এই ভিডিওতে এতক্ষণ যেই লোকটা উপস্থাপনা করলেন তাকে আমার খুব পছন্দ হয়েছে। কারণ পুরো ভিডিওটি তিনি একবারও বলেন নাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বা বেল বাটনে চাপ দিতে।
রাজধানীর বেশিরভাগ মানুষ গার্মেন্টস শ্রমিক। যদি যত্রতত্র গড়ে ওঠা ফ্যাক্টরি গুলোকে পরিকল্পনায় আনা যায় তাহলেই এর সমাধান সম্ভব। তার প্রমাণ করোনাকালিন ও ঈদের ঢাকা।
আমি একজন ভারতীয়। আমি মনে করি রাজধানী পরিবর্তনের দরখার নেই। বাংলাদেশ যেহেতু একটা ছোট দেশ আরেকটি নতুন শহর ঘড়তে অনেক জমির দরখার হবে। এতে মানুষের অনেক ক্ষতি হবে। তাই রাজধানী পরিবর্তন না করে দেশের মধ্যে আর যে বড় বড় শহর আছে সেগুলোকে ঢাকার মতো উন্নত করতে হবে। যখন ঐসব শহর গুলোতে সব ধরনের উন্নত ব্যবস্থা সাধারন মানুষ পাবে, তখন মানুষ ঢাকা ছেড়ে ঐ শহরগুলোতে আসতে বাধ্য হবে। ঢাকার চাপ ও কমবে। এর ফলে দেশটাও আরো উন্নতি লাভ করবে।
যুক্তিসঙ্গত উপস্থাপন। তবে আমার মনে হয় ঢাকা শহরকে বানিজ্যিক শহর হিসেবে রেখে দিয়ে পূর্বাঞ্চলের মত আরও দুইটি নতুন শহর তৈরি করা উচিত। যার একটি হবে প্রশাসন নগরী, আর অপরটি হবে শিক্ষা নগরী। তাহলেই ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে।
This is the fault of the government and special interest and the elite and their policies, you reap what you sow. And this is the culmination of years of neglect and the failure to reign in corruption as well the deeply troubling and distasteful views held by many Bengalis towards one and other. The successive governments have pandered to their base which has mainly been situated around Dhaka. They have sold seats like shares which are simply scrap from the tables to politicians who tow the line. And like medieval times these politicians are given the power to rule over different parts of the country while the executive branch keeps its power base in and around Dhaka. Everything from the best universities, hospitals the most advanced infrastructure systems have all been applied in Dhaka. While most of the rest of the country are left to the mercy of the corrupt politicians dictate how their respective areas will be governed without much or any accountability. The central government turns a blind eye. The rich get richer while the poor are destitute, hungry and starving, and out of this hopelessness they seek a better life for themselves and their families. So when they look to Dhaka and see all that is developing there. They naturally gravitate towards it like hungry flies which hatched and hungry. If the government seriously wants to put an end to this situation they need to encourage businesses to spread out. They need to provide good quality road and railway networks for transportation and logistics. They need to reign in the corruption and bring the responsibility of maintaining these transport links onto the central government and ensure that corruption does not stifle or hinder those who seek to develop new industry and new markets and create new jobs. This will reduce the flow of people to Dhaka and further develop the country as a whole.
প্রশাসনিক রাজধানী ঢাকায় থাকুক। কিন্তু বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে সরিয়ে আনা হোক। এতে আপনাআপনি যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চল একইসাথে দ্রুত উন্নত হবে।চট্টগ্রাম আশেপাশের জেলাকেও নগরায়ন করতে পারবে
বাংলাদেশের তিন টি শহর আছে সেরা একটি হলো ঢাকা ২ টি চিটাগাং ৩ টি সিলেট, ঢাকা বিজনেসের জন্য সেরা, চিটাগাং import-export করার জন্যসেরা আর সিলেট রাজধানী হলে অনেক ভালো হবে জায়গা খুব সুন্দর, যানজট মুক্ত সিলেট সবুজ শ্যামল পরিবেশ সিলেট
এই পরিকল্পনাটুকু স্বাধীনতার পর 1972 সালে করা উচিত ছিল😊 । কারণ তখন যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল এবং পরিকল্পনামাফিক সুন্দর ভাবে ঢাকা সিটি গড়ে তোলা যেত 😊।। এখন এসব বলে লাভ নেই😊। তবে বড়জোর কিছু বিকল্প ব্যবস্থা নেয়া যেতে পারে😊😊।।
@@mdnoyonislam7488 নয়ন ভাই, স্বপ্নে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের সাথে দেখা। স্যারকে বল্লাম স্যার, আমাদের দেশে নিউটন জন্মায় না ক্যা? স্যার বল্ল তোদের রাজধানীতে আপেলের বাগান নাই। রাজধানী আগে দোতালা বানা, তার উপর আপেলের বাগান লাগা। তারপর দেখবি কেজি কেজি আপেল পড়বে। আর কেজি কেজি নিউটন জন্মাবে।
