বাংলাদেশের প্রত্যন্ত চরগুলোর মানুষের জীবন সত্যিই বিচিত্র সংগ্রামের। তাদের কাছ থেকে জীবন সংগ্রামের অনেক কিছু শেখার আছে।মহান আল্লাহ ভালো রাখুক প্রতিটা প্রানকে। আর মনজুরুল করিম ভাই ধন্যবাদ আপনাকেও।
আপনার কাছে আমরা কৃতজ্ঞ কুড়িগ্রামবাসী ভাই। আপনার এই ভিডিও সুন্দরভাবে সবার কাছে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছেন।আর মানুষ এখন জানতে পারবে আমরা কুড়িগ্রামের মানুষরা আসলে কতটা অসহায় জীবন যাপন করি।
@@ফেরদৌসহাসান-ছ৯ধ ঢাকা থেকে বাস অথবা কমলাপুর থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস অথবা রংপুর এক্সপ্রেস এ আসতে পারেন। আপনি আসার জন্য প্রস্তুতি নিলে inbox /call এ কথা বলতে পারি
অসংখ্য ধন্যবাদ। কুড়িগ্রাম জেলার অবহেলিত মানুষের জীবনযাত্রার মান সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। আমরা কুড়িগ্রামবাসী সকলের কাছে একটা অবহেলিত , দরিদ্র জনগোষ্ঠ
ধন্যবাদ মনজুরুল করিম ভাই গ্রামের অজানা দৃশ্যগুলো তুলে ধরার এই ভিডিও না দেখলে হয়তো বুঝতে পারতাম না মানুষ কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকে আপনার প্রত্যেকটি ভিডিও আমি দেখি এবং নিজেও ফিল করার চেষ্টা করি সকল স্তরের মানুষের জীবন বৃত্তান্ত
আপনার কিছু কিছু ভিডিও, ভয়েস এবং মিউজিক অসাধারণ। এরকম ভিডিও চিত্র এবং প্রতিবেদন আমি অন্তরচক্ষু দিয়ে দেখি। দেখতে যতক্ষণ না সময় লাগে, তারচেয়ে বেশী সময় আমি কল্পনার জগতে হারিয়ে যাই। আপনার মায়ের প্রতি আমার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা।
কয়েক বছর আগে চর জীবিকায়ন প্রজেক্টের কাজে ঢাকা থেকে কুড়িগ্রাম গিয়ে শহর থেকে রিকশায় এই যাত্রাপুর ঘাটে এসে রিজার্ভ নৌকায় বিভিন্ন দুর-গহীন চরে কাজ করেছি। আজ সেইসব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই দুধকুমোর নদী দিয়ে আসাম করিমগঞ্জ সীমান্ত খুব বেশী দুরে নয়, নদীর মধ্যেই ভাগ হয়ে গেছে দেশ, কোথাও শুধু দক্ষিণ দিক ছাড়া অন্য তিন দিকেই সীমান্ত পাওয়া যায়। জীবন সংগ্রামের কঠিন চিত্রপঠ এই চরাঞ্চল। ধন্যবাদ ভাইয়া
কিছুক্ষণের জন্য মনে হলো,, নিজের চেনা পথটা হেটে আসলাম। আমার জেলা লালমনিরহাট,, কিন্তু কুড়িগ্রামের এই জায়গা আমার চিরচেনা।।। ধন্যবাদ ভাইয়াকে আমাদের উত্তর বঙ্গের গ্রামীণ চিত্র তুলে ধরার জন্য।।।
কিসের Europe America. ভাই এই সব চিএ কিংবা গ্রাম বাংলার এই সার্বিক বিষয়ে আপনার সংগ্রহ ও প্রচারের জন্য অশেষ ধন্যবাদ। এই ধরনের vdo আরো বেশি প্রচারের অনুরোধ রইল।
মনে হয় আজও কিছু মানুষ আছে - যাঁরা তাদের জীবন নিজেদের মাধ্যমেই নির্বাহ করেন।কোথায় দেশ কোথায় সমাজ।শুধু মাত্র প্রকৃতিই 🌿🍃 তাঁদের সহায়। "মানুষের কোনো জাত হয়না ধর্ম হয়না তারা কেবলই মানুষ"।সমস্ত ছবি তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ🙏 💕 🙏💕
