প্রশান্ত মহাসাগরের মাঝে ছোট্ট একটি দ্বীপ Alcatraz Island ও তার ভয়ানক ইতিহাস..চলুন ঘুরে আসি

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 1,6 тыс.

  • @sanchitachatterjee2979
    @sanchitachatterjee2979 Год назад +7

    তোমার কথা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যাই।এত সুন্দর করে কি করে কথা বলো তুমি? খুব ভালো থেকো পুরো পরিবারের সাথে।

  • @neelachatterjee131
    @neelachatterjee131 Год назад +2

    Khub bhalo laglo apnar blog.Neela😊

  • @mausumipal1627
    @mausumipal1627 Год назад +9

    অপূর্ব লাগল মহুয়া ! তোমার কথাগুলো আমার অশান্ত মনকে যেমন শান্ত করে দেয়, যদি সেই কয়েদিরা তোমার কথা শুনতে পেত, তাদের মনও হয়ত একটুখানির জন্য শান্ত হত।

  • @sonudutta4038
    @sonudutta4038 2 месяца назад

    Darun lago r anek ajana tothho jante perlam, nice video ❤❤❤❤❤❤❤

  • @BTSArmy-ex5wh
    @BTSArmy-ex5wh Год назад +876

    আমার পছন্দের কিছু RUclipsr দের মধ্যে মহুয়া দিদি একমাত্র RUclipsr যার অল্প সময়ের মধ্যে video তে views হয় বেশি। তাহলে বোঝা গেল যে মহুয়া দিদির video দেখার জন্য তার ভক্তরা কতটা অপেক্ষায় থাকে। ❤❤❤😊😊

    • @prokritymondal5663
      @prokritymondal5663 Год назад +39

      একেবারে ই আপনি ঠিক কথা লিখেছেন,মহুয়াদিকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই

    • @sumanadas4445
      @sumanadas4445 Год назад +11

      Exactly😊

    • @Riziasultana-cc6qb
      @Riziasultana-cc6qb Год назад +11

      Yes

    • @bidhanmajumdar1618
      @bidhanmajumdar1618 Год назад +12

      Right . I feel proud of her ... Parna

    • @eshabose940
      @eshabose940 Год назад +8

      খুব ভালো লাগলো।

  • @sagarmahapatra1281
    @sagarmahapatra1281 Год назад

    Darun laglo vlogta..ki sundor tomader sathe o khankar jail dekhlam..bes valo laglo jak valo theko sobbai ❤❤

  • @sonalipatra4425
    @sonalipatra4425 Год назад +3

    দিদি তুমি খুব সুন্দর একটা জায়গায় শেয়ার করার জন্য ধন্যবাদ ❤❤কত সুন্দর অজানা জিনিস দেখলাম তোমরা সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে

  • @lionsharminakter4686
    @lionsharminakter4686 Год назад +1

    নিঃশ্বাস বন্ধ করে ভিডিওটা দেখলাম।অসাধারণ ভিডিও !!!বাকি অংশটুকুও অবশ্যই শেয়ার করবেন প্লিজ।

  • @arghyabhattacharjee2848
    @arghyabhattacharjee2848 Год назад +5

    15 মিনিটে আমেরিকা ঘুরে এলাম সত্যি কি যে ভালো লাগলো দিদি বলে বোঝাতে পারবোনা। প্রযুক্তির অগ্রগতিতে আজ কত কি সম্ভব হচ্ছে সত্যি ভাবতে খুব অবাক লাগছে। দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ।

  • @prabalde9825
    @prabalde9825 Год назад +1

    দারুন লাগলো আজকের ভ্লগটি। অনেকটা সেলুলার জেলের কথা মনে পড়িয়ে দিলো। আপনার বলাটাও খুব মনোগ্রাহি। এক কথায় চমৎকার একটি ভ্লগ

  • @bibekranjansarkar5094
    @bibekranjansarkar5094 Год назад +12

    আমার বয়স 77+। খুব ভাল লাগে আপনার নানা ধরনের অভিজ্ঞতার কথা শুনতে।
    ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।

  • @purnimaz9166
    @purnimaz9166 Год назад

    ভালো লাগলে একটা লাইক কেনো অনেক গুলো লাইক করতাম মহুয়া যদি অপসন থাকতো সত্যিই খুব সুন্দর লাগলো ওই শহর টা

