বিহারিরা পাকিস্তানের নাগরিক। স্বাধীনতা সংগ্রামে তারা পাকিস্তানের পক্ষে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়ে বাঙালী নিধনে সক্রিয় ভূমিকা পালন করেছে। দেশ স্বাধীন হওয়ার পর তারা পাকিস্তানে চলে যাওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু পাকিস্তান তাদের নাগরিক হিসাবে গ্রহণ করেনি। এখন তাদের দায় বাংলাদেশ কোন যুক্তিতে কেন নিবে?
@@TaufiqueJoarder ভাই, এরা তো আমাদের মুক্তি যুদ্ধের সময় শুধু মাত্র ভাষা গত কারনেই পাকিস্তানের পক্ষে ভূমিকা রেখেছে, নির্যাতন লুটপাটে পাকিস্তানি সৈন্যদের সহযোগী হিসেবে কাজ করেছে। এদের তখনকার দাপটের কথা তো ৫০ বছর পরেও স্পষ্ট করে মনের ভিতরে গেঁথে রয়েছে । ১৯৭১ এ বর্তমানের ক্রিসেন্ট লেকের পাশের রাস্তায় কিশোর বয়সী এক নিরীহ বাঙ্গালীর রিক্সায় ৪ বিহারি বসে নিষ্ঠুরভাবে মারপিট করার দৃশ্য এখনো চোখে ভাসে। ঢাকায় আমাদের শেরেবাংলা নগরের বাসা মোঃ পুর থেকে আসা বিহারিরাই পাকিস্তানি সৈন্যদের নিয়ে লুটপাট করছে। এখন নাহয় এরা বাচ্চা বিড়াল সেজে রয়েছে, ১৯৭১ সালে তো বাঘ সিংহের চেয়েও কম হিংস্র ছিলো না। এরা অত্যন্ত কলহপ্রিয় জাতি, সেই আমাদের দেশের স্বাধীনতার আগে থেকেই দেখে আসছি। এখনোও তো ওর আমাদের দেশকে মনে প্রাণে গ্রহণ করতে পারে নামে। ভারত থেকে বিতারিত হয়েছে ওদের খাসলতের কারনে আর আমাদের দেশে আশ্রয় নিয়ে কিনা আমাদেরই বিরোধিতা করেছে...!! করাচীতেও তো ঔরাঙ্গী টাউনশিপে এদের আলাদা করে জায়গা দিয়েছে "মোহাজের" বা শরনার্থী নাম দিয়ে। এরা তো আমাদের দেশের মাটিতে জন্ম নিয়ে, আমাদের দেশে নিঃস্বাস নিয়ে, আমাদেরই বিরোধিতা করেছে...!! এদের অতীত তো ভালো না। কেন এদেরকে গ্রহণ করতে হবে ?
@@TaufiqueJoarder হম। ওরা পশ্চিম পাকিস্তানি না। বিহার থেকে এসেছে, কিন্তু বাঙাল রা যে মূর্খ ওরা বলে পশ্চিম পাকিস্তান থেকে এসেছে। তবে মূর্খ বাঙালদের ভারতের গোলামির করতে হবে আজীবন। হা হা হা।
এই কথা বলার কী দরকার। কেনো আমাদের পাকিস্তানের মতো হতে হবে অথবা তাদের সাথে তুলনা করতে হবে। বিহারীদের যারা এই প্রজন্মের বাসিন্দা তাদের জন্ম তো বাংলাদেশেই। তারা তো যুদ্ধ অপরাধী নয়। তাদের কিবা দোষ।
আচ্ছা বাংলাদেশ ও পাকিস্তানে আটকে পরা মানুষ গুলোকে দুই দেশের সরকার কেন এতো অবহেলা করছে?কোন একটা ব্যবস্থা করে দিলে ভালো হতো।মানুষ গুলো অনেক কষ্টে আছে।আমাদের মানবিক হওয়া দরকার
এদের কে বিহারি বলে কেন বাকা চোখে দেখা হবে। আমার নিজস্ব মতামত এবং জোরালো আবেদন করবো। তাদের কে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হোক এবং যথেষ্ট সুযোগ সুবিধা দেয়া হোক
অনেক ই এখন ও রাষ্ট্রীয় স্বীকৃতি অপেক্ষা ই আছে ।অন্য কোনো দেশের সাথে তুলনা করে কিছু হবেনা যারা যে দেশে থেকে গেছে সে টা তার ভাগ্যে তাই বলে একটা জাতি কে অবহেলা করলে চলবে না সে টা যে দেশ ই হক না কেন
@@barisiddiq9427আমি নিজে অনেক পাকিস্তানি বাঙালি দের চিনি যারা এখন সুইডেন এ থাকে তাদের মুখে শুনিছি যে তাদের এলিয়েন বলে ঘোষণা করেছে। তাদের কোনো অধিকার নাই, পুলিশ যখন তখন ইচ্ছা মতো ধরে নিয়ে যাই তারপর টাকা ন্যায়।
@@barisiddiq9427bhai karachi te 1.7 Million Bangladeshi tader obostha dekho. Pura pakistan e 7 Million Bangladeshi. Ekbaar research kore dekhe nao. Amar r kisu bolar nei. Ora ki manus na
বিহারিরা পাকিস্তানের নাগরিক। স্বাধীনতা সংগ্রামে তারা পাকিস্তানের পক্ষে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়ে বাঙালী নিধনে সক্রিয় ভূমিকা পালন করেছে। দেশ স্বাধীন হওয়ার পর তারা পাকিস্তানে চলে যাওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু পাকিস্তান তাদের নাগরিক হিসাবে গ্রহণ করেনি। এখন তাদের দায় বাংলাদেশ কোন যুক্তিতে কেন নিবে?
তাদের কে যদি প্রশ্ন করো তোমরা কোন দেশকে ভালবাস বাংলাদেশ নাকি পাকিস্তান তারা বলে পাকিস্তান। খেলার সময়ও একই অবস্থা তাহলে তারা কিভাবে বাংলাদেশের নাগরিকত্ব ও সুজোগ সুভিদা আশা করে??
সত্যি বলতে আলোচনা যা বুঝলাম পড়ালেখা করলেও আমরা হয়তো আজও মানুষ হতে পারলাম না। সত্যি কষ্টদায়ক বিষয়টা। অন্য দেশ কী করলো সেটা বড় কথা না নিজেরা কী করলাম সেটা বড় কথা।
এরা কেম্প থাকে কিন্তু, ঢাকার বাহিরে অনেক যায়গা জমি কিনে রেখেছে এরা সুধু সরকারি সাহায্য পাওয়ার আশায় এরা কেম্প ছাড়ে না, আসলে এরা যে যায়গায় থাকে সেখানে আমরা বাংলাদেশীরা নিজেদের অস্তিত্তো সংকটে আছে ওদের প্রভাব আপনারা ভাবতে পাড়বেন না, আমার মনেহয় এদের পাকিস্তানেই পাঠায় দেওয়া উচিদ ছিল।
বিহারী রা মুসলিম, বাংলাদেশী রা মুসলিম না 🤣? সুযোগ পেলে বলবেন আমরা বাংলাদেশী রা মুসলিম দের চাই না। আপনাদের একটা জিনিষ খুন ভালো লাগে, বুদ্ধিমান তবে culprit টাইপ এর। পরিমল, pk হালদার পাপ করে নাই তার মানে কি সারা হিন্দু জাতির সবাই খারাপ? তাহলে কি আমি বলব হিন্দু দের জন্য আমি চাপে আছি, একবার মানুষ সেজে ভেবে দেখেন।
খুব একটা অবাক হলাম না, কারণ এই ব্যবহার এই ধর্মের মানুষদের মধ্যে খুব স্বাভাবিক। অথচ যারা বাংলাদেশের হিন্দু এবং দেশভাগের সময় ভারতে চলে এসেছেন শুধুমাত্র বাংলদেশি মুসলিমদের অত্যাচারে থাকতে না পেরে, তারা কিন্তু আজকে ভারতের নাগরিক হিসেবে সসম্মানে জীবনযাপন করছেন। সমস্যাটা খুবই গভীর। কারণ মুসলিম ধর্মের রেষারেষি পূর্ন মনোভাব সম্পুর্ন পৃথিবীতে একই রকম। তাই এদের সাথে অন্য ধর্মের মানুষদের এক ঘরে মিলেমিশে থাকতে পারাটা খুব অস্বাভাবিক। These people are very very religiously narrow minded and hate spreader. Though I do not have much idea or experience about other part of the world, but this is true in India and its sub continent. I appologise for explaining the bitter truth.
