প্রতি টা মন ভাঙা মানুষের আত্মার কথা। যারা নিজের চোখের সামনে তার প্রিয় মানুষ টাকে দেখে অন্য কারো হাত ধরে হাটতে, অন্য কাউকে ভালোবাসতে 😅💔 নিজের ভেতর এই গানের কথা গুলো ভেসে ওঠে💔
Se bolecilo better option pele amio vule jabo.🙂ami take bolechilam ami better option chaina tomake chai Toke cara ami kichu chai na... Se jane na prithibir kono sokti take vulate parbe na
গতো ২ বছর ধরেই নিয়মিত আসি গানটা শুনতে। তাই ভাবলাম আজ নাহয় একটি কমেন্ট রেখে যাই! কারো চোখের সাম্নে কমেন্ট টা পড়লে ১ টি লাইক দিয়েন, আবার/আবার হাজার বার আসবো সেই লাইক নোটিফিকেশন টার সিগনালে এই ''আমার নিজের মনের ভেতরের ভাব'' টা কে ফুটিয়ে তুলা অনিন্দ্য সুন্দর গান টি শুনতে❤
ইদানিং একটা গানের সুর বার বার বাজছিল কিন্তু মনে হচ্চিছল না তবে এই গানটা শুনার পরে মনে হলো এ ঠাই হয়তো খুজছিলাম অসাধারণ গেয়েছো ভাই !!! একদিন এই ছেলেটা অনেক বড় হবে। ইনশাআল্লাহ। আমার দোয়া আছে ❤🤲
তখন আমার সামনে ছিল admission test😑 হঠাৎই একদিন তুমি এসে বলেছিলে আমাকে নাকি তোমার আর ভালো লাগেনা । আমি কারণ জানতে চাইলে বলো তোমার বাবার মতো আমার এত টাকা নেই আর আমি তোমাকে বিয়ে করে ভালো ভাবে রাখতে পারবোনা তাই আমার সাথে আর থাকতে চাওনা। আমি সেদিন তোমার চোখে আমার জন্য এতটুকুও ভালোবাসা দেখতে পাইনি দেখেছিলাম আমার জন্য তৈরি করা ঘৃণার পাহাড়💔 আমি তোমাকে বলেছিলাম আমাকে একটা সুযোগ দাও। তোমার পায়ে ধরে কান্না করে বলেছিলাম শেষ একটা সুযোগ দাও আমি ভালো কিছু করে দেখাবো। তুমি বলেছিলে তোমার সাথে আমার স্ট্যাটাস যায়না💔 সেই যে চলে গেলে আজ 3 টা বছর হয়ে গেল তোমার দেখা পাইনা। তোমার সেই কথাগুলো এখনও আমার কানে বাজে আমি কিছু করতে পারবোনা। ইনশাল্লাহ এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স বিভাগে আছি।কিন্তু পাশে নেই তুমি। মাঝখানে কেটে গেল 3 টা বছর। এখনও তোমার স্মৃতি গুলো আকরে ধরে তোমার অপেক্ষাতে বসে থাকি। এই বুঝি তুমি এসে বলবে আমি ভুল করেছিলাম মাফ করে দাও আর আমি তোমাকে জরিয়ে ধরে বলবো আমি ভালো নেই😰😭😭 ফোন নাম্বার টা আজও বদলাইনি তুমি কল দিবে বলে😊
তো জীবন কারো জন্য থেমে থাকেনা। সাময়িক কিছু সময়ের জন্য থমকে যায় কিছু মানুষের ব্যবহারে। হয়তো তার সেদিনের অপমান টাই আমার উঠে দাঁড়ানোর জন্য একটা ভিত্তি ছিল😊। তারপর মাঝে মাঝে কিছু মানুষের সাথে কাটানো সময়,কিছু মায়া মনে পড়লে খারাপ লাগে। হঠাৎ করেই কারো মুখে প্রাক্তনের নাম শুনলে বুকের বাম পাশে কেমন যেন করে উঠে😢। জীবনে টাকা পয়সা দিয়ে কাউকে বিচার করা কখনোই ঠিক কাজ হতে পারেনা। আল্লাহ্ তা'লা কখন কাকে কিভাবে বদলে দিবে কেউ জানেনা।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান টাই শোনা হতো না প্রিয় 🙃 স্রিতি রেখে গেলাম 😌যুগ যুগ ধরে মানুষ এই গান টা শুনতে আসবে তখন লাইক নোটিফিকেশন পেয়ে আবার সুনবো গান টা😔
সেদিন বেকার ছিলাম বলে।তোমার বাড়িতে প্রস্তাব নিয়ে যেতে পারিনি। এখনো স্পষ্ট মনে পড়ে, কাঁদো কাঁদো চোখে বলেছিলে," তুমি একটি চাকরি ধরো তাড়াতাড়ি, আমার জন্য ছেলে দেখতেছে, আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে, তুমি জানো আমি মা-বাবাকে কষ্ট দিয়ে পালিয়ে বিয়ে করতে পারবো না, তুমি শুধু একটা একটা চাকরি যোগাড় করো, সেলারি যতই হোক না কেন, আমি বাবা- মাকে রাজি করাবো।" কতো ঘুরেছি, কতো জনের কাছে গিয়েছি, একটা চাকরি হয়নি আমার। তোমার বিয়ে ঠিক হয়ে গেলো, ছেলে ইন্জিনিয়ার। তোমাকে পেলে হয়তো জীবনে আর কোনো চাওয়া থাকতো না আমার। আজ আমার মাসে লাখ টাকার উপর ইনকাম। কিন্তু তোমার শূন্যতা যে কোনো কিছুর মূল্যেও পূরণ হবে না।এই অর্থ আজ অর্থহীন লাগছে।
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হত না প্রিয়, স্মৃতি রেখে গেলাম...যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো
ছয় বছরের সম্পর্ক ছিল আমাদের ! আমি তাকে ভালোবেসে হাজারটা নামে ডাকতাম ! কিন্তু সে সব থেকে খুশি হত অরণী নামটা শুনলে ! অনেক সমস্যা জামেলা পেরিয়ে আমি তাকে জাপটে ধরে রেখেছিলাম ! তার অন্যায় গুলো ভালোবেসে হ্মমা করে দিতাম যাতে সম্পর্কটা শেষ অবধি টিকে থাকে ! সবকিছুই ঠিক চলছিল কিন্তু হঠাৎ একদিন সব যেন বদলে গেলো ! আমি তার চোখে বিরক্তের কারন হয়ে গেলাম ! সে আমার সাথে আর সামনে এগিয়ে চলার মতো সাহস পেল না ! আমি তাকে বুঝানোর অনেক চেষ্টা করলাস কিন্তু সে মেনে নিলো না ! আমি তাকে জীবনে রাখার জন্য অনেক উপায় খুঁজতে লাগলাম , কিন্তু সে গুরুত্ব দিলো না ! আসলে পরিবারে বিরুদ্বে গিয়ে কিছু করার সাহস তার ছিল না ! অথবা তার ভালো থাকার কারন অন্য কেউ হয় গিয়েছিলো ! কিন্তু আমি তাকে ভুলতে পারলাম না তবুও আমি সব ছেড়ে তাকে চাইলাম ! আসলে আমি একজন মধ্যবিও পরিবারের বড় ছেলে ছিলাম ! নিজের পরিবারে দায়িত্ব আমার উপরেই ছিল ! তাই একদিকে পরিবারে দায়িত্ব অন্যদিকে নিজের স্বপ্ন দুইটাই পেরে উঠতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল ! তারপর ও আমার ভালোবাসা নিয়ে বেঁচে থাকার জন্য একটা দামি ফ্লাট একটা গাড়ি খুবই প্রয়োজন ছিল ! তাহলে হয় আমার ভালোবাসার মানুষটা আজ আমার পাশে থাকতো ! পরিবারকে বলতে পারতো ওর সব আছে আমি ওর কাছে যাবে ভালো থাকবো ! কিন্তু সেটা হতে দেরি হয়ে গিয়েছিলো অনেক ! যাই হোক অরণীর প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা সেখানেই থাকো না কেন তোমার কাব্য তোমায় ভালোবেসে যাবে !
Awesome voice! Im from Philippines 🇵🇭 I’ve listened to this song many times, now i have memorized it .. can’t understand but this song touches my heart .. 🖤 Ps. Nice hair 🤘☺️
দেখতে দেখতে ৬ টা মাস কেটে গেল তোমায় ছাড়া অথচ তুমি promise করেছিলে কখনও ছেড়ে যাবে না , তুমি যেখানেই থাকো ভালো থেকো আর thank you এমন একটা গানের জন্য , তোমার চলে যাওয়ার কারনেই এমন একটা সুন্দর গান শোনার সুযোগ পেলাম ❤️🌻
Hatat sunlam ekjoner reels e bass khuje chole elam ei raat jaga chok duto ki sundor shanti tey bondho hoye gelo eto sundor ekta gaan eto sundor cover... Lots of love 💕
I swear I don't understand the language. Saw a clip of this song in some facebook group and took almost 2 hours finding this. And its totally worthy. Now I even searched the lyrics interpretation and wow. Loved this. Pure magic.
@@AforAfnan he knows what language is this u fool...he was talking abt the other person who said he dont understand the language but still managed to find it
Login highway obosthan Published byTahmidmahtab Lyrics Recordings অবস্থান by highway.. তুমি সাইকেল চালানো শিখবে তাই- আমি আজো সাইকেলে ঘুরে বেড়াই- শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলেনা.. তুমি কবিতাগুলো পড়বে তাই আমি- আজো রাত জেগে ছন্দ সাজাই- রাত শেষে শুধু ভোর ফিরে আসে না.. আমি তোমাকে বুঝিয়ে দেবোই তাই- ব্যাগে আজো রাখি পিজিক্স বই- শুধু তুমি নেই তাই বইটা খুলি না.. তুমি ছুঁড়ে ফেলে দিবে এই ভয়ে- আমি সিগারেট আজো লুকিয়ে শুধু- এখনতো কেউ বারণ আর করে না.. তুমি এতো সহজে ভুলতে পারো- অন্য কাউকে জড়িয়ে ধরো- আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা.. আজ অবাক লাগে তোমায় দেখে- আমায় আজ তোমার অচেনা লাগে- এতো ভালো অভিনয় কেনো জানিনা.. তুমি চশমাটা খুলে রাখবে তাই- আমি আজো ভুল করে পেছনে তাকাই- শুধু কালো ওই চোখ দুটো দেখিনা.. আমি আজো আনমনে হারিয়ে যাই- তাই ভুল করে এই হাতটা বাড়াই- শুধু তোমার কোমল ছোঁয়া মেলেনা.. তুমি লিখবে আমায় এই ভেবে আমি- আজো করি অপেক্ষা তবে- অপেক্ষার শেষ কবে জানিনা.. তুমি ভাবনা আজ আমায় নিয়ে আমি- স্মৃতিগুলকেই জড়িয়ে শুধু- নতুন করে স্বপ্ন দেখিনা.. তুমি এতো সহজে ভুলতে পারো- অন্য কাউকে জড়িয়ে ধরো- আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা.. আজ অবাক লাগে তোমায় দেখে- আমায় আজ তোমার অচেনা লাগে- এতো ভালো অভিনয় কেনো জানিনা.. তুমি এতো সহজে ভুলতে পারো.. আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা.. অচেনা তুমি কিভাবে করো চেনা ওই মুখটাকে- অবাক লাগে কি বিবেক তোমার.. তুমি ভাবনা আজ আমায় নিয়ে আমি- স্মৃতিগুলকেই জড়িয়ে শুধু- নতুন করে..
Yeh raaten itni tanha kyon hote hai kismat se sabhi ko shikayat hai kyon Hoti hai humne angane mein unko Kabhi rula Diya unhone kuch majboori or se hamen bhula Diya, 🙂💔
Well Done
Glad to have your compliment..