ধন্যবাদ, আমাদের কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিউয়নের চিত্র তুলে ধরার জন্য। আমার গ্রামের বাড়ি পাশের ইউনিয়ন পাঁচগাছি। অনেকবার গিয়েছি যাত্রাপুরে। কুড়িগ্রামের সবচেয়ে বড় হাটবাজার হলো যাত্রাপুর বাজার।
আসোলেই ভিন্ন জগৎ ! কষ্ট করে এই চিত্র না দেখালে বিশ্বাসই করতে পারতামনা। আপনার এই কষ্টের জন্য অনেক অনেক দোয়া রইলো ও আমাদের শহরের আরাম আয়েশের জীবন যাপনের জন্য মহান আল্লাহপাকের দরবারে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করছি।
বাস্তবে দেখলে আরো অবাক হয়ে যাবেন.. কিছু কিছু গ্রাম আছে মূল পাকা সড়ক থেকে ১০-২০ কিমি পর্যন্ত কোন রাস্তাই নেই, পায়ে হেটে,ঘোরার গাড়িতে পণ্য অথবা সাইকেলে চলাচল করে মানুষ.৷ বৃদ্ধ কিংবা রোগীরা চলতেই পারে না।। এই যাত্রাপুরের আসে পাশের গ্রাম গুলোই এরকম
অনেক ভালো লাগলো। ভাই অনেক দেশ তো ভ্রমণ করলেন এবার একটা কাজ করেন, দেশের ৬৪ জেলা ভ্রমন করেন এবং এই ৬৪ জেলার ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি নিয়ে ৬৪ টা ভিডিও তৈয়ারি করেন।
অসাধারণ আমাদের দেশের মানুষ, কি কষ্টই না তারা করে কত সাবলীলভাবে....! আল্লাহ তাদের সহায় হোন। প্রতিটা চর এক একটা টুরিস্ট সেন্টার হয়ে উঠুক আর দেশের মানুষ আরো ভালো থাকুক,এই দোয়া। আপনাকে ধন্যবাদ, তুলে ধরার জন্য ৃ
ভিডিওটা দেখে কমেন্ট না করে আর পারলাম না। জায়গাটা খুব সুন্দর এবং কষ্টদায়ক। অতি সাধারণ জীবন যাপন। কিছু মানুষের বক্তব্য শুনে মনটা কেঁদে উঠলো। দেখি এবার ইনশাল্লাহ এটাই ভ্রমণ হবে।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই এতো সুন্দর একটা উপস্থাপন করার জন্য সত্যি দেখে চোখে পানি চলে আসলো আসলে জীবন বড় কস্টের আলহামদুলিল্লাহ্ আমরা খুব ভালো আছি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো ভাই আপনার জন্য
ধন্যবাদ ভাই,আমার এলাকার মানুষের জীবন ধারন তুলে ধরার জন্য। আমি এখানেই বড় হয়েছি,এই হাটের সাথে অনেক সুমধুর সম্পর্ক রয়েছে। আলহামদুলিল্লাহ, এখন অনেক টা ভালো আছি। আমিও চাই,আমার এলাকার মানুষের এমন করুন পরিনিতি একদিন মুচে যাক।
congratulations from 20village. জানিনা কুড়িগ্রামের লোকের আতিথেয়তা কেমন পেয়েছেন তবে আমরা কুড়িগ্রামবাসী অনেক সহজ সরল জীবন যাপন করি। এমন সুন্দর একটি প্রতিবেদন তুলে ধরার জন্য কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গত বন্যায় ইদের পর দিন ই যাত্রাপুর গিয়েছিলাম ত্রান সামগ্রী নিয়ে। বন্যায় রূপ টা অন্য রকম সুন্দর ছিলো,যদিও সেই সৌন্দর্যের জন্য সবার কাল হয়েছিলো সময়টা। যাত্রাপুর বাজার থেকে সারাদিন ত্রান সামগ্রী কিনে প্যাকেট করে ট্রলারে করে ব্রাহ্মপুত্র নদির চরে চরে বিলিয়েছি।সেই ফাকেই যা সৌন্দর্য উপভোগ করার করেছিলাম। আসলেই চমৎকার সৌন্দর্য। মানুষ গুলাও ভালো।
