@@snsumon8164 এই পদক্ষেপ এই সরকারের নয়, বরং বিগত সরকারের। যেটা তারা ঘুষের বিনিময়ে বাস্তবায়ন করেনি। এটা এই সরকার বাস্তবায়ন করছে। ১০০ বছরে কিছু হয়েছিল কিনা, সেটা নিয়ে বহু গবেষণা রিপোর্ট রয়েছে। এগুলো বানোয়াট নয় এবং মনগড়া মতো সেই সবগুলো রিপোর্ট পরিবর্তন করে ফেলাও সম্ভব হবেনা। আপনার এত আগ্রহ হলে এসব অনুসন্ধানের রিপোর্টের খবর জেনে আসুন, তারপর কথা বলুন।
কথাটা শুনতে একটু খারাপ লাগছে। কিন্তু এটা করাই একান্ত প্রয়োজন।। কারণ আমাদের দেশের মানুষ পরিবেশ রক্ষা করার কথা তো দূরের কথা স্বার্থ আর ব্যবসা ছাড়া কিছুই বুঝে না ।। শুধু কি টুরিস্ট ব্যবসা করলেই হবে রক্ষণাবেক্ষণও প্রয়োজন এটা সরকারের ভালো একটা উদ্যোগ সহমত পোষণ করি
পরিবেশের নামে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হচ্ছে,পরিবেশ নিয়ে এত চিন্তা থাকলে,আগে ঢাকাকে সংস্কারের কথা আসতো,প্রবল না থাকলে দেশের কিছু যায় আসে না, পৃথিবীর কয়টা দেশে প্রবল আছে।
@@syedayaat8896Blackmail nah vai 😑 প্রবাল একটা দ্বীপের জন্য অনেক জরুরী। সাগরের বেশিরভাগ মাছ প্রবাল প্রাচীর এর উপর নির্ভরশীল। এখন যদি প্রবল প্রাচীর ওই না থাকে মাছ ওই দ্বীপ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর Saint Martin এর স্থানীয় মানুষ মাছ ধরা এর উপর নির্ভরশীল। প্রবাল পানি পরিষ্কার রাখতে সাহায্য করে (কিছুটা ফিল্টার হিসেবে কাজ করে)।আর প্রবাল দ্বীপের উপকূল ঝড়, বন্যা,বড় ঢেউ এর ক্ষয়ক্ষতি থেকে বাঁচায়। আর saint martin তার 70℅ প্রবাল হারিয়েছে এর ফলে দিনকেদিন দীপটি ক্রমশই ছোট হয়ে যাচ্ছে। আপনি যদি আরও তথ্য চান, তাহলে 2016 সালে প্রথম আলো এর একটি করা প্রতিবেদন দেখে আসতে পারেন Google থেকে। ধন্যবাদ
আমাদের দেশ খুবই সুন্দর। তবে আমরা সেই সৌন্দর্য কখনোই টিকিয়ে রাখতে পারিনি। সেন্ট মার্টিন, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন,খাল-বিল,নদী খুবই সুন্দর স্হান।আমাদের সকলের উচিৎ প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা।তাহলে আমরা বাঁচবো,দেশ বাচঁবে।দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সরকারের সকল পদক্ষেপকে স্বাগত জানায়।
বেশি করে সুদের ব্যাবসা করা যাবে,আপনিও মনে হয় সুদ খোর।
17 дней назад+71
শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা নয়। সেন্ট মার্টিনের প্রকৃত অবস্থা জেনে বা একবার হলেও ভ্রমন করে এসে পরে সরকারের কাজের বা গৃহীত পদক্ষেপের বিরোধিতা করার অনুরোধ রইলো সচেতন নাগরিক সমাজের কাছে।।
এটার বিরোধিতা শুধু এমনি এমনি হয় নাই। সেন্টমার্টিন নিয়ে একটা কথা মানুষের মনে সন্দেহ সৃষ্টি করেছে। তাই সেন্টমার্টিন নিয়ে মানুষের আগ্রহ।
16 дней назад+1
@snsumon8164 আমাদের সকল দিক দিয়েই সচেতন থাকতে হবে।। সত্যিকার অর্থে বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটন অঞ্চল কম।সেক্ষেত্রে এখন যে স্পটগুলো আছে সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা জরুরি।।