  • @mayagoswami2948
    @mayagoswami2948 Год назад +3

    তোমাদের ভ্রমণসঙ্গী করে নেওয়ার জন্য আমাদেরও দেখা হলো... অনেক ভালোবাসা দিলাম তোমাদের চারজনকেই...ভালো থেকো,সুস্থ থেকো... ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @barnaliroy8043
    @barnaliroy8043 Год назад +1

    খুবই তথ্য সমৃদ্ধ এবং মনোগ্রাহী ভ্লগগুলি আপনার।ভালো থাকবেন। ধন্যবাদ।

  • @TastyfoodwithSima
    @TastyfoodwithSima Год назад +84

    জীবনে কখনোই আমেরিকা যেতে পারবোনা কারণ সেই পরিবেশ পরিস্তিতি আমার নেই। তবে তুমি এতো সুন্দর করে সব জায়গা দেখাও সব কিছুর ইতিহাস শোনাও মনে হয় সত্যি আমি নিজে গিয়ে সেখানের সব কিছু উপভোগ করছি।
    জানো দিদি তোমার ভিডিও দেখে মন শান্ত হয়ে য়ায়। সব কিছুই ভীষণ সুন্দর ঠিক তোমার মনের মতো❤❤ ভালো থাকো দিদি❤❤❤❤❤

  • @linamukherjee6693
    @linamukherjee6693 Год назад

    খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ ব্লগটি ভীষণ ভালো লাগলো অনেক কিছু জানা গেল পরের ভিডিও টা দেখার অপেক্ষায় রইলাম ভালো থাকো তোমরা

  • @nilanjanasarkar350
    @nilanjanasarkar350 Год назад +3

    অদ্ভুত ভালো লাগলো আজকের vlog টা, কত সুন্দর করে আপনি ঘুরিয়ে narrate করলেন , কত অজানা কে দেখলাম আর জানলাম🙏❤️

  • @subhrahalder5352
    @subhrahalder5352 Год назад +1

    আপনার অনবদ্য বর্ণনায় মুগ্ধ হয়ে যাই। খুব ভাল লাগল। খুব ভাল থাকবেন

  • @azizulbari5087
    @azizulbari5087 Год назад +61

    দীর্ঘদিন ধরে আপনাদের দেখছি আর আমেরিকার জীবনযাপন জানতে পারছি। আপনার বর্ণনা, উচ্চারণ, সেন্স খুবই আনন্দময়। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সর্বদা।
    ঢাকা, বাংলাদেশ।

  • @rumpadey8499
    @rumpadey8499 Год назад

    কত কি জানতে পারলাম,মহুয়া, দেখছি আর কেমন গায়ে কাঁটা দিচ্ছিল... খুব সুন্দর ব্লগ ❤❤

  • @pujasahadustu9051
    @pujasahadustu9051 Год назад +3

    দিদি তুমি বেস্ট তাই তোমার ভিডিও বেস্ট। তোমার ভিডিও গুলো এতসুন্দর করে সাজাও যে দেখে মন ভরে যায়।রামা মেহু ও দাদাকে অনেক ভালোবাসা।

  • @pinakidas427
    @pinakidas427 Год назад

    খুবই সুন্দর ব্লগ। বেশ ভালোলাগলো।

  • @jhumurdey2943
    @jhumurdey2943 Год назад +4

    তুমি এতো সুন্দর করে বলো ছবির সঙ্গে মনে হয় আমরাও ওখানে ঘুরে আসলাম। এতো ভালো জায়গা দেখানোর জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা।❤

  • @swatichatterjee5060
    @swatichatterjee5060 Год назад +2

    খুব ভালো জিনিস আমাদের উপহার দিলে । খুব ভালো লাগলো দেখতে । বুঝিয়ে বুঝিয়ে সব দেখাচ্ছ । তোমরাও খুব ভালো ও সুস্থ এবং সাবধানে থেকো ❤❤❤❤