কুমিল্লা এমন একটা জায়গা শিক্ষা দীক্ষায় সংস্কৃতি সাহিত্যে খেলাধূলা,পর্যটন ব্যবস্থা, বিমানবন্দর বিদ্যুৎ ব্যবস্থা নদী বন্দর , চার লেন মহাসড়ক, ঢাকা ও চট্টগ্রাম এবং সিলেটের মধ্যস্থল যোগাযোগ এর কেন্দ্র স্থল।ও ভারতের সাথে স্থলবন্দর সব অাছে কুমিল্লায়। তাই বাংলাদেশের নতুন রাজধানী হিসেবে কুমিল্লাই সর্বোত্তম। সরকার যদি চায় অন্য জায়গায় করতে তাও রাজি।মোট কথা রাজধানী স্থানান্তরিত করতে হবে।১ বছররের উন্নয়ন কমিয়ে এটা করা উচিৎ।
রাজধানী থেকে কলকারখানা আর বিশ্ববিদ্যালয়গুলো সরিয়ে তার আসপাশের জেলাগুলোতে এবং বিভিন্ন যানবাহনের স্টেশনগুলো ঢাকার আসপাসে নেওয়া হলে মনে হয় সমস্যা সমাধান হবে।
অবশ্যই এটা খুব জরুরি ভাবে করা উচিত, সব বড় বড় প্রতিষ্ঠান গুলির শাখা তৈরি করা হোক,তাতে করে প্রতিষ্ঠানের কাজের মান বাড়বে,বাড়বে বেকার যুবকদের কর্মসংস্থান, সেই সাথে নতুন রাজধানী তে, প্রত্যেক টি মন্ত্রণালয়ের অধীনে পৃথক পৃথক ভাবে প্রতিষ্ঠান গড়ে তোলা হোক। তাতে করে দেশ এর সুযোগ সুবিধা এবং কাজের গতি বেড়ে যাবে,দেশ ও এগিয়ে যাবে কয়েকধাপ।
ঢাকা থেকে রাজধানী সরানো হবে না। রাজধানী ঢাকা ঢাকাই ঠিক আছে। প্রয়োজনে প্রতিটা বিভাগে বড়ো বড়ো মিল কারখানা গার্মেন্টস্ এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিজ চালু করতে হবে। যাতে প্রতি বিভাগের লোকজন তাদের অঞ্চলেই কর্ম সংস্থানের সুযোগ পায়। তাদের যেনো জীবিকা নির্বাহের জন্য নিজ দেশ ত্যাগ করে ঢাকায় আসতে না হয়। তাহলেই ঢাকায় জনগণের চাপ কম থাকবে। আর সবার শেষে একটি কথা হচ্ছে রাজধানী হিসেবে ঢাকাই Best
পুরান ঢাকা ভেংগে হাই রাইজ বিল্ডিং করা লাগবে... ৩ তালার ১০ টা বিল্ডিং না বানায়ে ৩০ তালার এক্টা বানানো উচিত...মিরপুর, পুরান ঢাকা, মোহাম্মাদপুর সহ ঘিঞ্জি এরিয়া ভেংগে ঠিক করা লাগবে
@@km99999 it will happen sooner or later...for that at first we needed economic stability... Now we have that....and secondly the housing projects must be done by the government....if the private sectors build this houses they will look for their best profit not the well being of the society.... Singapore government took charge over the housing sector back in the 60s.... And the other thing we must do is to think 100-200 years ahead....we cant build massive infrastructures for a mere 20-30 year period....just look prague, those houses were built hundreds of years ago but its still relavent to this day....the buildings must be done in a proper way....and japan is much bigger than bangladesh but 80% of their land is rocky and inhabitable.... Their population is heavily concentrated in the cities....only 9% japanese people live in the country side....comepared to that bangladesh is in much better position... Government must be rock solid in ita decision making
ঢাকা রাজধানী থাকুক।কিন্তু হ্যা ঢাকায় সব কাজ, বড় বড় প্রতিষ্ঠান অর্থাৎ ঢাকা সব কাজ না করে দেশের বড় বড় শহর গুলোতে কাজ গুলো বন্টন করে দিতে হবে। তাহলে ঢাকার চাপ কমবে।
প্রতিটা জেলা শহরে যদি গার্মেন্টস কোম্পানি ও শিল্প কারখানা স্থাপন করার ব্যবস্থা করে তাহলেই ঢাকার যানজট কমে যাবে এবং একটি করে ইয়ারপোর্ট করতে হবে। দেখবেন দেশ ও জেলা গুলো যেমন উন্নত হচ্ছে দেশর মানুষের ভাবমূর্তি ও বদলে যাবে।
ঢাকা থেকে রাজধানী সরিয়ে ময়মনসিংহের দিকে স্থানান্তর করা উচিত।গাজীপুর-ময়মনসিংহ সংযোগ স্থলে হলেও ভাল।তাছাড়া ময়মনসিংহ বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি প্রাচীন শহর।শিক্ষা,সংস্কৃতি,শিল্পেও এগিয়ে আছে। তাই ভাল হবে।
বেশি কিছু না, শুধু বেকারত্ব আর দারিদ্র্যতা নিয়ন্ত্রণে আনতে পারলেই ইনশাআল্লাহ সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর রাজধানী সরিয়ে নেয়ারও কোন প্রয়োজন হবে না। ❤🎉 যারা আমার সাথে একমত তারা রিপ্লাই দিবেন❤🎉
আমার মতে দুই রাজধানী হিসেবে চট্টগ্রাম ভালো অপশন।এর সাথে আমাদের ঐতিহ্যের সম্পর্ক কম নয়।আরব্য বণিকসহ মুঘল,সুলতানি, ইংরেজ সবার কাছে চট্টগ্রাম, ঢাকার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল।
@@MDWASIM-tg2et ভাসানীর এলাকা, বিচারপতি শাহাবুদ্দিন (সাবেক প্রেসিডেন্ট) এর এলাকা, পিসি সরকার এর এলাকা...... বুজতে পারলে আর আছে কাদের সিদ্দিকী বীরউত্তম এর এলাকা
রাজধানী Cox's bazarএ নিয়ে যাওয়া উচিত। এর ফলে রাজধানী-cox's Bazar খুবই তারাতারি কক্সবাজার একটি শক্তিশালী অর্থনীতিতে জেলাতে পরিনত হবে। যদি সম্ভব হয় এই বিষয়টা নিয়ে video তৈরি করে সকলের কাছে বিষয়টা বিবেচনা জন্য তুলে ধরবেন।
@@BioscopeEntertainment divide the country up in six or seven self governing division units with tax raising and spending power locally and these actions will be overseen by central government departments .?? Plz make comments on this idea .