প্রবাল একটা দ্বীপের জন্য অনেক জরুরী। সাগরের বেশিরভাগ মাছ প্রবাল প্রাচীর এর উপর নির্ভরশীল। এখন যদি প্রবল প্রাচীর ওই না থাকে মাছ ওই দ্বীপ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর Saint Martin এর স্থানীয় মানুষ মাছ ধরা এর উপর নির্ভরশীল। প্রবাল পানি পরিষ্কার রাখতে সাহায্য করে (কিছুটা ফিল্টার হিসেবে কাজ করে)।আর প্রবাল দ্বীপের উপকূল ঝড়, বন্যা,বড় ঢেউ এর ক্ষয়ক্ষতি থেকে বাঁচায়। আর saint martin তার 70℅ প্রবাল হারিয়েছে এর ফলে দিনকেদিন দীপটি ক্রমশই ছোট হয়ে যাচ্ছে। আপনি যদি আরও তথ্য চান, তাহলে 2016 সালে প্রথম আলো এর একটি করা প্রতিবেদন দেখে আসতে পারেন Google থেকে। ধন্যবাদ
@@mdnobabhossenবলদ সারা বছর কি উনারা ছিল? উনারা এখন এসেছে তাই ব্যবস্থা নিয়েছে।দুই চার বছর নিয়ন্ত্রিত পর্যটক রেখে যদি দ্বীপ টা বাঁচানো যায় তাহলে তো আপনার খুশি হওয়ার কথা। দেশের ভালোর জন্য দুই চার বছর ব্যবসা কম করেন পরে আবার করতে পারবেন।
যে দিপের ২য় নাম নারিকেল জিন জিরা সেখানে এখন ঠিকমতে নারিকেল গাছ ও নাই শুধু হোটেল আর হোটেল এখন টেকনাফ আর উখিয়া, কক্সবাজার থেকে নারিকেল আনা লাগে। এটা খুবি দুঃখ জনক
থাকবে কিভাবে? কিছু আওয়ামী গুন্ডা ব্যবসায়ীরা তাদের অসত ব্যবসার মাধ্যমে বিপুল টাকা উপার্জনের জন্য নারিকেল গাছ অবাধে কেটে ফেলে সেই গাছ কেটে তারা পর্যটন কেন্দ্র, হোটেল মোটেল নির্মান করে পরিবেশের বিপর্যয় সৃস্টি করেছে। এখন স্বার্থে আঘাত লাগায় বিরোধীতা করছে। বেআক্কেল গুলা এটুকো বোঝে না যে পরিবেশ বাঁচলে আমরা বাঁচব, আমাদের ব্যবসা বাঁচবে।
জনগন আপনাদের সাথে আছে তাই কাউকে ভয় করবেন না 🙏 দেশের জন্য যা ভালো তাই করুন কোনো রাজনৈতিক দলের কথা শুনে ভয় পাবেন না 💯 ভালো কেউ পরামর্শ দিলে নেন নয়তো দরকার নেই 💯
আমি সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায়ী।সত্যি বলতে মানুষের ছোয়া লাগলে প্রবাল মরে যায়। এটা অপরুপ সুন্দর।ওখানে পুরাপুরি পর্যটন ব্যবসা আসলে বন্ধ রেখে অন্য কোন অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করলে,যেমন মানুষের যাতায়াত কম এমন কোন ব্যবসা পরিচালনা করলে সেন্টমার্টিন ও প্রবালের জন্য ভালো হবে।
যদি পর্যটক যাওয়া বন্ধ করে দিলেই সব সমাধান হবে তাহলে সেখানে একমাত্র সেনাবাহিনী আর নৌবাহিনী ছা আর কেউ যেন যেতে না পারে সেই ব্যবস্থা করুন,বহির্বিশ্বের লোক তো দূরে থাক
এই সরকারের উপদেষ্টাদের মধ্যে উনার কথা গুলো সাবলীল চমৎকার বাক্য উচ্চারণ এবং সুন্দর করে উপস্থাপন করে কথা গুলো বুঝিয়ে বলতে পারেন। যায়হোক আমাদের দেশের সরকারের পাশাপাশি আমরা নিজেরাও এটিকে রক্ষার্থে মনোযোগী হই।
সাধারণ মানুষ দুইটি কথা আপনার কাছ থেকে জানতে চায় (১) সেন্ট মার্টিন দ্বীপ অন্য দেশের হাতে তুলে দেওয়া হবে কি-না? (২) এনজিও গুলো যে কাজের জন্য ডোনারদের কাছ থেকে টাকা আনে টাকাগুলো সেই কাজের জন্যই খরচ হচ্ছে কিনা তার মনিটরিং এর দরকার আছে কি-না?
