Birohi Prohor | বিরহী প্রহর | Doly Shaontoni | Full Audio Album | Soundtek

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 403

  • @zahedahammed1800
    @zahedahammed1800 Год назад +28

    ৯০ দশক হচ্ছে শতাব্দীর ক্রান্তি কাল সাথে একটা অকৃত্রিম বিনোদন ও সাংষ্কিৃতিক কালের মহা বিলুপ্তি ঐ সময়টা আমরা যারা পেয়েছি শুধু তারাই জানি কী সময়টা পেরিয়ে এসেছি !😔এসব গান আমাদের কে কী আবেগে আবেশে সিক্ত করত ❤

    • @Choko_chili
      @Choko_chili 7 месяцев назад +1

      হুম

    • @faridaislam127
      @faridaislam127 3 месяца назад +4

      ভাই এসব কথা লিখে মনে আর কষ্ট দিয়েন না ভাই

    • @RuposhiAkhtar
      @RuposhiAkhtar 19 дней назад

      😊😊😊pp

  • @yasinsadid4098
    @yasinsadid4098 6 лет назад +31

    1995 প্রথম এই এ্যালবাম বের হয় আর তখন এই গানগুলোও সারাক্ষণ শুনতাম আজও শুনি অতিতকে ভুলতে পারছিনা মুছেও ফেলতে পারছিনা এই গানগুলোতো জরিয়ে আছে আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা

    • @nightriveria7500
      @nightriveria7500 5 лет назад

      game lovers seems it happens every time

    • @abduljalel3930
      @abduljalel3930 5 лет назад

      আমিও সেই সময় এই ক্যাসেটের গানটি সারা দিন শোনতাম

    • @taspiamd3512
      @taspiamd3512 4 года назад

      Nice

    • @babykhatoon7054
      @babykhatoon7054 15 дней назад

      Amar oo

  • @fhiwkofficia
    @fhiwkofficia 2 года назад +12

    97 সালের রঙিন দিনগুলোর সাথে এই গান ও সুর জড়িয়ে আছে। আহা সেই দিন। দিন যায়, গান থাকে, সুর থাকে।

  • @azharasif9169
    @azharasif9169 4 года назад +25

    এই গান গুলো শুনে সেই শৈশবে ফিরে গেলাম কিছু ক্ষনের জন্য।

  • @soniaakter5402
    @soniaakter5402 3 года назад +15

    আমার অনেক ভালো লাগছে,,, সারা রাত শুনছি,,, এই এলবাম এর গান, গুলো রিপিট করে শুনেছি কত বার হিসাব নেই

  • @noakhaliarafat1821
    @noakhaliarafat1821 Год назад +19

    ১৯৯৬ সালে গান গুলো শুনে
    ২০২৩ সালে আবার কে কে শুনেছেন?
    তারাই লাইক দেন

  • @raheluddin2428
    @raheluddin2428 3 года назад +3

    Doly apur ai hit album er gangulo je koto bar sunesi tar kono hisab nei..osomvod sundor gangulo..thanks apu tomake..thanks soundtek ke sundor sundor gangulo ke you tube upload kore gangulo ke sunar sujog kore debar jonno.

  • @shahidalmamun5335
    @shahidalmamun5335 Год назад +8

    সেরা সময়ের সেরা গান ছিল! এখনো শুনতে ভাল লাগে! অতীতের দিনগুলো মনে পড়ে কতই মধুর ছিল সেদিন গুলো!

  • @fakirhasan1843
    @fakirhasan1843 7 месяцев назад +4

    যখন প্রথম অ্যালবামটি বের হলো তখন গানের মানে বুঝতাম না কিন্তু ভালো লাগতো আর এখন মানে বুঝতে পারি এখন আরো ভালো লাগে ❤❤❤

  • @ashimkumar8701
    @ashimkumar8701 2 месяца назад +1

    ডলি সায়ন্তনীর প্রথম এলবাম হে যুবক- দ্বিতীয় এলবাম বিরহী প্রহর- এরপর - কালিয়া- বাংলাদেশের মেয়ে- অসংখ্য এলবাম।