  • @gorajana435
    @gorajana435 Год назад +162

    মহুয়ার মন ভালো রাখতে গিয়ে মানিক আমাদেরই মন ভালো করে দিলো! রামা দাদাভাই আর নেহা দিদির সাথে আমাদেরও বিদেশের জেল দর্শন হলো মহুয়া মা'য়ের দৌলতে! ঈশ্বর খুব ভালো রাখুন, সুস্থ রাখুন তোমরা সবাইকে..❤️

    • @snigdhabhowmikmaity6654
      @snigdhabhowmikmaity6654 Год назад +4

      Neha noy meha

    • @subhamukherjee6642
      @subhamukherjee6642 Год назад +1

      Tomer vlog dekte amar khub bhalo lage tomer jonno koto kichu dekte pi jete to kono din parbona eaishor gulo amar khub pochonder tomra sabi khub bhalo theko.

    • @manashati1013
      @manashati1013 Год назад

      মহুয়া দি নিয়ে গেল বলেই যেতে হবে আপনি কি কোথাও যেতে পারেন না নাকি নিজে ঘুরতে
      বলো এমনি ঘুরতে গেলে তো টাকা লাগবে আর এটাই তো ফোনে যা হোক ব্যালেন্স মারলেই তো এসব ঘোড়া দেখা যাবে আবার অত সব কত টাকা দিয়ে ঘুরতে যাব কেন

  • @arianulshaikh2508
    @arianulshaikh2508 Год назад +1

    আজকের ব্লগ টা দারুণ একটা অভিজ্ঞতা হলো। ফুটপাত টা দেখে ধর্মতলার মতো লাগলো।

  • @punamhalder2621
    @punamhalder2621 Год назад +7

    নোটিফিকেশন দেখেই মনটা আনন্দে ভরে গেলো তাই ছেলে কে স্কুলে পাঠিয়ে ফোন টা নিয়ে বসে পড়েছি। কী সুন্দর দৃশ্য সমুদ্রের মাঝে দ্বীপে এতকিছু, বাড়িতে বসে তোমার সঙ্গে ঘুরে ঘুরে কত কী ইতিহাস জানতে পারলাম। পরের পর্বের অপেক্ষায় থাকবো 😍

  • @abhijitbanerjee8125
    @abhijitbanerjee8125 Год назад +2

    আপনার ব্লগ দেখতে দেখতে আন্দামানের সেলুলার জেলের কথা খুব মনে পড়ছিল। খুব ভালো লাগলো।

  • @ItzAyanEditz00
    @ItzAyanEditz00 Год назад +3

    আমাদের দেশের সেলুলার জেলের
    মতোই ভয়ঙ্কর। খুব ভালো লাগল ভিডিও টা।

  • @rumkidasgupta8268
    @rumkidasgupta8268 Год назад +1

    এটা ভীষণ ভালো লাগলো, গায়ে কাঁটা দেওয়ার মতো, সত্যি সুন্দর জায়গা আর সুন্দর উপস্থাপনা, ❤️

  • @salilghosh3142
    @salilghosh3142 Год назад +59

    অজানাকে জানার আর অচেনাকে চেনার আজ একটা বড়ো সুন্দর মাধ্যম হলো প্রবাসে ঘরকন্না। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দিদি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।

  • @dhritidipaganguly5323
    @dhritidipaganguly5323 Год назад

    ভীষন ভালো লাগলো আজকের ব্লগটা। শেয়ার করলাম।❤❤❤

  • @Shinju313
    @Shinju313 Год назад +5

    ভিডিও টি দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম । জেলখানার ভেতরের এক রূদ্ধশ্বাস ইতিহাস আর আপনার বাচনভঙ্গি উফফ্ যেন চোখের সামনে সবটা উপভোগ করছিলাম 😊 খুব ভালো লাগলো ❤

  • @lakshmibera6227
    @lakshmibera6227 Год назад

    Interesting vlog darun darun laglo

  • @shrijasarkar3557
    @shrijasarkar3557 Год назад +4

    মণ টা ভালো ছিলনা 😢কিছু মানুষ বিনকারণ a খারাপ কথা ছড়িয়ে বেড়ায়। হটাৎ ইউটিউব খুললাম আর তোমার ভিডিও টা দেখলাম , মনের মধ্যে অন্য রকম শান্তি পেলাম 😌যায় হোক হাসি মুখে থাকা উচিৎ। মানুষের কাজ খারাপ বলবে। নিজের কাছে সৎ থাকলেই হলো💝খুবই পছন্দ তোমার video 💝😌☺️

