ব্যস্ততার মাঝে অল্প সময়ে আমি যেভাবে সংসারের কাজগুলি গুছিয়ে করি || Laccha Semai Premix || Mum Hira

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @Amatullah-786-t4j
    @Amatullah-786-t4j 2 года назад +11

    অনেকদিন পর আপনার ভিডিও দেখলাম,বাচ্চারা আর নিজে অসুস্থ থাকায় মাঝে অনেক ভিডিও মিস করেছি।আল্লাহ্‌ আপনাদের সহায় হোক।

  • @AbdullahAlImran-lk6gp
    @AbdullahAlImran-lk6gp 7 месяцев назад +1

    এই ভিডিও টা থেকেই আপনার ভিডিও দেখা শুরু হয় আমার, দেখে এতো ভালো লাগে যে তারপর থেকে আপনার প্রতিটা ভিডিও দেখি।

  • @ummeaiman1404
    @ummeaiman1404 2 года назад +61

    আপনার উপস্থাপনা অসাধারণ আপু। যে কোনো সামান্য একটা কথাকেও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন আপনার এই গুণটা খুব ভালো লাগে। অনেক দূর এগিয়ে যান আপু দোয়া রইলো আমার জন্যেও দোয়া করবেন।

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад +4

      অসংখ্য ধন্যবাদ আপু। 😊 আপনার জন্যও দোয়া এবং শুভকামনা রইলো।

    • @MdAtik-ti9rz
      @MdAtik-ti9rz 2 года назад +3

      একদম ঠিক কথা বলছেন আপনি

    • @saimanayan4787
      @saimanayan4787 2 года назад

      @@BangladeshibloggermumHira আপু তোমার আগের ভিডিও তে যে সেলাই মেশিন টা দেখিয়ে ছো এইটার দাম কত

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад +1

      @@saimanayan4787 আপু এটা Singer Electric সেলাই মেশিন। দাম ১৩০০০ টাকা।

  • @turisajannatot7883
    @turisajannatot7883 2 года назад +12

    আপু এতো সুন্দর কাজ,এতো সুন্দর ব্যাবহার, এতো মধুর কন্ঠ, সবকিছু মিলিয়ে আমি আপনার বড় একটা ফ্যান হয়ে গেছি,,ইনশাআল্লাহ একদিন আপনার বাসায় বেড়াতে যাবো 🤗💜

  • @rumahomemadefood
    @rumahomemadefood 2 года назад +3

    আপু তোমার কন্ঠ যেমন সুন্দর, তোমার ভিডিওগুলিও তেমনি সুন্দর। তোমার প্রতিটি ভিডিও আসলেই সৃজনশীল টাইপের হয়ে থাকে। সেই জন্য আমি তোমার প্রতিটি ভিডিও দেখি। পরবর্তি ভিডিওর অপেক্ষায় রইলাম।

  • @yeasrinbegum4563
    @yeasrinbegum4563 2 года назад +3

    ei recipe ta dekhar por video valovabe sesh korar agei basay ranna korlam,amar sasuri,nonod,r sobai Bolche je khub r tasty hoyeche.tnx Hira apu.actually i think u r a diamond

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад +1

      আপনার কমেন্ট পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু।

  • @mim905
    @mim905 2 года назад +7

    নোটিফিকেশন পেয়ে তাড়াতাড়ি চলে আসলাম। তোমার ভিডিও অপেক্ষায় ছিলাম।

  • @mdranamdaslam5985
    @mdranamdaslam5985 2 года назад +117

    আপু আপনি কিভাবে এত গুছিয়ে কথা বলেন.....সত‍্যি অসাধারণ

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад

      অসংখ্য ধন্যবাদ আপু। 😊

    • @parvinakter2922
      @parvinakter2922 2 года назад

      👑👑👑👑👑👑👑😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗💐💐💐💐

    • @Rashidul972
      @Rashidul972 2 года назад

      Z*ss#

    • @mdtofickahmmad205
      @mdtofickahmmad205 2 года назад +1

      আসলেই আপু আপনি অনেক সুন্দর করে কথা বলেন।আমি এই কিছু দিন ধরে আপনার ভিডিও দেখি অসম্ভব সুন্দর যা আমার ভাষা দারা প্রকাশ করা সম্ভব নয়।।আপনার ভিডিওতে অনেক কিছু শেখার আছে।।অনেক দোয়া রয়লো আপু।। ভালো থাকবেন☺