  • @rabeyamonwar6061
    @rabeyamonwar6061 5 лет назад +19

    গানগুলো যতো বার শুনি ততই ভালো লাগে ।অসাধারন💖💖💖

  • @rashedhossen4791
    @rashedhossen4791 3 года назад +14

    লিজেন্ড রা পৃথিবীতে এক বারই জন্মোগ্রহন করেন,,, তার কণ্ঠটা আল্লাহ্‌তালা এতো সুন্দোর করে দিয়েছেন যার জন্য আমরা পেয়েছি এতো গুনি ও সুমিষ্টি কণ্ঠের অধিকারী #❤️❤️❤️💖💖💖ডলি সায়ন্তনী💖💖💖💖 উপহার দিয়েছন অনেক সুন্দোর সুন্দোর গান এতো সুন্দোর গান উপহার দেওয়ার জন্যো ধন্যবাদ ❤️❤️❤️

  • @s0fis0fi11
    @s0fis0fi11 2 года назад +8

    শূন্যতার মাঝে যেনো আরো শূন্যতা বিরাজ করে,,,, যখনই অতীত গুলো মনের মাঝে উঁকি মারে💔

  • @kohelhasan8571
    @kohelhasan8571 Год назад +10

    ১৯৯৫ সালে গান গুলো সবার মুখে মুখে ছিল। চির সবুজ গান গুলো সব সময় হৃদয় ছুঁয়ে যায়।

  • @mdsafiultopadar8564
    @mdsafiultopadar8564 Год назад +5

    কি বলবো, গানটি শুনে আমার স্বর্ণালী দিন গুলোর ( প্রকৃত অর্থে বাংলার স্বর্ণালী সময়ের শেষ সময় ছিলো ৯০দশক ) কথা বার বার মনে পরছে।
    জানি, সে সময় ফিরে আর আসবে না। আমাদের পূর্ব পুরুষের মতো আমাদের কে ও ঐ সময়ের কথা বর্তমান প্রজন্মের কাছে গল্প করতে হবে।
    তবে বর্তমান প্রজন্মের সাথে চ্যালেন্জ করে বলতে পারি ৯০ দশকের কোন একটি দিনের সাথে ও আজকের প্রজন্ম ( দিনের সাথে সপ্তা, সপ্তার সাথে সাথে মাস, মাসের সাথে বছর যোগ করে ও) কম্পিটিশন করে পারবে না।
    ওরা বাড়াটিয়া হিন্দি দিয়ে ই চলবে।
    নিজস্ব ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি দিয়ে নয়।

  • @suhagahmed6733
    @suhagahmed6733 3 года назад +9

    আজ ডলি সায়ন্তির জন্মদিন। জন্মদিনে এই গানগুলো শুনলাম।

  • @RanaKhan-xu4kp
    @RanaKhan-xu4kp Месяц назад +1

    এই পূরনো রঙিন গান গুলো দরজা বন্ধ করে শুনে নাঁচতাম,, আহ্ সে কি প্রশান্তি,, ইসসস আবার যদি ফিরে যেতে পারতাম,,,,

  • @alokarim2531
    @alokarim2531 5 месяцев назад +4

    23/3/2024 দীর্ঘ ২৮ বছর পর আজকে আবার গানগুলো শুনতে পাচ্ছি, ঘরে সাউন্ড বক্সে লাগিয়ে রাস্তায় এসে দাড়িয়ে দাড়িয়ে গান গুলো শুনতাম, কিযে আনন্দ ভালোলাগা কাজ করতো মনের ভিতর,

  • @alokarim2531
    @alokarim2531 5 месяцев назад +3

    Soundtek এর পরিবেশনার গানগুলো অসাধারণ ছিলো আমার প্রথম পছন্দ ছিলো সাউন্ডটেক
    কে কে সাউন্ড টেক পরিবেশনার লাভার ছিলেন?

    • @gramenjibon007
      @gramenjibon007 3 месяца назад

      Purai matha nosto... Fatiye geyese... Sudhuei jole...

  • @sohancosmetics4997
    @sohancosmetics4997 5 лет назад +8

    এক সময় অনেক সুনেছি গান গুলা... এখন বুড়দের তালিকায় আছি তাও ভাল লাগে... গান গুলা.. আমার জিবনের সাথে কয়েকটা গান খুব ই মিল... প্রিয় মানুষ টা আল্লাহ ভাল রাখুক এই দোয়া করি... যাকে আমার জিবন থেকে হারিয়েছে আর ও ১৫ বছর আগে... জানি না সে কেমন আছে..

