বানভাসি সেলিম গাছের উপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলেন, আসুন সেলিমের ৩ জন এতিম সন্তানদের পাশে দাঁড়াই
HTML-код
- Опубликовано: 2 ноя 2024
- মন খারাপের কারণ!
সকালে মন খারাপের পোস্ট দেখে অনেকে ফোন করেছেন, কেউ কেউ ইনবক্সে জানতে চেয়েছেন।
এখন বলছি,...
দক্ষিণ চট্টগ্রামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আমি শহর থেকেই অনেক কাজ করেছি। শহরেও জলাবদ্ধতায় পানিবন্ধি নিম্নাঞ্চলের কলোনির মানুষদের পর পর ২দিন ফুড পেক দিয়েছি বলে শহরেই থেকেছি।
সাতকানিয়া লোহাগাড়ায় মোট ৫টি ইভেন্ট করেছি। শহরেরগুলোসহ ৭টি ইভেন্ট। সাতকানিয়ার এওচিয়ার পশ্চিম গাটিয়া ডেঙ্গা, সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এবং লোহাগাড়ার আমিরাবাদের মল্লিক ছোয়াং হাজি পাড়ায়সহ মোট ৩টি ভালোবাসার উপহার ফুড পেক বিতরণ এবং সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে ২দিনে ২টি ৫০ কেজির আখনি বিরিয়ানির ডেক পাকিয়েছি। আলহামদুলিল্লাহ! মোট ৫টি ইভেন্ট, শহরসহ ৭টি। যৌথ ব্যবস্থাপনা।
১৩ আগস্ট দুপুরে ফুড পেক নিয়ে গিয়েছিলাম পশ্চিম গাটিয়া ডেঙ্গা। সেখানে একটি মাদ্রাসায় আমাদের ভালোবাসার উপহারের পেকেটগুলো রেখে আমরা পাড়ার ভিতর প্রবেশ করেছিলাম। উদ্দেশ্য ছিল বন্যায় ক্ষতির পরিমাণ সরেজমিন দেখা। সেখানে অনেকগুলো ভাঙাচোরা ঘরের মাঝে একটি ঘর আমার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল। ঘরটির অবস্থা এতোটাই খারাপ ছিলো যে সেটাকে গোয়ালঘর বলতেও আমার বিবেকে বাঁধছিল। উক্ত ঘরের মালিকের নাম ছিলো সেলিম। সে তখন ঘর মেরামতের চেষ্টা করছিল।
সেলিমের বউ আমাকে ভাঙা ঘর দেখাবার জন্য ঘরে ডেকে নেয়। সে আমাকে বলে 'যদি নিজের মেয়ের মত একটু দয়া করেন'। ওদের বাড়ির অবস্থা দেখে এবং সেলিমের বউয়ের এমন কথা আমার মায়া হয়, অন্তরে দাগ লাগে এবং সেদিন (১৩/০৮/২০২৩) আমি তাদেরকে কথা দিয়ে আসি তাদের বাড়ি করার ব্যাপারে আমরা সহযোগিতা করতে চেষ্টা করবো। এরপর থেকে তাদের কথা আমি ভুলিনি এবং বাসায় এসে আমার স্ত্রীকেও বলেছিলাম।
ঘটনা এখানেই শেষ হতে পারতো। আমরা মানবিক কাজ করি বলে এরকম পরিস্থিতিতে আমাদেরকে প্রায় সময় পড়তে হয়। এক্ষেত্রে আমি কিছু করতে চেষ্টা করি। আল্লাহপাক ব্যবস্থা করলে কাজ করি না হলে কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিই।
কিন্তু সেলিমের ব্যাপারটি ভিন্ন। সে পরদিন পাড়ায় আরেক জনের ঘরে কামলা খাটতে যায়। সেখানে গাছের ঢাল কাটতে গাছে উঠে। এবং গাছের উপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেখানেই সে মারা যায়। এটা চার দিন আগের ঘটনা।
সেদিনের ত্রাণ বিতরণের সেলিমের একটি ছবিতে আজকে সকালে একজন মন্তব্য করলেন এই লোকটি গাছের উপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। এটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম! সেলিমের মোবাইলে ফোন দিয়ে দেখি মোবাইল বন্ধ!
এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে মোবাইলে কথা বলে বিষয়টি নিশ্চিত হলাম।
আমি মনে মনে ভেবে রেখেছিলাম। যদি সেখানে নিয়ে যাবার মতো বেশী টিনের ব্যবস্থা নাও করতে পারি। যদি মাত্র কয়েক ঘরে টিন দিই তাহলে সেলিমকে সাতকানিয়া ডেকে এনে টিন তুলে দেব। সেই সেলিম আজ ৩টি শিশুকে এতিম করে, স্ত্রীকে বিধবা করে তাদেরকে শূন্যের উপর রেখে চলে গেল।
এখন আমি সেলিমের পরিবারের উপর নিজের দায়িত্বটা একটু বেশীই অনুভব করছি। যেহেতু সেলিম বেঁচে থাকতেই কিছু দেব বলে কমিটমেন্ট করেছিলাম আর এখন তো সেলিম এ জগতেই নেই।
ভাবছি সেলিমের নামে একটি ফান্ড করব। প্রথমেই দরকার তাদের একটি ঘর। তারপর এতিম ৩ সন্তানের পড়ালেখার নিশ্চিতকরণ। অতঃপর তাদের চলার মত কোন ব্যবস্থা......
মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করছি...
১ম ভিডিওটি সেদিন সেলিমের সাথে ও সেলিমের বউয়ের সাথে আমার কথোপকথন!
২য় ভিডিওটি মৃত সেলিমকে গাছের উপর থেকে নামানো হচ্ছে।
============================
Ahmed Rashid Brother Bahar
আহমদ রশিদ ব্রাদার বাহার
(লেখক ও সমাজকর্মী)
WhatsApp no: 01841-216614(voice & text)
bkash: 01919216614 (Personal)
নগদ: 01707-216614 (পারসোনাল)
রকেট: 01707-216614 (পারসোনাল)
প্রতিষ্ঠাতা পরিচালকঃ অক্ষর সেবাঘর
প্রতিষ্ঠাতা পরিচালকঃ
রশিদিয়া বাহরুল উলুম মাদ্রাসা
ভাইবোনছড়া, লংগদু, রাঙামাটি পার্বত্য জেলা
পরিচালকঃ অক্ষর কর্জে হাসানা প্রজেক্ট
পরিচালকঃ অক্ষর জাকাত ফান্ড প্রজেক্ট
পরিচালকঃ এক বেলা ভালো খাবার প্রজেক্ট
পরিচালকঃ অসহায় বিধবার পরিবারে
এতিম শিক্ষার্থীর মাসিক উপবৃত্তি প্রজেক্ট
মালিকঃ মেসার্স দরজা মেলা, চকবাজার
----------------------------------------------------------
ফেসবুক আইডি,
www.facebook.c...
--------------------------------------------------------------
ফেসবুক পেজঃ
www.facebook.c...
------------------------------------------------------------
ফেসবুক গ্রুপঃ
www.facebook.c...
------------------------------------------------------------
ইউটিউব চ্যানেল একাউন্টঃ
/ @brother2bahar
------------------------------------------------------------
ই-মেইলঃ
brotherbahar7@gmail.com
------------------------------------------------------------