শিক্ষায়, শিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলতে পারলেই সবকিছু সম্ভব, শিক্ষা ক্ষেত্রে বাজেট দেওয়া উচিৎ ২৫% ভাগ মানব সম্পদ গড়ে তুলতে পারলেই, তাহলেই জাতি মুক্তি পাবে।।
This is truly a tragedy. The legislative and administrative division of Bangladesh administration should take steps to integrate these young people in the society and grant full citizenship.
বড় আপচোচ দেশ ভাগ হয়ে ভারত এবং পাকিস্তিনের জন্ম হয়,পরে পাকিস্তিন এবং বাংলাদেশ এক দেশ চিল পরে আবার দুই ভাগ হয়ে, পাকিস্তিন এবং বাংলাদেশের জন্ম নেয়,,পাকিস্তানে অনেক বাঙালি আচে তারা এক দেশ ভেবে পাকিস্তিন গেচে,এবং বিহারের মানুষ গুলা বংলাদেশকে পাকিস্তিন এক দেশ হিসাবে চিল ,তাদের নাগরিত্ব এবং সুযোগ দিতে হবে,একটা দেশ স্বাধিন হাবার পিচনে পক্ষ এবং বিপক্ষ্য থাকবেই,,, আসলে বাংলাদেশের রাজনিতী এবং মানুষের মন মানষিকতা বুঝা বড় দায়
পাকিস্তানে বসবাস করা লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ যারা বিহারি হিসেবে পাকিস্তানে বসবাস করছে তাদের থেকে হাজার গুন ভালো আছে আমাদের দেশে বসবাস করা পাকিস্তানের বিহারিরা
This is so sad, we are doing to these people what West Pakistan did to us. Changing the minds of the older generation may be impossible but I hope future generations stop this sort of discrimination.
We Europeans give Bangladeshis as the European citizenship though they aren't born here but Bangladesh should give them citizenship.Thanks from the European Union 🥰
@@michaelbrown3439 bro, then why don't you arrange to take them to EU as a good human being...!! Our country 🇧🇩 is already over populated, we are not less populated like European Union. Kindly arrange to accept those Biharies in your European Union countries plz. Kindly help our🇧🇩 government to come out of these burden bro...
সুলতানি বাংলার বিহার অঞ্চলের বাসিন্দারা ১৯৪৭ সালেই ততকালিন পূর্বপাকিস্তানের নাগরিক। ১৯৯৫ সালের পর থেকে তারা বঞ্চনার সীকার। ৩ টি দেশ তাদের নাগরিকত্ব দিতে পারে। ১। বাংলাদেশ ২। পাকিস্তান ৩। ভারত
@@mohsinahmed8122 chalak , tahole to mota moti 1 koti bangali hindu ra jara Bangladesh chere aschilo tader k Bangladesh e ekhon jawa darkar , Bangladesh govt oder jaiga debe to ?
এজন্য আমরা নিজেদের ভালো ও অসাম্প্রদায়িক বললেই হয় না।।।।আর অসাম্প্রদায়িকতা শুধু ধর্মে আসে না, যা মানুষে মানুষে বিভেদ তৈরি করে তাই সাম্প্রদায়িকতা।।।।তাই আমাদের মন থেকে অসাম্প্রদায়িক হতে হবে।।।কারন সাম্প্রদায়িকতা ব্রিটিশরা আমাদের মনের মধ্যে ভরে দিয়ে গেছে।।।।
পাকিস্তানের বাংলা ভাসীদের কোনো ঘর নেই এলাকা ছাড়া অন্য কোথাও যেতে দেওয়া হয় না তাই বিনীত ভাবে অনুরোধ পাকিস্তানে যারা আছে বাংগালি তাদেরকে নিয়ে একটা প্রতিবেদন করার জন্য
যেহেতু ১৯৪৭ সালে দেশ বিভাগ হয়েছিলো দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে। আর তখকার নিয়ম অনুযায়ী দেশভাগের আগে যে কেউ ভারত কিংবা তৎকালীন পাকিস্তানে (বাংলাদেশ সহ) বসবাসের সুযোগ পেয়েছে। আর বিহারিরা যেহেতু তখন থেকেই বাংলাদেশে বসবাস করছে তাই তাদের সম্পূর্ণ অধিকার আছে বাংলাদেশের নাগরিক সুবিধা পাওয়ার।
ভিডিওটা দেখে বুঝবেন এই দেশের পাকিস্তানি বিহারিরা খুবই ভালো আছে কিন্তুু যানেন কিনা জানিনা আমাদের বাংলাদেশের ১০ থেকে ১২ লাখ বিহারি বাংলাদেশি যারা পাকিস্তানে ৫০ বছর আগেই থেকেই বসবাস করে তারা এখনো পাকিস্তানে নিম্নমানে বসবাস করে তাদেরকে ঐ দেশে সম্মানের চোখে দেখা হয়'না,প্রজন্ম থেকে প্রজন্ম তাদের আওলাদগন অশিক্ষিতই রয়ে গেছে যার কারন ওখানকার বাঙ্গালি বিহারিদের স্কুলে ভর্তি করা হয়না তাদের ঐ দেশের আইডি কার্ড এবং পাসপোর্ট সহ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদেরকে ঐ দেশে বেইমান বলে সাব্যস্থ করা হয়।
আপনাদেরকে জেনেভা ক্যাম্প থেকে বের হতে হবে। স্বাবলম্বী হতে হবে। বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে। যে দেশ ১৯৪৭ সালে আপনাদের আশ্রয় দিয়েছে, ১৯৭১ সালে সে দেশের বিরুদ্ধে গিয়ে আপনাদের পূর্ব পুরুষেরা পাপ করেছিল। তারই ফল ভোগ করছেন আপনারা।
@BBC News বাংলা মোহাম্মদপুর ও মীরপুর এলাকায় যারা থাকেন তারা বলতে পারবেন বিহারীরা এখানে কত ভালো সুযোগ সুবিধায় থাকে। খুব সামান্য কয়েকজন বিহারী ক্যাম্পে থাকে, বাকি সবাই এখানে আত্মীয়তার সম্পর্ক তৈরীর পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে নিজস্ব বাড়ি করে স্থানীয় হয়ে গেছে। এমন কি সরকারি খাস জমিগুলো তারা দখলে নিয়ে বহুতল বাড়ি নির্মাণ করেছে। সরকারি উন্নয়ন কাজে যেমন রাস্তা প্রসস্থকরণ কাজে রাজউক বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যখন ভূমি অধিগ্রহণে আসে, তখন বিহারিরা ইট পাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে আক্রমণ করে পুলিশের উপর। বিহারিরা বাংলাদেশের নাগরিকত্ব এবং নাগরিক সুযোগ সুবিধা ভোগ করা সত্ত্বেও মানসিকভাবে তারা নিজেদের বাংলাদেশী হিসেবে মেনে নিতে পারে না।
Everybody has equal rights. Give them their right. They are human. Everybody has their own rights in this world and it has given by our creator. No one has the right to take it from anyone.