অনেক সুন্দর উপস্থাপনা আর সত্যি কথা বলতে আমি নিজেও কুড়িগ্রাম সদর উপজেলার মানুষ। আর বাস্তবতা এখানে এমনি নেই চলাচল এর জন্য ভালো যোগাযোগ ব্যাবস্থা। আর না আছে কলকারখানা। যান্ত্রিক শহর আর ইট কাঠের আড়ালে লুকিয়ে আছে আমাদের জীবন ব্যাবস্থা। এখনো ভালো কিছু করা বিলাশীতার মতো।
আমার জেলা ঢাকাতে, কোন একটা অজানা কারনে কুড়িগ্রাম এতো কেন ভাল লাগে আমার জানা নাই,, আমি অনেক ভালবাসি কুড়িগ্রাম ও এই জেলার মানুষ কে,, আপনারা অনেক দূর এগিয়ে জান
বাংলাদেশের প্রত্যন্ত চরগুলোর মানুষের জীবন সত্যিই বিচিত্র সংগ্রামের। তাদের কাছ থেকে জীবন সংগ্রামের অনেক কিছু শেখার আছে।মহান আল্লাহ ভালো রাখুক প্রতিটা প্রানকে।
আর মনজুরুল করিম ভাই ধন্যবাদ আপনাকেও।
গ্রাম বাংলার জীবনের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ
আমার বাড়ি কুড়িগ্রাম। যাত্রাপুর ইউনিয়ন বাড়ি।।এতো সুন্দর করে আমাদের এলাকা তুলে ধরা জন্য আপনাকে ধন্যবাদ স্যার।।।
হামার বাড়িও কুড়িগ্রাম
ঘুরতে যাবার ইচ্ছা
আসসালামু আলাইকুম ভাই এই যাএাপুর হাট টা কবে কবে হয়
@@dmdukemondol7479শনিবার এবং মঙ্গলবার
ওখানে একটু আসতে চাই। আসলে একটু সাহায্য করা যাবে কি?
কুড়িগ্রামের বিষয়গুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আপনার কাছে আমরা কৃতজ্ঞ কুড়িগ্রামবাসী ভাই। আপনার এই ভিডিও সুন্দরভাবে সবার কাছে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছেন।আর মানুষ এখন জানতে পারবে আমরা কুড়িগ্রামের মানুষরা আসলে কতটা অসহায় জীবন যাপন করি।
আলহামদুলিল্লাহ্, আমরা ভাই-ভাই।
আমি গুরতে যেতে চাই
ঢাকা থেকে কিভাবে যাবো যানাবেন।
@@ফেরদৌসহাসান-ছ৯ধ ঢাকা থেকে বাস অথবা কমলাপুর থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস অথবা রংপুর এক্সপ্রেস এ আসতে পারেন। আপনি আসার জন্য প্রস্তুতি নিলে inbox /call এ কথা বলতে পারি
অসংখ্য ধন্যবাদ। কুড়িগ্রাম জেলার অবহেলিত মানুষের জীবনযাত্রার মান সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। আমরা কুড়িগ্রামবাসী সকলের কাছে একটা অবহেলিত , দরিদ্র জনগোষ্ঠ
মানুষ... ঘোড়া.. সবার জন্য মায়া লাগে... ইস্ আমরা কতো ভাগ্যবান, কত আরামে থাকি.....!!!!😢😥😢
Sotti bolte amr choke Pani ase gelo ?
আলহামদুলিল্লাহ, এই মানুষ গুলোর তুলনায় আমরা কতই না ভালো আছি।।
আল্লাহ এই মানুষগুলোর কষ্ট লাঘব করুন।।।
ধন্যবাদ মনজুরুল করিম ভাই
গ্রামের অজানা দৃশ্যগুলো তুলে ধরার
এই ভিডিও না দেখলে হয়তো বুঝতে পারতাম না মানুষ কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকে
আপনার প্রত্যেকটি ভিডিও আমি দেখি এবং নিজেও ফিল করার চেষ্টা করি সকল স্তরের মানুষের জীবন বৃত্তান্ত
ভাল লাগল, এমন চিত্র বহুদিন দেখিনা। ক্ষনিকের জন্য হলেও অতীতে ফিরে গিয়েছিলাম।
আমার মনের মতো একটি ভিডিও দেখলাম..