Love HIGHWAY❤️
a perfect cover of a little bit difficult song from a joss band *_*
Clicked this video mistakenly from my Recommendations , Now : Hearing this for the 30th Time . BEST MISTAKE OF MY LIFE .
@@RakibHasanOfficial always listening this video....its just awesome & all the best for ur future....waiting for ur another blast❤😘
@@RakibHasanOfficial .
"তুমি এত সহজে ভুলতে পারো
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা"
Heart touching line🙂💔!!
অবস্থান - রাকিব হাসান Lyrics
ruclips.net/video/XM93Ci-NQFY/видео.html
Akdom🙂
Same here vai🥰🥰
Doro to tomra meyera celera dore cigarate
@@serious7373 ha re abal tora sob to tulsipata....🙄
প্রতিটা লাইনের ভিতরে লুকিয়ে আছে হাজারো মানুষের অনুভূতির কথা,,,, সত্যি অসাধারণ 🥰🥰
Oh,accha....
তুমি ছুরে পেলে দেবে এই ভয়ে
আমি সিগারেট আজও লুকিয়ে সুই💔
প্রিয় লাইন 💛
প্রতি টা মন ভাঙা মানুষের আত্মার কথা। যারা নিজের চোখের সামনে তার প্রিয় মানুষ টাকে দেখে অন্য কারো হাত ধরে হাটতে, অন্য কাউকে ভালোবাসতে 😅💔
নিজের ভেতর এই গানের কথা গুলো ভেসে ওঠে💔
yes🥰
প্রেম করিনি ছ্যাকা খাইনি তবুও আমার কাছে সেরা একটি গান🙂
আহা কি মধু, কি দরদ গানে🥰
Tera mk lra
অবাক লাগে , কি বিবেক তুমার ! 🙂
ছেড়ে যাওয়া সকল মানুষ ভালো থাকুক🖤
কন্ঠে কি মায়া!! কি আবেগ!! যেনো মনের কথা গুলো বলে যাচ্ছে৷ সব থেকে বেস্ট কভার৷ 😍😍
Hum. Sure vai
Amar jiboner satte song ta mile gelo je bhai
❤️❤️
I feel that's 💔🥺
Lyrics-
তুমি সাইকেল চালানো শিখবে তাই,
আমি আজো সাইকেলে ঘুরেবেড়াই,
শুধু, ছলনায় তোমার ছোঁয়া মেলেনা;
তুমি কবিতা গুলো পরবে তাই,
আমি আজো রাত জেগে ছন্দ সাজাই,
রাত শেষে শুধু ভোর ফিরে আসে না,
আমি তোমাকে বুঝিয়ে দেবই,
তাই বেগে আজো রাখি Physics বই,
শুধু তুমি নেই তাই বইটা খুলিনা।
তুমি ছুড়ে ফেলে দেবে এই ভয়ে আমি,
সিগারেট আজো লুকিয়ে শুধু,
এখনতো কেও বাড়ন আর করেনা,
তুমি এত সহজেই ভুলতে পার,
অন্য কাউকে জড়িয়ে ধর,
আমি কেন শুধু ভুলেযেতে পারিনা,
আজ অবাক লাগে তোমায় দেখে,
আমায় আজ তোমার অচেনা লাগে,
এত ভাল অভিনয় কেন জানিনা...।
তুমি চশমাটা খুলে রাখবে তাই,
আমি আজো ভুল করে পেছনে তাকাই,
শুধু কালো অই চোখ দুটো দেখিনা,
আমি আজো আনমনে হাড়িয়ে যাই তাই,
ভুল করে এই হাতটা বাড়াই,
শুধু তোমার কোমল ছোঁওয়া মেলেনা,
তুমি লিখবে আমায় এই ভেবে আমি,
আজো করি অপেক্ষা তবে,
অপেক্ষার শেষ কবে জানিনা,
তুমি ভাবোনা আজ আমায় নিয়ে, আমি
স্মৃতি গুলোকেই জড়িয়ে, শুধু,
নতুন করে স্বপ্ন দেখিনা,
তুমি এত সহজেই ভুলতে পার,
অন্য কাউকে জড়িয়ে ধর,
আমি কেন শুধু ভুলেযেতে পারিনা,
আজ অবাক লাগে তোমায় দেখে,
আমায় আজ তোমার অচেনা লাগে,
এত ভাল অভিনয় কেন জানিনা...।
তুমি এত সহজেই ভুলতে পার..... ....
আমি কেন শুধু ভুলেযেতে পারিনা..... .....
অচেনা তুমি কিভাবে কর,
চেনা অই মুখটাকে,
অবাক লাগে কী বিবেক তোমার,
তুমি ভাবোনা আজ আমায় নিয়ে, আমি
স্মৃতি গুলোকেই জড়িয়ে, শুধু,
নতুন করে ..... ..... (স্বপ্ন দেখিনা,)
1:58
অবাক লাগে, কি বিবেক তোমার! 🙂
ছেড়ে যাওয়া সকল মানুষ ভালো থাকুক ❤️
সত্যিই
Asholei Valo Thakuk 🙂🖤
Hmm.... Valo thakuk se 😊💔💔
Sudhui Abeg , bibeger kono shomoy nei.
I cried after reading this comment
সব গান বিলীন হয়ে যাবে কিন্তু এসব গান কিছু
রুচিশীল মানুষের মনে আজীবন থেকে যাবে 🥰
যত শুনি ততই ভালো লাগে.
ভালো থাকুক ওরা ভালোবাসার নামে একটা মানুষ এর মন নিয়ে খেলে যারা.. 😊💔
যখনই কেউ কমেন্ট টায় লাইক দেয় , তখনই গান টার কথা মনে পরে, আর আমি শুনতে চলে আসি
:(
this is business
R ekbar sunar ahoban korlam
Shunen boss
Abar o ashen,,ami like disi😁
রিলেশনশিপ না করে,ছ্যাকা না খেয়ে কোন লিজেন্ড গুলা শুনছেন এই কথা গুলি😄😄😂
Yes, I am listening now
💁🖐️
Me🙃
Yeh
😂😂
"তুমি এতো সহজেই ভুলতে পারো..