বাংলাদেশের মানিকগঞ্জ জেলায় অবস্থিত বিভিন্ন চরাঞ্চলে কমদামে সস্তা জমি আছে। বাংলাদেশী বিয়ে করে গ্রামে ছড়িয়ে পড়লে ও জমি কিনে বাড়ি করলে ক্যাম্প বসবাস না করলে তারা বাংলাদেশী হয়ে যাবে
বিহারি রা তো নাগরিকত্ব পেয়েছে কিন্তু পাকিস্তানে তো বাংগালীরা তো কোন নাগরিকত্ব ই পাইনি কোন শিক্ষা চিকিৎসা কিছুই পাইনি কিন্তু বিহারি রা তো চিকিৎসা শিক্ষা চাকরি জমি কেনা সবকিছু পেয়েছেন।
Asslamualikum amazing subhanalla alhamdulilha we request gobment from intaire world give them citizens all about them for living Bangladesh 🇧🇩 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেছে অথচ তারা এখনো নাগরিক কোন সুযোগ-সুবিধা পায়নি অবিলম্বে সরকারের উচিত এদেরকে পূর্ণাঙ্গ নাগরিকতা সুযোগ-সুবিধা পূর্ণ ঘোষিত করা উচিত বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশের যেরকম নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছে তাদের কেউ দেয়া হোক এরকম
পাকিস্তানি নাকি বিহারী সেটা জানতে হলে ফিরে যেতে হবে ১৯৪৭ সালের দেশ ভাগের সময়টিতে!! সেই সময় সমগ্র ভারতবর্ষের হিন্দু মুসলমানদের অপশন দেয়া হয়েছিল দেশ পছন্দ করার কারণ দেশ ভাগ হয়েছিল ধর্মের উপর ভিত্তি করে। সেই সময় ভারত অংশের বিহার নামক জায়গাটা মুসলিম অধ্যুষিত ছিল। সেই ভারতের বিহারের অনেক মুসলমান পরিবার সিদ্ধান্ত নেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে বসবাস করার। তাদের কাছে ২টি পছন্দ ছিল। একটি হলো পশ্চিম পাকিস্তান (যেটা বর্তমানে পাকিস্তান রাষ্ট্র) আর একটি পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)। ভৌগলিক দিক থেকে ভারতের বিহার অংশটি পূর্ব পাকিস্তানের কাছাকাছি থাকার কারণে সেই সব বিহারের মুসলিম পরিবারগুলো পূর্ব পাকিস্তানকে বেছে নেয় বসতি স্থাপনের জন্য। যেহেতু, তারা বিহার থেকে এসেছিল তাই পূর্ব পাকিস্তানে আসার পর তাদেরকে বিহারী নামেই সন্মোধন করা হতো। এখন যেমন আমরা বলে থাকি নোয়াখাইল্লা কিংবা সিলটি কিংবা চাটগাইয়্যা বা আরাকানী/রহিঙ্গা, ইত্যাদি। সেই সময় তারাও আমাদের বলত বাঙ্গাল আর আমরা তাদের বলতাম বিহারী। এই বিহারীরা আবার সেই সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের একনিষ্ঠ ভক্ত ছিল কারণটা হলো বিহারীরা উর্দুতে কথা বলত!! বিহারীদের মাতৃভাষা উর্দু হবার কারণে পশ্চিম পাকিস্তানের কাছে তাদের আলাদা একটা সমাদর/কদর ছিল। ব্যাপারটা দাঁড়িয়েছিল এরকম যে চোরে চোরে মাসতুত ভাই নয়, তারা উর্দুতে উর্দুতে মাসতুত ভাই হয়েছিল!! কেন তারা মাসতুত ভাই হয়েছিল সেটা আমরা ১৯৫২’র ভাষা আন্দোলনে বুঝতে পেরেছি!! যখন পশ্চিম পাকিস্তান উর্দুকে আমাদের উপর চাপিয়ে দিতে বিফল হলো তখন এই বিহারীদের তারা তোষণ করা আরও বাড়িয়ে দিলো। এতে আমরা যারা পূর্ব পাকিস্তানের বাঙ্গালী ছিলাম তাঁদের এই বিষয়ে খুব একটা চুঁলকানি ছিল না। কিন্তু বিহারীদের সাথে সমস্যা তৈরি হতে থাকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে। যুদ্ধের সময়টা বিহারীরা ইয়াহিয়ার প্রেমে পড়ে একটা চরম ভুল সিদ্ধান্ত নিয়ে নিল এবং তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করে। সেই যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীদের এজেন্ট হিসেবে কাজ করে। বাকিটা আমরা সবাই ইতিহাসের পাতা থেকে জানি!! দুঃখের বিষয় হলো ১৯৭১ এর মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তানের পরাজয়ের সাথে সাথে এই বিহারীদেরও পরাজয় ঘটে। পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে জন্ম নিল বাংলাদেশ। এখন এই বিহারী বেচারারা পড়ে গেলো মানিকের চিপায় কারণ বন্দি বিনিময়ের সময় বিহারীরা চেয়েছিল যা হবার হয়েছে এবার তারা পশ্চিম পাকিস্তানে চলে যাবে, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস!! এই বিহারীদের প্রাণের প্রিয় ইয়াহিয়া পরবর্তিতে জুলফিকার আলি ভুট্টু তাদের পশ্চিম পাকিস্তানের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায় এবং প্রত্যাখ্যান করে। ঐ সময় একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ বিহারিদের অবস্থা এমন হয়েছে যে না ইধারকা মাল না, ওধারকা… বিহারীরা না ভারতের হলো, না পাকিস্তানের!! সেই ভুল করা বিহারীদের পরবর্তী প্রজন্ম তাদের পূর্ব পুরুষদের পাপের বোঝা নিয়ে বাংলাদেশের বুকে ধুকে ধুকে জীবন চাকা চালিয়ে নিচ্ছে। ধন্যবাদ!! শানে-নুযুলঃ উপরোক্ত ইতিহাস থেকে সবাইকে এই ব্যাপারটা সঠিকভাবে বুঝতে/অনুধাবন করতে হবে যে; - এরা আটকে পড়া পাকিস্তানী না, তারা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানেও আসেনি এবং বর্তমান পাকিস্তান তাদের পাকিস্তানী বলে স্বীকারও করে না কারণ তারা [প্রথম পুরুষ] ভারতের বিহার থেকে এখানে এসেছিল। যদিও এখনো মোহাম্মদপুরের জহুরী মহল্লায় সাইনবোর্ড ঝুলে আছে যেখানে লেখা “আটকে পড়া পাকিস্তানী”দের রিলিফ ক্যাম্প। - এই প্রজন্ম জন্মগতভাবে বাংলাদেশী কিন্তু জাতিগতভাবে তারা বিহারী [প্রিসাইসলী “ভারতীয় বিহারী”] যা অস্বীকার করার কোন অবকাশ নেই। - জাতিগত পরিচয় সবার আছে এবং থাকবে, সেই সুবাদে তাদের পূর্ব পুরুষ বিহারী এবং যারা এখানে জন্ম নিয়েছে তার বাংলাদেশী বিহারী, তবে তারা “বিহারী”। - বিহারীদেরকে আলাদা করে দেখাটা বৈশম্য (যদিও তারা বাংলাদেশ জন্মের বিরোধীতা করেছিল), তবে বাংলাদেশী বিহারীদের আরো আন্তরিক হতে হবে যাতে সবাই সবাইকে সমানভাবে বাংলাদেশী হিসাবে ভাবে/গণ্য করে। - যেহেতু তারা বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে, এখন আর “আটকে পড়া রিফিউজী” না। সুতরাং সরকারী জায়গা দখল করে এই সমস্ত ক্যাম্পে না থেকে সেখান থেকে বেড়িয়ে এসে স্বাধীন জীবনধারণ করতে হবে। সরকার থেকে আর কোন বিশেষ সুবিধা নেয়া যাবে না যার কারণে বিহারীদেরকে বাঙ্গালীরা অন্য চোখে দেখে। এই বৈষম্য থেকে বের হওয়ার জন্য বিহারীদেরকেই প্রধান ভূমিকা পালন করতে হবে।
আটকে পরা পাকিস্তানি বলতে তো বোঝাই যাচ্ছে যে পাকিস্তানিরা কিন্তু ওরা নিজেদেরকে বলে বিহারী। ২ টার মধ্যে তো পার্থক্য হবার কথা বিহারী বলতে ভারতের বিহার থেকে আশা লোকজন। বিহারী মানে বিদেশি এমনটাও শুনিনি কখোনো। তাহলে আসল ব্যাপারটা কি?