@@BioscopeEntertainmentবগুড়ায় করা উচিত। কেননা বগুড়ায় সব আধুনিক ব্যবস্থা আছে।বাস, ট্রেন তো আছেই এয়ারপোর্ট ও আছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ও অনেক ভালো। শহরের বাইরেও অনেক খাস জমি আছে। শুধু প্রশাসনিক দপ্তরটা বসালেই হয়। একসময় বগুড়ার মহাস্থানগড় ই ছিল বাংলার রাজধানী। সুতরাং বগুড়ায় ই রাজধানী আনা হোক। যদিও আমি বগুড়ার না এবং যদিও আওয়ামী লীগ সরকার এটা করবে না তবুও বললাম আরকি!!!😃😃
বাংলাদেশের সবচেয়ে বড় জেলার মধ্যে চট্টগ্রাম হল দ্বিতীয়।।আর বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হল চট্টগ্রাম।।আর বাংলাদেশের রাজধানী চট্টগ্রামের করলে ভালো হবে।। কারণ চট্টগ্রামে অনেক বড় , আয়তনে ঢাকা চট্রগ্রামের 3ভাগে 1.5ভাগ।।
আপনি একটা সুন্দর ভিডিও তৈরি করেছেন আপনাকে ধন্যবাদ। নিচে কমেন্টে যা লিখেছে তা। কি সরকার জানে না জানলে সরকার যে কাজ করলে জানবে সেই কাজটা করুন বেশি খুশি হবো।
আমার মনে হয় উত্তর বঙ্গের অর্থাৎ রংপুর,দিনাজপুর, ঠাকুরগাঁও এই দিকে সরকারের দেখা উচিত।কারন এসব এলাকায় এখনো তেমন আধুনিকায়ন হয়নি।আমি নিজে দেখেছি এই দিকে সরকার খেয়াল করলে খুব সহজেই এই জায়গাগুলোতে বানিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
পদ্মা সেতু চালু হলে এবং পায়রা বন্দর চালু হলে, যদিও পায়রা বন্দরে প্রতিদিন স্বল্প পরিমানে পণ্য খালাস হচ্ছে এবং মোঙ্গলা বন্দর আগের থেকে অনেক বেশী কার্যকর হয়েছে। এবং গার্মেন্টস মালিকেরা বরিশালে জায়গা কেনা শুরু করেছে। তখন খুলনা বরিশাল বিভাগ দেশের অর্থনীতিতে মূল দায়িত্ব পালন করবে।
আমার মনে হয় সরকারী কাজ বিভাগভিক্তিক করলেই হবে।।বিভাগকে তার এলাকার সকল কাজ করার ক্ষমতা দিলেই ঢাকার চাপ কমে যাবে।।আর সরাসরি কেন্দ্রের কাছে জবাবদিহি করবে কেননা এখন অনেক সরকারী কাজ অনলাইনে হলেও ৮৫% কাজ সঠিকভাবে ভাবে শেষ করার জন্য ঢাকায় যাইতেই হয়।
ঢাকা সিটির 40% অফিসিয়ালি কাজ কুমিল্লা সিটিকে দিতে পারে এয়ারপোর্ট টাও সরকার চালু করতে পারে, যেহেতু 4 ল্যান্ড হাইওয়ে রোড ঢাকা চট্টগ্রামের মাঝামাঝি অবস্থিত যোগাযোগ খুবই উন্নত!
ঢাকা থেকে কিছু জিনিস সরিয়ে নিলেই সব ঠি হয়ে যাবে, যেমন : গার্মেনটস,উন্নত মানের মেডিকেল হাসপাতাল,বি সি বি ক্রিকেট কার্যলয়,ভিসা প্রসেসিং ট্রাবেল এজেন্সি, এবং ক্যামেকেল যুক্ত কোনো প্রতিষটান ঢাকার বাহিরে।
ঢাকা থেকে সরিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর পদ্মার সেতুর আশে পাশে করলে অনেক মানুষের চাপ থেকে ঢাকা মুক্তি পাবে,,, ঢাকায় অগনিত স্কুল ,কলেজ ,এই সংখ্যা পাওয়া কমানো উচিত ,,, এভাবে একটা শহর চলতে পারে না ,,,
এই ভিডিওতে এতক্ষণ যেই লোকটা উপস্থাপনা করলেন তাকে আমার খুব পছন্দ হয়েছে। কারণ পুরো ভিডিওটি তিনি একবারও বলেন নাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বা বেল বাটনে চাপ দিতে।
Ekdom thik kotha bolechen apni
ভালো লাগ্লে মানুষ এমনি সাবস্ক্রাইব করবে।
Hmm
আপনি একা জানেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব জিনিশটা কি জানেন না।
Mehboob .
ঢাকা থেকে গার্মেন্টস শিল্প কারখানা সরিয়ে নিয়ে প্রত্যেকটা বিভাগ জ্বালাতে দিলেই ঢাকার চাপ কমে যাবে আর বাকি বিভাগ জেলা ও অনেক উন্নত ভালো হবে
Best cmnt & moner kotha.
সঠিক বলছেন
Right brother, Very good idea.
ঠিক
আপনার মন্তব্য টা যুক্তিপূর্ণ ছিল।
*কে কে ঢাকা থেকে শরিয়ে নিতে চান ঢাকা রাজধানী?*
আমি
@@saeidkhan5541 good
আমি
@@ময়ূরপঙ্খি৷ good
প্লিজ সাবস্ক্রাইব
প্রতিটি জেলার মানুষ যেন তার জেলাতেই সব সুযোগ পায় সে ব্যবস্থা করে দিলে ই হবে
রাইট
তাহলে সিলেটি দেড় কে ক্ষমতায় বসানু হুক থাইলে হবে 😎
প্রতিটি বিভাগিয় শহরকে উন্নত করুন তাহলেই ঢাকার উপরে চাপ কমবে
100% Right
রাজধানীর বেশিরভাগ মানুষ গার্মেন্টস শ্রমিক। যদি যত্রতত্র গড়ে ওঠা ফ্যাক্টরি গুলোকে পরিকল্পনায় আনা যায় তাহলেই এর সমাধান সম্ভব। তার প্রমাণ করোনাকালিন ও ঈদের ঢাকা।
ঢাকা থেকে গার্মেন্টস ও ইন্ডাস্ট্রি সরিয়ে নিলেই মানুষের চাপ অনেক কমে যাবে।
রাজধানীতে কেন ইন্ডাস্ট্রি থাকবে?