এমন চমৎকার ভিডিও দেখলে মনটা ভরে যায়।
অনেক ধন্যবাদ ভাই
দেখলে পরান জুরাইয়া যায় আমার গ্রাম বাংলার জীবন কতইনা সুন্দর
মঞ্জুর ভাই অনেক ভালো লাগলো আমাদের কুড়িগ্রামের এই এলাকা কে সামনে নিয়ে আসার জন্য,,,,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই❤️❤️
ধন্যবাদ ভাই কুড়িগ্রাম আসার জন্য♥️♥️♥️
ধন্যবার, এই অবহেলিত জনপদ কে আর সুবিধাবঞ্চিত মানুষের জীবনকে সামনে তুলে আনার জন্য। কুড়িগ্রাম আমার জন্মজেলা ❤️
ধন্যবাদ মনজুরুল ভাই। আমাদের জেলার মানুষের জীবন যাপন তুলে ধরার জন্য।
আমার বাসাও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। দেখছি ওমান🇴🇲 থেকে
অনেক কষ্টের জীবন আসলেই ভাই। আল্লাহ এদেরকে সুস্থ রাখুক।
আপনার কিছু কিছু ভিডিও, ভয়েস এবং মিউজিক অসাধারণ। এরকম ভিডিও চিত্র এবং প্রতিবেদন আমি অন্তরচক্ষু দিয়ে দেখি। দেখতে যতক্ষণ না সময় লাগে, তারচেয়ে বেশী সময় আমি কল্পনার জগতে হারিয়ে যাই। আপনার মায়ের প্রতি আমার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা।
ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও দেয়ার জন্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মনের হারিয়ে যাই।
অসাধারণ দৃশ্যগুলো।
ধন্যবাদ মঞ্জুরুল করিম ভাই আপনাকে ❤
কতটা ভয়াবহ সহজ সরল স্বভাবের মানুষ। জীবন যেখানে যেমন। সম্পর্ক শুধুই হোক সম্মানের, ভালোবাসার,এবং ত্যাগের।
অনেক অনেক ধন্যবাদ চর এলাকাবাসী মানুষের জীবন কষ্টের ভিতর তুলে ধরার জন্য
আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমদের কে কতো সুখে রেখেছে 🤲🤲🤲🤲
আমি কুডিগ্রামের যাত্রাপুর থেকে বলছি।অনেক ভালো করে তুলে ধরেছেন আমাদের জীবনযাপন ❤❤ ❤
কয়েক বছর আগে চর জীবিকায়ন প্রজেক্টের কাজে ঢাকা থেকে কুড়িগ্রাম গিয়ে শহর থেকে রিকশায় এই যাত্রাপুর ঘাটে এসে রিজার্ভ নৌকায় বিভিন্ন দুর-গহীন চরে কাজ করেছি। আজ সেইসব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই দুধকুমোর নদী দিয়ে আসাম করিমগঞ্জ সীমান্ত খুব বেশী দুরে নয়, নদীর মধ্যেই ভাগ হয়ে গেছে দেশ, কোথাও শুধু দক্ষিণ দিক ছাড়া অন্য তিন দিকেই সীমান্ত পাওয়া যায়। জীবন সংগ্রামের কঠিন চিত্রপঠ এই চরাঞ্চল।
ধন্যবাদ ভাইয়া
করিমগঞ্জ হলো সিলেট সীমান্তে, এখানে হল আসামের ডুবরী(Dhubri) & South Salmara/ Hatsingimari সীমান্ত
@@agami5547 ধন্যবাদ ভাই সংশোধন করে দেয়ার জন্য।
এত চর এত বালি এত ধূলা এত জল আসেযায়। তারি সাথে মানুষের জীবন পাল্ঠায় -!
ভিডিও দেখে সামান্য কথাগুলো ব্যক্ত করলাম।👍👍🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
এই হল আমাদের কুড়িগ্রামবাসীর জীবন। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মাধ্যমে গোটা জাতির দৃষ্টিগোচরে কুড়িগ্রামবাসীর জীবন গাড়ীর কষ্টের কাহিনী তুলে ধরার জন্য।
আমার জেলা আমার অহংকার
ধনী হউক বা দরিদ্র
ধন্যবাদ মনজুরুল ভাই💗💗
Same to me bro
হামার বাড়িও কুড়িগ্রাম
Ekener proshashon ki manusher jonno kisu korthe paren na.