উভয় দেশের রাষ্ট্র প্রধানরা ঐক্য মত হয়ে উভয় দেশে আটকেপরাদের নাগরিক হিসেবে সকল সুবিধা দেয়া উচিৎ।
উভয় দেশ মানে কী? বিহারিরাতো ভারত থেকে এদেশে মাইগ্রেট করেছিল, পশ্চিম পাকিস্তান থেকে তো নয়।
বিহারিরা পাকিস্তানের নাগরিক। স্বাধীনতা সংগ্রামে তারা পাকিস্তানের পক্ষে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়ে বাঙালী নিধনে সক্রিয় ভূমিকা পালন করেছে। দেশ স্বাধীন হওয়ার পর তারা পাকিস্তানে চলে যাওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু পাকিস্তান তাদের নাগরিক হিসাবে গ্রহণ করেনি। এখন তাদের দায় বাংলাদেশ কোন যুক্তিতে কেন নিবে?
@@TaufiqueJoarder ভাই, এরা তো আমাদের মুক্তি যুদ্ধের সময় শুধু মাত্র ভাষা গত কারনেই পাকিস্তানের পক্ষে ভূমিকা রেখেছে, নির্যাতন লুটপাটে পাকিস্তানি সৈন্যদের সহযোগী হিসেবে কাজ করেছে। এদের তখনকার দাপটের কথা তো ৫০ বছর পরেও স্পষ্ট করে মনের ভিতরে গেঁথে রয়েছে । ১৯৭১ এ বর্তমানের ক্রিসেন্ট লেকের পাশের রাস্তায় কিশোর বয়সী এক নিরীহ বাঙ্গালীর রিক্সায় ৪ বিহারি বসে নিষ্ঠুরভাবে মারপিট করার দৃশ্য এখনো চোখে ভাসে। ঢাকায় আমাদের শেরেবাংলা নগরের বাসা মোঃ পুর থেকে আসা বিহারিরাই পাকিস্তানি সৈন্যদের নিয়ে লুটপাট করছে। এখন নাহয় এরা বাচ্চা বিড়াল সেজে রয়েছে, ১৯৭১ সালে তো বাঘ সিংহের চেয়েও কম হিংস্র ছিলো না। এরা অত্যন্ত কলহপ্রিয় জাতি, সেই আমাদের দেশের স্বাধীনতার আগে থেকেই দেখে আসছি। এখনোও তো ওর আমাদের দেশকে মনে প্রাণে গ্রহণ করতে পারে নামে। ভারত থেকে বিতারিত হয়েছে ওদের খাসলতের কারনে আর আমাদের দেশে আশ্রয় নিয়ে কিনা আমাদেরই বিরোধিতা করেছে...!! করাচীতেও তো ঔরাঙ্গী টাউনশিপে এদের আলাদা করে জায়গা দিয়েছে "মোহাজের" বা শরনার্থী নাম দিয়ে। এরা তো আমাদের দেশের মাটিতে জন্ম নিয়ে, আমাদের দেশে নিঃস্বাস নিয়ে, আমাদেরই বিরোধিতা করেছে...!! এদের অতীত তো ভালো না। কেন এদেরকে গ্রহণ করতে হবে ?
Ei bishoye aponar sathe ami sonpurno ekmot
@@TaufiqueJoarder হম। ওরা পশ্চিম পাকিস্তানি না। বিহার থেকে এসেছে, কিন্তু বাঙাল রা যে মূর্খ ওরা বলে পশ্চিম পাকিস্তান থেকে এসেছে। তবে মূর্খ বাঙালদের ভারতের গোলামির করতে হবে আজীবন। হা হা হা।
পাকিস্তানের যে বাংলাদেশি আছে তাদেরকে এখনো পর্যন্ত পরিচয় পত্র দেওয়া হয় নাই পাকিস্তানের পাকিস্তান তুলনায় আমাদের বাংলাদেশের বিহারির অনেক ভালো আছে
এই কথা কেউ বলবেনা।
এই কথা বলার কী দরকার। কেনো আমাদের পাকিস্তানের মতো হতে হবে অথবা তাদের সাথে তুলনা করতে হবে। বিহারীদের যারা এই প্রজন্মের বাসিন্দা তাদের জন্ম তো বাংলাদেশেই। তারা তো যুদ্ধ অপরাধী নয়। তাদের কিবা দোষ।
তাদের অনেকেই নাগরিকত্ব পেয়েছে।
তাহলে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে পার্থক্য কী।
আমরা সবাই এই পৃথিবীতে মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই কোন ধর্মীয় সম্প্রদায় বা কোন গোষ্ঠী পরিচয় নয়।
বিজয়ের 50 বছরে আমরা বাংলাদেশি রা, কত টুকু দেশপ্রেমী বাংলাদেশী হতে পেরেছি??
আচ্ছা বাংলাদেশ ও পাকিস্তানে আটকে পরা মানুষ গুলোকে দুই দেশের সরকার কেন এতো অবহেলা করছে?কোন একটা ব্যবস্থা করে দিলে ভালো হতো।মানুষ গুলো অনেক কষ্টে আছে।আমাদের মানবিক হওয়া দরকার
Bangladesh chasta kosto korchilo kintu Pakistan kora ni
@@roydwip5073 abaler abal uttor..... Bangladesh koto bal halaice seta sudu apni janen are keo jane nah
💯
Baba ki bolbo bangalr bichar
এদের কে বিহারি বলে কেন বাকা চোখে দেখা হবে। আমার নিজস্ব মতামত এবং জোরালো আবেদন করবো। তাদের কে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হোক এবং যথেষ্ট সুযোগ সুবিধা দেয়া হোক
পাকিস্তানে আটকে পড়া বাঙ্গালীদের জন্য আমাদের মন কাঁদে দু দেশের নাগরিকদের সমান অধিকার দেয়া হোক 🥀🥀🥀🥀🥀
আবাল এরা কি পাকিস্তান থেকে আসছে অশিক্ষিত দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে এরা ইন্ডিয়ার বিহার থেকে আসছে
Bangladesh e biharir kotha vabona bondhou tumi
তাদেরকেও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক
অনেক ই এখন ও রাষ্ট্রীয় স্বীকৃতি অপেক্ষা ই আছে ।অন্য কোনো দেশের সাথে তুলনা করে কিছু হবেনা যারা যে দেশে থেকে গেছে সে টা তার ভাগ্যে তাই বলে একটা জাতি কে অবহেলা করলে চলবে না সে টা যে দেশ ই হক না কেন
সৈয়দপুরে বিহারী অনেক, অনেক ফ্রেন্ড আছে আমার, ওরা যে ব্যবসা করতে পারে, বাঙালিরা তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, ব্যবসা কিভাবে করতে হয়
Right ওরাও মানুষ ওরাও আমাদের ভাই বোন
@@jubelahmed8863 কে রাজাকার আমাদের ভাই-বোন
@@freelife2346 হায় রে ছাত্রলীগ, একবার আল্লাহ রে যদি এই ভালোবাসা টা দিয়ে দেখত,
@@foortibalok আল্লাহর নামে ব্যবসা আর কয়দিন করবে??
