ইউটিউবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ শিখে সাবলম্বী হলেন তারা || Pabna Fish

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 90

  • @helloaudity5723
    @helloaudity5723 4 года назад +15

    ইউটিউব দেখেই বানিজ্যিকভাবে টার্কি পালন শুরু করেছিলাম, খরচ আড়াই লাখ টাকা আর লাভ মাইনাস ২ লাখ.... শিক্ষা হয়ে গেছে....

    • @helloaudity5723
      @helloaudity5723 4 года назад

      @FM Music শুরুতো কম দিয়েই করেছিলাম ভাই, ঘর,খাদ্য, চিকিৎসা, ডাঃ এগুলোর পিছনে ভালো টাকা যায়, কারন টার্কি বড় হতে প্রায় ৮ থেকে ৯ মাস লাগে আর ২৪ ঘন্টা ১ জন লাগে দেখাশুনা করতে, কাজেই আপনি বানিজ্যিকভাবে শুরু করলে খরচ হবে কমানের সুযোগ নাই

    • @samirtariq9735
      @samirtariq9735 4 года назад

      ইউটিউব মানেই শুধু লাভ আর লাভ

  • @humayunhimu9201
    @humayunhimu9201 4 года назад +9

    আজ পর্যন্ত কোন কৃষি কর্মকর্তার দ্বারা নতুন কিছু শিখে কৃষক লাভবান হতে পারেনি । তাহলে ঐসব শুকরছানা গুলোর দরকারটা কী? এমনও এলাকা আছে কে কৃষি কর্মকর্তা কৃষক চেনেই না!

  • @abdurrahim-sf5pd
    @abdurrahim-sf5pd 4 года назад

    ধন্যবাদ আপনাকে ভাই

  • @NatureBeautyBD23
    @NatureBeautyBD23 4 года назад +2

    সাবস্ক্রাইব করে নতুন ভিডিওতে কমেন্ট করুন। ১ ঘণ্টার মধ্যে সাবস্ক্রাইব ব্যাক করা হবে । কোন চিটিংবাজি চলবে না । যাদের লাগবে তারা এখুনি
    স্টার্ট করেন। সাবস্ক্রাইব ব্যাক পাবেন ১০০% গ্যারান্টি।