আমি উপদেষ্টা কে, বিনয়ের সাথে বলি,এতদিন কেউ বা কোনো সরকার sent martin যেতে নিষেধ করে নাই। সকলে বাধাহীনভাবে আসা-যাওয়া করেছিল। এখন, আপনি হঠাৎ করে নিষেধাজ্ঞা আরোপ করলে সমস্যা তো হওয়ার কথা। হঠাৎ, কোনো কিছু বন্ধ বা নিষেধাজ্ঞা আরোপ করা এটা কতটুকু যুক্তিসম্মত আমরা বুঝতে পারছি না।দয়া করে সময় নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করলে ভালো হবে।
এনজিও গুলোর ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। এতে আপনার গত্রদাহ হলে আমাদের কিছু করার নেই। এনজিওগুলো যদি বিদেশি এজেন্ট হিসেবে বাংলাদেশের সংস্কৃতি কালচার ও দেশবিরোধী এজেন্ট হয়ে কাজ করে তবে অবশ্যই তাদেরকে মনিটর করতে হবে।
সুন্দর উদ্যোগ! তবে শুধুমাত্র সেন্ট মার্টিনস কেন? আমাদের শালবন, আমাদের ম্যানগ্রোভ, আমাদের পাহাড়, আমাদের নদী এগুলো নিয়েও কাজ করুন। বন ও পরিবেশ পুনরুদ্ধারে আমরা গাছপালা রোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদী, পাহাড় ও জলাভূমি সুরক্ষায় উদ্যোগ নিতে পারি।
যা খুশি করুন,, কিন্তু সেন্টমার্টিন লিজ দেয়ার কথা স্বপ্নেও ভাবা যাবে না,, মানুষ না না প্রশ্ন করে বুঝতে চাইছেন আসলে সেই দিকে যাচ্ছে কিনা ,,, আপনারাও জানেন সেটা,,, জনগনকে নিশ্চিত করুন যে সেন্টমার্টিন আমাদের এবং সেটা আমাদেরই থাকবে।
এটা আমাদের সম্পদ। আমাদের রক্ষা করতে হবে। ওনার সাথে আমি একমত।।
Right
Kotha righy
সহমত
Shomot
✅✅✅
উদ্যোগ কে সাধুবাদ জানাই !
তোমাকেও সুদি বাদ জানাই
সেন্টমার্টিনকে যেভাবে রক্ষা করা যায়, সেভাবে এগিয়ে যান। লীগের দালালদের ভয় পাবেন না। এগিয়ে যান, শুভকামনা রইলো।
এই আবালের বাচ্চা সেন্টমার্টিন বিক্রি করে দিয়েছে বুঝস কিছু আবোল তাবোল বুঝাইতেছে
100 বছরের যে দ্বীপের কোন ক্ষতি হলো না। দুই মাসের সেই দ্বীপের ক্ষয় শুরু হয়ে গেছে
@@snsumon8164হাসিনার সময় কি দেশ নিয়ে এতো ভাবছে? দেশ থেকে লুটপাট করেই খেয়েছে,এসব দেখার তার কোনো প্রয়োজন বোধ হয় নি,গাধার মতো কথা বলেন কেনো
@@snsumon8164 এই পদক্ষেপ এই সরকারের নয়, বরং বিগত সরকারের। যেটা তারা ঘুষের বিনিময়ে বাস্তবায়ন করেনি। এটা এই সরকার বাস্তবায়ন করছে। ১০০ বছরে কিছু হয়েছিল কিনা, সেটা নিয়ে বহু গবেষণা রিপোর্ট রয়েছে। এগুলো বানোয়াট নয় এবং মনগড়া মতো সেই সবগুলো রিপোর্ট পরিবর্তন করে ফেলাও সম্ভব হবেনা। আপনার এত আগ্রহ হলে এসব অনুসন্ধানের রিপোর্টের খবর জেনে আসুন, তারপর কথা বলুন।
😂😂@@snsumon8164
এই উদ্যোগ নেওয়ার জন্য আপনাদের কে ধন্যবাদ।
কথাটা শুনতে একটু খারাপ লাগছে। কিন্তু এটা করাই একান্ত প্রয়োজন।। কারণ আমাদের দেশের মানুষ পরিবেশ রক্ষা করার কথা তো দূরের কথা স্বার্থ আর ব্যবসা ছাড়া কিছুই বুঝে না ।। শুধু কি টুরিস্ট ব্যবসা করলেই হবে রক্ষণাবেক্ষণও প্রয়োজন এটা সরকারের ভালো একটা উদ্যোগ সহমত পোষণ করি