@@freelife2346 হায় রে ছাত্রলীগ
বাংলাদেশে বিহারী রা ভালো আছে অথচো পাকিস্তানে জে সকল বাঙ্গালী আছে তাদের অবস্থা আরো খারাপ
রাইট ভাই
Apni Pakistan giye dekchilen
কেন আপনার জ্বলে? আপনি বিভিন্ন সংস্থার খবর গুলো দেখেন। কি হালে পাকিস্তানে বাঙালিরা। ওরাতো বাংলাভাষা বলেনা ওরা বলে উর্দুতে। ওরা যে থাকছে সেটাই বেশী।
@@barisiddiq9427আমি নিজে অনেক পাকিস্তানি বাঙালি দের চিনি যারা এখন সুইডেন এ থাকে তাদের মুখে শুনিছি যে তাদের এলিয়েন বলে ঘোষণা করেছে। তাদের কোনো অধিকার নাই, পুলিশ যখন তখন ইচ্ছা মতো ধরে নিয়ে যাই তারপর টাকা ন্যায়।
@@barisiddiq9427bhai karachi te 1.7 Million Bangladeshi tader obostha dekho. Pura pakistan e 7 Million Bangladeshi. Ekbaar research kore dekhe nao. Amar r kisu bolar nei. Ora ki manus na
ধন্যবাদ বিবিসি কে এত সুন্দর নিউজ করার জন্য
March for Identity ✅☪️🇧🇩🇵🇰❤️
তাদের কে বাংলাদেশের নাগরিক অধিকার দেওয়া হক আমাদের ইচ্ছা
নাগরিক দেয়া হয়েছে আমাদের রংপুরে এরকম অনেকে বিহারি জাতি যারা এখন বাজ্ঞালির মতোই তারা নিজস্ব জমি কিনে বাহিরে এসব ক্যাম্প ছেড়ে বাড়ি করে আছে
বাংলাদেশের যারা পাকিস্থানে আছে তাদেরকে নিয়ে নিউজ করেন তারা কি কষ্টে আছে দেখেন
ঠিক
খুব দুঃখজনক তাদের নাগরিকত্ব ও সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা অবশ্যই দেওয়া উচিত।
আমাদের দেশের রাজনীতিবিদদের উচিত মন টা কে বড় করা, মানুষের জন্য মানুষ, ওদের ও বেঁচে থাকার অধিকার আছে ঠিক আমার আপনার মত।
বিহারিরা পাকিস্তানের নাগরিক। স্বাধীনতা সংগ্রামে তারা পাকিস্তানের পক্ষে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়ে বাঙালী নিধনে সক্রিয় ভূমিকা পালন করেছে। দেশ স্বাধীন হওয়ার পর তারা পাকিস্তানে চলে যাওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু পাকিস্তান তাদের নাগরিক হিসাবে গ্রহণ করেনি। এখন তাদের দায় বাংলাদেশ কোন যুক্তিতে কেন নিবে?
@@mohammaddelwarhossain4863 এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে পড়ালেখা করতে হবে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে 🤣🤣🤣।
পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশীদের অবস্থা আরো করুণ।
@@foortibalokতুই নিজেই মুর্খ আবার অন্য কে উপদেশ দিস
তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নেওয়া উচিত। আল্লাহ আমাদের সাহায্য করুন।
তাদের কে যদি প্রশ্ন করো তোমরা কোন দেশকে ভালবাস বাংলাদেশ নাকি পাকিস্তান তারা বলে পাকিস্তান। খেলার সময়ও একই অবস্থা তাহলে তারা কিভাবে বাংলাদেশের নাগরিকত্ব ও সুজোগ সুভিদা আশা করে??
সত্যি বলতে আলোচনা যা বুঝলাম পড়ালেখা করলেও আমরা হয়তো আজও মানুষ হতে পারলাম না। সত্যি কষ্টদায়ক বিষয়টা। অন্য দেশ কী করলো সেটা বড় কথা না নিজেরা কী করলাম সেটা বড় কথা।
সহানুভূতিশীল মানুষদের উচিত ক্যাম্পের মেয়েদের বিবাহ করে বাইরের মুক্ত পরিবেশে নিয়ে আসা।
কেনো দেশে কি মেয়ের খারা পরছে পাগল পাবলিগ
😂😂😂😂😂seriously!!!!
Era shia, qadiani. Tui bia kor eder
নাসের ভাই এর কথা গুলো Sotti মন ছুয়ে গেলো ❤❤
মা'শা'আল্লাহ মেয়েটি কুব সুন্দর করে কথা বলে।
এরা কেম্প থাকে কিন্তু, ঢাকার বাহিরে অনেক যায়গা জমি কিনে রেখেছে এরা সুধু সরকারি সাহায্য পাওয়ার আশায় এরা কেম্প ছাড়ে না, আসলে এরা যে যায়গায় থাকে সেখানে আমরা বাংলাদেশীরা নিজেদের অস্তিত্তো সংকটে আছে ওদের প্রভাব আপনারা ভাবতে পাড়বেন না, আমার মনেহয় এদের পাকিস্তানেই পাঠায় দেওয়া উচিদ ছিল।
বিহারী রা মুসলিম, বাংলাদেশী রা মুসলিম না 🤣?
সুযোগ পেলে বলবেন আমরা বাংলাদেশী রা মুসলিম দের চাই না। আপনাদের একটা জিনিষ খুন ভালো লাগে, বুদ্ধিমান তবে culprit টাইপ এর।
পরিমল, pk হালদার পাপ করে নাই তার মানে কি সারা হিন্দু জাতির সবাই খারাপ?
তাহলে কি আমি বলব হিন্দু দের জন্য আমি চাপে আছি, একবার মানুষ সেজে ভেবে দেখেন।
Right !!
তুই তো ভারতে থাকা উচিত।বাংলাদেশ নিয়ে তর ভাবা লাগবে না।
তুই আগে ভারত যা....
Tui age bharat ja
নাগরিকত্ব দিলেও এরা নিবেনা,বিদেশি অনুদান বন্ধ হবে। এরা এত সুবিধার মানুষ না।ক্যাম্পের আশেপাশে যারা থাকে তারা জানে।সব ধরনের নেশার বৈধ স্থান ক্যাম্প
আপনার আমার জন্যই তাদের ক্যম্প অপরাধ স্বর্গ। সাধারন এলাকা হলে ওখানে এসব থাকত না।
তারা এসব কেন করে কারন টা বুজার চেষ্টা করেন????যে জায়গাতে থাকে মানুষ যে নরপশু হয় নাই এটাই
তারা যেখানে বসবাস করুক না কেন রাষ্ট্র তাদেরকে মৌলিক নাগরিক অধিকার গুলো প্রদান করলেই অনেকটা সমস্যার সমাধান হবে।
আপনার বাসায় নিয়ে রাখেন
খুব একটা অবাক হলাম না, কারণ এই ব্যবহার এই ধর্মের মানুষদের মধ্যে খুব স্বাভাবিক।
অথচ যারা বাংলাদেশের হিন্দু এবং দেশভাগের সময় ভারতে চলে এসেছেন শুধুমাত্র বাংলদেশি মুসলিমদের অত্যাচারে থাকতে না পেরে, তারা কিন্তু আজকে ভারতের নাগরিক হিসেবে সসম্মানে জীবনযাপন করছেন। সমস্যাটা খুবই গভীর। কারণ মুসলিম ধর্মের রেষারেষি পূর্ন মনোভাব সম্পুর্ন পৃথিবীতে একই রকম।
তাই এদের সাথে অন্য ধর্মের মানুষদের এক ঘরে মিলেমিশে থাকতে পারাটা খুব অস্বাভাবিক।
These people are very very religiously narrow minded and hate spreader.
Though I do not have much idea or experience about other part of the world, but this is true in India and its sub continent.
