দাবাদ..... রাজীব কুমার, পশ্চিমবঙ্গ, ভারত
খুব ভালো লাগচ্ছে ভাই। আরো অনেক অনেক পবে'র আশা রইল।
মন তো vhore না!!! 2004 গিয়েছিলাম
আপনার সব ভিডিও দেখি..
কাজের ক্লান্তি দূর হয়ে যায়...
FROM SOUTH KOREA
বেলায়েত ভাই হচ্ছে উদার মনের মানুষ
ভিডিও গুলো দেখতে খুবই ভালো লাগে, এই পরিবেশ দেখে আরো অভিভূত হলাম
স্যার আপনাদের ভিডিও আমি দেখি সাউথ আফ্রিকা থেকে অনেক ভালো লাগে স্যার শত কষ্টের মধ্যে অনেক ভালো লাগে গ্রাম বাংলার ছবি দেখে
সরকার থেকে কিছু লাইফ জ্যাকেটের ব্যাবস্থা করতে পারেন কি না দেখেন। বেলায়াত ভাইদের জীবন কিছুটা হলেও নিরাপদ থাকবে। ❤️❤️
ruclips.net/video/_1u_shKR4JI/видео.html
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ভাইয়া ভিডিওটা
আমার অনেক ইচ্ছে আপনাদের সাথে ভ্রমণ করা ভাই।আপনারা সবসময় ভালো থাকেন শুভকামনা সবসময়। 🙏🙏
মহসিন ভাইয়ের মাধ্যমে.... আজ তারা জল দস্যু থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সব ই ঈশ্বরের ইচ্ছা।🥰🥰
♥♥♥
এত সুন্দর প্রকৃতি আর কোথাও আছে কি না আমার জানা নাই।
অসাধারণ মেন্যু। বেলায়েত ভাইয়ের রান্না অতুলনীয়। ধন্যবাদ।
মাশাআল্লাহ সত্যিই অসাধারণ 👌
কাজের শেষে সবাই মিলে খাওয়ার মজাই আলেদা
বেলায়েত ভাই মহসিন ভাই খুব ভালো মানুষ আমি দোয়া করি ভাই ভালো থাকেন
বেলায়েত সরদার খুব ভালো একজন মানুষ। আর মহসিন ভাইয়ের কোন এপিসোড এ বেলায়েত সরদার না থাকলে কেমন খালি খালি লাগে।
Allah sabai k taka onk na dile o jeno oder mone sob samai santi dan koruk ei dua kori🤲 .... Love from Kolkata, India.
তাঁরা আর্থিক দিক থেকে গরিব মানুষ হলেও, মনের দিক থেকে অনেক আমির ভাই।
Right
We are no where compared to them.....salute all the Fishermen and sundarban related people.
স্যার খিচুড়ি টেস্ট হইছে অনেক👌
ভাই আপনার কন্টেন গুলো যতো দেখি ততোই আপনার উপর ভালোবাসা বেড়ে যারছে ❤️❤️❤️
বিলায়েত।ভাই আনেক ভালো মানের মানুষ
সুন্দরবন আমার খুব ভালো লাগে, আল্লাহ যদি হায়াতে তৌফিক দেয়, যাবো একদিন ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ্ সবাই ভালো মনে মানুষ
শুভকামনা রইলো
ভাইয়া আপনার ভিডিও যখন দেখি মন টা ভালো হয়ে যায়।
গরিব হলেও আনেক ভালো মনের মানুষ
আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো
বেলায়েত সরদার মানুষ হিসেবে অসাধারণ আপনার ব্লগ গুলোতে বেলা সরদারের কথাগুলো অসম্ভব আনন্দ দেয় তাই আপনার ব্লগ গুলো উনার জন্য দেখা হয়
ভাই আমেরিকা থেকে নিয়মিত আপনার ব্লগ গুলা দেখি আর মুগ্ধ হয়,আপনি আর বেলায়েত ভাই থেকে শিকার আছে অনেক কিছু আমাদের
শেখার অনেক কিছু আছে হবে। শিকার না। ট্যাক্সাস থেকে ধন্যবাদ।
অনেক সুন্দর প্রকৃতি
🦋মাসাল্লাহ🦋
চিংড়ি দিয়েও যে খিচুড়ি রান্না হয় তা আগে জানতাম না! আজ একবার চেষ্টা করে দেখলাম, আসলেই খেতে চমৎকার...
সত্যিই খুব সুন্দর লাগে আপনার সব ভিডিও। বেলায়েত ভাই আর বাকি জেলেভাইদের জন্য অনেক শুভকামনা রইলো।। আমি ভারতবর্ষ র বাসিন্দা।। আমার মা ও আপনার সব ভিডিও ভিষন পছন্দ করে।। ভালো থাকবেন সবাই স্যার
সুন্দর বনের মানুষের মন সুন্দর হয়। সবাই কে খুশি মনে দেখে সুন্দর বন টা আরও সুন্দর লাগলো।
বেলায়েত ভাইয়ের কথাগুলো কিন্তু অনেক ভালো লাগে
আপনার ভিডিও এর জন্য অপেক্ষায় থাকি প্রতিদিন 🥰
খুব সুন্দর খুব ভাল লাগলো ভিডিও টা ভাই মহসিন ভাই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ আল্লা হাফিজ
বেলায়েত ভাইয়ের খিচুরি মিস করলাম ♥
বেলায়েত ভাই অসাধারণ মনের মানুষ ।
সত্যিই,সুন্দরবন ও যেমন সুন্দর তেমনি সুন্দর এর মানুষগুলো❤️
You portrayed Sundarbans in a great way. Lot's of love from Tripura🇮🇳
কি সুন্দর দৃশ্য। দারুন 👍❤
সৌইদি আরবের জেদ্দা থেকে দেখছি,
বেলায়েত ভাইকে ও সালাম দিবেন মহসেন ভাই।
ভাইরা গরিব হলেও আনেক হাসি খুশির মানুষ
ভাই আমি দুবাই থেকে দেখি প্রতিদিন বেলায়াত ভাইকে💝💝
বেলায়েত সর্দার 💙💙