    • @youtubefarming58
      @youtubefarming58 4 года назад

      আমি করসি আপনি করেন

    • @NatureBeautyBD23
      @NatureBeautyBD23 4 года назад +1

      @@youtubefarming58 ok vaiya korlam

    • @youtubefarming58
      @youtubefarming58 4 года назад

      @@NatureBeautyBD23 আপনার জন্য দোয়া রয়লো আমার জন্য দোয়া কয়রেন

  • @shadhinazad9017
    @shadhinazad9017 4 года назад +2

    TRUTH Is TRAINING BUSINESS =$100%

  • @MaMatiDesh
    @MaMatiDesh 4 года назад +14

    গল্প নয় সত্যি ঘটনা!
    এক লোকের একটা প্রভু ভক্ত কুকুর ছিল। লোকটা যখন বাইরে থেকে বাড়িতে আসতো কুকুরটি তখন লোকটার পায়ের কাছে এসে লেজ নাড়াতে নাড়াতে মালিকের কাপড় টানাটানি করতে থাকতো। লোকটি যখন খেতে বসতো কুকুরটি তখন সামনে এসে বসে থাকতো। মালিক কিছু দিলে তাই খেতো। একদিন দুপুর বেলা লোকটি যখন খেতে বসলো, কুকুরটি তখন বরাবরের মত লোকটির সামনে এসে বসে ছিল আর লেজ নাড়িয়ে, নাড়িয়ে মালিকের খাবার খাওয়া দেখছিল। লোকটি অনেক্ষন যাবত কুকুরতিকে কিছু খেতে দিচ্ছিলো না। এক পর্যায় কুকুরটি তার অবস্থান ছেড়ে মালিকের কাছাকাছি চলে গেলো, মালিক যদি কিছু খেতে দেয় সেই আশায়। কিন্ত তখন লোকটির মাথায় বিভিন্ন টেনশন ছিল, আর ভেতরে ভেতরে অনেক রাগ কাজ করতেছিল। কুকুরটি যখন খাওয়ার জন্য লোকটির কাছে যেয়ে মুখ বাড়িয়ে দিল, তখন লোকটি উত্তেজিত হয়ে তার ভেতরের সব রাগ সেই কুকুরটির উপরে ঝাড়লো। কুকুরটাকে লোকটি ইচ্ছেমত মারলো। অবলা কুকুর আর কি বলবে? মাথা নিচু করে মালিকের মার খেলো এবং ঘর ছেড়ে বাইরে বেরিয়ে উঠানের এক কোনে মাথা নিচু করে বসে রইলো। এরপর লোকটি বাইরে থেকে রাত্রে যখন বাড়িতে এলো, তখন লোকটি তার সেই প্রভু ভক্ত কুকুরটিকে আর দেখতে পেলোনা। লোকটি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো কিন্ত কুকুটিকে আর পেলোনা। তখন লোকটি আফসোস করতে লাগলো হায়, কুকুরটিকে এভাবে বোধ হয় আমার মারা ঠিক হয়নি। লোকটি পরের কিছুদিন সারা এলাকা ঘুরে ঘুরে অনেক খুঁজলো তবুও কুকুরটিকে আর পাওয়া গেলো না। এরপর, মাস তিনেক বাদে লোকটি দুই এক গ্রাম পরে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো, তখন লোকটি দেখতে পেলো একটা দোকানের পাশে তার সেই কুকুরটি মাথা মাটির সাথে মিশিয়ে দিয়ে কেমন মন মরা হয়ে শুয়ে আছে। তখন লোকটি দৌড়িয়ে গেলো সেই কুকুরটার কাছে। লোকটিকে দেখে কুকুরটা লেজ নাড়াতে নাড়াতে তার পায়ের কাছে এসে সাম্নের দু পা ভাছ করে মাথা নিচু করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে শুয়ে পড়লো। পাশের দোকানদার লোকটিকে বলতে লাগলো, ভাই কুকুরটা কি আপনার? লোকটি বলল, হ্যাঁ আমার...
    দোকানদার লোকটিকে বলল, ভাই অনেক কুকুর দেখেছি যারা খেতে না দিলেও চুরি করে খায়। আর এই কুকুরটা গত তিন মাস যাবত আমার দোকানের সামনে পড়ে আছে, কুকুরটির সামনে রুটি ,বিস্কুট আরও অনেক কিছু ,এমনকি গোশত দিয়েও চেষ্টা করেছি, কিছুতেই খায় না..কোন কিছুই খাওয়াইতে পারলাম না। ভাই কুকুরটা কি কিছুই খায় না? লোকটির আর বুঝতে বাকি রইলো না। লোকটির দুই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকলো, লোকটি কুকুরটাকে দুই হাতে কোলে তুলে নিয়ে চিৎকার দিয়ে কানতে লাগলো আর বলতে লাগলো হায়রে...তুই সামান্য কুকুর হয়ে তোর মালিকের কথার অবাধ্য হলিনা। আমি খাইতে দেইনি বলে গত তিন মাস তুই না খেয়ে রইলি! আর আমি মানুষ হয়ে আমি আমার মালিকরে চিনতে পারলাম না...যে মালিক আমারে খাওয়াইলো আমারে সৃষ্টি করলো তারে কখনো ডাকলাম না। কতটা কপাল পোড়া আমি। তুই কুকুর হয়েও তোর প্রভুরে চিনলি আর আমি মানুষ হয়ে আমার প্রভুরে চিনলাম না...
    এরপর থেকে লোকটি এমন ভাল হয়ে গেলো যে লোকটি আর কখনো বোধ হয় বেঁচে থাকা অবস্থায় "আল্লাহর" রাস্তা থেকে সরে নি।
    আমরা কি করছি? ( সংগৃহীত )
    **** গল্পটি ভালো লাগলে যদি সম্বব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু হেল্প করবেন প্লিস।
    সবাইকে ধন্যবাদ

    • @agentjandk7524
      @agentjandk7524 4 года назад

      This comment is completely irrelevant in this video..
      This video are explaining about fish business.
      This concept are not quality fish manufacture.

    • @rajiadentalcare3483
      @rajiadentalcare3483 4 года назад +1

      Bocachuda

    • @xplorelife9259
      @xplorelife9259 4 года назад

      Abalchoda kahini!!!!! Kiser modde ki!!!!