I appologise for explaining the bitter truth.
If law deprived human from identity, Then change the law. She/her and someone like her should be treat like a Bangladeshi citizen. Very well said 👏🏽✌🏾
B B C বাংলা কে ধন্যবাদ জানাই এমন খবর দেয়ার জন্য
Are we human being? We are proud of being Bangladeshi and should be inclusive of all human being in Bangladesh.
শিক্ষায়, শিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলতে পারলেই সবকিছু সম্ভব, শিক্ষা ক্ষেত্রে বাজেট দেওয়া উচিৎ ২৫% ভাগ মানব সম্পদ গড়ে তুলতে পারলেই, তাহলেই জাতি মুক্তি পাবে।।
শিক্ষানীতির ঠিক নাই, বাজেট দিয়া কি করবেন।
সুমন ভাই এর প্রতিবেদন 👍❤️
আমাদের উচিৎ তাদের সকল সুযোগ সুবিধা দেওয়া।
সবাইকে নাগরিক দিয়ে সমান ভাবে দেশকে এগিয়ে চলো
মানুষ মানুষের জন্য
This is truly a tragedy. The legislative and administrative division of Bangladesh administration should take steps to integrate these young people in the society and grant full citizenship.
তাদেরকে প্রথমে বাংলাদেশের অনুগত্ব হতে হবে। তাহলে তাদেরকে নাগরিকত্ব দেয়া যেতে পারে। এবং তাদের মানবীক সুযোগ সুবিধা পাওয়া উচিৎ
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ।
বড় আপচোচ দেশ ভাগ হয়ে ভারত এবং পাকিস্তিনের জন্ম হয়,পরে পাকিস্তিন এবং বাংলাদেশ এক দেশ চিল পরে আবার দুই ভাগ হয়ে, পাকিস্তিন এবং বাংলাদেশের জন্ম নেয়,,পাকিস্তানে অনেক বাঙালি আচে তারা এক দেশ ভেবে পাকিস্তিন গেচে,এবং বিহারের মানুষ গুলা বংলাদেশকে পাকিস্তিন এক দেশ হিসাবে চিল ,তাদের নাগরিত্ব এবং সুযোগ দিতে হবে,একটা দেশ স্বাধিন হাবার পিচনে পক্ষ এবং বিপক্ষ্য থাকবেই,,, আসলে বাংলাদেশের রাজনিতী এবং মানুষের মন মানষিকতা বুঝা বড় দায়
Sob poribar jeno vhalo thakey
পাকিস্তানে বসবাস করা লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ যারা বিহারি হিসেবে পাকিস্তানে বসবাস করছে তাদের থেকে হাজার গুন ভালো আছে আমাদের দেশে বসবাস করা পাকিস্তানের বিহারিরা
সুন্দর প্রতিবেদন
This is so sad, we are doing to these people what West Pakistan did to us. Changing the minds of the older generation may be impossible but I hope future generations stop this sort of discrimination.
We Europeans give Bangladeshis as the European citizenship though they aren't born here but Bangladesh should give them citizenship.Thanks from the European Union 🥰
@@michaelbrown3439 👍👍
@@michaelbrown3439 bro, then why don't you arrange to take them to EU as a good human being...!! Our country 🇧🇩 is already over populated, we are not less populated like European Union. Kindly arrange to accept those Biharies in your European Union countries plz. Kindly help our🇧🇩 government to come out of these burden bro...
@@rejurome5673yes and take Pakistani bengalis😂😂😂
পাকিস্তানের বাঙালিদের এবং বাংলাদেশের বিহারিদের প্রতি উভয় দেশের সরকারেরই মানবিক হওয়া উচিত। কারণ তাদের সবচেয়ে বড় পরিচয় তারা মানুষ।
TRANSFER THEM FROM BOTH SIDES
TRANSFER FROM BOTH SIDES 😮😮😮
@@FaruFaru-yf1pptransfer kora somvob na aar.
স্বাধীনতা পরবর্তী জন্ম নেওয়াদের(বিহারি) বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া উচিত।
এদের কে বাংলাদেশের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হোক।শত কিছুর পরেও এরা মানুষ।
সুলতানি বাংলার বিহার অঞ্চলের বাসিন্দারা ১৯৪৭ সালেই ততকালিন পূর্বপাকিস্তানের নাগরিক।
১৯৯৫ সালের পর থেকে তারা বঞ্চনার সীকার।
৩ টি দেশ তাদের নাগরিকত্ব দিতে পারে।
১। বাংলাদেশ
২। পাকিস্তান
৩। ভারত
Bharot kno debe ? Ora to nijai barot chere che
@@Sandip2211 by decent
ভারত কেনো দিবে??? মূর্খ ভারতে এখোনো বিহারিদের পৈত্রিক ভিটা আছে, এবং ব্রিটিশ খতিয়ানে এখোনো এই বিহারী সম্প্রদায় বিহারের জমির মালিক তারা
@@mohsinahmed8122 chalak , tahole to mota moti 1 koti bangali hindu ra jara Bangladesh chere aschilo tader k Bangladesh e ekhon jawa darkar , Bangladesh govt oder jaiga debe to ?
পাকিস্তান কিন্তু বাঙালিদের নাগরিকত্ব এখনো দেয়নি।
আমরা কি পাকিস্তান হবো?
ভাই এরা ভারতীয় বিহার রাজ্যের বাসিন্দা ছিলো
@@Rabbi5310 তাহলেও কী সে দায় আমাদের। এটা তো পাকিস্তানের সাথে ভারতের চুক্তি।
ওরা বিহারী না বাংলাদেশে না পাকিস্তানি তা কোন সমস্যা না ওরা আমাদের ভাই তাই আমাদের সবার উচিত তাদের কে ভালোবাস
তারা ১০০% পাকিস্তান এর সাপোট এ থাকে তারা বাংলাদেশ এ থাকেও মন থেকে পাকিস্তানে এর দলে যেহেতু বাংলাদেশে থাকে , বাংলাদেশে দেশপ্রেম থাকতে হবে
এজন্য আমরা নিজেদের ভালো ও অসাম্প্রদায়িক বললেই হয় না।।।।আর অসাম্প্রদায়িকতা শুধু ধর্মে আসে না, যা মানুষে মানুষে বিভেদ তৈরি করে তাই সাম্প্রদায়িকতা।।।।তাই আমাদের মন থেকে অসাম্প্রদায়িক হতে হবে।।।কারন সাম্প্রদায়িকতা ব্রিটিশরা আমাদের মনের মধ্যে ভরে দিয়ে গেছে।।।।
পাকিস্তানের বাংলা ভাসীদের কোনো ঘর নেই
এলাকা ছাড়া অন্য কোথাও যেতে দেওয়া হয় না
তাই বিনীত ভাবে অনুরোধ পাকিস্তানে যারা আছে বাংগালি তাদেরকে নিয়ে একটা প্রতিবেদন করার জন্য
Alhamdollah Bangladeshi Pakistan 🇵🇰 ma Pakistani ban ker zindagi Guzar Raha hain.
যেহেতু ১৯৪৭ সালে দেশ বিভাগ হয়েছিলো দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে। আর তখকার নিয়ম অনুযায়ী দেশভাগের আগে যে কেউ ভারত কিংবা তৎকালীন পাকিস্তানে (বাংলাদেশ সহ) বসবাসের সুযোগ পেয়েছে। আর বিহারিরা যেহেতু তখন থেকেই বাংলাদেশে বসবাস করছে তাই তাদের সম্পূর্ণ অধিকার আছে বাংলাদেশের নাগরিক সুবিধা পাওয়ার।
আর পাকিস্তানি বাঙালিদের?
