খুব খারাপ লাগলো। আমিও বিয়ে করেছি চার বছর হলো। বেবী নেইনি। মানে আমার শখ আরো কিছুদিন একা থাকতে। আমার বৌ একটু ভারী তাই ওর নানা অসুবিধা। তাই খুব বাবু নেওয়ার জন্যে উদগ্রীব থাকে।কারন ও অনেক ভয়ে থাকে যদি বাবু না হয়। এবং বলে এখন যে বাবু নেও না পরে যদি বাবু না হয় তবে যদি বিয়ে করো আমি কোনদিন তোমাকে ক্ষমা করবো না। আমি ওকে বলি যে আমার বাবু তুমি। আমি ভীষন ভালোবাসি ওকে। বাবু নাহলেও কোন আফসোস নেই। কত মানুষের বাবু বড়ো হয়ে বাবা মাকে দেখেও না। আল্লাহ যা করেন তাতেই আমি খুশি। 😊 জীবন ছাড়তে পারি বৌ ছাড়তে পারবোনা।
খুব খারাপ লাগলো। আমিও বিয়ে করেছি চার বছর হলো। বেবী নেইনি। মানে আমার শখ আরো কিছুদিন একা থাকতে।
আমার বৌ একটু ভারী তাই ওর নানা অসুবিধা। তাই খুব বাবু নেওয়ার জন্যে উদগ্রীব থাকে।কারন ও অনেক ভয়ে থাকে যদি বাবু না হয়। এবং বলে এখন যে বাবু নেও না পরে যদি বাবু না হয় তবে যদি বিয়ে করো আমি কোনদিন তোমাকে ক্ষমা করবো না। আমি ওকে বলি যে আমার বাবু তুমি। আমি ভীষন ভালোবাসি ওকে।
বাবু নাহলেও কোন আফসোস নেই।
কত মানুষের বাবু বড়ো হয়ে বাবা মাকে দেখেও না।
আল্লাহ যা করেন তাতেই আমি খুশি। 😊 জীবন ছাড়তে পারি বৌ ছাড়তে পারবোনা।
@@Discover_57 দোয়া রইল ভাইয়া আপনাদের জন্য