Right
অর্থাৎ প্রশাসনিক কেন্দ্র হিসেবে থাকবে
Sala asob na takle tora rastay nama lagbe
@@MdSumon-gk6hc obviously thakbay but Dhakay na onno kno jaikatay
hhh
আমি একজন ভারতীয়। আমি মনে করি রাজধানী পরিবর্তনের দরখার নেই। বাংলাদেশ যেহেতু একটা ছোট দেশ আরেকটি নতুন শহর ঘড়তে অনেক জমির দরখার হবে। এতে মানুষের অনেক ক্ষতি হবে। তাই রাজধানী পরিবর্তন না করে দেশের মধ্যে আর যে বড় বড় শহর আছে সেগুলোকে ঢাকার মতো উন্নত করতে হবে। যখন ঐসব শহর গুলোতে সব ধরনের উন্নত ব্যবস্থা সাধারন মানুষ পাবে, তখন মানুষ ঢাকা ছেড়ে ঐ শহরগুলোতে আসতে বাধ্য হবে। ঢাকার চাপ ও কমবে। এর ফলে দেশটাও আরো উন্নতি লাভ করবে।
গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্যে আপনাকে ধন্যবাদ
r8
যুক্তিসঙ্গত উপস্থাপন। তবে আমার মনে হয় ঢাকা শহরকে বানিজ্যিক শহর হিসেবে রেখে দিয়ে পূর্বাঞ্চলের মত আরও দুইটি নতুন শহর তৈরি করা উচিত। যার একটি হবে প্রশাসন নগরী, আর অপরটি হবে শিক্ষা নগরী। তাহলেই ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ, আপনার মতামত প্রদানের জন্যে।
Good idea.
আমার মনে হয় সিলেট ভালো হইবে
@@mdmohibul6419 yea sylhet will be very good
This is the fault of the government and special interest and the elite and their policies, you reap what you sow. And this is the culmination of years of neglect and the failure to reign in corruption as well the deeply troubling and distasteful views held by many Bengalis towards one and other. The successive governments have pandered to their base which has mainly been situated around Dhaka. They have sold seats like shares which are simply scrap from the tables to politicians who tow the line. And like medieval times these politicians are given the power to rule over different parts of the country while the executive branch keeps its power base in and around Dhaka. Everything from the best universities, hospitals the most advanced infrastructure systems have all been applied in Dhaka. While most of the rest of the country are left to the mercy of the corrupt politicians dictate how their respective areas will be governed without much or any accountability. The central government turns a blind eye. The rich get richer while the poor are destitute, hungry and starving, and out of this hopelessness they seek a better life for themselves and their families. So when they look to Dhaka and see all that is developing there. They naturally gravitate towards it like hungry flies which hatched and hungry. If the government seriously wants to put an end to this situation they need to encourage businesses to spread out. They need to provide good quality road and railway networks for transportation and logistics. They need to reign in the corruption and bring the responsibility of maintaining these transport links onto the central government and ensure that corruption does not stifle or hinder those who seek to develop new industry and new markets and create new jobs. This will reduce the flow of people to Dhaka and further develop the country as a whole.
রাজধানী পরিবতনের উদ্দগ আরও ৫ বছর আগে নেওয়া উচিৎ ছিল🇧🇩
tik shakib vai.
ঠিক বলছেন,,, এখন নিলেও চলবে
You are right
Right
Ato boro sahos Karo nai.kono dhakaiya ETA mene nibe na
ঢাকা থেকে গার্মেন্ট প্রত্যেক জেলা গুলো তে নিয়ে আসলে ভালো হতো এতে করে জেলা গুলোও উন্নত হতো সব কিছু যদি ঢাকার মধ্যে তাকে তাইলে জেলা গুলো উন্নত হবে না
যদিও আমি ঢাকায় বসবাস করি তবুও আমি মনে করি বাংলাদেশের রাজধানী পরিবর্তন করা উচিত।
আমি মনে করি বাংলাদেশের রাজধানী সরিয়ে নিলেই ভালো হত। আপনি দয়া করে এই ভিডিও নতুন ভাবে নতুন কিছু যুক্ত করে আবার আপলোড করবেন!
দেশ চলে সাধারন বিষয়ে পড়া লোক দিয়ে অথচ উন্নত দেশ চলে পরিকল্পনাবিদ, প্রকৌশলী,ডাক্তারের চিন্তার মধো দিয়ে।
ঢাকা এমন একটি স্থান যা রাজধানী হিসেবে ভালো। কারণ এটা বাংলাদেশের একটা মধ্যমনি।
Right bro
১০০ টা ইকোনমিক জোন ও বেশ কয়েকটি স্যাটেলাইট সিটির উন্নয়ন চলমান তাই আমি করছি অদূর ভবিষ্যতে ঢাকার উপর চাপ অনেকটা কমতে শুরু করবে,ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ
চট্টগ্রামকে বাংলাদেশের রাজধানী বানানো হোক .কারা আমার সাথে একমত .