    • @husnapriya01678
      @husnapriya01678 Год назад

      ❤❤❤❤

  • @thoughtsofseenthea6876
    @thoughtsofseenthea6876 2 года назад +3

    আমি অপেক্ষায় থাকি আপনার ভিডিওর। অনেক কিছু শিখতে পাই। অবসরে দেখতে আমার ভালো লাগে। আর কোনো ভাবে ভিডিও দেখার সময় না পাই তাহলে মিস হবে ভেবে ডাউনলোড করে রাখি। ভালোবাসা রইলো আপু।

  • @sultanajahan3314
    @sultanajahan3314 2 года назад +1

    প্রথমে খুব রাগ হয়েছিলাম কমেন্ট এর রিপ্লাই না পেয়ে। তবে ভিডিওর লাস্টে মেশিন সম্পরকে ডিটেলস জানব শুনে খুব খুশি হয়ে গেলাম।আরো বেশি খুশি হব যদি এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও দেন। খুব উপকার হবে আমাদের আপু। আশা করি শীঘ্র ই এটা নিয়ে ডিটেলস ভিডিও পাবো।

  • @semikhansemikhan5929
    @semikhansemikhan5929 2 года назад +4

    সবার আগে আজ আমি তোমার ভিডিও দেখা শুরু করছি

  • @khadijatulkobra3375
    @khadijatulkobra3375 2 года назад +2

    মাসাআল্লাহ নুরের কাজ খুব খুশি লাগতেছে, আমার মেয়েও শুধু খুব আগ্রহ নিয়ে কাজ করে, আপনার কাজের সাথে আমারও খুব মিল আছে, আমারও সকালে অনেক কাজ থাকে, আপনার ভিডিও দেখলে মনে খুব শান্তি লাগে

  • @swarnaliswarna3826
    @swarnaliswarna3826 2 года назад +10

    আপু তোমার প্রতিটা কাজই নিখুঁত।সেমাইয়ের রেসিপিটা খুব সুন্দর হয়েছে। তোমার কথার জাদুতে হারিয়ে যাই কখন যে ভিডিও শেষ হয়ে যায় বুঝতেই পারি না। নূর মামুনিও মাশাল্লাহ্ তোমার মতো গুনী হবে।❤❤❤

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад +1

      অসংখ্য ধন্যবাদ আপু। 😊 দোয়া করবেন নূরের জন্য।

  • @humairaakter2034
    @humairaakter2034 2 года назад +2

    আসসালামু আলাইকুম আপু। আমি বেশ কয়েক মাস ধরে আপনার ভিডিও ফলো করছি। আপনি যেভাবে আপনার সংসারকে গুছিয়ে রাখেন সংসারটাকে যেভাবে ভালবাসেন এটা দেখে কেন জানি না খুব ভালো লাগে। আপনার কথার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রেমে পড়ে গেছি। আমার ভালোবাসা রইলো প্রিয় আপু 🥰😍❤️

  • @rumkiswould5487
    @rumkiswould5487 2 года назад +3

    আন্টি আপনি কিভাবে এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন🥰🥰🥰সত্যি অসাধারণ ❤️❤️❤️

  • @Zulkarname123
    @Zulkarname123 2 года назад +1

    তোমার প্রত্যেকটা কাজ অসাধারণ। তুমি নিজ গুণে অনন্যা। তোমার কাছ থেকে কিছু না কিছু শেখা যায়।নুর মামনির কাজ দেখে ভীষণ ভাল লাগল।মামনির জন্য অনেক অনেক দোয়া ও ভালবাসা রইল।

  • @recipesbyfarjanahira8112
    @recipesbyfarjanahira8112 2 года назад +5

    আপনার কথাগুলো শুনলে মন প্রাণ একদম জুড়িয়ে যায় আপু। আপনার কাছ থেকে প্রতিনিয়ত অনেক কিছু শিখে যাচ্ছি।

  • @bdbloggermahmudameem3251
    @bdbloggermahmudameem3251 2 года назад +2

    আপু আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি আমরা, শত ব্যস্ততার মাঝেও আপনার ভিডিও দেখতে ভুলি না,
    সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে ব্লগটা, মাশাআল্লাহ ,

  • @md.dalimmunshi4662
    @md.dalimmunshi4662 2 года назад +4

    1st comment,,,wait korchilam tomar video er jonno....tomar sob video gulo khub valo hoy...

