পিত্তথলির পাথর অপারেশন পরবর্তী খাদ্যাভ্যাস, বাদ দিতে হবে কোন কোন খাবার।
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- পিত্তথলির পাথর জনিত প্রদাহ নিরাময়ে পিত্তথলির অপারেশনের (cholecystectomy) প্রয়োজনীয়তা দেখা দেয়। বিশেষজ্ঞ ল্যাপারোস্কপিক সার্জন হিসেবে এই সমস্ত ক্ষেত্রে পেট না কেটে মেশিনের মাধ্যমে, তার মানে ল্যাপারোস্কপিক পদ্ধতিতে পিত্তথলির অপারেশন (lap chole) করে আসছি দীর্ঘদিন যাবত। অনেকসময় এবং যেখানে ল্যাপারোস্কপিক পদ্ধতির সুবিধা নেয় সেখানে এখনো পেট কেটে ওপেন পদ্ধতিতে এই অপারেশন করা হয়ে থাকে।
পিত্তথলি (Gallbladder) পিত্তরস (Bile) জমা রাখার একমাত্র অঙ্গ (Reservoir)। পিত্তথলির পাথরসহ পিত্তথলি অপারেশন করে শরীর থেকে ফেলে দিলে স্বাভাবিকভাবে অপারেশন পরবর্তী শারীরিক কিছু পরিবর্তন হবেই। এক্ষেত্রে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি। এই ভিডিওতে পিত্তথলির অপারেশন পরবর্তী রোগীর খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সবাই উপকৃত হবেন।
ল্যাপারোস্কপিক এন্ড মিনিমাল ইনভেসিভ গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জন
ডাঃ অরিন্দম দাশ
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), বিসিএস (স্বাস্থ্য)
পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত
কনসালট্যান্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট
শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
চীফ কনসালট্যান্ট (সার্জারি বিভাগ) ও
পরিচালক (হার্নিয়া ক্লিনিক)
পরিচালক (ওন্ড এন্ড ডায়বেটিক ফুট কেয়ার সেন্টার)
খিলগাঁও জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক লিঃ
১/১ অতিশ দিপঙ্কর রোড, খিলগাঁও রেলগেইট, ঢাকা।
ফেলো এবং আজীবন সদস্য, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (BCPS)
আজীবন সদস্য, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ (SOSB)
আজীবন সদস্য, সোসাইটি অব এন্ডো-ল্যাপারোস্কপিক সার্জনস অব বাংলাদেশ, (SELSB)
আজীবন সদস্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (BMA)
সদস্য, ব্রিটিশ হার্নিয়া সোসাইটি (BHS)
যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে যুক্ত থাকুন: / arindas2010
সাবস্ক্রাইব করুন: / @dr.arindamdas
#laparoscopicsurgery #laparoscopiccholecystectomy #LaparoscopicSurgeon #cholecystectomy #cholelithiasis #gastrointestinal surgeon #hernias #sheikhrussel gastroliver institute & hospital #generalsurgery #lapchole #gallstones #gallbladdercancer #pancreatitis #minimalinvasivesurgeon #appendicitis #appendectomy #laparoscopy #hepatobiliarypancreaticsurgery #Surgicalgastroenterology #Khilgaon #mugda #manda #Basabo #anaesthesia #gastrointestinal surgeon #piles #fissure #fissuretreatment #fistulatreatment #haemorrhoids #hemorrhoid #hemorrhoidtreatment #hemorrhoidstreatment #hemorrhoidrelief #rectalcancer #stomach #stomachcancer #colon #colon_cancer #choledocholithiasis #healthtips #health #healthylifestyle #স্বাস্থ্য_সেবা #স্বাস্থ্যকথা #স্বাস্থ্য_টিপস #পিত্তথলির_পাথর #পিত্তনালীর_পাথর #পিত্তথলির_ক্যন্সার #পিত্তনালীর_ক্যান্সার #পাকস্থলীর_ক্যান্সার #প্যানক্রিয়াসের_পাথর #লিভারের_পাথর #লিভার_ক্যান্সার #লিভারের_ফোঁড়া
#প্যানক্রিয়াসের_টিউমার #প্যানক্রিয়াসের_ক্যান্সার
সার আমার অপারেশন হইছে আজ ২ মাস,, আলহামদুলিল্লাহ আমি,, সব খাইতে পারি,, গরু,, মাংস খাশি,, মাংস দুধ,, ডিম,, আমার কোনো সমস্যা হয়নাই এখনো,,, আলহামদুলিল্লাহ,,
Nice to hear... ভালো থাকবেন।
Sir ami oparetion koroyeci 3 mas hoilo..ai 3mas daily 2 Theke 3bar paikhana hoi.. Koronio ki??? Sir plz bolun..khuboi pblm a aci...