প্রতি বছর বন্যা সমস্যায় পড়তে হবে।তারপর একটা রাজধানী কেন্দের দিকে হলে পুরো বাংলাদেশের উপকার হবে।যেমন মানিকগঞ্জ, গাজীপুর ইত্যাদি
যেসব প্রশাসনিক কাজের জন্য মানুষের রাজধানীতে যেতে হয়।।সেসব কাজের ক্ষমতা জেলা/ উপজেলায় দেয়া হোক
পার্বত্যচট্টগ্রামে বাংলাদেশের রাজধানী করেন বাংলাদেশের রাজধানী।
প্রশাসনিক রাজধানী ঢাকায় থাকুক। কিন্তু বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে সরিয়ে আনা হোক। এতে আপনাআপনি যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চল একইসাথে দ্রুত উন্নত হবে।চট্টগ্রাম আশেপাশের জেলাকেও নগরায়ন করতে পারবে
দেশের উন্নতির স্বার্থে অবশ্যই সরিয়ে নেয়া উচিত
ঢাকা, থেকে, রাজধানী, সরিয়ে, নেয়া হক, আমাদের,সবার,মত
right
*গ্রামকে উন্নয়ন করতে হবে গ্রামকে শহরে রূপান্তর করতে হবে*
*মানুষজনকে গ্রামে ফিরিয়ে দিতে হবে এটা শহরের উপর চাপ কমবে*
ঢাকা থেকে সব প্রতিষ্ঠানের একটা শাখা রাখা। bus stand,launch ghat,airport ফাকা জায়গায় সরিয়ে নেয়া ভালো।
রাজধানী ঢাকা কে সরিয়ে গাজীপুর, নরসিংদীতে আনলে নতুন করে পরিকল্পনা করলে , অনেক ভালো হতো । ঢাকা বসবাসের উপযোগী হারিয়েছে ।
ধন্যবাদ আপনাকে
ঠিক বলেছেন।
রাজধানী হবে বংগবন্ধুর জন্মভুমিতে, টুংগীপাড়ায়
গাজিপুর, নরসিংদী অলরেডি বস্তিতে পরিণত হয়েছে😒😒😒
রাজধানী পদ্মার পাড়ে শরীয়তপুর,মাদরীপুরেই সরিয়ে নেয়া উচিত।😏😏😏
বাংলাদেশের তিন টি শহর আছে সেরা একটি হলো ঢাকা ২ টি চিটাগাং ৩ টি সিলেট, ঢাকা বিজনেসের জন্য সেরা, চিটাগাং import-export করার জন্যসেরা আর সিলেট রাজধানী হলে অনেক ভালো হবে জায়গা খুব সুন্দর, যানজট মুক্ত সিলেট সবুজ শ্যামল পরিবেশ সিলেট
এই পরিকল্পনাটুকু স্বাধীনতার পর 1972 সালে করা উচিত ছিল😊 । কারণ তখন যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল এবং পরিকল্পনামাফিক সুন্দর ভাবে ঢাকা সিটি গড়ে তোলা যেত 😊।। এখন এসব বলে লাভ নেই😊। তবে বড়জোর কিছু বিকল্প ব্যবস্থা নেয়া যেতে পারে😊😊।।
ঢাকা শহরের অনেক প্রশাসনিক সুবিধা অঞ্চলিক বড় বড় শহর গুলোতে পৌঁছে দিতে পারলে এবং ঐখানে কর্মসংস্থান তৈরি করলে সমস্যা থাকবে না
ভাই,
আমাদের চিন্তাভাবনা হলোঃ
আঞ্চলিক শহর 👉👌 দিক।
প্রয়োজনে ঢাকার উপর একটা ছাদ বা ঢাকনা দিয়ে ঢাকার উপরেই দোতালা ঢাকা বানাতে হবে।
right
@@hwvarieties2767 .
@@md.mosharrafhossain7803 ভাই আপনে এই হাচা কথা কইলেন কেমতে
@@mdnoyonislam7488
নয়ন ভাই,
স্বপ্নে
বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের সাথে দেখা।
স্যারকে বল্লাম
স্যার, আমাদের দেশে নিউটন জন্মায় না ক্যা?
স্যার বল্ল তোদের রাজধানীতে আপেলের বাগান নাই।
রাজধানী আগে দোতালা বানা,
তার উপর আপেলের বাগান লাগা।
তারপর দেখবি কেজি কেজি আপেল পড়বে।
আর কেজি কেজি নিউটন জন্মাবে।
কুমিল্লা এমন একটা জায়গা শিক্ষা দীক্ষায় সংস্কৃতি সাহিত্যে খেলাধূলা,পর্যটন ব্যবস্থা, বিমানবন্দর বিদ্যুৎ ব্যবস্থা নদী বন্দর , চার লেন মহাসড়ক, ঢাকা ও চট্টগ্রাম এবং সিলেটের মধ্যস্থল যোগাযোগ এর কেন্দ্র স্থল।ও ভারতের সাথে স্থলবন্দর সব অাছে কুমিল্লায়। তাই বাংলাদেশের নতুন রাজধানী হিসেবে কুমিল্লাই সর্বোত্তম। সরকার যদি চায় অন্য জায়গায় করতে তাও রাজি।মোট কথা রাজধানী স্থানান্তরিত করতে হবে।১ বছররের উন্নয়ন কমিয়ে এটা করা উচিৎ।
ধন্যবাদ আপনাকে, কুমিল্লাকে সবার সামনে সুন্দর ভাবে তুলে ধরার জন্যে!!
Comillai best choice 👌
হাহা
@@shawonhasan4915 India pore bahas dibe capital city dhokole nile Bangladesh r thakbe na desher majkane capital city hole vlo
@@shakilahmed4367 এমনেই তো বাঁশ দিতে দিতে শেষ!! কুমিল্লা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত টানা কয়েকবার!!তাই কুমিল্লা ই গ্রেট
রাজধানী থেকে কলকারখানা আর বিশ্ববিদ্যালয়গুলো সরিয়ে তার আসপাশের জেলাগুলোতে এবং বিভিন্ন যানবাহনের স্টেশনগুলো ঢাকার আসপাসে নেওয়া হলে মনে হয় সমস্যা সমাধান হবে।
সহমত
বাংলাদেশের রাজধানী রাজশাহী হলে সবার জন্য ভালো
Right brother
Mymensingh বর্তমান পরিস্থিতিতে পারফেক্ট হবে রাজধানী নির্ধারনের জন্য...
এমনেতেই হয়ে যাবে, যে ভাবে ঢাকার বানিজ্যিক প্রতিষ্ঠান ময়মনসিংহের দিকে ঝুকছে.....