Thanks good issue raise
আসসালামুয়ালাইকুম আমি বাংলাদেশের এক জন নাগরিক আমি চাই এদের কে নাগরিক তো দেয়া হোক এরাও মানুষ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
করাচিতে বাঙালি যারা আছেন তাদের ব্যাপারে প্রতিবেদন করেন, তাঁরাও অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন।
আপুর শাড়ি সেই হইছে👉👉👉👉👉👉👉😆😆😆😆😆😆😆😆
খুবই দুঃখজনক
তোমরা তো অনেক ভালো আছো । যারা বাঙালি পাকিস্তানে রয়েছে তাদের তো সবকিছু থেকে বঞ্চিত করা হয়। কিন্তু এগুলোর একটা সমাধান হওয়া দরকার
Geneva campbellum Bhalo Jennifer camp nice
ভাই পাকিস্তানের যে বাংলাদেশে আছে তারা তার থেকে অনেক বেশি কষ্টে আছে
এইসব শেষ হওয়া উচিত ।।।
পাকিস্তানে জারা আছে তারা সমান সুযোগ পাচ্ছে,বাংলাদেশে জারা আছে তারা পাচ্ছেনা কেনো।
ওহ
Required New House for them due to Humanity purpose❤
🤲🕌তাদের কে বাংলাদেশের অদিকার দেওয়া হক🇧🇩✌
আমার মনে হয়, দুই দেশের সরকার প্রধানদের মধ্যে আলোচনা করে, দুই দেশেই আটকে পরাদের নাগরিক্ত দেওয়া উচিত।
তাদেরকে সুখে দেয়া হোক বাঙালির মত
এদেরকে বাংলাদেশের সকল সুযোগ-সুবিধা দেওয়া হোক।
তাদেরকে পাকিস্তানী বলা হয় কেন , তারা তো ভারত থেকে আসছে ।
একটা কমিশন করে এদেশের বিহারী এবং পাকিস্তানের বাঙালিদের ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত
আইগত বাধা বুজিনা মানবিকতা আগ্রাধীকার দেয়া উচিত,,,, এরা মুসলিম
ভিডিওটা দেখে বুঝবেন এই দেশের পাকিস্তানি বিহারিরা খুবই ভালো আছে কিন্তুু যানেন কিনা জানিনা আমাদের বাংলাদেশের ১০ থেকে ১২ লাখ বিহারি বাংলাদেশি যারা পাকিস্তানে ৫০ বছর আগেই থেকেই বসবাস করে তারা এখনো পাকিস্তানে নিম্নমানে বসবাস করে তাদেরকে ঐ দেশে সম্মানের চোখে দেখা হয়'না,প্রজন্ম থেকে প্রজন্ম তাদের আওলাদগন অশিক্ষিতই রয়ে গেছে যার কারন ওখানকার বাঙ্গালি বিহারিদের স্কুলে ভর্তি করা হয়না তাদের ঐ দেশের আইডি কার্ড এবং পাসপোর্ট সহ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদেরকে ঐ দেশে বেইমান বলে সাব্যস্থ করা হয়।
তাদের নাগরিকত্ব দেওয়া দরকার
তাদের বাংলাদেশের নাগরিক হিসাবে বানিয়ে নেন আর না হয় পাকিস্তান পাঠিয়ে দিন এভাবে মানুষদের কস্ট দিবেন না।
২ দেশের রাষ্ট্রপ্রধানরা এই বিষয়ে নিরব।
আসলে দুই দেশে এখনো কত হাজার অবহেলিত মানুষ 😢
Thanks BBC
আপনাদেরকে জেনেভা ক্যাম্প থেকে বের হতে হবে। স্বাবলম্বী হতে হবে। বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে। যে দেশ ১৯৪৭ সালে আপনাদের আশ্রয় দিয়েছে, ১৯৭১ সালে সে দেশের বিরুদ্ধে গিয়ে আপনাদের পূর্ব পুরুষেরা পাপ করেছিল। তারই ফল ভোগ করছেন আপনারা।
@BBC News বাংলা
মোহাম্মদপুর ও মীরপুর এলাকায় যারা থাকেন তারা বলতে পারবেন বিহারীরা এখানে কত ভালো সুযোগ সুবিধায় থাকে। খুব সামান্য কয়েকজন বিহারী ক্যাম্পে থাকে, বাকি সবাই এখানে আত্মীয়তার সম্পর্ক তৈরীর পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে নিজস্ব বাড়ি করে স্থানীয় হয়ে গেছে। এমন কি সরকারি খাস জমিগুলো তারা দখলে নিয়ে বহুতল বাড়ি নির্মাণ করেছে। সরকারি উন্নয়ন কাজে যেমন রাস্তা প্রসস্থকরণ কাজে রাজউক বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যখন ভূমি অধিগ্রহণে আসে, তখন বিহারিরা ইট পাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে আক্রমণ করে পুলিশের উপর।
বিহারিরা বাংলাদেশের নাগরিকত্ব এবং নাগরিক সুযোগ সুবিধা ভোগ করা সত্ত্বেও মানসিকভাবে তারা নিজেদের বাংলাদেশী হিসেবে মেনে নিতে পারে না।
ওরা বিহারী না বাংলাদেশে না পাকিস্তান এটা আমার
Everybody has equal rights. Give them their right. They are human. Everybody has their own rights in this world and it has given by our creator. No one has the right to take it from anyone.
khub sondor hoyase episod ta .....
Thanks bbc
কিয়ামতের আগ পর্যন্ত আমরা প্রকৃত মানুষ হতে পারব না...🤬🤬🤬
যারা নিজের দেশের মানুষ কে নিজের বলে ভাবেনা তারা আবার প্যালেস্টাইন নিয়ে কথা বলে 😶😶
😢
They must Bangladeshi.
Govt. should take proper steps to give up from current situation.
বাংলাদেশের মানিকগঞ্জ জেলায় অবস্থিত বিভিন্ন চরাঞ্চলে কমদামে সস্তা জমি আছে। বাংলাদেশী বিয়ে করে গ্রামে ছড়িয়ে পড়লে ও জমি কিনে বাড়ি করলে ক্যাম্প বসবাস না করলে তারা বাংলাদেশী হয়ে যাবে
বাসা ভাড়ার ক্ষেত্রে ব্যাচেলদের বিড়ম্বনা নিয়ে একটা প্রতিবেদন করলে ভালো হয়।
নিজের নিজের জন্মস্থান কে ভালো বাসি,, নিজে ভালো থাকি অন্য কে ভালো রাখি,,
He allha afne Oder Jonno kishu coren Allah afne mohan amin
বিহারি রা তো নাগরিকত্ব পেয়েছে কিন্তু পাকিস্তানে তো বাংগালীরা তো কোন নাগরিকত্ব ই পাইনি কোন শিক্ষা চিকিৎসা কিছুই পাইনি কিন্তু বিহারি রা তো চিকিৎসা শিক্ষা চাকরি জমি কেনা সবকিছু পেয়েছেন।
Asslamualikum amazing subhanalla alhamdulilha we request gobment from intaire world give them citizens all about them for living Bangladesh 🇧🇩 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
মানুষের মধ্যে এত বৈষম্য খুবই দুঃখজনক। কিসের জন্য রাজনীতি কিসের জন্য ক্ষমতা?