    • @sojibfakir1247
      @sojibfakir1247 4 года назад

      আমার কাছে ভালো লাগছে।

    • @tahid9688
      @tahid9688 4 года назад

      😂😂😂

  • @mdmarufsorder8840
    @mdmarufsorder8840 4 года назад +3

    ১০,০০০ লিটারে ৫০০ কেজি মাছ কালচার করতে মিনিমাম ৮০‌ থেকে ৯০ হাজার টাকা খরচ পড়বে।।। না বুঝে শুরু করলে লস নিশ্চিত।।।।

    • @simonchy3798
      @simonchy3798 4 года назад

      ওরা কেমনে বলে ১২-১৫ হাজার টাকায় করা যায়।

    • @mdmarufsorder8840
      @mdmarufsorder8840 4 года назад

      এটাও এক ধরনের গুজব

  • @ArifHossain-fh3kq
    @ArifHossain-fh3kq 4 года назад +28

    ভুয়া নিউজ ভুলেও এই ফাদে পা দিয়েন না কেউ। আগে ভালো করে জানুন তারপর কাজে নামুন।

    • @gazifazleelahi5920
      @gazifazleelahi5920 4 года назад +1

      কেনো ভাই,আপনি ধরা খাইসেন?

    • @mohammadsamiur4916
      @mohammadsamiur4916 4 года назад +2

      Vai sob kisu nia dharona nia ai khan e nama uchit. Amr duta 65k and 35k liter er cement diia tank korey si. 3 chalan dekbo .. tar por video dibo inshallah.

    • @MDRaysulIslam-i1h
      @MDRaysulIslam-i1h 10 месяцев назад

      ​@@mohammadsamiur4916আপনার বাসা কোথায় ভাই। আমারাতো লছে আছি

  • @tamimbinsalim2048
    @tamimbinsalim2048 4 года назад +1

    Nice

  • @tishanchowdhury4476
    @tishanchowdhury4476 4 года назад

    Very good

  • @mdbabulmia8860
    @mdbabulmia8860 3 года назад

    ভাই কোথায় থেকে প্রশিক্ষন নেয়াযাবে

  • @mohammaduddin3659
    @mohammaduddin3659 4 года назад

    Aslamualykum. আমি নতুন করে মাছ চাষ করতে চায়।কিন্তু প্রশিক্ষণ নিতে চায় বায়েফ্লক্স ও বটম ক্লীন পদ্ধতির উপর।কোথায় থেকে প্রশিক্ষণ নিলে ভালো হবে কারো জানা থাকলে একটু হেল্প করেন।ধন‍্যবাদ সবাইকে।

  • @Bardacs
    @Bardacs 5 месяцев назад

    সকল জেলায় সরকারি ভাবে এটার প্রশিক্ষণ, এটা তৈরি করতে যা লাগে তার সরবরাহ এবং সহজ শর্তে ব্যাংক ঋণ দিলে 10 বছরে বাংলাদেশে কেও বেকার থাকবেনা, কিন্তু কথা হলো সরকার কিয়ামতের আগে এটি করবে কি না, কারন বায়ও ফ্লক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলনা। স্বপ্ন হবেই বা কি করে সে সময়তো বাইয়োফ্লক ছিলোনা,

  • @Saudi123
    @Saudi123 4 года назад

    আমি এই ভাবে মাছ চাষ পদ্ধতি শিখতে চাই

  • @billalhossainbdbd5106
    @billalhossainbdbd5106 4 года назад +3

    তাদের বিস্তারিত ঠিকানা দিলে আমি তাদের সাথে যোগাযোগ করতাম।

    • @mdimranhossain1740
      @mdimranhossain1740 4 года назад

      ওদের জুতা পেটা করা উচিত।

  • @riponahmed3695
    @riponahmed3695 4 года назад +6

    আমি যতো টুকু জানি মাছ বড় হয়না

  • @md.mahbuburrahman2444
    @md.mahbuburrahman2444 4 года назад +1

    বিস্তারিত ঠিকানা দেন ৷

    • @alifahmed5212
      @alifahmed5212 4 года назад

      facebook.com/MM-biofloc-Fish-102738134905049/ amrao korsi contact korte paren

  • @shimulahmed2734
    @shimulahmed2734 4 года назад

    Oi baiyer no ta diben independent tv?

  • @JalalKhan-qw2xe
    @JalalKhan-qw2xe 4 года назад +1

    আইডিয়া ভালো তবে অতিরিক্ত কোন কিছুই ভালো কিছু বয়ে আনে না

  • @rashelbappy6236
    @rashelbappy6236 4 года назад +7

    এখনো কেউ সফল দাবি করতে পারে নায়

    • @fruniquebrother6197
      @fruniquebrother6197 4 года назад

      আপনে কি ভাবে জানলেন?