  • @farhaduzzamanfarjana8026
    @farhaduzzamanfarjana8026 2 года назад +2

    আপু সব সময় তোমার ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে, কখনো কমেন্ট করতে সাহস পাইনি,আজ তোমার ভিডিও দেখে কমেন্ট করিলাম।খুব সুন্দার হয়েছে।

  • @zakeeasultana1127
    @zakeeasultana1127 2 года назад +21

    অপেক্ষার অবসান হলো🤩
    অনেক ভালোবাসা চট্টগ্রাম থেকে ❤️

  • @Helena-dv9kw
    @Helena-dv9kw 2 года назад +1

    আপু তোমার ভিডিও এত ভালো লাগে দেখতে বসলে অন্য কথা সংসার কিছু মনেথাকে না।তুমি ঠিক বলেছো যখন সকালে ছেলে মেয়ে সকুলে যায় ওদের বাবা অফিসে যায় পরো সময়টা একান্ত আমার।এ সময়টা আমার খুব ভালো লাগে।আর শেষ হয়েও যায় তাড়াতাড়ি।

  • @mehedihasanshahin4174
    @mehedihasanshahin4174 2 года назад +8

    অনেক সুন্দর হইছে,,
    আপু,,,, তুমি কেমন আছো 🥰🥰

  • @ummahabiba5533
    @ummahabiba5533 2 года назад +2

    Owalikumassalam.. আপু আপনার ব্লগ থেকে অনেক কিছু শিখতে পারছি।আপনার ব্লগ দেখাটা নেশার মত হয়ে গেছে।চ্যানেলে অনেক কয় বার এসে ঘুরে গেছি নতুন ভিডিও এসেছে কিনা দেখতে।আপু আমার ছোট ভাই আপনার বড় ফ্যান। যদিও ও ব্লগ ওতোটা দেখে নাহ, কিন্তু আপনার মোটিভেশনাল কথাগুলো ও অনেক পছন্দ করে।💜

  • @farjanairin4356
    @farjanairin4356 2 года назад +10

    আপু মাশাল্লাহ খুব ভালো লাগে আপনার কথা গুলো.. …

  • @sumaiyabashar252
    @sumaiyabashar252 2 года назад +1

    Walaikumassalam...Assalamualaikum😍🥰 Notification peye chute chole aslam video ta upobhog korar jonnu...khub soon amder ssc exam shuru hobe... dua koro sokol ssc porikharthi der jonnu😥🥰

  • @Troyeevlogs
    @Troyeevlogs 2 года назад +4

    আপু আপনার উপস্থাপনা অসাধারণ। সেজন্য পুরো ব্লগ টি অনেক আগ্রহ নিয়ে দেখি আর কখন শেষ হয়ে যায় একদমই বুঝতে পারিনা।

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад

      অসংখ্য ধন্যবাদ আপু। 😊

    • @fariafara7607
      @fariafara7607 2 года назад

      @@BangladeshibloggermumHira আপু তোমার টেবিল ক্লথ কোথায় থেকে কিনচ অনেক সুন্দর একটু বলবেন

  • @nusraatsurovi9139
    @nusraatsurovi9139 2 года назад +1

    You are my inspiration apu... 😘.
    Tmr ghorkonnar kaj dakhla amar r kono alsemi lagena kaje..

  • @BangladeshivloggerSabinactg
    @BangladeshivloggerSabinactg 2 года назад +3

    খুবই সুন্দর করে সংসারের কাজগুলো করলেন আপু ❤আর আমিও সকালের নাস্তাটা একটু রিলেক্র এবং ভারি নাস্তা করার চেষ্টা করি💖আর একটু সকাল করে ঘুম থেকে উঠলে মনে হয় সারা দিনটাই বড় হয়ে যায় আপু এটা কিন্তু ঠিক বলেছেন❤আর আপনার কথা কাজ খুবই পছন্দ করি আমি🥰এই রেসিপিটা বাসায় ট্রাই করবো আমি তবে আমার সাহেব করিয়ে আগে খাওয়াতো🤤ভালোই লাগে কিন্তু 😍সেমাইয়ের রেসিপিটাও ভালো লেগেছে আপু❤ভালো থাকবেন আর দোয়া করবেন👍

  • @taniamahjabin7801
    @taniamahjabin7801 2 года назад +1

    Nur ke nijer school dress nije dhute dekhe khub bhalo laglo. Shomosto adhunik technologyr shubidha thaka shotteo oke nij haate nijer kaaj korar obhhash korano ta or nijer jonnoi je koto ta upokari ta bolar baire. Ekjon shottikar bhabe independent manush hishebe gore otha jay ebhabe. Apu khub bhalo laglo apnar parenting skill Ma Sha Allah. Allah amader ke towfik daan koruk ei practice ta dharon korar. Ameen.