আপনার কথা টা হ্রদয় ছুয়েছে
কতো সুন্দর আমার দেশ,,এটাই আমার আসল বাংলাদেশ
কিছুক্ষণের জন্য মনে হলো,, নিজের চেনা পথটা হেটে আসলাম। আমার জেলা লালমনিরহাট,, কিন্তু কুড়িগ্রামের এই জায়গা আমার চিরচেনা।।। ধন্যবাদ ভাইয়াকে আমাদের উত্তর বঙ্গের গ্রামীণ চিত্র তুলে ধরার জন্য।।।
আপনার থেকে শেখার আছে অনেক🤙✍️
অনেকগুলো গুনাবলীর সমন্বয়ে আল্লাহ আপনায় বানিয়েছেন ✍️
ভালোবাসা রইলো।
অসাধারন কন্ঠ সাবলীল বর্ননা , চমৎকার ভিডিও । সোনার বাংলার সোনার মানুষের জীবন সংগ্রাম । ধন্যবাদ ভাই ।
আসলে এমন জীবনযাপন এই প্রথম দেখলাম!
তাদের জীবনযাপন অনেকটা কষ্টের।
চরের জীবন জাপন অনেক কঠিন,ধন্যবাদ মনজুরুল করিম ভাই,ভালবাসা অভিরাম❤💯
কি অসম্ভব সুন্দর,, আহহহ🖤🖤🖤🖤🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️🖤🖤🖤🖤🖤🖤❤️❤️❤️
চোখ জোড়ানো,,,হৃদয় শীতল হওয়া কি মনোমুগ্ধকর আমার জেলা,, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখানোর জন্য। ভিডিওটি না দেখলে বুঝতেই পারতাম না যে দেশের মানুষ এখনো এতো কষ্টে জীবনযাপন করছে।
আমরা শহরের মানুষ জানি না যে চরের মানুষের জীবন কতো কষ্টের। এই ভিডিও টার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
অনেক ধন্যবাদ কুড়িগ্রাম এর জনজীবন তুলে ধরার জন্য।
কিসের Europe America. ভাই এই সব চিএ কিংবা গ্রাম বাংলার এই সার্বিক বিষয়ে আপনার সংগ্রহ ও প্রচারের জন্য অশেষ ধন্যবাদ। এই ধরনের vdo আরো বেশি প্রচারের অনুরোধ রইল।
সত্যিই এই বাংলাদেশেই এরকম যায়গা,মন্জুরুল ভাইয়ের বরাতে দেখতে পেলাম।মন থেকে দোয়া রইলো এই যুদ্ধ করা মানুষগুলোর প্রতি ভালো থাকুক তারা।
অবহেলিত চর অঞ্চলের আসল ছবি দেখানোর জন্য মনজুর ভাইকে আন্তরিক ধন্যবাদ আমার বাড়িও কুড়িগ্রামে
ভাই আমি পশ্চিম বঙ্গের মানুষ। অসাধারণ লাগলো। কঠিন জীবনযাপন সাধারণ মানুষের।
মনে হয় আজও কিছু মানুষ আছে -
যাঁরা তাদের জীবন নিজেদের মাধ্যমেই নির্বাহ করেন।কোথায় দেশ কোথায় সমাজ।শুধু মাত্র প্রকৃতিই 🌿🍃 তাঁদের সহায়। "মানুষের কোনো জাত হয়না ধর্ম হয়না তারা কেবলই মানুষ"।সমস্ত ছবি তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ🙏 💕 🙏💕
ধন্যবাদ এতো সুন্দর একটা প্রতিবেদন দেওয়ার জন্য ❤️👍
চরে দৃশ্যটা অনেক সুন্দর
আমি জানতাম কখনো করি গ্রামে এত সুন্দর দৃশ্য আছে।
বাংলার ঐতিহ্য, ইতিহাস, বাস্তবতা জীবন সংগ্রামের জীবন্ত জীবনাচার তুলে ধরার জন্য শুভকামনা আপনাকে` আপনার পুরো দলকে।
ধন্যবাদ, আমাদের কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিউয়নের চিত্র তুলে ধরার জন্য। আমার গ্রামের বাড়ি পাশের ইউনিয়ন পাঁচগাছি। অনেকবার গিয়েছি যাত্রাপুরে। কুড়িগ্রামের সবচেয়ে বড় হাটবাজার হলো যাত্রাপুর বাজার।
