এমন অত‍্যাশ্চর্য অলৌকিক লীলা বামদেব বাবার পক্ষেই সম্ভব।

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • তথ‍্যসূত্র :
    ভিডিও টিতে বর্ণিত শ্রীশ্রী বামদেব বাবার এই করুণাঘন লীলা কাহিনীটি বাবার সান্নিধ্যে আসা সেবক ও শিষ‍্য ভক্তদের কেউ কেউ জানতেন। ভিডিও তে বর্ণিত চট্টগ্রামের ভদ্রলোকটি যখন বামদেব বাবাকে কৃতজ্ঞতা জানাতে তারাপীঠে এসেছিলেন তখন সেখানে উপস্থিত বাবার কয়েকজন ভক্ত শিষ‍্যের মধ‍্যে বাবার শিষ‍্য হরিসত‍্য চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। তিনি সেই ভদ্রলোকের মুখ থেকে পুরো ঘটনাটি শুনেছিলেন। পরবর্তী সময়ে হরিসত‍্যবাবু ঘটনাটি তাঁর দ্বিতীয় পুত্র বামদেবের কৃপাধন‍্য কালীদাস চট্টোপাধ্যায়কে বলেন।
    ইংরেজি 1976 সালের 27 জুন অশীতিপর বৃদ্ধ কালীদাস চট্টোপাধ্যায় তাঁর পিতার মুখ থেকে শোনা ঘটনাটি স্বনামধন্য লেখক ও সাধক বিপুল কুমার গঙ্গোপাধ্যায়কে বলেন। লেখক তাঁর মহান সৃষ্টি " মহাপীঠ তারাপীঠ " গ্রন্থের তৃতীয় খন্ডে ঘটনাটির উল্লেখ করেছেন।
    ঘটনাটি সত‍্য এবং বিশ্বাসযোগ্য।
    ধন্যবাদ। 🙏
    মা ত্বং হি তারা চ‍্যানেল।

Комментарии • 484