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад +1

      আমিন। অসংখ্য ধন্যবাদ আপু। 😊 দোয়া করবেন নূরের জন্য।

  • @tanusreebanik5128
    @tanusreebanik5128 2 года назад +4

    লাউ এর রেসিপি টা একটু শেয়ার করলে ভালো হতো ❤️
    তোমার প্রত্যেক টা ভিডিও খুব ভালোলাগে।

  • @ehshakil4934
    @ehshakil4934 2 года назад +1

    Tmr video dekhar age like dei.khub valo lage tmr video,ami onk kisu sikhesi tmr theke

  • @ahnafvlogtips753
    @ahnafvlogtips753 2 года назад +3

    W Salam apu..apu tomar video onk vlo lagle r onk kicu sikteo pari 😊😊 thx apu😊😊

  • @bdfarjanaritu393
    @bdfarjanaritu393 2 года назад

    আসসালামু আলাইকুম মাশাআল্লাহ চমৎকার হয়েছে শেয়ারিং খুব ভালো লাগলো

  • @mahadehasan6308
    @mahadehasan6308 2 года назад +4

    নোটিফিকেশন পেয়ে চোলে এলাম

  • @resmakabir2149
    @resmakabir2149 2 года назад

    আপু আপনার অনেক ভিডিও দেখেছি কেনো জানি মনের অজান্তেই আপনাকে ভালো লেগে গেছে আর আমার ৯ বছরের মেয়েটাও আপনার ভিডিও দেখে মেয়েটা আপনার মত সালাম দেয় আপনি যে ভাবে আপনার নাম বলেন ঠিক সেইভাবেই আপনার নাম বলে🙂🙂🙂🙂

  • @ritadutta4060
    @ritadutta4060 2 года назад +14

    অনেক অনেক আদর আর ভালোবাসা জানাই💖। বেশ অনেক দিন পর তোমার ভিডিও পেলাম। আশা করি সবাই ভালো আছ। তোমাকে যত দেখি, তত ই আমার খুব ভালো লাগে। এবারে কিছু রান্নার রেসিপি শেয়ার কোরো। অপেক্ষায় রইলাম 💖🇮🇳

  • @arifaaktertarinarifa7594
    @arifaaktertarinarifa7594 2 года назад +1

    Mashallah apu onek valo laglo apni ato sundor kore guchiye kotha bolen khub valo lage sunte ajke vabchilam je kokhon video diben r jokhon dekhi video ase porese tokhon onek khushi lagse apu apni aivabei egiye jan dowya roilo apnar abong apnar poribarer jonno

  • @mahi-pp8ti
    @mahi-pp8ti 2 года назад +3

    Hi apu kmn acho tomar vlogr jonno opekai chilam. Nice vlog🥰🥰🥰😍😍😍❤️❤️❤️💗💗

  • @jannatulferdousjannat7201
    @jannatulferdousjannat7201 2 года назад +1

    সাজেস্ট পেইজে দেখে এলাম আপনার চ্যানেলে।
    কি আর বলব আপু এতটাই মুগ্ধ হলাম যে সবগুলো ভিডিও দেখতেছি
    ❤️❤️❤️❤️

  • @sumaiyaislamnodi9790
    @sumaiyaislamnodi9790 2 года назад +11

    আপু কেমন আছো? তোমার ভিডিও এর জন্য অপেক্ষায় ছিলাম 😇😇😇 অবশেষে

  • @jannatulnaherpinky3308
    @jannatulnaherpinky3308 2 года назад

    আপু আমি ২বছর ধরে আপনার সকল ভিডিও দেখি,আজ প্রথম কমেন্ট করলাম,আমি ও খুব পরিপাটি চলতে পছন্দ করি।আমার কমেন্ট টা পড়বেন।দোয়া রইলো আপনার জন্য।

  • @bangladeshibloggermeherunnesa
    @bangladeshibloggermeherunnesa 2 года назад +3

    love u api, 1st ami

  • @abdulkhalequeahmed2113
    @abdulkhalequeahmed2113 2 года назад +1

    Assalamualaikum Sharmin Hira Ami khurshid Sultana Parvin Goalpara Lakhimpur of Assam in India theke bolsi stay happy stay healthy