  • @somaadhikary47
    @somaadhikary47 Год назад +2

    খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে ঘুরে কত কিছু জানতে পারলাম ।
    সত্যি কত কিছু অজানা তথ্য জানতে পারলাম ।
    আপনারা সবাই ভালো থাকবেন।

  • @anusrimaiti4951
    @anusrimaiti4951 Год назад +12

    একটা বিদেশী গল্প শুনেছিলাম। "The count of montechristo" ai golpo ta te এরকম একটা ভয়ংকর জেলের কাহিনী ছিলো। শুনে মনে হলো লেখক যেনো এই দ্বীপ টা কে নিয়েই বানিয়েছিল। সত্যি অপূর্ব❤।। ধন্যবাদ মহুয়া দি ❤❤❤❤

    • @bidisha944
      @bidisha944 Год назад +1

      একদম ঠিক বলেছেন ❤️❤️❤️

    • @diyakarmakar2429
      @diyakarmakar2429 Год назад

      Château d'If Prison, France

    • @ankitahalder9901
      @ankitahalder9901 Год назад +1

      Ai golpota "Sundaysuspenc" e hoachilo atai sai gigata

    • @Bee90470
      @Bee90470 Год назад +1

      Ota France a. Mediterranean sea er ekta Island.. Marsheille city theke jaoa jay

  • @monojitsamajder3628
    @monojitsamajder3628 Год назад

    অপূর্ব মনে হলো যেনো চোখের সামনে দেখছি।সত্যি মহুয়া দি তোমার তুলনা নেই

  • @anishkumarmaji6840
    @anishkumarmaji6840 Год назад +64

    হয়তো কোনদিনই ওসব জায়গায় যাওয়া হবে না কিন্তু দিদিভাই তোমার চোখ দিয়ে কতো কিছুই দেখে নিচ্ছি, কতো নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে।❤️🥰

  • @sandipanbanik
    @sandipanbanik Год назад

    Darun legeche next blog opakhya thakbo

  • @krishnaganguly3907
    @krishnaganguly3907 Год назад +18

    ALCATRAZ এর ভিতরের উপস্থাপনা খুবই প্রশংসনীয়। অনেকদিনের কৌতূহলের অবসান হলো। ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা রইলো।

  • @debikadey9634
    @debikadey9634 Год назад

    খুব সুন্দর একটা জায়গায় দেখলাম খুব ভালো লাগলো দিদি

  • @souravmondal7385
    @souravmondal7385 Год назад +6

    ভীষন ভাবে অপেক্ষায় ছিলাম 2nd part টা দেখার জন্যে ।। 😍😍 কি দারুন জায়গা টা

  • @kshamachakraborty7292
    @kshamachakraborty7292 Год назад

    Khub khub bhalo laglo blog ta.tumi sob ta sundor korey dekhaley. Bhalo theko tomra sabai.

  • @soumyaghosh8301
    @soumyaghosh8301 Год назад +4

    দিদি, তোমার সঙ্গে এক অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা হল।এক ঐতিহাসিক জায়গায় আমরা সবাই ঘুরে এলাম তোমার সাথে।আর তোমার ধারাভাষ্যর কোনো তুলনা নেই!! খুব ভালো লাগলো। এইভাবেই ঘুরতে থাকি তোমার সঙ্গে!! পরবর্তী অংশ দেখার অপেক্ষায় রইলাম।☺️

  • @shampadas3985
    @shampadas3985 Год назад +1

    এত সুন্দর সাবলীল কন্ঠস্বর আর এত স্নিগ্ধতায় ভরা তোমার ব্লগ..মন ভরিয়ে দেয় সাথে এত অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য ৷ মানিকবাবু তোমার মন ভালো করার সাথে সাথে আমাদেরও মন ভালো করে দিল..সবাই মিলে খুব আনন্দ করে ঘোরো..পরের ব্লগে আরও সুন্দর কিছু দেখার অপেক্ষায় রইলাম..♥️♥️♥️♥️