অন্য কাউকে জরিয়ে ধরো.."
This line hits different..🖤✨
Hmmm
Yes 😢
Hmm
Ay line ta jodi tumra meyera bujta 😅
😢😮
চাহিদা যত কম, জীবন তত সুন্দর!😌🖤
আমি তো আর বিশ্ব সুন্দরী হেলেন কে চায়নি, চায়নি দুবাই এর কোন শেখের মেয়েকে 😭😭 চেয়ে ছিলাম একটা ছোট্ট সংসার
তোমাকে না হারালে হয়তো এত সুন্দর গানটা শুনতামই না 🙂
ধন্যবাদ তোমাকে ❤
ভালো থেকো ❤
💔💔😭😭😭😭
Same❤️
😓
😔😔
Haranur opekkhay 😞
🙂অসম্ভব ভাল লাগে এই গানটি শুনতে। প্রতিদিন-ই শুনি😇
lyrics গুলো অসাধারন 🖤
আমিও🙂
"তুমি এতো সহজেই ভুলতে পারো,
অন্য কাউকে জড়িয়ে ধরো
আমি কেনো শুধু ভুলে যেতে পারি না,, " কলিজায় লাগে ভাই 💔
Se bolecilo better option pele amio vule jabo.🙂ami take bolechilam ami better option chaina tomake chai
Toke cara ami kichu chai na...
Se jane na prithibir kono sokti take vulate parbe na
Sotto kotha💔💔
@@rodelamitu6419 Oshomvober kichue nai. Hoyto halka patla mone porbe. Ar beshi kichue na. Jokhon permanent kawke peye jaben tokhon dekhben sov vule gechen. Just khov akakitter somoy tok tak mone porbe. Tarpor abar vule jaben
@@rodelamitu6419 😑😑
Hmmmm derect herat eo lage
গতো ২ বছর ধরেই নিয়মিত আসি গানটা শুনতে। তাই ভাবলাম আজ নাহয় একটি কমেন্ট রেখে যাই! কারো চোখের সাম্নে কমেন্ট টা পড়লে ১ টি লাইক দিয়েন, আবার/আবার হাজার বার আসবো সেই লাইক নোটিফিকেশন টার সিগনালে এই ''আমার নিজের মনের ভেতরের ভাব'' টা কে ফুটিয়ে তুলা অনিন্দ্য সুন্দর গান টি শুনতে❤
শুনে যান
Accidentally came here....The best accident of my life💕
Why bro
@@AmirHamza-uw5dd brooo so true,😂
@@AmirHamza-uw5dd Bhaiya bhule click hoye jai video ta teh... tarpor gaan ta shuni and ekhon daily shuni😊
Same abosta💓
best comment brother
রিলেশনে থাকাকালীন এই গানটা শখ করে শুনতাম।এখন আসল অনুভুতি টা পাচ্ছি...! 💔🥀😭
Same bro 😭
আমিও🥺🥺
Same🙂
Big usss bhai!😢
🥲🥲
যার কাছে গেলে মানসিক শান্তি পাওয়ার কথা,উল্টা সেই মানসিক চাপে ফেলে দেয়🙃😅🥀
স্মৃতি রেখে গেলাম যদি কেও কমেন্টে লাইক দেয় আবার চলে আসবো গানটা শুনতে
11 as por
Ami
গানটা যতবার শুনেছি ততবারই একটা ভালো লাগা কাজ করে। ভাইয়ার ভয়েসটা অসাধারণ ❤️
ইদানিং একটা গানের সুর বার বার বাজছিল কিন্তু মনে হচ্চিছল না তবে এই গানটা শুনার পরে মনে হলো এ ঠাই হয়তো খুজছিলাম অসাধারণ গেয়েছো ভাই !!! একদিন এই ছেলেটা অনেক বড় হবে। ইনশাআল্লাহ। আমার দোয়া আছে ❤🤲
ruclips.net/video/f1WwPitm7WM/видео.html
রিলেশন ও করি নাই, ছ্যাকা ও খাই নাই কিন্তু তারপর ও কেন জানি গানটা হৃদয় ছুয়ে যায়, তারই একটা স্মৃতি রেখে গেলাম কমেন্ট করে।
Onek bhalo korsen
❤️
🤣🤣🤣
Ami o same
Same bro
কমেন্ট রেখে যাচ্ছি maybe কোন এক জেনারেশন এসে দেখবে তাদের বড় ভাইদের রুচি কেমন ছিল আর বলবে বাহ অসাধারণ 😊
তাকে ঘৃণাতেও রাখি না,প্রার্থনাতেও রাখি না।
যে ছেড়ে গেছে,সমস্ত অধিকারের গল্প মুছে চলে গেছে; সে আমার কেউ না।
অবস্থান - রাকিব হাসান Lyrics
ruclips.net/video/XM93Ci-NQFY/видео.html
@Parvej Ahmed Ei obelay by Ishtiaque vai er Ekushey tv te real comment ta
@Parvej Ahmed Hmm
Apnar ai comment ta amk onk kicu Mone koraiye dilo..
Jai hok apnar nam ta r amr koliza r nam ta ak 😅..