  • @MdShamim-wq3tn
    @MdShamim-wq3tn 2 года назад +17

    আপু কেমন আছ?নূর মামনির আজকের একটিভিস্ট আমার খুব পছন্দ হয়েছে,বাচ্চারা নিজেদের কাজ একটু একটু করে করে শিখুক এটা আামার খুব পছন্দ! যেমনটা আমরা করে এসেছি!দোআ রইল লক্ষী মামনিটার জন্য😍😍😍

  • @sakinabiswas906
    @sakinabiswas906 2 года назад

    Joto bar tomar vedio dekhi totobar notun kichu sikhi.tar jonno dhonnobad.frm India

  • @Onnorokom21blog
    @Onnorokom21blog 2 года назад +5

    আপু তোমার পরিবারের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইলো 👍👍

  • @mahamudamomen4015
    @mahamudamomen4015 2 года назад

    তোমার কাজকরমো,ঘর গুছানো রান্নাবান্না,সব কিছু,কজের সাথে,আমার কাজকরমের অনেকটাই মিল আছে।তাই,তোমার অনুমতি ছারাই,তোমাকে মেএ,মনেকরি।

  • @tasniyasaiyef2657
    @tasniyasaiyef2657 2 года назад +24

    আসসালামু আলাইকুম কেমন আছেন আপু লাউ চিংড়ি রান্না টা আমার খুব ভাল লাগে,,,,দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়ছে💞🥰💞

  • @msjesi7547
    @msjesi7547 2 года назад

    আপনার কথা ও ভিডিও গুলো দেখলে মনে কেমন যানি শান্তি পাই, একটা অন্য রকম ভালো লাগা কাজ করে,

  • @TuhaLovesWorldTv
    @TuhaLovesWorldTv 2 года назад +20

    আসসালামু আলাইকুম আপু♥। মাশাললাহ ঘুমানোর জন্য রেডি হইলাম।আর ঘুম বাদ দিয়ে আমার প্রিয় আপুর ভিডিও দেখা শুরু করেদিলাম।

  • @RecipesbyNabilMum
    @RecipesbyNabilMum 2 года назад +1

    আসসালামুয়ালাইকুম আপু কেমন আছেন। আগে পুরা 14 মিনিট এক সেকেন্ডের ভিডিও শেষ করেছে তারপর কমেন্ট করতে চলে আসলাম। আপনার হাতের কাজের কোন তুলনা হয় না বিশেষ করে সেমাই রেসিপি টা ভালো লেগেছে লাউ ছিলানো ওটা ভাল লেগেছে।সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হল আমার টি পটের মত আপনার টি পট টা সেইম মিলে গেছে। আর যেটা ভালো লেগেছে আমিও সেইম আপনার মতো ফ্রাইপেনে রান্না করা পছন্দ করি। রান্না শেষে সবগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছেন।ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছেন। আপনার কথাগুলো সবমিলিয়ে দুর্দান্ত ভালো লেগেছে বলে বোঝানো সম্ভব নয়। ভালো থাকবেন এগিয়ে যান শুভকামনা রইল,❤️❤️ আর আমাদের মত ছোট্ট বোনদের জন্য একটু দোয়া করবেন। হয়তো আপনাদের দোয়া আর ভালবাসা পেলে আপনাদের মত না হতে পারি। আপনাদের ছোট একটা বোন তো হতে পারব।

  • @MdNasir-nd7oh
    @MdNasir-nd7oh 2 года назад +4

    আসসালামু আলাইকুম। কেমন আছো আপু? আমার কাছে তোমার ভিডিও গুলো অনেক ভালো লাগে। আজ আমি প্রথম কমেন্ট করলাম।🙂

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад

      ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপু।

  • @ilmiahmed8152
    @ilmiahmed8152 2 года назад

    Nurer dress dhowa dekhe monta kmn khusi laglo abar atto.maya laglo..meye ra sotti khub druto dayitto nite sikhe jay..Allah pak.tomake sustho.rakhun maa😘

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад

      অসংখ্য ধন্যবাদ আপু। 😊 দোয়া করবেন নূরের জন্য।

  • @jannatulferdous-mf5qg
    @jannatulferdous-mf5qg 2 года назад +3

    আপু রান্নাঘড় এর তেল চিটচিটে ভাপ কি ভাকে কমান? আর বেছিং কি দিয়ে প্ররিস্কার করেন?