    • @user-fx4fn1gv2u
      @user-fx4fn1gv2u Год назад

      বালআছি

    • @alokarim2531
      @alokarim2531 5 месяцев назад

      কখনো যোগাযোগ করেননী তার সাথে?

  • @khairunnassaruma2069
    @khairunnassaruma2069 7 лет назад +74

    সেই ১৯৯৫ তে প্রথম শুনেছিলাম গানগুলো।খুবই ভালো লেগেছিলো....অতীত তো অতীত....আর সেটা সব সময়ই সুন্দর হয়ে থাকে:(

  • @MdRony-eu4tw
    @MdRony-eu4tw 7 месяцев назад +4

    কখনো মনে হয় আমাদের কাছে এই গান গুলো পুরানো হবে না

  • @shahenosman1603
    @shahenosman1603 2 года назад +8

    নব্বই দশকের সোনালী দিন গুলোর মাঝে হারিয়ে গেলাম।

  • @MdSaifulIslam-ud7tc
    @MdSaifulIslam-ud7tc 3 года назад +8

    অসাধারণ অনেক অনেক সুন্দর হয়েছে যখন নতুন বেরিয়েছিল ছোটবেলায় আমরা শুনেছি এখন 2021 সালে এসে শুনলাম খুব ভালো লাগলো অসাধারণ অসাধারণ

  • @sayem8850
    @sayem8850 3 года назад +10

    একটি এ্যালবামের পেছনের গল্পটা আগে তুলে ধরার জন্য বিনীত অনুরোধ করছি... গীতিকার, সুরকার, সঙ্গীত, শিল্পী ছাড়া কোন এ্যালবাম কখনও সাফল্য অর্জন করতে পারে না... মিউজিকে অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরাও থাকেন... ওদেরকে ভুলে গেলে তো ওদের অসম্মান করা হয়...
    আশা করি, একটি এ্যালবামের পেছনের কারিগরদের নাম তুলে ধরবেন.......

  • @AbulBashar-rz3xv
    @AbulBashar-rz3xv 5 лет назад +43

    আমি তখন ক্লাস এইট এ। আপুর ওয়াক ম্যান এ হেডফোন দিয়ে গানগুলো শুনতাম!! দীর্ঘ ২৩ বছর পর হেডফোন এ গানগুলো শুনছি ফোন থেকে !! সেই একই অনুভুতি! আহা যদি ফিরে যাওয়া যেত সেইসব সোনালী দিনগুলোতে!!

    • @anupamaditya5194
      @anupamaditya5194 4 года назад

      আমার শৈশবের স্মৃতি... আমার দাদা এলব্যামটা নিয়ে এসেছিল আমি সারাক্ষণ শুনতাম...

    • @imrankhan-ct7cb
      @imrankhan-ct7cb 2 года назад

      Ami tokon class 5 e pori bhai

    • @mdazahir4337
      @mdazahir4337 Год назад

      Ami o

    • @akhimethi7959
      @akhimethi7959 Год назад +1

      আমার পছন্দের গান।।

  • @SalmaSalma-pk2fx
    @SalmaSalma-pk2fx 2 года назад +5

    আমার কাছে এইসব গান শুনতে খুব ভালো লাগে

  • @lithiafrin6868
    @lithiafrin6868 3 года назад +2

    Ai gan khokono purono howar noy......joto suni totoy notun lage....mon tai onk vlo hoye jay. Sey ager dine fire jete icha kore?

  • @khondokermosiur346
    @khondokermosiur346 2 года назад +7

    ছোট বেলার কথা মনে পড়ে গেল

  • @mohamedalamgirhaq7667
    @mohamedalamgirhaq7667 3 года назад +3

    অতীতের কথা মনেপড়ে ছোট্ট বেলায় শুনতাম এই গান

  • @reyadsarwerrafi2806
    @reyadsarwerrafi2806 4 месяца назад +1

    ১৯৯৫ সালে আমার আপু এ গান শুনতেন আমি তখন ৩য় শ্রেণীতে পড়তাম। আবার ২০২৪ সালে শুনছি।