পিত্তথলি পিত্তরসের রিজার্ভার হিসেবে কাজ করে। পিত্তথলি অপারেশন করে ফেলে দিলে পিত্তরস লিভার থেকে তৈরি হয়ে সরাসরি খাদ্যনালীতে চলে যায়। পিত্তরসে থাকা Bile Acid অন্ত্রে রেচক হিসেবে কাজ করে এবং পায়খানা নরম করে। এটা পিত্তথলি অপারেশন এর পর স্বাভাবিক যা ধীরে ধীরে কমে আসবে এবং ঠিক হয়ে যাবে। তবে যদি এই অবস্থা ১ বছরের অধিক সময় ধরে স্থায়ী হলে বিশেষজ্ঞ চিকিৎসক এর শরণাপন্ন হবেন। তাছাড়াও বেশি অসুবিধা মনে করলে আমার ফেইসবুক মেসেঞ্জারে নক দিবেন। আমি ইনবক্সে মেডিসিন লিখে দিবো। ধন্যবাদ সাথে থাকার জন্য।
ডাক্তার বাবু আমার গলব্লাডার স্টোন, অপারেশন হয়েছে দশ দিন, আমার খুব গা বমি করে কিছু খেতে পারি না মাঝে মাঝে বমি হয়
পেটে ব্যথা আছে??
@@dr.arindamdas সেলাই এর জায়গাতে হালকা ব্যথা
@RiyaMula-i4g আপনার কি কেটে অপারেশন হয়েছে? ল্যাপারোস্কপিক পদ্ধতিতে অপারেশন হলে সেলাই এর জায়গা ছোট থাকে!!
@@dr.arindamdas ল্যাপারোস্কপিক পদ্ধতিতে হয়েছে
আপনার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়া শেষ হয়ে থাকলে অপারেটিং সার্জনের সাথে যোগাযোগ করুন। সমাধান না পেলে আমার হোয়াটসঅ্যাপ এ প্রেসক্রিপশনের ছবি সহ যোগাযোগ করুন।
Sir amar gallbladder surgery hoyeche 15 din holo kintu ekhn ektu ektu pet betha achhe r pith er dike tao betha achhe .... Ei tar jnno ki korte hobe.... Pls ektu bolben .... Bess kichu din ektu ektu boker nije betha hoi.... Pls ektu janaben
অপারেশন কি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে হয়েছে নাকি ওপেন পদ্ধতিতে?
Laparoscopy te hoyeche
আপনি ১ মাস অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখেন। আশা করি এর মধ্যে উনার অবস্থার উন্নতি হবে।
Sar amr lepares kopi kore sarjari hoise opareson ar koto din por shobas korte parbo plz bolen
Meyeder koto din por shobas kora jabe opareson ar por
যদি অপারেশন এর পর কোনো জটিলতা না থাকে তাহলে ২ সপ্তাহ পর থেকে সহবাস করা যাবে। যদি এর কোনো সময়ের লিমিট বা বাধ্যবাধকতা নাই তারপরও শরীরের স্বাভাবিক পরিস্থিতি স্থিতিশীল হতে ২ সপ্তাহ সময় দেওয়া উচিত।
স্যার আমার পিত্তথলি পাথরের অপারেশন করিয়েছি আজ ১৩ দিন হলো। কিন্তু ডিমের সাদা অংশ এখনো খাইনি।আমি কি খেতে পারব আর মুরগির স্যুপে কি cornflower দেয়া যাবে সাথে ডিমের সাদা অংশ। প্লিজ স্যার জানাবেন।আমি থাইরক্স ও কারভা ৭৫ খাই।পিজ স্যার
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই আপনি ডিমের সাদা অংশ এবং কর্নফ্লাওয়ার খেতে পারবেন। প্রথম ৩ মাস কুসুম না খাওয়ায় উত্তম। পপরবর্তীতে আপনি সব ধরনের স্বাভাবিক খাবার খেতে পারবেন।
Sir Amaro eii opration 1 year hote jaye ...sir ami ki sob kichu khete parbo janaben plss...