  • @sefamoni
    @sefamoni 2 года назад +1

    Apu aj o ami first comant korlam

  • @nazneenkhan9806
    @nazneenkhan9806 2 года назад +9

    Please ma'am translate in English so I can understand ur language loved ur vlogs ❤️from India

  • @sharmin7790
    @sharmin7790 2 года назад

    আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্,, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালোই আছে বাসার সবাইকে নিয়ে...? আপু আমি আপনার বিডিও গুলো নিয়মিত দেখি কিন্তু কখনো এসেমেছ করিনি, আজ প্রথম এসেমেছ করলাম,, সব সময় ভালো থাকবেন আল্লাহাফেজ।

  • @mawasmom1095
    @mawasmom1095 2 года назад +3

    আসসালামু আলাইকুম।

  • @shamimaakther5622
    @shamimaakther5622 2 года назад +1

    আপু সব সময় তোমার বিডিও দেখি কিন্তু কোন দিন কমেন্ট করার সাহস পাই নাই। আজ করলাম।বিডিও দেখার আগে সব সময় লাইক দিয়ে দি।

  • @missumaakter783
    @missumaakter783 2 года назад +3

    miss you apo

  • @jamilajamila2424
    @jamilajamila2424 2 года назад +1

    Apu ami ajker first followar

  • @তাহিরা-স২স
    @তাহিরা-স২স 2 года назад +3

    আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন নূর মামনি ভাল আছে। আপু আপনাকে অনেক দিন ধরে লেখার ইচ্ছে ছিল । আপু আপনার নাম শারমিন হিরা আর আমার নাম জেসমিন এবং আমার মেয়ের নাম তাহিরা। আপনার কথা আমার খুব ভালো লাগে। আপু আজ আর লেখলাম না। পরের ভিডিওআবার কমেন্ট করার ইচ্ছে আছে।

  • @nurchity5220
    @nurchity5220 2 года назад +1

    Hlw apu kmn acho..... Tmr video or jonno wait korselam thank you apu❤️❤️❤️❤️

  • @worldofbts9568
    @worldofbts9568 2 года назад +3

    AME First

  • @artscraftsbyh7545
    @artscraftsbyh7545 2 года назад +1

    মাশাআল্লাহ খুব গুছানো সবকিছু। অসাধারণ শান্তিপূর্ণ।

  • @siam9231
    @siam9231 2 года назад

    Apu ami Shuci,tomar video gulo dekhle mone hoi Amar lifeta sue boshe katiye dicchi,,Tumi koto sundor Kore everyday katao,,,,khub beshi guchano,,

  • @hashiakter4391
    @hashiakter4391 2 года назад

    Kokhono cmnt kora hoy nai aj k first Ami wait more apner videor jonno

  • @farzin345roja3
    @farzin345roja3 2 года назад

    Notification pawar sathe sathe video dekte chole aschi

  • @amarsohojranna1449
    @amarsohojranna1449 2 года назад +1

    সত্যি আপনার কাজ এবং আপনার কথা সব কিছু অনেক সুন্দর 😘😘😘

  • @masumabinlaboni7922
    @masumabinlaboni7922 2 года назад

    Apu apnar vidio ami kintu sobsomoy ei dekhi. But aj prothom comments korlam. Ki bolbo ki bolbo kore comment kora hoyna. But aj sahos korei fellam. Sudu bolte chai apnar sokol protiva onek onek onek valo... Apnar jonno onek kisu sikhte parsi. But apnar moto hoyto kokhono ato sundor kore parbona. Tobu doa korben apu.

  • @thoughtsofseenthea6876
    @thoughtsofseenthea6876 2 года назад +1

    আমার আম্মুও এভাবে রান্না করে সেমাই। আমরা সবাই খুব পছন্দ করি

  • @nazneenhossain7074
    @nazneenhossain7074 2 года назад

    আপনার ভিডিওগুলো আজকে প্রথম দেখলাম আর আপনার ফ্যান হয়ে গেলাম।

  • @siddikakhatun4928
    @siddikakhatun4928 2 года назад

    Apner kotha bolar style ta amar khub valo lage🥰

  • @sumaiyaislam1538
    @sumaiyaislam1538 2 года назад +1

    Onek valobasa roilo apu apnader jonno

  • @jsalam9962
    @jsalam9962 2 года назад +1

    Assalamualikum apu
    Ami Gazipur theke bolci..
    Apar vlog amar onkk vlo lage,,
    Ar apnar vlog gula dekhe kicu na kicu shiki,,,
    Valo thakben...

