মিরপুর-১০ বেনারসি পল্লী | Sari | Discount | নতুন শাড়ি | জামদানি শাড়ি | বেনারসি শাড়ি | শাড়ি বাজার

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • ঘুরে আসুন মিরপুর-১০ বেনারসি পল্লী।শাড়ি ক্রয় করুন আপনার পছন্দ এবং রুচি অনুযায়ী।মিরপুর এলাকার সবগুলো স্টেশন চালু হওয়ায় এখন নিয়মিতই অফিসগামী লোকেরা তাদের প্রধান বাহন হিসেবে মেট্রোরেলকে বেছে নিচ্ছেন। ফলে মিরপুর এলাকার ব্যবসা বাণিজ্যে গতি বেড়েছে। ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখ সামনে প্রাণ ফিরেছে বেনারসি পল্লীর। নানান রং এবং নকশার শাড়ি, উঠানো হয়েছে বেনারসি পল্লীর প্রতিটি শোরুমে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিপণিবিতানগুলোতে বাহারি সাজে সাজানো হয়েছে। ব্যবসায়ীরা জানালেন, দীর্ঘদিন পর এবারের রমজানে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে। আগের তুলনায় ক্রেতার ভিড় ও বেচাকেনা বেড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী বেনারসি শাড়ি বলতে প্রধানত মিরপুর বেনারসি পল্লিতে তৈরি শাড়িকেই বুঝানো হয়। এখানে তৈরি শাড়ির কদর এক সময় দেশের সীমানা পেরিয়ে বিদেশেও মর্র্যাদার সঙ্গে উচ্চারিত হতো। পরিতাপের বিষয় হলো, এখন আর সে অবস্থা নেই। মিরপুর বেনারসি পল্লির রমরমা অবস্থাও অনেকাংশে মøান হয়ে পড়েছে। অথচ একসময় বিয়েতে কনের পোশাক মানেই ছিল বেনারসি শাড়ি। অভিজাত থেকে শুরু করে সামর্থ্যবান পরিবারে এ বেনারসির ছিল ব্যাপক কদর ও জনপ্রিয়তা। দেশের চাহিদা মিটিয়ে ভারতেও নিয়মিত রপ্তানি করা হতো এ দেশের তাঁতিদের বানানো বেনারসি। কিন্তু স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে কমতে থাকে বেনারসি তৈরির কারিগর তথা তাঁতি ও তাঁতের সংখ্যা। জানা যায়, স্বাধীনতা যুদ্ধের সময় তাঁতিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। আবার তখন এ শাড়ি কেনার সামর্থ্য সাধারণ মানুষের ছিল না। অবশ্য এখন আগের তুলনায় মানুষের ক্রয়ক্ষমতা অনেক বেড়েছে। কিন্তু বেনারসির সেই সুদিন আর নেই। প্রকাশ, এখন রপ্তানি তো দূরে থাক, বেনারসি পল্লির দোকানগুলোতেই এখন যেসব শাড়ি বিক্রির জন্য রাখা হয়, তার অর্ধেকের বেশি ভারতীয় শাড়ি। তথ্য অনুসন্ধানে জানা যায়, গত ৩০ বছরে বেনারসি পল্লিতে তাঁতের সংখ্যা কমে অর্ধেক হয়ে গেছে। বিষয়টি দুঃখজনক।
    #sari #banarasi #jamdani_saree_price #jamdani_fashion #saree #sarees #sareelovers #jamdanilovers #mirpur #mirpurbenerashipolli #mirpurbenaroshipolli #শাড়ির_পাইকারি_মার্কেট #শাড়ির #শাড়িকালেকশন #শাড়িরপাড়েরডিজাইন #শাড়ি #শাড়িকালেকশন #পূজাকালেকশন #পূজা #পূজা #ঈদকালেকশন #ঈদ #বড়দিন

Комментарии • 2