  • @amdadulhoquekhan9794
    @amdadulhoquekhan9794 4 года назад +3

    আমার অনেক পছন্দের।সেই ছুটবেলায় শুনেছিলাম তখন থেকেই ওনার গান ভাল লাগে

  • @maharali5621
    @maharali5621 3 месяца назад +1

    মনে হয় ইন্টারনেট ইউটিউব না থাকলে এই গান সহ আরো সেই সময়ের গান গুলো শোনা সম্ভব হতোনা। অনেক দিন হয়ে গেল তবুও মনে হয় সেই সময়ে বাধা পড়ে আছি।

  • @basubasu-sr2de
    @basubasu-sr2de 4 года назад +6

    এতো ভালো একটা শিল্পি এখন ওদের কে দেখতে পাইনা

  • @srsabujkhan2080
    @srsabujkhan2080 5 лет назад +10

    দারুন গান গায় আমার প্রিয় শিল্পী ডলি ম্যাডাম।

  • @RajaRaja-ig4zm
    @RajaRaja-ig4zm 3 года назад +25

    এই গান গুলো শুনতে শুনতে ২০ টা বছর কেমনে চলে গেল তা বলে বুঝাতে পারবো না,,, তাই তো আমার দেশ ও আমার মা বাবা,কে অনেক মিস করছি,, আল্লাহ তাআলা সবাই কে ভালো রাখে,,, আমি একজন প্রবাসী বাংলাদেশী 👍👍👍

  • @RanaMiha-zn6ef
    @RanaMiha-zn6ef 3 месяца назад +1

    খুব। ভালো লাগের।গান।ডলি।আপার।গান।আজ।মনে।পড়ে। সেই। ১৯৯৪সালের।সূতিময়।কথা। গুলি।সুখে।থাকে।পিয়ও।হিরা।।।।।

  • @user-ds2pj5ym3f
    @user-ds2pj5ym3f 4 месяца назад +1

    ❤90দশোক এর জনপ্রিয় গান আমি সেকন 13বসসর সব জাইগাই শুনতাম ❤❤❤

  • @rumanashabnamtitli2433
    @rumanashabnamtitli2433 7 лет назад +8

    লাস্টের গানটা বেশ সুন্দর :)

  • @mahbuburrhamanmilon625
    @mahbuburrhamanmilon625 Год назад +4

    চাঁদেতে আলো আছে
    তারা আছে আকাশের বুকে।

  • @nilakhas3137
    @nilakhas3137 6 лет назад +3

    ডলি আপু তোমার কন্ঠে না অসম্ভব যাদুর ছোঁয়া

  • @TarinSultana-pf8wg
    @TarinSultana-pf8wg Год назад +2

    অনেক ভালো লাগে গান গুলি শোনতে।মন ভরে যায়।❤❤

  • @riponkabir8620
    @riponkabir8620 7 лет назад +29

    কখনো হতো বাবিনি এই গান শুনতে পাব।

  • @rafiqraf7332
    @rafiqraf7332 2 года назад +1

    সেই ওয়াকম্যানে কত শুনেছি এই গান গুলি। প্রথম থেকে এখন পর্যন্ত সব গুলো গান ভাল লাগে।

  • @rahulraz39
    @rahulraz39 4 года назад +2

    Ajo hridoya jhor tole ai gaan💙💙

  • @rajiyasultana4968
    @rajiyasultana4968 Год назад +2

    আসা ধারন গান 👌👌🙋‍♀️🙋‍♀️

  • @nasirnasir5258
    @nasirnasir5258 6 лет назад +3

    গানের মাঝে যাদু আছে ধন্যবাদ ডলি আপু

  • @tipsbyabumdabdullah
    @tipsbyabumdabdullah 6 лет назад +7

    These songs bring back strong memories of our old days... 😣 originality gone now...
    Dolly u r awesome...