পরিবেশের নামে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হচ্ছে,পরিবেশ নিয়ে এত চিন্তা থাকলে,আগে ঢাকাকে সংস্কারের কথা আসতো,প্রবল না থাকলে দেশের কিছু যায় আসে না, পৃথিবীর কয়টা দেশে প্রবল আছে।
@@syedayaat8896Blackmail nah vai 😑 প্রবাল একটা দ্বীপের জন্য অনেক জরুরী। সাগরের বেশিরভাগ মাছ প্রবাল প্রাচীর এর উপর নির্ভরশীল। এখন যদি প্রবল প্রাচীর ওই না থাকে মাছ ওই দ্বীপ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর Saint Martin এর স্থানীয় মানুষ মাছ ধরা এর উপর নির্ভরশীল। প্রবাল পানি পরিষ্কার রাখতে সাহায্য করে (কিছুটা ফিল্টার হিসেবে কাজ করে)।আর প্রবাল দ্বীপের উপকূল ঝড়, বন্যা,বড় ঢেউ এর ক্ষয়ক্ষতি থেকে বাঁচায়। আর saint martin তার 70℅ প্রবাল হারিয়েছে এর ফলে দিনকেদিন দীপটি ক্রমশই ছোট হয়ে যাচ্ছে। আপনি যদি আরও তথ্য চান, তাহলে 2016 সালে প্রথম আলো এর একটি করা প্রতিবেদন দেখে আসতে পারেন Google থেকে।
ধন্যবাদ
সেন্টমার্টিন টুরিস্ট এর জায়গা সেন্টমার্টিন এর সথে ঢাকা কে মিলাইলে তো হবে না@@syedayaat8896
আমাদের দেশ খুবই সুন্দর। তবে আমরা সেই সৌন্দর্য কখনোই টিকিয়ে রাখতে পারিনি। সেন্ট মার্টিন, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন,খাল-বিল,নদী খুবই সুন্দর স্হান।আমাদের সকলের উচিৎ প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা।তাহলে আমরা বাঁচবো,দেশ বাচঁবে।দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সরকারের সকল পদক্ষেপকে স্বাগত জানায়।
আমার ৪০ বছর বয়সে এই রকম একজন যোগ্য ব্যক্তি সরকারে পেলাম, আসলেই আমরা ভাগ্যবান।কিন্তু রাজনীতিবিদদের সহ্য হয় না।
বেশি করে সুদের ব্যাবসা করা যাবে,আপনিও মনে হয় সুদ খোর।
শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা নয়। সেন্ট মার্টিনের প্রকৃত অবস্থা জেনে বা একবার হলেও ভ্রমন করে এসে পরে সরকারের কাজের বা গৃহীত পদক্ষেপের বিরোধিতা করার অনুরোধ রইলো সচেতন নাগরিক সমাজের কাছে।।
এটার বিরোধিতা শুধু এমনি এমনি হয় নাই। সেন্টমার্টিন নিয়ে একটা কথা মানুষের মনে সন্দেহ সৃষ্টি করেছে। তাই সেন্টমার্টিন নিয়ে মানুষের আগ্রহ।
@snsumon8164 আমাদের সকল দিক দিয়েই সচেতন থাকতে হবে।। সত্যিকার অর্থে বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটন অঞ্চল কম।সেক্ষেত্রে এখন যে স্পটগুলো আছে সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা জরুরি।।