  • @kakalibanik7043
    @kakalibanik7043 Год назад +8

    খুব ভাল লাগল মহুয়া।অনেক আদর তোমাকে,অজানা দ্বীপে আমাদের তোমার ভ্রমণ সঙ্গী করার জন্য। অনেক সমৃদ্ধ হলাম সবকিছু দেখে ও জেনে।আমাদের দেশের আন্দামান দ্বীপের সেলুলার জেলের কথা মনে পড়ে যাচ্ছিল। ভাল থেকো তোমরা।❤❤❤❤

    • @susmitasarkar6897
      @susmitasarkar6897 Год назад

      একদম ঠিক কথা বলেছেন।

  • @sonalichatterjee1843
    @sonalichatterjee1843 Год назад +1

    দারুণ দারুণ দারুণ লাগছে ..…...যেনো মনে হচ্ছে সিনেমা দেখছি।.....কেনো যে এতো তাড়াতাড়ি শেষ হয়ে যায়.......ভালো লাগে না😌😌😌আবার অপেক্ষায় রইলাম।.......❤❤❤❤❤ভালো থেকো ❤❤❤❤❤

  • @myuniverse977
    @myuniverse977 Год назад +15

    পোর্ট ব্ল্যেয়ারের "সেলুলার জেল"এর কথা মনে পড়ে গেল। চারিদিকে সমুদ্র এবং মাঝখানে জেল। "কালাপানী" নামে বিখ্যাত সেই জেলটা এখন ঠিক এমনই পর্যটক স্থল। যে সিনেমাটির উল্লেখ করেছেন, সেটা দেখা। আজ জেলটাকেও দেখে নিলাম। ভালো লাগলো বেশ ভিডিওটি।

    • @sayanigiri2202
      @sayanigiri2202 Год назад +1

      Cellular jail is the most terrifying cause there was no toilet facility not even drinking facility. In that case alcatraz is less horrible.

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +2

      Thank you 😊

    • @myuniverse977
      @myuniverse977 Год назад

      @@sayanigiri2202 অবশ্যই। একদম ঠিক বলেছেন। কারণ সেটা ব্রিটিশদের আমলের জেল। তাদের লক্ষ্যই থাকতো ফ্রিডাম ফাইটারদের বেশি থেকে বেশি শাস্তি এবং কষ্ট দেওয়া।

  • @susantamutt9361
    @susantamutt9361 Год назад +1

    খুব ভালো লাগলো অন্যান্য প্রতিবেদনের মত। আসলে উপস্থাপনার গুণেই মানুষের মধ্যে দ্রুত পৌঁছান যায়।

  • @keshabdas4179
    @keshabdas4179 Год назад +21

    আমেরিকার অনেক অজানা তথ্য জানা হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে মা। সবাইকে নিয়ে ভালো থেকো ও এরকম নতুন তথ্য দিয়ে আমাদের মন ভালো করে দাও।

  • @archanamukherjee7743
    @archanamukherjee7743 Год назад +2

    অপূর্ব উপস্থাপনা ও ভ্রমণকাহিনী! যা ধরাছোঁয়ার বাইরে তাই আজ জানালে।ধন্যবাদ মহুয়া ।এগিয়ে যাও ।ভিডিওটি ভারী সুন্দর ।হরেকৃষ্ণ ।

  • @aradhyaloves7522
    @aradhyaloves7522 Год назад +44

    জানিনা কেন প্রবাসে ঘর কন্যার মধ্যে একটা আলাদা রকম শান্তি খুঁজে পাই
    মনটা খারাপ থাকলেও এই ভিডিওগুলো দেখে অনেক শান্তি পাই 💖কোচবিহার থেকে প্রবাসের ঘর কন্যার জন্য অনেক ভালোবাসা 💖💖💖অনেক ধন্যবাদ মহুয়া দিদি আমাদের সবাইকে এত সুন্দর সুন্দর ভিডিও দেয়ার জন্য 💖💖💖

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 Год назад +1

    ❤ মহুয়া দি তোমার সহজ সরল কথার জন্যে তোমাকে ভালো না লেগে পারা যায় না, তোমার জন্য কতো কিছু দেখতে পারি,অবস্য কিছু দুষ্ট মানুষ ও তোমাকে রুঢ় কমেন্ট করে, তাদের মতে খারাপ মানুষ গুলো কে,ডোন্ট কেয়ার করে এগিয়ে চলো ❤