  • @RezaulIslam-kg8eo
    @RezaulIslam-kg8eo 3 года назад +1

    এক সময় রবি চৌধুরী আর ডলি সায়ন্তনীর গান শুনতাম খুব রমনা পার্কে বসে এদের এক জন আর এক জনকে বলে ডলি সয়তানি তখন রবি চৌধুরীর সাথে ছাড়া ছাড়ি হয়ে গেছে

  • @samimosamn1459
    @samimosamn1459 Год назад +1

    ছেলে হৃদয়ে ছিলে ভালোবাসায় শুধু ভাগ্যে ছিলে না তুমি আমার এই গানটি অতুলনীয় আমার জীবনের সাথে মিল আছে আমি আজও তোমার অপেক্ষায় আছি সোহেল আখি

  • @investoraddya
    @investoraddya Месяц назад

    ETA Bangladeshi gaan..
    Amrao suntam redio te

  • @Royal.Chowdhury
    @Royal.Chowdhury 2 года назад +1

    আহা
    হাইস্কুল লাইফ
    ক্যাসেট প্লেয়ার
    💝💝💝

  • @tamimhasanjoker
    @tamimhasanjoker 5 лет назад +2

    উত্তরা ১১ নম্বর সেক্টরের মোড় থেকে কিছুটা পশ্চিমে, যে রাস্তাটা দিয়াবাড়ির দিকে গেছে...... মাসখানেক আগে সেই রাস্তায় ডলি সায়ন্তনীকে দেখলাম। আমার বাসা ঐদিকে, আর কল সেন্টারে জব করি বলে ডিউটি থেকে ফিরতে প্রায়ই বেশ রাত হয়। অফিসের গাড়িতেই আমরা কয়েকজন আসা- যাওয়া করি। তো সেদিন রাত দেড়টার দিকে অফিসের গাড়ি থেকে নেমে বাসার দিকে যাচ্ছি, রাস্তার একটা চায়ের দোকানের সামনে উচ্চস্বরে নারীকন্ঠে গালিগালাজ শুনে চেয়ে দেখি...... জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনী, তাঁর সাথে ৩ টা ইয়াং ছেলে। ডলি সায়ন্তনীর পরনে জিন্সের প্যান্ট আর ফুলহাতা শার্ট। বুঝলাম তাঁরা সবাই মাতাল অবস্থায় আছেন। ডলি সায়ন্তনীকে দেখলাম ধূমছে সিগারেট ফুঁকছেন, আর চায়ের পানি ঠাণ্ডা কেন...... এই কারণে চায়ের দোকানদারকে অশ্লীল ও কুৎসিত ভাষায় গালি-গালাজ করছেন। এই যদি হয় তথাকথিত শিল্পীর আসল চেহারা, তাহলে বলতেই হয়...... শিল্পের আগে ভদ্রতার চর্চা করতে শিখুন।

    • @jorinabibirpala
      @jorinabibirpala 3 года назад

      আপনি আগে পায়খানা করে ধুইতে শিখেন। প্রত্যেক মানুষের জীবনে ব্যতিক্রম কিছু ঘটনা কিংবা সময় থাকে যা দিয়ে তাকে সারাজীবন সামগ্রিক মূল্যায়ন করা যায়না। আপনার বউ কালা না বেটে এটা যেমন আলোচনা অপ্রাসঙ্গিক ঠিক এখানে সুর, স্মৃতি আর সংগীত এর সাথে ডলি কি খায় আপনি কি ভাবেন সেগুলো অপ্রাসঙ্গিক

  • @rana_ny
    @rana_ny 4 года назад +1

    What a sweet memories..... aneek valo lagto...ekhon gaan e shei moja pai na..... amar oneek favorite singer

  • @atiqatiq5697
    @atiqatiq5697 6 лет назад +18

    সেই ১৯৯৫, মনে হয় এইতো সেদিন।

  • @golamhakkani8980
    @golamhakkani8980 3 года назад +1

    আমার জীবনের সবচেয়ে গুলো যত শুনি ততই ভালো লাগে জীবনে প্রথম আমার একটি মেয়ে গিফ দিয়েছিলাম তাকে রবি ও ডলির এ্যালবাম

  • @atiqatiq5697
    @atiqatiq5697 6 лет назад +3

    প্রথম প্রেমের জীবনে আমি উপহার পাই এ ক্যাসেট প্রতিটা গান হৃদয়কারা১৯৯৭ i miss you

    • @user-db8ht9ot5w
      @user-db8ht9ot5w 4 года назад

      Atiq Atiq পেম ত করলেন বিয়ে টা কি হয়েছে নাকি আপনাদের

  • @riponalfardin1675
    @riponalfardin1675 Год назад +1

    গান গুলা শুনলে,,,মনে হয় সেই ছোট বেলায় চলে যাই,,,

  • @mdshohel8513
    @mdshohel8513 4 года назад +4

    Someone always sung prithibir sob sukh & birohi prohor these two songs for me.
    I was verry happy with her after married.
    But i dont know why she has gone to other person.
    How can she forget me?
    How was her love to me?
    I can't stop my now tear coz,
    I'm hearing those two songs at 15th December of 2019.