প্রবাল একটা দ্বীপের জন্য অনেক জরুরী। সাগরের বেশিরভাগ মাছ প্রবাল প্রাচীর এর উপর নির্ভরশীল। এখন যদি প্রবল প্রাচীর ওই না থাকে মাছ ওই দ্বীপ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর Saint Martin এর স্থানীয় মানুষ মাছ ধরা এর উপর নির্ভরশীল। প্রবাল পানি পরিষ্কার রাখতে সাহায্য করে (কিছুটা ফিল্টার হিসেবে কাজ করে)।আর প্রবাল দ্বীপের উপকূল ঝড়, বন্যা,বড় ঢেউ এর ক্ষয়ক্ষতি থেকে বাঁচায়। আর saint martin তার 70℅ প্রবাল হারিয়েছে এর ফলে দিনকেদিন দীপটি ক্রমশই ছোট হয়ে যাচ্ছে। আপনি যদি আরও তথ্য চান, তাহলে 2016 সালে প্রথম আলো এর একটি করা প্রতিবেদন দেখে আসতে পারেন Google থেকে।
ধন্যবাদ
এই দেশের মানুষের পরিবেশ রক্ষার ধারণা নেই শুধুমাত্র নিজের স্বার্থই বুঝে
ঠিক বলছেন
পরিবেশ রক্ষায় সারা বছরের খবর নাই সিজনের সময় কেন এত নিষেধাজ্ঞা দিতে হবে
ঠিক
@@mdnobabhossenবলদ সারা বছর কি উনারা ছিল? উনারা এখন এসেছে তাই ব্যবস্থা নিয়েছে।দুই চার বছর নিয়ন্ত্রিত পর্যটক রেখে যদি দ্বীপ টা বাঁচানো যায় তাহলে তো আপনার খুশি হওয়ার কথা। দেশের ভালোর জন্য দুই চার বছর ব্যবসা কম করেন পরে আবার করতে পারবেন।
কারণ সিজনের সময় সবচেয়ে overcrowed হয় যার কারনে পরিবেশ অনেক বেশি দূষিত হয়।যার কারণে ওই সময় যাওয়াটা সীমাবদ্ধ করে দিয়েছে।@@mdnobabhossen
আপনার উদ্যোগ কে সাধুবাদ জানাই
কিসের জন্য,,,
@@mritunjoy5592 পরিবেশ রক্ষার জন্য
সহমত
দুরদর্শি চিন্তাভাবনা, ধন্যবাদ ম্যাডাম ❤
She is very Smart woman... Very Positive.
সেন্টমাটিন আমাদের সম্পদ আমাদেরই থাকবে 🇧🇩✊💝✌️
তাই না কি কি ভাবে??
@mritunjoy5592 তুমি ভারতকে যেভাবে ভালোবাসো সেইভাবে 😁🐸🙄😁
এদের শিক্ষা হবে না,
একেবারে সেন্ট মার্টিন ভ্রমণ ৩ বছরের জন্য নিষিদ্ধ করে দেয়া উচিত
Right
আর শিক্ষা দিতে হবে না,,,,
কথা শুনে মনে হয়,টাকার অভাবে জীবনে সেন্টমার্টিন ঘুরতে যাইতে পারো নাই,তাই যারা যায় তাদের দেখে হিংসা হয়,না হয় এমন কথা বলতা না।
দ্বীপ রক্ষায় পর্যটক নিয়ন্ত্রণের বিকল্প নাই
খুবই ভালো উদ্যোগ নিয়েছেন অনেক ধন্যবাদ
যুক্তিসঙ্গত উদ্যোগ, ধন্যবাদ আপনাদের।
যে দিপের ২য় নাম নারিকেল জিন জিরা সেখানে এখন ঠিকমতে নারিকেল গাছ ও নাই শুধু হোটেল আর হোটেল এখন টেকনাফ আর উখিয়া, কক্সবাজার থেকে নারিকেল আনা লাগে। এটা খুবি দুঃখ জনক
থাকবে কিভাবে? কিছু আওয়ামী গুন্ডা ব্যবসায়ীরা তাদের অসত ব্যবসার মাধ্যমে বিপুল টাকা উপার্জনের জন্য নারিকেল গাছ অবাধে কেটে ফেলে
সেই গাছ কেটে তারা পর্যটন কেন্দ্র, হোটেল মোটেল নির্মান করে পরিবেশের বিপর্যয় সৃস্টি করেছে।
এখন স্বার্থে আঘাত লাগায় বিরোধীতা করছে।
বেআক্কেল গুলা এটুকো বোঝে না যে পরিবেশ বাঁচলে আমরা বাঁচব, আমাদের ব্যবসা বাঁচবে।
পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে রেখে যাওয়া আমাদের দায়িত্ব। ❤
জনগণ আপনাদের সাথে আছে, আপনারা কাজ করে যান। গুজবে কান দিতে হবে না।