  • @subhrapradhan9089
    @subhrapradhan9089 Год назад +6

    অনেক ধন্যবাদ দিদি, আমাদের কে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। পৃথিবীর কোন ছোট্ট এক কোনায় পড়ে থেকে এতো কিছু দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর ।❤❤❤💖💖

  • @sovamitra2509
    @sovamitra2509 Год назад

    দারুণ লাগলো মহুয়া, আর তোমার বলার ধরণ এতো সুন্দর মুগ্ধ হয়ে যাই। ❤❤❤👍

  • @koushikmahinda2548
    @koushikmahinda2548 Год назад +5

    Negativity নিপাত যাক মহুয়াদি জিন্দাবাদ ❤

  • @pratibhamondal5106
    @pratibhamondal5106 Год назад

    অপূর্ব লাগলো মহুয়া।খুব ভালো থেকো।ভালোবাসা নিও।👌👌❤️❤️❤️❤️❤️

  • @sharmisthaghoshray3913
    @sharmisthaghoshray3913 Год назад +12

    I really appreciate your blog. Your gentleness and politeness shines through. Enjoy touring the US with you. Thank you for sharing

  • @ChandraSekharBhattachary-lw1xu
    @ChandraSekharBhattachary-lw1xu Месяц назад

    Very nice journey, excellent presentation

  • @aurghamahapatra7365
    @aurghamahapatra7365 Год назад +154

    A youtuber with zero haters ❤❤

  • @creatorsutiparna8055
    @creatorsutiparna8055 Год назад

    Khub sundar laglo vlog ta

  • @creationofSumana
    @creationofSumana Год назад +10

    সানফ্রান্সিকো সম্পর্কে অনেক ইতিহাস জানতে পারলাম ❤❤❤ খুব ভালো লাগলো মহুয়া দি র ভিডিও দেখার মধ্য দিয়ে আমি যেনো আমেরিকা ঘুরে আসি এমন মনে হয় ❤❤❤

  • @sucharitaroy8858
    @sucharitaroy8858 Год назад +1

    Apnar vlog gulo dekle mon valo hoye jai... R onek kichu sekhar o ache... Apni ato sadharon vabe video banan ato valo kore rama r mehu ke sikhha den onek kichu sekhar ache❤❤❤❤

  • @sujatakargupta5441
    @sujatakargupta5441 Год назад +11

    মহুয়া নিজেকে সবদিক থেকে যে উচ্চতায় নিয়ে এসেছে তা অবশ্য প্রশংসনীয়। প্রতিভা এবং একনিষ্ঠ পরিশ্রমের দ্বারা আজ এই সাফল্য। ❤❤❤❤❤

  • @manasimondal2265
    @manasimondal2265 Год назад

    তোমার সাথে সবটাই ঘুরে নিলাম। আজকের ভিডিওটি খুব সুন্দর দিদি।

  • @oyindriladas8611
    @oyindriladas8611 Год назад +6

    মহুয়া দির vlog গুলো যতই দীর্ঘ হোক না কেন দেখতে একটুও একঘেয়েমি বা বিরক্তিকর মনে হয় না ❤️❤️

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +1

      😊❤️🙏

    • @oyindriladas8611
      @oyindriladas8611 Год назад +1

      @@probaseghorkonna2712 দিদি আমি West Bengal এর হাওড়া জেলা থেকে দেখি তোমার vlog গুলো ❤️❤️ তোমার vlog না দেখলে দিন কাটে না, নতুন vlog না পেলেও পুরানো vlog গুলো দেখি ❤️❤️ ভীষণ ভালো লাগে দেখতে ❤️❤️

  • @dipabanerjee4
    @dipabanerjee4 Год назад +1

    অসাধারণ লাগলো মহুয়া। তোমার জন্য কত অদেখা দৃশ্যমান হয়ে উঠছে।কি অদ্ভুত অনুভূতি হল এই হাজতবাড়ি দেখে।। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। খুব ভাল থেকো তোমরা।

  • @sarmisthamitra8918
    @sarmisthamitra8918 Год назад +15

    কিছু ক্ষন যেন আন্দামান এর জেলে কথা মনে করিয়ে দিল। খুব ভালো এক ইতিহাস কে জানলাম। ধন্যবাদ😊

  • @soumisaha779
    @soumisaha779 Год назад

    Darun... eto bhalo kore bolo tumi j monta juriye jay go ... really it's heart touching ... love u a lot...