    • @azharasif9169
      @azharasif9169 4 года назад

      bro,some crisis fall down of our mind...its real, but we need to recover strongly...now she is happy with family,& you still in depression...why???

  • @PKTTV848
    @PKTTV848 3 года назад +1

    গানগুলো।খুবই ভালো লেগেছিলো....অতীত তো অতীত

  • @sranik7126
    @sranik7126 7 лет назад +2

    দেখলে তোমায়.....অসাধারন...........

  • @jamansafiq4418
    @jamansafiq4418 3 года назад +3

    আমরা এই গান ২০০হাজার সাল থেকে শুনতেছি আজ মনের সাথে মিলেগেছে কিছু কাহীনি কল্পনা 💔❤️

  • @kamalkari7218
    @kamalkari7218 2 года назад

    ডলিসায়ন্তি মানে সুপার গান। ধনবাদ আপু

  • @nightriveria7500
    @nightriveria7500 5 лет назад +3

    Number 7 song really heart touching lot of people

  • @mohamadmamunhalawer3337
    @mohamadmamunhalawer3337 Год назад +1

    ইতিহাসের সাক্ষী হয়ে আছে
    1996 সালের এই গান
    রেখা মারফ খান 21 সাল পর্যন্ত

  • @tareqaziz5151
    @tareqaziz5151 2 года назад +1

    ডলির সেরা এলবাম..

  • @tohidquituar1852
    @tohidquituar1852 7 лет назад +10

    Really very good songs I like dolly shantoni

  • @MrAhamed777
    @MrAhamed777 4 года назад +1

    চমৎকার

  • @mdabushoaibkhan
    @mdabushoaibkhan 3 года назад

    Thanks to soundtek

  • @Head2110
    @Head2110 2 года назад +3

    প্রিয় কন্ঠ শিল্পী

  • @MDAKash-rl9fo
    @MDAKash-rl9fo 5 лет назад +2

    অসাধারন গান গুলি অনেক অনেক ভালো লাগলো

  • @moshiurrahmanarif9799
    @moshiurrahmanarif9799 5 лет назад +6

    গীতিকার ও সূরকার এর নাম দিবেন আশা করি।
    এতে আপনাদের সুনাম বাড়বে আমি মনে করি।কমবে না কখনও..