অনেক ভালো উদ্যোগ নেওয়া দরকার।
চমৎকার বলেছেন ম্যাডাম!একমত।
পরিবেশ রক্ষায় আপনাদের উদ্যোগ গুলোর সাফল্য কামনা করছি।
সেন্টমাটিন বাংলাদেশের একটা সম্পদ, ম্যাডাম যেই সিদ্ধান্ত নিয়েছে খুব ভালো সিদ্ধান্ত ধন্যবাদ ম্যাডাম।
আপসোস লীগকে সেন্টমার্টিনে পাঠানো হোক৷ 😂😂
সেখানে নিয়ে বঙ্গোপসাগরে চুবানো হোক 😂😂
তাদেরকে সার্ভিস দিতে সাথে তোর বোনকেও পাঠিয়ে দিস😂😂
আমাদের দেশ খুবই সুন্দর। সেন্ট মার্টিন'স দ্বীপ আমাদের রক্ষা করতে হবে।
চমৎকার উদ্যোগ। সাধুবাদ জানাই।
সত্যি অসাধারণ চিন্তা ভাবনা
জনগন আপনাদের সাথে আছে তাই কাউকে ভয় করবেন না 🙏 দেশের জন্য যা ভালো তাই করুন কোনো রাজনৈতিক দলের কথা শুনে ভয় পাবেন না 💯 ভালো কেউ পরামর্শ দিলে নেন নয়তো দরকার নেই 💯
ঠিক বলেছেন ❤
খুবই সুন্দর করে কথা বলেন এবং যুক্তিযুক্ত।
ধন্যবাদ আপা, আফসোস লীগের কথায় কান দিবেন না।
বাঙালি সাংঘাতিক গুলো এমন উস্কানিমূলক কথা বলে সবসময়।
তুই তো বলবি,তোর মত ছোট লোক জীবনে সেন্টমার্টিন ঘুরতে গেছে,
ভালো সিদ্ধান্ত নেওয়ার ধন্যবাদ আপনাকে
এই উদ্যোগ নেওয়ার জন্য শুভকামনা রইলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য
সত্য বলেছেন।আমরা সচেতন হলে সেন্টমার্টিনকে বাচানো সম্ভব।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া রইলো
সুন্দর সিদ্ধান্ত
সুন্দর সুন্দর কথা। ভালো লাগল ।
এগুলো আমাদের সম্পদ এগুলো রক্ষা করতে হবে,,, ❤
আমরা বাঙালি ভালো কিছু বুঝিনা শুধু নিজের স্বার্থ বুঝি তাই আজ আমাদের দেশে এই অবস্থা ভালো সিদ্ধান্তগুলো মেনে নেয়া উচিত আমাদের
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর বুঝতে পারলাম সেন্টমার্টিন নয় চিকিৎসা খাতে উন্নতি করাটা জরুরি হয়ে পড়েছে।
সহমত প্রকাশ করছি
thank you ..... Madam রিজওয়ানা হাসান
আমি সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায়ী।সত্যি বলতে মানুষের ছোয়া লাগলে প্রবাল মরে যায়। এটা অপরুপ সুন্দর।ওখানে পুরাপুরি পর্যটন ব্যবসা আসলে বন্ধ রেখে অন্য কোন অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করলে,যেমন মানুষের যাতায়াত কম এমন কোন ব্যবসা পরিচালনা করলে সেন্টমার্টিন ও প্রবালের জন্য ভালো হবে।
আপনার কথা আমার ভালো লাগছে, চালিয়ে যান আপনার পাশে আছি আমরা
সবই ঠিক আছে, কিন্তু আগে দেশের মানুষদেরকে বাঁচান তারপর দ্বীপ। ছলনার রাজনীতি বন্ধ হোক। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমীন।
যদি পর্যটক যাওয়া বন্ধ করে দিলেই সব সমাধান হবে তাহলে সেখানে একমাত্র সেনাবাহিনী আর নৌবাহিনী ছা আর কেউ যেন যেতে না পারে সেই ব্যবস্থা করুন,বহির্বিশ্বের লোক তো দূরে থাক
আমরা বাঙ্গালীরা হচ্ছি, গুজবে নাচি বেশি। নাই কোনো জ্ঞান আমাদের।