  • @prityartgallery
    @prityartgallery Год назад +49

    সত্যি দিভাই তোমার vlog গুলো রূপকথার গল্পের মতো লাগে খুব সুন্দর । দূরে থেকেও তোমার মাধ্যমে এ শহরে আরেকটি ইতিহাসের কিছু পাতা জানা হয়ে গেলো খুব ভালো লাগলো। ধন্যবাদ দিদি ভালো থাকবেন ❤️😊

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +1

      You are most welcome 🙏 ❤ Apnara sabai bhalo thakben 😊❤

    • @prityartgallery
      @prityartgallery Год назад

      @@probaseghorkonna2712 ❤️🙏🏻🥰

    • @prityartgallery
      @prityartgallery Год назад

      @@probaseghorkonna2712 পরের vlog গের জন্য অপেক্ষাই রইলাম ☺️

  • @mrxyzhacker12345
    @mrxyzhacker12345 Год назад +2

    দিদিভাই জেল যে কী হয় তা নিজের চোখে না দেখলে ও তোমার দেখান জেল ও জেলের বর্ণনা দেখে বুঝতে পারলাম।মেহা ও রামকৃষ্ণর উৎসাহ দেখে নিজের ও উৎসাহ লাগছে।খুব খুব ভাল থেকো।❤❤❤❤

  • @marinimmi
    @marinimmi Год назад +3

    প্রবাসে ঘর কন্যার ভিডিও চালানো মানে একাকিত্বে বেশ কিছুক্ষণ চেনা কোন মানুষের কাছে গল্প শোনা❤❤

  • @shinjinibhattacharyya1061
    @shinjinibhattacharyya1061 Год назад +1

    তোমার জন্য এতো সুন্দর ইতিহাস জানতে পারলাম তার সাথে অনেক টা বিদেশে ঘোরা ও হয়ে গেলো যা আমার মতো মধ্যবিত্ত দের পক্ষে সম্ভব না কিন্তু তোমার বলা টা দেখানো সব কিছু এতো ভালো যেনো আমি তোমার সাথেই ghurchi মনে হচ্ছে ভালো থেকো তোমরা সবাই ❤❤❤❤

  • @pranabnath6902
    @pranabnath6902 Год назад +6

    Thank you for taking us to visit such a rare place, an island .....Alkatraz Jail .... with your lovely presentation.....👏👍🙏🙏🙏

  • @somadasgupta3793
    @somadasgupta3793 Год назад

    Darun laglo anek kichu ajana katha jante parlam. Good job. 👍

  • @Imindrjeet
    @Imindrjeet Год назад +18

    টিউশন থেকে এসেই দেখি নোটিফিকেশন,আর অপেক্ষা করতে পারলাম না 😂💗

  • @rukminath1533
    @rukminath1533 Год назад

    ইতিহাসের পাতাগুলো জীবন্ত হয়ে উঠল তোমার এই ভ্লগে। খুব ভালো লাগল।

  • @MousumiDas-i4n
    @MousumiDas-i4n Год назад +4

    তুমি এতো সুন্দর করে বর্ণনা করো সবকিছুর, মনে হয় যেন তোমরা চারজন না আমরাও সবাই তোমাদের সাথে ঘুরছি...
    খুব ভালো থেকো ❤

  • @babyjana1982
    @babyjana1982 Год назад

    খুব সুন্দর লাগলো দারুন রাস্তায় লোকজন দোকান পাট দ্বীপ টি দেখে

  • @sudipamondal8596
    @sudipamondal8596 Год назад +5

    First comment mohua aunty I love you aunty ❤❤❤❤❤❤ rama so cute ❤❤ ar mehar bengali khub e funny but khub sundor ❤️❤️❤️❤️ uncle to wow manush

  • @aratichakrabarty7775
    @aratichakrabarty7775 Год назад

    Khub vlo laglo.ektu onnoyrokom experience holo.