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад +1

      ধন্যবাদ আপু। আপনিও ভালো থাকবেন।

  • @Jamil5297
    @Jamil5297 2 года назад

    ভিডিও দেখার আগেই কমেন্ট করলাম আপু। তোমার কথা শুনার আশায় থাকি।

  • @misrine4443
    @misrine4443 2 года назад +1

    আপু আমি আপনার সবগুলোই ভিডিও দেখি,আপনার কথা বলা কাজ করা সব মিলিয়ে অনেক সুন্দর লাগে আমাকে

  • @saymahasan2718
    @saymahasan2718 2 года назад +2

    প্রতিবারেরমত দেখার আগে লাইক দিলাম।

  • @tahmidsadia4146
    @tahmidsadia4146 2 года назад +1

    apnar vlog a onek kichui sekha jai,onek suvokamona apu..

  • @ARIYANXFF
    @ARIYANXFF 2 года назад +1

    আমার পছন্দের একজন ব্লগার।খুব ভালো লাগলো আপু।

  • @Taniasdiary2020
    @Taniasdiary2020 2 года назад +1

    আপু আপনার কথা গুলোতে এতো মায়া ♥️♥️

  • @oishijuhi9840
    @oishijuhi9840 2 года назад

    মাশাআল্লাহ, আরও একটা অসাধারণ ভিডিও। ধন্যবাদ আপু,তোমার কাজ ম্যানেজ এর বিষয় শেয়ার করার জন্য। আমার তিন মেয়ে নিয়ে প্রায় ষোল বছরের সংসার।কিন্তু তোমার গোছানো, রুচিসম্মত জীবন ও চিন্তা দেখলে নিজেকে খুব আনাড়ি বা অযোগ্য মনে হয়।তবে শেখার কোনো বয়স নেই সেটা মেনে শিখে যাচ্ছি। আমার ছোট মেয়ের বয়স সাড়ে পাঁচ। সে নূর কে একটু দেখার জন্য আমার কাছে আবদার করে বলে " নূরের ভিডিও দেখব"। নূর নিজে নিজে খাবার খায় দেখলে বা খেলা শেষে খেলনা গোছাতে দেখলে সে ও চেষ্টা করে।আমি খুব চাই আমার মেয়েরা নিজের ছোট ছোট কাজগুলি নিজে করুক পারলে আমাকেও কিছুটা সাহায্য করুক।তবে সেটা আমি খুব কম পেয়েছি। মনে হয় আমার শেখানোতে ভুল আছে। এখন তোমার প্যারেন্টিং আমি কাজে লাগানোর চেষ্টা করি।দোয়া করি,আল্লাহ তোমায় 'রত্নগর্ভা মা' হিসেবে কবুল করুন। আমিন।

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад +1

      অসংখ্য ধন্যবাদ আপু। 😊 আপনার মেয়েদের জন্য অনেক দোয়া রইলো। ভালো থাকবেন।

  • @fatemajannat2026
    @fatemajannat2026 2 года назад

    Notifikeshon peye tara tari dekte aslam

  • @sahidaaktar3377
    @sahidaaktar3377 Год назад

    লাউ তরকারির কালার টা মাশা আল্লাহ

  • @tanhamone6894
    @tanhamone6894 2 года назад

    আপু আপনার ভিডিও পাওয়ামাএ না দেখে পারা যায় না,আপনার উপসতাপন এত সুনদর প্রশংশা না করে পারা যায় না ভালো থেকো,আললাহ হাফেজ,

  • @najminnaharblogger5648
    @najminnaharblogger5648 2 года назад +1

    মাশাল্লাহ সব মিলিয়ে অসাধারণ একটা ভিডিও 🕋🕋🕋🕋🕋🕋🕋🕋

  • @aponahmed4394
    @aponahmed4394 2 года назад +1

    আপু তোমার ভিডিও দেখার অপেক্ষায় ছিলাম

  • @sornaaktar2345
    @sornaaktar2345 2 года назад

    Literally video ar oppekkhay cilam

  • @lamiasultana4192
    @lamiasultana4192 2 года назад

    Apu video ta osadharon laglo🥰.. Nur mamunir ai soto soto kajgulo kora dekhte khub valolage. Nur mamunir cholafera, porte bosa, aisob tukitaki kaj nijer hate kora ki bolbo sotti amr khub e valolage... Mamunita k dekhle amr vagnir kotha mone pore, nurer motoi arokom lokkhi amr vagnita... Onek onek ador o valobasa roilo nur mamunir jonno❤️❤️💞💞