Right
noakhali
দেশের শিক্ষা ব্যবস্থা ভালো হলেই দেশের ভালো এবং বাংলাদেশের নতুন রাজধানী হবে বগুড়া 😊
কেন ভাই চট্টগ্রামে কি ক্ষতি করল
অবশ্যই এটা খুব জরুরি ভাবে করা উচিত, সব বড় বড় প্রতিষ্ঠান গুলির শাখা তৈরি করা হোক,তাতে করে প্রতিষ্ঠানের কাজের মান বাড়বে,বাড়বে বেকার যুবকদের কর্মসংস্থান, সেই সাথে নতুন রাজধানী তে, প্রত্যেক টি মন্ত্রণালয়ের অধীনে পৃথক পৃথক ভাবে প্রতিষ্ঠান গড়ে তোলা হোক। তাতে করে দেশ এর সুযোগ সুবিধা এবং কাজের গতি বেড়ে যাবে,দেশ ও এগিয়ে যাবে কয়েকধাপ।
Appreciateable
বাংলাদেশের দিতীয় রাজধানী হিসেবে খুলনা ই শ্রেষ্ঠ।
পূর্বাচলের মতো আরো বেশ কয়েকটি স্যাটেলাইট টাউন করতে হবে
বাংলাদেশের রাজধানী নোয়াখালী হতে হবে
রাজধানি সরানো,, সম্ভব নয়,,,তবে,, যান জটের থেকে, মুক্তি পেতে, বিকল্প কিছু,, ভাবতে হবে, ধন্যবাদ
Right dhakai rajdhani thakbe jotodin ai desh thakbe
@@creativitybysamiha3988 same 2 you bro
বাংলাদেশের নতুন রাজধানী সুন্দরবনে হলে ভালো হয়।
ঢাকা থেকে রাজধানী সরিয়ে নিতে হবে সিলেট অথবা বরিশাল।
কে কে একমত
ঢাকা থেকে রাজধানী সরানো হবে না।
রাজধানী ঢাকা ঢাকাই ঠিক আছে।
প্রয়োজনে প্রতিটা বিভাগে বড়ো বড়ো মিল কারখানা গার্মেন্টস্ এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিজ চালু করতে হবে। যাতে প্রতি বিভাগের লোকজন তাদের অঞ্চলেই কর্ম সংস্থানের সুযোগ পায়। তাদের যেনো জীবিকা নির্বাহের জন্য নিজ দেশ ত্যাগ করে ঢাকায় আসতে না হয়। তাহলেই ঢাকায় জনগণের চাপ কম থাকবে। আর সবার শেষে একটি কথা হচ্ছে রাজধানী হিসেবে ঢাকাই Best
Hmm r8
আসলে বাংলাদেশের জনসংখ্যা যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে কোন সমস্যা হতোনা। অতিরিক্ত জনসংখ্যাই সকল সমস্যার কেন্দ্র
আমার মতে ঢাকায় বড়ো বিশ্ববিদ্যালয় আর ব্যাংক আর গার্মেন্টস কার খানা সরিয়ে ফেলাতে হবে তাহলে অনেক টা যানযট কুমে যাবে
Khabn ki
Right bolecen...
Dhaka is the always best
you right my sis❤️
রাজধানী টাংগাইল করা হোক,
কারন টাংগাইল হলো বাংলাদেশের মধ্যেস্থানে অবস্থিত
কথাটা রাইট
ধন্যবাদ আপনাকে
কাজটি সরকারের ইচ্ছায়। সবই সম্ভব। ঢাকা থেকে রাজধানী অবশ্যই সরিয়ে নিতে হবে।
@@creativitybysamiha3988 দেশটি চলে একজনের ইচ্ছায়। সে হলো শেখ হাসিনা। শেখ হাসিনা অর্ডার করলে আ,লীগের কোনো নেতার সাহস হবেনা বিরোধিতা করার।
কোন ঝামেলা নাই রাজধানী নিয়ে চলে আসুন আমাদের রাজশাহীতে 😍
এখনো সময় ফুরিয়ে যায়নি, ঢাকা+ চট্টগ্রাম কে বানিজ্যিক শহর ঘোষণা করে নতুন রাজধানী করা দরকার।
তুমি বলো কোন এলাকাকে রাজধানী ঘুষনা করা যায়।
অনেক তথ্যবহুল ভিডিও।ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর তথ্য তুলে ধরেছেন ।
ধন্যবাদ
Dhaka bangladesher rajdhani ata e best cilo
ঢাকা থেকে শিল্পকল কারখানা সরিয়ে নিতে পারলেই ঢাকার রূপ পরিবর্তন সম্ভব
আমার কাছে অনেক ভালো লাগলো পোস্ট টা। পুরো ভিডিও টা দেখে বন্ধু করে নিলাম। আপনার দাওয়াত রইল আমার ঘরে। আসলে খুশি হবো।
গার্মেন্টস গুলো সরিয়ে দেন, সব ঠিক হয়ে জাবে
আমাদের দিনাজপুরকে রাজধানী শহর করা হোক।
রাজশাহীতে পারফেট জায়গা ইনডিগেট করছে।
পুরান ঢাকা ভেংগে হাই রাইজ বিল্ডিং করা লাগবে... ৩ তালার ১০ টা বিল্ডিং না বানায়ে ৩০ তালার এক্টা বানানো উচিত...মিরপুর, পুরান ঢাকা, মোহাম্মাদপুর সহ ঘিঞ্জি এরিয়া ভেংগে ঠিক করা লাগবে
Assalamo alikum R.Hasan bhai , very good idea.
Hassan, right we have to do lots knocking down .??
@@km99999 yes...singapore used to be in similar situation 50 years ago.....but demolished the old small houses and built sky scrappers
@@RHasan-yy1fb ,I live in London it had slum clerence all over 150yrs ago, it's a question of tough decisions making .?
