'ISTAVRITI' | With 'Kripon' And A Song Of Rabindranath | By Sanchita Sarkar (With Saptarshi Sarkar).
HTML-код
- Опубликовано: 29 ноя 2024
- পরমপ্রেমময় যুগাবতার শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে আমার অসংখ্য ভূমিষ্ঠ প্রণাম।🙏🏻🙏🏻🙏🏻
পরমারাধ্যা জগজ্জননী শ্রীশ্রী বড়মার শ্রীরাঙা চরণে আমার অসংখ্য ভূমিষ্ঠ প্রণাম।🙏🏻🙏🏻🙏🏻
পরমপূজ্যপাদ শ্রীশ্রী বড়দার শ্রীচরণে আমার অসংখ্য ভূমিষ্ঠ প্রণাম।🙏🏻🙏🏻🙏🏻
সকলকে জানাই 'রা'-নন্দিত জয়গুরু🙏🏻🙏🏻🙏🏻
রবীন্দ্রনাথ ঠাকুরের 'কৃপণ' কবিতা-
----------
কৃপণ
----------
আমি ভিক্ষা করে ফিরতেছিলেম
গ্রামের পথে পথে,
তুমি তখন চলেছিলে
তোমার স্বর্ণরথে।
অপূর্ব এক স্বপ্ন-সম
লাগতেছিল চক্ষে মম--
কী বিচিত্র শোভা তোমার,
কী বিচিত্র সাজ।
আমি মনে ভাবেতেছিলেম,
এ কোন্ মহারাজ।
আজি শুভক্ষণে রাত পোহালো
ভেবেছিলেম তবে,
আজ আমারে দ্বারে দ্বারে
ফিরতে নাহি হবে।
বাহির হতে নাহি হতে
কাহার দেখা পেলেম পথে,
চলিতে রথ ধনধান্য
ছড়াবে দুই ধারে--
মুঠা মুঠা কুড়িয়ে নেব,
নেব ভারে ভারে।
দেখি সহসা রথ থেমে গেল
আমার কাছে এসে,
আমার মুখপানে চেয়ে
নামলে তুমি হেসে।
দেখে মুখের প্রসন্নতা
জুড়িয়ে গেল সকল ব্যথা,
হেনকালে কিসের লাগি
তুমি অকস্মাৎ
"আমায় কিছু দাও গো" বলে
বাড়িয়ে দিলে হাত।
মরি, এ কী কথা রাজাধিরাজ,
"আমায় দাও গো কিছু"!
শুনে ক্ষণকালের তরে
রইনু মাথা-নিচু।
তোমার কী-বা অভাব আছে
ভিখারী ভিক্ষুকের কাছে।
এ কেবল কৌতুকের বশে
আমায় প্রবঞ্চনা।
ঝুলি হতে দিলেম তুলে
একটি ছোটো কণা।
যবে পাত্রখানি ঘরে এনে
উজাড় করি-- এ কী!
ভিক্ষামাঝে একটি ছোটো
সোনার কণা দেখি।
দিলেম যা রাজ-ভিখারীরে
স্বর্ণ হয়ে এল ফিরে,
তখন কাঁদি চোখের জলে
দুটি নয়ন ভরে--
তোমায় কেন দিই নি আমার
সকল শূন্য করে।
রবীন্দ্রসঙ্গীত- "সব দিবি কে"-
সব দিবি কে, সব দিবি কে।
সব দিবি পায়, আয় আয় আয়॥
ডাক পড়েছে ওই শোনা যায়, আয় আয় আয়,
সব দিবি কে, সব দিবি কে।
সব দিবি পায়, আয় আয় আয়॥
আসবে যে সে স্বর্ণরথে,
জাগবি কারা রিক্ত পথে।
পৌষ-রজনী তাহার আশায়,
আয় আয় আয়॥
ক্ষণেক কেবল তাহার খেলা, হায় হায় হায়,
তার পরে তার যাবার বেলা, হায় হায় হায়।
চলে গেলে জাগবি যবে,
ধনরতন বোঝা হবে।
বহন করা হবে-যে দায়,
আয় আয় আয়॥
অবশ্যই আমাদের চ্যানেলটি Subscribe করবেন, আমাদের Video গুলি সকলকে Share করে সকলকে গানগুলি শোনার এবং বিভিন্ন ধার্মিক তথ্য জানার সুযোগ করে দিন এবং আমাদের Video গুলি Like করে আমাদের উৎসাহ দেবেন।
আমাদের চ্যানেলের লিঙ্ক (Link Of Our Channel):-
/ @parampitaramritodhara...
#paramapitaramritdhara