    • @rashelbappy6236
      @rashelbappy6236 4 года назад

      F R Unique Brother আমার ও আছে

    • @fruniquebrother6197
      @fruniquebrother6197 4 года назад +2

      @@rashelbappy6236 ভাই আমার অনেক ইচ্ছে করার?

    • @fruniquebrother6197
      @fruniquebrother6197 4 года назад

      কেমনে কি ভাবে যদি টিপ্স দিতেন?

    • @anamulhaque8639
      @anamulhaque8639 4 года назад

      Thik

  • @sabbirahmad8772
    @sabbirahmad8772 4 года назад

    তাদের সাথে যোগাযোগ করার কোনো উপায় কি আছে।

  • @rezaulislamrony3664
    @rezaulislamrony3664 4 года назад +1

    পাগলামি ছাড়া আর কিছুই না।অ বৈধ টাকা বৈধ করার রাস্তা।

  • @sayedkhan1581
    @sayedkhan1581 4 года назад +3

    সব মিথ্যা বেশি কিছু বলবো না আর

  • @Khairulislam-pq9px
    @Khairulislam-pq9px 4 года назад

    Jene bujhe news koren

  • @myschoolbd4639
    @myschoolbd4639 4 года назад

    আপনি কি ইংলিস শিখতে চান ?তাহলে এই ভিডিওটি আপনার জন্য...
    👉 ruclips.net/video/V5Z8CambT-I/видео.html

  • @kamalbhuyan4535
    @kamalbhuyan4535 4 года назад

    আমি করতে

  • @habibhasnatvlog4665
    @habibhasnatvlog4665 4 года назад +1

    ফোন নম্বর দিলে ভালো হয়।

    • @fishcarebd9710
      @fishcarebd9710 4 года назад +1

      সম্মানিত মৎস্য চাষি ভাইয়েরা, আমাদের নার্সারীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিক্রয় করা হইতেছে । পুকুরে অথবা বায়োফ্লক এ চাষের উপযোগী ভালো মানের পোনা । ক্রয় করতে আমাদের সাথে
      যোগাযোগ করেন । 📞০১৭২৬ ২২৭৯৬৩ ময়মনসিংহ, ত্রিশাল

  • @abdullahofficial6041
    @abdullahofficial6041 4 года назад

    আমি বুঝিনি, বায়োফ্লোক টাকে উচ্চারণে আপনারা কেন ফ্লোকস বলেন। Biofloc এখানেতো আমি s দেখছিনা। তাহলে ফ্লোক্স উচ্চারণ কেমতে। আপনাদের মত বড় চ্যানেলের লোকজন ভুল করলে চলবে????????

  • @muradhasan5530
    @muradhasan5530 4 года назад

    ওনাদের ঠিকানা টা দেন ভাই

  • @shahinurislam7933
    @shahinurislam7933 4 года назад +1

    ম্প্যজপ

  • @saeedvai9552
    @saeedvai9552 4 года назад

    India jyea.. Amader shikty hoi.... 😁😁😁😁 RUclips aci k tyela Indiar news na bollly hoi na

  • @delowerkhan6136
    @delowerkhan6136 4 года назад

    Oner phn..num.. Ta chai

  • @mdimranhossain1740
    @mdimranhossain1740 4 года назад

    হায়রে ভন্ডামি,মাত্র ১২ হাজারে নাকি শুরু। অার ৭০ টাকা লাভ।সত্যিটা ভিন্ন, প্রাথমিক খরচই হবো ৮০ হাজার টাকা + তবে ভালো ভাবে করতে পারলে প্রথম হারভেস্ট এ ১৫ হাজার লাভ হবে।যত বড় প্রজেক্ট হবে তত লাভ হবে এবং রিস্কও বেশি হবে

  • @RafiqBisty
    @RafiqBisty 4 года назад +1

    আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো

    • @nosaifanoha6562
      @nosaifanoha6562 4 года назад

      আমাকে তুমি করো আমিও সাথে সাথে বেক দিব

  • @mirnewazsharif
    @mirnewazsharif 4 года назад

    😂😂😂

  • @mdmahadi616
    @mdmahadi616 4 года назад

    Valer news.

  • @reportersojib880
    @reportersojib880 4 года назад

    Khra bas khabe