  • @rubinayasminshampa3453
    @rubinayasminshampa3453 2 года назад +5

    ডলি সায়ন্তনির কন্ঠ খুব ভালো লাগে। আর গানগুলো অনেক সুন্দর। নস্টালজিক করে দেয়।

    • @blackcat.c
      @blackcat.c 2 года назад +1

      Rubina Yasmin Shampa তোমাকে আমার ভালো লাগে।

    • @rubinayasminshampa3453
      @rubinayasminshampa3453 2 года назад

      @@blackcat.c My pleasure.... 😎

    • @blackcat.c
      @blackcat.c 2 года назад +1

      @@rubinayasminshampa3453 তুমি আলম আরা মিনু, আবিদা সুলতানা, রক্সির গান শুনছ

    • @rubinayasminshampa3453
      @rubinayasminshampa3453 2 года назад +1

      @@blackcat.c হুম....শুনেছি। তবে অনেক দিন হলো শোনা হয় না।

    • @blackcat.c
      @blackcat.c 2 года назад +1

      @@rubinayasminshampa3453 শাকিলা জাফরের পুরনো একক এলভাম শুনবে।

  • @lubilubi3253
    @lubilubi3253 7 лет назад +6

    আই লাভ ডলি

  • @even_alifvai
    @even_alifvai 2 года назад +1

    ডলি তোমার গান শুনে শুনে বড় হয়েছি।

  • @KobirHossain-m4z
    @KobirHossain-m4z 2 месяца назад

    এই গান গুলো শুনলে খুবই ভালো লাগে।

  • @kwrony
    @kwrony 3 года назад +5

    আগের এই গান গুলো শুনতে অন্যরকম ভালো লাগে বার বার শুনতে ইচ্ছে করে।

  • @udeydas9498
    @udeydas9498 4 года назад +2

    Ajo suni. Takhon class 5 e portam.darun voice dolyr

  • @golamfaruk7524
    @golamfaruk7524 Год назад

    খুব চমৎকার ❤❤

  • @mdriponkhan326
    @mdriponkhan326 3 года назад +1

    তুমি যেমন সুন্দর তোমার কন্ঠ আরো সুন্দর। মনটা কেরে নেয়

  • @arifrehman353
    @arifrehman353 4 года назад

    বাংলাদেশে এমন কোন Female Singar নেই যে আমার প্লে লিস্টে থাকবে- যদিও কানিজ সুবর্না বা নেন্সীর ২ /৪ টা গান সুনেছি কিছুদিন কিন্তুু ( সেই ২৫বছর থেকে চুপি চুপি ১০টি বাংলা মেয়ে শিল্পির গান শুুনি (ডলি সায়ন্তনীর)

  • @nilsohel7953
    @nilsohel7953 Год назад

    কেয়া তোমার দেওয়া উপহার "এই এ্যালবামটি" আজও আমার কাছে তোমার স্মৃতি বহন করে!

  • @mdkamrulislam7803
    @mdkamrulislam7803 4 года назад +12

    ডলি সান্তয়নী ও বরী চৌধুরী এই গান শুনতে শুনতে দিন যেতো

  • @akterhossain1102
    @akterhossain1102 9 месяцев назад

    It was golden Ara. I missed those days ❤

  • @mahbubulhoquedipu714
    @mahbubulhoquedipu714 11 месяцев назад

    Super tune

  • @SakilKhan-fk2hc
    @SakilKhan-fk2hc 11 месяцев назад

    Sonice❤❤❤❤

  • @samimosamn1459
    @samimosamn1459 Год назад

    Gan Gulo Amar hridoyer gan Army age Sholay Satara borsha aage Amar priyojon ke hariye felechi

  • @theniazvibe
    @theniazvibe 6 лет назад

    আহ! দারুণ

  • @smartnessoflife.7795
    @smartnessoflife.7795 2 года назад +1

    ছটকালে সুন্তাম।

  • @shairakhatun6931
    @shairakhatun6931 Год назад

    ডলি সায়ন্তনীর সবগুলো গান আমার ভালো লাগে।

  • @ShafiqulIslam-yi7ff
    @ShafiqulIslam-yi7ff 3 месяца назад

    My Favorite Song..

  • @MDFARIDHOWLADER-ht9ou
    @MDFARIDHOWLADER-ht9ou 7 лет назад +2

    buker vitor dolly sayontoni jowtho album ei gan gulo jodi thake tahole upload korun plz plz

  • @acianupur8464
    @acianupur8464 3 года назад

    babu babu babu amar lover jake nie jibon par hosse sei somoy kije nachtam ganer sathe ah ..babur sathe premer somy amon akta gan ..darun silo

  • @aliislamanis7774
    @aliislamanis7774 4 года назад +1

    কোন এক সময় আমার প্রিয় পছন্দের শিল্পী

  • @tuhin-hr7sg
    @tuhin-hr7sg 10 месяцев назад

    Nice

  • @mdmithumdmithu3903
    @mdmithumdmithu3903 6 лет назад +1

    অনেক সুন্দার গান সেই -৯৭ থেকে শুনে আসছি সুপার

  • @KamruzzamanProbasi-xl5ok
    @KamruzzamanProbasi-xl5ok 9 месяцев назад

    আজ ভলবাসা হারানোর দিন সরনীয় করে রাখলাম

  • @SonnetPurification-pb9vt
    @SonnetPurification-pb9vt Год назад

    Nice song

  • @khorshadalom9244
    @khorshadalom9244 8 лет назад +4

    তুমি ছিলে আমার অনেক সুন্দুর গান

  • @zohirislam476
    @zohirislam476 3 года назад

    পিয় গাইকা বেচে থাকো তুমি সারা জীবন love you♥️♥️♥️♥️