ধন্যবাদ ম্যামকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য।
এগিয়ে যান, ইনশাআল্লাহ আমরা সাথে আছি
খুব স্মার্ট কথা বার্তা ❤❤
এই সরকারের উপদেষ্টাদের মধ্যে উনার কথা গুলো সাবলীল চমৎকার বাক্য উচ্চারণ এবং সুন্দর করে উপস্থাপন করে কথা গুলো বুঝিয়ে বলতে পারেন। যায়হোক আমাদের দেশের সরকারের পাশাপাশি আমরা নিজেরাও এটিকে রক্ষার্থে মনোযোগী হই।
সেন্টমার্টিনে সেনাবাহিনীর স্থায়ীভাবে ক্যান্টনমেন্ট করার জন্য দাবি জানাচ্ছি।
ভাসমান শহর চাই ✊
আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে । আমরা জাতিগত ভাবে নিজের স্বার্থ দেখি দেশের স্বার্থ দেখি না । এগিয়ে যান জনগন আছে ।
অসাধারণ যুক্তি খন্ডন !!! দেশের জন্য যেটা ভাল হয়-- সেটা করে যান । কারও কথায় কান দেওয়ার দরকার নেই
খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন
এগিয়ে যান। জনগণ পাশে আছে।
বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের পাশে আছে ❤❤🎉
খুব সুন্দর উদ্যোগ
সঠিক সিদ্ধান্ত ❤❤❤❤
সাধারণ মানুষ দুইটি কথা আপনার কাছ থেকে জানতে চায় (১) সেন্ট মার্টিন দ্বীপ অন্য দেশের হাতে তুলে দেওয়া হবে কি-না? (২) এনজিও গুলো যে কাজের জন্য ডোনারদের কাছ থেকে টাকা আনে টাকাগুলো সেই কাজের জন্যই খরচ হচ্ছে কিনা তার মনিটরিং এর দরকার আছে কি-না?
আপনার কথা গুলো খুব ভালো লাগে ❤❤
এই ভাবে বুঝিয়ে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সবগুলাতেই বুঝিয়ে বলেন, পুরা বক্তব্য কোনো নিউজ চ্যানেল দেখায় না। আর আমার দেশের মানুষ বেশিরভাগ অশিক্ষিত। অর্ধেক কথা শুনে লাফায়
সুন্দর উক্তি ❤️❤️
যদি ২০৪৫ সালের মধ্যে ডুবেই যায়, তাহলে সেন্ট মার্টিন আমেরিকার কাছে বিক্রি করে দিক। তাহলে স্থানীয়রা লাভবান হবে। 😂
চমৎকার ব্যাখ্যা। একেবারে বন্ধ করা হোক।
হাতে ৫ বছর সময় নিয়ে দেশটাকে পুরোপুরি সংস্কার করুন! আমাদের প্রবাসীদের কোন সমস্যা নাই ❤❤
প্রবালদ্বীপ রক্ষার জন্য কঠোর ভাবে উদ্যোগ নেওয়া উচিত।
আমি উপদেষ্টা কে, বিনয়ের সাথে বলি,এতদিন কেউ বা কোনো সরকার sent martin যেতে নিষেধ করে নাই। সকলে বাধাহীনভাবে আসা-যাওয়া করেছিল। এখন, আপনি হঠাৎ করে নিষেধাজ্ঞা আরোপ করলে সমস্যা তো হওয়ার কথা। হঠাৎ, কোনো কিছু বন্ধ বা নিষেধাজ্ঞা আরোপ করা এটা কতটুকু যুক্তিসম্মত আমরা বুঝতে পারছি না।দয়া করে সময় নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করলে ভালো হবে।
এই উদ্যোগ নেয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ
পরিষ্কার করার জন্য ধন্যবাদ❤️❤️❤️
কারা যেনো বলেছিলো সেন্টমার্টিন কাদের কাছে বিক্রি করে দিচ্ছে 🤔🤔
সেন্ট মার্টিন যাতে প্রবাল দ্বীপ হিসাবে টিকে থাকতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হোক।