খেতে পারবেন। তবে অতিরিক্ত তেল চর্বি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অবশ্যই নিয়ন্ত্রণ করবেন। ধন্যবাদ
যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০ নাম্বারে।
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন ০১৬৭২৪৪৭৬৯০ নাম্বারে।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে যুক্ত থাকুন
m.facebook.com/arindas2010
এবং
www.youtube.com/@dr.arindamdas
Operation er koto din por baby neya jabe pls bolben
এটার কোনো নির্দিষ্ট সময় কিংবা বাধ্যবাধকতা নেই। যখন থেকেই নিজেকে ফিট মনে করবেন, তখন থেকেই বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতে পারবেন। ধন্যবাদ।
Nomoskar Sir,amar 6 months holo OT hoyeche,sir akhon bujhte parchi khabar khaoar por pete somossa hochhe.pet clear thakleo abar latrine jete hoy....jokhon tokhon ei somossa hochhe...ki korinio
আপনি কি ধরনের খাবার গ্রহণ করছেন?
Ajk 7 din oparation hoilo akhn poroborti jibon kmna katabo ki khabo r thairoied er pblm o asa😢
থাইরয়েডের সমস্যা থাকলে বাধাকপি, বিট জাতীয় সবজি খাওয়া যাবে না। নিয়মিত থাইরয়েডের এর ওষুধ খেতে হবে। পিত্তথলির অপারেশন পরবর্তী Low fat, high fibre মানে কম চর্বি, অধিক আঁশযুক্ত খাবার খাওয়া ভালো। ৩- ৬ মাসের মধ্যেই আপনার শরীর নিজস্ব প্রক্রিয়ায় মানিয়ে নিতে সক্ষম হবে। ভালো থাকবেন।
Doctor boleche je woyas korte hobe woyas korle ki thik hoye jbe
খুবই দু:খিত আপনার প্রশ্ন টি বুঝতে পারছি না!!
আর আমার স্ত্রী পিত্র থলির পাথর অপারেশন হয়েছে। আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা উঠে বসতে পারছে না। বসলে ওয়াক করে বমি করছে। ঘাড়ে ব্যাথা করছে।কি করনীয় দয়া করে জানাবেন,স্যার।
কোমরে সুই দিয়ে অপারেশন করেছিল??
কতদিন পর থেকে সেলাই মেশিন চালানো যায়
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ১ সপ্তাহ পর থেকে গৃ্হস্থালীর স্বাভাবিক কাজকর্ম করা যায়। ২ সপ্তাহ পর থেকে আপনি আপনার স্বাভাবিক মাঝারি থেকে ভারী কাজ করতে পারবেন যদি অপারেশনের পূর্বে আপনার পিত্তথলির পাথর জনিত কোনো ধরনের জটিলতা না দেখা দেয় এবং অবশ্যই ল্যাপারোস্কপিক পদ্ধতিতে অপারেশন হতে হবে।
যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ অনলাইনে পেতে
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
সার্জিক্যাল প্যাথলজি সংক্রান্ত জটিল রোগীর ক্ষেত্রে সরাসরি চিকিৎসা ও পরামর্শ পেতে অথবা উন্নত চিকিৎসার স্বার্থে রেফারেল ব্যবস্থার মাধ্যমে রোগীর চিকিৎসা/অপারেশন নিশ্চিত করতে যোগাযোগ করুন:
০১৬৭২৪৪৭৬৯০।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে যুক্ত থাকুন: facebook.com/arindas2010
সাবস্ক্রাইব করুন:
www.youtube.com/@dr.arindamdas
ল্যাপারোস্কপিক এন্ড মিনিমাল ইনভেসিভ গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জন ও হার্নিয়া বিশেষজ্ঞ
ডাঃ অরিন্দম দাশ
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), বিসিএস (স্বাস্থ্য)
পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত
কনসালট্যান্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট
শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
বাবার পিত্তথলির অপারেশন হয়েছে ৫ দিন সেই সাথে বাবার ডায়বেটিস রয়েছে ১২ এর মধ্যে রয়েছে
এক্ষেত্রে ডায়েট চার্ট টা কি রকম হতে পারে