  • @moulinanath8133
    @moulinanath8133 Год назад +9

    সবটাই যেনো আমাদের দেশের আন্দামান দ্বীপপুঞ্জে মত । Aunty এবার দেশে আসলে রামা আর মেহা কে আমদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী জায়গা গুলো দেখাতে ভুলবেন না 😊

  • @kausikbarman4779
    @kausikbarman4779 Год назад

    Khu bhalo laglo, next blog ar opakha ta thaklam

  • @urmilaaulia8730
    @urmilaaulia8730 Год назад +14

    তোমার vlog গুলো খুব ভালো লাগে...আজকের এই vlog টা দেখে....দুটো বিষয় মাথায় এলো....Sunday sunspence এর 'The count of monte cristo' গল্প টি....আর আমাদের কোলকাতার Alipur jail museum এর কথা...দেশে ফিরলে একবার এই museum টাও ঘুরে যেও....অনেক ভালবাসা♥️❣️🌼

  • @sutapanath8865
    @sutapanath8865 Год назад

    খুবই মর্মান্তিক কিন্তু একটি তথ্যপূর্ণ ঐতিহাসিক জায়গা আজ তোমার দৌলতে দেখতে পেলাম ।

  • @piuliacharjeevlog6983
    @piuliacharjeevlog6983 Год назад +4

    তোমার কথা বলার ভঙ্গিমা রোমাঞ্চ কে আরও রোমাঞ্চ করে দেয় ।বরাবর ইতিহাস আমার ভীষণ পছন্দের বিষয় আর এই ঐতিহাসিক জেল দেখে আনন্দিত এতটাই হলাম যে বলার ভাষা নেই। আমেরিকা কোনো দিন যাওয়া হয়ে উঠবে না জানি কিন্তু তোমার মাধ্যমে সে দেশটাকে জানতে পেরে বড়ই ভালো লাগে। ❤❤❤ তুমিও ভালো থেকো দিদি

  • @sutapamukherjee9735
    @sutapamukherjee9735 Год назад

    Khub bhalo laglo video ta...... Movie tao dekhe nilam.

  • @swastika.921
    @swastika.921 Год назад +4

    মেদিনীপুর থেকে এত ভালোবাসা পাঠালাম দিদি🙏🏻♥️♥️♥️♥️♥️♥️

  • @pradoshmukherjee735
    @pradoshmukherjee735 Год назад

    khub aponjoner kache Ekta sundar golpo sunlam.....valo thakben

  • @womenrasipes
    @womenrasipes Год назад +6

    খুব সুন্দর লাগছে আপনাকে দিদিভাই ঘরে বসে আমেরিকা দেখছি দারুন ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ritamchatterjee9910
    @ritamchatterjee9910 Год назад

    আজকে খুব সুন্দর লাগল । ভালো থাকবেন ।

  • @animextube6082
    @animextube6082 Год назад +66

    কে কে দিদির vlog একটাও miss করেন না?

  • @santasrimazumder6464
    @santasrimazumder6464 Год назад

    খুব ভালো লাগলো। Very informative video.

  • @anuradhadey4893
    @anuradhadey4893 Год назад +10

    অজানা কে জানার আর অচেনা কে চেনার বডো মাধ্যম হলো প্রবাসে ঘরকন্না ।তোমরা সকলে সুস্থ থেকো ভালো খেকো ঠাকুর কাছে প্রার্থনা করি

  • @RADHADey-yq6og
    @RADHADey-yq6og Год назад

    Khub bhalo laglo ei blog ta...

  • @swastika.921
    @swastika.921 Год назад +13

    দিদির ভিডিওর অপেক্ষা তে কে কে থাকেন রোজ???
    অনেক ভালোবাসা দিদি❤

  • @susamanandi5041
    @susamanandi5041 Год назад

    খুব সুন্দর লাগলো। তোমার প্রত্যেকটা ভিডিও খুব ভালো লাগে। তোমারা সবাই ভালো থেকো।

  • @kupomonduknoi
    @kupomonduknoi Год назад +10

    You are unique. And there is an honesty in your everyday. So rooted in approach. So confident in a humble way. Mohua di, never change! Your simplicity is golden. You will always find success. God bless you.

  • @anamikadas5463
    @anamikadas5463 Год назад

    Khub sundor r besh onnorokom video ta..ei je eksathe berate jawa ta khub anubhab korlam..baba r ma er sathe...ekothay oniboddyo ❤❤