সেন্টমার্টিন কে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে।
জীববৈচিত্র ঠিক রাখার জন্য অবশ্যই সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ করা হোক।
সেন্ট মার্টিনে যাতে কোন দেশের সেনা ঘাটি না হয়। সেজন্য দেশের সকল মানুষের সজাগ দৃষ্টি রাখা উচিত কারণ সেন্ট মার্টিন এটি আমাদের দেশের সম্পদ।
ধন্যবাদ ❤
শুনে খুব ভালো লাগলো।
এই উদ্যেগ আমেরিকার জন্য নেওয়া হচ্ছে।
সেন্টমার্টিন দ্বীপে বাংলাদেশের যৌথ সমুদ্র সামরিক ঘাঁটি নির্মাণ করা হোক
আপনার সাথে একমত।
আমাদের পরিবেশ রক্ষায় সচেতনতা থাকতে হবে।সেন্টমার্টিন রক্ষা জরুরি। উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ সরকারকে।
Thank you for your information
intelligent and smart woman❤
আমরা সবাই একই পথের পথিক
চেয়ারে বসলে সব ভুলে যায়
Very intellectual women.nice presentation good voice .
দ্বীপবাসীর চেয়ে সেন্ট মার্টিনের বাইরের মানুষ বেশি বিনিয়োগ করেছে। তারা চায় দ্বীপটিতে আরও বেশি পর্যটক যাক ।
সঠিক সিদ্ধান্ত।
ধন্যবাদ এমন চিন্তা করার জন্য
সুন্দর কথা।
এনজিও গুলোর ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। এতে আপনার গত্রদাহ হলে আমাদের কিছু করার নেই। এনজিওগুলো যদি বিদেশি এজেন্ট হিসেবে বাংলাদেশের সংস্কৃতি কালচার ও দেশবিরোধী এজেন্ট হয়ে কাজ করে তবে অবশ্যই তাদেরকে মনিটর করতে হবে।
Ji afa ,,,, insaallah sob sombob hobe🎉❤
Such a smart lady ♥️
নিঃসন্দেহে সব কিছুর মালিক আল্লাহ।
সুন্দর উদ্যোগ! তবে শুধুমাত্র সেন্ট মার্টিনস কেন? আমাদের শালবন, আমাদের ম্যানগ্রোভ, আমাদের পাহাড়, আমাদের নদী এগুলো নিয়েও কাজ করুন। বন ও পরিবেশ পুনরুদ্ধারে আমরা গাছপালা রোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদী, পাহাড় ও জলাভূমি সুরক্ষায় উদ্যোগ নিতে পারি।
ভালো উদ্যোগ
আমরা যোগ্য পরিবেশ উপদেষ্টা পেয়েছি
যুক্তিসঙ্গত কথা আমি একমত
এখন তো আর আমেরিকা সেন্টমার্টিন নেবেনা...😂 তাই এখন সকল প্রশ্নের উত্তর দিতে এসেছেন। ট্রাম্পের সরকার এইসব নিয়ে আর মাথা ঘামাবেনা।।...😂😂😂
Afsos😂
ভাই কি গয়েন্দা নাকি? সব কিছু মিলে যাচ্ছে আপনার কথার সাথে। আরও কিছু জানা থাকলে বলেন।
Trump/ Biden shobai American.
Tahole trump r ki sent Martin r lagbe na ?🤔
Chagol
উনি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তার জন্য ধন্যবাদ আমাদের দেশকে আমরাই রক্ষা করব ইনশাআল্লাহ
যা খুশি করুন,, কিন্তু সেন্টমার্টিন লিজ দেয়ার কথা স্বপ্নেও ভাবা যাবে না,, মানুষ না না প্রশ্ন করে বুঝতে চাইছেন আসলে সেই দিকে যাচ্ছে কিনা ,,, আপনারাও জানেন সেটা,,, জনগনকে নিশ্চিত করুন যে সেন্টমার্টিন আমাদের এবং সেটা আমাদেরই থাকবে।