ভাই,,, ঘুরতে যেতে চাই,,, সহযোগিতা করা যাবে?? নাম্বার দেওয়া যাবে কি ❓
আসোলেই ভিন্ন জগৎ ! কষ্ট করে এই চিত্র না দেখালে বিশ্বাসই করতে পারতামনা। আপনার এই কষ্টের জন্য অনেক অনেক দোয়া রইলো ও আমাদের শহরের আরাম আয়েশের জীবন যাপনের জন্য মহান আল্লাহপাকের দরবারে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করছি।
বাস্তবে দেখলে আরো অবাক হয়ে যাবেন.. কিছু কিছু গ্রাম আছে মূল পাকা সড়ক থেকে ১০-২০ কিমি পর্যন্ত কোন রাস্তাই নেই, পায়ে হেটে,ঘোরার গাড়িতে পণ্য অথবা সাইকেলে চলাচল করে মানুষ.৷ বৃদ্ধ কিংবা রোগীরা চলতেই পারে না।।
এই যাত্রাপুরের আসে পাশের গ্রাম গুলোই এরকম
Thank you very much for showing such a view of our area🥰
অকৃত্রিম কৃতজ্ঞতা ভাই❤️
আমাদের প্রিয় কুড়িগ্রাম কে তুলে ধরার জন্য।
হামার বাড়িও কুড়িগ্রাম
Thik
গ্রাম বাংলার প্রাকৃতিক ভিন্ন জীবন চিত্র জন পথ ভিন্ন সংগ্রাম সাধারণ জীবন জাপন নিয়ে প্রতিবেদন দেখানোর জন্য ধন্যবাদ ভাই।
ভাই আমার দেখা অন্যতম সেরা ভিডিওর একটি এটা
ভিডিও টা খুব মনোযোগ দিয়ে দেখলাম,১ সেকেন্ড ও স্কিপ করার সুযোগ নেই!ধন্যবাদ মঞ্জুরুল ভাই!
মনে হচ্ছে যেন কত বছর আগে চলে গেছি?
অসাধারণ,,,,
কত কষ্ট। যদি সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসত কতই না উত্তম হতো।
আল্লাহ্ এদের জীবনে আপনি বরকত ও রহমত দান করুন এবং অন্তরে প্রশান্তি দান করুন।
কথাগুলা অনেক স্পষ্ট,ধন্যবাদ ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে মঞ্জুরুল করিম ভাই! আপনার কারণে এতো সুন্দর এবং পরিশ্রমীময় দৃশ্য দেখতে পেলাম।
আপনাকে অনেক ধন্যবাদ। আমি যাত্রাপুর এ জায়গায় গিয়েছিলাম 2016 সালে, আজ আপনার ভিডিওর মাধ্যমে আরেকবার জায়গাটি দেখতে পেলাম ❤❤❤❤❤
অনেক অনেক ধন্যবাদ মনজুরুল করিম ভাইকে, এরকম সুন্দর একটা বাস্তব মুখি মানুষের জীবনের সংগ্রাম তুলে ধরার জন্য,,,,
Apnake thanks vaiyabata tule torar gonno
...Excellent.সত্যিই দেশের ভিতর আরেক দেশ দেখলাম।তাদের জীবনযাপন খুবই কষ্টকর।
ভিডিও দেখচি আর কান্না করতেছি আমিও কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সন্তান আমার ক্ষমতা থাকলে কুড়িগ্রামের মানুষের দুঃখ কষ্ট চিরতরে দূর করে দিতাম😭😭😭🙏🙏
রাজারহাট কোন এলাকায় থাকেন
আমি রাজারহাট থানার নাজিম খাঁ ইউনিয়নে তাবলীগে সময় লাগিয়েছি। খুবই ভাল মানুষ তারা। মন অনেক সুন্দর।
আমার বাড়ি রাজার হাট থানা।
Doa kori onek baro hoye manuser seba karben..Mirza Fakhrul sir..er mato. tar proti sroddhasil hon onek agute parben..take falwo koren.