ruclips.net/video/llqt-Zx5JYU/видео.html
তখন আমার সামনে ছিল admission test😑
হঠাৎই একদিন তুমি এসে বলেছিলে আমাকে নাকি তোমার আর ভালো লাগেনা ।
আমি কারণ জানতে চাইলে বলো
তোমার বাবার মতো আমার এত টাকা নেই আর আমি তোমাকে বিয়ে করে ভালো ভাবে রাখতে পারবোনা তাই আমার সাথে আর থাকতে চাওনা।
আমি সেদিন তোমার চোখে আমার জন্য এতটুকুও ভালোবাসা দেখতে পাইনি দেখেছিলাম আমার জন্য তৈরি করা ঘৃণার পাহাড়💔
আমি তোমাকে বলেছিলাম আমাকে একটা সুযোগ দাও।
তোমার পায়ে ধরে কান্না করে বলেছিলাম শেষ একটা সুযোগ দাও আমি ভালো কিছু করে দেখাবো।
তুমি বলেছিলে তোমার সাথে আমার স্ট্যাটাস যায়না💔
সেই যে চলে গেলে আজ 3 টা বছর হয়ে গেল তোমার দেখা পাইনা।
তোমার সেই কথাগুলো এখনও আমার কানে বাজে আমি কিছু করতে পারবোনা।
ইনশাল্লাহ এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স বিভাগে আছি।কিন্তু পাশে নেই তুমি।
মাঝখানে কেটে গেল 3 টা বছর।
এখনও তোমার স্মৃতি গুলো আকরে ধরে তোমার অপেক্ষাতে বসে থাকি।
এই বুঝি তুমি এসে বলবে আমি ভুল করেছিলাম মাফ করে দাও আর আমি তোমাকে জরিয়ে ধরে বলবো আমি ভালো নেই😰😭😭
ফোন নাম্বার টা আজও বদলাইনি তুমি কল দিবে বলে😊
What a comeback of your life..
You're a great
💔💔🥺
তো জীবন কারো জন্য থেমে থাকেনা।
সাময়িক কিছু সময়ের জন্য থমকে যায় কিছু মানুষের ব্যবহারে।
হয়তো তার সেদিনের অপমান টাই আমার উঠে দাঁড়ানোর জন্য একটা ভিত্তি ছিল😊।
তারপর মাঝে মাঝে কিছু মানুষের সাথে কাটানো সময়,কিছু মায়া মনে পড়লে খারাপ লাগে।
হঠাৎ করেই কারো মুখে প্রাক্তনের নাম শুনলে বুকের বাম পাশে কেমন যেন করে উঠে😢।
জীবনে টাকা পয়সা দিয়ে কাউকে বিচার করা কখনোই ঠিক কাজ হতে পারেনা।
আল্লাহ্ তা'লা কখন কাকে কিভাবে বদলে দিবে কেউ জানেনা।
@@jisan197 o
🥺💔......
প্রিয় গানগুলো 🖤
১. আমার দেহখান (odd signature)
২. ১৭ পৃষ্ঠা (ashes)
৩. ঘোরগাড়ি (Highway)
৪. অনুভূতি (Charpok)
5. উৎসর্গ ( Tasnif)
৬. পূর্ণজন্ম (চন্দ্রপিঠ)
৭. নেশার বুঝা (popeye)
৮. একা বেচে থাকতে ( sobchup episode 4)🥰
৯. স্রোতস্বিনী (Encore)
১০. অবস্থান (Either Highway)
Bohut cheka khaiso bara
@@jarifnoor6419 বুঝছ ভায়া💖🥀
Same but hasimukh ta ooh amr bison posondo
Old School ❤️🥀
Ei obelay koi
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান টাই শোনা হতো না প্রিয় 🙃
স্রিতি রেখে গেলাম 😌যুগ যুগ ধরে মানুষ এই গান টা শুনতে আসবে তখন লাইক নোটিফিকেশন পেয়ে আবার সুনবো
গান টা😔
মন খারাপ ৪ বার শুনলাম 😅 ভবিষ্যতে হয়তো কারো সামনে কমেন্ট টা পরবে ❤️ 2k21
Amar shamnay porlo bai
@@Unknown-fg2mq i wish ami haha dite prtm😂
🙃🙃😭
😂😂😂
Amar samne porce but apnar moto amar o mon kharap 😥
এই গানটি প্রতি এক ফোটা ভালোবাসা ও কমেনি, গানটা শোনার সময় প্রতিটা মানুষ তার প্রিয় মানুষের সেই অপরূপ সৌন্দর্যের মুখটা বারবার দেখে
২৪ ঘন্টায় গানটা ♪ কতো বার শুনি নিজেও বলতে পারবোনা, অসাধারণ সিলিক্স।
প্রতিটা লাইনের ভিতরে লুকিয়ে আছে হাজারো মানুষের অনুভূতির কথা,,,, সত্যি অসাধারণ 🥰🥰
kamrul
মনের সব অনুভূতি প্রকাশ করার জন্য এই গান টাই যথেষ্ঠ!
যারা গানটা শুনছেন তাদেরকে বলি গানের চয়েজ বেশ ভালো 😊
ruclips.net/video/P9oHH2xkK68/видео.html
right
Thank you
OSADAHRON
Right
দারুণ গেয়েছেন ভাই, রাএে একা একা শুনতে খুব ভালো লাগে, প্রায় প্রতিদিন রাতে শুনি🥰
ruclips.net/video/f1WwPitm7WM/видео.html
ছ্যাকা না খাওয়া স্বত্বেও অনেক ভালো লাগে গানটা❤
রাত ১১ঃ৪৭টা ঘরের লাইট অফ। কান এ হেডফোন। গানটির সাথে মিলে যাচ্ছে জীবনের কিছু স্মৃতি💔
🙂
Same bro
Same here
Amar o vai💔💔💔
Amio
সেদিন বেকার ছিলাম বলে।তোমার বাড়িতে প্রস্তাব নিয়ে যেতে পারিনি।
এখনো স্পষ্ট মনে পড়ে, কাঁদো কাঁদো চোখে বলেছিলে," তুমি একটি চাকরি ধরো তাড়াতাড়ি, আমার জন্য ছেলে দেখতেছে, আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে, তুমি জানো আমি মা-বাবাকে কষ্ট দিয়ে পালিয়ে বিয়ে করতে পারবো না, তুমি শুধু একটা একটা চাকরি যোগাড় করো, সেলারি যতই হোক না কেন, আমি বাবা- মাকে রাজি করাবো।"
কতো ঘুরেছি, কতো জনের কাছে গিয়েছি, একটা চাকরি হয়নি আমার।
তোমার বিয়ে ঠিক হয়ে গেলো, ছেলে ইন্জিনিয়ার।
তোমাকে পেলে হয়তো জীবনে আর কোনো চাওয়া থাকতো না আমার। আজ আমার মাসে লাখ টাকার উপর ইনকাম। কিন্তু তোমার শূন্যতা যে কোনো কিছুর মূল্যেও পূরণ হবে না।এই অর্থ আজ অর্থহীন লাগছে।
কাউকে মন থেকে ভালবাসতে নাই ভাই😢
Vai amr ow same situation.. apni to bujhen.. parle ekta job manage kore den vai :( onk upokar hobe
@@shovonhoque8658 ভাই আপনার পরিনতি??
