কনক্রিট সলিড ব্রিক্সের খুঁটিনাটি 01914317797 Freedom Eco Concrete Blocks Ltd- Saifullah Manik

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • আমাদের সকল পন্যের দাম জানতে ভিজিট করুণ আমাদের ওয়েবসাইটে । আমাদের বর্তমান পন্যের দাম :-
    = সলিড ব্লক - ১৪ হাজার টাকা প্রতি হাজার ।
    = হলো ব্লক- ৪৫ হাজার টাকা হাজার ।
    রিবেশ দূষণে পর্যদুস্ত এই বাংলাদেশের বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ ইটভাটা। বিভিন্ন স্থানে গড়ে ওঠা এসব ইটভাটার কারণে একদিকে যেমন বায়ু দূষিত হচ্ছে, তেমনই কমে যাচ্ছে কৃষিজমির পরিমাণ। পরিবেশের স্বার্থে ইটের ব্যবহার কমানোর লক্ষ্যে পরিবেশ সচেতন মানুষেরা সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করছেন। এরই প্রেক্ষিতে আগামী ২০২৪-২৫ অর্থবছরে সকল সরকারি স্থাপনায় ইটের ব্যবহার কমিয়ে শূন্যে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে ইটের বিকল্প হিসেবে ব্যবহার করা হবে পরিবেশবান্ধব ও অর্থসাশ্রয়ী কংক্রিট ব্লক।
    ১৯৯৮ সালে বেসরকারি প্রতিষ্ঠান কনকর্ডের ব্লক তৈরির প্ল্যান্ট প্রতিষ্ঠার মাধ্যমে দেশে এর পদচারণা শুরু হয়। জেনে নেওয়া যাক পরিবেশবান্ধব এই নির্মাণ উপকরণের খুটিনাটি।
    সাধারণত দেয়াল নির্মাণের কাজে এ ধরনের ব্লক ব্যবহৃত হয়। সিমেন্ট ও বালুর সমন্বয়ে তৈরি হয় এগুলো। ক্ষেত্রবিশেষে তার সাথে মেশানো হয় ৪ মিলিমিটারের কণা বা ডাস্ট। হলো (Hollow), সলিড (Solid), ইন্টারলকিং (Interlocking), থার্মাল (Thermal) ইত্যাদি বিভিন্ন রকমের কংক্রিট ব্লক হতে পারে। থার্মাল ব্লকে বিশেষ তাপরোধী উপাদান ইপিএস ব্যবহার করা হয়, ফলে এর ব্যবহার শীতে ও গরমে কিছুটা স্বস্তি দেয়। হলো ব্লক ব্যবহার করলে দেয়ালের খরচ কমে যায় অনেকটাই। বিভিন্ন রঙের সংমিশ্রণে রঙিন ব্লকও তৈরি করা সম্ভব।
    এরা ২০% সিমেন্ট এবং ৮০% বালুর সমন্বয়ে গঠিত। ভারবাহী ও ভারবাহী নয় এই দুই ধরনের দেয়াল নির্মাণেই ব্যবহৃত হয় এরা। আকারে বড় হওয়ায় পরিমাণে কম লাগে এবং মর্টারের খরচও কমে যায়। এরা তাপ, বিদ্যুৎ, শব্দ ও আর্দ্রতা অপরিবাহী।

Комментарии • 558