ড়ড়ঢ়
গেল গেল গেল কথাটা সুন্দর লাগছে ভাই সত্যি গ্রাম বাংলা অনেক সুন্দর সুন্দর ছিল আমাদের সময় কিন্তু এখন আর এমনটা দেখা যায় না
অনেক ভালো লাগলো। ভাই অনেক দেশ তো ভ্রমণ করলেন এবার একটা কাজ করেন, দেশের ৬৪ জেলা ভ্রমন করেন এবং এই ৬৪ জেলার ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি নিয়ে ৬৪ টা ভিডিও তৈয়ারি করেন।
ভাই আমাদের কুড়িগ্রামবাসীর ভিডিও সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
মন জুড়িয়ে যায় । আহ কি সুন্দর আমাদের দেশ🇧🇩!
ধন্যবাদ ভাই,,,এমন কিছু দেখানোর জন্য,,,আমার দেশেও এমন যায়গা আছে, জানতাম না,,,
Dhonnobad munzurul korim vay ke 🇧🇩💕💕💕
অসাধারণ আমাদের দেশের মানুষ, কি কষ্টই না তারা করে কত সাবলীলভাবে....!
আল্লাহ তাদের সহায় হোন। প্রতিটা চর এক একটা টুরিস্ট সেন্টার হয়ে উঠুক আর দেশের মানুষ আরো ভালো থাকুক,এই দোয়া।
আপনাকে ধন্যবাদ, তুলে ধরার জন্য ৃ
ভাইয়া এই রকম জীবন আমরা ৩০ বছর আগে অতিবাহিত করে আসছি, ঐ সময়ের জীবন অনেক সুন্দর ও সরল ছিল,আগেকার মানুষ গুলো অনেক ভাল ছিল
ভিডিওটা দেখে কমেন্ট না করে আর পারলাম না।
জায়গাটা খুব সুন্দর এবং কষ্টদায়ক। অতি সাধারণ জীবন যাপন। কিছু মানুষের বক্তব্য শুনে মনটা কেঁদে উঠলো।
দেখি এবার ইনশাল্লাহ এটাই ভ্রমণ হবে।
ধন্যবাদ ভাই কুড়িগ্রাম আসার জন্য আমার জন্মভূমি
Outstanding Video....The meaning of life can be understood by looking at the pictures of the Riverine remote areas.....
হামারে কুড়িগ্রাম বাহে।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই এতো সুন্দর একটা উপস্থাপন করার জন্য সত্যি দেখে চোখে পানি চলে আসলো আসলে জীবন বড় কস্টের আলহামদুলিল্লাহ্ আমরা খুব ভালো আছি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো ভাই আপনার জন্য
অনেক অনেক ধন্যবাদ মনজুরুল করিম ভাই আপনাকে 👍🇧🇩
চর এলাকার মানুষের কি যে কষ্ট আল্লাহ যেনো তাদের কে সুস্থ রাখে🤲🤲🤲🤲🤲🇧🇩🇦🇪
আমেরিকা কানাডা সুুইজারল্যান্ড জার্মানী ইংল্যান্ড ইতালীর ভিডিও দেখে দেখে হত দরিদ্র্র মাতৃভূূমির নিখাদ অকৃত্রিম এই ভিডিও যেন তৃষ্ণার্ত হৃদয়ে প্র্রশান্তি এনে দিল।
Apnake onek dhonnobad Vai. APNI desher tottho gulo evabe sundor kore tule dhorar jonno. Desh ke Valo basi Amra sabai. I love ❤️❤️❤️❤️ my Bangladesh.