আপনার সাথে আমার গল্পটা মিলে গেলো।😰
This is reality 😃💔💔
1:16 *bro literally i had goosebumps!*
Me also bro😇
ruclips.net/video/vZ5Dfc1N17M/видео.html
Yeah....
Bhaire voice ta just awesome & song tar proti feelings o alada
একজনকে প্রচন্ড ভালোবাসার পর একরাশ হতাশা,আর তার মাঝেই সেই প্রিয় মানুষকে পুনরায় খোজা। এটাই হয়তো নিঃস্বার্থ ভালোবাসার আরেকটি সংগা।🌸
Awesome
অসাধারণ লিখেছেন😍।
কথা গুলো কোনো লিরিক্স নয়, এইগুলো বাস্তবতা! 🙂🥀
Ekdom....
Yes🙂
💯 🙃
That line ;( tomi eto shohoje bholte paro ) best 💔
Ami AI bastobotar sikar😥😥😥😥😥😥😥😥😥😥😥😢😢😢😢😢😢😢😥😥😥😥😥😥😥😥 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭
Yes🙃☺️
অনেক পছন্দের গান 🥰
প্রতিদিন ৬/৭ বার শুনি
কথা গুলো বাস্তব জীবনের সাথে মিল
আমি মনে হয় ১০ হাজার + বার শুনলাম রাকিব ভাই
I am addicted by your voice..
I heard your song from a Facebook group.. Adorable ❤❤
i also
Bangla clg ey ashlei paiya jaben orey😉
Same
#naydul360..... You can listen.
Apu i just want to follow you on social media ill not dm you i swear
গানটা প্রথমে রাকিব ভাইয়ের টাইমলাইনে শুনছিলাম!
তারপর ইউটিউবে, তখন ভিউস ছিলো মাত্র ১০ হাজাড়
যাইহোক,গানের স্বাদ পরিবর্তন হচ্ছে তাহলে সবার
এই নিয়ে কতবার শুনছি তা নিজের ও মনে নাই। এক কথায় অসাধারণ😍
ভুলে যাওয়া টা impossible for me but.....vula jaor ovinoy ta joss...🙂🙂
হাজার জীবন্ত লাশের অনুভূতি, বাস্তবতা, মনের কথাগুলো এই গানে ফুটে উঠেছে 💔😪
I would like to thank him for leaving me so cruelly! Otherwise I would miss this song and lyrics!
Thanks High-Way,Thanks Rakib brother🌼
nothing to say...
Amr moto bibege cholen. Abege na 👌
Brother?!
অবস্থান - রাকিব হাসান Lyrics
ruclips.net/video/XM93Ci-NQFY/видео.html
text me please i need to talk with you jyoti
অবাক লাগে কি বিবেক তোমার!!!
High Notes. ❤️
🤐🤐🤐
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হত না প্রিয়, স্মৃতি রেখে গেলাম...যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো
Lol🤣
ছয় বছরের সম্পর্ক ছিল আমাদের ! আমি তাকে ভালোবেসে হাজারটা নামে ডাকতাম ! কিন্তু সে সব থেকে খুশি হত অরণী নামটা শুনলে ! অনেক সমস্যা জামেলা পেরিয়ে আমি তাকে জাপটে ধরে রেখেছিলাম ! তার অন্যায় গুলো ভালোবেসে হ্মমা করে দিতাম যাতে সম্পর্কটা শেষ অবধি টিকে থাকে ! সবকিছুই ঠিক চলছিল কিন্তু হঠাৎ একদিন সব যেন বদলে গেলো ! আমি তার চোখে বিরক্তের কারন হয়ে গেলাম ! সে আমার সাথে আর সামনে এগিয়ে চলার মতো সাহস পেল না ! আমি তাকে বুঝানোর অনেক চেষ্টা করলাস কিন্তু সে মেনে নিলো না ! আমি তাকে জীবনে রাখার জন্য অনেক উপায় খুঁজতে লাগলাম , কিন্তু সে গুরুত্ব দিলো না ! আসলে পরিবারে বিরুদ্বে গিয়ে কিছু করার সাহস তার ছিল না ! অথবা তার ভালো থাকার কারন অন্য কেউ হয় গিয়েছিলো ! কিন্তু আমি তাকে ভুলতে পারলাম না তবুও আমি সব ছেড়ে তাকে চাইলাম ! আসলে আমি একজন মধ্যবিও পরিবারের বড় ছেলে ছিলাম ! নিজের পরিবারে দায়িত্ব আমার উপরেই ছিল ! তাই একদিকে পরিবারে দায়িত্ব অন্যদিকে নিজের স্বপ্ন দুইটাই পেরে উঠতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল ! তারপর ও আমার ভালোবাসা নিয়ে বেঁচে থাকার জন্য একটা দামি ফ্লাট একটা গাড়ি খুবই প্রয়োজন ছিল ! তাহলে হয় আমার ভালোবাসার মানুষটা আজ আমার পাশে থাকতো ! পরিবারকে বলতে পারতো ওর সব আছে আমি ওর কাছে যাবে ভালো থাকবো ! কিন্তু সেটা হতে দেরি হয়ে গিয়েছিলো অনেক ! যাই হোক অরণীর প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা সেখানেই থাকো না কেন তোমার কাব্য তোমায় ভালোবেসে যাবে !
🙂💔🥀
ভাই আমর আমাদের সম্পর্কে ৬ টা বছর শুধু সৃতি হয়ে গেলো । খুব চেষ্টা করে ও তাকে রাখতে পারলাম না । তবুও ভালো থাকুক আমার তনু 🙏😥
💔💔
💔💔
Dada tomar motoi amar golper o ses pata ta te tar nam lekha hoyni...