বিহারি রা অনেক ভালো আছে করাচির বাংগালী দের থেকে
দেশের সুবিধা দেওয়া হোক
দেশ স্বাধীন হওয়ার পরেও মিরপুর স্বাধীন হলো না যুদ্ধের পর আবার যুদ্ধ করতে হয়েছিল আর আজ তারা নাগরিক অধিকার চাই
এরা ভন্ড। এরা এদের পূর্ব পুরুষদের মতো বদ
তারা মুসলমান বাংলাদেশী
রিপোর্টারের কণ্ঠ প্রিয় সালাউদ্দিন সুমন ভাই।
এই যুগে এমনটা মানা যায় না।
স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেছে অথচ তারা এখনো নাগরিক কোন সুযোগ-সুবিধা পায়নি অবিলম্বে সরকারের উচিত এদেরকে পূর্ণাঙ্গ নাগরিকতা সুযোগ-সুবিধা পূর্ণ ঘোষিত করা উচিত বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশের যেরকম নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছে তাদের কেউ দেয়া হোক এরকম
পাকিস্তানি নাকি বিহারী সেটা জানতে হলে ফিরে যেতে হবে ১৯৪৭ সালের দেশ ভাগের সময়টিতে!! সেই সময় সমগ্র ভারতবর্ষের হিন্দু মুসলমানদের অপশন দেয়া হয়েছিল দেশ পছন্দ করার কারণ দেশ ভাগ হয়েছিল ধর্মের উপর ভিত্তি করে। সেই সময় ভারত অংশের বিহার নামক জায়গাটা মুসলিম অধ্যুষিত ছিল। সেই ভারতের বিহারের অনেক মুসলমান পরিবার সিদ্ধান্ত নেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে বসবাস করার। তাদের কাছে ২টি পছন্দ ছিল। একটি হলো পশ্চিম পাকিস্তান (যেটা বর্তমানে পাকিস্তান রাষ্ট্র) আর একটি পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)। ভৌগলিক দিক থেকে ভারতের বিহার অংশটি পূর্ব পাকিস্তানের কাছাকাছি থাকার কারণে সেই সব বিহারের মুসলিম পরিবারগুলো পূর্ব পাকিস্তানকে বেছে নেয় বসতি স্থাপনের জন্য। যেহেতু, তারা বিহার থেকে এসেছিল তাই পূর্ব পাকিস্তানে আসার পর তাদেরকে বিহারী নামেই সন্মোধন করা হতো। এখন যেমন আমরা বলে থাকি নোয়াখাইল্লা কিংবা সিলটি কিংবা চাটগাইয়্যা বা আরাকানী/রহিঙ্গা, ইত্যাদি। সেই সময় তারাও আমাদের বলত বাঙ্গাল আর আমরা তাদের বলতাম বিহারী। এই বিহারীরা আবার সেই সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের একনিষ্ঠ ভক্ত ছিল কারণটা হলো বিহারীরা উর্দুতে কথা বলত!! বিহারীদের মাতৃভাষা উর্দু হবার কারণে পশ্চিম পাকিস্তানের কাছে তাদের আলাদা একটা সমাদর/কদর ছিল। ব্যাপারটা দাঁড়িয়েছিল এরকম যে চোরে চোরে মাসতুত ভাই নয়, তারা উর্দুতে উর্দুতে মাসতুত ভাই হয়েছিল!! কেন তারা মাসতুত ভাই হয়েছিল সেটা আমরা ১৯৫২’র ভাষা আন্দোলনে বুঝতে পেরেছি!! যখন পশ্চিম পাকিস্তান উর্দুকে আমাদের উপর চাপিয়ে দিতে বিফল হলো তখন এই বিহারীদের তারা তোষণ করা আরও বাড়িয়ে দিলো। এতে আমরা যারা পূর্ব পাকিস্তানের বাঙ্গালী ছিলাম তাঁদের এই বিষয়ে খুব একটা চুঁলকানি ছিল না। কিন্তু বিহারীদের সাথে সমস্যা তৈরি হতে থাকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে। যুদ্ধের সময়টা বিহারীরা ইয়াহিয়ার প্রেমে পড়ে একটা চরম ভুল সিদ্ধান্ত নিয়ে নিল এবং তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করে। সেই যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীদের এজেন্ট হিসেবে কাজ করে। বাকিটা আমরা সবাই ইতিহাসের পাতা থেকে জানি!!
দুঃখের বিষয় হলো ১৯৭১ এর মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তানের পরাজয়ের সাথে সাথে এই বিহারীদেরও পরাজয় ঘটে। পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে জন্ম নিল বাংলাদেশ। এখন এই বিহারী বেচারারা পড়ে গেলো মানিকের চিপায় কারণ বন্দি বিনিময়ের সময় বিহারীরা চেয়েছিল যা হবার হয়েছে এবার তারা পশ্চিম পাকিস্তানে চলে যাবে, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস!! এই বিহারীদের প্রাণের প্রিয় ইয়াহিয়া পরবর্তিতে জুলফিকার আলি ভুট্টু তাদের পশ্চিম পাকিস্তানের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায় এবং প্রত্যাখ্যান করে। ঐ সময় একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ বিহারিদের অবস্থা এমন হয়েছে যে না ইধারকা মাল না, ওধারকা… বিহারীরা না ভারতের হলো, না পাকিস্তানের!! সেই ভুল করা বিহারীদের পরবর্তী প্রজন্ম তাদের পূর্ব পুরুষদের পাপের বোঝা নিয়ে বাংলাদেশের বুকে ধুকে ধুকে জীবন চাকা চালিয়ে নিচ্ছে। ধন্যবাদ!!
শানে-নুযুলঃ উপরোক্ত ইতিহাস থেকে সবাইকে এই ব্যাপারটা সঠিকভাবে বুঝতে/অনুধাবন করতে হবে যে;
- এরা আটকে পড়া পাকিস্তানী না, তারা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানেও আসেনি এবং বর্তমান পাকিস্তান তাদের পাকিস্তানী বলে স্বীকারও করে না কারণ তারা [প্রথম পুরুষ] ভারতের বিহার থেকে এখানে এসেছিল।
যদিও এখনো মোহাম্মদপুরের জহুরী মহল্লায় সাইনবোর্ড ঝুলে আছে যেখানে লেখা “আটকে পড়া পাকিস্তানী”দের রিলিফ ক্যাম্প।
- এই প্রজন্ম জন্মগতভাবে বাংলাদেশী কিন্তু জাতিগতভাবে তারা বিহারী [প্রিসাইসলী “ভারতীয় বিহারী”] যা অস্বীকার করার কোন অবকাশ নেই।
- জাতিগত পরিচয় সবার আছে এবং থাকবে, সেই সুবাদে তাদের পূর্ব পুরুষ বিহারী এবং যারা এখানে জন্ম নিয়েছে তার বাংলাদেশী বিহারী, তবে তারা “বিহারী”।
- বিহারীদেরকে আলাদা করে দেখাটা বৈশম্য (যদিও তারা বাংলাদেশ জন্মের বিরোধীতা করেছিল), তবে বাংলাদেশী বিহারীদের আরো আন্তরিক হতে হবে যাতে সবাই সবাইকে সমানভাবে বাংলাদেশী হিসাবে ভাবে/গণ্য করে।
- যেহেতু তারা বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে, এখন আর “আটকে পড়া রিফিউজী” না। সুতরাং সরকারী জায়গা দখল করে এই সমস্ত ক্যাম্পে না থেকে সেখান থেকে বেড়িয়ে এসে স্বাধীন জীবনধারণ করতে হবে। সরকার থেকে আর কোন বিশেষ সুবিধা নেয়া যাবে না যার কারণে বিহারীদেরকে বাঙ্গালীরা অন্য চোখে দেখে। এই বৈষম্য থেকে বের হওয়ার জন্য বিহারীদেরকেই প্রধান ভূমিকা পালন করতে হবে।
সব এই ঠিক আছে কিন্তু বিহার কোন কালে মুসলিম অধ্যষিত এলাকা ছিল?
আটকে পরা পাকিস্তানি বলতে তো বোঝাই যাচ্ছে যে পাকিস্তানিরা কিন্তু ওরা নিজেদেরকে বলে বিহারী। ২ টার মধ্যে তো পার্থক্য হবার কথা বিহারী বলতে ভারতের বিহার থেকে আশা লোকজন। বিহারী মানে বিদেশি এমনটাও শুনিনি কখোনো। তাহলে আসল ব্যাপারটা কি?