অরূপ সায়রে লীলা লহরী - স্বামী প্রেমেশানন্দ - Aroop Sayare Leela Lahari- Swami Premeshananda

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • অরূপ সায়রে লীলা-লহরী
    উঠিল মৃদুল করুণাবায়
    আদি-অন্ত-হীন অখণ্ডে বিলীন
    মায়ায় ধরিলে মানবকায়।।
    মনের ওপারে কোথা কোন দেশ
    শশী তপনের নাহি পরবেশ
    তব হাসিরাশি কিরণ বরষি
    উজলে সেথাও চারু বিভায়।।
    প্রেমের এ তনু অতনুগঞ্জন,
    কি মধুর বিভা বিকাশে নয়ন
    যে হেরে সে জন তনু-প্রাণ-মন
    চরণে অর্পন করিতে চায়।।
    তোমারি আশায় কত যুগ গত,
    সংশয় যত আজি তিরোহিত
    যা আছে আমার লহ উপহার
    সঁপিনু জীবন তব সেবায়।।
    স্বামী প্রেমেশানন্দ
    রামকৃষ্ণ সঙ্ঘ পরিবারে একটি নক্ষত্রোজ্জ্বল পূণ্য নাম স্বামী প্রেমেশানন্দ, প্রেমেশ মহারাজ। সন্ন্যাস পূর্ব নিবাস শ্রীহট্ট, অধুনাতন বাংলাদেশের সিলেট জেলায়। প্রাক-সন্ন্যাস নাম- ইন্দ্রদয়াল ভট্টাচার্য্য। তাঁর চরিতাখ্যানে যাব না, প্রসঙ্গ তাঁর গান নিয়ে। এই কবি সাধক গীতিকার গ্রন্থকার তাঁর শিল্পচেতনায় প্রবলভাবে রবীন্দ্রপ্রভাবিত ছিলেন। তাঁর লেখালেখি-চিঠিপত্রে সেই তথ্য পাওয়া যায়। আর তাঁর রচিত গানে তা আরো স্পষ্ট। ইষ্ট শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা ও স্বামী বিবেকানন্দকে নিয়ে রচিত তাঁর গান রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাব-বলয়ে সম্পদ। তেমন একটি গান অনুরোধে গাইলাম।
    তাঁর রচিত একটি গান যা পূর্বে গেয়েছি তাঁর ইউটিউব লিংক - • ধরণীর ভার হরিতে আবার এ...
    [ভিডিওতে 'বিকাশে' স্থলে ভুলক্রমে 'প্রকাশে' হয়েছে।]

Комментарии • 42

  • @soumyadeepdeb8844
    @soumyadeepdeb8844 8 месяцев назад

    Can't stop listening to this. So beautiful...

  • @redcarpet2
    @redcarpet2 10 месяцев назад

    আহা ! যেন অমৃতবর্ষন হলো।

  • @subhaschandrabag
    @subhaschandrabag Год назад

    Darun ❤❤❤

  • @SridharBanerjee
    @SridharBanerjee 2 года назад

    আহা! আহা! কী দরদ দিয়ে গেয়েছেন

  • @common_man_2023
    @common_man_2023 Год назад +3

    এ গান সম্পর্কে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজী বলেছিলেন, এ গান যে লিখেছে, যে গায় আর যে শোনে - সবাই ধন্য। আপনি ধন্য বিশাখ বাবু। আমাদেরো এই গান শুনিয়ে ঠাকুরের কৃপায় ধন্য করলেন। গানের ভিজুয়ালাইজাশেন এ প্রেমেশ মহারাজের এত সব দুস্প্রাপ্য ফটো ব্যবহার করেছেন - সত্যি ইমোশনাল হয়ে পড়েছি দেখে। এমন সব মহাপুরুষ দ্বারাই এমন গান রচনা সম্ভব।

  • @swamijivananda9475
    @swamijivananda9475 4 года назад +11

    নমস্কার! গানগুলো শুনছিলাম, আর আমার মনে হচ্ছিল যে পান্নালাল, মানবেন্দ্র, হেমন্ত মুখোপাধ্যায় এনাদের আমলের কোন শিল্পী। কেউ বলে না দিলে আমার মনে হয় না কেউ ধরতে পারবেন যে শিল্পী কে? সত্যিই অসাধারণ!