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад +1

      অসংখ্য ধন্যবাদ আপু। 😊 দোয়া করবেন নূরের জন্য। আপনার ভাগ্নির জন্যও অনেক দোয়া।

  • @deathbody8620
    @deathbody8620 2 года назад

    আজই রান্না করবো,,,,আমার মেয়েটা সেমাই খুবই পছন্দ করতো,,,,আজ তো ও নেই,, ভাবছি কবরস্থানে যাবার আগে একটা বক্সে করে নিয়ে যাবো,,,এতিম বাচ্চা আছে,, দিয়ে দিবো।এই আমার মনের শান্তি,,,, আল্লাহ পাক যেন আমার এই শান্তি টুকু কবুল করেন।আমিন।

  • @LunaHouseVlog
    @LunaHouseVlog 2 года назад

    Apu tomar kotha gula eto valo lage, sudhu shuntey mon chai.khub valo laglo vlog ta.

  • @rafidewan6954
    @rafidewan6954 2 года назад

    আসসালামু আলাইকুম আপু
    ভিডিওর শুরু তে যে-ই সুর টা হয় কি বলবো আপু মনটা ছুয়ে যায় 🥰🥰

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад

      ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপু।

  • @aniani-gf4lb
    @aniani-gf4lb 2 года назад

    আপু আপনার আজকের কাজের সাথে আমার অনেক মিল আছে,, আজ আমিও লাউ চিংড়ী রান্না করেছি,,ওয়াশিং মেশিনে মশারী ধুয়েছি,,লাচ্চা সেমাই রান্না করেছি,,, মিল দেখে খুব ভালো লাগলো

    • @mdraiyanislampurnovlogs7404
      @mdraiyanislampurnovlogs7404 2 года назад

      আমি অনেক সুন্দর ভিডিও বানাই আসা করি আপনারো ভালো লাগবে দোয়া করে আমার পাশে একটু থাকবেন।

  • @kamrunnahar4599
    @kamrunnahar4599 2 года назад

    Ma sha Allah Onek valo laglo bacchader Kaj Shikhanor bisoyta
    Onek onek dua r valobasa ❤️

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад +1

      অসংখ্য ধন্যবাদ আপু। 😊

    • @kamrunnahar4599
      @kamrunnahar4599 2 года назад

      @@BangladeshibloggermumHira apu sob chaite valo lage akta bisoy seta holo practicing Muslim akta family...alhumdullah ❤️

    • @kamrunnahar4599
      @kamrunnahar4599 2 года назад

      But meyeder voice o naki islam a sunano thik na ...tai Chinese...Korean kichu blog ache Ora voice dei na...but nite English a subtitle uthe.
      In sha Allah Allah sob kichu sohoj kore din.onek dua r valobasa ❤️

  • @suraiyabushra3551
    @suraiyabushra3551 2 года назад +2

    নূর মা মনির জন্য দোয়া রইলো আল্লাহ্ পাক নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুক 🥰🤗😇

  • @naziark7416
    @naziark7416 2 года назад +1

    Apu apnar vlog ti khub sundor r shikhoniyo hoyeche MashAllah!

  • @Livinglife_with_fahmida
    @Livinglife_with_fahmida 3 месяца назад

    Ei bhave semai khub e valo lage.
    Onk thanks❤️

  • @zahirulislam3229
    @zahirulislam3229 2 года назад +2

    আপু প্লিজ আপনার লাউ রান্নার রেসিপিটা দিবেন!! আর আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো। খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে। 🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @NusratJahan-bh1lm
      @NusratJahan-bh1lm Год назад

      আমিও এটা ভাবছিলাম,,,, লাউ এর কালারটা খুব সুন্দর

  • @mdmamunmdmamun2152
    @mdmamunmdmamun2152 2 года назад

    Masha Allah. Nur mamonir kaj deke onek Valo laglo.

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад

      অসংখ্য ধন্যবাদ আপু। 😊 দোয়া করবেন নূরের জন্য।