এই আধুনিক যুগেও মানুষ এভাবে জীবনযাপন করে না দেখলে জানতেই পারতাম না, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমরা অনেক সুখে শান্তিতে আছি।
সহজ সরল গ্রামীণ জনপদের জীবন জীবিকা এত সুন্দর সাবলীল ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ।।
ধন্যবাদ ভাই,আমার এলাকার মানুষের জীবন ধারন তুলে ধরার জন্য। আমি এখানেই বড় হয়েছি,এই হাটের সাথে অনেক সুমধুর সম্পর্ক রয়েছে। আলহামদুলিল্লাহ, এখন অনেক টা ভালো আছি। আমিও চাই,আমার এলাকার মানুষের এমন করুন পরিনিতি একদিন মুচে যাক।
Sir apnar video onekdin pore deklam sey chena kontho ... Talas
ভাই কত য়ে ভালো লাগলো তা বলে বুজাতে পারবো না মনে হলো আমি সেই আগের জীবনে পিরে গেছি
খুব সুন্দর একটি গ্রাম বাংলার দৃশ্য
congratulations from 20village. জানিনা কুড়িগ্রামের লোকের আতিথেয়তা কেমন পেয়েছেন তবে আমরা কুড়িগ্রামবাসী অনেক সহজ সরল জীবন যাপন করি। এমন সুন্দর একটি প্রতিবেদন তুলে ধরার জন্য কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গত বন্যায় ইদের পর দিন ই যাত্রাপুর গিয়েছিলাম ত্রান সামগ্রী নিয়ে।
বন্যায় রূপ টা অন্য রকম সুন্দর ছিলো,যদিও সেই সৌন্দর্যের জন্য সবার কাল হয়েছিলো সময়টা।
যাত্রাপুর বাজার থেকে সারাদিন ত্রান সামগ্রী কিনে প্যাকেট করে ট্রলারে করে ব্রাহ্মপুত্র নদির চরে চরে বিলিয়েছি।সেই ফাকেই যা সৌন্দর্য উপভোগ করার করেছিলাম।
আসলেই চমৎকার সৌন্দর্য। মানুষ গুলাও ভালো।
অনেক সুন্দর উপস্থাপনা
আর সত্যি কথা বলতে আমি নিজেও কুড়িগ্রাম সদর উপজেলার মানুষ।
আর বাস্তবতা এখানে এমনি নেই চলাচল এর জন্য ভালো যোগাযোগ ব্যাবস্থা। আর না আছে কলকারখানা।
যান্ত্রিক শহর আর ইট কাঠের আড়ালে লুকিয়ে আছে আমাদের জীবন ব্যাবস্থা।
এখনো ভালো কিছু করা বিলাশীতার মতো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে অবহেলিত, উন্নয়ন বঞ্চিত, কুড়িগ্রাম বাসীর দুর্দশা তুলে ধরার জন্য।।
আমার জেলা ঢাকাতে,
কোন একটা অজানা কারনে কুড়িগ্রাম এতো কেন ভাল লাগে আমার জানা নাই,,
আমি অনেক ভালবাসি কুড়িগ্রাম ও এই জেলার মানুষ কে,,
আপনারা অনেক দূর এগিয়ে জান
ভাই আপনাকে স্যালুট,
এমনই এক চিত্র দেখতে পেলাম আপনার মাধ্যমে, সত্যিই অবিশ্বাস্য ভাবতেও অবাক লাগেযে বাংলাদেশে আজও এমন জনপদ আছে ?😢😢😢
আপনার চমৎকার উপস্থাপনা,ভরাট কন্ঠ, দারুণ নির্মাণশৈলী ভিডিওটিকে একটি অন্যমাত্রা দিয়েছে। আপনার ট্রাভেলগ গুলো সব সময়ই দারুণ, ডকুমেন্টারির মতো। চর যাত্রাপুর অবশ্যই যাবো কখনো ইনশাআল্লাহ।
শুভকামনা আপনার জন্য।
আমার প্রিয় কুড়িগ্রাম!
অসংখ্য ধন্যবাদ ভাই। এরকম এক ভিন্ন জগতের ভিন্ন মানুষ, ভিন্ন সংস্কৃতি তুলে ধরার জন্য।
অসম্ভব কে সম্ভব করাই মুনজুরুল করিম ভাইয়ের কাজ।
খুব সুন্দর একটা প্রতিবেদন দেখলাম।
ধন্যবাদ মনজুরুল করিম ভাইকে।
খুব ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে
ভাই খুব ভালো লাগছে এই মানুষদের কে দেখানোর জন্য
প্রিয় জন্মভূমি আমার কুড়িগ্রাম,চর রাজিবপুর
আপনাকে অসংখ্য ধন্যবাদ নদী পাড়ের মানুষের বাস্তবতা তুলে ধরার জন্য। হামরা কুড়িগ্রামের মানুষ বাহে।
আলহামদুলিল্লাহ আমি কত সুখে আছি
অনেক ধন্যবাদ মনজুরুল করিম ভাইকে, এই রকম ভিডিও করার জন্য।
এতো কষ্টের মধ্যে অনেক সুখে শান্তিতে আছি, এই জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