  • @shubhrajitbasu8315
    @shubhrajitbasu8315 4 года назад +3

    এ গানের সুখ্যাতি বহুজনমুখে বহুবারশ্রুত।আগে যতবার শুনতে গেছি অন্যান্য গায়কদের কন্ঠে,সেই অনুভূতি হয়নি যা আজ আপনার থেকে শুনে হল।সেই কারণেই হয়তো আগে কখনো পুরোটা শুনিনি,আজ প্রথমবার যা করলাম।কেউ যেন কান ধরে প্রাণ ধরে শুনিয়ে নিল।
    গীতিকারের মতই এ গান যাঁরা এমন অপূর্ব উপায়ে পরিবেশন করেন,তাঁরাও সত্যই ধন্য।যাঁরা এ গান শোনেন তাঁরাও।আর যাঁদের জীবনটাই 'এই গান' হয়ে ওঠে তাঁদের কথা বলাই বাহুল্য।
    আপনাকে অনেক ধন্যবাদ,নমস্কার,প্রণাম দত্তবাবু।

    • @PKDutta
      @PKDutta  4 года назад +7

      ধন্যবাদ ও নমস্কার স্বরূপ বাবু। সঙ্গীতের রাগ তাল সুরের সাথে সাথে তাতে বাণীযুক্ত থাকলে সেই বাণীরও একটা ভাবদ্যোতনা আলাদাভাবে নিশ্চয় আছে, অধুনা কালের সঙ্গীত শিক্ষা থেকে সঙ্গীতের তাত্ত্বিক দর্শনটাই বিলুপ্ত হওয়াতে এই দুর্ভাগ্যটা আমাদের দেখতে হচ্ছে। অনেকেই সঙ্গীতকে অধ্যাত্মজীবনের সাধন-সোপান ভাবেন, তবে আমাদের কাছে সঙ্গীতের শুদ্ধ সাধনা মাত্রেই তা স্ব-রূপে একটি অধ্যাত্মবোধ।

    • @tkdeb001
      @tkdeb001 2 года назад

      সত্যি কথা

  • @siddharth1920
    @siddharth1920 2 года назад +1

    এত সুন্দর গান গুলো এতদিন পর সামনে পেলাম ☺☺💚💚💚💚

  • @sattwikbasu
    @sattwikbasu 3 года назад +1

    আরেকটা একদম অন্তরের ভালোবাসার গান আমার। হস্টেল জীবনের স্মৃতিও।

    • @sattwikbasu
      @sattwikbasu 3 года назад

      নরেন্দ্রপুরে সুরটা সামান্য অন্যরকম গাওয়া হোতো।

    • @Partha_protim_Roy_ganyog
      @Partha_protim_Roy_ganyog 2 года назад +1

      হ্যাঁ সত্যি নরেন্দ্রপুর এর স্মৃতি😌😌🥰

  • @parthamajumder404
    @parthamajumder404 2 года назад

    স্বামী প্রেমশাননদ জী আরও গান শুনতে চাই অপূর্ব অনুভূতি পেলাম প্রাণ জুড়িয়ে গেল।

  • @supratikbanerjee3447
    @supratikbanerjee3447 2 года назад

    অসাধারণ ♥️♥️

  • @debdasroy4940
    @debdasroy4940 2 года назад

    Ki apurba.

  • @Arindamhep
    @Arindamhep 3 года назад +4

    এসব জিনিসও কেউ কেউ dislike দিয়েছেন। ঈশ্বর তাঁদের রক্ষা করুন। অসাধারন গাইছেন দাদা। ভক্তিসঙ্গীত, পুরাতনী গানকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমার মত যারা রামকৃষ্ণ মিশনের প্রক্তনী বা বর্তমান তাদের কাছে এই গানগুলো পরম পাওয়া। বিশেষত বিদেশে বসে। আলাপ করার ইচ্ছা রইল। নমস্কার নেবেন।

    • @tapatichakraborty9971
      @tapatichakraborty9971 Год назад

      Apurba gayan shaili amar khub bhalo legechhe ganer ক্ষেত্রে আপনি নতুন আবিষ্কার নমস্কার জানবেন

  • @tkdeb001
    @tkdeb001 2 года назад +1

    দাদা আপনার গাওয়া গানগুলি নতুন করে আনন্দ সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। গেয়ে যান, আমরা শুনছি, আনন্দ পাচ্ছি। এগুলি অনেকেই গেয়েছে। কিন্তু আপনার গলায় কি মধু আছে জানিনা। মধু মধু। কি একটা একটা আলাদা অনুভূতি হয়।

  • @palashmohanbiswas6772
    @palashmohanbiswas6772 Год назад

    Pranam swami Premesananda Maharaj.

