Village Garden House সোনাগাজীর চরাঞ্চলে সুন্দর একটি বাগান বাড়ী। বঙ্গবন্ধু শিল্পাঞ্চল চর।

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #nature #fenix #travel #vlog #বাগানবিলাস #বাগানবাড়ি #বঙ্গবন্ধুশিল্পাঞ্চল #SonagazianTravelar #blog #blogger #naturalbeauty
    ফেনী জেলার সোনাগাজী উপজেলার মধ্যে চরচান্দিয়ার ৭নং সুইচ এর নিকটবর্তী একটি বাগান বাড়ী এবং বিশাল চরাঞ্চল।
    এখানে বিস্তিন্ন চরাঞ্চলে গড়ে তুলা স্বপ্নের মতো করে পরিকল্পিত বিশাল একটি বাগান বাড়ী।
    এখানে নেই কোন কোলাহল, নেই রাস্তার গাড়ীর কোন সাড়া শব্দ। এখানে আছে শুধু দখিনা বাতাশ আর নদীর জোয়ারের কলোকলো আওয়াজ। এখানে যখন নদীর জোয়ার আসে- মনে হয়, সাগরের মধ্যে একটুকরো দ্বীপের মধ্যে রয়েছি। কারণ জোয়ারে এখানকার চারিদিক থই থই পানিতে একাকার হয়ে যায়। তবে এই বাগান বাড়ীর ভিটে অনেক উচু হওয়াতে এখানে জোয়ারের পানি তেমন উপরে উঠতে পারেনা, শুধু মাত্র জলোচ্ছাস ছাড়া।
    মুলত আমাদের সোনাগাজীর চরাঞ্চলের বিশাল একটা অংশ বঙ্গবন্ধু শিল্পাঞ্চল ঘোষনা করায় এখানকার জায়গা সরকারীভাবে একর করার পাশাপাশি বাংলাদেশের অনেক স্বনামধন্য ব্যবসায়ী, বিভিন্ন কোম্পানি ও শিল্পপতি, আবার বিদেশী কোম্পানীরাও এখানকার শত-শত একর জায়গা ক্রয় করে তার কাটার বেড়া কিংবা বাঁধ দিয়ে গিরে রেখে তাদের নিজ মালিকানায় রেখেছে।

Комментарии • 2

  • @MdJahid-tp9yh
    @MdJahid-tp9yh 3 месяца назад

    আপনার নাম শরিফ না