@@km99999 it will happen sooner or later...for that at first we needed economic stability... Now we have that....and secondly the housing projects must be done by the government....if the private sectors build this houses they will look for their best profit not the well being of the society.... Singapore government took charge over the housing sector back in the 60s.... And the other thing we must do is to think 100-200 years ahead....we cant build massive infrastructures for a mere 20-30 year period....just look prague, those houses were built hundreds of years ago but its still relavent to this day....the buildings must be done in a proper way....and japan is much bigger than bangladesh but 80% of their land is rocky and inhabitable.... Their population is heavily concentrated in the cities....only 9% japanese people live in the country side....comepared to that bangladesh is in much better position... Government must be rock solid in ita decision making
প্রতিটা বড় শহরে রাজধানীর প্রশাসনিক ভবণ গুলোকে স্থানান্তরিত করলেই ঢাকা ভালো পর্যায়ে যাবে
Vlo laglo ,,, from coochbehar,,,,,India
ধন্যবাদ ভিডিও টি দেখার জন্যে এবং মতামত প্রদানের জন্যে
ঢাকা রাজধানী থাকুক।কিন্তু হ্যা ঢাকায় সব কাজ, বড় বড় প্রতিষ্ঠান অর্থাৎ ঢাকা সব কাজ না করে দেশের বড় বড় শহর গুলোতে কাজ গুলো বন্টন করে দিতে হবে। তাহলে ঢাকার চাপ কমবে।
Absolutely right
সহমত
প্রতিটা জেলা শহরে যদি গার্মেন্টস কোম্পানি ও শিল্প কারখানা স্থাপন করার ব্যবস্থা করে তাহলেই ঢাকার যানজট কমে যাবে এবং একটি করে ইয়ারপোর্ট করতে হবে। দেখবেন দেশ ও জেলা গুলো যেমন উন্নত হচ্ছে দেশর মানুষের ভাবমূর্তি ও বদলে যাবে।
আমার বাড়ি বাংলাদেশ সিলেট আমি প্রধানমন্ত্রীর কাছে একটা কথা চাই রোডের মাঝখানে দিয়ে যেন কোন মানুষ যায় না সেটা আমি চাই মাজান 👈👈🇧🇩🇧🇩
বাংলাদেশ সরকার অনেক ওভার ব্রিজ করেছে কিন্তু আমরাই সে গুলো ব্যাবহার ঠিক মত করছি না!!
সিলেট রাজধানী হলে ভালো হবে 😘
ঢাকা থেকে রাজধানী সরিয়ে ময়মনসিংহের দিকে স্থানান্তর করা উচিত।গাজীপুর-ময়মনসিংহ সংযোগ স্থলে হলেও ভাল।তাছাড়া ময়মনসিংহ বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি প্রাচীন শহর।শিক্ষা,সংস্কৃতি,শিল্পেও এগিয়ে আছে। তাই ভাল হবে।
রাজধানীতে থাকা খাওয়া অনেক ব্যায় বহুল, সুতরাং এখনি সময় রাজধানী পরিবর্তনের।
নতুন রাজধানী সিলেট হবে ইনশাল্লাহ
ধুর.....🌿🌿🍃☘️🍀🌲🌳🌴☘️🍃🌿🌱🌳🌴🌵☘️🍃🌿🌿
Hi
বেশি কিছু না, শুধু বেকারত্ব আর দারিদ্র্যতা নিয়ন্ত্রণে আনতে পারলেই ইনশাআল্লাহ সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর রাজধানী সরিয়ে নেয়ারও কোন প্রয়োজন হবে না। ❤🎉
যারা আমার সাথে একমত তারা রিপ্লাই দিবেন❤🎉
Sylhet 🖤
আমার মতে দুই রাজধানী হিসেবে চট্টগ্রাম ভালো অপশন।এর সাথে আমাদের ঐতিহ্যের সম্পর্ক কম নয়।আরব্য বণিকসহ মুঘল,সুলতানি, ইংরেজ সবার কাছে চট্টগ্রাম, ঢাকার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল।
ধন্যবাদ আপনাকে
আমার মতে বাণিজ্যিক শহর চট্টগ্রাম এবং প্রশাসনিক শহর ঢাকা
ধন্যবাদ
Bangladesh er Dhaka bibhager sob cheye Boro zela Tangail . Capital Dhaka k change Kore Tangail kora hok......
@@arifulislamarif6242 বাদাইম্মার এলাকা আবার রাজধানী চায়
@@MDWASIM-tg2et ভাসানীর এলাকা, বিচারপতি শাহাবুদ্দিন (সাবেক প্রেসিডেন্ট) এর এলাকা, পিসি সরকার এর এলাকা...... বুজতে পারলে আর আছে কাদের সিদ্দিকী বীরউত্তম এর এলাকা
@@arifulislamarif6242 😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😏
রাজধানী Cox's bazarএ নিয়ে যাওয়া উচিত।
এর ফলে রাজধানী-cox's Bazar খুবই তারাতারি কক্সবাজার একটি শক্তিশালী অর্থনীতিতে জেলাতে পরিনত হবে।
যদি সম্ভব হয় এই বিষয়টা নিয়ে video তৈরি করে সকলের কাছে বিষয়টা বিবেচনা জন্য তুলে ধরবেন।
আমার কাছে মনে হয় ঢাকার পাশে নরসিংদী বা গাজিপুরকে বাংলাদেশের রাজধানী করলে ভালো হবে ।
সব জেলার মানুষই কমেন্ট করতে থাকুন, দেখি কোন জেলার বেশি কমেন্ট পরে
না।
বরিশাল
Akmot. From- Raipur,Luxmipur.
@@BioscopeEntertainment divide the country up in six or seven self governing division units with tax raising and spending power locally and these actions will be overseen by central government departments .?? Plz make comments on this idea .
@@BioscopeEntertainmentবগুড়ায় করা উচিত। কেননা বগুড়ায় সব আধুনিক ব্যবস্থা আছে।বাস, ট্রেন তো আছেই এয়ারপোর্ট ও আছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ও অনেক ভালো। শহরের বাইরেও অনেক খাস জমি আছে। শুধু প্রশাসনিক দপ্তরটা বসালেই হয়। একসময় বগুড়ার মহাস্থানগড় ই ছিল বাংলার রাজধানী। সুতরাং বগুড়ায় ই রাজধানী আনা হোক।
যদিও আমি বগুড়ার না এবং যদিও আওয়ামী লীগ সরকার এটা করবে না তবুও বললাম আরকি!!!😃😃
দিনাজপুর রাজধানী চাই😍😍😍
Hmm dinagpur ar acta country Bana daua hobo
@@prantosarker5729 তাই নাকি 😊😊😊
বাংলাদেশের সবচেয়ে বড় জেলার মধ্যে চট্টগ্রাম হল দ্বিতীয়।।আর বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হল চট্টগ্রাম।।আর বাংলাদেশের রাজধানী চট্টগ্রামের করলে ভালো হবে।। কারণ চট্টগ্রামে অনেক বড় , আয়তনে ঢাকা চট্রগ্রামের 3ভাগে 1.5ভাগ।।
Tui to bolod choda
আপনি একটা সুন্দর ভিডিও তৈরি করেছেন আপনাকে ধন্যবাদ। নিচে কমেন্টে যা লিখেছে তা। কি সরকার জানে না জানলে সরকার যে কাজ করলে জানবে সেই কাজটা করুন বেশি খুশি হবো।
আমার মনে হয় উত্তর বঙ্গের অর্থাৎ রংপুর,দিনাজপুর, ঠাকুরগাঁও এই দিকে সরকারের দেখা উচিত।কারন এসব এলাকায় এখনো তেমন আধুনিকায়ন হয়নি।আমি নিজে দেখেছি এই দিকে সরকার খেয়াল করলে খুব সহজেই এই জায়গাগুলোতে বানিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
Lol
ধন্যবাদ আপনাকে মতামত প্রদানের জন্যে
Right
সিলেটকে একমাত্র বাংলাদেশের রাজধানী করা উচিত কেননা এখানে সবকিছু ডিস্ট্রিক্ট এবং জেলা মানুষ বসবাস করে.