Awesome voice! Im from Philippines 🇵🇭
I’ve listened to this song many times, now i have memorized it .. can’t understand but this song touches my heart .. 🖤
Ps. Nice hair 🤘☺️
I feel empty for that
অবস্থান - রাকিব হাসান Lyrics
ruclips.net/video/XM93Ci-NQFY/видео.html
I love you 😍
Fb account name plz?
@@siadtalukder1808 tmr eto pinic kno vai
"তুমি এতো সহজেই ভুলতে পারো,
অন্য কাউকে জড়িয়ে ধরো,
আমি কেন শুধু ভুলে যেতে পারি না...
"আজ অবাক লাগে তোমায় দেখে,
আমায় আজ তোমার অচেনা লাগে,
এতো ভালো অভিনয় কেন জানিনা....
এই লাইনগুলো একদম ভেতরে লাগে 💌
Mone betha anubhav hai, oy line gulo sunle
Aii gan je akbar suneche tar premika na thakleo premika haranor kosto feel korte pereche❤❤❤,,,,,
ps. Osadharon akta gaan ❤
দেখতে দেখতে ৬ টা মাস কেটে গেল তোমায় ছাড়া অথচ তুমি promise করেছিলে কখনও ছেড়ে যাবে না , তুমি যেখানেই থাকো ভালো থেকো আর thank you এমন একটা গানের জন্য , তোমার চলে যাওয়ার কারনেই এমন একটা সুন্দর গান শোনার সুযোগ পেলাম ❤️🌻
This cover version is more attractive than regular version 👀👀👀
That voice :'3
স্মৃতিহত্যা করতে পারলে
এই শহরে কেউ আর আত্মহত্যা করতো না 🙂
R8 bro
আসোলেই,😑🥰
100%
🙂🙂
কথাটার মধ্যে গভীরতর অর্থ লুকিয়ে আছে।
Wow so wonderful voice🔥🔥❤️❤️
Best wishes to the singer❤️❤️❤️
তুমি এতো সহজে ভুলতে পারো,
অন্য কাউকে জড়িয়ে ধরো।
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা ❤️❤️❤️
এই লাইন গুলো 🔥🔥🔥
অসাধারন না কথাগুলো?
I iove you
Juli doll degong tore inbox i facbook ot
@♪√♪
তোমার নেশায় আসক্ত হয়ে
এই রাকিব ভাইয়ের সুরে নেশা লেগে যায়, 🖤
অবাক লাগে কি বিবেক তোমার 🙂💔
অবস্থান - রাকিব হাসান Lyrics
ruclips.net/video/XM93Ci-NQFY/видео.html
আত্মহত্যা মহাপাপ বলেই আজ এই শহরে হাজারো জীবন্ত লাশ ঘুরে বেড়ায় ..😔
একমত না হলে অন্যায় হবে।😢😢😢
Like me😭😭
আমি
Right 😥😥
✋
Hatat sunlam ekjoner reels e bass khuje chole elam ei raat jaga chok duto ki sundor shanti tey bondho hoye gelo eto sundor ekta gaan eto sundor cover... Lots of love 💕
I swear I don't understand the language. Saw a clip of this song in some facebook group and took almost 2 hours finding this. And its totally worthy. Now I even searched the lyrics interpretation and wow. Loved this. Pure magic.
I wish you could understand the language
@@sichowdhury1594 this is bengali
@@AforAfnan he knows what language is this u fool...he was talking abt the other person who said he dont understand the language but still managed to find it
@@ashiknoor9372 chill dude be kind to everyone:)
So glad to hear that you enjoyed it even without knowing Bengali. Love from Bangladesh
কলিজায় গেঁথে গেল ভাই।আমিও কাভর করবো এই গান।ইনশাআল্লাহ ❤️❤️
This song is a Masterpiece..... it made me cry❤️❤️❤️
Everytime i hear this song i feel a another vibe..💛💙
this is just amazing 😭😭😭
গানটা কেন জানি হৃদয়ে গেথে গেছে।
যতবার শুনি ততবারই নতুন লাগে🤗
গানটা আমার খুবই প্রিয়❤️
এমন কোন দিন নাই যে এ গানটা শুনা হয়না।
প্রতিদিন ঘুম পড়ার আগে না শুনলে ঘুম আসেনা।🙂
এত সুন্দর গান হয় জানা ছিল না। এ যেনো জীবন থেকে নেওয়া। জীবন্ত লাশের গল্প ।
Onk pochonder akti gan. Ganer sob ktha guloi onuvuti te vorpur 😊
পরেরবার যে শুনতে আসবেন কমেন্টে একটা লাইক দিবেন।
একসাথে শুনবো!
আসেন ভাই
😢
ai bro aso soni
এবার নিয়ে ১০০ বারের মত গানটা শুনলাম ♥ কলিজায় লাগলো
Dont Feel Alone, Allah is Always There Above Your Head🙂
গানটার মতো অন্যরকম অনুভূতি যা বলে বুঝানো যাবে না ❤️ যা প্রায় সময় শুনি🤘
People hearing the song , thinking about him/her then suddenly smiles and try to forget everything!
Life is good ☺️
the life was always good until we searched for it's existence.
True😊😌
এই গানের লিরিকে প্রাক্তন কে মনে করার অনুভূতি টা অসাধারণ.. ২ বছর ১০ মাস ২৬ দিন হয়ে গেছে, তবুও কাটেনি তার নেশা... জানিনা কবে মুক্তি পাবো তার মোহ থেকে...
same bro😅
শেষ নিশ্বাস এর আগে সম্ভব না
প্রেম করি নাই এখনো, ছেড়ে যাওয়া তো পরের কথা, গায়ের লোম দাড়িয়ে যাচ্ছে। প্রথমবারে একসাথে চারবার শুনলাম।
So much power on your vocal. You nailed it bro. Just ❤❤❤
প্রতিদিন একবার হলেও গানটা শুনা হয় 🙂
গানের প্রতিটি লাইনে আমার জীবনের সাদৃশ্য রয়েছে 🙂
vai protidin quran poro🙂
কাপসির স্ট্রিম থেকে আসলাম গান টা শুনে।💖💖
Kon Video Bhai Link Ta Diben Plzzz ❤️
অবস্থান - রাকিব হাসান Lyrics
ruclips.net/video/XM93Ci-NQFY/видео.html
_তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে
__ পরিস্থিতির কারণে তুমি তাঁকেই সবার আগে হারাবে😥
Right
Right, ❤
Hm
আমার সাথে ঠিক এটাই হইছে ভাই
Login
highway
obosthan
Published byTahmidmahtab
Lyrics
Recordings
অবস্থান by highway..