  • @anjanadas3995
    @anjanadas3995 4 года назад +3

    এই গান যে লিখেছে সে ধন্য
    এই গান যে করে সে ধন্য
    এই গান যে শোনে সে ধন্য
    -স্বামী শিবানন্দ(মহাপুরুষ মহারাজ),স্থান-বেলুড় মঠ
    গানটির লেখক শ্রীশ্রী মায়ের মন্ত্রশিষ্য ঢাকার ইন্দ্রদয়াল ভট্টাচার্য পরবর্তীকালে স্বামী প্রেমেশানন্দ।।বর্তমানে ওনার বাড়ি অধীগৃহীত হয়ে বাংলাদেশে রামকৃষ্ণ মিশন এর একটি সাব সেন্টার।

    • @PKDutta
      @PKDutta  4 года назад +6

      ইন্দ্রদয়াল ভট্টচার্য্য ঢাকার নন সিলেটের। তিনি এবং গোপেশানন্দজী খুড়তুতো জেঠতুতো ভাই ছিলেন। সিলেটের তাজপুরে তাঁদের পৈত্রিক নিবাস এবং সেখানে আমার দু একবার যাবার সৌভাগ্য হয়েছে। সিলেট রামকৃষ্ণ আশ্রম তাঁর অনুপ্রেরণার ফসল। আজ সেই আশ্রমে একটা প্রেমেশান্দ ভবন ও একই নামে অডিটোরিয়াম আছে। তাঁর বাড়ি সাব-সেন্টার হয়েছে এই তথ্য এখনো পাইনি। (আদৌ সম্ভব বলেও মনে হয় না, কারণ স্থানীয় মুসলমানদের দখলে আছে ওই ভিটে!) রামকৃষ্ণ ভাবান্দোলনের যে ২য় প্রজন্মের তরঙ্গটি আসে তাতে অনেক ত্যাগী সন্ন্যাসী আসেন যাদের মধ্যে অনেক বরেণ্য পূর্ববঙ্গের, তার সিংহভাগ আবার বৃহত্তর শ্রীহট্টের। প্রেমেশ মহারাজ সন্ন্যাস গ্রহণের পর তিনি কখনো সিলেট যাননি। ঢাকা মঠে অধ্যক্ষ করে পাঠানো হয়েছিল, তাও তিনি কেবল ৬ মাস ছিলেন। আপনি আমার গানের ডেস্ক্রিপশন হয়ত পড়েননি।

    • @anjanadas3995
      @anjanadas3995 4 года назад

      @@PKDutta অশেষ ধন্যবাদ আপনাকে দাদা।আমারই ভুল হয়েছে।সংশোধনের জন্য ধন্যবাদ।আসলে আমার দেশের বাড়ি চট্টগ্রাম। আমার সিলেট যাওয়ার সৌভাগ্য হয়নি।

    • @PKDutta
      @PKDutta  4 года назад

      @@anjanadas3995 আমিও চট্টগ্রামের। আমাদের বাড়ি ছিল আনোয়ারাতে।

  • @shuvaday
    @shuvaday 4 года назад

    Mon shanto kora❤️

  • @swapanroychowdhury4952
    @swapanroychowdhury4952 2 года назад

    এই গানটি ভাইয়ের গলায় পেয়ে আমি খুব উপকৃত হলাম।সস্থ থাকো ভাই।

  • @pratimachakraborty3556
    @pratimachakraborty3556 Год назад

    গান টি খুব ভাল লেগেছে হরেকৃষ্ণ

  • @priyonkuchakrabarty3199
    @priyonkuchakrabarty3199 4 года назад

    Khub bhalo laglo

  • @joyantimukhrjee8263
    @joyantimukhrjee8263 2 года назад

    Pronam🌹🌹🌹🌹

  • @ritammukherjee3283
    @ritammukherjee3283 3 года назад

    অনেকদিন নতুন গান শুনিনি

    • @PKDutta
      @PKDutta  3 года назад +1

      হ্যাঁ, একটু ব্যস্ত আছি।

  • @ds86496
    @ds86496 2 года назад

    dhrupad dharar sathe harmonium diye harmony.. bach r choral eo erom effect hbena..

  • @sajalmondol5907
    @sajalmondol5907 2 года назад

    🙏🙏💖🌹

  • @anirbanghosh6024
    @anirbanghosh6024 3 года назад +1

    Dada maharaj er fagun hawar porosh rosh gan ta jodi upload koro.. onurodh

  • @debabrataghosh4144
    @debabrataghosh4144 4 года назад

    Khub bhalo laglo, sathe achi 🌷

  • @sujitghosh4519
    @sujitghosh4519 3 года назад +1

    ।।অনির্বচনীয়।।
    আপনি নিশ্চয়ই মহারাজের "পত্রাবলী"(go forward)পড়েছেন?

  • @dipinanda1
    @dipinanda1 2 года назад +1

    Apnar upoma apni...Thakur apnar gaan shunle , hoyto samadhi magna hoten