ধান কাটা রিপার মেশিন || Paddy Harvesting Riper Machine || তড়িৎ বর্মণ || Tarit Borman
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- ধান কাটার মেশিন। যেটির নাম রিপার। খুব অল্প সময়ে আমরা অধিক পরিমাণ জমির ধান কাটতে পারি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 50 পার্সেন্ট ভর্তুকি মূল্যে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর, পাবনা কেন্দ্রীয় আশ্রম কর্তৃক পাবনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা এটা ক্রয় করি।
ভাই আইলের পাশের ধান কাটতে কোনো সমস্যা হয় নাকি?
শুয়ে থাকা ধান কাটা যায় নাকি?
Price
১ লক্ষ ৮০ হাজার টাকা। বাংলাদেশ সরকার ৫০% ভর্তুকি দেওয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহোযোগিতায় আমরা ৯০ হাজার টাকায় ক্রয় করেছি।