চাঁপা হত্যা | Chapa Killing Case | প্রমাণের দায়িত্ব | অপরাধের মোটিভ | Criminal Case Law

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 май 2024
  • স্ত্রী বা গৃহবধু হত্যাকাণ্ড নিয়ে অসংখ্য মামলারই নিস্পত্তি হয়েছে বাংলাদেশে এবং এই সকল মামলা থেকে নজিরও স্থাপন হয়েছে বেশ কয়েকটি। তবে ১৯৮৯ সালের ১৮ অক্টোবর দিবাগত রাতে বরিশাল শহরের ফকিরবাড়ি রোডের একটি বাড়িতে সংঘটিত বরিশাল বিএম কলেজের মাস্টার্সের ছাত্রী ২৫ বছর বয়সি গৃহবধূ ফৌজিয়া রহমান চাঁপা হত্যাকাণ্ড নিয়ে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তের আলোকে আমাদের ক্রিমিনাল জুরিসপ্রম্নডেন্সে যোগ হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নজির, যা আমাদের ফৌজদারি বিচারব্যবস্থাকে সমৃদ্ধ করেছে, নিঃসন্দেহে। আইন শিক্ষার্থী বা অনুসন্ধিৎস্যুদের এই বিষয়টি জানানোর উদ্দেশ্যেই চাঞ্চল্যকর চাঁপা হত্যা মামলার রায় ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আইনের জ্ঞান-পিপাসুরা লাভ করবেন একটি স্পষ্ট ধারণা, যার ফলে দূরীভূত হবে এই বিষয়ক অনেক সংশয়।
    এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
    #LawTubeBD #chapakillingcase #Criminalcaselaw #burdenofproof
    আইন সম্পর্কে আপডেট পেতে
    ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
    / @lawtubebd
    আমাদের ফেসবুক পেইজঃ / lawtubebd

Комментарии • 179

  • @nihersarbadhikary4444

    আপনারা করছেন কী! এককথায় অসাধারণ। আপনারা অবশ্যই অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। নিরস আইনকে যেভাবে রসে ভরিয়ে দিচ্ছেন তাতে একসময় আপনারা নিশ্চয়ই আপনাদের লক্ষ্যে পৌঁছাবেন! সেদিন আর বেশি দূরে নয়...

  • @bangusolider436

    এই চ্যানেল টা বাংলাদেশের ল স্টুডেন্ট ও ল প্রফেশনালসদের জন্য ব্লেসিংস। এমন মামলা সম্পর্কে আরও ভিডিও চাই।

  • @rakibhossain5116

    আপিল, রিভিউ, রিভিশন ও রেফারেন্স সংক্রান্ত বিষয়াবলির দেওয়ানি ও ফৌজদারি দুই মামলার ক্ষেত্রে পৃথক দুটি ভিডিও আপলোড করলে কৃতজ্ঞ থাকবো।

  • @abdullahzaman5448

    ২ বছর এল.এল.বি সম্পর্কে বিস্তারিত ভিডিও বানালে উপকৃত হতাম আনুগ্রহ করে বিষয় টি বিবেচনা করবেন

  • @tarekaziz-rb2cb

    এই চ্যানেল এক সময় অনেক বিখ্যাত হবে ইনশাআল্লাহ

  • @tonayrahman7837

    আবার বাবার হত্যার ঘটনা নিয়ে এরকম প্রতিবেদন করতে চাই।

  • @junjunaktar7524

    এমন চাঞ্চল্যকর মামলার সম্পূর্ণ ঘটনা এবং আইনগত দিক নিয়ে এত গোছালো ভিডিও আগে কেউ করেছে বলে মনে হয় না। এগিয়ে যান আপনারা। আমরা সাথে আছি, থাকবো সবসময়।

  • @anowarhossain7170

    ব্যারিস্টার সাজ্জাদ সাহেব আর মিশকাত মেডামের আরেকটি অনবদ্য যুগল-পরিবেশনা। আপনাদের পাশাপাশি পর্দার আড়ালের কলাকুশলীদের স্যালুট জানাই। চাঞ্চল্যকর এমন অন্যান্য মামলাগুলো নিয়েও এমন পরিবেশনার অপেক্ষায় রইলাম…

  • @jhumurchakraborty8189

    এমন চাঞ্চল্যকর মামলার সম্পূর্ণ ঘটনা এবং আইনগত দিক নিয়ে এত গোছালো ভিডিও আগে কেউ করেছে বলে মনে হয় না। এগিয়ে যান আপনারা। আমরা সাথে আছি, থাকবো সবসময়।

  • @SelimAhmad-n1l
    @SelimAhmad-n1l 14 дней назад +1

    কেন জানি মনে হচ্ছে এই মামলার তদন্তে দূর্বলতা ছিল। আসামিদের বাচানোর একটা প্রচেষ্টা ছিল। 😢

  • @worldhorizon31

    এরকম আরও বিখ্যাত মামলাগুলো নিয়ে ভিডিও দিয়েন। উপকৃত হবো

  • @Norahc4Charon4

    Just mind-blowing. Thank you so much for presenting the law in such a simple and beautiful way. Please always hold such values...

  • @bakulkarim8051

    অসাধারণ একটি এপিসোড উপাস্থাপন করেছেন, ধন্যবাদ Lawtube কে অজানা অনেক কিছু জানতে পারলাম।

  • @AbdulKhalek-tm7ep

    এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে এত জটিল মামলাটিকে বর্ণনা করেছেন, এক কথায় অসাধারণ। ধারাবাহিক ভিডিও চাই❤️

  • @halder.robin57

    Thanks please more case studies and corner cases. Like in penal code when it's possible to get punished without executing the crime

  • @IqbalHossain-lx6nv

    অসাধারণ এপিসোড ধন্যবাদ আপনাদেরকে

  • @mdshahariar2398

    অসাধারণ একটা এপিসোড