পিত্তথলির পাথর অপারেশন হলে যেকোনো রোগীর Low fat high fibre diet নিয়মে খাবার গ্রহণ করা উচিত। Low fat মানে ডিমের সাদা অংশ, চামড়া ছাড়া মুরগী এবং টার্কি মুরগী, মটরশুটি, মসুর ডাল, সামুদ্রিক মাছ এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার ইত্যাদি। ডিমের কুসুম খেতে পারবে একদিন পর পর সপ্তাহে ৩ দিন।৩ মাস গরু বা খাসির মাংস বন্ধ রাখবেন। High fibre মানে যেকোনো শাকসবজি, আঁশযুক্ত ফল, শসা,গাজর ইত্যাদি। তাছাড়া ডায়বেটিস থাকার কারণে চিনি জাতীয় যেকোনো খাবার থেকে বিরত থাকতে হবে।
ডাক্তারবাবু আমি এই সার্জারি টা করেছি কিন্তু এক বছর হয়ে গেল তাও আমার গ্যাস এবং হজমের সমস্যা হয় আমি হালকা পাতলা খাই তাও হয় এটা কি স্বাভাবিক
ধন্যবাদ আপনার জিজ্ঞাসার জন্য। আমি অত্যন্ত দু:খিত আপনার শারীরিক সমস্যার কথা জেনে। বাস্তবতা হচ্ছে, যাদের পিত্তথলির পাথর জনিত প্রদাহ হয় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পেপটিক আলসার এর সমস্যা থাকে। সেক্ষেত্রে যেসব রোগী পিত্তথলির পাথরের পাশাপাশি গ্যাস কিংবা হজমের সমস্যা নিয়ে কষ্ট পান তাদের উচিত অপারেশনের পূর্বে একটা এন্ডোস্কপি করে পাকস্থলীতে আলসার আছে কিনা সনাক্ত করা এবং সেই অনুয়ায়ী চিকিৎসা করা। তাছাড়াও জীবনযাত্রার ধরণ পরিবর্তন, খাওয়া-দাওয়ার পরিবর্তন করে যতটুকু সম্ভব স্বাভাবিক শারীরিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করতে হবে।
যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ অনলাইনে পেতে
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
সার্জিক্যাল প্যাথলজি সংক্রান্ত জটিল রোগীর ক্ষেত্রে সরাসরি চিকিৎসা ও পরামর্শ পেতে অথবা উন্নত চিকিৎসার স্বার্থে রেফারেল ব্যবস্থার মাধ্যমে রোগীর চিকিৎসা/অপারেশন নিশ্চিত করতে যোগাযোগ করুন:
০১৬৭২৪৪৭৬৯০।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে যুক্ত থাকুন: facebook.com/arindas2010
সাবস্ক্রাইব করুন:
www.youtube.com/@dr.arindamdas
ল্যাপারোস্কপিক এন্ড মিনিমাল ইনভেসিভ গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জন ও হার্নিয়া বিশেষজ্ঞ
ডাঃ অরিন্দম দাশ
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), বিসিএস (স্বাস্থ্য)
পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত
কনসালট্যান্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট
শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
@@dr.arindamdas আমি সার্জারির পর এন্ডোসকপি করেছিলাম রিপোর্ট নরমাল এসেছে
Amar ma er gallbladder pathor nari te chole geche.....to abr ki hobe ektu bolte paren
আপনার মায়ের রিপোর্টগুলো যদি আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠান তাহলে আমি পরামর্শ দিতে পারবো। পিত্তথলির পাথর নাড়িতে আটকে যাওয়া স্বাভাবিক ঘটনা না।
আমার পিত্তথলির অপারেশন হয়েছে এক বছর হলো । এখনো পেটে প্রচুর গ্যাস হয় এবং হজমের সমস্যা হয় । আর টয়লেট শেষে পিচ্ছিল পদার্থ যায় । এটা কি স্বাভাবিক ?
আপনি একজন মেডিকেল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট এর পরামর্শ গ্রহণ করুন। সম্ভবত আপনার এন্ডোস্কপি করাতে হবে।
Amar ma operation korca 12din aga kinto kata jayjay ajka jolca Kano
ধন্যবাদ আপনাকে। অপারেশন এর জায়গার সেলাই কেটেছে? কোনো ইনফেকশন হয়নি তো??
7din a salary katca, ajka 12 din kin okana bandish kora ava kinto aje bekal thaka akto jolca
স্যার আমার অপারেশন হয়ছে আজ 4 দীন হল আমি কি কি খেতে পাবো দয়া করে একটু বলবেন ডায়েট চার্ট ta
ruclips.net/video/R4uPMJfi39Y/видео.htmlsi=8fj1b2nt5-2V355J
ভিডিও লিংকটি ফলো করুন।
Please reply deben