তুমি সাইকেল চালানো শিখবে তাই-
আমি আজো সাইকেলে ঘুরে বেড়াই-
শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলেনা..
তুমি কবিতাগুলো পড়বে তাই আমি-
আজো রাত জেগে ছন্দ সাজাই-
রাত শেষে শুধু ভোর ফিরে আসে না..
আমি তোমাকে বুঝিয়ে দেবোই তাই-
ব্যাগে আজো রাখি পিজিক্স বই-
শুধু তুমি নেই তাই বইটা খুলি না..
তুমি ছুঁড়ে ফেলে দিবে এই ভয়ে-
আমি সিগারেট আজো লুকিয়ে শুধু-
এখনতো কেউ বারণ আর করে না..
তুমি এতো সহজে ভুলতে পারো-
অন্য কাউকে জড়িয়ে ধরো-
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা..
আজ অবাক লাগে তোমায় দেখে-
আমায় আজ তোমার অচেনা লাগে-
এতো ভালো অভিনয় কেনো জানিনা..
তুমি চশমাটা খুলে রাখবে তাই-
আমি আজো ভুল করে পেছনে তাকাই-
শুধু কালো ওই চোখ দুটো দেখিনা..
আমি আজো আনমনে হারিয়ে যাই-
তাই ভুল করে এই হাতটা বাড়াই-
শুধু তোমার কোমল ছোঁয়া মেলেনা..
তুমি লিখবে আমায় এই ভেবে আমি-
আজো করি অপেক্ষা তবে-
অপেক্ষার শেষ কবে জানিনা..
তুমি ভাবনা আজ আমায় নিয়ে আমি-
স্মৃতিগুলকেই জড়িয়ে শুধু-
নতুন করে স্বপ্ন দেখিনা..
তুমি এতো সহজে ভুলতে পারো-
অন্য কাউকে জড়িয়ে ধরো-
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা..
আজ অবাক লাগে তোমায় দেখে-
আমায় আজ তোমার অচেনা লাগে-
এতো ভালো অভিনয় কেনো জানিনা..
তুমি এতো সহজে ভুলতে পারো..
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা..
অচেনা তুমি কিভাবে করো চেনা ওই মুখটাকে-
অবাক লাগে কি বিবেক তোমার..
তুমি ভাবনা আজ আমায় নিয়ে আমি-
স্মৃতিগুলকেই জড়িয়ে শুধু-
নতুন করে..
একা বাঁচতে শিখো প্রিয় আর এটা এত সুন্দর দুইটি গানের লিরিক্স । ❣️❣️❣️
৪ বছর ধরে বলেছে কোনদিন ভুলে যাবে না,,,,, আজ ৭ মাস হলো একবার মনে ও করে না।😭😭😭
akdom sam amr.kahini 😟😟😟
reality broo
Kisu bolar nai💔💔💔😢😭😭😭😭😭😭😭😭😭😭
😥😥😥
আমার সাথেও এমনটাই হয়েছে ভাই
That’s 4 m 29 s enough for our thousands of hidden words.
This Lyrics 💯 💔
khub valo hoise vaia ❤❤❤❤❤❤❤👍👍👍👍👍😊😊😊😊😊 best of luck
বিচ্ছেদ ব্যতীত গানটি অনুভব করা প্রায় অসম্ভব🙂💔
na vaiya biched cara o onuvob kora jay🙃
Maybe yes 💔
Bicched chara o onovob korechi🙂🙂🙂
অবস্থান - রাকিব হাসান Lyrics
ruclips.net/video/XM93Ci-NQFY/видео.html
আসলেই
বেশ অনেকটা সময় পরে কোনো গান শুনে গা শিরশিরিয়ে উঠছে!
এত মায়া কন্ঠে!!
অবস্থান - রাকিব হাসান Lyrics
ruclips.net/video/XM93Ci-NQFY/видео.html
Same
ভাই সবাই মিলে গাইতে যেই মজা লাগে....পুরাই ফিলে চলে যাই....
Nothing to say 🙂 your voice is God gifted ❤️ I am impressed 😍
Yeh raaten itni tanha kyon hote hai kismat se sabhi ko shikayat hai kyon Hoti hai humne angane mein unko Kabhi rula Diya unhone kuch majboori or se hamen bhula Diya, 🙂💔
-জিবনে প্রেমও করিনাই, ছেকাও খাইনাই🙂
-তারপরও এসব গান ভালো লাগে🌺🥀
Vai korennai apni e shuki manush tahole 🙂
same khub vlo lge😊
Uss bro :")
হয়তো কারোর শুন্যতা জন্যে একা থাকা ও একটা কষ্টের।
তুমি এত সহজে ভুলতে পারো,
অন্য কাউকে জড়িয়ে ধরো!
আমি কেনো শুধু ভুলে যেতে পারি নাহ। 🙂
আপনার মনেও কষ্ট?
আপনার কন্ঠ টা খুবই ভালো লাগেছে ☺❤
অসম্ভব ভাল লাগে গান টা, কথা গুলিও অসাধারণ লাগে।। ❤️
ruclips.net/video/f1WwPitm7WM/видео.html
Zn + H2SO4 = ZnSO4 + H2 led me here 😂
Fantastic cover though
Too brother
LMAO same
Lmao same😅
Bruhhhh same
Ata kon meme silo dakhi nai