আমি মনে করি, ঢাকা বাদে আর ও তিন টা রাজধানী করা দরকার
ঢাকা প্রসাশনিক
চট্টগ্রাম অর্থনীতিক
সিলেট ঐতিহ্য
কক্সবাজার ট্যুরিজম
রাজধানী করা যায়
পদ্মা সেতু চালু হলে এবং পায়রা বন্দর চালু হলে,
যদিও পায়রা বন্দরে প্রতিদিন স্বল্প পরিমানে পণ্য খালাস হচ্ছে এবং মোঙ্গলা বন্দর আগের থেকে অনেক বেশী কার্যকর হয়েছে।
এবং গার্মেন্টস মালিকেরা বরিশালে জায়গা কেনা শুরু করেছে।
তখন খুলনা বরিশাল বিভাগ দেশের অর্থনীতিতে মূল দায়িত্ব পালন করবে।
বাংলাদেশের রাজধানী বরিশাল দেয়া হোক, একমত হলে লাইক দেন
সিলেট রাজধানী করা হক
Buka koi kiii
Ha ha ha vai mata tik ace
চট্টগ্রাম পেলে সিলেট রাজধানী হবেনা ভাই
গ্রাম উন্নত করলে সব ধরনের চাপ কমে যাবে।
আমার মনে হয় সরকারী কাজ বিভাগভিক্তিক করলেই হবে।।বিভাগকে তার এলাকার সকল কাজ করার ক্ষমতা দিলেই ঢাকার চাপ কমে যাবে।।আর সরাসরি কেন্দ্রের কাছে জবাবদিহি করবে
কেননা এখন অনেক সরকারী কাজ অনলাইনে হলেও ৮৫% কাজ সঠিকভাবে ভাবে শেষ করার জন্য ঢাকায় যাইতেই হয়।
সহমত
Nice 🙂
ঢাকা-চট্টগ্রামের লাইফলাইন খ্যাত কুমিল্লা এক্ষেত্রে অনেক এগিয়ে।
এই হিসাবে ঢাকা- রংপর,,,, বগুরা কি কম??
ঢাকা অনেক সুন্দর।
ধন্যবাদ আপনাকে
ঢাকা সিটির 40% অফিসিয়ালি কাজ কুমিল্লা সিটিকে দিতে পারে এয়ারপোর্ট টাও সরকার চালু করতে পারে, যেহেতু 4 ল্যান্ড হাইওয়ে রোড ঢাকা চট্টগ্রামের মাঝামাঝি অবস্থিত যোগাযোগ খুবই উন্নত!
রাজধানী সিলেটে আনতে হবে ❤❤❤❤
ঢাকার আশেপাশের জায়গাগুলোতে বাজ্যিকও আবাসিক এলাকা করলে ভালো হবে
Appreciateable
ঢাকা থেকে রাজধানী ও গুরুত্বপূর্ণ মন্ত্রনালয় সরিয়ে অন্য বিভিন্ন জেলায় দিলে সব জেলায় অবকাঠামোগত উন্নয়ন দ্রুত ও ভালো হবে বলে আমি মনে করি
বাংলাদেশের নতুন শহর বরিশাল বা চট্টগ্রামে কে নিয়ে করা হোক। নৌ-পথ,সড়ক, বিমান চলাচল করতে পারে তাই সব পথে মানুষ, পন্যের নিয়ে যেতে পারবে।
আপনার কথায় আমি সহমত ধন্যবাদ ভাই
Salar gorer sala, ki bolos
রাজশাহীকে নতুন রাজধানী হিসেবে বিবেচনা করলে মনে হয় ভাল হবে।
দুর মিয়া নোয়াখালীতে দিলে ভালো হবে
রাজধানী সরিয়ে কুমিল্লা নিলে ভাল হবে।।
রাইট বলছেন ভাই যে অবস্থা ঢাকার
ঢাকাকে বাচাতে হলে রাজধানী সরানু ছারা আর কোন বিকল্প নাই
রাজধানি ঢাকাই থাক কিন্তু কর্মসংস্থান ও গার্মেন্স একটু ঢাকার বাইরে করা হোক
গুরুত্বপূর্ণ মতামত
You are right
😅😅.....Obviously KHULNA......The land of peace.....☺
দেশের শিক্ষা ব্যবস্থা ভালো হলেই দেশের ভালো
ঢাকা থেকে কিছু জিনিস সরিয়ে নিলেই সব ঠি হয়ে যাবে, যেমন : গার্মেনটস,উন্নত মানের মেডিকেল হাসপাতাল,বি সি বি ক্রিকেট কার্যলয়,ভিসা প্রসেসিং ট্রাবেল এজেন্সি, এবং ক্যামেকেল যুক্ত কোনো প্রতিষটান ঢাকার বাহিরে।
right
Right
ঢাকা থেকে সরিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর পদ্মার সেতুর আশে পাশে করলে অনেক মানুষের চাপ থেকে ঢাকা মুক্তি পাবে,,, ঢাকায় অগনিত স্কুল ,কলেজ ,এই সংখ্যা পাওয়া কমানো উচিত ,,, এভাবে একটা শহর চলতে পারে না ,,,